ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১১ | Daily Study of Homeopathy

পাঠ -১১

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১১. সদৃশ নীতি
এফোরিজম ২২, ২৩: রোগের বিপরীত লক্ষণবিশিষ্ট ঔষধ (অ্যান্টিপ্যাথিক-রোগলক্ষণের সাথে যে ঔষধের কোন বাস্তব যোগসূত্র নেই) দ্বারা রোগ আরোগ্যপ্রাপ্ত হয় না।
এফোরিজম ২৪, ২৫: হোমিওপ্যাথি হচ্ছে সদৃশ লক্ষণ বিশিষ্ট ঔষধ দ্বারা চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতিই হলো হিতকারী চিকিৎসা পদ্ধতি।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

61 CANNABIS INDICA [Cann-i]
Cann-i ভুলো মন, কোন বিষয় বলতে আরম্ভ করে কি বলতে চায় তা ভুলে যায়।
Cann-i সামান্য বিষয়ে অত্যন্ত হাসে, হাসি চেপে রাখতে পারে না।
Cann-i সময় ও স্থান সম্বন্ধে ভ্রম, সময় অত্যন্ত দীর্ঘ মনে হয়।
Cann-i মনে হয় যেন মাথার খুলি একবার খুলছে আবার বন্ধ হচ্ছে অথবা শূন্যে উঠছে ও নামছে।
Cann-i মানুষের সামনে লিঙ্গ চুলকায়।
Cann-i গাড়িতে উঠলে বমি করে।
Cann-i মলদ্বার ও জননেন্দ্রিয়ের মধ্যবর্তী স্থান (Perineum) ফোলা অনুভূতি, মনে হয় যেন একটি বলের উপর বসে আছে।
62 CANNABIS SATIVA [Cann-s]
Cann-s শরীরের কোন স্থান হতে যেন পানির মত তরল পদার্থ ফোটা ফোটা পড়ে এরূপ মনে হয, মনে হয হৃদপিণ্ড হতে তরল পদার্থ ফোঁটা ফোঁটা পড়ছে।
Cann-s আঙুল মটকাবার পর তা আড়ষ্ট অনুভূত হয়।
Cann-s সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে পেটেলার অস্থি সরে যায়।
Cann-s হাঁপানির সময় রোগী দাড়িয়ে ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারে।
Cann-s উরুর চাপ লাগলে মূত্রনালিতে যন্ত্রণা হয়, সেজন্য চলবার সময় পা দুটি ফাঁক করে চলে।
Cann-s মূত্রনালির মুখ হতে ব্যথা আরম্ভ হয়ে ভিতরের দিক পর্যন্ত যায়, প্রস্রাব করবার সময় জ্বালা ও কামড়ান ব্যথা।
63 CANTHARIS VESICATORIA [Canth]
Canth সর্বদা প্রস্রাবের বেগ, কয়েক ফোঁটা প্রস্রাব হয় ও তাতে রক্ত মিশ্রিত থাকে।
Canth প্রস্রাব করবার সময় মূত্রনালিতে জ্বালা যন্ত্রণা হয়।
Canth রোগী হঠাৎ অজ্ঞান  হয়ে পড়ে ও মুখমণ্ডল আরক্তিম দেখায়।
Canth মাথা, চোখ, গলা, পাকস্থলী, অণ্ডকোষ ও ওভারীতে জ্বালা।
Canth প্রস্রাব করবার সময়ে পায়খানার বেগ হয়।
Canth জ্বালা ও কোঁথানিসহ রক্তাক্ত মল এবং মলত্যাগের পরে কম্পন।
64 CAPSICUM ANNUM [Caps]
Caps আত্মহত্যার চিন্তা সর্বদা মনে আসে, কিন্তু আত্মহত্যা করতে অনিচ্ছা।
Caps খিটখিটে, একগুঁয়ে মেজাজ যেন মরিচর মত ঝাল।
Caps মরিচ খেলে বা কোন স্থানে মরিচ লাগলে যেরূপ জ্বালা করে সেরূপ জ্বালা।
Caps মাতালের মত নাক ও মুখমণ্ডল লাল, কিন্তু শীতল।
Caps জিহ্বার গোঁড়ার দিকে সবুজাভ, আলজিব ফোলা।
Caps কাশলে শরীরের দূরবর্তী কোন স্থানে, যথা মূত্রাশয়ে, হাঁটু বা কানে ব্যথা অনুভূত হয়।
65 CARBO ANIMALIS [Carb-an]
Carb-an শরীরের রক্ত ধীরে ধীরে চলে, মাঝে মাঝে থেমে যায় ও শরীরের স্বাভাবিক উত্তাপ কমে যায়, শরীর নীলবর্ণ হয়ে যায়।
Carb-an গলা, বগল, কুঁচকি ও স্তনের গ্লান্ড (glands) শক্ত হয় ফোলে ও ব্যথা হয়, ছুরি দিয়ে কাটার মত, খোঁচানোর মত জ্বালাযুক্ত ব্যথা।
Carb-an সামান্য ভারী জিনিস তুলতে গেলেও পরিশ্রম অনুভূত হয়।
Carb-an বাহিরের শুষ্ক শীতল বাতাস রোগী একেবারেই পছন্দ করে না।
Carb-an রজঃস্রাবের পর এত দুর্বলতা অনুভূত হয় যে, রোগীর কথা বলতেও কষ্ট হয়।
Carb-an প্লুরিসি আরোগ্যের পর বুকে সূচ ফোটানোর মত ব্যথা।
66 CARBO VEGEGTABILIS [Carb-v]
Carb-v শরীর ও মনের কাজ ধীর গতিতে চলে, তাড়াতাড়ি চিন্তা করতে পারে না, চটপট কোন কাজ করতে পারে না, চুপ করে শুয়ে থাকতে চায় ও ঝিমায়।
Carb-v শরীরের ভিতরে ও বাহিরে ঠাণ্ডা অনুভূত হয়।
Carb-v কোল্যাপ্স অবস্থায় রোগী সর্বদা বাতাস চায় রোগী বলে “বাতাস কর, জোরে বাতাস কর”।
Carb-v পেটে বায়ু জন্মে ও অত্যন্ত দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয়।
Carb-v রক্তস্রাব হয়, রক্ত বেগে বাহির হয়না, চুইয়ে চুইয়ে পড়ে।
Carb-v রোগের শেষ অবস্থায় প্রচুর শীতল ঘাম হলে, শ্বাস-প্রশ্বাস এবং জিহ্বা ঠাণ্ডা অনুভূতি হলে ও স্বরলোপ হলে কার্বো ভেজে অনেক সময় রোগীর জীবন রক্ষা হয়।
Carb-v ঘুমানোর সময়ে রোগীর পা দুইটি গুটিয়ে থাকে।

Mind অধ্যায়ের ৫০১ থেকে ৫৫০ পর্যন্ত মূল রুব্রিক:

501 Mind মানব বিদ্বেষ MISANTHROPY (43)
502 Mind অপকার করতে ইচ্ছুক MISCHIEVOUS (22)
503 Mind অবজ্ঞার পাত্র, এমন অনুভূতি MISERABLE, feelings (15)
504 Mind ভুল করে MISTAKES (0)
505 Mind বিশ্বাসহীন বা সন্দেহপ্রবণ MISTRUSTFUL (0)
506 Mind গোঙরান Moaning (গোঙরান) (119)
507 Mind বিদ্রুপকারী MOCKING (21)
508 Mind বিনয়ী মনোভাব বর্ধিত MODESTY, increased (4)
509 Mind টাকা বানানোর প্রবল অনুরাগ MONEY, passion for making (7)
510 Mind পাগলামি কোন এক বিষয়ে MONOMANIA (17)
511 Mind সাময়িক মানসিক অবস্থা MOODS (0)
512 Mind চাঁদ সাধারণ MOON, general (0)
513 Mind চাঁদের আলো থেকে মানসিক উপসর্গ MOONLIGHT, mental symptoms from (8)
514 Mind নৈতিক বোধের অভাব MORAL feelings, lacking (47)
515 Mind অস্বাস্থ্যকর রুগ্ন MORBID (4)
516 Mind মনের নিষ্প্রভতা MORIA (2)
517 Mind বিষণ্ণতার অনুভূতি MOROSE, feelings (0)
518 Mind মরফিন আসক্তি MORPHINE, addiction (29)
519 Mind রিপুদমন MORTIFICATION (0)
520 Mind হাতের পরিবর্তে মুখ ব্যবহার করে MOUTH, desire to use, instead of hands (1)
521 Mind নড়াচড়া, মনে হয় যেন সে নড়াচড়া করতে পারবেনা MOVE, felt as if he could not (2)
522 Mind একাধিক ব্যক্তিগত বিশৃঙ্খলা MULTIPLE, personalites disorders (6)
523 Mind গুঞ্জন মরমর ঝিরঝির শব্দ করে, নিদ্রার মধ্যে MURMURING, in sleep (3)
524 Mind সুরেলা ধ্বনি MUSIC (0)
525 Mind দেহের অঙ্গহানি করার প্রবৃত্তি MUTILATE, body, inclination to (7)
526 Mind বিড়বিড়িয়ে কথা বলে MUTTERING (53)
527 Mind সাদাসিধা NAIVE (8)
528 Mind উলঙ্গ হতে চায় NAKED, wants to be (14)
529 Mind বর্ণনাকালে লক্ষণ সমূহ বৃদ্ধি হয় NARRATING, symptoms agg. (9)
530 Mind সংকীর্ণ মনের NARROW-minded (9)
531 Mind অবহেলা করে সর্ব বিষয়ে NEGLECTS, everything (11)
532 Mind নতুন, সমস্ত বস্তু নতুন বলে মনে হয় NEW, all objects seem (4)
533 Mind সংবাদ, খারাপ সংবাদ হতে অসুস্থতা NEWS, bad, ailments from (47)
534 Mind খুঁটা, একটু একটু করে খাওয়ার ইচ্ছা NIBBLE, desire to (5)
535 Mind শব্দে বিতৃষ্ণা NOISE, aversion to (12)
536 Mind নাক দিয়ে রক্ত পড়লে, মানসিক লক্ষণ সমূহের উপশম NOSEBLEED, amel. mental symptoms (2)
537 Mind স্ত্রীলোকের কাম উন্মাদনা NYMPHOMANIA (0)
538 Mind বাস্তব যুক্তিবাদী OBJECTIVE, reasonable (10)
539 Mind একরোখা বা একগুঁয়ে OBSTINATE (107)
540 Mind পেশা-জীবিকা OCCUPATION (0)
541 Mind পারিপার্শ্বিক বিষয়ে একাগ্র চিন্তায় নিজেকে হারিয়ে ফেলে OCCUPIED with the objects immediately around him (3)
542 Mind বিক্ষুব্ধ হয়, সহজে OFFENDED, easily (78)
543 Mind বৃদ্ধ হওয়ার অনুভূতি OLD, sensation of being (1)
544 Mind উদার খোলা মন OPENHEARTED (4)
545 Mind পরামর্শ করার প্রবণতা OPINIONS, full of (3)
546 Mind আশাবাদী OPTIMISTIC (20)
547 Mind আদেশ করে, প্রত্যেক বিষয়ে ORDER, desires everything in (6)
548 Mind সুশৃঙ্খল পদ্ধতিতে, কিছু করা সম্ভব নয় ORDERLY manner, cannot perform anything in (2)
549 Mind দেহের বাইরে অবস্থান করছে এমন অনুভূতি OUT of body, sensation, as if (3)
550 Mind অতিসক্রিয় মন OVERACTIVE, mind (9)

Chills অধ্যায়ের ১০৫ টি মূল রুব্রিক:

1 Chills আক্রান্ত অংশে শীতাবস্থা AFFECTED, parts, chills of (20)
2 Chills বিকেলে শীতাবস্থা AFTERNOON, chills (87)
3 Chills খোলা বাতাসে AIR, open (83)
4 Chills এলকোহল অপব্যবহারের ফলে ALCOHOL, abuse from (2)
5 Chills পর্যায়ক্রমে ঘামের সহিত শীতাবস্থা ALTERNATING, sweat with chills (16)
6 Chills রাগ শীতাবস্থার পরে ANGER, chills after (6)
7 Chills বার্ষিক শীতাবস্থা ANNUAL, chills (11)
8 Chills সামনের অংশে দেহের ANTERIOR, part of body (1)
9 Chills প্রত্যাশা করে শীতাবস্থাকে ANTICIPATING, chills (16)
10 Chills দুশ্চিন্তা শীতাবস্থার ফলে ANXIETY, chills caused by (5)
11 Chills আর্সেনিক অপব্যবহারের ফলে ARSENIC, abuse from (2)
12 Chills উপর দিকে উঠলে শীতাবস্থা ASCENDING, chills (38)
13 Chills শরৎকালীন শীতাবস্থা AUTUMN, chills (11)
14 Chills পিঠ, দেহের পিছনের অংশে BACK, part of body (6)
15 Chills গোসল করার ফলে শীতাবস্থা BATHING, chills from (7)
16 Chills বিছানায় শীতাবস্থা BED, chills in (89)
17 Chills শুরু হওয়া BEGINNING, in (0)
18 Chills পরিবর্তনশীল CHANGING, type (6)
19 Chills শীত শীত ভাব, দেহ CHILLINESS, body (131)
20 Chills ঠাণ্ডা স্যাঁতসেঁতে আবহাওয়ায় COLD, damp weather (11)
21 Chills কাশির ফলে COUGHING, from (17)
22 Chills গাছমছমে শীতাবস্থা CREEPING, chills (53)
23 Chills গ্রীষ্মকালে দিনের বেলা শীত লাগে DAY, a cold chill, in summer (5)
24 Chills দিবাভাগে শীতাবস্থা DAYTIME, chills (28)
25 Chills অধোগামী শীতাবস্থা DESCENDING, chills (44)
26 Chills উদরাময় শীতাবস্থায় DIARRHEA, chills during (6)
27 Chills খাদ্য, অবিবেচকের মত খাবার খাওয়ার ফলে DIET, indiscretions, in (6)
28 Chills বিশৃঙ্খলতা, পাকস্থলীর বিশৃঙ্খলতার সহিত DISORDERED, stomach, with (4)
29 Chills পানি পান DRINKING (0)
30 Chills খাবার খাওয়া EATING (0)
31 Chills মৃগীরোগের পরে EPILEPSY, after (3)
32 Chills সন্ধ্যায় শীতাবস্থা EVENING, chills (113)
33 Chills উত্তেজনা শীতাবস্থার পরে EXCITEMENT, chills after (5)
34 Chills পরিশ্রম করার পরে EXERTION, after (11)
35 Chills অনাবৃতকরণ করার পরে EXPOSURE, after (32)
36 Chills বাহ্যিক শীতাবস্থা EXTERNAL, chills (74)
37 Chills পূর্বাহ্ণে শীতাবস্থা FORENOON, chills (64)
38 Chills ঘন ঘন শীতাবস্থা, এক দিনের বিভিন্ন সময়ে FREQUENT, chills several times a day (2)
39 Chills ভয় পাওয়ার ফলে FRIGHT, from (12)
40 Chills দুঃখ শোকের ফলে GRIEF, from (3)
41 Chills কপালে ব্যথার সহিত HEADACHE in the forehead, with (1)
42 Chills উত্তাপের সহিত শীতাবস্থা HEAT, with chills (0)
43 Chills উত্তপ্ত, অতিমাত্রায় উত্তাপের ফলে শীতাবস্থা HEATED, overheated, chills from (21)
44 Chills নিচু হয়ে থাকতে ইচ্ছা HELD down, desire to be (2)
45 Chills হিমশীতল দেহ ICY, coldness, of the body (26)
46 Chills অভ্যন্তরীণ শীতাবস্থা INTERNAL, chills (87)
47 Chills অনিয়মিত IRREGULAR (0)
48 Chills দীর্ঘ সময় ধরে LONG lasting (0)
49 Chills শয়ন করার সময় LYING, while (6)
50 Chills ম্যালেরিয়ার প্রভাবের পরে শীতাবস্থা MALARIA, chills, after exposure to malarial influences (15)
51 Chills ঋতুস্রাব MENSES (0)
52 Chills মানসিক পরিশ্রমে করার পরে MENTAL, exertion, after (3)
53 Chills মধ্যরাতে শীতাবস্থা MIDNIGHT, chills (13)
54 Chills মাসিক MONTHLY (0)
55 Chills সকালে শীতাবস্থা MORNING, chills (70)
56 Chills নড়াচড়ায় MOTION (0)
57 Chills দু:খদায়ক সংবাদের ফলে NEWS, sad, from (5)
58 Chills রাতে শীতাবস্থা NIGHT, chills (66)
59 Chills মধ্যাহ্নে NOON (59)
60 Chills বেদনার সহিত শীতাবস্থা PAIN, with chills (36)
61 Chills বিশেষ অঙ্গের PARTIAL (0)
62 Chills নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত শীতাবস্থা, নিয়মিত ও বৈশিষ্ট্যপূর্ণ PERIODICITY, chills regular and distinct (23)
63 Chills রক্তদুষ্টি জ্ঞাপন শীতাবস্থা PERNICIOUS, chills (25)
64 Chills ঘাম, শীতাবস্থার পরে PERSPIRATION, chills, after (28)
65 Chills নির্দিষ্ট সময়ের থেকে পরে, শীতাবস্থা আসে POSTPONING, chills (6)
66 Chills প্রবল শীতাবস্থা PREDOMINATING, chills (40)
67 Chills তিন দিন অন্তর, শীতাবস্থা QUARTAN, chills (43)
68 Chills প্রাত্যহিক শীতাবস্থা QUOTIDIAN, chills (82)
69 Chills ঘোড়ার পিঠে চরলে RIDING, on horseback (1)
70 Chills শুয়া বসা থেকে উঠলে RISING, up (16)
71 Chills নর্দমার গ্যাস দ্বারা অসুস্থ হয়ে শীতাবস্থা SEWER, gas, chills from (1)
72 Chills ঝাঁকুনির সহিত শীতাবস্থা SHAKING, with chills (151)
73 Chills কম্পন, শীতাবস্থায় SHIVERING, chills (61)
74 Chills পার্শ্বদেশ এক পার্শ্বে, শীতাবস্থা SIDES, chills, one-sided (49)
75 Chills এক অংশে SINGLE, parts (31)
76 Chills আসন গ্রহণে উপশম SITTING, amel. (3)
77 Chills নিদ্রা SLEEP (0)
78 Chills বসন্তকালে শীতাবস্থা SPRING, chills in (11)
79 Chills মলত্যাগ STOOL (0)
80 Chills ঝড়ো আবহাওয়ায় শীতাবস্থা STORMY, weather, chills from (10)
81 Chills হঠাৎ শীতাবস্থা SUDDEN, chills (2)
82 Chills গ্রীষ্মকালে শীতাবস্থা SUMMER, chills (6)
83 Chills সূর্যোদয়ে উপশম SUNSHINE, amel. (2)
84 Chills চাপাপড়া বা অবরুদ্ধ শীতাবস্থা SUPPRESSED, chills (2)
85 Chills ঢোকগেলার ফলে বৃদ্ধি SWALLOWING, agg. (1)
86 Chills কথা বললে বৃদ্ধি TALKING, agg. (1)
87 Chills দুই দিন অন্তর শীতাবস্থা TERTIAN, chills (24)
88 Chills চিন্তা করলে শীতাবস্থার কথা, বৃদ্ধি হয় THINKING, of the chill, agg. (1)
89 Chills সময়, শীতাবস্থার সময় TIME of chills (0)
90 Chills স্পর্শে বৃদ্ধি TOUCH, agg. (17)
91 Chills কম্পিত, কম্পন TREMBLING, shivering (61)
92 Chills অনাবৃত হতে চায় যখন ত্বক ঠাণ্ডা ও শুষ্ক থাকে কিন্ত যখন উত্তাপ ও ঘর্মাবস্থায় থাকে তখন আবৃত হতে চায় UNCOVERED, wants to be, with cold, dry skin, but desire to be covered with heat and sweat (1)
93 Chills অনাবৃত করলে শীতাবস্থা UNCOVERING, chills from (56)
94 Chills উপরের অংশে দেহের UPPER, part of body (6)
95 Chills মূত্রত্যাগের ফলে, শীতাবস্থা URINATION, chills (0)
96 Chills বিরক্তির পরে, শীতাবস্থা VEXATION, chills after (8)
97 Chills প্রচণ্ড শীতাবস্থার সহিত নীলচে ঠাণ্ডা মুখমণ্ডল ও হাত এবং চিত্র বিচিত্র চামড়া VIOLENT, chills, with bluish, cold face and hands, mottled skin (2)
98 Chills বমি করা শীতাবস্থা পূর্বে VOMITING, chills before (1)
99 Chills জাগ্রত হলে শীতাবস্থা WAKING, chills on (28)
100 Chills হাঁটার সময় WALKING, while (5)
101 Chills উষ্ণ ঘরে বৃদ্ধি WARM, room, agg. (14)
102 Chills উষ্ণতা WARMTH (0)
103 Chills পানিতে ভিজার ফলে শীতাবস্থা WATER, getting wet, chills from (12)
104 Chills বায়ু যেন ঠাণ্ডা, যখন বায়ু শরীরের উপর দিয়ে বয়ে যায় WIND, as if a cold wind were blowing upon the body (14)
105 Chills লিখার সময় শীতাবস্থা WRITING, chills while (2)

Constitution অধ্যায়ের ৭১ টি মূল রুব্রিক:

1 Constitution মেদময় কোষ বর্ধিত ADIPOSE tissue, increased (64)
2 Constitution মদ্যপ ধাতু ALCOHOLIC, constitutions (43)
3 Constitution রক্তাল্পতাগ্রস্ত ধাতু ANEMIC, constitutions (20)
4 Constitution হাঁপানি ধাতু ASTHMATIC, constitutions (28)
5 Constitution দুর্বল পেশীর দেহ ATONY, body (5)
6 Constitution পিত্তরস প্রধান (খিটখিটে মেজাজবিশিষ্ট) ধাতু BILIOUS, constitutions (34)
7 Constitution বালক BOYS (0)
8 Constitution ক্যান্সার সাধারণ CANCER, general (0)
9 Constitution ক্যানসার রোগাক্রান্ত ধাতু CANCEROUS, constitutions (8)
10 Constitution বাতাধিক্য ধাতু CARBO-nitrogenoid, constitutions (4)
11 Constitution সর্দি প্রবণ ধাতু CATARRHAL, constitutions (12)
12 Constitution শিশু ধাতুগত CHILDREN, constitutions (17)
13 Constitution বদরাগী ধাতু CHOLERIC, constitutions (23)
14 Constitution দৈহিক গঠন COMPLEXIONS (0)
15 Constitution ধাতুগত রোগ আরোগ্যকারী ঔষধ CONSTITUTIONAL, remedies (18)
16 Constitution খর্বকায় ধাতু DWARFISH, constitutions (31)
17 Constitution বৃদ্ধ লোক ELDERLY, people (90)
18 Constitution ক্ষীণকায় ধাতু EMACIATED, constitutions (16)
19 Constitution শিথিল পেশীর ধাতু FIBRE, lax, constitutions (16)
20 Constitution বালিকা সাধারণ GIRLS, general (12)
21 Constitution গেঁটে বাতগ্রস্ত ধাতু GOUTY, constitutions (18)
22 Constitution বর্ধনশীল বেদনা GROWING pains (12)
23 Constitution বৃদ্ধিতে গোলযোগ GROWTH disorders (11)
24 Constitution চুল HAIR (0)
25 Constitution রক্তস্রাব প্রবণ ধাতু HEMORRHAGIC, constitutions (13)
26 Constitution অর্শরোগ প্রবণ ধাতু HEMORRHOIDAL, constitutions (13)
27 Constitution হার্পিস প্রবণ ধাতু HERPETIC, constitutions (9)
28 Constitution রক্ত ও কোষে জলাধিক্য ধাতু HYDROGENOID, constitutions (15)
29 Constitution অতিসংবেদনশীলতা ধাতু HYPERSENSITIVE, constitutions (13)
30 Constitution হিস্টিরিয়া গ্রস্ত ধাতু HYSTERICAL, constitutions (12)
31 Constitution ইনফ্যান্ট শিশু INFANTS (0)
32 Constitution বড় মোটা মেদবহুল ব্যক্তি LARGE, fat, people, bloated (22)
33 Constitution শীর্ণ সরু পাতলা ব্যক্তি LEAN, thin people (55)
34 Constitution লসিকাসংক্রান্ত ধাতু LYMPHATIC, constitutions (33)
35 Constitution বিষাদগ্রস্ত ধাতু MELANCHOLIC, constitutions (24)
36 Constitution পুরুষ MEN (44)
37 Constitution শান্ত মেজাজ MILD, temperament (15)
38 Constitution স্নায়বিক ধাতু NERVOUS, constitutions (48)
39 Constitution মেদ প্রবণ OBESITY (110)
40 Constitution পেশা-জীবিকা OCCUPATIONS (0)
41 Constitution অকাল বার্ধক্য OLD age, premature (28)
42 Constitution পক্ষাঘাতগ্রস্ত ধাতু PARALYTIC, constitutions (80)
43 Constitution জড়তাপূর্ন ধাতু PHLEGMATIC, constitutions (24)
44 Constitution রক্তে লাল কণিকার আধিক্য পূর্ণ দেহ PLETHORA, of body (80)
45 Constitution রক্তাধিক্য পূর্ণ ধাতু PLETHORIC, constitutions (13)
46 Constitution সোরা প্রবণ ধাতু PSORIC, constitutions (8)
47 Constitution বয়ঃসন্ধি কালের অসুস্থতা PUBERTY, ailments in (40)
48 Constitution রিকেট বা অস্বাভাবিক অস্থি বিশিষ্ট ধাতু RACHITIC, constitutions (4)
49 Constitution প্রতিক্রিয়াহীন REACTION, lack of (82)
50 Constitution বাতজ ধাতু RHEUMATIC, constitutions (27)
51 Constitution রক্তবর্ণ ধাতু SANGUINE, constitutions (19)
52 Constitution স্কার্ভি রোগাক্রান্ত ধাতু SCORBUTIC, constitutions (9)
53 Constitution গণ্ডমালা রোগ প্রবণ ধাতু SCROFULOUS, constitutions (75)
54 Constitution আসনাশ্রিত অভ্যাস SEDENTARY, habits (23)
55 Constitution স্পর্শকাতর ধাতু SENSITIVE, constitutions (23)
56 Constitution ধীরগতি সম্পন্ন দেহ SLUGGISHNESS, of body (98)
57 Constitution ধূমপানে অভ্যাস SMOKING, habit (0)
58 Constitution কুজ হয়ে চলা STOOP, shouldered (24)
59 Constitution সাইকোটিক ধাতু SYCOTIC, constitutions (8)
60 Constitution সিফিলিস জাত ধাতু SYPHILITIC, constitutions (30)
61 Constitution লম্বা শীর্ণ হালকা পাতলা TALL, lean, slender (5)
62 Constitution কম্পমান ও দুর্বল দেহ TREMULOUS and weak bodies (60)
63 Constitution ক্ষয়রোগ প্রবণ ধাতু TUBERCULOSIS, constitutions (34)
64 Constitution টিকা দেয়ার পরে অসুস্থতা VACCINATIONS, ailments, from (0)
65 Constitution শিরা প্রধান ধাতু VENOUS, constitutions (11)
66 Constitution রক্ত গরম বা মাথা গরম WARMBLOODED (0)
67 Constitution দুর্বল ধাতু WEAK, constitutions (63)
68 Constitution দুর্বল রোগাটে ধাতু WEAKLY, sickly, constitutions (23)
69 Constitution দুর্বলতা সাধারণ WEAKNESS, general (0)
70 Constitution স্ত্রীলোক WOMEN (64)
71 Constitution যুবক ব্যক্তি YOUNG people (9)

Environment অধ্যায়ের ৪০ টি মূল রুব্রিক:

1 Environment বাতাস ঠাণ্ডা বাতাসে বৃদ্ধি AIR, cold, air, agg. (169)
2 Environment শরৎকালীন AUTUMN (0)
3 Environment ব্যারোমিটার যেন, আবহাওয়ার সামান্য পরিবর্তনে সংবেদনশীলতা BAROMETER, sensitive to changes of (7)
4 Environment আবহাওয়ার পরিবর্তন CHANGE of weather (0)
5 Environment ঠাণ্ডা CHILLED (0)
6 Environment পরিষ্কার আবহাওয়ায় বৃদ্ধি CLEAR, weather, agg. (9)
7 Environment মেঘলা আবহাওয়ায় বৃদ্ধি CLOUDY, weather, agg. (39)
8 Environment ঠাণ্ডা তাপমাত্রায় বৃদ্ধি COLD, temperature, agg. (214)
9 Environment অন্ধকারময়তায় বৃদ্ধি DARKNESS, agg. (29)
10 Environment শুষ্ক DRY (0)
11 Environment আগুনের নিকটে বৃদ্ধি FIRE, near the fire, agg. (27)
12 Environment কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বৃদ্ধি FOGGY, weather agg. (29)
13 Environment তুষারাবৃত আবহাওয়ায় বৃদ্ধি FROSTY, weather agg. (18)
14 Environment উত্তপ্ত হলে বৃদ্ধি HEATED, becoming agg. (52)
15 Environment গরম আবহাওয়ায় বৃদ্ধি HOT, weather, agg. (36)
16 Environment আলোতে, দিবালোকে LIGHT, daylight (0)
17 Environment চাঁদের আলোতে বৃদ্ধি MOON, moonlight, agg. (14)
18 Environment পর্বতমালার মধ্যে MOUNTAINS, in (0)
19 Environment বৃষ্টিতে বৃদ্ধি RAIN, agg. (23)
20 Environment সমুদ্রতীরবর্তী বাতাসে SEASHORE, air (0)
21 Environment তুষারপাতের-বাতাসে বৃদ্ধি SNOW-air, agg. (25)
22 Environment বসন্তকালে SPRING (0)
23 Environment ঝড়ের সময় STORMS, during (0)
24 Environment দুর্যোগপূর্ণ ও ঝড়ো আবহাওয়ায় বৃদ্ধি STORMY, and windy weather agg. (53)
25 Environment গ্রীষ্মকালে SUMMER (0)
26 Environment রোদে, সূর্যালোকে বৃদ্ধি SUN, sunlight, agg. (49)
27 Environment রোদে পোড়ার ফলে অসুস্থতা SUNBURN (26)
28 Environment সূর্যোদয়কালে বৃদ্ধি SUNRISE, agg. (3)
29 Environment সৌর তাপে স্ট্রোক সর্দিগর্মি SUNSTROKE (39)
30 Environment তাপমাত্রা TEMPERATURE (0)
31 Environment বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির সময় THUNDERSTORMS, during (0)
32 Environment সময় TIME (0)
33 Environment গুম্বজ বা গুদাম ঘরে বা ভূগর্ভস্থ ভাণ্ডারে বৃদ্ধি VAULTS, cellars, agg. (15)
34 Environment গরম তাপমাত্রায় WARM, temperature (0)
35 Environment পানির প্রভাবে অসুস্থতা WATER, affects of (0)
36 Environment আবহাওয়া পরিবর্তনে WEATHER, change of (0)
37 Environment ভিজা WET (0)
38 Environment বায়ু WIND (0)
39 Environment ঝড়ো এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃদ্ধি WINDY, and stormy weather, agg. (53)
40 Environment শীতকালে WINTER (0)

Liver – JAUNDICE এর ৭৪ টি সাব রুব্রিক:

1 Liver জন্ডিস JAUNDICE (126)
2 Liver জন্ডিসের সহিত উদরে চুলকানি JAUNDICE, abdomen, itching, with (1)
3 Liver জন্ডিস, একুইট JAUNDICE, acute (1)
4 Liver জন্ডিস, মূত্রে এলবুমেনের সহিত JAUNDICE, albuminuria, with (1)
5 Liver জন্ডিস, রক্তাল্পতার সহিত JAUNDICE, anemia, with (1)
6 Liver জন্ডিস, রাগ হওয়ার পরে JAUNDICE, anger, after (10)
7 Liver জন্ডিস, বাহুতে বাতরোগের সহিত JAUNDICE, arms, with rheumatism of (1)
8 Liver জন্ডিস, ক্রমিক ক্ষয়প্রাপ্তি একুইট জণ্ডিসের ফলে JAUNDICE, atrophy, from acute (1)
9 Liver জন্ডিস, পিত্ত রসবৃদ্ধি হয়ে জণ্ডিস অতঃপর পিত্তরসের অভাব JAUNDICE, bile, increase with, then deficiency of (1)
10 Liver জন্ডিস, কামড়ানোর মত অনুভূতির সহিত উদরে চুলকানি JAUNDICE, biting itching, with, over abdomen (0)
11 Liver জন্ডিস, ব্রেইন রোগের সহিত JAUNDICE, brain disease, with (1)
12 Liver জন্ডিস, ডিওডেনালে স্রাব ঘটিত JAUNDICE, catarrh, caused by gastro-duodenal (3)
13 Liver জন্ডিস, শিশুদের JAUNDICE, children, in (2)
14 Liver জন্ডিস, পুরাতন JAUNDICE, chronic (8)
15 Liver জন্ডিস, আপেল সুরা পান করার ফলে JAUNDICE, cider, from (1)
16 Liver জন্ডিস, ঠাণ্ডা নাড়াচাড়ার ফলে JAUNDICE, cold, from catching (3)
17 Liver জন্ডিস, রোগের সহিত আনুষঙ্গিক রূপে JAUNDICE, concomitant as a (1)
18 Liver জন্ডিস, সচেতন অবস্থায় গুলিয়ে ফেলার সহিত JAUNDICE, confusion of consciousness, with (1)
19 Liver জন্ডিস, আক্ষেপের সহিত JAUNDICE, convulsions, with (1)
20 Liver জন্ডিস, ডায়রিয়ার সহিত JAUNDICE, diarrhea, with (4)
21 Liver জন্ডিস, তন্দ্রাচ্ছন্নভাবের সহিত JAUNDICE, drowsiness, with (1)
22 Liver জন্ডিস, আবেগের ফলে JAUNDICE, emotions, from (5)
23 Liver জন্ডিস, সর্দিপ্রবণ প্রক্রিয়ায় সম্প্রসারণ JAUNDICE, extension of catarrhal process (10)
24 Liver জন্ডিস, লিভারে চর্বি সঞ্চয়ের সহিত JAUNDICE, fatty degeneration, with (1)
25 Liver জন্ডিস, জ্বরের সময় JAUNDICE, fever, during (5)
26 Liver জন্ডিস, পেটফাঁপার সহিত JAUNDICE, flatulence, with (8)
27 Liver জন্ডিস, গুরুপাক বা অতিরিক্ত খাদ্য গ্রহণের পরে JAUNDICE, food, after too much or rich (1)
28 Liver জন্ডিস, ভয় পাওয়ার ফলে JAUNDICE, fright, from (1)
29 Liver জন্ডিস, অপুষ্ট ফল খেয়ে JAUNDICE, fruits, unripe, from (1)
30 Liver জন্ডিস, দুঃখ শোকের ফলে JAUNDICE, grief, from (1)
31 Liver জন্ডিস, মাথায় রক্তাধিক্যের সহিত JAUNDICE, head congestion, with violent (1)
32 Liver জন্ডিস, মাথা ব্যথার সহিত JAUNDICE, headache, with (1)
33 Liver জন্ডিস, রক্ত বাহিত JAUNDICE, hematogenous (1)
34 Liver জন্ডিস, রক্তস্রাব প্রবণ JAUNDICE, hemorrhagic (4)
35 Liver জন্ডিস, হেপাটাইটিসের সহিত JAUNDICE, hepatitis, with (4)
36 Liver জন্ডিস, অভিজাত পরিবেশে থাকার পরে JAUNDICE, high living, after (1)
37 Liver জন্ডিস, অপমানিত হওয়ার পরে JAUNDICE, humiliation, after (2)
38 Liver জন্ডিস, কলিজায় অতিরিক্ত রক্তাধিক্য জনিত JAUNDICE, hyperemia of liver (1)
39 Liver জন্ডিস, সবিরাম জ্বরের পরে JAUNDICE, intermittent fever, after (11)
40 Liver জন্ডিস, চুলকানি JAUNDICE, itching (1)
41 Liver জন্ডিস, জৈব তরল পদার্থের ক্ষয় হেতু JAUNDICE, loss of vital fluids, from (1)
42 Liver জন্ডিস, ফুসফুসের লক্ষণের সহিত JAUNDICE, lung symptoms, with (3)
43 Liver জন্ডিস, ম্যালেরিয়া লক্ষণের সহিত JAUNDICE, malarial symptoms, with (1)
44 Liver জন্ডিস, ম্যালিগন্যান্ট JAUNDICE, malignant (12)
45 Liver জন্ডিস, হস্তমৈথুনের পরে JAUNDICE, masturbation, after (1)
46 Liver জন্ডিসের সহিত ঋতুস্রাব বাধাপ্রাপ্ত JAUNDICE, menses, arrested, with (1)
47 Liver জন্ডিস, পারদ সেবনের পরে JAUNDICE, mercury, after (8)
48 Liver জন্ডিস, স্নায়বিক উত্তেজিত হলে JAUNDICE, nervous excitement, from (1)
49 Liver জন্ডিস, পাকস্থলীর স্নায়ুশুলের সহিত JAUNDICE, neuralgia, with, of stomach (1)
50 Liver জন্ডিস, নবজাতক শিশুদের JAUNDICE, newborn children, in (20)
51 Liver জন্ডিস, স্তন্য দান করার সময় JAUNDICE, nursing children, in (7)
52 Liver জন্ডিস, গর্ভধারণ অবস্থায় JAUNDICE, pregnancy, during (2)
53 Liver জন্ডিস, জৈব তরল ক্ষয় হওয়ার ফলে JAUNDICE, organic lesion, from (1)
54 Liver জন্ডিস, অর্শ অপারেশনের পরে JAUNDICE, operation for hemorrhoids, after (1)
55 Liver জন্ডিস, অতিরিক্ত খাওয়ার ফলে JAUNDICE, overeating, from (8)
56 Liver জন্ডিস, বেদনার সহিত JAUNDICE, pain, with (1)
57 Liver জন্ডিস, নিউমোনিয়ার সহিত JAUNDICE, pneumonia, with (1)
58 Liver জন্ডিস, গর্ভধারণ অবস্থায় JAUNDICE, pregnancy, during (3)
59 Liver জন্ডিস, সোরা প্রবণ ব্যক্তিদের জণ্ডিসের সহিত কলিজায় শক্তভাব ও স্ফীতি ব্যতীত JAUNDICE, psoric persons, in, with or without hardness and swelling of liver (1)
60 Liver জন্ডিস, কুইনাইন সেবনের পরে JAUNDICE, quinine, after (8)
61 Liver জন্ডিস, প্রাত্যহিক পাকস্থলী টাইফয়েড বা পিত্তরস সংক্রান্ত জ্বর JAUNDICE, quotidian, in, gastric, typhoid or bilious fever (1)
62 Liver জন্ডিস, বার বার ঘুরেফিরে আসে চায়না ও মার্কসল ব্যবহারের পরে JAUNDICE, returning again and again, after chin and merc. (1)
63 Liver জন্ডিস, চক্র JAUNDICE, rings (2)
64 Liver জন্ডিস, অতিরিক্ত যৌনক্রিয়ার পরে JAUNDICE, sexual excess, after (1)
65 Liver জন্ডিস, কালচে চামড়ার সহিত আখরোট বর্ণ JAUNDICE, skin, dark, with, walnut color of (1)
66 Liver জন্ডিস, দাগ JAUNDICE, spots (32)
67 Liver জন্ডিস, কাদা মাটির রঙের মত মলত্যাগের সহিত JAUNDICE, stool, with, clay-colored (1)
68 Liver জন্ডিস, স্ট্রাকচারাল রোগের সহিত JAUNDICE, structural disease, with (1)
69 Liver জন্ডিস, প্রতি গ্রীষ্মকালে JAUNDICE, summer, every (2)
70 Liver জন্ডিস, প্রবণতা JAUNDICE, tendency to (1)
71 Liver জন্ডিস, জড়বুদ্ধির সহিত কোষ্ঠকাঠিন্য JAUNDICE, torpid with, and constipation (1)
72 Liver জন্ডিস, মূত্র সম্পর্কিত লক্ষণের সহিত JAUNDICE, urinary symptoms, with (7)
73 Liver জন্ডিস, কালচে হলুদ বর্ণের মূত্রের সহিত JAUNDICE, urine, with dark yellow (1)
74 Liver জন্ডিস, বিরক্তির ফলে JAUNDICE, vexation (3)

Lungs – ASTHMA এর ১২৬ টি সাব রুব্রিক:

1 Lungs হাঁপানি ASTHMA (188)
2 Lungs হাঁপানি, একটানা বাতাসে বৃদ্ধি ASTHMA, air, draft of, agg. (4)
3 Lungs হাঁপানি, মদ্যপ ব্যক্তির ASTHMA, alcoholics (2)
4 Lungs হাঁপানি, এলার্জির ফলে সর্দি হাঁচিযুক্ত জ্বরের সহিত ASTHMA, allergic, hay fever, with (37)
5 Lungs হাঁপানি, উচ্চ স্থানে ASTHMA, altitude, from (4)
6 Lungs হাঁপানি, পর্যায়ক্রমে ASTHMA, alternating, with (0)
7 Lungs হাঁপানি, রাগ হওয়ার পরে ASTHMA, anger, after (6)
8 Lungs হাঁপানি, দুশ্চিন্তার সহিত ASTHMA, anxiety, with (4)
9 Lungs হাঁপানি, শরৎকালীন ASTHMA, autumn (1)
10 Lungs হাঁপানি, ঢেঁকুর-উদ্গারে উপশম ASTHMA, belching, amel. (2)
11 Lungs হাঁপানি, মাথা পিছন দিকে নিলে উপশম ASTHMA, bending, head backwards amel. (3)
12 Lungs হাঁপানি, শ্বাসনালী সংক্রান্ত সর্দির সহিত ASTHMA, bronchial catarrh, with (18)
13 Lungs হাঁপানি, জ্বালাকর গলদেশ ও বক্ষের সহিত ASTHMA, burning, in throat and chest, with (1)
14 Lungs হাঁপানি, আবহাওয়ার পরিবর্তনে ASTHMA, change, of weather (3)
15 Lungs হাঁপানি, শিশুদের ASTHMA, children (29)
16 Lungs হাঁপানি, শিশুদের টিকা গ্রহণের পরে ASTHMA, children vaccination, after (4)
17 Lungs হাঁপানি, ঠাণ্ডা বাতাসে বৃদ্ধি ASTHMA, cold, air agg. (5)
18 Lungs হাঁপানি, ঠাণ্ডা গ্রহণের ফলে ASTHMA, cold, taking, from (12)
19 Lungs হাঁপানি, ধাতুগত ASTHMA, constitutionally (8)
20 Lungs হাঁপানি, গলদেশ সংকোচনকর অবস্থার সহিত ASTHMA, constriction in throat, with (7)
21 Lungs হাঁপানি, সর্দির সহিত ASTHMA, coryza, with (8)
22 Lungs হাঁপানির মত কাশি ASTHMA, coughing, asthmatic (102)
23 Lungs হাঁপানি, শরীরের বিভিন্ন স্থানের পেশীতে খিঁচুনি খিল ধরার সহিত ASTHMA, cramp, muscular spasm of various parts, with (1)
24 Lungs হাঁপানি, নীলরোগের সহিত ASTHMA, cyanosis, with (4)
25 Lungs হাঁপানি, স্যাঁতসেঁতে অবস্থার ফলে ASTHMA, dampness, from (6)
26 Lungs হাঁপানি, সে মরে যাবে এমন হতাশার সহিত ASTHMA, despondency, thinks she will die, with (2)
27 Lungs হাঁপানি, উদরাময় পরবর্তী ASTHMA, diarrhea following, with (1)
28 Lungs হাঁপানি, হজম সংক্রান্ত বিশৃঙ্খলার পরে ASTHMA, digestion disturbed, after (12)
29 Lungs হাঁপানি, ডিনারের পরে ASTHMA, dinner, after (1)
30 Lungs হাঁপানি, শুষ্ক আবহাওয়ায় বৃদ্ধি ASTHMA, dry weather, agg. (2)
31 Lungs হাঁপানি, ধুলো শ্বাস গ্রহণের ফলে ASTHMA, dust, from inhaling (8)
32 Lungs হাঁপানি, খাবার খাওয়ার পরে ASTHMA, eating, after (3)
33 Lungs হাঁপানি, বৃদ্ধ লোকের ASTHMA, elderly, people, in (10)
34 Lungs হাঁপানি, আবেগের পরে ASTHMA, emotions, after (12)
35 Lungs হাঁপানি, আলজিহ্বায় আক্ষেপ বা দুর্বলতার ফলে ASTHMA, epiglottis, spasms or weakness of (1)
36 Lungs হাঁপানি, উদ্ভেদ চাপাপড়ার ফলে ASTHMA, eruptions, after suppressed (12)
37 Lungs হাঁপানি, সন্ধ্যায় ASTHMA, evening (9)
38 Lungs হাঁপানি, পরিশ্রমের ফলে ASTHMA, exertion, from (4)
39 Lungs হাঁপানি, উত্তেজনাতে ASTHMA, excitement (23)
40 Lungs হাঁপানি, শ্লেষ্মা-নির্গমনে উপশম ASTHMA, expectoration, amel. (11)
41 Lungs হাঁপানি, হলে মুখমণ্ডলে ব্যথা হয় ও মুখমণ্ডলের বিখাউজ অদৃশ্য হয় ASTHMA, faceache, with, after disappearance of tetter on face (1)
42 Lungs হাঁপানি, পেটফাঁপার ফলে ASTHMA, flatulence, from (10)
43 Lungs হাঁপানি, কুয়াশায় বৃদ্ধি ASTHMA, fog, agg. (1)
44 Lungs হাঁপানি, সুড়সুড়ি লাগতে লাগতে হাঁপানি হয় ASTHMA, formication, preceded by (2)
45 Lungs হাঁপানি, ভয় পাওয়ার পরে ASTHMA, fright, after (3)
46 Lungs হাঁপানি, পাকস্থলীসংক্রান্ত বিশৃঙ্খলার সহিত ASTHMA, gastric derangements, with (12)
47 Lungs হাঁপানি, ঘ্যাগের সহিত ASTHMA, goitre, with (1)
48 Lungs হাঁপানি, গনোরিয়া চাপাপড়ার ফলে ASTHMA, gonorrhea, from suppressed (2)
49 Lungs হাঁপানি, গেঁটেবাতের সহিত ASTHMA, gout, rheumatism, with (3)
50 Lungs হাঁপানি, খড়ে হাঁপানি ASTHMA, hay, asthma (0)
51 Lungs হাঁপানি, হাঁটু পজিশনে মাথা আনলে ASTHMA, head, on knee position (1)
52 Lungs হাঁপানি, হৃৎপিণ্ডের সমস্যার সহিত ASTHMA, heart, problems, with (37)
53 Lungs হাঁপানি, উত্তাপে বৃদ্ধি ASTHMA, heat, agg. (2)
54 Lungs হাঁপানি, অর্শের সহিত ASTHMA, hemorrhoids, with (2)
55 Lungs হাঁপানি, লাল দাগ ও চুলকানি যুক্ত চর্মরোগের ফলে ASTHMA, hives, from (2)
56 Lungs হাঁপানি, ঘোড়ার সহিত সম্পর্ক যুক্ত ASTHMA, horse, coming in contact with (1)
57 Lungs হাঁপানি, সেঁতসেঁতে ASTHMA, humid (19)
58 Lungs হাঁপানি, ফুসফুসে জল সঞ্চয়ের সহিত ASTHMA, hydrothorax, with (1)
59 Lungs হাঁপানি, হিস্টিরিয়াগ্রস্ত ASTHMA, hysterical (12)
60 Lungs হাঁপানি, মেরুদণ্ডে আঘাতের পরে ASTHMA, injury, of spine, after (2)
61 Lungs হাঁপানি, অনিদ্রার সহিত ASTHMA, insomnia, with (2)
62 Lungs হাঁপানি, থেমে-থেমে হওয়া জ্বরের সহিত ASTHMA, intermittent, fever, with (1)
63 Lungs হাঁপানির সহিত চুলকানি ASTHMA, itching, with (5)
64 Lungs হাঁপানি, হাসলে বৃদ্ধি ASTHMA, laughing, agg. (1)
65 Lungs হাঁপানি, পিছনের দিকে হেলান দিলে ASTHMA, leaning, backwards (1)
66 Lungs হাঁপানি, পরিতৃপ্তির সহিত আহার করলে ASTHMA, meal, after every satisfying (1)
67 Lungs হাঁপানি, হাম রোগের পরে ASTHMA, measles, after (2)
68 Lungs হাঁপানি, ঋতুস্রাবের সময় ASTHMA, menses, during (1)
69 Lungs হাঁপানি, মানসিক পরিশ্রমে ASTHMA, mental, exertion (1)
70 Lungs হাঁপানি, পারদ সেবনের পরে ASTHMA, mercury, after (1)
71 Lungs হাঁপানি, মধ্যরাতের পরে ASTHMA, midnight, after (8)
72 Lungs হাঁপানি, কয়লার ধুলার ফলে খনি শ্রমিকদের শ্বাসকষ্ট ASTHMA, miner’s asthma, from coal dust (5)
73 Lungs হাঁপানি, ছাতা পড়া পরিবেশে ASTHMA, moldy, environment, from (4)
74 Lungs হাঁপানি, সকালে ASTHMA, morning (13)
75 Lungs হাঁপানি, মিউজিকে বৃদ্ধি ASTHMA, music, agg. (1)
76 Lungs হাঁপানি, বমি ভাবের সহিত ASTHMA, nausea, with (3)
77 Lungs হাঁপানি, স্নায়বিক ASTHMA, nervous (4)
78 Lungs হাঁপানি, রাতে ASTHMA, night (31)
79 Lungs হাঁপানি, মধ্যাহ্নে ASTHMA, noon (1)
80 Lungs হাঁপানি, গন্ধের ফলে ASTHMA, odors, from (2)
81 Lungs হাঁপানি, বুক ধড়ফড় করার সহিত ASTHMA, palpitations, with (5)
82 Lungs হাঁপানি, নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত ASTHMA, periodic (18)
83 Lungs হাঁপানি, একুইট ফুসকুড়ি চাপাপড়ার পরে ASTHMA, rash, after suppression of acute (4)
84 Lungs হাঁপানি, সাম্প্রতিক সময়ের সামান্য অসুস্থতা ASTHMA, recent, uncomplicated cases (2)
85 Lungs হাঁপানি, বাতরোগের সহিত ASTHMA, rheumatism, with (3)
86 Lungs হাঁপানি, যানবাহনে পরিভ্রমণে বৃদ্ধি ASTHMA, riding, agg. (1)
87 Lungs হাঁপানি, দোলখেলে উপশম ASTHMA, rocking, amel. (1)
88 Lungs হাঁপানি, ঠাণ্ডা গোলাপ পরবর্তী ASTHMA, rose cold, following (1)
89 Lungs হাঁপানি, নাবিকেরা দ্রুত তীরে চলে আসে ASTHMA, sailors, as soon as they go ashore (1)
90 Lungs হাঁপানি, সমুদ্রতীরে উপশম ASTHMA, seashore, amel. (1)
91 Lungs হাঁপানি, যৌনক্রিয়া করার সময় ASTHMA, sex, during (2)
92 Lungs হাঁপানি, যৌন উত্তেজনার সহিত ASTHMA, sexual excitation, with (1)
93 Lungs হাঁপানি, যখন নিদ্রা আসে ASTHMA, sleep, coming on during (11)
94 Lungs হাঁপানি, বিছানা হতে উঠে বসতে বাধ্য হয় ASTHMA, sit up, must, in bed (1)
95 Lungs হাঁপানি, চর্মরোগের সহিত ASTHMA, skin disease, with (2)
96 Lungs হাঁপানি, ধূমপান করার ফলে ASTHMA, smoking, from (4)
97 Lungs হাঁপানি, আক্ষেপিক ASTHMA, spasmodic (58)
98 Lungs হাঁপানি, বসন্তকালে ASTHMA, spring, in (1)
99 Lungs হাঁপানি, মলত্যাগে উপশম ASTHMA, stool, amel. (1)
100 Lungs হাঁপানি, হঠাৎ আক্রান্ত হয় ASTHMA, sudden, attacks (3)
101 Lungs হাঁপানি, শ্বাসরোধকর ASTHMA, suffocative (5)
102 Lungs হাঁপানি, গ্রীষ্মকালে ASTHMA, summer, in (3)
103 Lungs হাঁপানি, পায়ের ঘাম চাপাপড়ার পরে ASTHMA, suppressed, foot sweat, from (2)
104 Lungs হাঁপানি, রোগ চাপাপড়ার ফলে ASTHMA, suppression, from (1)
105 Lungs হাঁপানি, সাইকোটিক ASTHMA, sycotic (4)
106 Lungs হাঁপানি, কথা বললে বৃদ্ধি ASTHMA, talking, agg. (2)
107 Lungs হাঁপানি, বিখাউজে আক্রান্ত হওয়ার সহিত ASTHMA, tetter recedes with attack (1)
108 Lungs হাঁপানি, পিপাসা বমিভাব বক্ষে সুচ বিধার অনুভূতি ও জ্বালার সহিত ASTHMA, thirst, nausea, stitches and burning in chest, with (1)
109 Lungs হাঁপানি, বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির সময় ASTHMA, thunderstorm, during (4)
110 Lungs হাঁপানি, যক্ষ্মারোগের সহিত ASTHMA, tuberculosis, with (1)
111 Lungs হাঁপানি, রক্তে অতিমাত্রায় ইউরিয়ার সহিত ASTHMA, uremia, with (1)
112 Lungs হাঁপানি, প্রস্রাব করার সময় ASTHMA, urinating, while (1)
113 Lungs হাঁপানি, রাতে বেদনাদায়ক মূত্রত্যাগের সহিত ASTHMA, urination, painful at night, with (1)
114 Lungs হাঁপানি, মূত্রে আঁশআঁশ জমে সলিড হওয়ার সহিত ASTHMA, urine supersaturated with solids, with (1)
115 Lungs হাঁপানি, টিকা গ্রহণের পরে ASTHMA, vaccination, after (3)
116 Lungs হাঁপানি, বিরক্তির ফলে ASTHMA, vexation, from (1)
117 Lungs হাঁপানি, শিরোঘূর্ণনের সহিত ASTHMA, vertigo, with (1)
118 Lungs হাঁপানি, বমির সহিত ASTHMA, vomiting, with (3)
119 Lungs হাঁপানি, উষ্ণ খাবার খেলে বৃদ্ধি ASTHMA, warm, food agg. (2)
120 Lungs হাঁপানি, আবহাওয়া পরিবর্তনে বৃদ্ধি ASTHMA, weather, change of agg. (5)
121 Lungs হাঁপানি, ভিজা আবহাওয়ায় ASTHMA, wet, weather, in (9)
122 Lungs হাঁপানি, সাইসাই শব্দকারী ASTHMA, wheezing (73)
123 Lungs হাঁপানি, হুপিং কাশির ফলে ASTHMA, whooping, cough, from (1)
124 Lungs হাঁপানি, বায়ুর বিপরীতে হাঁটলে ASTHMA, wind, walking against (1)
125 Lungs হাঁপানি, বায়ুময়-ঝড়ো আবহাওয়ায় ASTHMA, windy, weather (1)
126 Lungs হাঁপানি, শীতকালে আক্রান্ত ASTHMA, winter, attacks (4)

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *