ডলিকস প্রুর DOLICHOS PRURIENS [Dol]

চুলকানোর কারণে প্রসূতি ঘুমাতে পারেনা।
শরীরে কোনরুপ উদ্ভেদ দেখা যায় না অথচ ভয়ানক চুলকায়, যত চুলকায় তত চুলকানি বাড়ে।
মুখের মাড়ি লাল ও ফুলে উঠে এবং ক্ষতকর ব্যথা হয়।
কন্ঠনলীর ডানদিকে যেন একটি কাটা বা সরু শলাকা বিধে আছে।

এটি শরীরের ডানদিকে কার্যকরী ঔষধ, তৎসহ যকৃৎ এ চামড়ার প্রকষ্ট লক্ষনাবলী থাকে। উদ্ভেদ ছাড়াই সর্বাঙ্গীন তীব্র চুলকানি। স্নায়বিক উল্লাসপূর্ণ অনুভূতি। বার্ধকের চুলকানি। অর্শপ্রবন ধাতু।

গলা – গলায় বেদনা; ঢোক গিললে বৃদ্ধি, ডানদিকের চোয়ালের নিম্নাংশের কোনে বেদনা, যেন মনে হয় ঐস্থানে কোন গোঁজের টুকরো খাড়াভাবে রয়েছে। মাড়ীর যন্ত্রনা, ঘুমের ব্যঘাত ঘটায়।

উদর – পা ভিজাবার পরে পেটের শূলবেদনা। কোষ্টকাঠিণ্য, উদর স্ফীত। মল সাদা, যকৃতের স্ফীতি, অর্শ, তৎসহ জ্বালা কর অনুভূতি।

চামড়া – তীব্র চুলকানি, তৎসহ কোন স্ফীতি বা উদ্ভেদ থাকে না; কাঁধের উপর বৃদ্ধি, এছাড়াও কনুই, হাঁটুও শরীরের লমোশ অংশে বৃদ্ধি। জন্ডিস। হলুদ ছোপ; রাত্রে তীব্র চুলকানি। হার্পিস জুস্টার (আর্সেনিক)।

কমা-বাড়া-বৃদ্ধি – রাত্রে, আঁচড়ালে, ডানদিকে।

সম্বন্ধ-তুলনীয় – রাসটক্স, বেলেডোনা, হিপার সালফ, নাইট্রিক অ্যাসিড, ফ্যাগোপির।

শক্তি — ৬ষ্ঠ শক্তি। অরিষ্ট অর্শে একফোঁটা মাত্রায়।

 

 

অপর নাম কাউহেজ (Cowhage), কাউইচ্চ (Cow itch)

ইহা লেগুমিনেসী জাতীয় উদ্ভিদ। এই লতা গ্রীষ্মপ্রধান দেশে জন্মায়। বাংলায় একে আলকুশী ও সংস্কৃতে বানরা বা কপিকচ্ছু বলে। এর ফলের গায়ের শূঁয়া (hair) থেকে অরিষ্ট তৈরী হয়।

* সমস্ত শরীরে দৃশ্যমান উদ্ভেদহীন অবস্থায় ভীষণ চুলকানি; জণ্ডিস; সাদা রংয়ের মল।

 

 

Dol : Dolichos Pruriens
Intense itching without eruptions. Senile pruritus.Pain in the throat, worse swallowing, below right angle of jaw, as if splinter were embedded vertically.Burning haemorrhoids.


SYNONYMS:

Mucuna


COMMON NAME:

Cowhage


FAMILY:

Leguminosae


SOURCE:

Tincture or trituration of whole pod.


A/F:

-Pregnancy disorder.


MODALITIES:

< At night

< Scratching

< Right side


MIND:

-Despair or suicidal thoughts from unbearable itching at night.


GUIDING INDICATIONS:

-Psoric or allergic constitutions.

-Skin-Itching without eruption, worse across shoulders, also about elbows, knees, hairy parts.

-Especially, if concomitant to affections of liver, or gall bladder, or to constipation.

-Itching < night, warmth of bed, scratching.

-Cold water > itching, but it burns the skin, causes trembling.

-Puritis during pregnancy or in old people.

-Herpes zoster when the itching (of neuralgic pain) persists.

-Skin yellow in spots.

-Mouth-Upper gums extremely sensitive during dentition, gums seem to itch (wants them continually rubbed) < night, prevents sleep.

-Throat-Pain in throat (right side) as from a splinter [Arg-n, Hep-s, Nit-ac].

-Sensation as if splinter were embedded vertically below the angle of the right lower jaw pain < swallowing.

-G.I.T.-Constipation and itching during pregnancy or dentition.

-Abdomen bloated, swollen.

-Colic from getting feet wet.

-Haemorrhoids with burning sensation.


KEYNOTES:

1. Itching without eruption, worse across shoulders, also about elbows, knees, hairy parts.

2. Cold water > itching but it burns the skin, causes trembling.


CONFIRMATORY SYMPTOMS:

1. Itching without eruptions, especially if concomitant to affections of liver or gall bladder or to constipation.

2. Itching < night, warmth of bed, scratching.

3. Cold water > itching but it burns the skin, causes trembling.

4. Constipation and itching during pregnancy or dentition.

5. Abdomen bloated, swollen.


NUCLEUS OF REMEDY:

-A right sided medicine with pronounced liver and skin symptoms.

-A general intense itching without eruption.

-Haemorrhoidal diathesis.


CLINICAL:

-Abdominal colic, Constipation, Haemorrhoids, Herpes zoster, Itching without eruptions, Jaundice, Pharyngitis, Senile pruritus.


REMEDY RELATIONSHIPS:

Compare : Acon, Dol, Rhus-t.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *