ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১৩ | Daily Study of Homeopathy

পাঠ -১৩

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১৩. বিসদৃশ চিকিৎসা দর্শন
এফোরিজম ৩০ – ৩৩: প্রাকৃতিক রোগ অপেক্ষা ঔষধশক্তি দ্বারা দেহের স্বাস্থ্য পরিবর্তিত হওয়ার প্রবণতা অধিকতর।
এফোরিজম ৩৪, ৩৫: পুরাতন পীড়ায় বিসদৃশ লক্ষণ চিকিৎসায় ব্যর্থতার দ্বারা হোমিওপ্যাথিক আরোগ্য নীতির সত্যতা প্রমাণিত হয়। দুটি বিসদৃশ রোগ একই দেহে মিলিত হয়ে পরস্পরকে দূরীভূত করতে বা আরোগ্য করতে কখনো পারে না।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

73 CHAMOMILLA VULGARIS [Cham]
Cham অত্যন্ত খিটখিটে মেজাজ, বিমর্ষ, অত্যন্ত রাগী, সামান্য কিছুতেই বিরক্ত হয় ও কাঁদে, শিশু সর্বদা ঘ্যান ঘ্যান করে ও নানারকম জিনিসের বায়না ধরে, কিন্তু দিলে নিতে চায় না ছুড়ে ফেলে দেয়, কোলে উঠে বেড়াতে চায়।
Cham সামান্য ব্যথাও অত্যন্ত অসহ্য অনুভূত হয়।
Cham জ্বরের উত্তাপের সহিত ঘাম হয়, বিশেষত মাথায় ঘাম হয়, পিপাসা হয়, এক গাল লাল ও গরম, অন্য গাল বিবর্ণ দেখায়।
Cham সালফারের মত হাত ও পায়ের তলা জ্বালা করে।
Cham আহার ও পানের পর মুখমণ্ডল ঘামে।
74 CHELIDONIUM MAJUS [Chel]
Chel ডানদিকের পাখনার (স্কেপুলার) কোণের দিকে ভিতরে সর্বদা বেদনা।
Chel নাকের পাখনা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে নড়ে।
Chel মন বিমর্ষ, কাঁদতে ইচ্ছা, কিন্তু তার কারণ বুঝতে পারা যায় না, উৎকণ্ঠা ভাব, কোন বিপদ হবে সর্বদা এরূপ আশঙ্কা।
Chel মাথাঘোরার সহিত জণ্ডিস বা পাকাশয়ের গোলযোগ।
Chel জিহ্বার গোঁড়ার দিক হলদে বর্ণের ময়লা।
Chel লিভারে আঘাত লাগার মত ব্যথা অনুভূতি।
Chel গরম খাদ্য খেলে লিভার, বুক ও পাকস্থলীর লক্ষণগুলির উপশম।
Chel ডান পায়ের পাতা বরফের মত ঠাণ্ডা, বাম পায়ের উত্তাপ স্বাভাবিক।
75 CHIMAPHILA UMBELLATA [Chim]
Chim মূত্রের পরিমাণ অল্প, ঘোলা ও তাতে সূতার মত সরু সরু পুঁজ মিশ্রিত থাকে।
Chim দাড়িয়ে পা ফাঁক করে সামনের দিকে ঝুঁকে প্রস্রাব করতে হয়।
Chim পানির উপর বসে আছে এরূপ অনুভূতি।
Chim জননাঙ্গ ও মলদ্বারের মাঝামাঝি স্থানে (পেরিনিয়াম) একটা বল আছে এমন অনুভূতি।
Chim কিডনি প্রদেশে ধড়ফড়ানি অনুভূতি।
76 CHINA or CINCHONA OFFICINALIS [Chin]
Chin আত্মহত্যা করার প্রবল ইচ্ছা, কিন্তু তা করতে সাহস হয় না।
Chin সমস্ত শরীরে অতিরিক্ত স্পর্শানুভূতি, বিশেষভাবে মৃদু স্পর্শে, কিন্তু ক্রমশ জোরে চাপ দিলে ব্যথা অনুভূত হয় না।
Chin শরীরের কোন তরল পদার্থ প্রচুর পরিমাণে বের হয়ে অসুস্থতা।
Chin পেট ফাঁপে, উদগারে উপশম হয় না।
Chin মুখমণ্ডল পাংশু, চোখ কোটরাগত ও চোখের চারিদিকে কালিমা।
Chin শরীরের যেকোনো দ্বার দিয়ে গাঢ় অথবা জমা জমা প্রচুর রক্তস্রাব হয়, রক্তস্রাবের জন্য দুর্বলতা, চোখে ঝাপসা দেখে ও কানে শোঁ শোঁ শব্দ হয়।
Chin সব কিছুই তিতা, লবণাক্ত স্বাদ, পানিও তিতা লাগে।
77 CHININUM SULPHURICUM [Chin-s]
Chin-s মাথার ভিতর যেন কলের যাঁতা ঘুরতেছে এরূপ অনুভূত হয়।
Chin-s কানের ভিতর বিশেষত বাম কানে অল্পক্ষনস্থায়ী স্নায়ুশুল, প্রতিবার একই সময়ে আরম্ভ হয়।
Chin-s শরীর অত্যন্ত দুর্বল ও অবসন্ন, সামান্য পরিশ্রম করলেই হৃদপিণ্ডের ধুকধুকানি বাড়ে।
Chin-s পিঠের শিরদাঁড়া টিপলে বেদনা অনুভূত হয়।
Chin-s মাথার পিছন হতে কপাল পর্যন্ত ব্যথা।
Chin-s বাম চোখ নাচে বিশেষত সন্ধ্যার সময়ে।
Chin-s জ্বরের শীত অবস্থায় শিরাগুলি ফোলা ও ব্যথাযুক্ত হয়।
Chin-s ঘাম হয়ে রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, বসে থাকলে মাথায় প্রচুর ঘাম হয়।
78 CHIONANTHUS VIRGINICA [Chion]
Chion প্রকাণ্ড কলিজা, কোষ্ঠবদ্ধতা, কাদার মত রঙ্গের মল, জণ্ডিস ও গাঢ়বর্ণের মূত্র, লিভার প্রদেশে টাটানি ব্যথা।
Chion নাভির চারিধারে খামচানো ব্যথা, পাকস্থলীতে যেন জীবিত কিছু নড়তেছে এরূপ অনুভূতি।
Chion বাম কনুইয়ের ব্যথা।
Chion মল দেখতে আলকাতরার মত কালো।
Chion প্রতি গ্রীষ্ম কালে জণ্ডিস হয়।

Mind অধ্যায়ের ৬০১ থেকে ৬৫০ পর্যন্ত মূল রুব্রিক:

601 Mind কোন কিছু ধাক্কা দিতে অনুপ্রাণিত করে PUSH THINGS, impelled to (1)
602 Mind ঝগড়াটে QUARRELSOME (134)
603 Mind প্রশ্ন করে, ক্রমাগত কথা বলে QUESTIONS, speaks continually in (2)
604 Mind তাড়াতাড়ি, অভিনয় করতে সক্ষম QUICK, to act (5)
605 Mind শান্ত, স্বভাব QUIET, disposition (49)
606 Mind শান্ত হতে পারেনা QUIETED, cannot be (7)
607 Mind প্রচণ্ড ক্রোধ RAGE (100)
608 Mind হঠকারিতা RASHNESS (6)
609 Mind পড়াশোনা READING (0)
610 Mind বাস্তবতার বাহিরে যোগাযোগ REALITY, out of touch with (6)
611 Mind যুক্তি দেখানোর ক্ষমতা বৃদ্ধি REASON increased, power of (1)
612 Mind পুলটিস বা প্রলেপ প্রতিকূল হয় REBELS against poultice (16)
613 Mind চিনতে পারেনা RECOGNIZE, does not (0)
614 Mind প্রতিক্রিয়া করতে মানসিকভাবে অক্ষম REFLECT, mentally unable to (9)
615 Mind গভীরভাবে চিন্তা করে REFLECTING (10)
616 Mind প্রত্যাখ্যান করে, সাহায্যের ডাক REFUSES, help (3)
617 Mind পরিত্যক্ততা বোধ REJECTED, feelings (5)
618 Mind প্রত্যাখ্যান হওয়ার পর, হতে অসুস্থতা REJECTION, ailments from (24)
619 Mind বাতিল করে দেয়, তাকে যা জিজ্ঞাস করা হয় REJECTS, what he asks for (4)
620 Mind নিরুদ্বেগ, মানসিকভাবে RELAXED, mentally (3)
621 Mind ধর্মবিষয়ক, অনুরাগ RELIGIOUS, affections (61)
622 Mind অনুশোচনা, অনুতাপ বোধ REMORSE, feelings, regret (60)
623 Mind পুনরাবৃত্তি করে একই কর্ম REPEATS, the same actions (3)
624 Mind অনুতপ্ত REPENTANT (2)
625 Mind ভর্তসনা করার (ফলে অসুস্থতা) REPROACHES (ailments from) (20)
626 Mind বিরক্তিকর, মেজাজ REPULSIVE, mood (41)
627 Mind বিরক্তিভাব RESENTMENT (0)
628 Mind গাম্ভীর্য চরিত্রের RESERVED (58)
629 Mind কাজ পরিহার RESIGNATION (17)
630 Mind দায়িত্ব নিতে, অনীহা RESPONSIBILITY, aversion to (4)
631 Mind বিশ্রাম, নিতে চায় REST, desire for (24)
632 Mind অস্থিরতা RESTLESSNESS (405)
633 Mind মানসিক ও শারীরিক বিকাশে বাধাপ্রাপ্ত শিশু RETARDED, children (4)
634 Mind অবসর গ্রহণের ইচ্ছা RETIREMENT, desire for (3)
635 Mind জানিয়ে দেয়, গোপন বিষয় REVEALS, secrets (3)
636 Mind হৈচৈ আনন্দ উপভোগ করে ভোজে যোগদান REVELRY, feasting (12)
637 Mind প্রতিহিংসাপরায়ণ REVENGEFUL (0)
638 Mind ভক্তি-শ্রদ্ধা প্রদর্শন করে, তার চার পার্শ্বের সকলকে REVERENCE, for those around him (10)
639 Mind চিন্তামগ্নতায়, নিমজ্জিত REVERIE, absorbed in (3)
640 Mind গাড়িতে উঠতে অনীহা RIDING in a carriage, averse to (1)
641 Mind গর্জনশীল ROARING (1)
642 Mind এপাশ ওপাশ দোলানো, পশ্চাৎে হামাগুড়ি দেয়ার ইচ্ছা অথবা এরূপ মনে করা ROCKS, desire to crawl behind or feel (1)
643 Mind গড়াগড়ি, খায় মেঝেতে ROLLS, on ground (1)
644 Mind প্রণয় সম্পর্কের, অনুভূতি ROMANTIC, feelings (18)
645 Mind ঘর ভরা মানুষে বৃদ্ধি ROOM, full of people agg. (21)
646 Mind নানাস্থানে ঘুরে, উদ্দেশ্যহীনভাবে ROVING about, aimless (6)
647 Mind কর্কশতা RUDENESS (41)
648 Mind ছুটে বেড়ায় RUNS, about (20)
649 Mind বিষন্নতা SADNESS (0)
650 Mind ব্যঙ্গ বিদ্রুপ করে SARCASM, satirical (8)

Ear অধ্যায়ের ১৩০ টি মূল রুব্রিক:

1 Ears ফোড়া পিছনে ABSCESS, behind (10)
2 Ears অবিরাম বেদনা ACHING, pain (62)
3 Ears লেগে থাকা মধ্যকানে ADHESIONS, in middle ear (3)
4 Ears জুড়ে যাওয়া বহি:কর্ণ মাথার সাথে AGGLUTINATION, of auricle to head (1)
5 Ears বাতাস স্পর্শকাতর AIR, sensitive to open, about ears (17)
6 Ears জীবন্ত কিছু কানে থাকার অনুভূতি ALIVE, sensation in ear (1)
7 Ears টাক, কেশহীন ক্ষুদ্র দাগ কানের উপরে BALD, spot above (1)
8 Ears দাঁতে কাটার মত বেদনা BITING, pain (4)
9 Ears আঘাতের ঘাইলাগা বেদনা যেন BLOW, pain, as from (11)
10 Ears ফুঁ লাগা অনুভূতি কানে BLOWING, sensation in (3)
11 Ears তক্তা বা কাঠ থাকার অনুভূতি BOARD, before, sensation of (1)
12 Ears কানের পিছনের অংশ শক্ত হওয়ার অনুভূতি BODY, hard, behind the ear, sensation (1)
13 Ears লোমফোড়া BOILS (5)
14 Ears হাতের আঙ্গুল প্রবেশ করিয়ে বোরিং করে BORING, fingers in (15)
15 Ears গর্ত করার মত বেদনা BURROWING, pain (5)
16 Ears ফেটে যাওয়া অনুভূতি BURSTING, sensation (14)
17 Ears চুনসম্বলিত পদার্থ জমা হয় মধ্যকর্ণে CALCAREOUS, deposit on tympanum (2)
18 Ears অস্থির ক্ষয়রোগ CARIES (0)
19 Ears সর্দি স্টেচিয়েন টিউবের CATARRH, eustachian tube (45)
20 Ears শিশুদের পুরাতন অভিযোগ CHILDREN, chronic complaints of (14)
21 Ears শীত শীত ভাব CHILLINESS (1)
22 Ears শীতলতা COLDNESS, of (29)
23 Ears সংকোচনকর CONSTRICTION, of (1)
24 Ears ক্ষয়কারক বেদনা কানের লতিতে CORROSIVE, pain in lobule (1)
25 Ears খিল ধরা CRAMP, in (41)
26 Ears পোকা হাটার মত অনুভূতি CRAWLING (1)
27 Ears কাটছে যেন এমন বেদনা কানে CUTTING, pain, in (24)
28 Ears শংখাস্থির ক্ষয়প্রাপ্তির প্রক্রিয়া আসন্ন DECAY, of mastoid process, threatened (10)
29 Ears খনন করার মত বেদনা DIGGING, pain (11)
30 Ears প্রসারিত মিটাস এমন অনুভূতি DILATATION, of meatus, sensation of (1)
31 Ears স্রাব DISCHARGES (93)
32 Ears বর্ণবিকৃতি নীল DISCOLORATION, blue (2)
33 Ears ফাঁপা বা ফোলা অনুভূতি DISTENSION, sensation of, in (6)
34 Ears টেনে ধরার মত বেদনা DRAWING, pain (75)
35 Ears শুষ্কতা DRYNESS (19)
36 Ears কানের রোগ আরোগ্যকারী ঔষধ EAR, remedies (33)
37 Ears কানের পর্দা ছেদন, কর্ণপটহ EARDRUM, ruptured, tympanum (9)
38 Ears কানের খইল (বর্ধিত) EARWAX (increased) (33)
39 Ears একজিমা ECZEMA (7)
40 Ears উদ্ভেদ ERUPTIONS (53)
41 Ears ইরিসিপিলাস (বিসর্প) ERYSIPELAS (19)
42 Ears ত্বকের লেয়ার ক্ষতিগ্রস্ত, কানের পিছনে EXCORIATION, behind (6)
43 Ears অস্থি বৃদ্ধি EXOSTOSIS (3)
44 Ears বহিরাগত বস্তু যেন FOREIGN body, in, as if (4)
45 Ears সুড়সুড়ি লাগা FORMICATION (33)
46 Ears শীতে জমে যায় সহজে FREEZING, easily (2)
47 Ears হিমায়িত যেন FROZEN, as if (7)
48 Ears পূর্ণতাবোধ অনুভূতি FULLNESS, sensation, of (41)
49 Ears ছত্রাক উপমাংস FUNGUS, excrescences (1)
50 Ears কানের আঠা GLUE-ear (5)
51 Ears চিবানোর মত বেদনা GNAWING, pain (8)
52 Ears আকড়েধরার মত বেদনা GRIPING, pain (1)
53 Ears হাতুড়ি মারার মত HAMMERING (4)
54 Ears শ্রবণশক্তি HEARING (0)
55 Ears উত্তাপ HEAT (109)
56 Ears হার্পিস HERPES (13)
57 Ears শূন্যগর্ভ অনুভূতি HOLLOWNESS, sensation (2)
58 Ears প্রদাহ কানে INFLAMMATION, ears (22)
59 Ears চুলকানি ITCHING, of (96)
60 Ears ঝাঁকি দিয়ে উঠা বেদনা JERKING, pain (29)
61 Ears লেবরিনথাইটিস LABYRINTHITIS (0)
62 Ears ছিন্নকর বেদনা LACERATING, pain (5)
63 Ears বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা LANCINATING, pain (40)
64 Ears পিণ্ড, শক্ত, কানের পিছনে LUMPS, hard, behind ear (1)
65 Ears শংখাস্থির প্রদাহ MASTOIDITIS, infection (10)
66 Ears মেনিয়ার রোগ MENIERE’S disease (70)
67 Ears আর্দ্রতা কানের পিছনে MOISTURE, behind the ears (14)
68 Ears সরু-সংকীর্ণ অনুভূতি NARROW, sensation (1)
69 Ears বমিভাব, কানের ভিতরে উদ্ভব হয় NAUSEA, in (1)
70 Ears গ্রন্থিগুল্ম, তামা রঙের NODES, on, copper-colored (5)
71 Ears শব্দ, কানে NOISES, in ears (0)
72 Ears অসাড়তা NUMBNESS (11)
73 Ears গন্ধ খারাপ প্রকৃতির ODOR, bad (1)
74 Ears খোলা, নালী মনে হচ্ছে খোলা OPEN, meatus seems open (2)
75 Ears খোলা ও বন্ধ করার অনুভূতি, ভালভের মত OPENING, and closing, sensation like a valve (6)
76 Ears খোলা থাকার অনুভূতি, মুখ খুললে ও বন্ধ করলে কানের ভিতরে বাতাস আসা যাওয়া করে OPENING, sensation of, through which the air penetrates on opening and closing the mouth (1)
77 Ears কানের প্রদাহ, আভ্যন্তরিক OTITIS interna, inner ear (53)
78 Ears বেদনা কানে PAIN, ears (223)
79 Ears ঠোকরমারা অনুভূতি PECKING, sensation (1)
80 Ears মরিচের ঝালের মত অনুভূতি PEPPERY, sensation (1)
81 Ears কানের পর্দা ছিদ্র হওয়া PERFORATION of eardrum, tympanum (9)
82 Ears ঘাম PERSPIRATION (3)
83 Ears তীক্ষ্ণ বেদনা PIERCING, pain (8)
84 Ears চিমটি কাটার ন্যায় বেদনা, কানে PINCHING, pain in (31)
85 Ears পলিপস POLYPS (17)
86 Ears চেপে ধরার মত বেদনা PRESSING, pain (88)
87 Ears খোঁচামারার মত অনুভূতি PRICKING, sensation (5)
88 Ears কাটা বা সুচ ফোটার মত অনুভূতি PRICKLING, sensation (1)
89 Ears ফুঁ দিয়া নড়ানোর অনুভূতি, টেম্পোরাল ধমনীতে এবং কানে স্পন্দন হওয়া PUFFING, sensation in ears from pulsation of temporal arteries (1)
90 Ears স্পন্দিত হওয়া, কানে PULSATION, in ears (85)
91 Ears কম্পিত হওয়া QUIVERING (2)
92 Ears ফুসকুড়ি কানের পিছনে RASH, behind (2)
93 Ears শিথিলতা কানের পর্দায়, এমন অনুভূতি RELAXATION, eardrum, sensation (1)
94 Ears ঘূর্ণায়মান কোনো কিছু যেন, মাথা সামনে পিছনে নিলে কানে ঝাঁকুনি লাগলে এমন অনুভূতি হয় ROLLING, as of something, to and fro in ear on shaking head (1)
95 Ears রুক্ষ, কানের বহিস্ত্বক ROUGH, epidermis in ears (1)
96 Ears রক্ত বেগে ধাবিত হয়, ডান কান হতে RUSH, of blood to right ear (1)
97 Ears চাঁচার মত SCRAPING (1)
98 Ears চুলকান অনুভূতি SCRATCHING, sensation (2)
99 Ears স্ক্রু ঢোকানোর মত SCREWING (2)
100 Ears সেবাসিয়াস সিস্ট, কানের পিছনে SEBACEOUS cyst, behind ear (3)
101 Ears স্পর্শকাতর, কানের লতি SENSITIVE, lobule (2)
102 Ears সংবেদনশীলতা SENSITIVITY (0)
103 Ears তীক্ষ্ণ বেদনা SHARP, pain (171)
104 Ears আঘাত লাগে, ঢোকগেলার সময় SHOCKS, on swallowing (1)
105 Ears প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (28)
106 Ears আক্ষেপিক বেদনা SPASMODIC, pain (7)
107 Ears বসার্বুদ, কানের পিছনে STEATOMA, behind ears (1)
108 Ears বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি STOPPED, up, sensation (119)
109 Ears স্ট্রোক, আঘাত লাগা কানে STROKES, blows in ears (5)
110 Ears পুঁজ হওয়া, কানের পিছনে SUPPURATION, behind ear (4)
111 Ears হু হু করে বাড়ছে এমন SURGING (1)
112 Ears স্ফীতি SWELLING (47)
113 Ears ছিন্নকর বেদনা TEARING, pain (114)
114 Ears টানবোধ TENSION (10)
115 Ears ঝিনঝিন কর TINGLING (55)
116 Ears কানে ভোঁ ভোঁ শব্দ TINNITUS (0)
117 Ears কম্পিত হয়, দু:খদায়ক সংবাদ শ্রবণ করার পরে TREMBLING, in, after sad news (2)
118 Ears ক্ষুদ্র স্ফীতি, শক্ত, বাম কানের পিছনে TUBERCLE, hard, behind left ear (1)
119 Ears অর্বুদ, পুঁজকোষ TUMORS, cystic (3)
120 Ears টনটনকর TWINGING (23)
121 Ears আকস্মিক টান TWITCHING (46)
122 Ears ক্ষতসৃষ্টি ULCERATION (16)
123 Ears ক্ষতকর বেদনা ULCERATIVE, pain (9)
124 Ears ফোস্কা VESICLES (9)
125 Ears উষ্ণতার অনুভূতি WARMTH, sensation (1)
126 Ears আঁচিলের মত কিছু জন্মানো, কানের পিছনে, প্রদাহিত এবং ক্ষতকর WART-like, growth, behind ear, inflamed and ulcerated (1)
127 Ears পানি রয়েছে এমন অনুভূতি কানে WATER, sensation, in ear (7)
128 Ears খইল WAX (0)
129 Ears বায়ু প্রবাহের অনুভূতি WIND, sensation, in (22)
130 Ears ক্রিমি থাকার অনুভূতি WORMS, sensation of (9)

Elbows অধ্যায়ের ৬৫ টি মূল রুব্রিক:

1 Elbows ফোড়া ABSCESS (1)
2 Elbows অবিরাম বেদনা ACHING, pain (23)
3 Elbows অচল সন্ধি ANCHYLOSIS (2)
4 Elbows সন্ধিবাত নোসোডাইটিস, কনুইর উপরে ARTHRITIC, nosodities, above elbows (1)
5 Elbows ব্যান্ডেজ থাকার অনুভূতি BANDAGED, sensation as if (1)
6 Elbows ছিদ্র করার মত বেদনা BORING, pain (13)
7 Elbows ভাঙ্গা এমন অনুভূতি BROKEN, sensation as if (3)
8 Elbows বুদবুদ উঠার অনুভূতি BUBBLING, sensation (4)
9 Elbows জ্বালাকর বেদনা BURNING, pain (22)
10 Elbows শীতলতা COLDNESS (5)
11 Elbows চেপে সংকোচন COMPRESSION (2)
12 Elbows সংকোচনকর CONSTRICTION (7)
13 Elbows সংকোচন পেশী ও পেশিবন্ধনীর CONTRACTION, of muscles and tendons (5)
14 Elbows ফাটা চামড়া CRACKED, skin (1)
15 Elbows কটকট করে সন্ধি স্থানে CRACKING, in joints (15)
16 Elbows কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (9)
17 Elbows ক্ষয়প্রাপ্ত অস্থি DECAY, of bone (1)
18 Elbows বর্ণবিকৃতি DISCOLORATION (0)
19 Elbows টেনে ধরার মত বেদনা DRAWING, pain (60)
20 Elbows একজিমা ECZEMA (2)
21 Elbows উদ্ভেদ ERUPTIONS (20)
22 Elbows চিবানোর মত বেদনা GNAWING, pain (6)
23 Elbows উত্তাপ HEAT (6)
24 Elbows ভারবোধ অনুভূতি HEAVINESS, sensation (6)
25 Elbows হার্পিস HERPES (10)
26 Elbows প্রদাহ INFLAMMATION, of (4)
27 Elbows আঘাত লাগা কনুইয়ে INJURIES, to elbows (7)
28 Elbows চুলকানি ITCHING (29)
29 Elbows ঝাঁকি দিয়ে উঠা JERKING (3)
30 Elbows খোঁড়ামি LAMENESS (10)
31 Elbows অসাড়তা NUMBNESS (10)
32 Elbows বেদনা কনুইয়ে PAIN, elbows (117)
33 Elbows পক্ষাঘাত PARALYSIS (3)
34 Elbows চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (2)
35 Elbows চেপে ধরার মত বেদনা PRESSING, pain (31)
36 Elbows সোরিয়াসিস তালিতালি দাগ যুক্ত PSORIASIS, in patches (5)
37 Elbows স্পন্দিত হওয়া PULSATION (8)
38 Elbows ফুসকুড়ি RASH (3)
39 Elbows অস্থিরতার সহিত ভাঁজ করে, আচ্ছাদিত অবস্থায় RESTLESSNESS, bend of, when covered (1)
40 Elbows বাতজ বেদনা RHEUMATIC, pain (34)
41 Elbows দাদ RINGWORM (1)
42 Elbows খোস পাঁচড়া, ভাজে SCABIES, bend of (3)
43 Elbows চাঁচার মত বেদনা SCRAPING, pain (1)
44 Elbows তীক্ষ্ণ বেদনা SHARP, pain (73)
45 Elbows আঘাত SHOCKS (4)
46 Elbows তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা SHOOTING, pain (8)
47 Elbows প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (43)
48 Elbows মচকানো অনুভূতি SPRAINED, sensation, as if (11)
49 Elbows শক্তভাব STIFFNESS (27)
50 Elbows পুঁজ হওয়া SUPPURATION (3)
51 Elbows স্ফীতি SWELLING (21)
52 Elbows ছিন্নকর বেদনা TEARING, pain (83)
53 Elbows টেনিস খেলার কারণে কনুই প্রদাহ TENNIS, elbow (8)
54 Elbows টানবোধ TENSION (23)
55 Elbows ঝিনঝিন কর বা নিদ্রিত অনুভূতি TINGLING, prickling, asleep (2)
56 Elbows ক্ষুদ্র স্ফীতি TUBERCLE (4)
57 Elbows অর্বুদ, কনুই বিন্দুতে বসার্বুদ TUMORS, point of, steatoma (1)
58 Elbows টনটনকর TWINGING (1)
59 Elbows আকস্মিক টান TWITCHING (16)
60 Elbows ক্ষত ULCERS (4)
61 Elbows আমবাত URTICARIA (1)
62 Elbows ফোস্কা VESICLES (4)
63 Elbows আঁচিল, কনুইয়ের ভাজে WARTS, bend of (1)
64 Elbows পানি, কনুই হতে ঠাণ্ডা পানি ফোঁটায় ফোঁটায় ঝড়ে পড়ার অনুভূতি WATER, sensation of cold water dripping from (1)
65 Elbows দুর্বলতা WEAKNESS, of (19)

Glands অধ্যায়ের ৬৪ টি মূল রুব্রিক:

1 Glands ফোড়া পুঁজবটিকা ABSCESS, suppurations (58)
2 Glands তরল শোষক বরাবর লাল লাইন ABSORBENTS, red lines along (1)
3 Glands এডেনাইটিস সংক্রমণ ADENITIS, infection (58)
4 Glands এডেনইডস এর অসুস্থতার সহিত ADENOIDS, problems with (19)
5 Glands বাতাস গ্রন্থি হতে বাতাস নির্গমনের অনুভূতি AIR, air, passing through glands, sensation (1)
6 Glands ক্রমিক ক্ষয়প্রাপ্তি গ্রন্থি ATROPHY, glands (28)
7 Glands ছিদ্র করার মত বেদনা BORING, pain (3)
8 Glands জ্বালাকর বেদনা BURNING, pain (35)
9 Glands ক্যান্সার, গ্রন্থিতে CANCER, glands (14)
10 Glands শীতলতার অনুভূতি COLDNESS, sensation (1)
11 Glands সংকোচনকর বেদনা CONSTRICTING, pain (20)
12 Glands কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (14)
13 Glands খনন করার মত বেদনা DIGGING, up, pain (19)
14 Glands টেনে ধরার মত বেদনা DRAWING, pain (1)
15 Glands নালী ক্ষত FISTULA, of (3)
16 Glands গর্ভানুসংক্রান্ত বিশৃঙ্খলতার কারণে মুখমণ্ডল, ঘাড় ও বিভিন্ন স্থানে ফুসকুড়ি FOLLICULAR, disturbed action causes pimples on face, neck, etc. (1)
17 Glands সুড়সুড়ি লাগা FORMICATION (22)
18 Glands গ্রন্থির রোগ আরোগ্যকারী ঔষধ GLANDS, remedies (64)
19 Glands চিবানোর মত বেদনা GNAWING, pain (7)
20 Glands উত্তাপ বগলে HEAT, axilla (1)
21 Glands হার্পিস দ্বারা গ্রন্থি আচ্ছাদিত HERPES, glands, covered with (2)
22 Glands হডকিন্স রোগ HODGKIN’S disease (23)
23 Glands গরম HOT (4)
24 Glands অলস প্রকৃতির তার সহিত সিফিলিস INDOLENT, with syphilis (1)
25 Glands শক্ত হত্তয়া গ্রন্থি INDURATED, glands (111)
26 Glands ইনফিলট্রেশন ইন্টারস্টিটিয়াল INFILTRATION, interstitial (1)
27 Glands প্রদাহ INFLAMMATION (0)
28 Glands আঘাত লাগা গ্রন্থিতে INJURIES, glands (23)
29 Glands উপদাহ IRRITATION (1)
30 Glands চুলকানি ITCHING (20)
31 Glands ঝাঁকি দিয়ে উঠা বেদনা JERKING, pain (24)
32 Glands বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা LANCINATING, pain (1)
33 Glands শয়ন করার ফলে LYING, down (0)
34 Glands লসিকা গ্রন্থির উদ্গিরণ প্রদাহের পরে LYMPH, effusion, after inflammation (1)
35 Glands লসিকাসংক্রান্ত গ্রন্থির অসুস্থতা LYMPHATIC glands, ailments of (13)
36 Glands অসাড়তার অনুভূতি NUMBNESS, sensation of, in (12)
37 Glands বেদনা গ্রন্থিতে PAIN, glands (60)
38 Glands অগ্ন্যাশয়ের অসুস্থতা PANCREAS, ailments of (21)
39 Glands কর্ণমূল গ্রন্থির অসুস্থতা PAROTID glands, ailments of (52)
40 Glands চিমটি কাটার ন্যায় বেদনা PINCHING, pain (10)
41 Glands চেপে ধরার মত বেদনা PRESSING, pain (33)
42 Glands খোঁচামারার মত PRICKING (1)
43 Glands স্পন্দিত হওয়া PULSATION (22)
44 Glands কম্পিত হওয়া QUIVERING (6)
45 Glands শিথিল RELAXED (1)
46 Glands গণ্ডমালা রোগ SCROFULOUS (8)
47 Glands সেবাসিয়াস থেকে অতিরিক্ত নিঃসৃত হয় SEBACEOUS, secrete in excess (1)
48 Glands গ্রন্থি থেকে প্রচুর রসক্ষরণ SECRETION, profuse (1)
49 Glands স্পর্শকাতর SENSITIVE (30)
50 Glands তীক্ষ্ণ বেদনা SHARP, pain (56)
51 Glands প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (29)
52 Glands প্লীহা সাধারণ SPLEEN, general (84)
53 Glands হুল ফুটার ন্যায় বেদনা STINGING, pain (2)
54 Glands পেকে উঠা গ্রন্থি SUPPURATING, glands (12)
55 Glands স্ফীতি SWELLING (132)
56 Glands ছিন্নকর বেদনা TEARING, pain (43)
57 Glands স্পর্শকাতর গ্রন্থির ক্ষীণকায় ব্যক্তি TENDER, in emaciated people (3)
58 Glands টানবোধ TENSION (32)
59 Glands ধুঁক ধুঁক করে THROBBING (2)
60 Glands থাইরয়েড গ্রন্থি THYROID, gland (35)
61 Glands যক্ষ্মারোগে আক্রান্ত TUBERCULOSIS, in, affected (2)
62 Glands ক্ষতসৃষ্টি ULCERATION, of (3)
63 Glands ক্ষতকর বেদনা ULCERATIVE, pain (31)
64 Glands ক্ষত ULCERS (40)

Male – EJACULATION এর ৩৭ টি সাব রুব্রিক:

1 Male বীর্যপাত সাধারণ EJACULATION, general (4)
2 Male ঝাঁঝালো বীর্যপাত EJACULATION, general, acrid (5)
3 Male রক্ত মিশ্রিত বীর্যপাত EJACULATION, general, bloody (17)
4 Male যৌনক্রিয়া অবস্থায় জ্বালাকর বীর্যপাত EJACULATION, general, burning, during sex (2)
5 Male যৌনক্রিয়া অবস্থায় শীতল বীর্যপাত EJACULATION, general, cold, during sex (1)
6 Male প্রচুর পরিমাণে বীর্যপাত হয় EJACULATION, general, copious (19)
7 Male বীর্যপাতের আগ্রহ জাগে EJACULATION, general, desire for ejaculation (3)
8 Male কষ্টকর বীর্যপাত EJACULATION, general, difficult (7)
9 Male অতিরিক্ত বীর্যপাত EJACULATION, general, excessive (4)
10 Male যৌনক্রিয়া অবস্থায় বীর্যপাত হয় না EJACULATION, general, failing during sex (22)
11 Male ফেনা যুক্ত বীর্যপাত EJACULATION, general, frothy (1)
12 Male একপার্শ্বিক পক্ষাঘাত গ্রস্থের বীর্যপাত EJACULATION, general, hemiplegia, in (1)
13 Male গরম বীর্যপাত EJACULATION, general, hot (3)
14 Male অসম্পূর্ণ বীর্যপাত EJACULATION, general, incomplete (33)
15 Male অনুভূতিশূন্য বীর্যপাত EJACULATION, general, insensible (2)
16 Male বীর্যপাত, অনেক সময় ধরে প্রচুর সুক্র ক্ষরণ হয় EJACULATION, general, larger and continues longer (1)
17 Male বিলম্বে বীর্যপাত হয় EJACULATION, general, late, too (15)
18 Male লেমন রঙের বীর্যপাত EJACULATION, general, lemon-colored (1)
19 Male পিণ্ড দলা রয়েছে এমন অনুভূতির সহিত বীর্যপাত EJACULATION, general, lump, feeling as a (1)
20 Male পিণ্ড দলার মত বীর্যপাত EJACULATION, general, lumpy (1)
21 Male দুধের মত বীর্যপাত EJACULATION, general, milky (12)
22 Male অস্বাভাবিক গন্ধ যুক্ত বীর্যপাত EJACULATION, general, odor, abnormal (1)
23 Male বেদনাদায়ক বীর্যপাত EJACULATION, general, painful (24)
24 Male পেল বর্ণের বীর্যপাত EJACULATION, general, pale (1)
25 Male পুঁজপূর্ণ হলদেটে সবুজ বর্ণের বীর্যপাত EJACULATION, general, purulent, yellowish green (29)
26 Male দ্রুত বীর্যপাত EJACULATION, general, quick, too (38)
27 Male লালচে বাদামি বর্ণের বীর্যপাত EJACULATION, general, reddish-brown (1)
28 Male অল্প পরিমাণে বীর্যপাত EJACULATION, general, short (1)
29 Male দুপুরের নিদ্রার সময় বীর্যপাত EJACULATION, general, siesta, during (1)
30 Male চটচটে আঠালো বীর্যপাত EJACULATION, general, sticky (1)
31 Male প্রবাহিত হওয়ার মত বীর্যপাত EJACULATION, general, stream, running in a (1)
32 Male হঠাৎ বীর্যপাত EJACULATION, general, sudden (1)
33 Male ঘন, গাড় বীর্যপাত EJACULATION, general, thick (3)
34 Male পাতলা, তরল বীর্যপাত EJACULATION, general, thin (1)
35 Male কামোদ্দীপক অনুভূতি ব্যতীত বীর্যপাত EJACULATION, general, voluptuous sensation, without (1)
36 Male পানির মত বীর্যপাত EJACULATION, general, watery (15)
37 Male দুর্বল বীর্যপাত EJACULATION, general, weak (2)

Male – PROSTATIC fluid এর ২০ টি সাব রুব্রিক:

1 Male প্রস্টেটিক তরল নির্গমন PROSTATIC fluid, emissions (50)
2 Male প্রস্টেটিক তরল নির্গমন, কারণহীন PROSTATIC fluid, emissions causeless (1)
3 Male প্রস্টেটিক তরল নির্গমন, ফোটা ফোটা PROSTATIC fluid, emissions dribbling (3)
4 Male প্রস্টেটিক তরল সহজেই নির্গমন হয়, এমন কি অধোবায়ু নির্গমন করলেও PROSTATIC fluid, emissions easily discharged, so, that even an emission of flatus causes (1)
5 Male প্রস্টেটিক তরল নির্গমন হয়, প্রত্যেক আবেগে PROSTATIC fluid, emissions emotion, with every (5)
6 Male প্রস্টেটিক তরল নির্গমন, লিঙ্গ উত্থান অবস্থায় PROSTATIC fluid, emissions erections, during (3)
7 Male প্রস্টেটিক তরল নির্গমন, লিঙ্গ উত্থান ব্যতীত PROSTATIC fluid, emissions erections, during without (11)
8 Male প্রস্টেটিক তরল নির্গমন, অধোবায়ু নির্গমনের ফলে PROSTATIC fluid, emissions flatus, while passing (2)
9 Male প্রস্টেটিক তরল নির্গমন, স্ত্রীলোকের সহিত হাতাহাতি করলে PROSTATIC fluid, emissions fondling, women, while (2)
10 Male প্রস্টেটিক তরল নির্গমন, অসাড়ে PROSTATIC fluid, emissions involuntary (1)
11 Male প্রস্টেটিক তরল নির্গমন, কামার্ত চিন্তা করার সময় PROSTATIC fluid, emissions lascivious thoughts, during (7)
12 Male প্রস্টেটিক তরল নির্গমন, সকালে PROSTATIC fluid, emissions morning (1)
13 Male প্রস্টেটিক তরল নির্গমন, বসা অবস্থায় PROSTATIC fluid, emissions sitting, while (1)
14 Male প্রস্টেটিক তরল নির্গমন, ঘুমানোর সময় PROSTATIC fluid, emissions sleep, during (1)
15 Male প্রস্টেটিক তরল নির্গমন, মলত্যাগের সহিত PROSTATIC fluid, emissions stool, with (32)
16 Male প্রস্টেটিক তরল নির্গমন, যুবতী মহিলাদের সহিত কথা বলার সময় PROSTATIC fluid, emissions talking to a young woman, while (2)
17 Male প্রস্টেটিক তরল নির্গমন বিষয়ে চিন্তা করলে PROSTATIC fluid, emissions thinking of it (1)
18 Male প্রস্টেটিক তরল নির্গমন, তামাক সেবনে বৃদ্ধি PROSTATIC fluid, emissions tobacco agg. (1)
19 Male প্রস্টেটিক তরল নির্গমন, মূত্রত্যাগ করার সময় PROSTATIC fluid, emissions urination, during (6)
20 Male প্রস্টেটিক তরল নির্গমন, হাঁটার সময় PROSTATIC fluid, emissions walking, while (3)

Male – ERECTIONS, penis এর ৬০ টি সাব রুব্রিক:

1 Male লিঙ্গোত্থান ERECTIONS, penis, troublesome (66)
2 Male লিঙ্গোত্থান, বিকেলে ERECTIONS, penis, troublesome afternoon (10)
3 Male লিঙ্গোত্থান, বিছানায় থাকাকালে ERECTIONS, penis, troublesome bed, in (3)
4 Male লিঙ্গোত্থান, কারণ ছাড়া ERECTIONS, penis, troublesome causeless (4)
5 Male লিঙ্গোত্থান, শিশুদের ERECTIONS, penis, troublesome child, in a (7)
6 Male লিঙ্গোত্থান, অব্যাহত ভাবে ERECTIONS, penis, troublesome continued (75)
7 Male লিঙ্গোত্থান, আক্ষেপজনক ERECTIONS, penis, troublesome convulsive (1)
8 Male লিঙ্গোত্থান, কাশি দেয়ার সময় ERECTIONS, penis, troublesome coughing, when (2)
9 Male লিঙ্গোত্থান, দিনে এবং রাতে ERECTIONS, penis, troublesome day and night (2)
10 Male লিঙ্গোত্থান, দিবাভাগে ERECTIONS, penis, troublesome daytime (17)
11 Male লিঙ্গোত্থান, বিলম্বিত ERECTIONS, penis, troublesome delayed (13)
12 Male লিঙ্গোত্থান, কষ্টকর ERECTIONS, penis, troublesome difficult (2)
13 Male লিঙ্গোত্থান, ডিনারের সময় ERECTIONS, penis, troublesome dinner, during (2)
14 Male লিঙ্গোত্থানের কারণে নিদ্রায় ব্যাঘাত ঘটে ERECTIONS, penis, troublesome disturbing sleep (26)
15 Male লিঙ্গোত্থান, প্রেম বিষয়ক স্বপ্ন দেখে ERECTIONS, penis, troublesome dreams, with amorous (27)
16 Male লিঙ্গোত্থান, সহজেই ERECTIONS, penis, troublesome easy, too (13)
17 Male লিঙ্গোত্থান, খাবার খাওয়ার পরে ERECTIONS, penis, troublesome eating, after (1)
18 Male লিঙ্গোত্থান, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ERECTIONS, penis, troublesome elderly man, in a (3)
19 Male লিঙ্গোত্থান, বীর্যপাতের পরে ERECTIONS, penis, troublesome emission, after (9)
20 Male লিঙ্গোত্থান, সন্ধ্যায় ERECTIONS, penis, troublesome evening (13)
21 Male লিঙ্গোত্থান, অতিরিক্ত মাত্রায় ERECTIONS, penis, troublesome excessive (10)
22 Male লিঙ্গোত্থান, অবশাদকারী ERECTIONS, penis, troublesome exhausting (1)
23 Male লিঙ্গোত্থান, নিদ্রার শুরুতে ERECTIONS, penis, troublesome falling asleep, on (1)
24 Male লিঙ্গোত্থান, পূর্বাহ্ণে ERECTIONS, penis, troublesome forenoon (7)
25 Male লিঙ্গোত্থান, ঘন ঘন ERECTIONS, penis, troublesome frequent (77)
26 Male লিঙ্গোত্থান, অকারণে ERECTIONS, penis, troublesome fruitless (3)
27 Male লিঙ্গোত্থান, দুর্দমনীয় ERECTIONS, penis, troublesome impetuous (1)
28 Male লিঙ্গোত্থান, অসম্পূর্ণ ERECTIONS, penis, troublesome incomplete (67)
29 Male লিঙ্গোত্থান, অসহনীয় ERECTIONS, penis, troublesome intolerable (1)
30 Male লিঙ্গোত্থান, অসাড়ে ERECTIONS, penis, troublesome involuntary (4)
31 Male লিঙ্গোত্থানের সহিত কাম কল্পনা করে ERECTIONS, penis, troublesome lascivious fancies, with (1)
32 Male লিঙ্গোত্থান, চিত হয়ে শয়ন করলে ERECTIONS, penis, troublesome lying, back, on (1)
33 Male লিঙ্গোত্থান, মধ্যরাতে ERECTIONS, penis, troublesome midnight (3)
34 Male লিঙ্গোত্থান, মধ্যরাতে শুরু হয়ে ৪ টা পর্যন্ত ERECTIONS, penis, troublesome midnight midnight, until 4 a.m. (1)
35 Male লিঙ্গোত্থানের কারনে মধ্যরাতে জেগে উঠে ERECTIONS, penis, troublesome midnight midnight, waking, on (1)
36 Male লিঙ্গোত্থান, সকালে ERECTIONS, penis, troublesome morning (66)
37 Male লিঙ্গোত্থান, রাতে ERECTIONS, penis, troublesome night (72)
38 Male লিঙ্গোত্থান, মধ্যাহ্নে ERECTIONS, penis, troublesome noon (2)
39 Male লিঙ্গোত্থান, বেদনাদায়ক ERECTIONS, penis, troublesome painful (87)
40 Male লিঙ্গোত্থান, শুক্রপাতের সময় ERECTIONS, penis, troublesome pollutions, during (35)
41 Male লিঙ্গোত্থান, যানবাহনে পরিভ্রমণ করার সময় ERECTIONS, penis, troublesome riding, while (4)
42 Male লিঙ্গোত্থান, শোয়া বসা থেকে উঠার পরে ERECTIONS, penis, troublesome rising, after (2)
43 Male লিঙ্গোত্থান, অণ্ডথলিতে ঘর্ষণ লাগলে ERECTIONS, penis, troublesome rubbing scrotum, by (1)
44 Male লিঙ্গোত্থান, মাঝে মাঝে ERECTIONS, penis, troublesome seldom (6)
45 Male লিঙ্গোত্থান, সহবাসের পরে ERECTIONS, penis, troublesome sex, after (14)
46 Male লিঙ্গোত্থান, যৌন ইচ্ছা ব্যতীত ERECTIONS, penis, troublesome sexual desire, without (60)
47 Male লিঙ্গোত্থান, অল্প সময়ের জন্য ERECTIONS, penis, troublesome short, too (21)
48 Male লিঙ্গোত্থান, বসা অবস্থায় ERECTIONS, penis, troublesome sitting, while (6)
49 Male লিঙ্গোত্থান, ঘুমানোর সময় ERECTIONS, penis, troublesome sleep, during (18)
50 Male লিঙ্গোত্থান, অনিদ্রা ভাবের সময় ERECTIONS, penis, troublesome sleeplessness, during (5)
51 Male লিঙ্গোত্থান, মলত্যাগ করার সময় ERECTIONS, penis, troublesome stool, during (4)
52 Male লিঙ্গোত্থান, দৃঢ় ভাবে ERECTIONS, penis, troublesome strong (35)
53 Male লিঙ্গোত্থান, হঠাৎ ERECTIONS, penis, troublesome sudden (2)
54 Male লিঙ্গোত্থান, রাতের খাবার খাওয়ার সময় ERECTIONS, penis, troublesome supper, during (1)
55 Male লিঙ্গোত্থান, কাম চিন্তা ব্যতীত ERECTIONS, penis, troublesome thoughts, without erotic (7)
56 Male লিঙ্গোত্থান, দন্তশূলের সহিত ERECTIONS, penis, troublesome toothache, with (1)
57 Male লিঙ্গোত্থান, প্রস্রাব করার সময় ERECTIONS, penis, troublesome urinating, while (5)
58 Male লিঙ্গোত্থান, অত্যধিক পরিমাণে ERECTIONS, penis, troublesome violent (66)
59 Male লিঙ্গোত্থান, জাগ্রত হলে ও পরে ERECTIONS, penis, troublesome waking, on and after (26)
60 Male লিঙ্গোত্থান, অনুপস্থিত ERECTIONS, penis, troublesome wanting (0)

Male – IMPOTENCY, male এর ৩৬ টি সাব রুব্রিক:

1 Male পুরুষত্বহীনতা IMPOTENCY, male (168)
2 Male পুরুষত্বহীনতা, বিকেলে IMPOTENCY, male afternoon (1)
3 Male পুরুষত্বহীনতা, প্রেম আলিঙ্গন আদর সোহাগের পরে IMPOTENCY, male amorous caresses, even after (1)
4 Male পুরুষত্বহীনতা, যখন নিদ্রা হতে জাগ্রত হয় IMPOTENCY, male awake, when (1)
5 Male পুরুষত্বহীনতা, অনেক দিনের ক্রনিক IMPOTENCY, male chronic (1)
6 Male পুরুষত্বহীনতা, ঠাণ্ডার ফলে IMPOTENCY, male cold, from a (1)
7 Male পুরুষত্বহীনতা, অবিরত লিঙ্গ উত্থানের পরে IMPOTENCY, male constant erection, after (1)
8 Male পুরুষত্বহীনতা, ইন্দ্রিয় সংযম করার ফলে IMPOTENCY, male continence, from (2)
9 Male পুরুষত্বহীনতা, যৌন আগ্রহ জাগার পরে IMPOTENCY, male desire, after (1)
10 Male পুরুষত্বহীনতা, যৌন আগ্রহকে দমন করার পরে IMPOTENCY, male desire, after suppression of desire, from (1)
11 Male পুরুষত্বহীনতার সহিত ডায়াবেটিস রোগ IMPOTENCY, male diabetes, with (4)
12 Male পুরুষত্বহীনতা, যৌনক্রিয়া করার সময় হঠাৎ পুরুষত্বহীনতা IMPOTENCY, male disappearing during sex (6)
13 Male পুরুষত্বহীনতা, বয়োজ্যেষ্ঠ পুরুষদের IMPOTENCY, male elderly men, in (1)
14 Male পুরুষত্বহীনতার সহিত বৃহদাকার প্রোস্টেট গ্লান্ড IMPOTENCY, male enlarged, prostate, with (3)
15 Male পুরুষত্বহীনতা, সন্ধ্যায় এবং রাতে IMPOTENCY, male evening and night (3)
16 Male পুরুষত্বহীনতা, অতিরিক্ত মাত্রায় উত্তেজিত হওয়ার ফলে IMPOTENCY, male excitement, from excessive (1)
17 Male পুরুষত্বহীনতা, যৌনক্রিয়া করার সময় ভয় পাওয়ার ফলে IMPOTENCY, male fright during sex, from (2)
18 Male পুরুষত্বহীনতা, গনোরিয়ার পরে IMPOTENCY, male gonorrhea, after (8)
19 Male পুরুষত্বহীনতার সহিত কামোদ্দীপক কল্পনায় বিভোর থাকে IMPOTENCY, male lascivious fancies, with (1)
20 Male পুরুষত্বহীনতা, হস্তমৈথুন করার ফলে IMPOTENCY, male masturbation, from (7)
21 Male পুরুষত্বহীনতার সহিত স্মৃতিশক্তি লোপ পেয়েছে IMPOTENCY, male memory, with loss of (1)
22 Male পুরুষত্বহীনতা, সকালে IMPOTENCY, male morning (6)
23 Male পুরুষত্বহীনতা, স্নায়বিক অবসাদের ফলে IMPOTENCY, male nervous prostration, from (1)
24 Male পুরুষত্বহীনতা, যখন উত্তেজনা আসে তখন লিঙ্গ শিথিল হয়ে যায় IMPOTENCY, male penis relaxed when excited (2)
25 Male পুরুষত্বহীনতা, ঘাম হওয়ার পরে IMPOTENCY, male perspiration, after (3)
26 Male পুরুষত্বহীনতা, ধাতু নির্গমনের পরে IMPOTENCY, male pollutions, after (1)
27 Male পুরুষত্বহীনতার সহিত বিষণ্ণতা IMPOTENCY, male sadness, with (5)
28 Male পুরুষত্বহীনতা, মাত্রাতিরিক্ত যৌনক্রিয়া করার পরে IMPOTENCY, male sexual excesses, after (12)
29 Male পুরুষত্বহীনতা, লিঙ্গ ছোট ও ঠাণ্ডা IMPOTENCY, male small and cold (6)
30 Male পুরুষত্বহীনতা, লিঙ্গ শিথিল হয়ে হঠাৎ বোকা বানিয়ে দেয় IMPOTENCY, male stultified by sudden laxness of penis (2)
31 Male পুরুষত্বহীনতা, হঠাৎ করে IMPOTENCY, male suddenly (2)
32 Male পুরুষত্বহীনতা, সিফিলিস রোগে আক্রান্ত হওয়ার ফলে IMPOTENCY, male syphilis, from (1)
33 Male পুরুষত্বহীনতা, অতিরিক্ত মাত্রায় তামাক সেবন বা অপব্যবহারের ফলে IMPOTENCY, male tobacco, from abuse of (2)
34 Male পুরুষত্বহীনতা, নিদ্রা হতে জাগ্রত হলে IMPOTENCY, male waking, on (2)
35 Male পুরুষত্বহীনতার সহিত বহুদিন ধরে মূত্রনালির সাদা রঙের স্রাব নির্গত হয় IMPOTENCY, male white urethral discharge, chronic with (3)
36 Male পুরুষত্বহীনতার সহিত কাজ কর্মে বিতৃষ্ণা IMPOTENCY, male work, with aversion to (1)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *