নাক হতে রক্ত স্রাব হওয়ার সহিত মাথাব্যথা, কপালে রক্তাধিক্য অনুভূতি। |
মাথার চামড়া, চুলের গোড়া, আচিঁল প্রভৃতিতে এত ব্যথা হয় যে তাতে হাত দিতে দেয় না, আচিঁলে স্পর্শ করলে রক্ত বের হয়। |
লিঙ্গাগ্রের চর্মের উপর মুরগীর ঝুটির মত চ্যাপটা আঁচিল। |
নাকের উপর যেন চশমা আছে এমন মনে হয়। |
ক্ষত ও গায়ের চামড়ার স্থানে স্থানে লাল দাগ। |
বামপাশে শুলে মনে হয় শরীরের ভিতর সমস্ত জিনিস ঐ পাশে আসছে। |
কোন কোন প্রকারের অক্ষিপেশীর স্নায়ুশূলে এবং সিফিলিস জনিত কারণের ক্ষতে, এই ঔষধটি খুবই ভালো কাজ করে। রাত্রে নিদ্রাহীণতা।
মাথা – মাথায় রক্তাধিক্য; মুখমন্ডল লালচে বেগুনীবর্ণের।
চোখ – অশ্রুনলীর থেকে চোখের চারিধার দিয়ে রগ পর্যন্ত এবং চোখের ভিতরের কোন থেকে ভ্রু দ্বয়ের উপর দিয়ে কান পর্যন্ত বেদনা প্রসারিত হয়। চক্ষু কোটরের অস্থির ভিতর তীর বিদ্ধবৎ তীব্র বেদনা, যন্ত্রণা বিশেষ করে চোখের ভিতরের কোনের অস্থি থেকে বাইরের কোনের অস্থি পর্যন্ত প্রসারিত হয়। সমগ্র চক্ষু লালচে বর্ণ। চোখের পাতায় দানাদার কোষ সমূহ; চোখের কোনগুলি ও পাতাগুলি লালবর্ণ যুক্ত।
নাক – নাকের উপর চাপবোধ, ভারী কোন চশমা পরে থাকার মত অনুভূতি। নাকের গোড়ার চারিপাশে বেদনা; দুই দিকের অস্থি পর্যন্ত প্রসারিত হয়। (অরাম মেটালিকাম; কেলিহাইড্রো)।
গলা – নাকের পিছনের অংশ থেকে গলা পর্যন্ত দড়ির মত শ্লেষ্মা বেরিয়ে থাকে। মুখগহ্বর ও গলার শুষ্কতা; মুখগহুর অবশ্যই ধুতে হয়। মুখের ভিতরে ও গলায় আগুনের মত লালবর্ণের ক্ষত।
পুরুষের রোগ – লিঙ্গের অগ্রভাগের চর্মের স্ফীতি; এই চর্মের উপর আঁচিল, যা থেকে সহজেই রক্তপাত হয়। অন্ডদ্বয়ের বিবৃদ্ধি; বাগী; উপদংশ রোগের প্রাথমিক ক্ষত বা শ্যাঙ্কার, ক্ষতস্থান ভয়াবহ দেখতে। সিফিলিস রোগ যুক্ত, আঁশযুক্ত এবং ফোস্কা যুক্ত উদ্ভেদ বা ক্ষত।
স্ত্রীরোগ – প্রদর স্রাব। যোনি নলীতে চাপবোধ।
অঙ্গ–প্রত্যঙ্গ – কনুই থেকে অগ্রবাহু পর্যন্ত বেদনা, বেদনা হাত পর্যন্ত প্রসারিত হয়। শরীরের বড়ো বড়ো অস্থিতে বেদনা; সন্ধিস্থানের শীতলতা।
চামড়া–বিধ্বংসী – আগুনের মত লালবর্ণের ক্ষত। পায়ের সামনের অস্থির উপর, অস্থি গুলম। আঁচিল জাতীয় অর্বুদ, যা থেকে সহজেই রক্তপাত হয়।
কমা–বাড়া–বৃদ্ধি – ডানদিক চেপে শুলে (রোগীর মনে হয় শরীরের ভিতরে থাকা যন্ত্রসমূহ যেন ঐ দিকে টেনে ধরে)।
সম্বন্ধ–তুলনীয় – হিপার; নাইট্রিক অ্যাসিড; থুজা; সিপিয়া।
দোষঘ্ন – হিপার; সালফার।
শক্তি – ১x থেকে ৩x বিচূর্ণ।
মার্কিউরিয়াসে’র ন্যায় লক্ষণগুলি রাত্রিকালে, শয্যার উত্তাপে এবং ঘৰ্ম্মকালে বৰ্দ্ধিত হয়। উত্তাপ ও ঠান্ডা দুইয়েতেই খারাপ হয়। সর্দিজ প্রদাহ। ডুমুরের ন্যায় আঁচিল(থুজা’)। ক্ষত। আহারের ফলে অনেক উপসর্গ। সিফিলিসের সকল অবস্থা। পুঁজোৎপত্তিপ্রবণ গ্রন্থি। স্যাঙ্কার। এই ঔষধটিকে মার্কিউরিয়াসের একটি বিশেষ প্রস্তুতিরূপে পাঠ করা উচিত, কিন্তু ইহার কতকগুলি নিজস্ব সংগুপ্ত অবস্থাও আছে। ইহা সাইকোসিস দোষের পক্ষে একটি গভীরক্রিয় ঔষধ।
রোগী একা থাকিতে চায়। মানসিক কার্যে অপ্রবৃত্তি। যাহা করিতে চায় তাহা ভুলিয়া যায়। মন চিন্তায় আচ্ছন্ন থাকায় নিদ্রায় ব্যাঘাত হয়।
মাথায় ভীষণ যন্ত্রণা হয়, আহারের পর বৃদ্ধি, উত্তাপে ও চাপে উপশম। সমস্ত মস্তকে পূর্ণতাবোধ। সঙ্কোচন। শীতল কপালে যন্ত্রণা, উহা উত্তাপে উপশমিত হয়। ঋতুস্রাবের পূর্বে। কপালে ছিন্নকর যন্ত্রণা। প্রাতে কপালে ও মস্তকে শিখরে ছিন্নকর যন্ত্রণা, বামপার্শ্বে ও চিৎ হইয়া শুইলে বর্ধিত হয়, ডানপার্শ্বে শুইলে উপশমিত হয় এবং উঠিয়া পড়িলে চলিয়া যায়। লালাস্রাব ও প্রচুর মূত্রত্যাগের সহিত মাথার বামপার্শ্বে তীরবিদ্ধবৎ যন্ত্রণা। নাসিকার রক্তপাতের সহিত শিরঃপীড়া। মস্তক-তৃক ও মাথার খুলিতে স্পর্শকাতরতা চক্ষের উপরে স্নায়ুশূল।
চক্ষে সূচীবিদ্ধবৎ এবং মৃদু যন্ত্রণা। শ্বেতমন্ডলের প্রদাহ, রাত্রে বৃদ্ধি। চক্ষুর পাতা লাল ও রক্তসঞ্চয়যুক্ত। চক্ষুপত্রের পতন। ক্ষীণদৃষ্টি। সিফিলিসজাত উপতারাপ্রদাহ। লক্ষণগুলি রাত্রে বৃদ্ধিপ্রাপ্ত হয়। শয্যার উত্তাপে আবেশে আবেশে তীক্ষ্ণ যন্ত্রণা।
আহারের পর কানে গর্জনশব্দ। কানের মধ্যে চুলকানি। নাকের মূলদেশে শীতল স্থান। নাসিকার অস্থিতে চাপবোধ। সর্দির সহিত নাসিকার পশ্চাৎরন্ধ্র হইতে মলিন হলদে শ্লেষ্মা নাক ঝাড়িয়া বাহির করে। নাসিকা হইতে রক্তপাত, পৃষ্ঠে ও অঙ্গাদিতে বেদনা।
দন্ত লক্ষণ ‘মার্কিউরিয়াস’ সদৃশ।
জিহ্বা প্রাতে শ্বেতলেপাবৃত থাকে। স্বাদ—পচা গন্ধ, ধাতব এবং তিক্ত। মুখগহ্বর বেদনা ও ক্ষতযুক্ত। লালাস্রাব। অত্যন্ত তৃষ্ণার সহিত মুখগহ্বর ও গলার প্রদাহ, রাত্রে বৃদ্ধি পায়। মুখগহ্বর শুষ্ক এবং গলায় চটচটে শ্লেষ্মা। গলায় পূর্ণতাবোধের সহিত অবিরত গলাধঃকরণের ইচ্ছা। গলার শুষ্কতা। অপ্রবৃত্তি। উদার ও বমন। পাকস্থলীর কোমলতা। সিফিলিসজাত বাঘী।
আমাশয়, রাত্রিকালে বৃদ্ধি, রক্তময় আমবিশিষ্ট মল, অত্যন্ত কুন্থন। সবুজাভ মলবিশিষ্ট ও রাত্রিকালে বৃদ্ধিযুক্ত উদরাময়। মলত্যাগকালে মলদ্বার নির্গমন।
প্রচুর মূত্রত্যাগ। মূত্রত্যাগকালে মূত্রনালীতে ক্ষত থাকার ন্যায় যন্ত্রণা, উহাতে তাহাকে রাত্রিকালেও জাগাইয়া তুলে। মূত্রে এলবুমেন।
লিঙ্গমুন্ডের প্রদাহ, তৎসহ প্রচুর পুঁজস্রাব। বর্ধিত সঙ্গমপ্রবৃত্তি। লিঙ্গাগ্ৰত্বকের স্ফীতির সহিত অত্যন্ত চুলকানি। লিঙ্গাগ্রত্বকে ও লিঙ্গাগ্রতুকের বন্ধনীতে আঁচিল, স্পর্শ করিলে রক্তপাত হয়। লিঙ্গাগ্রত্বকের উপর স্যাঙ্কার, উহাতে গলিত ক্ষতের গন্ধ। প্রদাহিত ও স্ফীত সিফিলিস ক্ষত, ক্ষতটি কঠিন ও পুঁজস্রাবী। কঠিনতাপ্রাপ্ত অথবা অবহেলিত স্যাঙ্কার।
হরিদ্রাভ সবুজ স্রাবযুক্ত গণোরিয়া, মূত্রত্যাগকালে অত্যন্ত যন্ত্রণা। লক্ষণগুলি রাত্রে ও শয্যার উত্তাপে বাড়ে। রোগী গরম ঘর ও শীতল বাতাস দুইয়েতেই অনুভূতিবিশিষ্ট থাকে। অন্ডদ্বয়ের কঠিনতাপ্রাপ্তি।
যক্ষ্মারোগীর কণ্ঠনলীতে সিফিলিসজাত ক্ষত। সন্ধ্যাকালে স্বরভঙ্গ।
সন্ধ্যায় ও রাত্রে নাড়ী দ্রুত হয়।
গ্রীবাস্তম্ভ, তৎসহ মস্তকের পশ্চাদ্ভাগে তীরবিদ্ধবৎ যন্ত্রণা। পৃষ্ঠবংশ ও কটিদেশের উভয়পার্শ্বে সূচীবিদ্ধবৎ যন্ত্রণা, গভীর নিঃশ্বাস লইলে বৃদ্ধি।
রাত্রিকালে অঙ্গ-প্রত্যঙ্গে যন্ত্রণা। আবহাওয়ায় হঠাৎ পরিবর্তনে অনুভূতিবিশিষ্ট হয়। সকল অঙ্গেই খঞ্জতা, লোনভাব ও আড়ষ্টতা। যন্ত্রণা সঞ্চালনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। টিবিয়া অস্থিতে সিফিলিসের ঢিবলি। হাঁটার পর গোড়ালির বৃহৎ করার ও গোড়ালির হাড়ের যন্ত্রণা। পায়ের অসাড়তা। দিবারাত্র পায়ের পাতার শীতলতা। সঞ্চরণশীল গেঁটেবাত।
চৰ্ম্মের জ্বালাকর চুলকানি, চুলকাইলে বর্ধিত হয়। সর্বাঙ্গে চুলকানি। চর্মের আরক্ততা ও চর্মের উপর লাল লাল দাগ। পুজবটী। গ্যাংগ্রিন-প্রকৃতির ক্ষত। উঁচু হইয়া উঠা ক্ষত। হিপার’ ও নাইট্রিক এসিড’ ইহার প্রতিষেধন করে। ইহা থুজার সহিত ঘনিষ্ঠভাবে সম্বন্ধযুক্ত।