ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ২০ | Daily Study of Homeopathy

পাঠ -২০

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

২০. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি
এফোরিজম ৫৯: অ্যান্টিপ্যাথিক চিকিৎসার কতিপয় ক্ষতিকর প্রভাব এখানে দেয়া আছে।
এফোরিজম ৬০: উপশমকারী ঔষধের ক্রমবর্ধিত মাত্রা বার বার করে কখনোই পুরাতন রোগ আরোগ্য করা যায় না বরং ক্ষতি করে।
এফোরিজম ৬১: উল্লেখিত বক্তব্য ও  উদাহরণ থেকে চিকিৎসক সমাজের এ কথা বুঝা উচিত যে অ্যান্টিপ্যাথিক চিকিৎসার বিপরীত অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসাই উত্তম।
এফোরিজম ৬২: উপশমদায়ী চিকিৎসার ক্ষতিকর বিষয় ও হোমিওপ্যাথি চিকিৎসার উপকারিতার পর্যবেক্ষণ।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

115 FORMICA RUFA [Form]
Form অতীতে ঘটে যাওয়া বিষয়ের সৃতি সক্রিয়।
Form জ্বালাযুক্ত বেদনা, ঠান্ডা পানি দিয়ে ধুলে সাময়িক উপশমের পর আবার জ্বালা আরম্ভ হয়।
Form হঠাৎ বাতের বেদনা।
Form প্রচুর ঘাম, ঘাম হলেও উপশম হয় না।
Form মাথা ব্যথার সময় কানে শব্দ হয়।
Form মনে হয় মুখমণ্ডলের বাম পার্শ প্যারালাইসিস হয়ে শিথিল হয়ে ঝুলে পরেছে।
116 GELSEMIUM SEMPERVIRENS [Gels]
Gels স্থির হয়ে চুপচাপ থাকতে চায়, শরীর ও মনের জড়তা ও অবসাদ, মাথাঘোরা, তন্দ্রা ও কম্পন।
Gels কার সাথে কথা বলতে বা কেউ তার কাছে থাকুক তা পছন্দ করে না।
Gels ভয়, দুখঃ, খারাপ বা উত্তেজনাপুর্ন সংবাদ শুনে ও উত্তেজনার ফলে উদরাময়।
Gels নড়াচড়া না করলে হ্রদপিন্ডের কাজ বন্ধ হয়ে যাবে এমন ভয়।
Gels চোখের উপরের পাতা ভারী অনুভূতি ও চোখ মেলে থাকতে কষ্ট।
Gels জিহ্বা কাঁপে ও অতি কষ্টে জিহ্বা বের করতে পারে।
Gels নীচের চোয়াল আপনা আপনি নড়তে থাকে।
117 GLONOINE [Glon]
Glon হঠাৎ প্রচন্ডবেগে রক্তসঞ্চালনের বিশৃঙ্খলা হওয়ার প্রবনতা।
Glon অত্যন্ত আলস্যভাব, কোন কাজকর্ম করতে ইচ্ছা হয় না।
Glon মেজাজ অত্যন্ত খিটখিটে, সামান্য কারণে রোগী অত্যন্ত উত্তেজিত হয়ে উঠে এবং মস্তকে রক্তাদিক্য লক্ষণ দেখা যায়, মাথাটি বড় হয়ে গেছে এরূপ অনুভূতি।
Glon মস্তক ও হাত-পা দপদপ করে বা দপদপানির সহিত ব্যথা থাকে।
Glon সামান্য উত্তাপ সহ্য হয় না, মুখমণ্ডল নীল বর্ন দেখায়।
Glon অত্যন্ত বুক ধড়ফড় করে।
118 GRAPHITES [Graph]
Graph দ্বিধাগ্রস্ত, উৎকন্ঠিত, বিমর্ষ, মনোযোগ দিতে কষ্ট, সকল বিষয়ে সতর্ক ও ভীত।
Graph শরীর সর্বদা শীতল, মাথার তালুতে জ্বালা।
Graph কানে কম শোনে, কিন্তু গোলমালের ভিতর ভাল শুনতে পায়।
Graph সর্দি লাগার প্রবণতা ও ঠান্ডায় রোগের বৃদ্ধি।
Graph মাছ মাংস ইত্যাদি আমিষ দ্রব্য, মিষ্টি ও লবণে অরুচি।
Graph বসে কোন কাজ করার সময় পা নাড়তে থাকে।
Graph শরীরের কোথাও একটু কেটে গেলে বা আঁচড় লাগলে তাতে পূঁজ জন্মে, পুরাতন ক্ষতচিহ্নে আবার ঘা হয়, চর্ম উদ্ভেদ হতে পাতলা আঠালো বা মধুর মত ‍স্বচ্ছ রস ঝরে।
Graph চর্মরোগের উদ্ভেদ শক্ত, মোটা, ফাটা ও রসানি যুক্ত।
Graph ইন্দ্রিয়গুলি অতিরিক্ত তীক্ষ্ণ, সেজন্য গান শুনলে রোগীর কান্না পায়, ফুলের গন্ধ ‍সহ্য হয় না।
119 GRATIOLA OFFICINALIS [Grat]
Grat খিটখিটে মেজাজ, দম্ভ ও অহংকারের ফলে মানুষিক অসুস্থতা।
Grat মহিলাদের অত্যন্ত যৌন আকাঙ্ক্ষার সহিত হস্তমৈথুন করার প্রবণতা।
Grat মাথায় রক্ত ওঠার সাথে সাথে দৃষ্টিশক্তি লোপ।
Grat ঝুঁকান অবস্থা থেকে মাথা উঠালে মাথা ঘোরে, খাওয়ার সময় মাথা ঘোরে।
Grat আহারের পরেই পেট খালি খালি অনুভূতি সহ ক্ষুধা, পাকস্থলিতে ব্যথা আরাম্ভ হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পরে।
120 GUAIACUM OFFICINALE [Guai]
Guai অত্যন্ত দূর্বলতার সহিত অনিদ্রা।
Guai জ্বালা সহ সঙ্কোচন ও পাকস্থলির প্রান্ত ভাগে সঙ্কোচন অনুভূতি।
Guai মল, মূত্র, ঘর্ম সহ সকল স্রাবে দুর্গন্ধ।
Guai গলার ভিতরে জ্বালা ও শুষ্ক অনুভূতি, বার বার টন্সিলে ব্যথা হয়।
Guai রোগী গরম চায় কিন্তু শরীরের বিশেষ কোন স্থানে উত্তাপ প্রয়োগে রোগের বৃদ্ধি।
Guai সূচ ফোটানোর মত বেদনা বুক হতে পিঠের দিকে ছড়িয়ে পড়ে অথাবা নীচের দিক হতে উপরের দিকে উঠে, ফুসফুসের এপেক্সে এরুপ ব্যথা।

Delusions অধ্যায়ের ১০১ থেকে ১৫০ পর্যন্ত মূল রুব্রিক:

101 Delusions পরামর্শ সভায় অধিষ্ঠিত COUNCIL, holding a (2)
102 Delusions কাপুরুষের মত তাকে রেখে চলে যাচ্ছে COWARDS, thinks persons leaving him to be (1)
103 Delusions কাঁকড়া CRABS, of (1)
104 Delusions সৃষ্টিশীল ক্ষমতা আছে CREATIVE, power, has (1)
105 Delusions গাছমছমে বস্তুতে পূর্ণ CREEPING things, full of (1)
106 Delusions অপরাধ CRIME (0)
107 Delusions অপরাধী CRIMINAL (0)
108 Delusions বৃদ্ধরা বিকলাঙ্গের হয় CRIPPLED, old man, is a (1)
109 Delusions তিনি সমালোচিত CRITICIZED, that she is (11)
110 Delusions অনেকগুলো হাত পায়ে ঠাসা যেন CROWDED, with arms and legs, as if (2)
111 Delusions ক্রন্দন করার সহিত CRYING, with (5)
112 Delusions শসা বা ক্ষীরা বিছানার উপরে দেখে CUCUMBERS, sees on the bed (1)
113 Delusions অভিসম্পাত দেয়ার সহিত CURSING, with (2)
114 Delusions কাটা CUT (0)
115 Delusions নলাকার বস্তুর মত দেখে CYLINDER, seemed to be a (1)
116 Delusions নর্তন করে, মাথা ঝুঁকায়, অভিজাত চাইনিজ ব্যক্তি DANCING, satyres and nodding mandarins (1)
117 Delusions কালচে বস্তু ও মানবমূর্তি দেখে DARK, objects and figures, sees (1)
118 Delusions দিনে এবং রাতে DAY and night (3)
119 Delusions মৃত লাশ DEAD, corpse of (0)
120 Delusions বধির ও বোবা DEAF, and dumb (1)
121 Delusions মৃত্যু এখনই হবে DEATH, approaching (1)
122 Delusions তর্ক বিতর্ক হচ্ছে DEBATE, of being in (1)
123 Delusions প্রতারিত হচ্ছে DECEIVED, being (2)
124 Delusions রাতে উন্মাদ হওয়ার প্রত্যাশা করে DELIRIOUS, at night, expected to become (1)
125 Delusions ভ্রান্ত বিশ্বাস রোগ আরোগ্যকারী ঔষধ DELUSIONS, remedies (191)
126 Delusions নিজেকে অশুভ আত্মা মনে করে DEMONIACAL, thinks he is (5)
127 Delusions নির্জন স্থানে পরিত্যক্ত DESERTED, forsaken, being (19)
128 Delusions এটি অবজ্ঞার পাত্র DESPISED, that is (5)
129 Delusions তার নিকটস্থ সকল কিছুর ধ্বংস আসন্ন DESTRUCTION of all near her, impending (1)
130 Delusions বিচ্ছিন্ন DETACHED (1)
131 Delusions শয়তান বা ভূত দ্বারা আবিষ্ট DEVIL, possessed of a, is (4)
132 Delusions শয়তান দেখে DEVILS, sees (18)
133 Delusions কোন প্রাণী তাকে গিলেছে DEVOURED, had been by animals (2)
134 Delusions নিজেকে মৃত ভাবে DIE, thought he was about to (30)
135 Delusions বিভিন্ন জিনিসের মাপকাঠিতে বিরক্ত DIMENSIONS of things, disturbed (7)
136 Delusions খর্ব DIMINISHED (8)
137 Delusions ময়লা খায় DIRT, eating (2)
138 Delusions ময়লাযুক্ত যেন সে DIRTY, that he is (7)
139 Delusions অক্ষম যেন সে DISABLED, that she is (1)
140 Delusions রোগ আর আরোগ্য হবে না DISEASE, incurable, has (16)
141 Delusions নিন্দিত যেন সে DISGRACED, that she is (4)
142 Delusions বস্তু সমূহে বিশৃঙ্খলতা উপস্থিত হয় DISORDER, objects appear in (2)
143 Delusions তার দেহ কেটে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হবে DISSECTED, that he will be (1)
144 Delusions দূরত্ব DISTANCES (3)
145 Delusions বিশিষ্ট ব্যক্তি DISTINGUISHED (3)
146 Delusions খণ্ডিত DIVIDED (0)
147 Delusions নিজেকে ঐশ্বরিক মনে করে DIVINE, thinks he is (4)
148 Delusions অন্যদের থেকে নিজেকে আলাদা মর্যাদার ভাবে DIVISION between himself and others (4)
149 Delusions তিনজন ডাক্তার আসছে এমনটি ভাবে DOCTORS, thought three were coming (1)
150 Delusions কুকুর দেখে DOGS, sees (15)

Food অধ্যায়ের ২০৯ টি মূল রুব্রিক:

1 Food টক জাত খাদ্য এবং পানিয়ে বৃদ্ধি ACIDS, food and drinks, general agg. (51)
2 Food মদ সাধারণ ALCOHOL, general (0)
3 Food মদ্যপ ALCOHOLISM (0)
4 Food এল বিয়ারে বৃদ্ধি ALE, agg. (3)
5 Food এলমন্ড খেতে চায় ALMONDS, desires (1)
6 Food হেরিং-জাত ক্ষুদ্র মৎস্যবিশেষ খেতে চায় ANCHOVIES, desires (1)
7 Food ক্ষুধা APPETITE (19)
8 Food আপেলে বৃদ্ধি APPLES, agg. (19)
9 Food সুগন্ধি পানিয়ের ঘ্রাণ নিলে বৃদ্ধি AROMATIC, drinks agg. smell of (2)
10 Food আরটিচোক খেতে অনীহা ARTICHOKES, aversion to (4)
11 Food কৃত্রিম খাদ্যে বৃদ্ধি ARTIFICIAL food, agg. (5)
12 Food ছাই খাওয়ার ইচ্ছা ASHES, desires (3)
13 Food খাদ্যের উপর বিতৃষ্ণা AVERSION, to food (133)
14 Food লবণাক্ত শূকরের মাংস খেলে বৃদ্ধি BACON, agg. (1)
15 Food ঝলসানো বা সেকা দেওয়া খাবার খেলে বৃদ্ধি BAKED food, agg. (3)
16 Food কলাতে বৃদ্ধি BANANAS, agg. (1)
17 Food মটরশুঁটি খেলে বৃদ্ধি BEANS, agg. (19)
18 Food গরুর মাংসে অনীহা BEEF, aversion to (6)
19 Food বিয়ার BEER (0)
20 Food বিট বা বিটরুট খেতে চায় BEETROOT, desires (1)
21 Food বেরি-বেরি BERI-beri (4)
22 Food বেরিস BERRIES (1)
23 Food বিস্কুট খেতে চায় BISCUITS, desires (1)
24 Food তিতা খাবার খেয়ে অসুস্থতা BITTER food, ailments from (1)
25 Food সেদ্ধ খাবারে অনীহা BOILED food, aversions (1)
26 Food ব্রান্ডি BRANDY (30)
27 Food রুটি BREAD (38)
28 Food নাস্তা BREAKFAST (52)
29 Food ঝোল সুপ BROTH, bouillon (0)
30 Food ঘোড়ার খাদ্য (বাজরা) BUCKWHEAT (0)
31 Food মাখন BUTTER (0)
32 Food মাখন তোলা দুধ BUTTERMILK (0)
33 Food বাঁধাকপি CABBAGE (22)
34 Food কেক CAKES (3)
35 Food চকলেট মিষ্টি খেতে ইচ্ছা CANDIES, sweets, desires (15)
36 Food কার্বনেট জাতীয় পানিয় পানে আগ্রহ CARBONATED, drinks, desires (5)
37 Food গাজর খেলে বৃদ্ধি CARROTS, agg. (2)
38 Food শস্য জাতীয় খাবারে অনীহা CEREALS, aversion to (2)
39 Food চক খাওয়ার ইচ্ছা CHALK, desires (15)
40 Food শ্যাম্পেন মদ খেলে বৃদ্ধি CHAMPAGNE, agg. (2)
41 Food কাঠকয়লা খাওয়ার আগ্রহ CHARCOAL, desires (8)
42 Food পনির CHEESE (0)
43 Food চেরি ফল CHERRIES (2)
44 Food মুরগি বা পাখির মাংস CHICKEN (0)
45 Food মরিচ CHILLI (0)
46 Food চকলেট CHOCOLATE (0)
47 Food আপেল সুরা CIDER (0)
48 Food লেবু জাতীয় ফল থেকে এসিড CITRIC acid (0)
49 Food লবঙ্গ খাওয়ার ইচ্ছা CLOVES, desires (2)
50 Food কয়লা খেতে আগ্রহ COAL, desires (5)
51 Food নিকৃষ্ট খাবার খেতে চায় COARSE food, desires (2)
52 Food কোকো পানিয় খেতে অনীহা COCOA, aversion to (2)
53 Food কফি COFFEE (0)
54 Food ঠাণ্ডা পানিয় COLD drinks, water (0)
55 Food মশলা খেতে চায় CONDIMENTS, desires (17)
56 Food রান্না করা খাবার COOKED, food (0)
57 Food ভুট্টা খেলে বৃদ্ধি CORN, agg. (4)
58 Food ভুট্টা জাত খাদ্যে বৃদ্ধি CORNMEAL, agg. (1)
59 Food শসা CUCUMBER (0)
60 Food হালকা মুখরোচক ও সুস্বাদু খাবার DAINTY foods (0)
61 Food সুস্বাদু খাবার খেতে অনীহা DELICACIES, aversion to (3)
62 Food পরিপাক ধীরে ধীরে হয় DIGESTION, slow (21)
63 Food দুপুরের খাবারে অনীহা DINNER, aversion to (4)
64 Food পানিয় পানে অনীহা DRINKS, aversion to (58)
65 Food শুকনা খাবার DRY, food (0)
66 Food ইল মাছ খাওয়ার ইচ্ছা EEL, desires (1)
67 Food বুদবুদপূর্ন পানিয় পান করতে ইচ্ছা EFFERVESCENT drinks, desires (3)
68 Food বেগুন খেতে অনীহা EGGPLANT, aversions (2)
69 Food ডিম EGGS (0)
70 Food ময়দায় তৈরি খাদ্য FARINACEOUS (0)
71 Food উপবাস FASTING (0)
72 Food চর্বি জাত খাদ্য FAT, food (0)
73 Food মাছ সাধারণ FISH, general (0)
74 Food বায়ু উৎপাদন করে এমন খাদ্যে বৃদ্ধি FLATULENT, food agg. (15)
75 Food ময়দায় অনীহা FLOUR, aversion (3)
76 Food খাদ্য সাধারণ FOOD, general (0)
77 Food টাটকা খাদ্য খেতে চায় FRESH food, desires (1)
78 Food তেলে ভাজা খাবার খাওয়ার ইচ্ছা FRIED food, desires (3)
79 Food বরফাবৃত খাদ্য FROZEN food (0)
80 Food ফল FRUIT (0)
81 Food রসুন GARLIC (0)
82 Food আঙ্গুরে  বৃদ্ধি GRAPES, agg. (3)
83 Food সবুজ রঙের খাদ্য খেতে অনীহা GREEN, foods, aversion to (1)
84 Food জাউ GRUEL (0)
85 Food পেয়ারা খেলে বৃদ্ধি GUAVA, agg. (1)
86 Food রানের মাংসে অনীহা HAM, aversion to (1)
87 Food হার্টি খাবারে অনীহা HEARTY food, desires (5)
88 Food ভারি খাবার খেলে বৃদ্ধি . HEAVY food, agg. (12)
89 Food ভেষজ খেতে চায় HERBS, desires (3)
90 Food হেরিং মাছ HERRING (0)
91 Food অত্যধিক পাকা খাদ্য HIGHLY seasoned food (0)
92 Food মধু HONEY (0)
93 Food গরম পানিয় HOT, drinks (0)
94 Food ক্ষুধার্ত HUNGER (0)
95 Food হাইপোগ্লাইসিমিয়া, ক্ষুধার্ত HYPOGLYCEMIA, hunger (0)
96 Food বরফ ICE (0)
97 Food অপাচ্য জিনিষ INDIGESTIBLE, things (0)
98 Food সে কি খেতে চায় তা জানেনা বলতে পারেনা INDISTINCT, knows not what desires (24)
99 Food পোকামাকড় খেতে ইচ্ছা INSECTS, desires (1)
100 Food স্বাদহীন খাদ্যে অনীহা INSIPID, food aversion to (1)
101 Food বলদায়ক বস্তু খেতে ইচ্ছা INVIGORATING things, desires (4)
102 Food ফলের রস খেতে অনীহা JUICY, things, aversion to (1)
103 Food চর্বি খেতে ইচ্ছা LARD, desires (2)
104 Food সরবত LEMONADE (0)
105 Food লেবু খেলে উপশম LEMONS, amel. (2)
106 Food মসুরির ডাল খেতে অনীহা LENTILS, aversions (1)
107 Food চুন স্লেট পাথর মাটি ইত্যাদি খাওয়ার ইচ্ছা LIME, slate, earth, etc. desires (19)
108 Food তরল LIQUIDS (0)
109 Food উগ্র পানিয় পানে বৃদ্ধি LIQUOR, agg. (14)
110 Food খাদ্যে ঘৃণা জাগে LOATHING of food (108)
111 Food অনেক কিছু খেতে ইচ্ছা MANY, things, desires (4)
112 Food মেপল চিনি খেলে বৃদ্ধি MAPLE sugar, agg. (2)
113 Food শিরকা খেতে চায় MARINADE, desires (9)
114 Food মাংস খেলে বৃদ্ধি MEAT, agg. (40)
115 Food বাঙ্গি খেলে বৃদ্ধি MELONS, agg. (4)
116 Food দুধ MILK (0)
117 Food মিশ্রিত খাবার খেলে বৃদ্ধি MIXED food, agg. (6)
118 Food মাটি খেতে আগ্রহ MUD, desires (1)
119 Food মাশরুম খেলে বৃদ্ধি MUSHROOMS, agg. (6)
120 Food সরিষা খেতে চায় MUSTARD, desires (10)
121 Food ভেড়ার মাংস খেলে বৃদ্ধি MUTTON, agg. (3)
122 Food বাদাম খাওয়ার ইচ্ছা NUTS, desires (2)
123 Food জইচূর্ণ খাওয়ার ইচ্ছা OATMEAL, desires (2)
124 Food তেল খেলে বৃদ্ধি OIL, agg. (5)
125 Food অলিভ অয়েল খেলে বৃদ্ধি OLIVE oil, agg. (2)
126 Food জলপাই খেতে অনীহা OLIVES, aversion to (1)
127 Food পেঁয়াজ খেলে বৃদ্ধি ONIONS, agg. (15)
128 Food কমলালেবুতে বৃদ্ধি ORANGES, agg. (3)
129 Food ঝিনুক বা শুক্তি জাতীয় খাবার খেলে বৃদ্ধি OYSTERS, agg. (10)
130 Food প্যানকেক খেলে বৃদ্ধি PANCAKES, agg. (6)
131 Food কাগজ খাওয়ার আগ্রহ PAPER, desires (1)
132 Food চটচটে খাবারে বৃদ্ধি PASTRY, agg. (18)
133 Food পীচ ফলে বৃদ্ধি PEACHES, agg. (5)
134 Food চিনাবাদামের মাখন খাওয়ার ইচ্ছা PEANUT butter, desires (1)
135 Food নাশপাতি খেলে বৃদ্ধি PEARS, agg. (6)
136 Food মটর ডাল খেলে বৃদ্ধি PEAS, agg. (19)
137 Food পেনসিল খাওয়ার ইচ্ছা PENCILS, desires (1)
138 Food গোল মরিচ খেলে বৃদ্ধি PEPPER, agg. (8)
139 Food আবর্জনা বালি স্লেট মাটি ইত্যাদি খেতে চায় PICA, desires to eat sand, slate, earth, etc. (19)
140 Food আনারসে বিতৃষ্ণা PINEAPPLES, aversion to (1)
141 Food কলার তৈরি খাবারে বৃদ্ধি PLANTAINS, agg. (1)
142 Food বরই খেলে বৃদ্ধি PLUMS, agg. (4)
143 Food শুয়োরের মাংস খেলে বৃদ্ধি PORK, agg. (24)
144 Food আলু খেলে বৃদ্ধি POTATOES, agg. (20)
145 Food পুলেট POULET (1)
146 Food পোল্ট্রি মুরগি খেয়ে অসুস্থতা POULTRY, ailments from (1)
147 Food পুডিং খেলে বৃদ্ধি PUDDINGS, agg. (1)
148 Food কটুগন্ধযুক্ত জিনিষে বিতৃষ্ণা PUNGENT, things aversion to (2)
149 Food মুলা বা কন্দ জাতীয় সবজি খাওয়ার ইচ্ছা RADISHES, desires (2)
150 Food কাপড় কামড়ানোর ইচ্ছা RAGS, clean, desires (2)
151 Food কিসমিসে বৃদ্ধি RAISINS, agg. (1)
152 Food কাঁচা খাদ্য খাওয়ায় বৃদ্ধি RAW food, agg. (8)
153 Food লাল রঙের খাবার খেতে চায় RED, food, desires (1)
154 Food পরিষ্কার খাদ্যে অনীহা REFRESHING things, aversion to (4)
155 Food রেউচিনি খেলে বৃদ্ধি RHUBARB, agg. (1)
156 Food ভাত খেলে বৃদ্ধি RICE, agg. (16)
157 Food মশলাদার খাবারে বৃদ্ধি RICH food, agg. (19)
158 Food রোস্ট করা খাবার খেতে অনীহা ROASTED food, aversion to (1)
159 Food রোল, রুটি, বাসি খাবার ROLLS, bread, stale (1)
160 Food সালাদ খেলে বৃদ্ধি SALAD, agg. (12)
161 Food স্যামন মাছ খেলে বৃদ্ধি SALMON, agg. (1)
162 Food লবণ SALT (0)
163 Food বালু খাওয়ার ইচ্ছা SAND, desires (3)
164 Food সার্ডিন মাছ খেলে বৃদ্ধি SARDINES, agg. (4)
165 Food খাদ্যের সঙ্গে আচার খেতে ইচ্ছা SAUCES, with the food, desires (2)
166 Food চাটনি খেলে বৃদ্ধি SAUERKRAUT, agg. (14)
168 Food সসেজ বৃদ্ধি SAUSAGES, agg. (6)
169 Food সিল মাছ খেলে বৃদ্ধি SHELL-fish, agg. (17)
170 Food খাবারের দিকে তাকালে বৃদ্ধি SIGHT of food, agg. (14)
171 Food আঠালো পিচ্ছিল খাদ্যে অনীহা SLIMY food, aversion to (3)
172 Food খাবারের গন্ধে বৃদ্ধি SMELL of food, agg. (26)
173 Food বাষ্প দিয়ে রান্না করা খাবারে বৃদ্ধি SMOKED food, agg. (2)
174 Food বরফ খেতে চায় SNOW, desires (1)
175 Food নস্যে বিতৃষ্ণা SNUFF, aversion to (1)
176 Food সোডা জল খাওয়ার ইচ্ছা SODA water, desires (1)
177 Food নরম খাদ্যে আগ্রহ SOFT, food desires (3)
178 Food শক্ত খাবারে অনীহা SOLID food, aversion to (11)
179 Food সুপ খেলে বৃদ্ধি SOUP, agg. (5)
180 Food চুকা খাদ্য SOUR, food (0)
181 Food সুগন্ধি খাবার SPICY, food (0)
182 Food পালং শাকে অনীহা SPINACH, aversions (1)
183 Food শ্বেতসার যুক্ত খাবার খেলে বৃদ্ধি STARCHY food, agg. (21)
184 Food উত্তেজক পদার্থে বৃদ্ধি STIMULANTS, agg. (17)
185 Food অদ্ভুত জিনিস খেতে ইচ্ছা STRANGE things, desires (10)
186 Food স্ট্রবেরি খেলে বৃদ্ধি STRAWBERRIES, agg. (6)
187 Food রসালো খাবার খাওয়ার ইচ্ছা SUCCULENT, food, desires (1)
188 Food চিনিতে বৃদ্ধি SUGAR, agg. (13)
189 Food আখের রসে বৃদ্ধি SUGARCANE, juice agg. (1)
190 Food মিষ্টান্ন SWEETS (0)
191 Food তেঁতুল জলে বৃদ্ধি TAMARIND, water agg. (1)
192 Food চা খেলে বৃদ্ধি TEA, agg. (31)
193 Food খাবারের চিন্তা করলে বৃদ্ধি THINKING of food, agg. (13)
194 Food পিপাসা THIRST (213)
195 Food পিপাসা হীনতা সাধারণ THIRSTLESS, general (97)
196 Food তামাক TOBACCO (0)
197 Food টমেটো খেলে বৃদ্ধি TOMATOES, agg. (3)
198 Food বলবর্ধক খাবারে বৃদ্ধি TONICS, agg. (18)
199 Food শালগমে বৃদ্ধি TURNIPS, agg. (6)
200 Food বাছুরের মাংস খেলে বৃদ্ধি VEAL, agg. (11)
201 Food শাক সবজি খেলে বৃদ্ধি VEGETABLES, agg. (16)
202 Food ভিনেগার খেলে বৃদ্ধি VINEGAR, agg. (31)
203 Food উষ্ণ পানিয় WARM drinks (0)
204 Food পানি WATER (0)
205 Food পানি খেলে বৃদ্ধি WATER, agg. (21)
206 Food কলমি শালুক ইত্যাদি জলজ উদ্ভিদ খাওয়ার ইচ্ছা WATERCRESS, desires (1)
207 Food গম খেলে বৃদ্ধি WHEAT, agg. (27)
208 Food হুইস্কি খেলে বৃদ্ধি WHISKEY, agg. (30)
209 Food ওয়াইন মদ WINE (0)

Mind – DEPRESSION এর ১৫৯ টি সাব রুব্রিক:

1 Mind বিষণ্ণতা DEPRESSION (447)
2 Mind বিষণ্ণতা, তীব্র DEPRESSION, sadness, acute (3)
3 Mind বিষণ্ণতা, বিকেলে DEPRESSION, sadness, afternoon (37)
4 Mind বিষণ্ণতা, খোলা বাতাসে DEPRESSION, sadness, air, in open (12)
5 Mind বিষণ্ণতা, মদ্যপ ব্যক্তির DEPRESSION, sadness, alcoholics, in (9)
6 Mind বিষণ্ণতা, একাকী থাকলে DEPRESSION, sadness, alone, when (25)
7 Mind বিষণ্ণতার সহিত পর্যায়ক্রমে DEPRESSION, sadness, alternating with (0)
8 Mind বিষণ্ণতা, ঋতুস্রাব অনুপস্থিত অবস্থায় DEPRESSION, sadness, amenorrhea, in (8)
9 Mind বিষণ্ণতা, রাগের সহিত DEPRESSION, sadness, anger, with (9)
10 Mind বিষণ্ণতা, বিরক্তির পরে DEPRESSION, sadness, annoyance, after (1)
11 Mind বিষণ্ণতা, উদ্বিগ্নতা DEPRESSION, sadness, anxious (34)
12 Mind বিষণ্ণতার সময় সন্তানদের দিকে তাকাতে বিতৃষ্ণা DEPRESSION, sadness, aversion, to see her children from sadness (2)
13 Mind বিষণ্ণতার সময় বিছানা ছাড়বে না DEPRESSION, sadness, bed, will not leave (1)
14 Mind বিষণ্ণতা, তিক্ত DEPRESSION, sadness, bitter (1)
15 Mind বিষণ্ণতা, নাস্তা করার পরে DEPRESSION, sadness, breakfast, after (1)
16 Mind বিষণ্ণতা, ডানদিকের লাম্বার রিজনে জ্বালার কারণে DEPRESSION, sadness, burning, in right lumbar region, from (1)
17 Mind বিষণ্ণতা, ব্যবসার চিন্তা করলে DEPRESSION, sadness, business, when thinking of (3)
18 Mind বিষণ্ণতা, ক্যান্সারের সহিত DEPRESSION, sadness, cancer, with (2)
19 Mind বিষণ্ণতা, কারণহীন DEPRESSION, sadness, causeless (12)
20 Mind বিষণ্ণতা, প্রফুল্লতার পরে DEPRESSION, sadness, cheerfulness, after (1)
21 Mind বিষণ্ণতা, প্রসবাবস্থার পরে DEPRESSION, sadness, childbirth, after (24)
22 Mind বিষণ্ণতা, শিশুদের DEPRESSION, sadness, children, in (11)
23 Mind বিষণ্ণতা, শীত লাগার সময় DEPRESSION, sadness, chill, during (38)
24 Mind বিষণ্ণতা, পরিষ্কার আবহাওয়ায় DEPRESSION, sadness, clear, weather (1)
25 Mind বিষণ্ণতা, মেঘলা আবহাওয়ায় DEPRESSION, sadness, cloudy, weather (4)
26 Mind বিষণ্ণতা, ঠাণ্ডা হলে DEPRESSION, sadness, cold, from becoming (3)
27 Mind বিষণ্ণতা, লোক সঙ্গে বৃদ্ধি DEPRESSION, sadness, company, agg. in (3)
28 Mind বিষণ্ণতা, অভিযোগ করলে উপশম DEPRESSION, sadness, complaining, amel. (1)
29 Mind বিষণ্ণতা, সান্ত্বনা দেয়া যায়না এমন DEPRESSION, sadness, consoled, cannot be (3)
30 Mind বিষণ্ণতা, ইন্দ্রিয়সংযম করার ফলে DEPRESSION, sadness, continence, from (4)
31 Mind বিষণ্ণতা, কথোপকথনে উপশম DEPRESSION, sadness, conversation, amel. (1)
32 Mind বিষণ্ণতা, কাশির পরে DEPRESSION, sadness, coughing, after (2)
33 Mind বিষণ্ণতা, অপরাধী যেন মহান কাজ করছে DEPRESSION, sadness, criminal, as if being the greatest (1)
34 Mind বিষণ্ণতা, কান্না করতে পারে না DEPRESSION, sadness, cry, cannot (9)
35 Mind বিষণ্ণতা, ক্রন্দন করলে বৃদ্ধি DEPRESSION, sadness, crying, agg. (2)
36 Mind বিষণ্ণতা, অন্ধকারময়তায় DEPRESSION, sadness, darkness (8)
37 Mind বিষণ্ণতা, দিনে এবং রাতে DEPRESSION, sadness, day and night (2)
38 Mind বিষণ্ণতা, দিবাভাগে DEPRESSION, sadness, daytime (14)
39 Mind বিষণ্ণতা, মৃত্যু ভয়ের সহিত DEPRESSION, sadness, death, fear of, with (1)
40 Mind বিষণ্ণতা, উদরাময় অবস্থায় DEPRESSION, sadness, diarrhea, during (7)
41 Mind বিষণ্ণতা, খাদ্যের ত্রুটি সম্পর্কিত DEPRESSION, sadness, diet, errors of (1)
42 Mind বিষণ্ণতা, হজম হওয়ার সময় DEPRESSION, sadness, digestion, during (1)
43 Mind বিষণ্ণতা, ডিনারের পরে DEPRESSION, sadness, dinner, after (6)
44 Mind বিষণ্ণতা, হতাশার ফলে DEPRESSION, sadness, disappointment, from (2)
45 Mind বিষণ্ণতা, রোগ সম্পর্কিত DEPRESSION, sadness, disease, about (6)
46 বিষণ্ণতা, নিজের চিন্তাধারা থেকে নিজেকে সরিয়ে নিতে চায় DEPRESSION, sadness, diverted from thoughts of himself, desires to be (2)
47 Mind বিষণ্ণতা, ঘরোয়া বিষয়াবলী সম্পর্কিত DEPRESSION, sadness, domestic affairs, over (1)
48 Mind বিষণ্ণতা, স্বপ্ন দেখার ফলে DEPRESSION, sadness, dream, from (2)
49 Mind বিষণ্ণতা, তন্দ্রাচ্ছন্নভাবের সহিত DEPRESSION, sadness, drowsiness, with (1)
50 Mind বিষণ্ণতা, মাতাল অবস্থায় DEPRESSION, sadness, drunkenness, during (3)
51 Mind বিষণ্ণতা, তার আবাসস্থলের অবস্থা সম্পর্কিত ক্রমাগত বিষণ্ণতা DEPRESSION, sadness, dwelling, constantly on her condition (4)
52 Mind বিষণ্ণতা, খাবার খাওয়ার সময় DEPRESSION, sadness, eating, while (1)
53 Mind বিষণ্ণতা, বীর্যপাত হওয়ার ফলে DEPRESSION, sadness, emission, from (11)
54 Mind বিষণ্ণতা, মৃগীরোগের পূর্বে DEPRESSION, sadness, epilepsy, before attack of (2)
55 Mind বিষণ্ণতা, উদ্ভেদ চাপাপড়া বা অবরুদ্ধতার সহিত DEPRESSION, sadness, eruption suppressed, with (2)
56 Mind বিষণ্ণতা, সন্ধ্যায় DEPRESSION, sadness, evening (72)
57 Mind বিষণ্ণতা, উত্তেজনার পরে DEPRESSION, sadness, excitement, after (1)
58 Mind বিষণ্ণতা, পরিশ্রম DEPRESSION, sadness, exertion (0)
59 Mind বিষণ্ণতা, চরম DEPRESSION, sadness, extreme (1)
60 Mind বিষণ্ণতা, চোখ বন্ধ করার সহিত DEPRESSION, sadness, eyes closed, with (1)
61 Mind বিষণ্ণতা, ত্রুটি যেন রয়েছে DEPRESSION, sadness, fault, as if in (1)
62 Mind বিষণ্ণতা, ভয় পাওয়ার ফলে DEPRESSION, sadness, fear, from (1)
63 Mind বিষণ্ণতা, জ্বরের সময় DEPRESSION, sadness, fever, during the (54)
64 Mind বিষণ্ণতা, আর্থিক ক্ষতির পরে DEPRESSION, sadness, financial loss, after (4)
65 Mind বিষণ্ণতা, ফুলের ঘ্রাণে DEPRESSION, sadness, flowers, smell of (1)
66 Mind বিষণ্ণতা, পূর্বাহ্ণে DEPRESSION, sadness, forenoon (12)
67 Mind বিষণ্ণতা, বন্ধুর ভালোবাসা যেন হারিয়েছে DEPRESSION, sadness, friends, as if having lost affection of (2)
68 Mind বিষণ্ণতা, বালিকাদের বয়ঃসন্ধি কালের পূর্বে DEPRESSION, sadness, girls, before puberty (8)
69 Mind বিষণ্ণতা, মনমরা DEPRESSION, sadness, gloomy (5)
70 Mind বিষণ্ণতা, দুঃখ শোকের পরে DEPRESSION, sadness, grief, after (7)
71 Mind বিষণ্ণতা, অর্শ চাপাপড়ার পরে DEPRESSION, sadness, hemorrhoids suppressed, after (1)
72 Mind বিষণ্ণতা, অন্যদের খুশি দেখে DEPRESSION, sadness, happy, on seeing others (3)
73 Mind বিষণ্ণতা, কর্কশ শব্দ প্রয়োগের ফলে DEPRESSION, sadness, harsh word, from a (2)
74 Mind বিষণ্ণতা, মাথা ব্যথার সময় DEPRESSION, sadness, headache, during (39)
75 Mind বিষণ্ণতা, স্বাস্থ্য সম্পর্কিত DEPRESSION, sadness, health, about the (5)
76 Mind বিষণ্ণতা, হৃৎপিণ্ডে অনুভূত হয় DEPRESSION, sadness, heart, sensations, from (2)
77 Mind বিষণ্ণতা, উত্তাপের উচ্ছ্বাসের সময় DEPRESSION, sadness, heat flushes of, during (1)
78 Mind বিষণ্ণতা, দেহ ভারবোধের ফলে DEPRESSION, sadness, heaviness of, body (2)
79 Mind বিষণ্ণতা, ভয়ানক DEPRESSION, sadness, horrid (1)
80 Mind বিষণ্ণতা, বাড়িতে DEPRESSION, sadness, house, in (2)
81 Mind বিষণ্ণতা, অপমানিত হওয়ার পরে DEPRESSION, sadness, humiliation, after (5)
82 Mind বিষণ্ণতা, অতৃপ্ত ক্ষুধার সহিত DEPRESSION, sadness, hunger, with canine (1)
83 Mind বিষণ্ণতা, হিস্টিরিয়া গ্রস্ততার সহিত অক্সিপুট সম্পর্কিত মাথা ব্যথার সময় DEPRESSION, sadness, hysterical, with occipital headache (1)
84 Mind বিষণ্ণতা, আলস্যতার সহিত DEPRESSION, sadness, idleness, with (1)
85 Mind বিষণ্ণতা, পুরুষত্বহীনতা সহিত DEPRESSION, sadness, impotence, with (6)
86 Mind বিষণ্ণতা, বন্ধ্যত্বের ফলে DEPRESSION, sadness, infertility, from (2)
87 Mind বিষণ্ণতা, আঘাত লাগার ফলে DEPRESSION, sadness, injuries, from (3)
88 Mind বিষণ্ণতা, যেন অপমানিত হয়েছে DEPRESSION, sadness, insult, as if from (1)
89 Mind বিষণ্ণতা, চুলকানির ফলে DEPRESSION, sadness, itching, from (1)
90 Mind বিষণ্ণতা, হিংসার সহিত DEPRESSION, sadness, jealousy, with (3)
91 Mind বিষণ্ণতা, প্রসব বেদনার সময় DEPRESSION, sadness, labor, during (9)
92 Mind বিষণ্ণতা, হাস্যময়তার পরে DEPRESSION, sadness, laughing, after (1)
93 Mind বিষণ্ণতা, সামান্য অমর্যাদায় বৃদ্ধি DEPRESSION, sadness, light, subdued agg. (1)
94 Mind বিষণ্ণতা, বাচালতার পরে DEPRESSION, sadness, loquacity, after (1)
95 Mind বিষণ্ণতা, ভালোবাসায় হতাশ হয়ে DEPRESSION, sadness, love, from disappointed (7)
96 Mind বিষণ্ণতা, লাম্বার রিজনে জ্বালার কারণে DEPRESSION, sadness, back, lumbar region, from burning in (1)
97 Mind বিষণ্ণতা, হস্তমৈথুনের ফলে DEPRESSION, sadness, masturbation, from (17)
98 Mind বিষণ্ণতা, ঋতুলোপকাল অবস্থায় DEPRESSION, sadness, menopause, during (26)
99 Mind বিষণ্ণতা, ঋতুস্রাবের সময় DEPRESSION, sadness, menses, during (16)
100 Mind বিষণ্ণতা, মানসিক পরিশ্রমের পরে DEPRESSION, sadness, mental exertion, after (3)
101 Mind বিষণ্ণতা, পারদ অপব্যবহার করার পরে DEPRESSION, sadness, mercury, after abuse of (5)
102 Mind বিষণ্ণতা, মধ্যরাতের পরে DEPRESSION, sadness, midnight, after (4)
103 Mind বিষণ্ণতা, মায়ের দুধ শুকিয়ে যাওয়ার পরে DEPRESSION, sadness, milk, disappearing after (1)
104 Mind বিষণ্ণতা, যেন আকস্মিক দুর্দশা হয়েছে DEPRESSION, sadness, misfortune, as if from (13)
105 Mind বিষণ্ণতা, সকালে DEPRESSION, sadness, morning (70)
106 Mind বিষণ্ণতা, মিউজিকের ফলে DEPRESSION, sadness, music, from (17)
107 Mind বিষণ্ণতা, খারাপ সংবাদের পরে DEPRESSION, sadness, news, bad after (2)
108 Mind বিষণ্ণতা, রাতে DEPRESSION, sadness, night (21)
109 Mind বিষণ্ণতা, গোলমাল শব্দের ফলে DEPRESSION, sadness, noise, from (3)
110 Mind বিষণ্ণতা, মধ্যাহ্নে DEPRESSION, sadness, noon (5)
111 Mind বিষণ্ণতা, নাক দিয়ে রক্ত ঝরার পরে DEPRESSION, sadness, nosebleed, after (1)
112 Mind বিষণ্ণতা, বার্ধক্য বয়সে DEPRESSION, sadness, old age, in (2)
113 Mind বিষণ্ণতা, বেদনার ফলে DEPRESSION, sadness, pain, from (1)
114 Mind বিষণ্ণতা, বুক ধড়ফড় করার সহিত DEPRESSION, sadness, palpitations, with (1)
115 Mind বিষণ্ণতা, নির্দিষ্ট সময় পর পর DEPRESSION, sadness, periodical (10)
116 Mind বিষণ্ণতা, ঘর্মাবস্থায় DEPRESSION, sadness, perspiration, during (30)
117 Mind বিষণ্ণতা, ধাতু নির্গত হওয়ার ফলে DEPRESSION, sadness, pollutions, from sexual (24)
118 Mind বিষণ্ণতা, গর্ভধারণ অবস্থায় DEPRESSION, sadness, pregnancy, in (10)
119 Mind বিষণ্ণতা, বক্ষে চাপ সম্পর্কিত DEPRESSION, sadness, pressure about chest, from (2)
120 Mind বিষণ্ণতা, বয়ঃসন্ধি কালে DEPRESSION, sadness, puberty, in (16)
121 Mind বিষণ্ণতা, স্বামীর সাথে ঝগড়ার পরে DEPRESSION, sadness, quarrel, with husband, after (1)
122 Mind বিষণ্ণতা, শান্ত DEPRESSION, sadness, quiet (7)
123 Mind বিষণ্ণতা, ধর্মসংক্রান্ত DEPRESSION, sadness, religious (6)
124 Mind বিষণ্ণতা, শ্বাসক্রিয়ায় বাধাপ্রাপ্ত হওয়ার ফলে DEPRESSION, sadness, respiration, with impeded (6)
125 Mind বিষণ্ণতা, সহবাসের পরে DEPRESSION, sadness, sex, after (9)
126 Mind বিষণ্ণতা, মাত্রাতিরিক্ত যৌনক্রিয়ার ফলে DEPRESSION, sadness, sexual, excesses, from (12)
127 Mind বিষণ্ণতা, মানসিক আঘাত লাগার ফলে DEPRESSION, sadness, shock, from (2)
128 Mind বিষণ্ণতা, দীর্ঘশ্বাস ফেলার সহিত DEPRESSION, sadness, sighing, with (42)
129 Mind বিষণ্ণতা, এক কোনায় বসে থাকে এবং বিশ্বের কিছুই সে করবেনা DEPRESSION, sadness, sits in corner and does not want to have anything to do with the world (1)
130 Mind বিষণ্ণতা, ঘুমাবে এবং কখনো উঠবে না DEPRESSION, sadness, sleep and never to wake, would like to (1)
131 Mind বিষণ্ণতা, নিদ্রালুতার সহিত DEPRESSION, sadness, sleepiness, with (8)
132 Mind বিষণ্ণতা, অনিদ্রা ভাবের সহিত DEPRESSION, sadness, sleeplessness, with (8)
133 Mind বিষণ্ণতা, সামান্য অযাচিত ঘটনার ফলে DEPRESSION, sadness, slight, an undeserved, from (1)
134 Mind বিষণ্ণতা, সামাজিক কাজে বৃদ্ধি DEPRESSION, sadness, society, agg. in (1)
135 Mind বিষণ্ণতা, দু:খদায়ক ঘটনার ফলে DEPRESSION, sadness, stories, from sad (2)
136 Mind বিষণ্ণতার সহিত আত্মহত্যা করার ইচ্ছা DEPRESSION, sadness, suicidal disposition, with (23)
137 Mind বিষণ্ণতা, গুমোট আবহাওয়ায় DEPRESSION, sadness, sultry, weather, in (1)
138 Mind বিষণ্ণতা, সূর্যোদয়ের সময় DEPRESSION, sadness, sunshine, in (2)
139 Mind বিষণ্ণতা, প্রয়োজনের অতিরিক্ত বোধ DEPRESSION, sadness, superfluous, feeling (1)
140 Mind বিষণ্ণতা, রাতের খাবারের পরে DEPRESSION, sadness, supper, after (1)
141 Mind বিষণ্ণতা, সহানুভূতিতে বৃদ্ধি DEPRESSION, sadness, sympathy agg. (5)
142 Mind বিষণ্ণতা, বাকশক্তি হারিয়ে ফেলে DEPRESSION, sadness, talk, indisposed to (12)
143 Mind বিষণ্ণতার কথা কারো নিকট বললে উপশম DEPRESSION, sadness, telling, it to somebody, amel. after (1)
144 Mind বিষণ্ণতা, তার অবস্থান সম্পর্কে চিন্তা করলে DEPRESSION, sadness, thinking, of his position, on (1)
145 Mind বিষণ্ণতা, বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টিতে উপশম DEPRESSION, sadness, thunderstorm, amel. (1)
146 Mind বিষণ্ণতা, খুঁটিনাটি বিষয়ে DEPRESSION, sadness, trifles, about (8)
147 Mind বিষণ্ণতা, জ্বরবিকারের পরে DEPRESSION, sadness, typhus, after (2)
148 Mind বিষণ্ণতা, কোন কিছুতে সম্পৃক্ত হতে না পারলে DEPRESSION, sadness, unoccupied, when (1)
149 Mind বিষণ্ণতা, মূত্রত্যাগে উপশম DEPRESSION, sadness, urination, amel. (2)
150 Mind বিষণ্ণতা, যোনিস্রাব নির্গত হলে উপশম DEPRESSION, sadness, vaginal discharge amel. (1)
151 Mind বিষণ্ণতা, বিরক্তির পরে DEPRESSION, sadness, vexation, after (4)
152 Mind বিষণ্ণতা, জাগ্রত হলে DEPRESSION, sadness, waking, on (23)
153 Mind বিষণ্ণতা, উষ্ণ ঘরে DEPRESSION, sadness, warm, room (5)
154 Mind বিষণ্ণতা, ভিজা আবহাওয়ায় থাকা অবস্থায় DEPRESSION, sadness, wet, weather, during (2)
155 Mind বিষণ্ণতা, মদ পানে উপশম DEPRESSION, sadness, wine, amel. (1)
156 Mind বিষণ্ণতা, কাজে লজ্জা করার কারণে DEPRESSION, sadness, work, shyness, in (8)
157 Mind বিষণ্ণতা, ক্ষত হওয়ার পরে DEPRESSION, sadness, wounds, after (1)
158 Mind বিষণ্ণতা, হাত কচলাকচলি করে DEPRESSION, sadness, wringing the hands (3)
159 Mind বিষণ্ণতা, সব কিছু যেন ভুলভাবে করেছে DEPRESSION, sadness, wrong way, as if having done everything in (1)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *