চুলকানোর কারণে প্রসূতি ঘুমাতে পারেনা। |
শরীরে কোনরুপ উদ্ভেদ দেখা যায় না অথচ ভয়ানক চুলকায়, যত চুলকায় তত চুলকানি বাড়ে। |
মুখের মাড়ি লাল ও ফুলে উঠে এবং ক্ষতকর ব্যথা হয়। |
কন্ঠনলীর ডানদিকে যেন একটি কাটা বা সরু শলাকা বিধে আছে। |
এটি শরীরের ডানদিকে কার্যকরী ঔষধ, তৎসহ যকৃৎ এ চামড়ার প্রকষ্ট লক্ষনাবলী থাকে। উদ্ভেদ ছাড়াই সর্বাঙ্গীন তীব্র চুলকানি। স্নায়বিক উল্লাসপূর্ণ অনুভূতি। বার্ধকের চুলকানি। অর্শপ্রবন ধাতু।
গলা – গলায় বেদনা; ঢোক গিললে বৃদ্ধি, ডানদিকের চোয়ালের নিম্নাংশের কোনে বেদনা, যেন মনে হয় ঐস্থানে কোন গোঁজের টুকরো খাড়াভাবে রয়েছে। মাড়ীর যন্ত্রনা, ঘুমের ব্যঘাত ঘটায়।
উদর – পা ভিজাবার পরে পেটের শূলবেদনা। কোষ্টকাঠিণ্য, উদর স্ফীত। মল সাদা, যকৃতের স্ফীতি, অর্শ, তৎসহ জ্বালা কর অনুভূতি।
চামড়া – তীব্র চুলকানি, তৎসহ কোন স্ফীতি বা উদ্ভেদ থাকে না; কাঁধের উপর বৃদ্ধি, এছাড়াও কনুই, হাঁটুও শরীরের লমোশ অংশে বৃদ্ধি। জন্ডিস। হলুদ ছোপ; রাত্রে তীব্র চুলকানি। হার্পিস জুস্টার (আর্সেনিক)।
কমা-বাড়া-বৃদ্ধি – রাত্রে, আঁচড়ালে, ডানদিকে।
সম্বন্ধ-তুলনীয় – রাসটক্স, বেলেডোনা, হিপার সালফ, নাইট্রিক অ্যাসিড, ফ্যাগোপির।
শক্তি — ৬ষ্ঠ শক্তি। অরিষ্ট অর্শে একফোঁটা মাত্রায়।
অপর নাম কাউহেজ (Cowhage), কাউইচ্চ (Cow itch)
ইহা লেগুমিনেসী জাতীয় উদ্ভিদ। এই লতা গ্রীষ্মপ্রধান দেশে জন্মায়। বাংলায় একে আলকুশী ও সংস্কৃতে বানরা বা কপিকচ্ছু বলে। এর ফলের গায়ের শূঁয়া (hair) থেকে অরিষ্ট তৈরী হয়।
* সমস্ত শরীরে দৃশ্যমান উদ্ভেদহীন অবস্থায় ভীষণ চুলকানি; জণ্ডিস; সাদা রংয়ের মল।