কার্সিনোসিন CARCINOSIN BURNETT [Carc]

Carc বহু দিনের মানষিক ও শারীরিক নির্যাতনের ইতিহাস থাকলে রোগীকে সুনির্বাচিত ঔষধ দিয়ে ব্যার্থ হলে কার্সিনোসিন দিতে হয়।
Carc শরীরের কোন স্থানে ক্যান্সার হলে বা বংশে কারো ক্যান্সার হওয়ার ইতিহাস আছে এমন রোগীকে সুনির্বাচিত ঔষধ দিয়ে ব্যার্থ হলে কার্সিনোসিন দিতে হয়।
Carc শরীরের যেকোনো গ্ল্যান্ড বড় হলে।
Carc নাভির নিকট অত্যন্ত খালি খালি অনুভূতি।

বিভিন্ন স্থানের ক্যানসারগ্রস্ত টিস্যু হতে নমুনা সংগ্রহ করে শক্তীকৃত করে এই ওষুধ প্রস্তুত হয়।

বর্তমান সমস্যাসঙ্কুল পৃথিবীতে যেখানে প্রতি পদক্ষেপে মানসিক টেনশনে সকলেই ভুগছে- সমস্যা জটিল হতে জটিলতর হচ্ছে, যেখানে শৈশব থেকেই চাপা পড়া চিকিৎসায় চিকিৎসিত হয়ে বিভিন্ন মায়াজমের জটিল সংমিশ্রণ হচ্ছে সেখানে এই ওষুধের উপযোগিতা প্রতিরোগীতেই দেখা যায় বলেই মনে হয়।

Dr. W. L. Templeton, Dr. D. M. Foubister, De. J. Hui, Bon Hoa, Dr. Solvey Mecislo- প্রমুখ বিশ্ববিশ্রুত চিকিৎসকগণের দ্বারা রোগীক্ষেত্রে প্রমাণিত (Clinically Verified) লক্ষণগুলো একত্র করে চিকিৎসক সমাজের কাছে তুলে ধরা হল।

লক্ষণাবলী- (A) পরিবারের ক্যানসার, ডায়াবেটিস ও ক্ষয়রোগের পূর্ব ইতিহাস, (B) ক্যানসার বলে সন্দেহ হলে প্রয়োগ না করাই ভাল (C) সাদা দুধে নীল রঙ মেশালে যে রঙটা হয় সেইরকম মুখের, গায়ের চামড়ার রঙ (Cofe-av-lait), (D) দেহে বহু তিল, জড়ল প্রভৃতি চিহ্ন থাকে, (E) শিশুরা প্রায়ই হাটু-কনুই একত্র করে উপুড় হয়ে পেটে চাপ দিয়ে শোয়, (F) অত্যন্ত অস্থিরতা, (G) লবণ, দুধ, ডিম, চর্বিজাতীয় খাদ্য, ফল এক সময় খুবই খেতে চায় অন্য সময় আবার একান্ত অনীহা, (H) অনিদ্রা রোগে ভোগে, ঘুম আসতে চায় না, একটু পরে পরেই ঘুম ভেঙ্গে যায়, ভোর 4 টায় ঘুম ভেঙ্গে কিছুতেই আর ঘুমাতে পারে না,  (I) মানসিক অশান্তি ঐ সাথে যদি ভয় পাওয়া বা অশান্তির পূর্ব ইতিহাস থাকে, (J) সমুদ্রতীরে রোগ বৃদ্ধি বা উপশম দুইই থাকে। Dr. Sankaran নিম্নোক্ত তিনটি কারণ একসাথে থাকলেই কার্সিনোসিন ব্যবহার করেছেন—সেই তিনটি লক্ষণ হল— (A) রক্তের সম্পর্ক যুক্ত বংশে কারও ক্যানসার হওয়ার ইতিহাস, (B) ছোটবেলায় পর পর 4/5 বার সংক্রামক রোগ হওয়ার ইতিহাস, (C) দেহে অনেক জড়ুল চিহ্ন থাকলে। Dr. le Hunte Coope বলেন- যখনই সন্দেহ হবে, ওষুধ কি দেব ঠিক করা যায় না তখনই কার্সিনোসিন প্রয়োগ কর।

Dr. Sankaran এবং Dr. Matani বলেন—বংশে ক্যানসার ইতিহাস থাকলে কার্সিনোসিন প্রয়োগ করলে রোগ সেরে যায় বা অন্য নির্বাচিত ওষুধকে ক্রিয়াশীল করে তোলে।

[Ref—Cooper L. Hunte→Hom. Recorder 1930. PP-299. Foubister D. M. →Carcinsin Drug Picture. Hui Bon Hoa J. →Brit. Hom. J. 1953. PP–199. Templeton. W. L.→ Brit. Hom. J. 1954, PP-108.

শক্তি — দেহের ক্রিয়াগত বিশৃঙ্খলা লক্ষণে 1 M, 10 M বা আরোও উচ্চতম শক্তি এবং যান্ত্রিক ক্ষয়ক্ষতি যুক্ত লক্ষণে 200 শক্তি ব্যবহার করা যেতে পারে।

এটি দাবী করা হয়ে থাকে যে, যে সকল ক্ষেত্রে ক্যান্সারের ইতিহাস থাকে এবং ক্যান্সার রোগের লক্ষণাবলী বর্তমান থাকে, সেই সব ক্ষেত্রে কার্সিনোসিন খুব ভালো ভাবে কাজ করে থাকে। (জে. এইচ ক্লার্ক এম. ডি.)।

স্তন্য গ্রন্থির ক্যান্সার তৎসহ মারাত্মক বেদনা ও গ্রন্থির কঠিণতা; জরায়ুর ক্যান্সার, দূর্গন্ধ যুক্ত স্রাব, রক্তস্রাব এবং যন্ত্রণা অনেকটা কমিয়ে থাকে।

অজীর্ণ, পাকস্থলী ও অন্ত্রে বায়ু সঞ্চয়; বাতরোগ – ক্যান্সার রোগাক্রান্তের ন্যায় শারীরিক বিকৃতি।

সম্বন্ধ – তুলনীয়— বিউফো; কোনিয়াম; ফাইটোলক্কা ; এস্টারিয়াস।

শক্তি – ৩০ থেকে ২০০ শক্তি, রাত্রে একমাত্রা অথবা এর থেকেও দীর্ঘসময় পরে।

Carc : Carcinosin Burnett
Strong, passionate, intense, sensitive, sympathetic, timid, fastidious.Desire for travel and excitement. Desires dancing and music.Loves the excitement of thunderstorms.

Suppression and abuse during childhood. > at sea.

Moles, naevi, blue sclera.

Sleeps in knee-chest position.


SOURCE:

Nosode from carcinoma


A/F:

-Fright, acute or long standing unhappiness or grief

-Anticipation

-Strict parents with lot of discipline

-Too much of expectations from children

-Suppression

-Reprimands


MODALITIES:

< Sea

< Afternoon

< 1 to 6 p.m.

< 5 to 6 p.m.

< Consolation

> Sea

> Evening

> Short naps

> Knee elbow position


MIND:

-History of suppression and abuse in childhood.

-Strong, deep bonds with the family.

-Passionate and longing patients who over extend themselves on many levels.

-Very sensitive and romantic.

-Fastidious, perfectionist.

-Sympathetic, sensitive, romantic persons.

-Affectionate.

-Desire for travel.

-Desires dancing and music.

-Loves animals, bright colors.

-The patient loves the excitement of thunderstorms.

-Timidity.

-Obstinacy.

-Fears of-health

-cancer

-exams

-crowds

-Difficult concentration, dullness, extremely forgetful.

-Mental retardation.

-Aversion to reprimands or contradiction.

-Anxiety and anticipatory worries.

-Strong sense of duty.

-Too much responsibility at a young age.

-Child has to be better in life. ‘Always come first’. A lot of parental domination.

-Restless children, with destructive outbursts.

-Artistic people.

-They dislike, and are intolerant of consolation.


GUIDING INDICATIONS:

-It is claimed that Carcinosin acts favourably and modifies all cases in which either a history of carcinoma can be elicited or symptoms of the disease itself exist.

-Adapted to person with a fair complexion, blue sclera, ‘cafe au lait’ complexion or numerous moles.

-Past history of Tuberculosis, Pneumonia or Whooping cough in 1st decade of life or infancy.

-Family history of Tuberculosis, Cancer, suicidal tendency, mentally retarded sibling. ” Never well since mononucleosis”, or pertussis.

-Chilly patient, warm blooded and < from heat.

-Marked alternation of symptoms.

-Tendency to induration of glands which are hard, painful.

-Discharge-thin, watery, acrid and profuse.

-Carcinosin is worse or better at the seaside, and often is worse at the east coast, and better on the south coast or vice-versa.

-Illness develops at the time of puberty.

-Periodicity of symptoms.

-Head-Headache after injuries of the head.

-Respiratory system-Tendency to chronic cough and cold, whooping cough, upper respiratory tract infection.

-< singing, talking, exposure to cold, yawning, undressing.

-Deep seated cough arising from stomach.

-G.I.T.-Vomiting from anticipation.

-Vomiting alternating with diarrhoea.

-Seasickness, Travelling sickness.

-Desire or an aversion to one or more of the following – salt, milk, eggs, fat, meat, fruit.

-Desires cold drinks, alcoholic drink, butter, chocolates, sweets, spicy food, onions, garlic, ham fat.

-Male genitalia-Masturbation in children.

-Female genitalia-Breast cancer- nodular, painful, hard, indurated swelling.

-Discharge-watery, thin, bloody, very offensive.

-Sleep-Sleeps in knee-elbow position or one hand on the head.

-Marked loss of sleep or sleeplessness insomnia in children.

-Sleeplessness in children from birth.


KEYNOTES:

1. < or > at the sea side.

2. Lies in knee-chest position which >.

3. Insomnia in children.

4. Patient loves the excitement of thunderstorm.


NUCLEUS OF REMEDY:

-Carcinosin acts favourably and modifies all cases, in which, either history of carcinoma can be elicited, or symptoms of the disease itself exist.

-Family history of cancer, diabetes, tuberculosis.

-Personal history of excessive parental control, prolonged fear or unhappiness.


CONFIRMATORY SYMPTOMS:

1. Person with fair complexion, blue sclera, ‘cafe au lait’ complexion, with numerous moles.

2. Fastidiousness and perfectionist.

3. Seaside < or >.

4. Lies knee elbow position which >.


CLINICAL:

-Abscess, Acne, Allergy, Asthma, Bronchitis, Chronic fatigue syndrome, Colitis, Constipation, Delayed milestones, Diabetes, Dysmenorrhoea, Immune deficiency, Insomnia, Moles, Naevi, Ovarian cysts, Premenstrual syndrome, Rectal prolapse, Sinusitis, Tics.


REMEDY RELATIONSHIPS:

Compare : Scirr.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *