সিন্নামোনাম CINNAMONUM CEYLANICUM [Cinnam]

পাকস্থলী, নাক, জরায়ু ইত্যাদি শরীরের নানা স্থান হতে উজ্জ্বল লাল ও পরিষ্কার রক্তস্রাব হলে ও শারীরিক শ্রমে উহার বৃদ্ধি হলে সিনামোমাম উপকারী।
কথা বললে মূর্ছা ও ফিট হয় এবং উদগার উঠলে রোগের উপশম হয়।
পা ফসকে যাওয়ার ফলে রক্তস্রাব হলে উপকারী, গর্ভাবস্থায় উক্ত কারণে জরায়ুর রক্তস্রাব হলে চমৎকার কাজ করে।
প্রস্রবের পরে অতিরিক্ত রক্তস্রাব, বিশেষত উজ্জ্বল লাল ও পরিমাণে প্রচুর স্রাব হঠাৎ আরম্ভ হয়।

ক্যান্সার, যেখানে যন্ত্রণা ও দূর্গন্ধ বর্তমান থাকে। খুব ভালো কাজ করে যখন চর্ম বজায় থাকে। রক্ত স্রাবে এই ঔষধের কার্যকারিতা বহুবার রোগী চিকিৎসার সময় প্রমাণিত হয়েছে। নাক থেকে রক্তস্রাব। অন্ত্র থেকে, ফুসফুস প্রভৃতি থেকে রক্ত স্রাব। কোমরের কষ্ট অথবা চলার সময় ভুল ভাবে পা পড়ে আঘাত লাগলে, প্রচুর উজ্বল বর্ণের রক্তস্রাব হয়ে থাকে। প্রসবান্তিক রক্তস্রাব। পেট ফাঁপা ও উদরাময়। দুর্বল ও শিথিল রক্ত সঞ্চালন যুক্ত রোগী।

স্ত্রীররোগ জরায়ু থেকে নীচের দিকে যেন কিছু ঠেলে বেরিয়ে আসারন্যায় অনুভূতি। মাসিক ধাতুস্রাব সময়ের আগে, পরিমাণে প্রচুর, দীর্ঘস্থায়ী ও উজ্জল লালবর্ণের স্রাব। ঘুম ঘুমভাব। কোন কিছুতেই আগ্রহ নেই। হাতের আঙ্গুলগুলি স্ফীত বলে মনে হয়। প্রসবের পরে কোন ভারী জিনিষ উপরে তোলার ফলে জরায়ু থেকে রক্তস্রাব; অতিরজ।

সম্বন্ধতুলনীয় ইপিকাক; সাইলিসিয়া; ট্রিলিয়াম।

দোষঘ্ন একোনাইট।

শক্তি অরিষ্ট থেকে ৩য় শক্তি। ক্যান্সারের ক্ষেত্রে, ঔষধের কড়া কাল প্রযোজ্য, দিনে পাইন্ট মাত্রায়। সিন্নামন তৈল। পরিশ্রুত জলের সঙ্গে মিশিয়ে সর্বশ্রেষ্ঠ জীবাণুনাশক হিসাবে বাহ্যিক ভাবে প্রয়োগ করা হয়। এই ঔষধের তিন থেকে চার ফোঁটা দুই কোয়ার্ট জলের সঙ্গে মিশিয়ে ডুস হিসাবে ব্যবহার করা হয়।

 

Cinnam : Cinnamomum Ceylanicum
Cancer, where pain and foetor are present.Haemorrhages, especially post-partum haemorrhage following a strain in loins or false step. Menorrhagia.


FAMILY:

Lauraceae


MODALITIES:

< After labour

< Strain or false step

< Overlifting

< Riding

< Exertion

< Talking

< Afternoon

< Evening upto midnight

> Rest


MIND:

-Delusion that left side of body is diminished, smaller.

-Forgetfulness.

-Hysteria from exhaustion, after loss of fluids.

-Talking causes hysterical attacks.

-Hysteria > eructations, but soon returns.

-Paroxysms of hysteria subside as soon as vomiting sets in.

-Unconsciousness, coma, stupor in hysteria.

-No desire for anything.


GUIDING INDICATIONS:

-Cancer where pain foetor are present.

-Haemorrhages.

-A strain in loins, a false step brings on a profuse flow of bright blood (from bowels).

-Female genitalia-Menses-Early, profuse, prolonged (lasting nearly the whole month), bright red, particularly in females troubled with itching of nose and nightly restlessness.

-Profuse flow, cold extremities, pallor of surface.

-Uterine haemorrhage caused by overlifting; during puerperal stage.

-Post-partum haemorrhage; blood thin and pale.

-Extremities-Fingers seem swollen.


KEYNOTES:

1. Talking causes hysterical attacks.

2. Hysteria > eructations, but soon returns.


CONFIRMATORY SYMPTOMS:

1. Hysteria from exhaustion, after loss of fluids.

2. Hysteria > eructations, but soon returns.

3. Haemorrhages.

4. A strain in loins or false step, brings on a profuse flow of bright blood (from bowels).

5. Menses profuse flow, with cold extremities and pallor of surface.


NUCLEUS OF REMEDY:

-Haemorrhage from all orifices-profuse, bright red flow. Especially, useful in uterine haemorrhages, menorrhagia or metrorrhagia due to overlifting or false step.


CLINICAL:

-After labour, in multiparous, when the uterus does not contract well, with resultant bleeding Cinnamonum in water in divided doses will contract it- Dr. William Schwart.

-3 drops on sugar for hiccough.

-Oil of cinnamon in aqueous solution is the best local disinfectant. 3-4 drops in two quarts of water as a douche, wherever a germicide and disinfectant is needed.


REMEDY RELATIONSHIPS:

Compare : Ip, Sil, Trill.

Antidoted By : Acon.

It Antidotes : Op.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *