ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১৬ | Daily Study of Homeopathy

পাঠ -১৬

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১৬. সদৃশ রোগ
এফোরিজম ৪৩, ৪৪, ৪৫:  পূর্বে অবস্থিত কোন রোগ থেকে অধিক শক্তিশালী সদৃশ অন্য কোন রোগের আবির্ভাব হলে পূর্বে অবস্থিত রোগটি দ্বিতীয়টি দ্বারা দূরীভূত ও আরোগ্য প্রাপ্ত হয়।
এফোরিজম ৪৬: সদৃশ নীতিতে রোগ অপসারণের কতিপয় উদাহরণ এ এফোরিজমে দেয়া আছে।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

91 COLOCYNTHIS [Coloc]
Coloc ভয়ানক শূল বেদনা, খামচান, কেটে ফেলার মত বেদনা, বেদনায় রোগী দ্বিভাঁজ হয়ে যায়, যন্ত্রণায় রোগীর মুখ পাংশু হয়ে যায়।
Coloc শরীরের বাহিরে ও ভিতরে আকুঞ্চন ও সঙ্কোচন অনুভূতি।
Coloc উরুদেশে বেদনা, হাঁটার সময় মনে হয় নিতম্বের পেশী ছোট হয়ে গেছে।
Coloc ব্যথার প্রথম অবস্থায় চাপ দিলে উপশম, কিন্তু ব্যথা অনেক দিন থাকার পর সামান্য চাপ দিলে অসহ্য লাগে।
92 CONDURANGO [Cond]
Cond স্তনে ক্যানসারের সহিত বগলের গ্লান্ড ফোলা ও ব্যথা, স্তনবৃন্ত ফাটা।
Cond মুখের ডান কোণ ফাটা ও তাতে অত্যন্ত ব্যথা।
Cond একটি কালো সাপ তার নিকটে আছে এরুপ মনে করে।
Cond মাথা ঘুরালে বা ঝুঁকালে মাথা ঘুরে।
Cond মাথার বাম অর্ধেকে ব্যথা ও বড় মনেহয়,
Cond নাক বা জিহ্বার অগ্রভাগে উদ্ভেদ।
93 CONIUM MACULATUM [Con]
Con শুয়ে থাকলে বা বিছানায় পাশ ফিরার সময় মাথা ঘোরে, চলার সময় মাথা এক পাশে ফিরালে মাথা ঘোরে।
Con স্মরনশক্তি হ্রাস-বিশেষত বৃদ্ধদের।
Con বিমর্ষ, সহজেই বিরক্ত হয়, ঝগড়াটে, প্রতিবাদ সহ্য হয় না।
Con ল্যারিংসের ভিতর একটি স্থান যেন শুষ্ক হয়ে ‍গেছে, সেখানে সুড়সুড় করে, সে জন্য কাশি হয়, শুয়ার পর থেকে থেকে জোরে জোরে কাশি হয়।
Con রজঃস্রাবের সময় স্তন ফুলে উঠে ও ব্যথা হয়।
Con প্রস্রাব করতে অত্যন্ত যন্ত্রনা হয়, প্রস্রাব হতে হতে থেমে যায়, আবার হয়।
Con পেটের বায়ু ও মল ঠান্ডা অনুভূত হয়।
Con ঘুমালে অথবা চোখ বন্ধ করলে ঘাম হয়।
94 CRATAEGUS OXYACANTHA [Crat]
Crat হৃৎপিণ্ডের ক্রনিক অসুস্থতা, বাত রোগের পরে হৃৎপিণ্ডের অসুস্থতা ও অত্যন্ত দুর্বলতা।
Crat হঠাৎ দুর্বলতা ও ক্লান্তি অনুভূতি, আবেগ জনিত অসুস্ততা।
Crat বুকে চাপ অনুভূতি, সূচ ফোটানোর মত ব্যথা ও শ্বাসকষ্ট।
Crat হৃদপিন্ডের প্রসারণ (ডাইলেটেশান)।
Crat দ্রুত ও অনিয়মিত নাড়ী।
95 CROTALUS HORRIDUS [Crot-h]
Crot-h কঠিন জিনিস গিলতে কষ্ট বা অপারগ।
Crot-h শরীরের নানা স্থান এমন কি প্রত্যেক লোমকুপ হতে রক্তস্রাবের প্রবনতা, যে রক্তস্রাব হয় তা জমাট বাধে না।
Crot-h মূত্রে রক্ত মিশ্রিত থাকার কারনে দেখতে ধোয়ার মত, মূত্রের পরিমান অতি কম।
Crot-h চোখ হলদে বর্ন, সমস্ত শরীর হলদে দেখায়।
Crot-h জিহ্বা ফোলা ও তাতে প্রদাহ।
Crot-h সামান্য শ্রমেই ক্লান্তি অনুভূত হয়।
96 CROTON TIGLIUM [Croto-t]
Croto-t কপালে বা চক্ষুকোটরে চাপবৎ বেদনা।
Croto-t অন্ননালীতে জ্বালা, অন্ত্রে পানি পড়ার মত কল কল শব্দ।
Croto-t চর্ম লাল, চর্মে ভয়ানক চুলকানি ও জ্বালা কিন্তু জোরে চুলকানো সহ্য হয় না, সামান্য চুলকালে বা ঘষলেই চুলকানির উপশম।
Croto-t রোগ নিচ হতে উপরের দিকে উঠে।
Croto-t কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসে, শুলেই কাশি হয়, সে জন্য কোন উঁচু জিনিসে ঠেসান দিয়ে বসে থাকে।

Mind অধ্যায়ের ৭৫১ থেকে ৮০০ পর্যন্ত মূল রুব্রিক:

751 Mind কথা বলা TALKING (0)
752 Mind কথা বলে নিজের ব্যাপারে TALKS, to self (34)
753 Mind উপভোগ হীনতা, পোশাক পরিচ্ছদের ব্যাপারে TASTELESSNESS, in dressing (11)
754 Mind আগ্রহ, সকল বিষয়ে TASTES, everything (1)
755 Mind অশ্রুজল, সম্পর্কিত TEARS, things (24)
756 Mind বিরক্ত করা TEASING (5)
757 Mind অত্যধিক আস্থা, সাহস ও স্পর্ধা TEMERITY (4)
758 Mind উইল বা শেষ ইচ্ছার কথা বলতে চায় না TESTAMENT, refuses to make a (3)
759 Mind থিউরি বা তত্ত্ব গঠন করে THEORIZING (20)
760 Mind চিন্তাশীল THINKING (0)
761 Mind বিবেচক THOUGHTFUL (54)
762 Mind চিন্তা THOUGHTS (0)
763 Mind ভয় দেখায় THREATENING (12)
764 Mind ছুড়ে মারে, কোনকিছু দূরে THROWS things, away (18)
765 Mind বজ্র ঝড়ের, সময় বৃদ্ধি THUNDERSTORM, agg. during (13)
766 Mind সহজে কাতুকুতু লাগে এমন TICKLISH (16)
767 Mind মাংসপেশির আক্ষেপ, মানসিকভাবে উদ্ভব TICS, mental orgin (8)
768 Mind পরিপাটি TIDY (4)
769 Mind সময়, উপলব্ধি, হ্রাস TIME, perception, loss of (2)
770 Mind ভীতু TIMID (112)
771 Mind কষ্ট দেয় প্রত্যেকে, এমন অভিযোগ TORMENTS, everyone with his complaints (11)
772 Mind জড়ত্ব, মানসিকভাবে TORPOR, mental (14)
773 Mind নির্যাতন করে, প্রাণীদের TORTURES, animals (3)
774 Mind স্পর্শ করার আগ্রহ বস্তু সমূহে TOUCH things, impelled to (7)
775 Mind স্পর্শ, কেউ তাকে স্পর্শ করুক এমনটি চায়না TOUCHED, aversion to being (51)
776 Mind মোহগ্রস্ত, ঘুমের মত অবস্থা TRANCE, state (20)
777 Mind শান্তিপূর্ণ অবস্থা TRANQUILITY (84)
778 Mind ভ্রমণ করতে ইচ্ছা TRAVEL, desire to (30)
779 Mind ভ্রমণ করার ফলে মানসিক লক্ষণ TRAVELING, mental symptoms from (3)
780 Mind তুচ্ছ বস্তুকে, গুরুত্বপূর্ণ মনে করে TRIFLES, seem important, seem (17)
781 Mind সত্য কথা স্পষ্টভাবে বলে TRUTH, tells the plain (5)
782 Mind গোধূলিতে বৃদ্ধি, মানসিক উপসর্গ সমূহ TWILIGHT, agg. mental symptoms (8)
783 Mind আকর্ষণশূন্য, বস্তুসমূহ মনে হয় UNATTRACTIVE, things seem (1)
784 Mind অসহ্য যন্ত্রণা UNBEARABLE pains (11)
785 Mind অজ্ঞানতা UNCONSCIOUSNESS (0)
786 Mind তাকে উদ্দেশ্য করে যে প্রশ্ন করা হয় তা বুঝতে পারেনা UNDERSTAND, does not, questions addressed to her (1)
787 Mind পরম্পর বোঝাপড়া UNDERSTANDING (0)
788 Mind অনেক কিছু সম্পন্ন করার চেষ্টা করে কিন্তু লেগে থাকেনা UNDERTAKES, many things, perseveres in nothing (25)
789 Mind মর্যাদা লাঘবকারী UNDIGNIFIED (2)
790 Mind অনুভূতিহীন, চিন্তাভাবনা শূন্য UNFEELING, hardhearted (20)
791 Mind দুর্ভাগা, অনুভূতি UNFORTUNATE, feels (23)
792 Mind বন্ধু ভাবাপন্ন নয় এমন, মেজাজ UNFRIENDLY, humor (3)
793 Mind অকৃতজ্ঞ UNGRATEFUL (11)
794 Mind অসুখী অনেক দিন ধরে, অন্যদের কারণে UNHAPPINESS prolonged, due to others (7)
795 Mind কিছুই লক্ষ্য করেনা UNOBSERVING (17)
796 Mind অপ্রীতিকর বস্তুর, উপর আগ্রহ প্রবণ UNPLEASANT things, inclined to dwell on (4)
797 Mind অবাস্তব, সবকিছু মনে হয় UNREAL, everything seems (10)
798 Mind অবিশ্বস্ত UNRELIABLE (3)
799 Mind অযৌক্তিক বা যুক্তিসম্মত নয় এমন UNREASONABLE (2)
800 Mind স্থির থাকেনা UNSTEADY (5)

Face অধ্যায়ের ১৪৮ টি মূল রুব্রিক:

1 Face ফোড়া ABSCESS (7)
2 Face ফোড়া, অস্থি গহ্বরে ABSCESS, antrum (5)
3 Face অবিরাম বেদনা ACHING, pain (0)
4 Face ব্রণ, মুখমণ্ডলে ACNE, face (102)
5 Face লেগে থাকা, কপালের চামড়া ADHESION, of skin to forehead (1)
6 Face বাতাস, শীতল বাতাসের ফুঁ লাগছে এমন অনুভূতি AIR, cool, seems blowing upon (4)
7 Face লাল বর্ণের উদ্ভেদ বা আঁচিল ANGIOMA (1)
8 Face দাড়ি কামানোর ফলে সংক্রমিত দাদ BARBER’S itch, ringworm of beard (35)
9 Face মুখমণ্ডলের পক্ষাঘাত BELL’S palsy (0)
10 Face কালো মাথাযুক্ত উদ্ভেদ BLACKHEADS (0)
11 Face মেদবহুল BLOATED (71)
12 Face লোমফোড়া BOILS (30)
13 Face ছিদ্র করার মত বেদনা BORING, pain (18)
14 Face জ্বালাকর বেদনা BURNING, pain (92)
15 Face ফেটে যাওয়ার মত বেদনা BURSTING, pain (2)
16 Face ক্যান্সার CANCER (12)
17 Face খসখসে ফাটাফাটা CHAPPED (7)
18 Face শৈত্য জনিত ক্ষত CHILBLAINS (1)
19 Face শীত শীত ভাব CHILLINESS (8)
20 Face বাদামি দাগ বা মেস্তা CHLOASMA (8)
21 Face পাণ্ডু সবুজাভ CHLOROTIC, greenish (48)
22 Face নর্তন রোগ CHOREA (0)
23 Face মাকড়সার জাল থাকার অনুভূতি COBWEBS, sensation of (21)
24 Face শীতলতা COLDNESS (75)
25 Face কালো মাথাযুক্ত উদ্ভেদ COMEDONES, blackheads (33)
26 Face রক্তাধিক্য CONGESTION (46)
27 Face সংকোচন CONTRACTION (25)
28 Face আক্ষেপ CONVULSIONS, of (60)
29 Face ফাটা মুখগহ্বরের কোনা CRACKED, corners of mouth (31)
30 Face খিল ধরার মত বেদনা CRAMP-like, pain (12)
31 Face কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (9)
32 Face ক্ষয়প্রাপ্ত অস্থি DECAY of bone (12)
33 Face খনন করার মত বেদনা DIGGING, pain (9)
34 Face বর্ণবিকৃতি DISCOLORATION (0)
35 Face বিকৃতি DISTORTION (59)
36 Face টেনে ধরার মত বেদনা DRAWING, pain (81)
37 Face আকৃষ্ট হওয়া DRAWN (80)
38 Face পতিত মুখগহ্বরের কোনা DROPPING, corners of mouth (2)
39 Face শুষ্কতা DRYNESS (10)
40 Face একজিমা ECZEMA (50)
41 Face শীর্ণতা EMACIATION (36)
42 Face মাড়িতে অর্বুদ EPULIS (1)
43 Face উদ্ভেদ, মুখমণ্ডলের ERUPTIONS, facial (126)
44 Face ইরিসিপিলাস (বিসর্প) ERYSIPELAS (61)
45 Face অহিপতুন ERYTHEMA (6)
46 Face ছাল উঠা, ঋতুস্রাবের সময় বৃদ্ধি EXCORIATED, menses, agg. (1)
47 Face অস্থি বৃদ্ধি EXOSTOSIS (5)
48 Face অস্থি বৃদ্ধি, ডান গালের অস্থি EXOSTOSIS right, cheek bone (1)
49 Face মুখের অভিব্যক্তি EXPRESSION (0)
50 Face স্পর্শানুভূতি, মুখমণ্ডলে আঘাত হবে হবে এমন অনুভূতি FEELING, face before attack (1)
51 Face সুড়সুড়ি লাগা FORMICATION (37)
52 Face তাম্রবর্ণ দাগ বা ছুলি FRECKLES (19)
53 Face ঝালর, এমন অনুভূতি যেন চোখের উপর চুল পতিত হয়েছে FRINGE, sensation as of a, were falling over the eyes (1)
54 Face ভ্রূকুটি করা, কপাল কুঁচকানো FROWNING (0)
55 Face পূর্ণতাবোধ FULLNESS (13)
56 Face পশমের মত, একপার্শ্বিক পক্ষাঘাত স্থানে FUR, like, in hemiplegia (1)
57 Face পচনশীল ক্ষত GANGRENE (2)
58 Face গ্রন্থি GLANDS (0)
59 Face প্রদীপ্ত GLOWING (0)
60 Face চর্বিযুক্ত GREASY (35)
61 Face চুল HAIR (0)
62 Face চুল থাকার অনুভূতি HAIRS, sensation of (6)
63 Face শক্তভাব HARDNESS (0)
64 Face উত্তাপ HEAT (191)
65 Face ভারবোধ HEAVINESS, feeling (5)
66 Face হার্পিস HERPES (57)
67 Face হিপোক্রেটিক HIPPOCRATIC (47)
68 Face ইমপেটিগো IMPETIGO (18)
69 Face কাঠিন্য INDURATIONS (13)
70 Face প্রদাহ হাড়ে INFLAMMATION, bones (12)
71 Face অনিচ্ছাকৃত মুখগহ্বর খোলা থাকে INVOLUNTARILY, mouth opens (1)
72 Face চুলকানি ITCHING (87)
73 Face ঝাঁকি দিয়ে উঠা পেশী JERKING, muscles (0)
74 Face বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা LANCINATING, pain (16)
75 Face বড় অনুভূত হয় LARGE, sensation of being (4)
76 Face নাকের উপরে রেখাকার দাগ LINEA, nasalis (1)
77 Face দাঁতে দাঁতে লেগে যাওয়া LOCKJAW (0)
78 Face দীর্ঘ এমন অনুভূতি, যেন মুখমণ্ডল লম্বা LONG, sensation as if elongated (2)
79 Face লুপাস চর্মরোগ LUPUS (15)
80 Face ঝিল্লি জন্মানো, মুখগহ্বরের কোনায় MEMBRANE, on, corners of mouth (5)
81 Face গোঁফ, স্ত্রীলোকের MUSTACHE, in women (5)
82 Face স্নায়ুশূল, মুখমণ্ডলের NEURALGIA, facial (0)
83 Face উচ্চগুটিকা জন্মানো NODOSITIES (9)
84 Face অসাড়তা NUMBNESS (21)
85 Face তৈলাক্ত OILY (35)
86 Face বেদনা PAIN (160)
87 Face ফ্যাকাসে PALE (230)
88 Face পক্ষাঘাত, মুখমণ্ডলের পক্ষাঘাত PARALYSIS, facial, Bell’s Palsy (42)
89 Face কর্ণমূল গ্রন্থি PAROTID, gland (0)
90 Face ঘাম PERSPIRATION (111)
91 Face খোঁটে PICKING (1)
92 Face লম্বাটে সরু মুখমণ্ডল POINTED, peaked (7)
93 Face চেপে ধরার মত বেদনা PRESSING, pain (27)
94 Face সোরিয়াসিস চোখেরভ্রুতে PSORIASIS, of eyebrows (1)
95 Face স্পন্দিত হওয়া PULSATION (27)
96 Face কম্পিত হওয়া QUIVERING (11)
97 Face ফুসকুড়ি RASH (34)
98 Face লাল RED (220)
99 Face লালচে হলুদ বর্ণ REDDISH-yellow (4)
100 Face লালচে, গালের অস্থি স্থান REDNESS, cheek, bones (1)
101 Face বাতজ বেদনা RHEUMATIC, pain (29)
102 Face রাসটক্স বিষাক্ততা RHUS poisoning (8)
103 Face দাদ RINGWORM (21)
104 Face ধনুর মত মুখভঙ্গি RISUS sardonicus (22)
105 Face রুক্ষ-অমসৃণ, চামড়া ROUGH, skin (5)
106 Face গোলাকার ROUND (1)
107 Face ঘর্ষণ করে মুষ্টি দিয়ে, কাশির সময় RUBS, fist with, coughing while (3)
108 Face ঘোড়ার জিনের মত দাগ, নাকের উপরে আড়াআড়ি ভাবে SADDLE across the nose (5)
109 Face মামড়ি পড়ে SCABBY (1)
110 Face স্পর্শকাতর SENSITIVE (10)
111 Face তীক্ষ্ণ বেদনা SHARP, pain (107)
112 Face দাড়ি কামানোর পরে বৃদ্ধি SHAVING, after agg. (9)
113 Face চকচকে SHINY (20)
114 Face কাঁপতে থাকে ও ছড়িয়ে পরে SHIVERING, in and spreading from (2)
115 Face আঘাত, জ্বালার আঘাত লাগার অনুভূতি SHOCKS, followed by burning (1)
116 Face কোঁকড়ানো SHRIVELLED (12)
117 Face রোগাটে SICKLY (0)
118 Face কালো ঝুলের দাগ SMUTTY (1)
119 Face প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (33)
120 Face আক্ষেপ মুখমণ্ডলের SPASMS, facial (60)
121 Face গোঁজ বিদ্ধ যেন SPLINTER, as from a (1)
122 Face দাগ SPOTS (16)
123 Face শক্তভাব পেশীর STIFFNESS, muscles (19)
124 Face হুল ফুটার ন্যায় বেদনা STINGING, pain (24)
125 Face রোদে পোড়া থেকে অসুস্থতা SUNBURN (4)
126 Face অন্তঃপ্রবিষ্ট SUNKEN (83)
127 Face স্ফীতি SWELLING (141)
128 Face সিফিলিস জাত উদ্ভেদ SYPHILITIC, eruptions (18)
129 Face ছিন্নকর বেদনা TEARING, pain (82)
130 Face টানবোধ চামড়া TENSION, of skin (51)
131 Face ধনুষ্টঙ্কার, দাঁতে দাঁতে লেগে যাওয়া TETANUS, lockjaw (0)
132 Face ঘন মোটা চামড়া THICK, skin (2)
133 Face মাংসপেশির আক্ষেপ মুখমণ্ডলের TICS, facial (0)
134 Face ঝিনঝিনকর অনুভূতি TINGLING, sensation (37)
135 Face কম্পিত TREMBLING (6)
136 Face ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (31)
137 Face অর্বুদ পুঁজকোষ TUMOR, cystic (5)
138 Face আকস্মিক টান মুখমণ্ডলের TWITCHING, facial (81)
139 Face ক্ষত ULCERS (20)
140 Face আমবাত URTICARIA (26)
141 Face শিরা পূর্ণ হয়ে উঠা VEINS, distended (9)
142 Face ফোস্কা VESICLES (58)
143 Face আঁচিল WARTS (11)
144 Face ধৌত করার ইচ্ছা ঠাণ্ডা পানি দিয়ে WASH, in cold water, desire to (6)
145 Face মোমের মত WAXY (24)
146 Face দুর্বলতা WEAKNESS (1)
147 Face ভাজপড়া WRINKLED (40)
148 Face হলুদ বর্ণ YELLOW (111)

Joint অধ্যায়ের ৯৯ টি মূল রুব্রিক:

1 Joint ফোড়া ABSCESS (26)
2 Joint অবিরাম বেদনা ACHING, pain (23)
3 Joint সন্ধিবাত, উচ্চগুটিকা জন্মানো ARTHRITIC, deposits, nodosities (57)
4 Joint ছিদ্র করার মত বেদনা BORING, pain (6)
5 Joint ভাঙ্গা অনুভূতি যেন BROKEN, sensation, as if (2)
6 Joint থেঁতলান বেদনা, প্রহৃত যেন BRUISED pain, beaten, as if (13)
7 Joint জ্বালাকর বেদনা BURNING, pain (12)
8 Joint বার্সা BURSAE (8)
9 Joint বার্সার, সিস্ট BURSAE cysts (7)
10 Joint বার্সার প্রদাহ, সন্ধি স্থানে BURSITIS, joints (16)
11 Joint শীতলতার অনুভূতি COLDNESS, sensation (7)
12 Joint চেপে সংকোচন অনুভূতি COMPRESSION, sensation (2)
13 Joint সংকোচনকর CONSTRICTION (13)
14 Joint ফাটা চামড়া, সন্ধি ভাঁজে CRACKED, skin, bends of (2)
15 Joint কটকট করে সন্ধি স্থানে CRACKING, of joints (46)
16 Joint খিল ধরা CRAMPS (26)
17 Joint বর্শা বিদ্ধ করার মত বেদনা DARTING, pain (2)
18 Joint ক্ষয়প্রাপ্ত অস্থির ক্ষয়রোগ DECAY, caries, of (2)
19 Joint বর্ণবিকৃতি লালচে DISCOLORATION, redness (8)
20 Joint স্থানচ্যুত সন্ধি DISLOCATED, joints (4)
21 Joint স্থানচ্যুতির অনুভূতি যেন DISLOCATION, sensation as if (13)
22 Joint ফাঁপা বা ফোলা অনুভূতি DISTENSION, sensation (1)
23 Joint টেনে ধরার মত বেদনা DRAWING, pain (34)
24 Joint শুষ্কতা DRYNESS (8)
25 Joint একজিমা ECZEMA (7)
26 Joint রস সঞ্চয় স্ফীতি, শোথ EDEMA, dropsy (11)
27 Joint বৈদ্যুতিক শকের মত অনুভূতি ELECTRIC shocks, sensation like (1)
28 Joint উদ্ভেদ ERUPTIONS (15)
29 Joint ইরিসিপিলাস (বিসর্প) ERYSIPELAS (2)
30 Joint ত্বকের লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া, সন্ধি স্থানের ভাঁজে EXCORIATION, bends of joints (11)
31 Joint নালী ক্ষত FISTULA, of (6)
32 Joint সুড়সুড়ি লাগা অনুভূতি FORMICATION, sensation (4)
33 Joint পূর্ণতাবোধ অনুভূতি FULLNESS, sensation (2)
34 Joint ছত্রাক FUNGUS (1)
35 Joint চিবানোর মত বেদনা GNAWING, pain (5)
36 Joint গেঁটেবাত GOUT (0)
37 Joint গেঁটেবাত সাধারণ GOUT, general (58)
38 Joint গেঁটে বাতগ্রস্ত বেদনা GOUTY, pain (121)
39 Joint উত্তাপ অনুভূতি HEAT, sensation (7)
40 Joint ভারবোধ অনুভূতি HEAVINESS, sensation (10)
41 Joint হার্পিস HERPES (4)
42 Joint প্রদাহ, সন্ধি স্থানে INFLAMMATION, joints (0)
43 Joint আঘাত লাগা INJURIES, to (7)
44 Joint চুলকানি ITCHING (8)
45 Joint ঝাঁকি দিয়ে উঠা, হঠাৎ JERKS, sudden (2)
46 Joint সন্ধি স্থানের রোগ আরোগ্যকারী ঔষধ JOINT, remedies (46)
47 Joint খোঁড়ামি সন্ধি স্থানে LAMENESS, joints (14)
48 Joint বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা LANCINATING, pain (2)
49 Joint শিথিলতা অনুভূতি LOOSENESS, sensation of (3)
50 Joint লাইম রোগ LYME disease (3)
51 Joint অস্থিপচন NECROSIS (1)
52 Joint স্নায়ুশূল বেদনা NEURALGIA, pain (9)
53 Joint গ্রন্থিগুল্ম NODES (16)
54 Joint অসাড়তার অনুভূতি NUMBNESS, sensation (7)
55 Joint বেদনা সন্ধি স্থানে PAIN, joints (110)
56 Joint পক্ষাঘাত অনুভূতি PARALYSIS, sensation (13)
57 Joint বাত ব্যাধিসংক্রান্ত বেদনা PARALYTIC, pain (30)
58 Joint ঘাম PERSPIRATION (15)
59 Joint তীক্ষ্ণ বেদনা PIERCING, pain (2)
60 Joint চেপে ধরার মত বেদনা PRESSING, pain (12)
61 Joint স্পন্দিত হওয়া PULSATION (12)
62 Joint লালচে REDNESS (8)
63 Joint শিথিলতা RELAXATION, of (3)
64 Joint অস্থিরতা RESTLESSNESS (3)
65 Joint পাঁকুই, সন্ধি ভাঁজে RHAGADES, bends, in (3)
66 Joint বাতজ জ্বর RHEUMATIC, fever (94)
67 Joint বাতরোগ RHEUMATISM (127)
68 Joint চাঁচার মত অনুভূতি যেন SCRAPING, sensation, as if (2)
69 Joint স্পর্শকাতর SENSITIVE, tender (8)
70 Joint বিচ্ছিন্ন দেহ হতে, এমন অনুভূতি যেন দেহের অংশ ছিল SEPARATED, sensation, as if parts were (1)
71 Joint তীক্ষ্ণ বেদনা SHARP, pain (70)
72 Joint তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা SHOOTING, pain (7)
73 Joint চামড়া উপদাহ বহিঃত্বকে SKIN, irritation of cuticle (1)
74 Joint প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (65)
75 Joint মচকানো অনুভূতি যেন SPRAINED, sensation, as if (61)
76 Joint ছুরিকাঘাত বেদনা, আরও খারাপ রাতে এবং বাহ্যিক উষ্ণতায় STABBING, pain, worse at night and from external warmth (1)
77 Joint লাঠিপেটা অনুভূতি STICKING, sensation (1)
78 Joint শক্তভাব, সন্ধি স্থানে STIFFNESS, joints (52)
79 Joint হুল ফুটার ন্যায় বেদনা STINGING, pain (5)
80 Joint সেলাই STITCHES (7)
81 Joint ক্লান্তি, অধিক পরিশ্রম করার ফলে STRAIN, from overexertion (18)
82 Joint হাত পা ছড়িয়ে ঝাড়া দেয়ার স্বভাব, ভাঁজ করে বা ফুঁটায় STRETCHING, disposition to stretch, bend or crack (2)
83 Joint স্ফীতি SWELLING, of (54)
84 Joint ফোলা-স্ফীতি অনুভূতি SWOLLEN, sensation, in (5)
85 Joint সাইনোভিয়াল ফ্লুইড, শুকিয়ে যাওয়া SYNOVIAL fluid, dried up (3)
86 Joint সাইনোভিয়াল সন্ধির প্রদাহ SYNOVITIS (19)
87 Joint ছিন্নকর বেদনা TEARING, pain (66)
88 Joint পেশিবন্ধনী, সন্ধি স্থানের TENDONS, joints (9)
89 Joint টানবোধ TENSION (36)
90 Joint লোমহর্ষক অনুভূতি THRILLING, sensation (1)
91 Joint ক্লান্ত অনুভূতি TIRED, sensation (2)
92 Joint কম্পিত TREMBLING (3)
93 Joint আকস্মিক টান TWITCHING (14)
94 Joint ক্ষত ULCERS (1)
95 Joint দৃঢ়তার অভাব UNSTEADINESS (2)
96 Joint আমবাত URTICARIA (4)
97 Joint ফোস্কা VESICLES (3)
98 Joint সঞ্চরণশীল বেদনা WANDERING, pain (30)
99 Joint দুর্বলতা সন্ধি স্থানে WEAK joints (104)

Mind – ANXIETY এর ২৫৩ টি সাব রুব্রিক:

1 Mind দুশ্চিন্তা, ANXIETY (344)
2 Mind দুশ্চিন্তা, একজন বন্ধু যেন তাকে পরিত্যাগ করেছে ANXIETY, abandoned her, as if a friend had (3)
3 Mind দুশ্চিন্তা, উদরের স্ফীতির সহিত ANXIETY, abdomen, with distention in (3)
4 Mind দুশ্চিন্তা, যেন কোন দুর্ঘটনা হবে ANXIETY, accident, as if some, would happen (2)
5 Mind দুশ্চিন্তা, বিকেলে ANXIETY, afternoon (31)
6 Mind দুশ্চিন্তার ফলে অসুস্থতা ANXIETY, ailments, from anxiety (17)
7 Mind দুশ্চিন্তা, খোলা বাতাসে ANXIETY, air, in open (13)
8 Mind দুশ্চিন্তা, একাকী থাকলে ANXIETY, alone, when (18)
9 Mind দুশ্চিন্তার সহিত পর্যায়ক্রমে ANXIETY, alternating with (0)
10 Mind দুশ্চিন্তা, রাগান্বিত অবস্থায় ANXIETY, anger, during (3)
11 Mind দুশ্চিন্তা, আশংকা করার সহিত ANXIETY, anticipating (0)
12 Mind দুশ্চিন্তা, জাগ্রত অবস্থায় ভূতের ভয়ে ANXIETY, apparition, from horrible, while awake (2)
13 Mind দুশ্চিন্তা, সিঁড়ি দিয়ে উপরে উঠলে ANXIETY, ascending, steps, on (2)
14 Mind দুশ্চিন্তায় আক্রান্ত হয় ANXIETY, attacks, of anxiety (37)
15 Mind দুশ্চিন্তা, পা ধৌত করার পরে ANXIETY, bathing, the feet, after (1)
16 Mind দুশ্চিন্তা, বিছানায় থাকাকালে ANXIETY, bed, in (49)
17 Mind দুশ্চিন্তা, বিয়ার পান করার পরে ANXIETY, beer, after (1)
18 Mind দুশ্চিন্তা, ঢেঁকুর-উদ্গারে উপশম ANXIETY, belching, amel. (3)
19 Mind দুশ্চিন্তা, আন্ত্রিক রক্তপাতের সহিত ANXIETY, bleeding, with, intestinal (3)
20 Mind দুশ্চিন্তা, নাস্তা করার পরে ANXIETY, breakfast, after (2)
21 Mind দুশ্চিন্তার সময় গভীর শ্বাস নেয় ANXIETY, breathing, on deep breathing (2)
22 Mind দুশ্চিন্তা, কষ্টকর শ্বাসক্রিয়ার ফলে ANXIETY, breathing, difficult, from (15)
23 Mind দুশ্চিন্তা, পাকস্থলীর জ্বালার সহিত দেহের শীতলতা ANXIETY, burning of stomach, with coldness of body (1)
24 Mind দুশ্চিন্তা, ব্যবসা সম্পর্কিত ANXIETY, business, about (12)
25 Mind দুশ্চিন্তা, ফিটের ব্যামো সংক্রান্ত ANXIETY, catalepsy, in (1)
26 Mind দুশ্চিন্তা, কারণহীন ANXIETY, causeless (11)
27 Mind দুশ্চিন্তা, হতাশার পরে ANXIETY, chagrin, after (1)
28 Mind দুশ্চিন্তা, বক্ষ থেকে ওঠে ANXIETY, chest, rising from (1)
29 Mind দুশ্চিন্তা, প্রসবাবস্থায় ANXIETY, childbirth, during (3)
30 Mind দুশ্চিন্তা, শিশু ANXIETY, children (0)
31 Mind দুশ্চিন্তা, শীত লাগার সময় ANXIETY, chill, during (32)
32 Mind দুশ্চিন্তা, এশিয়াটিক কলেরায় আক্রান্ত হয়ে ANXIETY, cholera asiatica, in (3)
33 Mind দুশ্চিন্তা, তার কলেরা হবে এরূপ দুশ্চিন্তা ANXIETY, cholerine (2)
34 Mind দুশ্চিন্তা, গির্জার ঘণ্টা শুনলে ANXIETY, church bells, from hearing (1)
35 Mind দুশ্চিন্তা, চক্ষু বন্ধ করলে ANXIETY, closing eyes, on (5)
36 Mind দুশ্চিন্তা, পোশাক ঢিলা করে দেয় ও জানালা খুলে দেয় ANXIETY, clothing, must loosen, and open window (3)
37 Mind দুশ্চিন্তা, মেঘলা স্যাঁতসেঁতে আবহাওয়ায় ANXIETY, cloudy, damp weather, in (1)
38 Mind দুশ্চিন্তা, কফি পান করার পরে ANXIETY, coffee, after (5)
39 Mind দুশ্চিন্তা, ঠাণ্ডা পানিয় পান করলে উপশম ANXIETY, cold drinks amel. (3)
40 Mind দুশ্চিন্তা, করার সময় রাতে পা ঠাণ্ডা হয়ে যায় ANXIETY, coldness of feet at night, during (1)
41 Mind দুশ্চিন্তা, লোক সঙ্গে থাকার সময় ANXIETY, company, in (9)
42 Mind দুশ্চিন্তা, তার অবস্থা সম্পর্কিত ANXIETY, condition, about her (1)
43 Mind দুশ্চিন্তা, আঁতুড় ঘড়ে থাকা অবস্থায় ANXIETY, confinement, during (1)
44 Mind দুশ্চিন্তা, চোখের সামনে ভ্রান্তিকর কিছু দেখার পরে ANXIETY, confusedness before eyes, after (1)
45 Mind দুশ্চিন্তার সহিত টাইফয়েড গুলিয়ে ফেলা ও অপরিচ্ছন্ন অবস্থা ANXIETY, confusion and cloudiness, with, typhoid (1)
46 দুশ্চিন্তা, বক্ষে রক্তাধিক্যের ফলে ANXIETY, congestion to, chest (4)
47 Mind দুশ্চিন্তা, নীতিবোধ সংক্রান্ত ANXIETY, conscience, of (0)
48 Mind দুশ্চিন্তা, বক্ষ সংকোচক ANXIETY, constriction, chest (2)
49 Mind দুশ্চিন্তা, পাকস্থলী সংকোচক ANXIETY, constriction, stomach, in (1)
50 Mind দুশ্চিন্তা, ইন্দ্রিয় সংযম ঘটিত দুশ্চিন্তা ANXIETY, continence prolonged, from (1)
51 Mind দুশ্চিন্তা, হৃৎপিণ্ড অঞ্চল সংকোচিত ANXIETY, contraction in heart region, from (2)
52 Mind দুশ্চিন্তা, অনুভূতি শক্তির উপরে নিয়ন্ত্রণ হারিয়েছে এমন চিন্তার সহিত ANXIETY, control over senses is lost, with feeling that (5)
53 Mind দুশ্চিন্তা, কথোপকথনের ফলে ANXIETY, conversation, from (5)
54 Mind দুশ্চিন্তা, আক্ষেপের পূর্বে ANXIETY, convulsions, before (1)
55 Mind দুশ্চিন্তার সহিত আক্ষেপজনক কম্পন বা ঝাঁকুনি কোমরে অনুভূত হয় কিন্তু নিচের দিকে বিস্তৃত হয় না ANXIETY, convulsive trembling or shaking, with, does not extend below waist (1)
56 Mind দুশ্চিন্তা, কাশি দেয়ার সময় ANXIETY, cough, during (3)
57 Mind দুশ্চিন্তা, কাশি পরে ANXIETY, cough, after (1)
58 Mind দুশ্চিন্তা, খিল ধরা যেন ANXIETY, cramp, as from (1)
59 Mind দুশ্চিন্তা, যেন অপরাধ সংঘটিত হয়েছে ANXIETY, crime, as if committed (2)
60 Mind দুশ্চিন্তা, মানুষের ভিড়ে ANXIETY, crowd, in a (7)
61 Mind দুশ্চিন্তা, নিষ্ঠুরতার গল্প শোনার পর ANXIETY, cruelties, after hearing of (3)
62 Mind দুশ্চিন্তা, ক্রন্দন করলে উপশম ANXIETY, crying, amel. (4)
63 Mind দুশ্চিন্তা, প্রতিদিন ANXIETY, daily (2)
64 Mind দুশ্চিন্তা, নৃত্যকরার সময় ANXIETY, dancing, when (1)
65 Mind দুশ্চিন্তা, অন্ধকারে ANXIETY, dark, in (11)
66 Mind দুশ্চিন্তা, দিবাভাগে ANXIETY, daytime (20)
67 Mind দুশ্চিন্তার সহিত দৌর্বল্য নির্জীবতা এবং বাম ইলিয়াক অঞ্চলে বেদনা ANXIETY, debility, with, faintness and aching in left iliac region (1)
68 Mind দুশ্চিন্তা, দন্তোদ্গমের সময় ANXIETY, dentition, during (1)
69 Mind দুশ্চিন্তা, ডায়াবেটিস রোগীদের ANXIETY, diabetes, in (2)
70 Mind দুশ্চিন্তা, ডিনারের সময় ANXIETY, dinner, during (1)
71 Mind দুশ্চিন্তা, ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে ANXIETY, diphtheria, in (1)
72 Mind দুশ্চিন্তা, অসুস্থতা সম্পর্কিত ANXIETY, diseases, about (11)
73 Mind দুশ্চিন্তা, ব্যর্থ ছদ্মবেশ ধারণ করা সংক্রান্ত ANXIETY, disguises, which he vainly (1)
74 Mind দুশ্চিন্তা, কিছু করতে বাধ্য হওয়া সংক্রান্ত ANXIETY, do something, compelled to (4)
75 Mind দুশ্চিন্তা, গর্ভাবস্থায় ঘরোয়া বিষয়াবলী সম্পর্কিত ANXIETY, domestic affairs, during pregnancy, about (4)
76 Mind দুশ্চিন্তা, শঙ্কা বোধের সহিত ANXIETY, dread, with feeling of (2)
77 Mind দুশ্চিন্তা, ভয়ঙ্কর স্বপ্ন দেখে জাগ্রত হয়ে ANXIETY, dreams, on waking from frightful (22)
78 Mind দুশ্চিন্তা, পানি পান করার পরে ANXIETY, drinking, after (2)
79 Mind দুশ্চিন্তা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ব্যপারে দুশ্চিন্তা ANXIETY, driving from place to place (6)
80 Mind দুশ্চিন্তা, যেন সে তার কাজ করতে পারেনি ANXIETY, duty, as if he had not done his (1)
81 Mind দুশ্চিন্তা, ডিসপেপসিয়া বা বদ হজমের কারণে ANXIETY, dyspepsia, causes (1)
82 Mind দুশ্চিন্তা, খাবার খাওয়ার সময় ANXIETY, eating, while (6)
83 Mind দুশ্চিন্তা, শুক্রপাতের পরে ANXIETY, emissions, after (3)
84 Mind দুশ্চিন্তা, মৃগীরোগের বিরাম কালের মাঝামাঝি সময়ে ANXIETY, epilepsy, between intervals of (2)
85 Mind দুশ্চিন্তা, সন্ধ্যায় ANXIETY, evening (86)
86 Mind দুশ্চিন্তা, প্রত্যেক বিষয়ে ANXIETY, everything, about (5)
87 Mind দুশ্চিন্তার, বিষয়টি অতিরঞ্জিত করে উপস্থাপন করে ANXIETY, exaggerated (15)
88 Mind দুশ্চিন্তা, উত্তেজিত হলে ANXIETY, excitement, from (3)
89 Mind দুশ্চিন্তা, ব্যায়াম করার ফলে ANXIETY, exercise, from (1)
90 Mind দুশ্চিন্তা, চোখের পরিশ্রম করার ফলে ANXIETY, exertion of eyes, from (2)
91 Mind দুশ্চিন্তা, নিজের জন্য কিছু প্রত্যাশা করলে ANXIETY, expected of him, when anything is (4)
92 Mind দুশ্চিন্তা, নির্জীবতা ANXIETY, faintness (0)
93 Mind দুশ্চিন্তা, তার পরিবার সম্পর্কিত ANXIETY, family, about his (9)
94 Mind দুশ্চিন্তা, উপবাস অবস্থায় ANXIETY, fasting, when (2)
95 Mind দুশ্চিন্তা, ভয়ের সহিত ANXIETY, fear, with (104)
96 Mind দুশ্চিন্তা, জ্বরের সময় ANXIETY, fever, during (91)
97 Mind দুশ্চিন্তা, মাইলাইটিসে আক্রান্ত হয়ে হাত বা আঙ্গুল ঝিনঝিন করার ফলে ANXIETY, fingers or hands, caused by tingling in, in myelitis (3)
98 Mind দুশ্চিন্তা, মুর্ছা যাওয়ার সহিত ANXIETY, fits, with (13)
99 Mind দুশ্চিন্তা, অধোবায়ু নির্গত হওয়ার ফলে ANXIETY, flatus, from (3)
100 Mind দুশ্চিন্তার, সময় উত্তাপের উচ্ছ্বাস ANXIETY, flushes of heat, during (15)
101 Mind দুশ্চিন্তা, কোথাও শান্তি নেই এ কারণে সে যেন উড়ে যাচ্ছে ANXIETY, fly away, as if she must, no peace anywhere (1)
102 Mind দুশ্চিন্তা, পা ধৌত করার পরে ANXIETY, foot bath, after a (1)
103 Mind দুশ্চিন্তার পূর্বলক্ষণ প্রকাশের সহিত মনমরা ভাব ANXIETY, foreboding, with gloomy (1)
104 Mind দুশ্চিন্তা, পূর্বাহ্ণে ANXIETY, forenoon (15)
105 Mind দুশ্চিন্তা, বন্ধুরা বাড়িতে আছে এ সম্পর্কিত ANXIETY, friends at home, about (4)
106 Mind দুশ্চিন্তা, ভয় পাওয়ার পরে ANXIETY, fright, after (14)
107 Mind দুশ্চিন্তা, ভবিষ্যৎ সম্পর্কিত ANXIETY, future, about the (97)
108 Mind দুশ্চিন্তা, নিদ্রা হতে জাগ্রত হওয়ার পর নিজেকে প্রেতাত্মা হতে রক্ষা করতে পারছে না ANXIETY, ghost, as of a, from which he could not free himself after waking (1)
109 Mind দুশ্চিন্তা, সবুজ ফিতা দেখে ANXIETY, green stripes, on seeing (1)
110 Mind দুশ্চিন্তা, মাথায় রক্তাধিক্যের সহিত ANXIETY, head, with congestion to (6)
111 Mind দুশ্চিন্তা, মাথা ব্যথার সহিত ANXIETY, headache, with (17)
112 Mind দুশ্চিন্তা, স্বাস্থ্য সম্পর্কিত ANXIETY, health, about (61)
113 Mind দুশ্চিন্তা, স্বজনদের স্বাস্থ্য সম্পর্কিত ANXIETY, health, of relatives (7)
114 Mind দুশ্চিন্তার সহিত উত্তাপ ANXIETY, heat, with (6)
115 Mind দুশ্চিন্তা, রক্ত বমির ফলে ANXIETY, hematemesis, in (3)
116 Mind দুশ্চিন্তা, রক্ত কাশির ফলে ANXIETY, hemoptysis, in (2)
117 Mind দুশ্চিন্তা, নিজের সম্পর্কে ANXIETY, himself, about (2)
118 Mind দুশ্চিন্তা, ঘর সম্পর্কিত ANXIETY, home, about (2)
119 Mind দুশ্চিন্তা, গরম বাতাসে যেন রয়েছে ANXIETY, hot air, as if in (1)
120 Mind দুশ্চিন্তা, বাড়িতে ANXIETY, house, in (15)
121 Mind দুশ্চিন্তা, ঘরোয়া বিষয় সম্পর্কিত ANXIETY, household matters, about (3)
122 Mind দুশ্চিন্তা, ক্ষুধার্ত অবস্থায় ANXIETY, hungry, when (8)
123 Mind দুশ্চিন্তা, চঞ্চলতা বোধের সহিত ANXIETY, hurried, feeling, with (4)
124 Mind দুশ্চিন্তা, ফুসফুসে জল সঞ্চয়ের ফলে ANXIETY, hydrothorax, in (1)
125 Mind দুশ্চিন্তা, অতিরিক্ত রোগ কল্পনার কারণে ANXIETY, hypochondriacal (58)
126 Mind দুশ্চিন্তা, হিস্টিরিয়াগ্রস্ত ANXIETY, hysterical (5)
127 Mind দুশ্চিন্তা, বরফ-ঠাণ্ডা পান করলে বৃদ্ধি ANXIETY, ice-cold, drinks agg. (1)
128 Mind দুশ্চিন্তা, কল্পিত অশুভ কিছু সম্পর্কিত ANXIETY, imaginary evils, about (3)
129 Mind দুশ্চিন্তার সহিত নিষ্ক্রিয়তা ANXIETY, inactivity, with (4)
130 Mind দুশ্চিন্তা, থামানো যায় না এমন ANXIETY, inconsolable (3)
131 Mind দুশ্চিন্তা, নিষ্ফল মলবেগ হওয়ার ফলে ANXIETY, ineffectual desire for stool, from (1)
132 Mind দুশ্চিন্তা, অবর্ণনীয় দুশ্চিন্তার সহিত মুর্ছাকল্পতা ANXIETY, inexpressible, with fainting (1)
133 Mind দুশ্চিন্তা, তীব্র ANXIETY, intense (4)
134 Mind দুশ্চিন্তা, অধিকাংশ আনন্দময় বস্তু ঘটিত ANXIETY, joyful things, by most (1)
135 Mind দুশ্চিন্তা, কিডনি বেদনার ফলে ANXIETY, kidney pain, in (3)
136 Mind দুশ্চিন্তা, কণ্ঠনালীর প্রদাহের ফলে ANXIETY, laryngitis, in (1)
137 Mind দুশ্চিন্তা, প্রচুর পরিমাণে ঘর্ম হয়ে থেমে যাওয়ার পর হাঁসি ও ক্রন্দন করার সহিত দুশ্চিন্তা ANXIETY, laughing and crying, ending in profuse perspiration, from a (1)
138 Mind দুশ্চিন্তা, মামলা মোকদ্দমা বা তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়েছে ANXIETY, law suit or dispute, as if he was engaged in (2)
139 Mind দুশ্চিন্তা, শোথের সহিত কলিজা রোগে আক্রান্ত হয়ে ANXIETY, liver disease, in, with dropsy (1)
140 Mind দুশ্চিন্তা, অটলভাবে তাকিয়ে থাকে ANXIETY, looking, steadily (1)
141 Mind দুশ্চিন্তা, লাঞ্চের পরে ANXIETY, lunch, after (2)
142 Mind দুশ্চিন্তা, শয়ন করার সময় ANXIETY, lying, while (11)
143 Mind দুশ্চিন্তা, হস্তমৈথুনের ফলে ANXIETY, masturbation, from (1)
144 Mind দুশ্চিন্তা, রজোনিবৃত্তিকালে ANXIETY, menopausal period, during (8)
145 Mind দুশ্চিন্তা, অতিরজঃস্রাবে ANXIETY, menorrhagia, in (1)
146 দুশ্চিন্তা ঋতুস্রাবের সময় ANXIETY, menses, during (33)
147 Mind দুশ্চিন্তা, মানসিক পরিশ্রমের ফলে ANXIETY, mental exertion, from (20)
148 Mind দুশ্চিন্তা, ঋতু ব্যতীত রক্তস্রাবে ANXIETY, metrorrhagia, in (1)
149 Mind দুশ্চিন্তা, রাত ২ টা পর্যন্ত ANXIETY, midnight, until 2 a.m. (1)
150 Mind দুশ্চিন্তা, গেঙানোর সহিত ANXIETY, moaning, with (1)
151 Mind দুশ্চিন্তা, টাকা সম্পর্কিত ANXIETY, money matters, about (3)
152 Mind দুশ্চিন্তা, সকালে ANXIETY, morning (43)
153 Mind দুশ্চিন্তা, নড়াচড়া করার ফলে ANXIETY, motion, from (15)
154 Mind দুশ্চিন্তা, শ্বাসনালীতে শ্লেষ্মা জমার ফলে ANXIETY, mucus, from accumulation of, in bronchi (1)
155 Mind দুশ্চিন্তা, যেন সে খুন করেছে এমন বাতিকগ্রস্ত ANXIETY, murder, as if he had committed, in mania (1)
156 Mind দুশ্চিন্তা, মিউজিকের ফলে ANXIETY, music, from (3)
157 Mind দুশ্চিন্তা, বমিভাবের ফলে ANXIETY, nausea, from (1)
158 Mind দুশ্চিন্তা, স্নায়বিক অসুস্থতার সহিত ANXIETY, nervous attack, with (1)
159 Mind দুশ্চিন্তা, স্নায়ুশুলের সময় ANXIETY, neuralgia, in (1)
160 Mind দুশ্চিন্তা, রাতে ANXIETY, night (89)
161 Mind দুশ্চিন্তা, গোলমাল-শব্দের ফলে ANXIETY, noise, from (12)
162 Mind দুশ্চিন্তা, মধ্যাহ্নে ANXIETY, noon (5)
163 Mind দুশ্চিন্তা, নাক দিয়ে রক্ত ঝরলে উপশম ANXIETY, nosebleed, amel. (2)
164 Mind দুশ্চিন্তা, স্তন্য দানের পরে ANXIETY, nursing, after (2)
165 Mind দুশ্চিন্তা, চাপবোধের সহিত ANXIETY, oppression, with (1)
166 Mind দুশ্চিন্তা, কষ্টদায়ক ANXIETY, oppressive (1)
167 Mind দুশ্চিন্তা, অন্যদের জন্য ANXIETY, others, for (23)
168 Mind দুশ্চিন্তা, ব্যথার কারণে ANXIETY, pains, from the (9)
169 Mind দুশ্চিন্তা, অগ্ন্যাশয় রোগে আক্রান্ত হয়ে ANXIETY, pancreatic disease, in (1)
170 Mind দুশ্চিন্তা, যেন পক্ষাঘাত হয়েছে ANXIETY, paralysed, as if (2)
171 Mind দুশ্চিন্তা, নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত ANXIETY, periodical (12)
172 Mind দুশ্চিন্তা, আবরক ঝিল্লীর প্রদাহ হওয়ার ফলে ANXIETY, peritonitis, in (2)
173 Mind দুশ্চিন্তা, ঘামে বৃদ্ধি ANXIETY, perspiration, agg. (2)
174 Mind দুশ্চিন্তা, শারীরিক ANXIETY, physical (100)
175 Mind দুশ্চিন্তা, শারীরিক ও মানসিক ক্ষয়ের ফলে ANXIETY, pining away, from bodily and mental (2)
176 Mind দুশ্চিন্তা, পিয়ানো বাজানোর সময় ANXIETY, playing piano, while (1)
177 Mind দুশ্চিন্তা, নিউমোনিয়া অবস্থায় ANXIETY, pneumonia, in (5)
178 Mind দুশ্চিন্তা, ধাতু নির্গত হওয়ার পরে ANXIETY, pollutions, after (3)
179 Mind দুশ্চিন্তা, গর্ভধারণ অবস্থায় ANXIETY, pregnancy, in (6)
180 Mind দুশ্চিন্তা, বর্তমান অবস্থা সম্পর্কিত ANXIETY, present, about (2)
181 Mind দুশ্চিন্তা, বক্ষে চাপ দেয় ANXIETY, pressure, chest, on (12)
182 Mind দুশ্চিন্তা, উদরে স্পন্দিত হওয়ার সহিত ANXIETY, pulsation in the abdomen, with (1)
183 Mind দুশ্চিন্তা, যেন তাকে তাড়া করছে ANXIETY, pursued, as if (5)
184 Mind দুশ্চিন্তা, সামান্য সংশয়ের কারণে বুক ধড়ফড় করে ANXIETY, qualmishness, with, causes, from slight, with throbbing (1)
185 Mind দুশ্চিন্তা, রেলগাড়িতে ভ্রমণ করলে উপশম ANXIETY, railroad, when about to journey by, amel. while in train (2)
186 Mind দুশ্চিন্তা, বৃষ্টির সময় ANXIETY, rain, during (2)
187 Mind দুশ্চিন্তা, পড়াশোনা করার সময় ANXIETY, reading, while (2)
188 Mind দুশ্চিন্তা, বিশ্রাম করার সময় ANXIETY, rest, during (4)
189 Mind দুশ্চিন্তা, উকি উঠা অবস্থায় ANXIETY, retching, when (1)
190 Mind দুশ্চিন্তা, বাতরোগে আক্রান্ত হয়ে ANXIETY, rheumatism, in (1)
191 Mind দুশ্চিন্তা, যানবাহনে পরিভ্রমণ করার সময় ANXIETY, riding, while (6)
192 Mind দুশ্চিন্তা, শোয়া বসা থেকে উঠার পরে ANXIETY, rising, after (5)
193 Mind দুশ্চিন্তা, দোল খাওয়ার সময় ANXIETY, rocking, during (1)
194 Mind দুশ্চিন্তা, ঘরের ভিতরের খোলা বাতাসে উপশম ANXIETY, room, air, amel. in open (1)
195 Mind দুশ্চিন্তা, পরিত্রাণ পাওয়া সম্পর্কিত ANXIETY, salvation, about (35)
196 Mind দুশ্চিন্তা, আরক্ত জ্বরের উদ্ভেদ উঠার পূর্বে ANXIETY, scarlatina, in, appearance of eruption, before (1)
197 Mind দুশ্চিন্তা, আসনাশ্রিত কর্মক্ষেত্র সম্পর্কে ANXIETY, sedentary employment, from (2)
198 Mind দুশ্চিন্তা, সেলাইকরায় ANXIETY, sewing (1)
199 Mind দুশ্চিন্তা, যৌনক্রিয়া করার সময় ANXIETY, sex, during (2)
200 Mind দুশ্চিন্তা, দাড়ি কামানোর সময় ANXIETY, shaving, while (1)
201 Mind দুশ্চিন্তা, থরথর কম্পনের সহিত ANXIETY, shuddering, with (9)
202 Mind দুশ্চিন্তা, বসা অবস্থায় ANXIETY, sitting, while (13)
203 Mind দুশ্চিন্তা, বসলে উপশম ANXIETY, sitting, amel. (1)
204 Mind দুশ্চিন্তা, ঘুমানোর সময় ANXIETY, sleep, during (44)
205 Mind দুশ্চিন্তা, আত্মার কল্যাণ সম্পর্কিত ANXIETY, soul’s welfare (2)
206 Mind দুশ্চিন্তা, সুপ খাওয়ার পরে ANXIETY, soup, after (2)
207 Mind দুশ্চিন্তা, কথা বলে না ANXIETY, speak, cannot (1)
208 Mind দুশ্চিন্তা, কথা বলে ANXIETY, speaking (0)
209 Mind দুশ্চিন্তা, শুক্রাণু সম্পর্কিত ANXIETY, spermatorrhea, in (1)
210 Mind দুশ্চিন্তা, দাঁড়িয়ে থাকা অবস্থায় ANXIETY, standing, while (7)
211 Mind দুশ্চিন্তার, ফলে মেরুদণ্ডে সুচ বিদ্ধকর অনুভূতি ANXIETY, stitching in, spine, from (1)
212 Mind দুশ্চিন্তা, মলত্যাগ করার সময় ANXIETY, stool, during (19)
213 Mind দুশ্চিন্তা, অবনত হলে ANXIETY, stooping, when (2)
214 Mind দুশ্চিন্তা, ঝড়ো আবহাওয়ায় ANXIETY, stormy weather, during (1)
215 Mind দুশ্চিন্তা, অপরিচিত ব্যক্তির উপস্থিতিতে ANXIETY, strangers, presence of (4)
216 Mind দুশ্চিন্তা, মাথার উপরে হাত স্থাপন করে ANXIETY, stretch arms, had to (1)
217 Mind দুশ্চিন্তা, অধ্যয়ন করার সময় ANXIETY, study (5)
218 Mind দুশ্চিন্তা, নির্বুদ্ধিতার সহিত ANXIETY, stupidity, with (1)
219 Mind দুশ্চিন্তা, সাফল্য সম্পর্কিত সন্দেহের ফলে ANXIETY, success, from doubt about (1)
220 Mind দুশ্চিন্তা, হঠাৎ ANXIETY, sudden (11)
221 Mind দুশ্চিন্তা, কষ্টভোগ করার সহিত ANXIETY, suffering, with (2)
222 Mind দুশ্চিন্তা, আত্মঘাতী ANXIETY, suicidal (11)
223 Mind দুশ্চিন্তা, রাতের খাবারের পরে ANXIETY, supper, after (3)
224 Mind দুশ্চিন্তা, ঢোক গেলার সময় বেদনার কারণে ANXIETY, swallowing, on, due to pain (1)
225 Mind দুশ্চিন্তা, ভয়ানক ANXIETY, terrible (3)
226 Mind দুশ্চিন্তা, সম্পর্কিত চিন্তা করলে ANXIETY, thinking about it, from (9)
227 Mind দুশ্চিন্তার চিন্তা করলে ANXIETY, thoughts, from (5)
228 Mind দুশ্চিন্তা, বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টির সময় ANXIETY, thunderstorm, during (10)
229 Mind দুশ্চিন্তা, যদি কোনকিছুর সময় নির্ধারণ করা হয় ANXIETY, time is set, if a (4)
230 Mind দুশ্চিন্তা, হুপিং কাশি হওয়ার আতঙ্ক ANXIETY, timorous, in whooping cough (1)
231 Mind দুশ্চিন্তা, তামাকের ধূমপান করার ফলে ANXIETY, tobacco, from smoking (3)
232 Mind দুশ্চিন্তা, স্পর্শ করতে অনীহা সম্পর্কিত ANXIETY, touched, aversion to being (4)
233 Mind দুশ্চিন্তা, খুঁটিনাটি বিষয় সম্পর্কিত ANXIETY, trifles, about (21)
234 Mind দুশ্চিন্তা, যক্ষ্মারোগে ANXIETY, tuberculosis, in (2)
235 Mind দুশ্চিন্তা, সুড়ঙ্গ পথে যাওয়ার সময় ANXIETY, tunnel, when on a, going through (1)
236 Mind দুশ্চিন্তা, গোধূলির সময় ANXIETY, twilight (1)
237 Mind দুশ্চিন্তা, জ্বরবিকারে ANXIETY, typhus, in (4)
238 Mind দুশ্চিন্তা, অদমনীয় ANXIETY, unconquerable (1)
239 Mind দুশ্চিন্তা, মূত্রত্যাগ করার সময় ANXIETY, urination, during (2)
240 Mind দুশ্চিন্তা, টিকা গ্রহণের পরে ANXIETY, vaccination, after (1)
241 Mind দুশ্চিন্তা, বিরক্তির পরে ANXIETY, vexation, after (6)
242 Mind দুশ্চিন্তা, উচ্চস্বরে কথা বল্লে ANXIETY, voice, on raising the (2)
243 Mind দুশ্চিন্তা, বমি করলে ANXIETY, vomiting, on (2)
244 Mind দুশ্চিন্তা, কেউ নিদ্রা হতে জাগালে ANXIETY, wakens from (1)
245 Mind দুশ্চিন্তা, জাগ্রত হলে ANXIETY, waking, on (88)
246 দুশ্চিন্তা হাঁটার সময় ANXIETY, walking, while (19)
247 Mind দুশ্চিন্তা, উষ্ণ বিছানায় যতক্ষণ পর্যন্ত আচ্ছাদনহীন অবস্থায় হাত পা ঠাণ্ডা না হয় ততক্ষণ দুশ্চিন্তা ANXIETY, warm bed, yet limbs cold if uncovered (1)
248 Mind দুশ্চিন্তা, উষ্ণতার ফলে ANXIETY, warmth, from (4)
249 Mind দুশ্চিন্তা, জীবন সংক্রান্ত ক্লান্তিভাবের সহিত ANXIETY, weariness, of life, with (17)
250 Mind দুশ্চিন্তা, বন্য ANXIETY, wild (3)
251 Mind দুশ্চিন্তা, পৃথিবী সম্পর্কে ANXIETY, world, for the (1)
252 Mind দুশ্চিন্তা, কর্মস্পৃহার সহিত ANXIETY, work, inclination to work, with (1)
253 Mind দুশ্চিন্তা, খাদ্যনালী আহত হওয়ার ফলে ANXIETY, wounded esophagus, from (1)

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *