ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ৮ | Daily Study of Homeopathy

পাঠ -৮

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

. জীবনী শক্তি ও রোগ লক্ষণ
এফোরিজম ১৩: রোগকে আলাদা আলাদা পৃথকভাবে চিন্তা করা অযৌক্তিক ও অসঙ্গত। এ অসঙ্গত ধারণাই এন্টিপ্যাথিকে এত ক্ষতিকর চিকিৎসায় পরিণত করেছে।
এফোরিজম ১৪: যা কিছু রোগ নামে পরিচিত চিকিৎসকের নিকট তা রোগলক্ষণ রূপে ধরা দেয়।
এফোরিজম ১৫: জীবনীশক্তির অসুস্থতা ও তার ফলে উদ্ভূত লক্ষণসমূহ অভিন্ন।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

43 BLATTA ORIENTALIS [Blatta]
Blatta হাঁপানি রোগে ব্লাটা একটি উৎকৃষ্ট ঔষধ, হাঁপানির টান উঠলে ব্লাটার নিম্নশক্তি ঘন ঘন প্রয়োগ করলে উপকার পাওয়া যায়, টান কমে গেলে, যখন সামান্য শ্বাসকষ্ট ও সাই সাই শব্দ হয় তখন অপেক্ষাকৃত উচ্চ শক্তি প্রয়োগে সুফল পাওয়া যায়।
Blatta এপিস, এপোসাইনাম ও ডিজিটালিসে যখন কোন ফল পাওয়া না তখন ব্লাটা ব্যবহারে উপকার পাওয়া যায়।
Blatta অতিরিক্ত শ্বাসকষ্ট সহ যক্ষ্মা রোগে উপকারী।
44 BORAX VENETA [Bor]
Bor চঞ্চলচিত্ত, সহজে ভীত, অল্পতেই কাতর।
Bor নিম্নগতিতে ভয়, শিশুকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলে শিশু তাকে জড়িয়ে ধরে ও কেঁদে উঠে, ঘুমন্ত শিশুকে শোয়াতে গেলে চমকে উঠে।
Bor স্তন্যপান করবার সময়, পায়খানা ও প্রস্রাব করবার পূর্বে শিশু কান্না করে।
Bor সামান্য শব্দ, এমন কি দূরের শব্দ শুনে রোগী চমকে উঠে।
Bor কোন কাজ করার সময় উক্ত কাজের বিষয়ে চিন্তা করলে বমিভাব হয়।
Bor মুখের ভিতর সাদা প্রলেপ, ক্ষত ও উত্তাপ, মুখের ঘায়ের জন্য শিশু স্তন্যপান করতে চায় না।
45 BOVISTA [Bov]
Bov শুধু রাতে ঋতুস্রাব হয়, ঋতুস্রাবের সময়ে ও পূর্বে ডাইরিয়া।
Bov ছুরি, কাঁচি ইত্যাদি ব্যাবহার করলে আঙ্গুলে গভীর দাগ পড়ে।
Bov বগলের ঘামে পেঁয়াজের মত দুর্গন্ধ।
Bov হাত, পা ও গাঁটে অত্যন্ত দুর্বলতা, হাত হতে জিনিস পত্র সহজেই পড়ে যায়।
Bov লাল প্রস্রাবের সহিত পেটের শুল বেদনা, খাবার খেলে উপশম।
Bov ত্রিকাস্থির (coccyx) ডগায় ভয়ানক চুলকানি, চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায়।
46 BROMIUM [Brom]
Brom দুর্বল ও সহজেই শরীর গরম হয়ে ঘাম হয়, ঠাণ্ডা বাতাস সহ্য হয় না।
Brom পানির স্রোত বা বেগে পানি যেতে দেখলে মাথাঘোরে, এমনকি রোগীর পাশ দিয়ে কেউ দ্রুতবেগে চলে গেলেও মাথা ঘোরে।
Brom রোগীর ভয় যেন কিছু লাফ দিয়ে উঠবে অথবা তার পাশে কেউ যেন রয়েছে।
Brom বমিভাব, মাথা ব্যথা ও নানারূপ অস্বাভাবিক উত্তেজনার সাথে হ্রদকম্পন।
Brom দীর্ঘনিশ্বাস নিতে চায় কিন্তু তাতে কাশি হয়, শ্বাস নেয়ার সময় শ্বাসনালীতে ঠাণ্ডা অনুভূতি।
Brom থাইরয়েড, অণ্ডকোষ, নিচের চোয়াল ও গলার গ্রন্থি ফোলা ও পাথরের মত শক্ত।
47 BRYONIA ALBA [Bry]
Bry তরুণ রোগ ধীরে ধীরে বাড়ে, খিটখিটে মেজাজ, নড়াচড়ায় বৃদ্ধি।
Bry সুঁই বিধার মত ও ছিরে ফেলার মত ব্যথা, নড়াচড়ায় সমস্ত ব্যথা বৃদ্ধি, যে দিকে ব্যথা সে দিকে চেপে শুয়ে থাকলে ও পেটের ব্যথা ছাড়া অন্য স্থানের ব্যথায় চাপ দিলে উপশম।
Bry মস্তিষ্কের বিকার অবস্থায় রোগী সর্বদা মুখ নাড়ে, মনে হয় যেন কিছু চিবাচ্ছে।
Bry মাথার ব্যথা ছাড়া অন্য সব ব্যথা উত্তাপে উপশম।
Bry উঠতে গেলে মাথায় ব্যথা হয়।
Bry কিছু চিবানোর মত মুখ নারে, জিহ্বার উপর সাদা, হলদে বা বাদামী বর্ণের ময়লা পড়ে।
Bry মুখ শুষ্ক ও তিক্ত স্বাদ, প্রবল তৃষ্ণা রোগী অনেকক্ষণ পরে পরে প্রচুর পরিমাণে পানি পান করে।
48 BUFO RANA [Bufo]
Bufo হস্তমৈথুনের তীব্র ইচ্ছা, সেজন্য নির্জনতা চায়।
Bufo সর্বদাই জননেন্দ্রিয়ের উপর হাত দেয়।
Bufo ঘ্যান ঘ্যান করে, তারপর কেঁদে উঠে অতঃপর সংজ্ঞাহীন হয়ে পড়ে।
Bufo মনে হয় হৃদপিণ্ডটা পানিতে বা হাওয়ায় ভাসতেছে।
Bufo উজ্জ্বল জিনিসের দিকে তাকাতে পারে না, চোখের উপর ছোট ছোট ফুস্কুড়ি উঠে।
Bufo সঙ্গীত এমন কি সামান্য শব্দও অসহ্য।
Bufo চর্মে নীচে লাল ডোরা ডোরা দাগ হয়।

Mind অধ্যায়ের ৩৫১ থেকে ৪০০ পর্যন্ত মূল রুব্রিক:

351 Mind হতাশা বা দুঃখে গোঙ্গানো GROANING (9)
352 Mind অন্ধের মত হাতড়ায়, যেন অন্ধকারময়তা GROPING, as if in the dark (4)
353 Mind গর্জন, কুকুরের মত গর্জন করে GROWLING, like a dog (8)
354 Mind আক্রোশ, গোপন আক্রোশ প্রবৃত্তিবিশিষ্ট GRUDGE, inclined to have a secret (3)
355 Mind ঘোঁৎ ঘোঁৎ করে GRUNTING (5)
356 Mind অপরাধ বোধ GUILT (72)
357 Mind চুল, ছোট ও এলোমেলো রাখতে চায় HAIR, short and bristly, desire to have (1)
358 Mind কাল্পনিক কিছু দেখে HALLUCINATIONS (0)
359 Mind শুভ সংবাদে বৃদ্ধি HAPPY news, agg. (1)
360 Mind অধীনদের উপর কঠোর ও ঊর্ধ্বতনদের প্রতি দয়ালু HARD on inferiors and kind to superiors (4)
361 Mind তাড়াতাড়ি করে HASTINESS (0)
362 Mind ঘৃণাকর অনুভূতি HATRED, feelings (30)
363 Mind একগুঁয়ে HEADSTRONG (0)
364 Mind অবহেলনাকারী HEEDLESS (82)
365 Mind উচ্চতা, উচ্চ স্থানে বৃদ্ধি HEIGHTS, high, places, agg. (9)
366 Mind ধরে রাখুক তাকে, এমনটি চায় HELD on to, desires to be (11)
367 Mind অসহায়বোধ HELPLESSNESS, feelings (16)
368 Mind লুকবার ইচ্ছা (লুকিয়ে রাখতে চায়) HIDE, desire to (21)
369 Mind সত্য লুকিয়ে রাখার অনুভূতি HIDES, true feelings (8)
370 Mind তেজস্বী HIGH-spirited (13)
371 Mind চেপে ধরা HOLDING (0)
372 Mind বাড়ি HOME (0)
373 Mind গৃহকাতর, গৃহাকুলতা HOMESICKNESS, nostalgia (52)
374 Mind সমকামিতা HOMOSEXUALITY (0)
375 Mind সম্মান হানির প্রভাবে আহত HONOR, effects of wounded (9)
376 Mind আশাপূর্ণ, অনুভূতি HOPEFUL, feelings (15)
377 Mind আশাহীন, অনুভূতি HOPELESS, feelings (13)
378 Mind ভয়ঙ্কর জিনিস, দুঃখের গল্প সমূহ, গভীর ভাবে প্রভাবিত করে HORRIBLE things, sad stories, affect her profoundly (33)
379 Mind ঘরের ভিতরে বৃদ্ধি HOUSE, in, agg. (6)
380 Mind গৃহস্থালির, অত্যধিক পরিশ্রম করার ফলে HOUSEKEEPING, overworked from (7)
381 Mind আর্তনাদ করা স্বভাব HOWLING, behavior (29)
382 Mind অপমানিত হওয়া HUMILIATION (42)
383 Mind চঞ্চল তড়বড়ে HURRIED (122)
384 Mind অতি মাত্রায় সক্রিয় শিশু HYPERACTIVE, children (16)
385 Mind স্বাস্থ্য সম্পর্কে অস্বাভাবিক উদ্বেগ বা ব্যাধি কল্পনা HYPOCHONDRIASIS (93)
386 Mind ভণ্ডামি মুনাফেকি HYPOCRISY (11)
387 Mind হিস্টিরিয়া গ্রস্ত HYSTERICAL (185)
388 Mind আদর্শবাদী বা আধ্যাত্মবাদী IDEALISTIC (4)
389 Mind ধারণা IDEAS (0)
390 Mind নির্বুদ্ধিতা IDIOCY (49)
391 Mind আলস্য বা নিষ্ক্রিয়তা IDLENESS (8)
392 Mind বিভ্রান্তি ILLUSIONS (0)
393 Mind কাল্পনিক রোগ IMAGINARY disease (5)
394 Mind অলীক কল্পনা IMAGINATION (0)
395 Mind মানসিক দৌর্বল্য IMBECILITY (138)
396 Mind অনুকরণ করা, ভান করা IMITATES, mimicry (8)
397 Mind অধৈর্য IMPATIENCE (124)
398 Mind বেহায়াপনা IMPERTINENCE (15)
399 Mind উদ্দাম IMPETUOUS (32)
400 Mind অভদ্র IMPOLITE (5)

Brain অধ্যায়ের ১৩৯ টি মূল রুব্রিক:

1 Brain ফোড়া ABSCESS (7)
2 Brain অবিরাম বেদনা গভীরে ACHING, pain, deep inside (69)
3 Brain বাতাস, যেন ঠাণ্ডা বাতাস অতিক্রম করছে AIR, as if cold air passed over (4)
4 Brain জীবন্ত কিছু যেন ব্রেইনে রয়েছে, যেন একটি উইঢিবি ALIVE, sensation as if something were in brain, as if an ant-hill (1)
5 Brain রক্তাল্পতা ANEMIA, of (31)
6 Brain ক্রমিক ক্ষয়প্রাপ্তি ATROPHY, of (9)
7 Brain বলের মত কিছুর অনুভূতি, যেন খুলিতে বারবার আঘাত করছে BALL, sensation as of a, beating fast against skull (1)
8 Brain ব্যান্ডেজ যেন BANDAGED, as if (5)
9 Brain ব্রেইনের রোগ আরোগ্যকারী ঔষধ BRAIN, remedies (43)
10 Brain জ্বালাকর বেদনা BURNING, pain (10)
11 Brain ফেটে যাওয়ার মত বেদনা, যেন ব্রেইন ফেটে যাবে BURSTING, pain, as if brain would burst out (7)
12 Brain লঘুমস্তিষ্ক রোগ CEREBELLAR, disease (3)
13 Brain মস্তিষ্ক সংক্রান্ত রক্তক্ষরণ CEREBRAL hemorrhage (35)
14 Brain সেরিব্রো-স্পাইনাল অক্ষের অসুস্থতা CEREBRO-spinal axis, ailments of (8)
15 Brain চিবানোর মত চোয়াল নাড়ে, মস্তিষ্কে অসুস্থতার ফলে CHEWING, motion of jaw, in brain affections (1)
16 Brain মেঘের ভিতর দিয়ে যাচ্ছে CLOUD, going over (2)
17 Brain শীতলতা COLDNESS, in (2)
18 Brain আচ্ছন্ন নিদ্রা, অজ্ঞানতা COMA, unconsciousness (255)
19 Brain সংকুচিত করছে যেন, পুরোটাই COMPRESSED, as if whole, was (1)
20 Brain প্রচণ্ড ধাক্কা, ব্রেইনের CONCUSSION of brain (23)
21 Brain রক্তাধিক্য CONGESTION (25)
22 Brain সংকোচনশীল অনুভূতি CONSTRICTIVE, sensation (1)
23 Brain সংকুচিত শক্ত বেদনাদায়ক CONTRACTED, hard, painful (1)
24 Brain আক্ষেপ CONVULSIONS (0)
25 Brain কটকট করে ব্রেইনে CRACKING, in (4)
26 Brain পোকা হাটা বা গড়িয়ে চলার মত অনুভূতি CRAWLING, sensation (1)
27 Brain পাগলাটে অনুভূতি CRAZY, feeling, in (4)
28 Brain নিষ্পিষ্ট করছে যেন চেপে ধরার যন্ত্র দিয়ে, এমন বেদনা বেসে অথবা কিছু একটা সেখানে চিবাচ্ছে CRUSHED in a vise, as if, pain at base of, or something gnawing there (1)
29 Brain কাটছে যেন এমন বেদনা, ডান চোখের অর্বিট থেকে শুরু হয় এবং অক্সিপুট পর্যন্ত বিস্তৃত হয় CUTTING, pain, begins above right orbit and extends to occiput (1)
30 Brain টুকরা টুকরা হয়ে ছিটকে পরে যেন DASHED to pieces, as if (2)
31 Brain বিচ্ছিন্ন ও ঢিলা যেন DETACHED and loose, as if (1)
32 Brain খনন করার মত অনুভূতি DIGGING, sensation (3)
33 Brain দ্রবীভূত যেন ভার্টেক্সের ব্যথা DISSOLVING, as if, with headache in vertex (1)
34 Brain ফাঁপা যেন DISTENDED, as if (1)
35 Brain টেনে ধরার মত অনুভূতি, ভ্রু নড়াচড়া করলে আরো বৃদ্ধি হয় DRAWING, sensation, worse moving eyebrows (1)
36 Brain নিস্তেজ অনুভূতি, বেসে DULL, sensation, base of (3)
37 Brain ব্রেইন ও স্পাইনাল কর্ডের শক্ত বহির্ঝিল্লি যেন ঠাসাঠাসি বা চাপ প্রয়োগ করছে DURAMATER, engorged (0)
38 Brain রস সঞ্চয় স্ফীতি শোথ EDEMA, dropsy (5)
39 Brain বৈদ্যুতিক রোমাঞ্চ অঙ্গপ্রত্যঙ্গে যায় ELECTRIC thrill, to limbs (1)
40 Brain অবরোধ মধ্য সেরিব্রাল আর্টারির অবরোধের ফলে বাকশক্তি লোপ EMBOLISM, middle cerebral artery, causes aphasia (1)
41 Brain খালি যেন কপাল ও ব্রেইনের মধ্যবর্তী স্থান EMPTY, as if between forehead and brain (1)
42 Brain মস্তিষ্ক প্রদাহ ENCEPHALITIS, inflammation (57)
43 Brain বৃহদাকার অনুভূতি ENLARGED, sensation (3)
44 Brain উদ্ভেদ চাপা পরে ব্রেইনের রোগ ERUPTIONS, brain ailments after suppressed (3)
45 Brain নির্জীবতা EXHAUSTION (10)
46 Brain সম্প্রসারিত হওয়ার অনুভূতি, অবনত হলে EXPANDED, sensation, on stooping (1)
47 Brain মুর্ছাকল্পতা প্রচণ্ড ধাক্কা লাগার ফলে FAINTING, concussion, from (3)
48 Brain পড়ে যাওয়া, সামনের দিকে পড়ে যাওয়ার অনুভূতি FALLING, forward, sensation (20)
49 Brain ক্লান্তির সহিত মানসিক অসাড়তা, শুক্র নির্গমনের পরে FATIGUE, in, with mental torpidity, after male seminal emissions (1)
50 Brain কুয়াশা যেন আবৃত করে রেখেছে FOG, as if wrapped in a (4)
51 Brain বহিরাগত বস্তু যেন, ডান পার্শ্বে FOREIGN, body in, right side of, as if (1)
52 Brain সুড়সুড়ি লাগা FORMICATION (2)
53 Brain হিমায়িত যেন ব্রেইন FROZEN, as if brain were (3)
54 Brain পূর্ণ যেন তরল কিছু দিয়ে FULLNESS, fluid of (1)
55 Brain পিষণ করার ন্যায় বেদনা, ডানদিকের অর্ধেকে হাঁটাচলা অবস্থায় GRINDING, in right half, while walking (1)
56 Brain উত্তাপ HEAT (4)
57 Brain ভারবোধ HEAVINESS (3)
58 Brain হেমাটোমা HEMATOMA (5)
59 Brain গরম বাষ্প যেন নীচে থেকে আসছে HOT vapor, as if, coming from below (3)
60 Brain মস্তিষ্কে জল সঞ্চয় HYDROCEPHALUS (54)
61 Brain প্রদাহ ব্রেইনের INFLAMMATION, brain (0)
62 Brain আঘাত, প্রচণ্ড ধাক্কা লাগার পরে INJURIES, concussion, after (26)
63 Brain ঠকঠক শব্দ, যেন ব্রেইন খুলিতে আঘাত করছে KNOCKING, against skull, as if brain were (13)
64 Brain অশ্রুপাত হয়, মস্তিষ্কে অসুস্থতার ফলে LACHRYMATION, of eye, in brain affections (3)
65 Brain বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা, বেসে LANCINATING, base of (1)
66 Brain বড় মনে হয় LARGE, feels (9)
67 Brain হালকা ভাব ব্রেইনের LIGHTNESS, in (1)
68 Brain তরল যেন LIQUID, as if (1)
69 Brain ফ্রন্টাল লোবের গভীরে অবস্থিত বেদনা LOBES, frontal, deep-seated pain (1)
70 Brain শিথিলতার অনুভূতি LOOSENESS, sensation (54)
71 Brain পিণ্ড রয়েছে যেন ডান পার্শ্বে LUMP, right side, as if (1)
72 Brain উন্মাদ অনুভূতি MADDENING, feeling in (1)
73 Brain মার্বেল পাথরে ব্রেইন রূপান্তরিত হচ্ছে, এমনটি মনে হয় MARBLE, feels as if, brain changed to (1)
74 Brain মেডুলার সমস্যা MEDULLA problems (10)
75 Brain মস্তিষ্ক ঝিল্লীর প্রদাহ MENINGITIS (70)
76 Brain নড়াচড়া MOTION (0)
77 Brain নখ বিদ্ধ হওয়ার মত বেদনা যেন NAIL driven into, pain as if (1)
78 Brain সুচ যেন ব্রেইনে NEEDLES, in (3)
79 Brain শব্দ গুণ গুণ শব্দ অথবা গর্জন NOISES, humming or roaring (3)
80 Brain অসাড়তা ব্রেইনে NUMBNESS, in (11)
81 Brain পক্ষাঘাত ব্রেইনের PARALYSIS, of brain (10)
82 Brain কর্ণমূল গ্রন্থি প্রদাহ, স্থানান্তরণ হয় ব্রেইনে PAROTID gland, inflammation, metastasis to brain (4)
83 Brain মস্তিষ্ক ও মেরুকাণ্ডের আবরক ঝিল্লীর পূর্ণতাবোধের সহিত রক্তরস নিঃসরণ PIAMATER, distended with serum (1)
84 Brain ছিপি যেন প্রোথিত PLUG, as if driven into (3)
85 Brain চেপে ধরার মত বেদনা, যেন বেঁধে রাখা আছে PRESSING, pain, as if bound up (51)
86 Brain চাপছে যেন ব্রেইনের পার্শ্বদেশ, ব্রেইনের উপরে অস্থির বিপরীতে যেন কোন কিছু শুয়ে আছে PRESSING, sides, as if something were lying on the brain against the bone (1)
87 Brain কাটা বা সুচ ফোটার মত অনুভূতি PRICKLING, sensation (1)
88 Brain স্পন্দিত ব্রেইন এমনটা মনে হয় PULSATING, brain seems to be (11)
89 Brain কম্পিত অনুভূতি, যেন হাঁটাচলার সময় ব্রেইনে ঝাঁকুনি লাগে QUIVERING, sensation, as if brain were shaking while walking (1)
90 Brain ঘূর্ণায়মান যেন অক্ষের উপর দ্রুত ঘুরে REVOLVING, as if, rapidly on axis (2)
91 Brain বর্ধনশীল অনুভূতি, যেন ধারাবাহিকভাবে বহুবার বর্ধিত হয় RISING, sensation, raised several times in succession, as if (1)
92 Brain চারিদিকে পাক খাওয়া অনুভূতি ROLLED around, sensation, as if (1)
93 Brain বেগে অগ্রসর হয়, বিজলীর মত কিছু ডান পার্শ্বের ঘাড়ের নিম্নাংশ হতে বাহু পর্যন্ত ধাবিত হয় RUSHING, through brain, like lightning and down right side of neck into arm (1)
94 Brain নরম কলার কাঠিন্যতা, ব্রেইনের SCLEROSIS, brain (3)
95 Brain মাতালের মত অনুভূতির সহিত দন্তশূল SCREWED in, sensation, with toothache (1)
96 Brain চেতনা SENSES (0)
97 Brain সংবেদনশীলতা SENSITIVENESS, of (34)
98 Brain বিচ্ছিন্ন, খুলী হতে ব্রেইন SEPARATED, from skull, brain were (1)
99 Brain ঝাঁকানো হচ্ছে যেন SHAKEN, sensation, as if being (7)
100 Brain তীক্ষ্ণ বেদনা SHARP, pain (28)
101 Brain চূর্ণবিচূর্ণ, যখন হাটার জন্য পদক্ষেপ বা পায়ের ধাক্কা লাগে তখন চূর্ণবিচূর্ণ হওয়ার অনুভূতি SHATTERING, when stepping hard or knocking foot (1)
102 Brain আঘাত বৈদ্যুতিক-আঘাত, দেহ হতে উঠে ব্রেইনে প্রচণ্ড ধাক্কা মারে SHOCKS, electric-like, in body, from concussion of brain (1)
103 Brain তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা, মস্তিষ্কের গভীরে SHOOTING, deep in (1)
104 Brain স্বাভাবিকের তুলনায় ছোট মনে হয়, মাথার খুলী থেকে ছোট SMALLER, brain feels smaller than skull (2)
105 Brain কোমলতা প্রাপ্তি, ব্রেইনের SOFTENING, of brain (28)
106 Brain প্রদাহিত স্পর্শকাতর বেদনা, ব্রেইনে SORE, pain, in (26)
107 Brain শব্দ যেন একটুকরা সিলভারে আঘাত করছে, ভোর সকালে জাগ্রত হলে শুরু এবং তা ধীরে ধীরে বন্ধ হয় SOUND in, as if striking a piece of silver, early in morning, on waking, gradually going off (1)
108 Brain পানি ছিটিয়ে দেত্তয়ার অনুভূতি বাম গোলার্ধে, দ্রুত হাঁটাচলার সময় SPLASHING, sense of, in left hemisphere when walking fast (1)
109 Brain চিপছে ও ছাড়ছে পর্যায়ক্রমিকভাবে SQUEEZED and relaxed alternately (1)
110 Brain আঘাত করছে যেন ব্রেইনে, একটি পিন দিয়ে STICKING in brain, as if a pin were (1)
111 Brain শক্তভাব অনুভূতি, শীতলতা সেরিবেলামে এবং শক্ত-আড়ষ্ট STIFFNESS, sensation, coldness in cerebellum and stiff (1)
112 Brain নাড়াচাড়া, একটি চামচ দিয়ে নাড়ছে এমনটি মনে হয় STIRRED, with a spoon, feels as if (2)
113 Brain সেলাই করার অনুভূতি STITCHES (3)
114 Brain আকর্ষণ করে, খুলিকে যেন মস্তিষ্ক আকর্ষণ করছে এমন অনুভূতি STRIKING, against the skull, sensation as though brain were (11)
115 Brain স্ট্রোক, সন্ন্যাসরোগ STROKE, apoplexy (104)
116 Brain সৌর তাপে স্ট্রোক SUNSTROKE (40)
117 Brain হু হু করে বাড়ছে এমন অনুভূতি, মস্তিষ্কের গভীরে অনুভূত হয় SURGING, sensation, is felt deep (1)
118 Brain পানি পড়ার মত অনুভূতি SWASHING (8)
119 Brain সিফিলিস জাত পীড়া SYPHILITIC affections (4)
120 Brain ছিন্নকর বেদনা TEARING, pain (3)
121 Brain ঘন মোটা মনে হয় THICK, feels (4)
122 Brain ধুঁক ধুঁক করে ধমনীতে THROBBING, arteries, of (2)
123 Brain সুড়সুড় করে ব্রেইনে TICKLING, in (2)
124 Brain ক্লান্ত অনুভূতি TIRED, sensation (6)
125 Brain জিহ্বা বাহিরেরে দিকে প্রসারিত করে, মস্তিষ্কে অসুস্থতার ফলে TONGUE, protruded, in brain affections (4)
126 Brain ছিড়েফেলার মত বেদনা, যেন টুকরা টুকরা করে ছিড়েফেলে এমন বেদনা, সকালে জাগ্রত হলে, নড়াচড়ায় বৃদ্ধি বিশ্রামে উপশম ও উষ্ণতা চায় TORN, pain, as if, torn to pieces, aches, morning on rising, agg. motion, amel. rest and warmth, pas (1)
127 Brain ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (1)
128 Brain অর্বুদ, ব্রেইন টিউমার TUMOR, encephaloma (34)
129 Brain আকস্মিক টান, ব্রেইনে যেন TWITCHING, in, as if (8)
130 Brain অজ্ঞানতা UNCONSCIOUSNESS (0)
131 Brain শিরোঘূর্ণন VERTIGO (0)
132 Brain কণ্ঠস্বর, পুরুষের কণ্ঠ প্রভাবিত করে VOICE, male, affects (1)
133 Brain বমি করে, মস্তিষ্কে অসুস্থতার ফলে VOMITING, in brain affections (6)
134 Brain ঢেউখেলার মত অনুভূতি WAVING, in, as if (3)
135 Brain দুর্বলতা WEAKNESS, of (26)
136 Brain চারদিক যেন ঘুরছে, ভোর সকালে WHIRLING, around in, attack early in morning (2)
137 Brain ক্ষত হওয়ার অনুভূতি, বিদীর্ণ কর অথবা ছিদ্র কর WOUNDS, lacerated, or punctured (2)
138 Brain আবৃত যেন WRAPPED, as if (2)
139 Brain কপালে ভাজ পরে, ব্রেইনের লক্ষণের সহিত WRINKLED, forehead, with brain, symptoms (3)

Breasts অধ্যায়ের ৯২ টি মূল রুব্রিক:

1 Breasts ফোড়া ABSCESS (20)
2 Breasts অবিরাম বেদনা ACHING, pain (14)
3 Breasts বাতাস স্পর্শকাতর ঠাণ্ডা AIR, sensitive to cold (1)
4 Breasts জাড়িক্ষত, স্তনবৃন্তের জাড়িক্ষত হতে রক্তপাত APHTHAE, nipples, bleeding (1)
5 Breasts ক্রমিক ক্ষয়প্রাপ্তি স্তন ATROPHY, breasts (27)
6 Breasts বলের মত কিছু থাকার অনুভূতি নিচে বাম পার্শ্বে BALL, sensation of, under left (1)
7 Breasts রক্তপাত স্তনবৃন্ত হতে BLEEDING, nipples, from (9)
8 Breasts লোমফোড়া BOILS (3)
9 Breasts ছিদ্র করার মত বেদনা BORING, pain (3)
10 Breasts স্তন্য দান BREAST-feeding (53)
11 Breasts স্তন-দুগ্ধ BREAST-milk (0)
12 Breasts স্তনের রোগ আরোগ্যকারী ঔষধ BREASTS, remedies (44)
13 Breasts বুলেট বা গজাল অনুভূত হয় স্তন অঞ্চলে BULLET, or rivet, sensation of, in region (1)
14 Breasts জ্বালাকর বেদনা BURNING, pain (28)
15 Breasts ক্যান্সার CANCER (70)
16 Breasts শীত শীত ভাব ও কম্পন CHILLINESS, in, shivering in (4)
17 Breasts ক্ষতচিহ্ন CICATRICES (0)
18 Breasts শীতলতা COLDNESS (5)
19 Breasts রক্তাধিক্য CONGESTION (8)
20 Breasts সংকোচনকর অনুভূতি CONSTRICTION, sensation of (4)
21 Breasts ফাটা স্তনবৃন্ত CRACKS, nipples (41)
22 Breasts খিল ধরা, ধীরে ধীরে বৃদ্ধি এবং কমে CRAMP, gradually increasing and decreasing in (1)
23 Breasts খিল ধরা বেদনা CRAMPY, pain (2)
24 Breasts কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (16)
25 Breasts বিকৃত হওয়া স্তনবৃন্ত DEFORMED, nipples (3)
26 Breasts স্রাব, স্তনবৃন্ত হতে DISCHARGE, nipples, from (3)
27 Breasts বর্ণবিকৃতি স্তনবৃন্তের DISCOLORATION, nipples (5)
28 Breasts ফাঁপা বা ফোলা DISTENSION (5)
29 Breasts টেনে ধরার মত বেদনা DRAWING, pain (9)
30 Breasts শুষ্কতা স্তনবৃন্তের DRYNESS, nipples (1)
31 Breasts একজিমা ECZEMA (2)
32 Breasts শূন্যতাবোধ অনুভূতি, শিশুকে স্তন্য পান করানোর পরে EMPTINESS, sensation of, after child nurses (1)
33 Breasts বৃহদাকার অনুভূতি যেন ENLARGED, sensation, as if (5)
34 Breasts উদ্ভেদ ERUPTIONS (11)
35 Breasts বিসর্প ERYSIPELAS, of (14)
36 Breasts প্রত্যেকটি বস্তু প্রভাবিত করে স্তনকে EVERYTHING, affects breasts (1)
37 Breasts ত্বকের লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়, স্তনবৃন্তের EXCORIATION, nipples (29)
38 Breasts নালীক্ষত স্তনে FISTULOUS, openings, in (6)
39 Breasts থলথলে-ঝুলেপড়া FLABBY (7)
40 Breasts পিঁপড়ে চলে বেড়ানোর মতো অনুভূতি, স্তনে FORMICATION, in (4)
41 Breasts পূর্ণতাবোধ FULLNESS (19)
42 Breasts গড়গড় শব্দ, স্তনে GURGLING, in (1)
43 Breasts উত্তাপ ডান পার্শ্বে HEAT, right, in (2)
44 Breasts ভারবোধ HEAVINESS (5)
45 Breasts হার্পিস HERPES (8)
46 Breasts বিবৃদ্ধি HYPERTROPHY, of (5)
47 Breasts কাঠিন্য INDURATION (46)
48 Breasts প্রদাহ INFLAMMATION (0)
49 Breasts আঘাত লাগা INJURIES (4)
50 Breasts সংবেদনহীনতা স্তনবৃন্তে INSENSITIVITY, nipples (1)
51 Breasts উল্টানো স্তনবৃন্ত INVERTED, nipples (5)
52 Breasts চুলকানি ITCHING (37)
53 Breasts ঝাঁকি দিয়ে উঠা JERKS, in (1)
54 Breasts স্তন্যদান LACTATION (0)
55 Breasts বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা LANCINATING, pain (1)
56 Breasts পিণ্ড স্তনে LUMPS, in (10)
57 Breasts স্তনপ্রদাহ MASTITIS (41)
58 Breasts ময়দার মত আবরণ MEALY coating (1)
59 Breasts ঋতুস্রাবের পূর্বে বৃদ্ধি MENSES, before agg. (14)
60 Breasts দুধ MILK (0)
61 Breasts স্তনবৃন্তের অভিযোগ NIPPLES, complaints of (15)
62 Breasts গুটিকা বা ক্ষুদ্র স্ফীতি NODULES (35)
63 Breasts অসাড়তা NUMBNESS (1)
64 Breasts স্তন্য দান NURSING (0)
65 Breasts বেদনা PAIN (81)
66 Breasts ঘাম PERSPIRATION (11)
67 Breasts চেপে ধরার মত বেদনা, স্তনে PRESSING, pain, in (8)
68 Breasts স্পন্দিত হওয়া PULSATION (3)
69 Breasts লাল, স্তনবৃন্ত RED, nipples (5)
70 Breasts ভিতরদিকে ঢুকে যাওয়া, স্তনবৃন্ত RETRACTION, nipples, of (16)
71 Breasts ঘষতে ইচ্ছা RUB, desire to (1)
72 Breasts পুরাতন ক্ষতচিহ্নের সমস্যা SCARS, old, problems in (5)
73 Breasts স্পর্শকাতর SENSITIVE (5)
74 Breasts ঝাঁকুনি লাগে, কাশি দিলে SHAKING of, during cough (2)
75 Breasts তীক্ষ্ণ বেদনা SHARP, pain (57)
76 Breasts স্বাভাবিকের তুলনায় ছোট, এক স্তন অন্য স্তন হতে SMALLER, one breast than the other (3)
77 Breasts প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (50)
78 Breasts হুল ফুটার ন্যায় বেদনা, স্তনবৃন্তে STINGING, pain, nipples (10)
79 Breasts সেলাই করা অনুভূতি, স্তনবৃন্তে STITCHES, in nipples (7)
80 Breasts স্ফীতি SWELLING, of (58)
81 Breasts ছিন্নকর বেদনা TEARING, pain (10)
82 Breasts টান টান ভাবযুক্ত বেদনা স্তনবৃন্তে, বিশেষকরে শিশুকে দুগ্ধপান করালে TENSIVE pain, nipples, particularly when nursing (1)
83 Breasts ঝিনঝিন কর অনুভূতি, স্তনে TINGLING, in (1)
84 Breasts টিউমার TUMORS, growths (45)
85 Breasts টনটনকর বেদনা, স্তনবৃন্তে TWINGING pains, nipple (1)
86 Breasts ক্ষতসৃষ্টি ULCERATION, of (12)
87 Breasts ক্ষতকর বেদনা ULCERATIVE, pain (2)
88 Breasts ক্ষত ULCERS (11)
89 Breasts অপরিণত ছোট UNDEVELOPED, small (10)
90 Breasts ফোস্কা VESICLES (1)
91 Breasts আঁচিল, স্তনবৃন্তে WARTS, nipple, on (2)
92 Breasts তাজা ভাব হারান, স্তনবৃন্ত WILTED, nipple (1)

Female – MENSES এর ১৩১ টি সাব রুব্রিক:

1 Female ঋতুস্রাব অবস্থায় সাধারণত বৃদ্ধি MENSES, general agg. during (89)
2 Female ঋতুস্রাব ঝাঁঝালো হ্যাজাকর MENSES, acrid, excoriating (49)
3 Female ঋতুস্রাবের পরে বৃদ্ধি MENSES, after, agg. (45)
4 Female ঋতুস্রাব হলে অসুস্থতা MENSES, ailments, of menses (24)
5 Female ঋতুস্রাবের সহিত পর্যায়ক্রমে রক্ত মিশ্রিত স্রাব MENSES, alternating with bloody discharge (1)
6 Female ঋতুস্রাবের সময় উপশম হতে থাকে MENSES, amelioration, during (24)
7 Female ঋতুস্রাব অনুপস্থিত MENSES, amenorrhea (168)
8 Female ঋতুস্রাব এমোনিয়া যুক্ত MENSES, ammoniacal (1)
9 Female ঋতুস্রাব, রাগান্বিত হলে প্রবাহ হয় MENSES, anger, brings on the flow (2)
10 Female ঋতুস্রাব আরম্ভ হওয়া MENSES, appear (42)
11 Female ঋতুস্রাবের পূর্বে বৃদ্ধি MENSES, before, agg. (78)
12 Female ঋতুস্রাবের শুরুতে বৃদ্ধি MENSES, beginning of, at, agg. (31)
13 Female ঋতুস্রাব কালো MENSES, black (62)
14 Female ঋতুস্রাব মূত্রথলির লক্ষণের সহিত MENSES, bladder symptoms, with (4)
15 Female ঋতুস্রাব রক্ত মিশ্রিত তরলের সাথে জমাট বাঁধা বস্তু MENSES, bloody, fluid, containing clots (26)
16 Female ঋতুস্রাব রক্ত মিশ্রিত শ্লেষ্মা MENSES, bloody, mucus (14)
17 Female ঋতুস্রাব দেখা দেয় স্তনদান করলে MENSES, breast-feeding, menses during (7)
18 Female ঋতুস্রাব স্তনে সিরাস ক্যান্সারের সহিত MENSES, breast, scirrhus of, with (1)
19 Female ঋতুস্রাব উজ্জ্বল-লাল MENSES, bright-red (92)
20 Female ঋতুস্রাব বাদামি বর্ণের MENSES, brown (16)
21 Female ঋতুস্রাবের বিরতি, হঠাৎ করে MENSES, ceases, suddenly (1)
22 Female ঋতুস্রাব দেখতে একেক সময় একেক রকম MENSES, changeable, in appearance (2)
23 Female ঋতুস্রাব জমাট বাধা MENSES, clotted (112)
24 Female ঋতুস্রাব প্রচুর পরিমাণে MENSES, copious (0)
25 Female ঋতুস্রাব কালচে MENSES, dark (108)
26 Female ঋতুস্রাব শুধুমাত্র দিবাভাগে MENSES, daytime, only (8)
27 Female ঋতুস্রাব বিলম্বিত MENSES, delayed (0)
28 Female ঋতুস্রাব কষ্টরজ MENSES, dysmenorrhea (0)
29 Female ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের পূর্বে MENSES, early, menses (0)
30 Female ঋতুস্রাব শুধুমাত্র সন্ধ্যায় MENSES, evening, only (3)
31 Female ঋতুস্রাব সামান্য উত্তেজনার ফলে পুনরাবৃত্তি হয় MENSES, excitement, returns with the least (3)
32 Female ঋতুস্রাব পরিশ্রম করলে প্রবাহ হয় MENSES, exertion, brings on the flow (8)
33 Female ঋতুস্রাব ভয়ের অভিব্যক্তি যুক্ত MENSES, fearsome (1)
34 Female ঋতুস্রাব হবে এমনটা মনে হয় MENSES, feels, like coming (9)
35 Female ঋতুস্রাব উদরস্থ বায়ু নিঃসরণের সময় MENSES, flatus, during (1)
36 Female ঋতুস্রাব মাংসের রঙের MENSES, flesh colored (4)
37 Female ঋতুস্রাব ফেনা ফেনা MENSES, foamy (4)
38 Female ঋতুস্রাব শুধুমাত্র পূর্বাহ্ণে MENSES, forenoon, only (2)
39 Female ঋতুস্রাব ঘন ঘন নির্দিষ্ট সময়ের পূর্বে MENSES, frequent, too early, too soon (253)
40 Female ঋতুস্রাব ভয় পাওয়ার ফলে MENSES, fright, from (1)
41 Female ঋতুস্রাব প্রথম ঋতুস্রাব MENSES, first menses (0)
42 Female ঋতুস্রাব স্বাভাবিক ক্রিয়ামূলক MENSES, functional (1)
43 Female ঋতুস্রাব অল্পবয়স্ক বালিকাদের MENSES, girls, in young (7)
44 Female ঋতুস্রাব সবুজ MENSES, green (10)
45 Female ঋতুস্রাব ধূসর MENSES, grey (1)
46 Female ঋতুস্রাব, দুঃখ শোকের ফলে প্রবাহ হয় MENSES, grief, brings on (2)
47 Female ঋতুস্রাব, হটাত প্রচুর পরিমাণে দ্রুত প্রবাহিত হয় MENSES, gushes, in (13)
48 Female ঋতুস্রাব হৃৎপিণ্ডের লক্ষণের সহিত MENSES, heart, symptoms, with (1)
49 Female ঋতুস্রাব গরম MENSES, hot (10)
50 Female ঋতুস্রাব অমোচনীয় MENSES, indelible (6)
51 Female ঋতুস্রাব আঘাত লাগার পড়ে MENSES, injuries, after (1)
52 Female ঋতুস্রাব কালীর মত MENSES, inky (1)
53 Female ঋতুস্রাব থেমে-থেমে হওয় MENSES, intermittent (84)
54 Female ঋতুস্রাব অনিয়মিত MENSES, irregular (101)
55 Female ঋতুস্রাব চুলকানি যুক্ত MENSES, itching, causing (3)
56 Female ঋতুস্রাব জন্ডিসের সহিত MENSES, jaundice, with (1)
57 Female ঋতুস্রাব সন্ধি স্থানে বেদনার সহিত MENSES, joints, pain, with (1)
58 Female ঋতুস্রাব, হটাত ধাক্কা বা ঝাঁকি লাগার ফলে MENSES, jolting, from (1)
59 Female ঋতুস্রাব বিলম্বে শুরু হয় MENSES, late, menses, too (167)
60 Female ঋতুস্রাব কিছু উঠালে বৃদ্ধি MENSES, lifting, agg. (1)
61 Female ঋতুস্রাব, কলিজা সম্পর্কিত পীড়ার সহিত MENSES, liver, affections, with (1)
62 Female ঋতুস্রাব প্রসবান্তিক স্রাবের মত MENSES, lochia-like (1)
63 Female ঋতুস্রাব শয়ন করলে বৃদ্ধি MENSES, lying, agg. (8)
64 Female ঋতুস্রাব খয়েরি রঙের MENSES, maroon, colored (1)
65 Female ঋতুস্রাব পচা মাংসের মত MENSES, meat, putrid, like (2)
66 Female ঋতুস্রাব ঝিল্লিময় MENSES, membranous (44)
67 Female ঋতুস্রাব, উপযুক্ত সময়ের পূর্বে প্রথম ঋতুস্রাব, MENSES, menarche, first menses, appears before the proper age (28)
68 Female ঋতুস্রাব, উপযুক্ত সময় থেকে বিলম্বে প্রথম ঋতুস্রাব, MENSES, menarche, delayed (65)
69 Female ঋতুস্রাবের সময় MENSES, MENSES, during (6)
70 Female ঋতুস্রাব, মানসিক উত্তেজনায় বৃদ্ধি MENSES, mental excitement agg. menses (3)
71 Female ঋতুস্রাবের সময় মানসিক লক্ষণ MENSES, mental symptoms, menses, during (31)
72 Female ঋতুস্রাবের সহিত স্তনে দুধ আসে MENSES, milk, in breast, with (3)
73 Female ঋতুস্রাব দুধের মত MENSES, milky (1)
74 Female ঋতুস্রাব গুড়ের মত MENSES, molasses, like (1)
75 Female ঋতুস্রাব পরবর্তী মাসে MENSES, month, alternate (2)
76 Female ঋতুস্রাব মাসব্যাপী MENSES, months, for (2)
77 Female ঋতুস্রাব চাঁদ সম্পর্কিত MENSES, moon (7)
78 Female ঋতুস্রাব সকালে MENSES, morning (4)
79 Female ঋতুস্রাব নড়াচড়ায় বৃদ্ধি MENSES, motion, agg. (16)
80 Female ঋতুস্রাব শেষের দিনে শ্লেষ্মা নির্গত হয় MENSES, mucus, the last day (1)
81 Female ঋতুস্রাব দেহে স্নায়ুশুল প্রকৃতির বেদনার সহিত MENSES, neuralgic, pain, in body, with (1)
82 Female ঋতুস্রাব স্তন্য দানে বৃদ্ধি MENSES, nursing, agg. (0)
83 Female ঋতুস্রাব রাতে আরো বেশি MENSES, night, more at night (17)
84 Female ঋতুস্রাব মধ্যাহ্নে MENSES, noon (1)
85 Female ঋতুস্রাব দুর্গন্ধযুক্ত MENSES, offensive (62)
86 Female ঋতুস্রাব শুরুতে সমস্যা MENSES, onset, trouble at (1)
87 Female ঋতুস্রাব শুধুমাত্র নির্গত হওয়ার পড়ে বেদনা MENSES, pain, flow, only after the (1)
88 Female ঋতুস্রাব বেদনাদায়ক MENSES, painful, menses (0)
89 Female ঋতুস্রাব বিবর্ণ MENSES, pale (77)
90 Female ঋতুস্রাব আলকাতরার মত MENSES, pitch-like (13)
91 Female ঋতুস্রাব গর্ভধারণ অবস্থায় MENSES, pregnancy, during (15)
92 Female ঋতুস্রাব অনর্গল নির্গত হয় MENSES, profuse (266)
93 Female ঋতুস্রাব দীর্ঘায়িত MENSES, protracted (136)
94 Female ঋতুস্রাব বয়ঃসন্ধি কালের পূর্বে MENSES, puberty, before (4)
95 Female ঋতুস্রাব বেগুনী লাল বর্ণের MENSES, purple (1)
96 Female ঋতুস্রাব সরলান্ত্রের লক্ষণের সহিত MENSES, rectum, symptoms, with (1)
97 Female ঋতুস্রাব বিশ্রামে বৃদ্ধি MENSES, rest, agg. (3)
98 Female ঋতুস্রাব শেষ হওয়ার পড়ে পুনরায় শুরু হয় MENSES, return, after having ceased, the periods (35)
99 Female ঋতুস্রাব বাতরোগের সহিত MENSES, rheumatism, with (5)
100 Female ঋতুস্রাব, আঠালো, আঁশযুক্ত, দৃঢ় MENSES, ropy, tenacious, stringy (20)
101 Female ঋতুস্রাব পরিমাণে অত্যল্প MENSES, scanty (180)
102 Female ঋতুস্রাব অল্প সময়ের জন্য MENSES, short, duration (74)
103 Female ঋতুস্রাব ছিন্নাংশের মত MENSES, shreddy (1)
104 Female ঋতুস্রাব বসলে বর্ধিত MENSES, sitting, increased, while (2)
105 Female ঋতুস্রাব, চর্ম লক্ষণের সহিত MENSES, skin, symptoms, with (12)
106 Female ঋতুস্রাব, নিদ্রার মাঝে হটাত প্রচুর পরিমাণে দ্রুত প্রবাহিত হয় MENSES, sleep, gushes during (1)
107 Female ঋতুস্রাব, দুই মাসিকের মধ্যবর্তী সময়ে অল্প একটু দেখা দেয় MENSES, spotting, of menses, between the periods (4)
108 Female ঋতুস্রাব দ্রুত দাগ লাগে MENSES, staining, fast (10)
109 Female ঋতুস্রাব দাঁড়িয়ে থাকলে MENSES, standing (4)
110 Female ঋতুস্রাব, পাকস্থলীর অসুস্থতার সহিত MENSES, stomach troubles, with (6)
111 Female ঋতুস্রাবের সময় মল বর্ধিত হয় MENSES, stool, increased during (4)
112 Female ঋতুস্রাব অবনত হলে উপশম MENSES, stooping, amel. (1)
113 Female ঋতুস্রাব, আঠালো, আঁশযুক্ত, দৃঢ় MENSES, stringy, ropy, tenacious (20)
114 Female ঋতুস্রাব হঠাৎ করে MENSES, suddenly (1)
115 Female ঋতুস্রাব চাপাপড়া বা অবরুদ্ধ MENSES, suppressed (171)
116 Female ঋতুস্রাব, নির্গত হতে চায়না বা দৃঢ় MENSES, tenacious (13)
117 Female ঋতুস্রাব ঘন MENSES, thick (34)
118 Female ঋতুস্রাব তরল MENSES, thin (59)
119 Female ঋতুস্রাব, গলদেশের লক্ষণ বৃদ্ধি MENSES, throat, agg. (6)
120 Female ঋতুস্রাব, যক্ষ্মারোগের সময় MENSES, tuberculosis, in (2)
121 Female ঋতুস্রাব, মূত্র সম্পর্কিত লক্ষণের সহিত MENSES, urinary, symptoms, with (2)
122 Female ঋতুস্রাব, শুধুমাত্র প্রস্রাব করার সময় MENSES, urinating, only during (1)
123 Female ঋতুস্রাব, যোনিপথের স্রাবের সহিত MENSES, vagina discharge, with (2)
124 Female ঋতুস্রাব, বিরক্তির পরে MENSES, vexation, after (4)
125 Female ঋতুস্রাব যেন হচ্ছে এমন অনুভূতি MENSES, vicarious (39)
126 Female ঋতুস্রাব হাঁটাচলায় বৃদ্ধি MENSES, walking, agg. (4)
127 Female ঋতুস্রাব ধৌত করা কষ্টকর MENSES, wash, off, difficult to (9)
128 Female ঋতুস্রাব পানিসিক্ত MENSES, watery (9)
129 Female ঋতুস্রাবের সময় দুর্বলতা MENSES, weakness, during (66)
130 Female ঋতুস্রাব, পা ভিজা অবস্থায় থাকার ফলে MENSES, wet, getting feet, from (2)
131 Female ঋতুস্রাব ডিমের সাদা অংশের মত সকালে বৃদ্ধি MENSES, white, of egg, like, morning agg. (1)

Female – PROLAPSED, uterus এর ৩১ টি সাব রুব্রিক:

1 Female বহিনির্গমন জরায়ুর PROLAPSED, uterus (130)
2 Female বহিনির্গমন জরায়ুর, বিকেলে PROLAPSED, uterus, afternoon (1)
3 Female বহিনির্গমন জরায়ুর, একদিন পড়ে পড়ে PROLAPSED, uterus, alternate days, on (1)
4 Female বহিনির্গমন জরায়ুর, জরায়ু মুখ যোনিপথে চলে আসে PROLAPSED, uterus, cervix, low in vagina (1)
5 Female বহিনির্গমন জরায়ুর, আঘাত লাগার পরে PROLAPSED, uterus, concussion, after (1)
6 Female বহিনির্গমন জরায়ুর, আঁতুড় ঘড়ে থাকার পরে PROLAPSED, uterus, confinement, after (7)
7 Female বহিনির্গমন জরায়ুর, পায়ের উপরে পা রাখলে উপশম PROLAPSED, uterus, crossing legs amel. (3)
8 Female বহিনির্গমন জরায়ুর, উদরাময় হওয়ার ফলে PROLAPSED, uterus, diarrhea, from (1)
9 Female বহিনির্গমন জরায়ুর, বৈদ্যুতিক শক ঊরুতে যাওয়ার সহিত PROLAPSED, uterus, electric shocks down the thighs, with (1)
10 Female বহিনির্গমন জরায়ুর, যান্ত্রিক প্রসবের পরে PROLAPSED, uterus, forceps delivery, after (1)
11 Female বহিনির্গমন জরায়ুর, ভয় পাওয়ার পরে PROLAPSED, uterus, fright, after (2)
12 Female বহিনির্গমন জরায়ুর, মাথা চেপে ধরলে ও কোঁথানি দিয়ে উপশম PROLAPSED, uterus, head, holding and straining, amel. (1)
13 Female বহিনির্গমন জরায়ুর, গরম আবহাওয়ায় PROLAPSED, uterus, hot weather, in (1)
14 Female বহিনির্গমন জরায়ুর, কিছু উঠালে PROLAPSED, uterus, lifting, from (6)
15 Female বহিনির্গমন জরায়ুর, পিঠের লাম্বারে বেদনার সহিত PROLAPSED, uterus, lumbar, with backache (1)
16 Female বহিনির্গমন জরায়ুর, শয়ন করলে বৃদ্ধি PROLAPSED, uterus, lying down, agg. (1)
17 Female বহিনির্গমন জরায়ুর, ঋতুলোপকাল অবস্থায় PROLAPSED, uterus, menopause, during (2)
18 Female বহিনির্গমন জরায়ুর, ঋতুস্রাবের সময় PROLAPSED, uterus, menses, during (9)
19 Female বহিনির্গমন জরায়ুর, সকালে PROLAPSED, uterus, morning (3)
20 Female বহিনির্গমন জরায়ুর, শিশুপালন অবস্থায় PROLAPSED, uterus, nursing, during (1)
21 Female বহিনির্গমন জরায়ুর, বাহু উপরের দিকে উঠালে PROLAPSED, uterus, reaching up, from (4)
22 Female বহিনির্গমন জরায়ুর, যৌনক্রিয়ায় বৃদ্ধি PROLAPSED, uterus, sex, agg. (2)
23 Female বহিনির্গমন জরায়ুর, দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি PROLAPSED, uterus, standing, agg. (2)
24 Female বহিনির্গমন জরায়ুর, মলত্যাগ করার সময় PROLAPSED, uterus, stool, during (8)
25 Female বহিনির্গমন জরায়ুর, ঝড় হওয়ার পূর্বে PROLAPSED, uterus, storm, before a (1)
26 Female বহিনির্গমন জরায়ুর, কোঁথানি দিলে PROLAPSED, uterus, straining, from (1)
27 Female বহিনির্গমন জরায়ুর, মূত্রত্যাগ করার সময় PROLAPSED, uterus, urination, during (1)
28 Female বহিনির্গমন জরায়ুর, হাঁটাচলায় বৃদ্ধি PROLAPSED, uterus, walking agg. (1)
29 Female বহিনির্গমন জরায়ুর, বাঁকা হয়ে হাঁটে PROLAPSED, uterus, walks bent (2)
30 Female বহিনির্গমন জরায়ুর, দুর্বলতার ফলে PROLAPSED, uterus, weakness, from (1)
31 Female বহিনির্গমন, যোনির স্থানচ্যুত PROLAPSED, uterus, prolapsed, vagina (26)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *