ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ৭ | Daily Study of Homeopathy

পাঠ -৭

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

. জীবনী শক্তি ও রোগ লক্ষণ
এফোরিজম ৯: সুস্থ অবস্থায় অতীন্দ্রিয় সূক্ষ্ণশক্তি (জীবনী শক্তি) দেহ যন্ত্রকে সঞ্জীবিত রাখে এবং সুষ্ঠুভাবে পরিচালিত করে।
এফোরিজম ১০: এ জীবনী শক্তি ছাড়া দেহ মৃত ।
এফোরিজম ১১: জীবনীশক্তিই মূলত পীড়িত হয় এবং তার রোগ যন্ত্রণাকে বিভিন্ন অনুভূতি ও দেহ যন্ত্রের ক্রিয়ার মাধ্যমে প্রকাশ করে।
এফোরিজম ১২: লক্ষণ সমষ্টি অন্তর্হিত হলে জীবনীশক্তির পীড়া দূরীভূত হয়।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

37 BARYTA MURIATICA [Bar-m]
Bar-m মানসিক উৎকণ্ঠা, জড়বুদ্ধি কানে কম শুনে।
Bar-m নির্দিষ্ট সময় পরে পরে আক্ষেপ (convulsion) তার সহিত হাত পা ছোড়ে, শরীরের ভিতরে বিদ্যুতের ধাক্কার মত অনুভূত হয়।
Bar-m রতিক্রিয়ার ইচ্ছা প্রবল হলে পাগলামি আরম্ভ হয়।
38 BELLADONNA [Bell]
Bell আক্রান্ত অংশে উত্তাপ, লালবর্ণ (আরক্তিম) ও জ্বালাপোড়া।
Bell মস্তকে রক্তাধিক্য, মাথা গরম কিন্তু হাত পা ঠাণ্ডা, রোগের তীব্র অবস্থায় মুখমণ্ডল লালবর্ণ ও ফোলা, ক্যারোটিড ধমনীর দপদপানি ও মাথা ব্যথা। তরুণ রোগে উল্লিখিত লক্ষণ সমূহ প্রায়ই থাকে।
Bell তরুণ রোগ হঠাৎ প্রচন্ডবেগে আক্রমণ করে, বেদনা হঠাৎ আসে আবার হঠাৎ উপশম হয়।
Bell সামান্য ঝাঁকিতে, নড়াচড়ায় ও ঠাণ্ডায় বেদনার বৃদ্ধি।
Bell রোগী ঘুমের মধ্যে চমকে উঠে, অনেক সময় জাগ্রত অবস্থায়ও চমকে উঠে।
Bell শিশু হঠাৎ জেগে কিছু ধরার জন্য হাত বাড়ায়, কাঁপতে থাকে, মনে হয় যেন ভয় পেয়েছে।
39 BELLIS PERENNIS [Bell-p]
Bell-p থেঁতলে যাওয়ার মত, আঘাত লাগার মত বা দপদপানি ব্যথা।
Bell-p ক্লান্তি অনুভূতি।
Bell-p উদর বা বস্তি কোটরে আঘাত বা বিষাক্ত ক্ষত।
Bell-p প্লীহা স্থানে পূর্ণতা অনুভূতি।
Bell-p ঠাণ্ডা সহ্য হয় না।
40 BENZOICUM ACID [Benz-ac]
Benz-ac গ্যাঁটে বাত আক্রান্ত স্থান হঠাৎ পরিবর্তন করে হৃদপিণ্ড আক্রমণ করে, অথবা মূত্রের লক্ষণ প্রকাশ পেলে বাত থাকে না।
Benz-ac রোগীর গায়ে মূত্রের গন্ধ, খড় পচা পানির মত গাঢ়বর্ণের মূত্র, পরিমাণে কম।
Benz-ac মূত্রে তীব্র গন্ধ, ঘোড়ার চোনার মত তীব্র গন্ধ, রোগী নিজে এ গন্ধ টের পায়না।
Benz-ac সাবানের ফেনার মত প্রচুর সাদা মল, মলে মূত্রের মত ঝাঁঝাল গন্ধ।
Benz-ac অধিকাংশ রোগ বাম দিকে আরম্ভ হয় কিন্তু সময় সময় ডানদিকে আসে।
Benz-ac ক্যালকেরিয়া কার্বের মত পা ঠাণ্ডা ও ভিজা ভিজা।
41 BERBERIS VULGARIS [Berb]
Berb জ্বালাযুক্ত, হুলফোটানোর মত সূচফোটানোর মত, ছিঁড়ে যাওয়ার মত ব্যথা।
Berb এক জায়গায় ব্যথা আরম্ভ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, কোন নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়ে না।
Berb বাম কিডনি রিজনে ব্যথার সহিত কিডনিতে বুদবুদ উঠার অনুভূতি।
Berb মূত্র ঘোর লালচে ও গাঢ় শ্লেষ্মাময়, ময়দা গোলার মত তলানি।
Berb দিনে ও আহারের পরে অত্যন্ত নিদ্রালুতা।
Berb মাথায় যেন একটি টাইট করে টুপি পরানো আছে এমন অনুভূতি।
42 BISMUTHUM SUBNITRICUM [Bism]
Bism নির্জনে একা থাকতে পারে না, সঙ্গী চায়, শিশু মায়ের হাত ধরে থাকে।
Bism উৎকণ্ঠা ও অস্থিরতা, কখন বসে কখন বেড়ায় কখনওবা শোয়, স্থির থাকতে পারে না।
Bism মাথার অসুস্থতার সঙ্গে পাকাশয়ে ব্যথা অথবা পর্যায়ক্রমে পাকাশয় শূল ও মাথার অসুস্থতা।
Bism মুখমণ্ডল মড়ার মত পাংশু দেখায় ও চোখের চারিদিকে কালিমা পড়ে।
Bism জল পান করা মাত্রই বমি হয়ে যায়, কিন্তু খাদ্যদ্রব্য কিছুক্ষণ পেটে থাকে।
Bism আহারের পর পাকস্থলীর কোন নির্দিষ্ট স্থানে চাপ বোধ ও পর্যায়ক্রমে জ্বালা অনুভূত হয়।

Mind অধ্যায়ের ৩০১ থেকে ৩৫০ পর্যন্ত মূল রুব্রিক:

301 Mind ভয়হীন FEARLESS (7)
302 Mind মল মেঝের উপরে ত্যাগ করে FECES, passed on the floor (4)
303 Mind ভান করে FEIGNING (0)
304 Mind জ্বর FEVER (0)
305 Mind চপল, বা পরিবর্তনশীল মনোভাব FICKLE (3)
306 Mind যুদ্ধ করতে চায় FIGHT, wants to (12)
307 Mind পূর্ণ করে পকেট, যেকোনো বস্তু দিয়ে FILLS pockets with anything (1)
308 Mind আর্থিক হিসাবে, অনুপযোগিতা FINANCE, inaptitude for (5)
309 Mind আর্থিক সম্পদ বা সম্পত্তি হারিয়ে অসুস্থতা FINANCIAL, loss of wealth or property, ailments from (15)
310 Mind জাঁকজমক পোশাক ও অলংকার চায় FINERY, wants (5)
311 Mind আগুন FIRE (0)
312 Mind অটলতা FIRMNESS (5)
313 Mind ঘুষাঘুষি করে এমনভাবে, যেন প্রচণ্ড রাগান্বিত হয়েছে FISTS, doubling as if in furious anger (1)
314 Mind ধারনা বদলায়না FIXED, notions (3)
315 Mind মাদকাসক্ত হওয়া সম্পর্কিত অতীতের স্মৃতিচারণ করে FLASHBACKS, from drug experience (1)
316 Mind চাটুকার FLATTERER (10)
317 Mind তোষামোদ পেতে চায় FLATTERY, desires (3)
318 Mind মাছি ধরার চেষ্টা করে FLIES, tries to catch (1)
319 Mind শূন্যে ভেসে বেড়ানোর অনুভূতি FLOATING, sensation of (19)
320 Mind উড়ে যেতে ইচ্ছা FLY, desires to (1)
321 Mind নির্বুদ্ধি আচরণ FOOLISH, behavior (65)
322 Mind খোশপোশাকি FOPPISH (6)
323 Mind ঘোড়া ও গবাদি পশুর খাদ্য খেতে ইচ্ছা FORAGE, for food, desires to (1)
324 Mind ভুলোমনা FORGETFUL (0)
325 Mind ভুলে যাচ্ছে কিছু ক্রমাগতভাবে এমন অনুভূতি FORGOTTEN, something, feels constantly as if he had (9)
326 Mind পরিত্যক্ত অনুভূতি FORSAKEN, feelings (0)
327 Mind ভঙ্গুর অনুভূত হয় FRAGILE, sensation of being (2)
328 Mind ভ্রাতৃত্ব বোধ, পৃথিবীর সকলের সহিত FRATERNISED, with the whole world (1)
329 Mind বদমেজাজি FRETFUL (35)
330 Mind বন্ধুত্বের সুমিষ্ট প্রকাশ FRIENDSHIP, sweet outpourings of (2)
331 Mind ভয় পাওয়া FRIGHT (71)
332 Mind ভীত FRIGHTENED (137)
333 Mind ছেলেমানুষি পূর্ণ আচরণ FRIVOLOUS, behavior (14)
334 Mind হাসিখুশি ভাব, পরিবর্তন হয়ে দুঃখিত FROLICSOME, behavior, changing to sorrow (1)
335 Mind ভ্রুকুটি করার প্রবণতা FROWN, disposed to (14)
336 Mind মজা তামাশায় পূর্ণ FUN, full of (2)
337 Mind ভবিষ্যৎ FUTURE (0)
338 Mind জুয়া খেলার প্রতি প্রচণ্ড আগ্রহ GAMBLING, passion for (10)
339 Mind উদার, অত্যধিক GENEROUS, too much (5)
340 Mind অঙ্গভঙ্গি GESTURES (26)
341 Mind মুখ চেপে হাসে GIGGLING (4)
342 Mind মনমরা GLOOMY (262)
343 Mind ভোজনবিলাস GLUTTONY (12)
344 Mind নাস্তিক, ধর্মীয় অনুভূতির অভাব GODLESS, want of religious feeling (10)
345 Mind বাহিরে যেতে অনীহা GOING outside, aversion to (9)
346 Mind কথা চালাচালি GOSSIPING (10)
347 Mind পেটুক GOURMAND (9)
348 Mind প্রচণ্ড লোভী, অর্থলিপ্সা GREEDY, avarice (34)
349 Mind মনস্তাপের ফলে অসুস্থতা GRIEF, ailments from (67)
350 Mind ভেংচি দেয় GRIMACES, makes (19)

Blood অধ্যায়ের ৪৫ টি মূল রুব্রিক:

1 Blood অর্বুদ ধমনীর ANEURISM (44)
2 Blood রক্তে এসিটোনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি, শিশুদের ACETONEMIA, blood, in child (1)
3 Blood জৈবতরল ও টিস্যুতে অম্লাধিক্য ACIDOSIS (1)
4 Blood এগ্রানোলোসাইটোসিস AGRANULOCYTOSIS (1)
5 Blood রক্তাল্পতা ANEMIA (169)
6 Blood রক্তপাত BLEEDING (168)
7 Blood রক্তবাহ BLOOD vessels (26)
8 Blood রক্তের রোগ আরোগ্যকারী ঔষধ BLOOD, remedies (80)
9 Blood রক্তসঞ্চালন CIRCULATION (67)
10 Blood ঠাণ্ডা অনুভূতি যেন COLD, sensation, as if (15)
11 Blood রক্তাধিক্য CONGESTION (143)
12 Blood বিশৃঙ্খলা রক্তের DISORGANIZATION of blood (18)
13 Blood ফিনকি দিয়ে বা প্রচণ্ড তোড়ে ধেয়ে-আসা রক্ত যেন GUSHING, blood, as if (1)
14 Blood উত্তাপ অনুভূতি, রক্তে HEAT, sensation in blood (13)
15 Blood গরম রক্ত অনুভূতি যেন HOT, blood, sensation, as if (5)
16 Blood উচ্চ রক্তচাপ HYPERTENSION (76)
17 Blood শ্বেতকণিকাধিক্যঘটিত রক্তাল্পতা LEUKEMIA (37)
18 Blood অত্যধিক উত্তেজনা রক্তের ORGASM, of blood (123)
19 Blood ধমনী প্রদাহ PHLEBITIS (61)
20 Blood রক্তে লাল কণিকার আধিক্য PLETHORA (12)
21 Blood লোহিতকনিকার আধিক্য রক্তের POLYCYTHEMIA, blood (3)
22 Blood পোর্টাল সিস্টেমে রক্তাধিক্যের সহিত অর্শ ও কষ্টরজ PORTAL congestion, with hemorrhoids, and dysmenorrhea (1)
23 Blood ধুম্ররোগ রক্তস্রাবী PURPURA hemorrhagica (41)
24 Blood রক্তে পুঁজোৎপাদক জীবানুসঞ্চার PYEMIA (12)
25 Blood রক্তের লোহিতকণিকা দ্রুত ক্ষয়প্রাপ্ত RED blood cells, decay, rapid (1)
26 Blood অস্থিরতা রক্তে RESTLESSNESS, blood, in (2)
27 Blood বেগে ধাবিত হত্তয়া রক্ত RUSHES, blood of (9)
28 Blood রক্তে জীবাণু সংক্রমণ রক্ত বিষাক্ততা SEPTICEMIA, blood poisoning (92)
29 Blood রক্তরস রক্তের জলীয় অংশ বৃদ্ধি ও শক্ত অংশের হ্রাস SERUM, increase of watery elements and decrease of solids (2)
30 Blood প্রবাহ বদ্ধ হত্তয়ার অনুভূতি যেন STAGNATED, sensation as if (24)
31 Blood কোন স্থানের রক্ত বন্ধ হওয়া বা ধীর গতিতে চলা STASIS of blood (7)
32 Blood স্থির দাঁড়ান যেন STILL, stands, as if (5)
33 Blood গরম বাষ্প এর অনুভূতি STREAMING, sensation, of (1)
34 Blood হৃদযন্ত্রের সংকোচন-পর্ব অতিরিক্ত SYSTOLE, extra (1)
35 Blood পাতলা এমন অনুভূতি যেন THIN, sensation as if (1)
36 Blood রক্তনালীতে বা হৃদযন্ত্রে রক্ত জমাট বাঁধা THROMBOSIS (14)
37 Blood টাইফয়েড রক্তস্রাব প্রবণ TYPHOID, hemorrhagic (8)
38 Blood রক্তে মূত্রবিষদুষ্টতা UREMIA (34)
39 Blood স্ফীত শিরা VARICOSE, veins (110)
40 Blood শিরাচ্ছেদন হতে অসুস্থতা VENESECTION, ailments from (9)
41 Blood শীরায় রক্তাধিক্যহেতু মন্দগতি VENOSITY, general (6)
42 Blood কম্পিত রক্তবাহ যেন VIBRATE, blood vessels, as if (1)
43 Blood দুর্বল রক্ত WEAK, blood (14)
44 Blood রক্তের সাদাকণিকা WHITE blood cells (4)
45 Blood মোচড় খাওয়া রক্তনালীতে WRITHING, in blood vessels (2)

Bladder অধ্যায়ের ১২৬ টি মূল রুব্রিক:

1 Bladder অনুপস্থিত যেন মূত্রনালি, যখন সে প্রস্রাব করে ABSENT, sensation, urethra, when urinating (16)
2 Bladder অবিরাম বেদনা ACHING, pain (25)
3 Bladder জুড়ে যাওয়া, মূত্রনালির মিটাস AGGLUTINATION, urethra, meatus, of (17)
4 Bladder তীব্র মানসিক বা শারীরিক যন্ত্রণাদায়ক বেদনার সহিত মূত্রত্যাগ AGONIZING, pain, with urination (3)
5 Bladder বাতাস নির্গত হয় মহিলাদের মূত্রনালি দিয়ে, মূত্রত্যাগের সময় AIR, passes from the female urethra during urination (1)
6 Bladder অমঙ্গল আশঙ্কা, মূত্রস্থলি অঞ্চলে APPREHENSION, in, region of (1)
7 Bladder পেশীর দুর্বলতা ATONY (9)
8 Bladder বলের মত কিছু থাকার অনুভূতি BALL, in, sensation of (6)
9 Bladder বিছানায় প্রস্রাব, মূত্রের বেগধারণে অক্ষমতা BEDWETTING, enuresis (106)
10 Bladder দাঁতে কাটার মত বেদনা, মূত্রনালিতে BITING, pain, urethra (13)
11 Bladder মূত্রথলির রোগ আরোগ্যকারী ঔষধ BLADDER, remedies (82)
12 Bladder মূত্রস্থলি থেকে রক্তপাত হয় BLEEDING, from (15)
13 Bladder ছিদ্র করার মত বেদনা, অঞ্চলে BORING, pain, region of (1)
14 Bladder ফেটে যাওয়ার মত বেদনা BURSTING, pain (2)
15 Bladder পাথুরি CALCULI (0)
16 Bladder ক্যান্সার CANCER, of (2)
17 Bladder কোমলাস্থি-সম্পর্কিত কাঠিন্য CARTILAGINOUS, induration (1)
18 Bladder অতিরিক্ত মাংসপিণ্ড, টিউমার হতে রক্তনালীর রক্তপাত CARUNCLE, vascular bleeding from tumor of (12)
19 Bladder সর্দি শ্লৈষ্মিক পুঁজ CATARRH, muco-pus (54)
20 Bladder শীতাবস্থা মূত্রথলিতে, প্রস্রাব করার পরে, মূত্রস্থলির নেক হতে ছড়িয়ে পরে CHILLS, spread from the neck of the bladder after urinating (1)
21 Bladder মূত্রপথ যথাস্থানে নেই এমন মূত্রনালি CHORDEE, urethra (35)
22 Bladder নখাঘাত বেদনা CLAWING, pain (3)
23 Bladder বুজে যাওয়া মূত্রনালি, জমাট বাঁধা শ্লেষ্মার টুকরা দ্বারা CLOGGED, urethra, by pieces of coagulated mucus (5)
24 Bladder ঠাণ্ডায় বৃদ্ধি, এমন অভিযোগ COLD, agg. complaints after (24)
25 Bladder রক্তাধিক্য CONGESTION (6)
26 Bladder সংকোচনকর বেদনা CONSTRICTING, pain (16)
27 Bladder সংকোচনকর CONSTRICTION (17)
28 Bladder সঙ্কুচিত মূত্রনালি CONTRACTING, urethra (6)
29 Bladder সংকোচন অনুভূতি CONTRACTION, sensation of (12)
30 Bladder ফাটা, মূত্রনালির মিটাস CRACKS, urethra, in meatus (4)
31 Bladder খিল ধরা CRAMP, in (15)
32 Bladder খিলধরার মত (অবশ কর) বেদনা, মূত্রথলিতে সকালে CRAMPING, pain, bladder, morning (1)
33 Bladder হামাগুড়ি দিচ্ছে কিছু একটা CRAWLING, in (3)
34 Bladder কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (17)
35 Bladder মূত্রাশয় প্রদাহ CYSTITIS (85)
36 Bladder মহিলাদের যোনিপথে মূত্রস্থলি নেমে আসা CYSTOCELE (2)
37 Bladder স্রাব মূত্রনালির DISCHARGE, urethra (0)
38 Bladder টানতে থাকার মত বেদনা DRAGGING, pain (11)
39 Bladder টেনে ধরার মত বেদনা DRAWING, pain (7)
40 Bladder ফোটা ফোটা কিছু পরছে এমন অনুভূতি যেন, বিশ্রামে বৃদ্ধি DROPS, came out of, sensation as if, rest agg. (1)
41 Bladder শুষ্কতা মূত্রনালিতে এমন অনুভূতি DRYNESS, urethra, sensation of (2)
42 Bladder শূন্যতাবোধ অনুভূতি EMPTINESS, sensation of (4)
43 Bladder মূত্রের বেগ ধারণে অক্ষমতা ENURESIS (0)
44 Bladder উদ্ভেদ, মূত্রনালির মিটাসে ERUPTION, urethra, meatus, about (1)
45 Bladder উল্টানো, মূত্রনালির মিটাস অংশ EVERTED, urethra, meatus (1)
46 Bladder ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়া, মূত্রনালিতে EXCORIATION of meatus, urethra (1)
47 Bladder উপমাংস মূত্রনালিতে EXCRESCENCES, urethra (1)
48 Bladder এক পার্শ্ব পরে যাওয়া, এমন অনুভূতি যেন FALLS, to side lain on, sensation as if (2)
49 Bladder পূর্ণতাবোধ অনুভূতি FULLNESS, sensation of (39)
50 Bladder ছত্রাকের মত ক্রমবৃদ্ধি FUNGUS-LIKE, growths (2)
51 Bladder পচনশীল ক্ষত GANGRENE (1)
52 Bladder গ্যাস নির্গত হয় GAS, passes from (1)
53 Bladder চিবানোর মত অনুভূতি মূত্রনালিতে, যখন প্রস্রাব করে না GNAWING, urethra, when not urinating (1)
54 Bladder গনোরিয়া সংক্রমণ GONORRHEA, infection (79)
55 Bladder শক্ত নোড, মূত্রনালিতে HARD, node, urethra (2)
56 Bladder শক্তভাব, মূত্রনালিতে HARDNESS, urethra (4)
57 Bladder উত্তাপ ভিতরে HEAT, in (4)
58 Bladder ভারবোধ HEAVINESS (10)
59 Bladder অর্শ HEMORRHOIDS, of (10)
60 Bladder গরম তার রয়েছে মূত্রনালিতে, এরূপ অনুভূতি HOT wire, in urethra, sensation, of (1)
61 Bladder নিষ্ক্রিয়তা INACTIVITY, of (5)
62 Bladder কাঠিন্য, কোমলাস্থি সম্পর্কিত INDURATION, cartilaginous (1)
63 Bladder প্রদাহ INFLAMMATION (0)
64 Bladder অনুভূতিশূন্যতা INSENSIBILITY (4)
65 Bladder উপদাহ মূত্রনালির IRRITATION, urethra (12)
66 Bladder চুলকানি মূত্রথলি অঞ্চলে তার সহিত প্রস্রাবের বেগ রাতে বৃদ্ধি ITCHING, bladder, in region of, with urging to urinate, agg. night (1)
67 Bladder ঝাঁকি দিয়ে উঠা মূত্রনালি JERKING, urethra (13)
68 Bladder দড়ির ন্যায় গাটগাট অনুভূতি মূত্রনালিতে KNOTTY, urethra, sensation (4)
69 Bladder ঋতুস্রাবের পূর্বে ও সময়ে অসুস্থতা MENSES, ailments before and during (15)
70 Bladder আর্দ্রতা মূত্রনালির মিটাসে MOISTURE, urethra, meatus (2)
71 Bladder নড়াচড়া করছে কিছু একটা MOTION, in (5)
72 Bladder শ্লেষ্মায় মূত্রনালি বুজে যাওয়ার সহিত জমাট বাঁধা MUCUS, urethra, clogged up with coagulated (6)
73 Bladder সরু-সংকীর্ণ মূত্রনালি যেন NARROW, urethra, as if, too (6)
74 Bladder অসাড়তা মূত্রনালির NUMBNESS, urethra (8)
75 Bladder নালীতে আটকে থাকার অনুভূতি, প্রস্রাব করার সময় OBSTRUCTION, sensation of, neck, urinating, while (1)
76 Bladder খোলা, মূত্রনালি যেন OPEN, urethra, as if (1)
77 Bladder বেদনা মূত্রথলিতে PAIN, bladder (99)
78 Bladder পক্ষাঘাত PARALYSIS (56)
79 Bladder বাত ব্যাধিসংক্রান্ত দুর্বলতা PARALYTIC, weakness (8)
80 Bladder চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (5)
81 Bladder পলিপস POLYPS (11)
82 Bladder চেপে ধরার মত বেদনা, চাপবোধ PRESSING, pain, pressure in (80)
83 Bladder খোঁচামারার মত বেদনা, মূত্রনালিতে PRICKING, pain, urethra (2)
84 Bladder স্থানচ্যুতি PROLAPSE (4)
85 Bladder স্পন্দিত মূত্রনালি, প্রস্রাব করার সময় হয়না PULSATING, urethra urinating, when not (1)
86 Bladder স্পন্দিত হওয়া PULSATION (4)
87 Bladder ঘষা, লাগা-খড়খড় শব্দ করা, মূত্রনালিতে মূত্রত্যাগ করার সময় RASPING, urethra, urination, during (6)
88 Bladder কাঁচা অনুভূতি, মূত্রনালিতে RAW, urethra, sensation (1)
89 Bladder লালচে মূত্রনালির মিটাস REDNESS, urethra, meatus (12)
90 Bladder ধরে রাখার ক্ষমতা, প্রস্রাবের RETENTION, of urine (116)
91 Bladder বাতজ পীড়া মূত্রথলিতে RHEUMATIC, affections, bladder (3)
92 Bladder তীক্ষ্ণ বেদনা SHARP, pain (23)
93 Bladder আঘাত, বৈদ্যুতিক শক ডান পার্শ্বের উরু পর্যন্ত বিস্তৃত হয় SHOCKS, electric, extending to right thigh (1)
94 Bladder একুইট যন্ত্রণাকর বেদনা SMARTING, pain (5)
95 Bladder প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (34)
96 Bladder খিঁচুনি SPASM (30)
97 Bladder আক্ষেপিক বেদনা SPASMODIC, pain (11)
98 Bladder ছুরিকাঘাত বেদনা, অঞ্চলে STABBING, pain, region of (1)
99 Bladder লাঠিপেটা বেদনা, মূত্রনালিতে, প্রস্রাব করার সময় STICKING, pain, urethra, urinating, when (8)
100 Bladder হুল ফুটার ন্যায় বেদনা, মূত্রনালিতে STINGING, pain, urethra (8)
101 Bladder পাথর থাকার অনুভূতি STONE, in, sensation (2)
102 Bladder পাথর, মূত্রথলিতে পাথুরি STONES, bladder, calculi (33)
103 Bladder খড়ের খোঁচা লাগে মূত্রনালিতে, যেন আগে পিছে যায় এমন অনুভূতি STRAW thrust, back and forth, urethra, sensation, as if (1)
104 Bladder সঙ্কীর্ণতা মূত্রনালির STRICTURE, urethra (41)
105 Bladder পুঁজ হওয়া SUPPURATION (3)
106 Bladder স্ফীতি SWELLING (13)
107 Bladder ছিন্নকর বেদনা TEARING, pain (8)
108 Bladder বেগ লেগে থাকা TENESMUS (92)
109 Bladder টানবোধ TENSION (6)
110 Bladder ঘন হতে ঘনতর হচ্ছে দেয়াল THICKENING, walls of (2)
111 Bladder ঝিনঝিন কর, মূত্রনালি TINGLING, urethra (6)
112 Bladder ফোঁটায় ফোঁটায় নির্গত হয়, মূত্রনালি হতে TRICKLING, urethra (5)
113 Bladder অর্বুদ TUMORS (2)
114 Bladder টনটনকর TWINGING (3)
115 Bladder মোচড়ানো ব্লাডারের নেক TWISTING, neck (1)
116 Bladder আকস্মিক টান লাগা বেদনা TWITCHING, pain (3)
117 Bladder ক্ষতসৃষ্টি ULCERATION (9)
118 Bladder অস্বস্তি বোধ মূত্রনালিতে UNEASY feeling, urethra (1)
119 Bladder চেতনাশূন্য মূত্রনালি, অনুভূতিশূন্য UNCONSCIOUS, urethra insensible (17)
120 Bladder মূত্রনালির প্রদাহ URETHRITIS (34)
121 Bladder বেগলাগা URGING (153)
122 Bladder মূত্র যেন রয়েছে এমন অনুভূতি, ফসা নেভিকুলারে, মূত্রত্যাগের পরে URINE, sensation, as if, in fossa navicularis, after urination (3)
123 Bladder ফোস্কা মূত্রনালির মিটাসে VESICLES, urethra, meatus (1)
124 Bladder কামোদ্দীপক অনুভূতি, মূত্রত্যাগের সময় VOLUPTUOUS, sensation, during urination (2)
125 Bladder দুর্বল মূত্রথলি WEAK, bladder (68)
126 Bladder কৃমি মূত্রথলিতে অনুভূতি WORM in bladder, sensation (5)

Female – DISCHARGE vagina এর ১৪৫ টি সাব রুব্রিক:

1 Female যোনিপথের স্রাব DISCHARGE, vagina (164)
2 Female যোনিপথের স্রাব, অম্ল খাবার খাওয়ার পরে DISCHARGE, vagina, acids, foods, after (2)
3 Female যোনিপথের স্রাব, ঝাঁঝালো হাজাকর DISCHARGE, vagina, acrid, excoriating (100)
4 Female যোনিপথের স্রাব, বিকেলে DISCHARGE, vagina, afternoon (5)
5 Female যোনিপথের স্রাব, এলবুমিন যুক্ত DISCHARGE, vagina, albuminous (44)
6 Female যোনিপথের স্রাব, পর্যায়ক্রমে রক্তাক্ত স্রাব DISCHARGE, vagina, alternating, with bloody discharge (3)
7 Female যোনিপথের স্রাব, আম্বর রঙের DISCHARGE, vagina, amber-colored (2)
8 Female যোনিপথের স্রাব, ঋতুস্রাব অনুপস্থিত অবস্থায় DISCHARGE, vagina, amenorrhea, in (1)
9 Female যোনিপথের স্রাব, রক্তাল্পতার সহিত DISCHARGE, vagina, anemia, with (9)
10 Female যোনিপথের স্রাব, পেশীর দুর্বলতার ফলে DISCHARGE, vagina, atony, from (8)
11 Female যোনিপথের স্রাব, কালো DISCHARGE, vagina, black (6)
12 Female যোনিপথের স্রাব, ব্ল্যান্ড করা তরলের মত DISCHARGE, vagina, bland (39)
13 Female যোনিপথের স্রাব, ফোস্কা উৎপাদক DISCHARGE, vagina, blistering (5)
14 Female যোনিপথের স্রাব, রক্তাক্ত DISCHARGE, vagina, bloody (50)
15 Female যোনিপথের স্রাব, নীলাভ DISCHARGE, vagina, bluish (1)
16 Female যোনিপথের স্রাবের সহিত স্তনে প্রদাহিত স্পর্শকাতর বেদনা DISCHARGE, vagina, breasts, sore, with (1)
17 Female যোনিপথের স্রাব, লোনা DISCHARGE, vagina, briny (1)
18 Female যোনিপথের স্রাব, বাদামি বর্ণের DISCHARGE, vagina, brown (21)
19 Female যোনিপথের স্রাব, জ্বালাকর DISCHARGE, vagina, burning (45)
20 Female যোনিপথের স্রাব, কেনডিডা প্রকারের DISCHARGE, vagina, candida, albicans (10)
21 Female যোনিপথের স্রাব, সার্ভিকাল ত্বকের লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সহিত DISCHARGE, vagina, cervical, excoriation, with (5)
22 Female যোনিপথের স্রাব, প্রসব পরবর্তী সময়ে DISCHARGE, vagina, childbed, in (1)
23 Female যোনিপথের স্রাব, প্রসবাবস্থার পরে DISCHARGE, vagina, childbirth, after (1)
24 Female যোনিপথের স্রাব শিশুদের DISCHARGE, vagina, children, in (1)
25 Female যোনিপথের স্রাব, শীত শীত ভাবের সহিত DISCHARGE, vagina, chilliness, with (2)
26 Female যোনিপথের স্রাব, ঠাণ্ডায় বৃদ্ধি DISCHARGE, vagina, cold, agg. (1)
27 Female যোনিপথের স্রাব, শূলবেদনার পরে DISCHARGE, vagina, colic, after (9)
28 Female যোনিপথের স্রাব, অবিরত DISCHARGE, vagina, constant (30)
29 Female যোনিপথের স্রাব, কাশি দেয়ার সময় DISCHARGE, vagina, cough, during (1)
30 Female যোনিপথের স্রাব, প্রত্যেক খিল ধরার পরে DISCHARGE, vagina, cramp, after every (1)
31 Female যোনিপথের স্রাব, ক্রিমের মত DISCHARGE, vagina, cream-like (11)
32 Female যোনিপথের স্রাব, কালচে DISCHARGE, vagina, dark (6)
33 Female যোনিপথের স্রাব, দিবাভাগে বৃদ্ধি DISCHARGE, vagina, daytime, agg. (2)
34 Female যোনিপথের স্রাব, ডায়রিয়ার সহিত DISCHARGE, vagina, diarrhea, with (1)
35 Female যোনিপথের স্রাব, দুপুরের খাবারের পরে DISCHARGE, vagina, dinner, after (1)
36 Female যোনিপথের স্রাব, ময়লাযুক্ত DISCHARGE, vagina, dirty (1)
37 Female যোনিপথের স্রাব, কাম বিষয়ক স্বপ্ন দেখার সহিত DISCHARGE, vagina, dreams, with amorous (1)
38 Female যোনিপথের স্রাব, ফোটা ফোটা ঝড়ে DISCHARGE, vagina, dropping (1)
39 Female যোনিপথের স্রাব, খাবার খাওয়ার পরে DISCHARGE, vagina, eating, after (1)
40 Female যোনিপথের স্রাব, কাপড় ছিন্ন হয়ে যায় DISCHARGE, vagina, eats holes in linen (1)
41 Female যোনিপথের স্রাব, সন্ধ্যায় DISCHARGE, vagina, evening (9)
42 Female যোনিপথের স্রাব, উত্তেজনায় বৃদ্ধি DISCHARGE, vagina, excitement, agg. (1)
43 Female যোনিপথের স্রাব, ব্যায়াম করার সময় বৃদ্ধি DISCHARGE, vagina, exercising, while agg. (2)
44 Female যোনিপথের স্রাব, পরিশ্রমে বৃদ্ধি DISCHARGE, vagina, exertion, agg. (2)
45 Female যোনিপথের স্রাব, অবশাদকারী DISCHARGE, vagina, exhausting (4)
46 Female যোনিপথের স্রাব, উদরস্থ বায়ু নির্গমনের পরে DISCHARGE, vagina, flatus, after (1)
47 Female যোনিপথের স্রাব, মাংসের রঙের DISCHARGE, vagina, flesh-colored (14)
48 Female যোনিপথের স্রাব, উলের থোকার মত DISCHARGE, vagina, flocculent (5)
49 Female যোনিপথের স্রাব, উরু পর্যন্ত গড়িয়ে পড়ে DISCHARGE, vagina, flowing down, thighs (9)
50 Female যোনিপথের স্রাব, টক খাবার খাওয়ার পরে DISCHARGE, vagina, food, after acid (1)
51 Female যোনিপথের স্রাব, প্রথম ঋতুস্রাব হওয়ার অভিজ্ঞতার পূর্বে ভয় পেয়ে DISCHARGE, vagina, fright, before the menarche, from (1)
52 Female যোনিপথের স্রাব, ফেনা যুক্ত DISCHARGE, vagina, frothy (1)
53 Female যোনিপথের স্রাব, ছোট বালিকাদের DISCHARGE, vagina, girls, in little (26)
54 Female যোনিপথের স্রাব, গনোরিয়া সংক্রান্ত DISCHARGE, vagina, gonorrheal (11)
55 Female যোনিপথের স্রাব, ধূসর DISCHARGE, vagina, gray (6)
56 Female যোনিপথের স্রাব, সবুজাভ DISCHARGE, vagina, greenish (36)
57 Female যোনিপথের স্রাব, ফিনকি দিয়ে বা প্রচণ্ড তোড়ে আসে DISCHARGE, vagina, gushing (14)
58 Female যোনিপথের স্রাবের ফলে চুল পড়ে যায় DISCHARGE, vagina, hair, falling off (7)
59 Female যোনিপথের স্রাব, পিউবিস DISCHARGE, vagina, pubes (1)
60 Female যোনিপথের স্রাব, মাথা ব্যথার সহিত DISCHARGE, vagina, headache, with (1)
61 Female যোনিপথের স্রাব, উত্তাপের উচ্ছ্বাসের সহিত DISCHARGE, vagina, heat, flushes, with (3)
62 Female যোনিপথের স্রাব, অর্শ রোগ চাপাপড়ার ফলে DISCHARGE, vagina, hemorrhoids, suppression, from (1)
63 Female যোনিপথের স্রাব, লিভার সংক্রান্ত বিশৃঙ্খলার ফলে DISCHARGE, vagina, hepatic derangement, costiveness (1)
64 Female যোনিপথের স্রাব, স্বর ভঙ্গ হওয়ার পড়ে DISCHARGE, vagina, hoarseness, after (2)
65 Female যোনিপথের স্রাব, মধুর মত রঙের DISCHARGE, vagina, honey-colored (1)
66 Female যোনিপথের স্রাব, গরম DISCHARGE, vagina, hot (3)
67 Female যোনিপথের স্রাব, ক্ষত নিঃসৃত স্রাবের মত DISCHARGE, vagina, ichorous (1)
68 Female যোনিপথের স্রাব নির্গত হওয়ার অনুভূতি নেই DISCHARGE, vagina, insensibility of vagina, causing (1)
69 Female যোনিপথের স্রাব, থেমে-থেমে হওয় DISCHARGE, vagina, intermittent (3)
70 Female যোনিপথের স্রাব, চুলকানি যুক্ত DISCHARGE, vagina, itching (42)
71 Female যোনিপথের স্রাব, জেলির মত DISCHARGE, vagina, jelly-like (6)
72 Female যোনিপথের স্রাব, প্রসব বেদনার মত ব্যথার সহিত DISCHARGE, vagina, labor-like pains, with (1)
73 Female যোনিপথের স্রাব, প্রসবান্তিক স্রাবের পরে DISCHARGE, vagina, lochia, after (1)
74 Female যোনিপথের স্রাব, জৈব তরল পদার্থ ক্ষয় হওয়ার ফলে DISCHARGE, vagina, loss, of fluids, from (1)
75 Female যোনিপথের স্রাব, পিণ্ডময় DISCHARGE, vagina, lumpy (17)
76 Female যোনিপথের স্রাব, শয়ন করার সময় DISCHARGE, vagina, lying, while (1)
77 Female যোনিপথের স্রাব, হস্তমৈথুন করার ফলে DISCHARGE, vagina, masturbation, from (7)
78 Female যোনিপথের স্রাব, মাংস ধোয়া পানির মত DISCHARGE, vagina, meat water, like (3)
79 Female যোনিপথের স্রাব, ঝিল্লিময় DISCHARGE, vagina, membranous (8)
80 Female যোনিপথের স্রাব, ঋতুলোপকালে DISCHARGE, vagina, menopause (6)
81 Female যোনিপথের স্রাব, অনেক দিনের অতিব্রজঃস্রাব DISCHARGE, vagina, menorrhagia, in chronic (1)
82 Female যোনিপথের স্রাব, ঋতুস্রাবের সময় DISCHARGE, vagina, menses, during (37)
83 Female যোনিপথের স্রাব, ঋতুস্রাবের মত DISCHARGE, vagina, menses, like the menses (5)
84 Female যোনিপথের স্রাব, মানসিক লক্ষণের সহিত DISCHARGE, vagina, mental symptoms, with (1)
85 Female যোনিপথের স্রাব, পারদ সেবনের পরে DISCHARGE, vagina, mercury, after (1)
86 Female যোনিপথের স্রাব, দুধের মত DISCHARGE, vagina, milky (51)
87 Female যোনিপথের স্রাব, যার গর্ভপাতের ইতিহাস আছে DISCHARGE, vagina, miscarriage, with history of (4)
88 Female যোনিপথের স্রাব, পূর্ণিমার সময় DISCHARGE, vagina, moon, at full (1)
89 Female যোনিপথের স্রাব, সকালে DISCHARGE, vagina, morning (16)
90 Female যোনিপথের স্রাব, নড়াচড়ায় বৃদ্ধি DISCHARGE, vagina, motion agg. (12)
91 Female যোনিপথের স্রাব, শ্লেষ্মা DISCHARGE, vagina, mucous (9)
92 Female যোনিপথের স্রাব, রাতে DISCHARGE, vagina, night (11)
93 Female যোনিপথের স্রাব, দুর্গন্ধযুক্ত DISCHARGE, vagina, offensive (72)
94 Female যোনিপথের স্রাব, কমলাবর্ণ DISCHARGE, vagina, orange, fluid (1)
95 Female যোনিপথের স্রাব, বেদনাদায়ক DISCHARGE, vagina, painful (3)
96 Female যোনিপথের স্রাব, বেদনাশূন্য DISCHARGE, vagina, painless (4)
97 Female যোনিপথের স্রাব, নির্গত হওয়ার পরে উদরে বেদনা DISCHARGE, vagina, pains, flowing after abdominal (18)
98 Female যোনিপথের স্রাবের, আকস্মিক প্রকোপ DISCHARGE, vagina, paroxysmal (3)
99 Female যোনিপথের স্রাব, নির্দিষ্ট সময় পর পর আগত DISCHARGE, vagina, periodical (1)
100 Female যোনিপথের স্রাব, গর্ভধারণ অবস্থায় DISCHARGE, vagina, pregnancy, during (16)
101 Female যোনিপথের স্রাব, অনর্গল DISCHARGE, vagina, profuse (107)
102 Female যোনিপথের স্রাব, বয়ঃসন্ধি কালে DISCHARGE, vagina, puberty, at (3)
103 Female যোনিপথের স্রাব, পুঁজের ন্যায় বা পুঁজযুক্ত DISCHARGE, vagina, purulent (60)
104 Female যোনিপথের স্রাব, বিশ্রাম করার ফলে DISCHARGE, vagina, rest, from (1)
105 Female যোনিপথের স্রাব, বসা থেকে উঠার সময় DISCHARGE, vagina, rising, from sitting (1)
106 Female যোনিপথের স্রাব, আঠালো, আঁশযুক্ত, দৃঢ় DISCHARGE, vagina, ropy, stringy, tenacious (42)
107 Female যোনিপথের স্রাব, পা পর্যন্ত গড়িয়ে পড়ে DISCHARGE, vagina, running down, limbs (4)
108 Female যোনিপথের স্রাব, পরিমাণে অত্যল্প DISCHARGE, vagina, scanty (11)
109 Female যোনিপথের স্রাব, রক্তমস্তুপূর্ণ তরল DISCHARGE, vagina, serous, fluid (1)
110 Female যোনিপথের স্রাব, সহবাসের পরে DISCHARGE, vagina, sex, after (5)
111 Female যোনিপথের স্রাব, যৌন উত্তেজনার ফলে DISCHARGE, vagina, sexual excitement, from (7)
112 Female যোনিপথের স্রাব, বসা অবস্থায় DISCHARGE, vagina, sitting, while (4)
113 Female যোনিপথের স্রাব, অনিদ্রা ভাবের পরে DISCHARGE, vagina, sleeplessness, after (1)
114 Female যোনিপথের স্রাব, এঁটেল মাটির মত আঠালো DISCHARGE, vagina, slimy (1)
115 Female যোনিপথের স্রাব, উবু হয়ে (হাঁটু গেড়ে) বসলে বৃদ্ধি DISCHARGE, vagina, squatting, agg. (1)
116 Female যোনিপথের স্রাব, কাপড়ে দাগ লাগে DISCHARGE, vagina, staining, linen (14)
117 Female যোনিপথের স্রাব, ধুলেও উঠতে চায়না এমন দাগ যুক্ত DISCHARGE, vagina, stains, indelibly (5)
118 Female যোনিপথের স্রাব, দাঁড়িয়ে থাকলে DISCHARGE, vagina, standing, from (6)
119 Female যোনিপথের স্রাব, গরম মাড়ের মত DISCHARGE, vagina, starch, boiled, like (5)
120 Female যোনিপথের স্রাব, চটচটে, আশ আশ, সুতার মত DISCHARGE, vagina, sticky, stringy (5)
121 Female যোনিপথের স্রাব, কাপড় শক্ত করে তোলে DISCHARGE, vagina, stiffening, the linen (8)
122 Female যোনিপথের স্রাব, মলত্যাগ করার সময় DISCHARGE, vagina, stool, during (5)
123 Female যোনিপথের স্রাব, অবনত হলে বৃদ্ধি DISCHARGE, vagina, stooping, agg. (1)
124 Female যোনিপথের স্রাব, অনমনীয় DISCHARGE, vagina, stubborn (3)
125 Female যোনিপথের স্রাব, হঠাৎ করে আসে ও চলেযায় DISCHARGE, vagina, suddenly, coming and going (1)
126 Female যোনিপথের স্রাব, চাপাপড়া DISCHARGE, vagina, suppressed (13)
127 Female যোনিপথের স্রাব, সাইকোটিক DISCHARGE, vagina, sycotic (4)
128 Female যোনিপথের স্রাব, সিফিলিস জাত DISCHARGE, vagina, syphilitic (5)
129 Female যোনিপথের স্রাব, ঘন DISCHARGE, vagina, thick (67)
130 Female যোনিপথের স্রাব, ঊরুতে এবং কাপড়ে লাগে DISCHARGE, vagina, thighs and linen (1)
131 Female যোনিপথের স্রাব, পাতলা পানির মত DISCHARGE, vagina, thin, watery (84)
132 Female যোনিপথের স্রাব, আলোকভেদ্য DISCHARGE, vagina, transparent (28)
133 Female যোনিপথের স্রাব, প্রস্রাব সম্পর্কিত লক্ষণের সহিত DISCHARGE, vagina, urinary, symptoms, with (2)
134 Female যোনিপথের স্রাব, প্রস্রাব করার সময় DISCHARGE, vagina, urinating, while (4)
135 Female যোনিপথের স্রাব নির্গত হয়, যখন ভেজাইনাতে প্রস্রাব লাগে DISCHARGE, vagina, urine, from contact of (3)
136 Female যোনিপথের স্রাব, প্রস্রাবের মত দুর্গন্ধ যুক্ত DISCHARGE, vagina, urinous (1)
137 Female যোনিপথের স্রাব, যোনিতে চাপ লাগার সহিত DISCHARGE, vagina, vagina, pressure, in, with (1)
138 Female যোনিপথের স্রাব, যোনিপথের আক্ষেপ অবস্থায় DISCHARGE, vagina, vaginismus, in (2)
139 Female যোনিপথের স্রাব, হাঁটাচলা করলে বৃদ্ধি DISCHARGE, vagina, walking, agg. (22)
140 Female যোনিপথের স্রাব, উষ্ণ বিছানায় বৃদ্ধি DISCHARGE, vagina, warm, bed, agg. (1)
141 Female যোনিপথের স্রাব, পানি যেন নিম্ন দিকে ধাবিত হচ্ছে এমন অনুভূতি DISCHARGE, vagina, water flowing down, sensation of (1)
142 Female যোনিপথের স্রাব, ধৌত করলে উপশম DISCHARGE, vagina, washing, amel. (2)
143 Female যোনিপথের স্রাব, দুর্বলতার সহিত DISCHARGE, vagina, weakness, with (48)
144 Female যোনিপথের স্রাব, সাদা DISCHARGE, vagina, white (90)
145 Female যোনিপথের স্রাব, হলুদ বর্ণ DISCHARGE, vagina, yellow (110)

Female – SEXUAL, behavior এর ২৩ টি সাব রুব্রিক:

1 Female যৌনক্রিয়া SEXUAL, behavior (0)
2 Female যৌনক্রিয়ায় বিতৃষ্ণা SEXUAL, behavior aversion to sex (76)
3 Female যৌনক্রিয়া বাঁধাগ্রস্ত হলে অসুস্থতা SEXUAL, behavior coitus interruptus, ailments from (1)
4 Female যৌনক্রিয়ায় আগ্রহ SEXUAL, behavior desire, sexual (0)
5 Female যৌনক্রিয়ায় উপভোগ্যতা অনুপস্থিত SEXUAL, behavior enjoyment absent (34)
6 Female যৌনক্রিয়া মাত্রাতিরিক্ত হওয়ার ফলে বৃদ্ধি SEXUAL, behavior excesses, agg. (80)
7 Female যৌন উত্তেজনায় বৃদ্ধি SEXUAL, behavior excitement, agg. (3)
8 Female যৌনক্রিয়ার ফলে মাথা ব্যথা SEXUAL, behavior headache, from (20)
9 Female যৌনক্রিয়া, হস্তমৈথুন করার ফলে অসুস্থতা SEXUAL, behavior masturbation, ailments from (48)
10 Female যৌনক্রিয়া, কাম উন্মাদনা SEXUAL, behavior nymphomania (52)
11 Female যৌনক্রিয়ায় চরম পুলক বিলম্বিত SEXUAL, behavior orgasm, delayed (5)
12 Female যৌনক্রিয়া বেদনাদায়ক SEXUAL, behavior painful (33)
13 Female দাম্পত্য জীবনের যৌনক্রিয়া করতে অস্বীকার করে SEXUAL, behavior refuses to have conjugal sex (5)
14 Female যৌনক্রিয়ার পরে, যৌনক্রিয়া করার অনুভূতি SEXUAL, behavior sensation, as after sex (3)
15 Female যৌনক্রিয়ার মত, কামোদ্দীপক ঝিনঝিন কর অনুভূতি SEXUAL, behavior voluptuous sensation, tingling, coitus-like (31)
16 Female যৌনক্রিয়ার পড়ে দুর্বলতা SEXUAL, behavior weakness, after (24)
17 Female যৌনক্রিয়া করার ইচ্ছা কম SEXUAL, behavior diminished (49)
18 Female যৌনক্রিয়া করার ইচ্ছা বর্ধিত SEXUAL, behavior increased (119)
19 Female যৌনক্রিয়া, অতৃপ্ত যৌনাকাঙ্ক্ষা SEXUAL, behavior insatiable (9)
20 Female যৌনক্রিয়া, বিকৃত যৌনতা SEXUAL, behavior perverted (4)
21 Female যৌনক্রিয়ার ইচ্ছা চাপা রাখার ফলে বৃদ্ধি SEXUAL, behavior suppression of, agg. (16)
22 Female যৌনক্রিয়া, অতৃপ্ত যৌন চাহিদার ফলে SEXUAL, behavior unsatisfied sexual desire, from (2)
23 Female যৌনক্রিয়া অত্যধিক পরিমাণে SEXUAL, behavior violent (32)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *