ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১০ | Daily Study of Homeopathy

পাঠ -১০

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১০. ঔষধ পরীক্ষণ
এফোরিজম ১৯: ঔষধসমূহ স্বাস্থ্যের বিকৃতি করতে পারে বলেই তারা রোগজনিত লক্ষণসমূহ দূর করতে পারে।
এফোরিজম ২০: ঔষধসমূহের স্বাস্থ্যের বিকৃতি সাধন করার ক্ষমতা জানা যায় কেবল মাত্র সুস্থ শরীরের উপর ঔষধের ক্রিয়া দ্বারা।
এফোরিজম ২১: সুস্থ শরীরে ঔষধসমূহ যে বিকৃতি সাধন করে সেটিই একমাত্র বিষয় যা হতে আমরা তাদের রোগ আরোগ্যকারী ক্ষমতা জানতে পারি।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

55 CALADIUM SEGUINUM [Calad]
Calad শরীরের যে কোন একটি স্থান, যেমন পা শীতল হয়ে যায়।
Calad সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা কিন্তু বাম পাশে শুলে রোগের বৃদ্ধি।
Calad রোগী ঘুমাতে ভয় পায়, সামান্য শব্দে ঘুম থেকে চমকে উঠে।
Calad শুষ্কতা অনুভূতি, খাবার শুষ্ক মনে হয় সেজন্য তা খেতে পানি পান করতে হয়, মনে হয় যেন শুষ্ক খাদ্যে পাকাশয় পূর্ণ আছে।
Calad জিহ্বার গোঁড়ার দিকের ঠিক মাঝখানে লাল ডোরা, ডগার দিকে ক্রমশ চওড়া দেখায়।
Calad ঘামে মিষ্টি গন্ধ, সেজন্য মাছি আসে।
56 CALCAREA CARBONICA HAHNEMANII [Calc]
Calc শিশু দেখতে মোটা সোটা, থলথলে, কিন্তু বলিষ্ঠ নয়, শীর্ণতাও থাকতে পারে, শীর্ণ হলে পেটটি বড় দেখায়, অলস, ধীর গতিবিশিষ্ট, বেশী নড়তে চড়তে চায় না, চলতে গেলে হাঁপিয়ে পড়ে।
Calc অনেকক্ষণ পর্যন্ত মানসিক পরিশ্রম করতে পারে না, কাজকর্ম করতে অনিচ্ছা, রোগী মনে করে সে পাগল হয়ে যাবে এবং তার পাগলামি লোকে লক্ষ্য করছে এরূপ সন্দেহ।
Calc সর্বদা শীত অনুভূতি, পা ঠাণ্ডা, মনে হয় পায়ে যেন ভিজা মোজা পড়ে আছে।
Calc শিশু ঘুম ভাঙ্গাবার পর মাথা চুলকাতে থাকে।
Calc সমস্ত পরিপাকযন্ত্র টক মনে হয়, টক ঢেঁকুর উঠে, টক বমন, মলে টক গন্ধ।
Calc পর্যায়ক্রমে সর্দি ও পেট ব্যথা।
57 CALCAREA ARSENICA [Calc-ar]
Calc-ar মাথা নাড়লে মাথাঘোরে, প্রথমে চাঁদিতে পরে মাথার পিছনে ভারী অনুভূতি।
Calc-ar মাথাধরা ও বুক ধড়ফড়ানি একসঙ্গে বাড়ে ও একসঙ্গে কমে।
Calc-ar ডান চোখের উপরে ব্যথা, ডান দিকের কপালে ‍সূচ ফোটানোর মত ব্যথা, প্রতি সপ্তাহে বৃদ্ধি।
Calc-ar পায়ে ছিঁড়ে ফেলার মত ব্যথা সহ কুঁচকি ফোলা।
Calc-ar কন্ঠনালী হতে ভিতরের দিক সূতা দিয়ে টেনে রাখা হয়েছে এরূপ অনুভূতি।
Calc-ar হৃৎপিণ্ডের নিকট ব্যথা আরম্ভ  হয়ে পিঠের দিকে গিয়ে হাতে ও পায়ে ছড়িয়ে পড়ে।
Calc-ar নাড়ীর প্রতি চতুর্থ স্পন্দন থেমে যায়।
58 CALCAREA PHOSPHORICA [Calc-p]
Calc-p অস্থি পাতলা ও ভঙ্গুর, ভাঙ্গা হাড় সহজে জোড়া লাগেনা।
Calc-p মাথার খুলির হাড়গুলির জোড় অনেকদিন পর্যন্ত খোলা থাকে অথবা একবার জুড়ে আবার খুলে যায়।
Calc-p মেরুদণ্ড দুর্বল, বাঁকা হওয়ার প্রবণতা।
Calc-p অসুস্থতার বিষয় চিন্তা করলে বৃদ্ধি।
Calc-p অর্শ দেখা দিলে কাশি বন্ধ থাকে ও অর্শ উপশম হলে পুনরায় কাশি আরম্ভ হয়।
Calc-p ঠাণ্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগ হয় বা বৃদ্ধি হয়।
59 CALENDULA OFFICINALIS [Calen]
Calen কোন স্থান কেটে গেলে, আঘাত লেগে ছিন্নভিন্ন হলে, পুরে গেলে, ঘা হলে, ক্যালেন্ডুলা মুল অরিষ্ট বাহ্য প্রয়োগে উক্ত স্থানে পুঁজ জমতে পারে না এবং দ্রুত ঘা শুকিয়ে যায়।
Calen পুরাতন ঘা হলে, তেলের সাথে মিশ্রিত করে বাহ্য প্রয়োগ করতে হয়।
Calen প্রদর রোগে ক্যালেন্ডুলা মিশ্রিত পানি দ্বারা যোনি ও জরায়ু ডুস প্রয়োগে ধৌত করলে বিশেষ উপকার পাওয়া যায়, উক্ত রোগে হাইড্রাস্টিসও বাহ্য প্রয়োগের জন্য উৎকৃষ্ট ঔষধ।
Calen দাঁত তোলার ফলে রক্তস্রাব হলে, ক্যালেন্ডুলা মিশ্রিত পানি দ্বারা কুলকুচা করলে রক্তস্রাব বন্ধ হয়।
60 CAMPHORA OFFICINARUM [Camph]
Camph সমস্ত শরীর বরফের মত শীতল অথচ রোগী গায়ে কাপড় রাখতে চায় না, শরীরের ভিতরে জ্বালা।
Camph নাক ঠাণ্ডা ও সরু, মুখমণ্ডল নীলবর্ণ ও শীতল, জিহ্বা শীতল (কলেরা ও জ্বরে এরূপ দেখা যায়)।
Camph তরুণ রোগে অত্যন্ত পিপাসা, কিন্তু পুরাতন রোগে পিপাসা থাকেনা।
Camph ঠাণ্ডা হাওয়া সহ্য হয় না, সর্দি লাগে।

Mind অধ্যায়ের ৪৫১ থেকে ৫০০ পর্যন্ত মূল রুব্রিক:

451 Mind চুম্বন করে, প্রত্যেককে KISSES, everyone (9)
452 Mind চুরি করার বাতিক KLEPTOMANIA (29)
453 Mind হাটুগেড়ে থাকে এবং প্রার্থনা করে KNEELING and praying (6)
454 Mind বিলাপ করে LAMENTING (92)
455 Mind ভাষা শিখতে অক্ষম LANGUAGES, unable to learn (6)
456 Mind কাম লালসা পূর্ণ LASCIVIOUSNESS (0)
457 Mind বিলম্ব, সবসময় LATE, always (4)
458 Mind হাস্যময় LAUGHING (91)
459 Mind অলসতা LAZINESS (262)
460 Mind শিখতে অক্ষমতা, অধ্যয়ন করতে, পড়তে, শিখতে কষ্ট হয় LEARNING, disabilities, studying, reading, learns with difficulty (25)
461 Mind শিখতে পারে, সহজে LEARNS, easily (7)
462 Mind লাম্পট্য LEWDNESS (0)
463 Mind শিষ্টাচার ভঙ্গের প্রবৃত্তি LIBERTINISM (26)
464 Mind মিথ্যা বলার প্রবৃত্তি LIES, inclination to tell (21)
465 Mind আলোতে বিতৃষ্ণা LIGHT, aversion to (4)
466 Mind মামলাবাজ LITIGIOUS (4)
467 Mind হাসিখুশি LIVELY (10)
468 Mind বিতৃষ্ণা সর্ব বিষয়ে LOATHING (47)
469 Mind একাকীত্ব LONELINESS (4)
470 Mind আকাঙ্ক্ষা LONGING (0)
471 Mind তাকিয়ে থাকুক কেউ তার দিকে, তা সহ্য করতে পারে না LOOKED at, cannot bear to be (20)
472 Mind তাকিয়ে দেখে পিছন দিকে, যেন কেউ তাকে অনুসরণ করছে LOOKING, backwards, as if followed (2)
473 Mind বাচালতা LOQUACITY (0)
474 Mind প্রেম সাধারণ, প্রেমে হতাশ হয়ে অসুস্থতা LOVE, general, ailments from disappointed (32)
475 Mind হাস্যকর, বস্তু মনে হয় LUDICROUS, things seem (8)
476 Mind শুয়ে থাকতে চায়, খালি মেঝেতে LYING on bare floor, wants to be (1)
477 Mind পাগলামি MADNESS (0)
478 Mind প্রবল আকর্ষণ শক্তিসম্পন্ন মনের অবস্থা MAGNETIC, state of mind (2)
479 Mind বিদ্বেষপরায়ণ MALICIOUS (93)
480 Mind বাতিক, পাগলামি MANIA (147)
481 Mind পাগলামি যুক্ত বিষণ্ণতা MANIC depression (18)
482 Mind হাতের কাজ সূক্ষ্ম কাজ করার ফলে মানসিক উপসর্গ MANUAL work, fine work, mental symptoms from (5)
483 Mind বিয়ে সম্পর্কিত ধারনা অসহনীয় MARRIAGE, idea of, seemed unendurable (7)
484 Mind পুরুষালী বালিকা MASCULINE, girls (5)
485 Mind গণিতশাস্ত্র সাধারণ MATHEMATICS, general (0)
486 Mind অনধিকারচর্চাশীল MEDDLESOME (7)
487 Mind ঔষধ, বেশি মাত্রায় সেবন করতে চায় MEDICINE, desire to swallow large doses of (1)
488 Mind ধ্যান করা MEDITATION (50)
489 Mind নিজেকে বড় বা ক্ষমতাশালী বলিয়া ভাবার বাতিক MEGALOMANIA (14)
490 Mind মনমরা ভাব MELANCHOLY (58)
491 Mind স্মৃতি মনেকরার বিশৃঙ্খলতা MEMORIES, recalls disagreeable (18)
492 Mind স্মরণ শক্তি সক্রিয় MEMORY, active (85)
493 Mind মনুষ্য ভীতি MEN, dread of (24)
494 Mind ঋতুস্রাবের সময় বৃদ্ধি MENSES, agg. (0)
495 Mind মানসিক রোগ আরোগ্যকারী ঔষধ MENTAL, remedies (32)
496 Mind আত্বনিমজ্জিত হয়, কোন এক পরিবেশে MERGING of self with one’s environment (5)
497 Mind সম্মোহিত যেন MESMERIZED, seems as if (4)
498 Mind আধ্যাত্মিক ধারণা সম্পর্কিত মস্তিষ্ক METAPHYSICAL, concepts, racks brain about (2)
499 Mind কোমল স্বভাব MILD, disposition (83)
500 Mind হাসিখুশি ভাব MIRTH (123)

Children অধ্যায়ের ১৯৭ টি মূল রুব্রিক:

1 Children উদর ABDOMEN (0)
2 Children মানসিক নির্যাতিত হওয়ার পর অসুস্থতা ABUSED, ailments from being (44)
3 Children কটুভাষী শিশু যারা পিতা মাতাকে তিরস্কার করে ABUSIVE, children, who insult parents (9)
4 Children রক্তে এসিটোনের অস্বাভাবিক উপস্থিতি, শিশুর ACETONEMIA, in child (1)
5 Children এক্রোমেগালি ACROMEGALY (3)
6 Children নাকের পশ্চাৎভাগ ও কণ্ঠনালীর মধ্যখানে স্পঞ্জসদৃশ রোগ ADENOIDS, problems with (19)
7 Children ক্রুদ্ধ স্বভাবের শিশু ANGRY, children (11)
8 Children ক্ষুধাহীনতা খাদ্যভীতি ANOREXIA nervosa (16)
9 Children চিন্তিত থাকে শিশু ANXIOUS, children (11)
10 Children শ্বাস রোধ ইনফ্যান্ট শিশুর ASPHYXIA, infants (7)
11 Children হাঁপানি শিশুদের ASTHMA, children (29)
12 Children অটিস্টিক শিশু AUTISTIC, children (5)
13 Children লাজুক স্বভাব BASHFUL, disposition (46)
14 Children গোসল করা অপছন্দ করে BATHING, dislike of (3)
15 Children বিছানায় প্রস্রাব করে BEDWETTING (111)
16 Children জন্ম-চিহ্ন নেভি BIRTHMARKS, nevi (23)
17 Children কামড়ায়, আঙ্গুলের নখ অভ্যাসবশত BITING, fingernails, habit (23)
18 Children বোতল জাত খাবারের ফলে পুইয়ে পাওয়া, উদর ফোলা, কলিজা বড়, আহারের পর শুল বেদনা ও পাকস্থলীর পরিপাক ক্রিয়ার গোলযোগ BOTTLE-fed, marasmus, abdomen swollen, liver large, colic after eating, stomach containing undigeste (1)
19 Children বালক BOYS (0)
20 Children স্তন্যপায়ী শিশুর অসুস্থতা BREAST-feeding, ailments during (50)
21 Children স্তন কাঠিন্য ও স্ফীত ইনফ্যান্ট শিশুর BREASTS, induration and swelling, infants (7)
22 Children শ্বাসক্রিয়া ঘর ঘর কর, ইনফ্যান্ট শিশুর BREATHING, rattling, infants (2)
23 Children শ্বাসনালীর ঝিল্লির প্রদাহ জনিত রোগ, ইনফ্যান্ট শিশুর BRONCHITIS, infants (2)
24 Children অতৃপ্ত ক্ষুধা ও খাদ্য চাহিদা BULIMIA (6)
25 Children খামখেয়ালিপনা শিশু CAPRICIOUS, children (8)
26 Children কোলে উঠার স্বভাব CARRIED (0)
27 Children সর্দি ইনফ্যান্ট শিশুর CATARRH, infants (5)
28 Children কেফালোহেমাটোমা CEPHALAHEMATOMA (7)
29 Children ঘষে চামড়া তপ্ত করে, ইনফ্যান্ট শিশু CHAFING, skin, infants (11)
30 Children শিশুদের সাধারণ ঔষধ CHILDREN, general (110)
31 Children শীতল শিশু CHILL, infants (4)
32 Children নর্তন রোগ, খুব দ্রুত বর্ধনশীল শিশুদের CHOREA, children who have grown too fast (2)
33 Children আঁকড়ে ধরার স্বভাব সম্পন্ন শিশু CLINGING (0)
34 Children শুল বেদনা ইনফ্যান্ট শিশুর COLIC, infants (17)
35 Children অভিযোগ করতে থাকে এমন শিশু COMPLAINING, children (35)
36 Children মনঃসংযোগ কষ্টকর CONCENTRATION, difficult (11)
37 Children আত্মবিশ্বাস, শ্রদ্ধাবোধের অভাব CONFIDENCE, lacking of self esteem (36)
38 Children সামান্য বিষয় সম্বন্ধে অতি সচেতন CONSCIENTIOUS, about trifles (19)
39 Children কোষ্ঠবদ্ধতা শিশুদের CONSTIPATION, children (35)
40 Children খিচুনি শিশুদের CONVULSIONS, children (75)
41 Children কাশি শুষ্ক অথবা শিথিল, ইনফ্যান্ট শিশুদের COUGH, troublesome, dry, or loose, infants (1)
42 Children ভীরুতা শিশুদের COWARDICE, children (31)
43 Children হামাগুড়ি, শিশু কোনায় কোনায় হামাগুড়ি দেয় ও কান্না করে CRAWLS, child crawls into corners, howls, cries (1)
44 Children মানসিক ও শারীরিক প্রতিবন্ধী CRETINISM (21)
45 Children তর্ক করা স্বভাব CROSS, disposition (6)
46 Children নিষ্ঠুরতা, শিশু চলচিত্রে নিষ্ঠুরতা দেখে সহ্য করতে পারেনা CRUELTY, children cannot bear to see cruelty at the movies (5)
47 Children ক্রাস্টা লেক্টা CRUSTA lactea (1)
48 Children কান্না করা, শিশুদের CRYING, children (21)
49 Children অভিশাপ দেয়া ও শপথ করার প্রবণতা CURSING, swearing (12)
50 Children বক্রতা মেরুদণ্ডের CURVATURE of spine (30)
51 Children বাঁকা হওয়া ও অনমিত হওয়া অঙ্গপ্রত্যঙ্গ CURVING and bowing of limbs (7)
52 Children নীলরোগ ইনফ্যান্ট শিশুদের CYANOSIS, infants, in (17)
53 Children কোমল ও রুগ্ন ভাবাপন্ন শিশু DELICATE, puny, sickly (9)
54 Children দন্তোদ্গমন কষ্টকর DENTITION, difficult, teething (71)
55 Children বিষাদগ্রস্ত শিশু DEPRESSED, children (12)
56 Children ধ্বংস করা স্বভাব DESTRUCTIVE, behavior (14)
57 Children বিকাশে বিলম্ব অথবা বাধা প্রাপ্ত DEVELOPMENT, delayed or arrested (27)
58 Children তোয়ালে আবৃত স্থানে ছোট ছোট লাল ফুস্কুড়ি নিতম্ব দেশে DIAPER, rash, buttocks (10)
59 Children উদরাময় শিশুদের DIARRHEA, children (74)
60 Children নোংরা শিশু DIRTY, children (15)
61 Children অসন্তুষ্টি ভাবাপন্ন শিশু DISCONTENTED, children (6)
62 Children নিরুৎসাহ বোধ DISCOURAGED, feelings (3)
63 Children অবাধ্য শিশু DISOBEDIENT, children (7)
64 Children কর্তৃত্ব – কারো কর্তৃত্বের প্রভাবে বা শাসনের ফলে অসুস্থতা DOMINATION, by others, ailments from (8)
65 Children ডাউন সিনড্রোম DOWN’S, syndrome (5)
66 Children সঠিক প্রতিক্রিয়া করার যোগ্যতার অভাব মানসিকভাবে, শিশুদের DULLNESS, mental, children (21)
67 Children খর্বকায় শিশু DWARFISH, children (32)
68 Children পড়তে বা বানান করতে অক্ষমতা DYSLEXIA (0)
69 Children কান লাল EARS, red (2)
70 Children একজিমা ECZEMA (7)
71 Children রসসঞ্চয়শূন্য স্ফীতি EDEMA, newborn, in (6)
72 Children শীর্ণতা EMACIATION (64)
73 Children বিমূঢ়তা, অসুস্থতার পরে EMBARASSMENT, ailments, after (14)
74 Children উদ্ভেদ, মস্তকে মামড়ি উঠে, ইনফ্যান্ট শিশুদের ERUPTIONS, crusts on head, infants (7)
75 Children ইরিসিপেলাস (বিসর্প), ইনফ্যান্ট শিশুদের ERYSIPELAS, infants (9)
76 Children সহজে উত্তেজিত হয়, এমন শিশু EXCITABLE, children (7)
77 Children চোখের লোম সূক্ষ্ম ও কমনীয় EYELASHES, delicate (1)
78 Children মুখমণ্ডল, ইনফ্যান্ট শিশুর মুখমণ্ডল বৃদ্ধ মানুষের মত দেখতে FACE, infants, like and old man (5)
79 Children ব্যর্থতা, সাফল্য লাভে ব্যর্থ FAILURE, to thrive (0)
80 Children পরিষ্কার এবং হৃষ্টপুষ্ট FAIR and plump (1)
81 Children পরে যাওয়ার ভয় FALLING, fear of (2)
82 Children ভীতিজনক শিশু FEARFUL, children (16)
83 Children মেয়েলি বালক FEMININE, boys (8)
84 Children জ্বর ফোস্কা উঠে ঠোটে FEVER, blisters, lips (15)
85 Children আঙ্গুল মুখের ভিতরে দেয় এমন শিশু FINGERS, in the mouth, children put (11)
86 Children থলথলে FLABBY (1)
87 Children মাংসল থলথলে কোমল ইনফ্যান্ট শিশু FLESH, flabby, soft, infants (2)
88 Children মাথার তালুর অস্থিসংযোগ খোলা FONTANELLES, open (13)
89 Children খাদ্য কৃত্রিম খাদ্য খেয়ে অসুস্থতা FOOD, artificial, ailments from (4)
90 Children ভয় পাওয়ার ফলে অসুস্থতা, শিশু অত্যন্ত উত্তেজিত ও নার্ভাস FRIGHT, ailments from, in highly exitable children, nervous (10)
91 Children বালিকা GIRLS (17)
92 Children বিষন্ন ভাবাপন্ন GLOOMY, disposition (15)
93 Children বর্ধনশীল বেদনা GROWING pains (12)
94 Children শারীরিক বৃদ্ধিতে বিশৃঙ্খলা GROWTH, disorders (12)
95 Children চুল কাটার পরে অসুস্থতা HAIR, cutting, ailments after (4)
96 Children মস্তক সোজা করতে পারেনা HEAD, cannot hold up (4)
97 Children হৃৎযন্ত্রণা, ইনফ্যান্ট শিশুর HEART, anguish, infants (1)
98 Children ধরে রাখুক তাকে এমনটি চায় HELD on to, desires to be (11)
99 Children হার্নিয়া কুচকি স্থানে HERNIA, inguinal (8)
100 Children হার্পিস গুহ্যদ্বারে HERPES, anus, about (7)
101 Children হিক্কা শিশুদের HICCOUGHS, children (4)
102 Children লুকিয়ে থাকতে চায় HIDE, desire to (16)
103 Children তেজস্বী শিশু HIGH-spirited, children (10)
104 Children গৃহকাতরতা, অসুস্থতার ফলে HOMESICKNESS, ailments, from (8)
105 Children অণ্ডকোষে জল সঞ্চয় বালকদের HYDROCELE, boys, of (13)
106 Children মস্তিষ্কে জল সঞ্চয় HYDROCEPHALUS (54)
107 Children অতি মাত্রায় সক্রিয় শিশু HYPERACTIVE, children (17)
108 Children জন্ডিস, নবজাতক শিশুদের ICTERUS, newborn (5)
109 Children নির্বুদ্ধিতা IDIOCY (49)
110 Children সহজে প্রভাবিত হয় IMPRESSIONABLE (9)
111 Children কাজের সংগতিহীনতা INCOORDINATION (24)
112 Children স্বাধীনচেতা শিশু INDEPENDENT, children (7)
113 Children ইনফ্যান্ট শিশু সাধারণ INFANTS, general (0)
114 Children উদ্ধত স্বভাবের শিশু INSOLENT, children (2)
115 Children অনিদ্রা INSOMNIA (20)
116 Children মেধাবী INTELLECTUAL (31)
117 Children শিশুর অন্ত্রের মধ্যে অন্ত্রাংশ প্রবেশ হয়ে জটিলতা INTUSSUSCEPTION, intestines (25)
118 Children উত্তেজিত স্বভাবের শিশু IRRITABLE, children (38)
119 Children জন্ডিস ইনফ্যান্ট শিশুদের JAUNDICE, newborn infants, in (18)
120 Children কারো সহিত হিংসা করার ফলে অসুস্থতা JEALOUSY, ailments from (11)
121 Children লাফালাফি করে, চেয়ার টেবিল ও স্টোভের উপর থেকে JUMPING, chairs, on, tables and stove (1)
122 Children লাথি মারে শিশু KICKING, child (11)
123 Children হাঁটুতে ঠুকাঠুকি লাগে KNEES, knocked, together (12)
124 Children শিখতে অক্ষম LEARNING, disabilities (22)
125 Children উকুন LICE (12)
126 Children ঠোট খোটে LIPS, picking, of (21)
127 Children প্রাণবন্ত LIVELY (11)
128 Children কলিজা বর্ধিত LIVER, enlarged, in (3)
129 Children অপুষ্টি শিশুদের MALNUTRITION (0)
130 Children পুইয়ে পাওয়া MARASMUS (38)
131 Children পুরুষতুল্য বালিকা, স্বভাবে MASCULINE, girls, habits of (5)
132 Children হস্তমৈথুন শিশুদের MASTURBATION, children, in (11)
133 Children কালো আঠালো মল তার সহিত যেকোনো খাবার খেলে বমি করে জেদ দেখায় ও কোষ্ঠবদ্ধতা MECONIUM, retention, with vomiting of all food, obstinate constipation (1)
134 Children গোঙরায় শিশু MOANING, children (8)
135 Children মুখের তালু কুঞ্চিত হয় যখন দুগ্ধপায়ী শিশু কান্না করে MOUTH, palate wrinkled, infant cries when nursing (1)
136 Children পেশিকোষ দুর্বল, ইনফ্যান্ট শিশুর MUSCULAR weakness, infants (14)
137 Children বিদ্রোহী শৈশবে MUTINISM, childhood, of (2)
138 Children নাভি স্থান হতে রক্ত আর্দ্রতা ও রসানি ঝরে NAVEL, blood and moisture oozing from (2)
139 Children দুঃস্বপ্ন দেখে শিশু NIGHTMARES, in children (9)
140 Children নাকে সর্দি, ইনফ্যান্ট শিশুর NOSE, coryza, infants (2)
141 Children রক্তক্ষরণ নাসিকা হতে NOSEBLEEDS, in (12)
142 Children স্তন দুগ্ধপায়ী শিশুদের অসুস্থতা NURSING, children, ailments in (0)
143 Children মেদ প্রবণ OBESITY, in (10)
144 Children একরোখা অপ্রতিরোধ্য শিশু OBSTINATE, children (26)
145 Children বৃদ্ধের ন্যায় দেখতে OLD looking (4)
146 Children অস্থির গঠন বা বৃদ্ধি অসম্পূর্ণ OSTEOGENSIS, imperfecta, bones (4)
147 Children পক্ষাঘাত ইনফ্যান্ট শিশুর PARALYSIS, infants, of (18)
148 Children বিকৃত বুদ্ধি সম্পন্ন শিশু PEEVISH, children (7)
149 Children খেলাধুলা PLAY (0)
150 Children ক্রিয়ামোদী PLAYFUL (13)
151 Children নিউমোনিয়া, ইনফ্যান্ট শিশুদের PNEUMONIA, infants (13)
152 Children অকালপক্ক মানসিকভাবে PRECOCITY, mental (9)
153 Children গড়িমসি করে PROCRASTINATES (3)
154 Children বয়ঃসন্ধি কালের অসুস্থতা PUBERTY, ailments in (40)
155 Children সাজা পাওয়ার পরে অসুস্থতা PUNISHMENT, ailments after (9)
156 Children শান্তভাবে শিশু থাকতে পারেনা QUIETED, child cannot be (9)
157 Children পরিত্যক্ততা বোধ REJECTED, feelings (6)
158 Children ধর্ম বিষয়ক পীড়া শিশুদের RELIGIOUS, affections in children (6)
159 Children দায়িত্ব নিতে অনীহা RESPONSIBILITY, aversion to (3)
160 Children অস্থির স্বভাবের শিশু RESTLESS, children (28)
161 Children বাধাপ্রাপ্ত মানসিকভাবে RETARDED, mentally (29)
162 Children বাতজ জ্বর RHEUMATIC, fever (4)
163 Children ভিটামিন ডি এর অভাবে শিশু অস্থির অপুষ্টি জনিত রোগ বিশেষ RICKETS, rachitis (49)
164 Children অভদ্র শিশু RUDE, children (12)
165 Children উচ্চ চিৎকার করে শিশু SCREAMING, children (37)
166 Children গণ্ডমালা রোগ SCROFULOUS (19)
167 Children সেবাসিয়াস সিস্ট SEBACEOUS cysts (12)
168 Children সেবোরিয়া চর্মরোগ মাথায় SEBORRHEA, head (27)
169 Children স্নায়ুবিক স্পর্শকাতর শিশু SENSITIVE, children (37)
170 Children যৌন অপব্যবহার SEXUAL abuse (0)
171 Children লজ্জাহীন স্বভাবের শিশু SHAMELESS, behavior, in children (4)
172 Children নিদ্রা ইনফ্যান্ট শিশুদের SLEEP, infants (0)
173 Children অনিদ্রা SLEEPLESS (0)
174 Children ধীর স্থিরতার মানসিকতা SLOWNESS, mental (25)
175 Children খিটখিটে ও কামড় দিতে চায় SNAPPISH, children (6)
176 Children নাক ডাকে এমন শিশু SNORING, children, in (3)
177 Children স্পর্শকাতর বেদনা, ইনফ্যান্ট শিশুর SORENESS, infants (2)
178 Children টক গন্ধ আসে, ইনফ্যান্ট শিশু হতে SOUR, smelling, infants (5)
179 Children মেরুদণ্ডীয় বিফিডা SPINAL bifida (25)
180 Children চমকে উঠে সহজে, ইনফ্যান্ট শিশু STARTLED, easily, infants (3)
181 Children অচেনা লোকের উপস্থিতিতে শিশুর রোগ লক্ষণ বৃদ্ধি STRANGERS, presence of, agg. (17)
182 Children অন্যকে আঘাত করার স্বভাব সম্পন্ন শিশু STRIKING, hitting, behavior (7)
183 Children গিলেফেলে সব কিছু SWALLOWS, everything (3)
184 Children সরু পাতলা রুগ্ন শিশু THIN, sickly, children (10)
185 Children গলায় আটকে যায় তরল খাদ্য শুধুমাত্র শক্ত খাবার গিলতে পারে THROAT, dysphagia of fluids, can swallow only solids (1)
186 Children ঠোট মুখ জিহ্বা গলা ইত্যাদি স্থানে ক্ষতকর প্রদাহ THRUSH (15)
187 Children ভীতু স্বভাবের স্কুলগামী শিশু TIMID, school children, in (7)
188 Children স্পর্শে বৃদ্ধি TOUCH, agg. (3)
189 Children দাঁতি লাগা ইনফ্যান্ট শিশুর TRISMUS, infants (11)
190 Children মূত্রত্যাগ URINATION (0)
191 Children মূত্র অবরোধ URINE, retention, in (14)
192 Children টিকা দেয়ার পরে অসুস্থতা VACCINATIONS, ailments, from (0)
193 Children রক্ত বমি ইনফ্যান্ট শিশুর VOMITING, infants, blood, of (5)
194 Children হাটা WALK (0)
195 Children ধৌত করা অপছন্দ করে এমন শিশু WASHING, dislike of (3)
196 Children দুর্বল শিশু WEAK, children (19)
197 Children কৃমি শিশুদের WORMS, children, in (19)

Hearing – NOISES in ears এর ১৫৮ টি সাব রুব্রিক:

1 Hearing শব্দ NOISES (211)
2 Hearing শব্দ, বিকেলে NOISES, afternoon (19)
3 Hearing শব্দ, খোলা বাতাসে NOISES, air, in open (4)
4 Hearing শব্দ, দুশ্চিন্তায় বৃদ্ধি NOISES, anxiety, agg. (1)
5 Hearing শব্দ, দূরে কোথাও সানাই বাজছে NOISES, bagpipe, as from distant (1)
6 Hearing শব্দ, বাদুরের শব্দ যেন NOISES, bat, sounds as from (1)
7 Hearing শব্দ, দরজায় কেউ যেন আঘাত করছে NOISES, beating, someone beating a door (1)
8 Hearing শব্দ, দূরে কোন দরজায় আঘাত করার শব্দ, শোয়া বসা থেকে উঠলে উপশম NOISES, beating, someone beating a door distant, amel. on rising (1)
9 Hearing শব্দ, বিছানায় থাকা কালে মোটর গাড়ী যাওয়ার শব্দ NOISES, bed, driving out of (1)
10 Hearing শব্দ, ঘড়ির ঘণ্টার শব্দ NOISES, bell, of a clock (1)
11 Hearing শব্দ, ঘণ্টা বাঁজার শব্দ NOISES, bells, ringing (14)
12 Hearing শব্দ, ফুঁ লাগা NOISES, blowing (4)
13 Hearing শব্দ, নাক ঝাড়ার সময় NOISES, blowing, nose, when (11)
14 Hearing শব্দ, পানি ফুটছে এমন NOISES, boiling, water, like (2)
15 Hearing শব্দ, তেল ফুটছে এমন NOISES, boiling, water, like oil, like (1)
16 Hearing শব্দ, কানে আঙ্গুল বা কিছু দিয়ে বোরিং করলে উপশম NOISES, boring, into ear amel. (4)
17 Hearing শব্দ, নাস্তা করার সময় NOISES, breakfast, during (3)
18 Hearing শব্দ, শ্বাসক্রিয়া অবস্থায় NOISES, breathing, when (3)
19 Hearing শব্দ, বুদবুদ উঠার NOISES, bubbling (14)
20 Hearing শব্দ, বুদবুদ ফেটে যাওয়ার NOISES, bursting of a bubble (2)
21 Hearing শব্দ, ভন ভন শব্দ NOISES, buzzing (113)
22 Hearing শব্দ, গোলা ছোড়ার মত NOISES, cannonading (4)
23 Hearing শব্দ, বিড়ালে থুতু দেয়ার মত NOISES, cat, like a spitting (4)
24 Hearing শব্দ, চিবানোর সময় NOISES, chewing, when (17)
25 Hearing শব্দ, শীত লাগার সময় NOISES, chill, during (7)
26 Hearing শব্দ, পাখির কোলাহলের মত NOISES, chirping (24)
27 Hearing শব্দ, নানা রকম শব্দ NOISES, clashing (3)
28 Hearing শব্দ, চোখ বন্ধ করলে NOISES, closing, eyes (1)
29 Hearing শব্দ, মুরগী ডাকার ন্যায় শব্দ NOISES, clucking (11)
30 Hearing শব্দ, ঠাণ্ডা পান করার পরে NOISES, cold, drinks after (1)
31 Hearing শব্দ, খিঁচুনির পড়ে NOISES, convulsions, after (2)
32 Hearing শব্দ, কাশি দিলে NOISES, coughing, on (2)
33 Hearing শব্দ, হাত দিয়ে চোখ ঢেকে দিলে উপশম NOISES, covering, eyes with hands amel. (1)
34 Hearing শব্দ, কটকটকর NOISES, cracking (43)
35 Hearing শব্দ, চড়চড় শব্দের অনুভূতি NOISES, crackling (35)
36 Hearing শব্দ, কাঁচের প্যান ভেঙ্গে যাওয়ার শব্দ শুনে নিদ্রা হতে জেগে উঠে NOISES, crash, a, as from breaking a pane of glass, on falling asleep (1)
37 Hearing শব্দ, ভেঙ্গে পড়ার শব্দ NOISES, crashing (6)
38 Hearing শব্দ, কড়কড় ক্যাঁচ ক্যাঁচ শব্দ NOISES, creaking (6)
39 Hearing শব্দ, ব্যাঙ ডাকার মত শব্দ বসে থাকা অবস্থায় NOISES, croaking, like frogs, while sitting (1)
40 Hearing শব্দ, করতালি ও ড্রাম বাঁজার শব্দ NOISES, cymbals, and drums (2)
41 Hearing শব্দ, দিবাভাগে NOISES, daytime (2)
42 Hearing শব্দ, নৃত্যকরে NOISES, dancing (1)
43 Hearing শব্দ, অস্পষ্ট শব্দ যখন জোরে হাটে NOISES, din, when stepping hard (1)
44 Hearing শব্দ, দ্বৈত শব্দ শোনে যখন শিস দেয় অথবা দুই জনের মাঝে তৃতীয় কেহ শিস দেয় NOISES, double, the sound is, when whistling, or when two persons whistle thirds (1)
45 Hearing শব্দ, ঢাক বাজানোর শব্দ NOISES, drumming (9)
46 Hearing শব্দ, যে কান দিয়ে শোণে সে কান যেন তার নিজের না NOISES, ears, as if he heard with, not his own (2)
47 Hearing শব্দ, খাবার খাওয়ার সময় NOISES, eating, while (7)
48 Hearing শব্দ, মৃগীরোগের পরে NOISES, epilepsy, after (1)
49 Hearing শব্দ, সন্ধ্যায় NOISES, evening (45)
50 Hearing শব্দ, উত্তেজিত অবস্থায় NOISES, excited, when (1)
51 Hearing শব্দ, বিস্ফোরণের মত NOISES, explosion, like an (5)
52 Hearing শব্দ, নিদ্রা আসছে এমন সময় NOISES, falling, asleep, when (2)
53 Hearing শব্দ, অনেক দূরে শব্দসমূহ মনেহয় NOISES, far, sounds seem, off (2)
54 Hearing শব্দ, জ্বরের সময় NOISES, fever, during (2)
55 Hearing শব্দ, হাটার সময় প্রতি পদক্ষেপে যেন একটি নখ ভেঙ্গে যাচ্ছে এমন শব্দ NOISES, finger, noise as of the breaking of a, nail at every step in walking (1)
56 Hearing শব্দ, ঝাপটানো NOISES, flapping (1)
57 Hearing শব্দ, পূর্বাহ্ণে NOISES, forenoon (7)
58 Hearing শব্দ, ঘণ্টার গণগণে শব্দের মত শয়ন করার সময় NOISES, gong, like, while lying (1)
59 Hearing শব্দ, বন্দুকের শব্দ NOISES, guns, sound of (4)
60 Hearing শব্দ, গড়গড় শব্দ যেন বাতাসের বুদবুদ NOISES, gurgling, in ears as of air bubbles (1)
61 Hearing শব্দ, হাতুড়ি মারার মত শব্দ NOISES, hammering, sounds of (1)
62 Hearing শব্দ, মাথা ব্যথা অবস্থায় NOISES, headache, during (10)
63 Hearing শব্দ, হৃৎপিণ্ড হতে যেন শব্দ আসছে নিদ্রায় উপশম NOISES, heart, as if coming from the, sleep amel. (1)
64 Hearing শব্দ, নরক ধ্বনি ক্রমাগতভাবে কানে হচ্ছে NOISES, hell, has the sounds of, constantly in ears (1)
65 Hearing শব্দ, হিসহিস ধ্বনি NOISES, hissing (34)
66 Hearing শব্দ, শিঙায় ফুঁ দেয়ার মত NOISES, horn, of blowing a (1)
67 Hearing শব্দ, গর্জন NOISES, howling (1)
68 Hearing শব্দ, গুণ গুণ শব্দ NOISES, humming (104)
69 Hearing শব্দ, শ্বাসগ্রহণ করার সময় NOISES, inspiration, during (2)
70 Hearing শব্দ, দূরে কোথাও হঠাৎ করে ভূমিধ্বস হয়েছে এমন শব্দ NOISES, landslide, sudden sounds as of a far-off (1)
71 Hearing শব্দ, বাম কানে NOISES, left (21)
72 Hearing শব্দ, শিথিল-ঢিলা যেন NOISES, loose, as if (2)
73 Hearing শব্দ, যত উচ্চ শব্দ তত বধিরতা NOISES, loud sounds, followed by deafness (1)
74 Hearing শব্দ, শয়ন করার সময় NOISES, lying, while (16)
75 Hearing শব্দ, যন্ত্রপাতির শব্দ NOISES, machinery, sound of (1)
76 Hearing শব্দ, ঋতুস্রাবের সময় NOISES, menses, during (8)
77 Hearing শব্দ, মানসিক পরিশ্রমে NOISES, mental, exertion (3)
78 Hearing শব্দ, ইঁদুরের শব্দ NOISES, mice, sound of (1)
79 Hearing শব্দ, মধ্যরাতে NOISES, midnight (2)
80 Hearing শব্দ, মিল কারখানার শব্দ NOISES, mill, sound of (6)
81 Hearing শব্দ, সকালে NOISES, morning (34)
82 Hearing শব্দ, নড়াচড়া করলে NOISES, motion, during (5)
83 Hearing শব্দ, মাথা নাড়ালে NOISES, moving, head (3)
84 Hearing শব্দ, চোয়াল নাড়ালে NOISES, moving, head jaw (4)
85 Hearing শব্দ, বিড়বিড় কর NOISES, murmuring (1)
86 Hearing শব্দ, সুরেলা ধ্বনিতে উপশম NOISES, music, amel. (2)
87 Hearing শব্দ, মনেহয় সে সুরেলা ধ্বনি শুনছে NOISES, music, he seems to hear (17)
88 Hearing শব্দ, দূরে কোথাও একটি বোর্ডে নখ দিয়ে ঘষা দিচ্ছে এমন শব্দ NOISES, nails, driven into a board at a distance, sound of (1)
89 Hearing শব্দ, রাতে NOISES, night (29)
90 Hearing শব্দ, শব্দে বৃদ্ধি NOISES, noise, agg. (6)
91 Hearing শব্দ, মধ্যাহ্নে NOISES, noon (3)
92 Hearing শব্দ, বেদনা শব্দের সহিত বেদনা NOISES, pain, with every attack of (2)
93 Hearing শব্দ, বুক ধড়ফড় করার সহিত NOISES, palpitations, with (1)
94 Hearing শব্দ, ঘামের সহিত NOISES, perspiration, with (2)
95 Hearing শব্দ, বংশী ধ্বনি, আরও খারাপ বাম পার্শ্বের কানে NOISES, piping, worse in left (1)
96 Hearing শব্দ, বৃষ্টির শব্দ NOISES, rain, sound of (3)
97 Hearing শব্দ, ঘর্ঘর শব্দকর NOISES, rattling (3)
98 Hearing শব্দ, ডান কানে NOISES, right (30)
99 Hearing শব্দ, ঘণ্টার শব্দ NOISES, ringing (183)
100 Hearing শব্দ, উঠলে (বসা বা বিছানা হতে) NOISES, rising, on (3)
101 Hearing শব্দ, গর্জনশীল NOISES, roaring (170)
102 Hearing শব্দ, ঘূর্ণায়মান শব্দ NOISES, rolling, sound (2)
103 Hearing শব্দ, ঘর্ষণে উপশম NOISES, rubbing, amel. (1)
104 Hearing শব্দ, গুড়গুড়-গজরানি NOISES, rumbling (8)
105 Hearing শব্দ, গতিময় কিছুর NOISES, rushing (69)
106 Hearing শব্দ, খচমচে NOISES, rustling (13)
107 Hearing শব্দ, খচমচে পাখির মত NOISES, rustling bird, like a (1)
108 Hearing শব্দ, সহবাসের পরে NOISES, sex, after (2)
109 Hearing শব্দ, পাখি চুলকাচ্ছে এমন NOISES, scratching like a bird (1)
110 Hearing শব্দ, তীক্ষ্ণ, নাক ঝাড়লে NOISES, shrieking, on blowing nose (2)
111 Hearing শব্দ, তীক্ষ্ণ, ঘণ্টার শব্দ এলোমেলো বাজছে NOISES, shrill sound, bell ringing out of tune, singing like a (1)
112 Hearing শব্দ, পানি ফুটতে শুরু করার মত, টেবিলে মাথা দিয়ে বিশ্রাম নিলে উপশম NOISES, simmering, better resting head on table (1)
113 Hearing শব্দ, সঙ্গীতের মত NOISES, singing (73)
114 Hearing শব্দ, বসা অবস্থায় NOISES, sitting, while (10)
115 Hearing শব্দ, চাপড়ানো, ঘন আঠালো বস্তু থেকে কিছু খুলে নিলে যেরূপ শব্দ হয় NOISES, smacking, as if opened and closed while it contained a thick paste (1)
116 Hearing শব্দ, হঠাৎ কট করে কামড়ান NOISES, snapping (10)
117 Hearing শব্দ, হাঁচি দিলে NOISES, sneezing, on (4)
118 Hearing শব্দ, চেপে চেপ্টা করার মত শব্দ, ঢোক গেলার সময় NOISES, squashing, on swallowing (1)
119 Hearing শব্দ, চিচি শব্দ NOISES, squeaking (1)
120 Hearing শব্দ, দাঁড়িয়ে থাকলে উপশম NOISES, standing, amel. (1)
121 Hearing শব্দ, বাষ্প, দ্রুত বাষ্প নির্গত হওয়ার মত NOISES, steam, escaping, like (5)
122 Hearing শব্দ, মলত্যাগ করার সময় NOISES, stool, during (1)
123 Hearing শব্দ, অবনত হলে NOISES, stooping, when (3)
124 Hearing শব্দ, ঘড়ির টিকটিক শব্দের মত NOISES, striking, sensation as of, of a clock (1)
125 Hearing শব্দ, স্তম্ভিতকর NOISES, stupefying (1)
126 Hearing শব্দ, হু হু করে বাড়ছে এমন NOISES, surging (0)
127 Hearing শব্দ, ঢোক গেলার সময় NOISES, swallowing, when (24)
128 Hearing শব্দ, পানি পড়ার মত অনুভূতি NOISES, swashing (3)
129 Hearing শব্দের সহিত সমলয়ের নাড়ি স্পন্দন NOISES, synchronous with pulse (17)
130 Hearing শব্দ, কথা বলা অবস্থায় NOISES, talking, while (4)
131 Hearing শব্দ, দন্তোদ্গম হত্তয়ার সময় NOISES, teething, while (6)
132 Hearing শব্দ, বজ্রপাতের মত NOISES, thundering (12)
133 Hearing শব্দ, টিক-ট্যাঁক শব্দ NOISES, tick-tack, sound (2)
134 Hearing শব্দ, কাগজে টিক দেয়ার মত শব্দ NOISES, ticking, sound (6)
135 Hearing শব্দ, একটানা শিঙা বাজানোর মত NOISES, trumpets, din like (1)
136 Hearing শব্দ, মাথা ঘোরালে NOISES, turning, head (2)
137 Hearing শব্দ, টুংটাং শব্দ, বিনা বাজানোর মত NOISES, twanging, a harp string (2)
138 Hearing শব্দ, কিচিরমিচির ধ্বনি NOISES, twittering (1)
139 Hearing শব্দ, ভালভ খোলা ও বন্ধকরা যেন NOISES, valve, opening and shutting, as if (2)
140 Hearing শব্দ, শিরোঘূর্ণনের সহিত কানে শব্দ NOISES, vertigo, with noises in ear (71)
141 Hearing শব্দ, কারো কণ্ঠ শুনে NOISES, voices, hears (2)
142 Hearing শব্দ, জাগ্রত হলে NOISES, waking, on (10)
143 Hearing শব্দ, হাঁটার সময় NOISES, walking, while (12)
144 Hearing শব্দ, পাখির কূজনের মত NOISES, warbling, of birds (2)
145 Hearing শব্দ, উষ্ণ ঘরে বৃদ্ধি NOISES, warm, room agg. (4)
146 Hearing শব্দ, ঘড়ির কাটা ঘুরার মত NOISES, watch, as of, when winding (1)
147 Hearing শব্দ, পানি যেন কানে রয়েছে NOISES, water, as if, in ear (2)
148 Hearing শব্দ, ঢেউখেলানোর মত NOISES, waves, like (1)
149 Hearing শব্দ, দ্রত ঘোরার শব্দ NOISES, whirring (5)
150 Hearing শব্দ, ফিসফিসে NOISES, whispering (4)
151 Hearing শব্দ, শিস দেয়ার মত NOISES, whistling (29)
152 Hearing শব্দ, শোঁ শোঁ শব্দ NOISES, whizzing (45)
153 Hearing শব্দ, রাতে NOISES, night (1)
154 Hearing শব্দ, বায়ু প্রবাহের শব্দ NOISES, wind, sound of (17)
155 Hearing শব্দ, ঝড়োহাওয়া প্রবাহের শব্দ NOISES, wind, sound of storm (3)
156 Hearing শব্দ, বায়ুকলের মত বাম কানে NOISES, windmill, like, left (1)
157 Hearing শব্দ, লেখালেখি করার সময় NOISES, writing, while (2)
158 Hearing শব্দ, হাইতোলার সময় NOISES, yawning, when (5)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *