ইউক্যালিপটাস গ্লোবিউলাস EUCALYPTUS GLOBULUS [Eucal]

অসুস্থতা সত্বেও মনের স্ফূর্তি থাকে।
শরীরে ব্যথা, অসাড়তা ও দুর্বলতা (ঠান্ডা লাগলে যেমন হয়)।
নাক হতে দুর্গন্ধময় পুঁজের মত প্রচুর শ্লেষ্মা স্রাব নির্গত হয়, নাকের শিরদাঁড়ায় টানটান অনুভূতি ও নাক দিয়ে ঝাঁঝালো পাতলা সর্দিস্রাব।
পাকস্থলীতে দপদপানি, অন্ত্রে ভারী অনুভূতি, পেটে দুর্গন্ধময় বায়ূ, খাদ্যদ্রব্য হজম হতে বিলম্ব।
মুখ দিয়ে প্রচুর লালা বের হয়।
রাত্রে শরীরে খোঁচা মারা বেদনা।

ইউক্যালিপটাস একটি শক্তিশালী জীবানুনাশক ও নিম্নস্তরের জীব ধবংসকারক, একটি শ্লেষ্মা নিঃসারক এবং একটি কার্যকরী ঘর্মকারক ঔষধ বিশেষ। পরিপাক ক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পেশীর সমূহের দুর্বলতা হেতু অগ্নিমান্দ্য, পাকাশয় ও অন্ত্রের প্রদাহ। শ্লৈষ্মিক ঝিল্লী থেকে শ্লেষ্মা স্রাব নিঃসরণ পদ্ধতির উপর এই ঔষধের সুস্পষ্টকাজ আছে, ম্যালেরিয়া ও অন্ত্রের কাজের উপরেও সুস্পষ্ট কাজ আছে। ইনফ্লুয়েঞ্জা। প্রত্যাবর্তনশীল জাতীয় জ্বর। এই ঔষধ প্রস্রাব পরিমান ও প্রস্রাবে ইউরিয়ার পরিমান বাড়িয়ে থাকে। অভ্যন্তরীণ ও স্থানিক রক্তস্রাব। (হ্যামামেলিস)। টাইফয়েড। ক্লান্তি ও রক্তবিষ দুটির লক্ষণ সমূহ। বায়ুনলীর শ্লৈষ্মিক ঝিল্লীসংক্রান্ত প্রস্রাব সম্পর্কিত যন্ত্রসমূহ এবং পাকাশয় অন্ত্ৰনলীর যন্ত্রসমূহের উপসর্গ। এই ঔষধ পাকাশয় ও অন্ত্রের উপদাহ তৈরী করে এবং অন্ত্র ও পাকস্থলীর বেদনা, যা আহারের পরে কয়েকঘন্টা ধরে চলে।

মাথা – উল্লাস। ব্যায়াম করার ইচ্ছা। রক্তাধিক্যজনিত মৃদু বেদনা। সর্দি; গলঃক্ষত। চোখের ভিতর হুলফোটার মত বেদনা ও জ্বালা।

নাক – নাক বন্ধ হয়ে যাওয়ার মত অনুভূতি; পাতলা, জলের মত সর্দিভাব; নাক থেকে সর্বদা সর্দি ঝরে, কিছুতেই থামতে চায় না; নাসিকা দন্ডের উপর কষাভাব। পুরাতন সর্দি, পুঁজ যুক্ত ও দূর্গন্ধযুক্ত স্রাব। ঈথজয়েড ও ফ্রন্টাল সাইনাস আক্রান্ত হয়।

গলা — শিথিল, গলা ও মুখগহ্বরের ভিতর সাদা ক্ষত। প্রচুর শ্লেষ্মাস্রাব। গলায় জ্বালা ও পূর্ণতার অনুভূতি। অবিরাম গলার ভিতর সর্দি আছে এই জাতীয় অনুভূতি। টনসিলের বিবৃদ্ধি ও ক্ষততা এবং গলায় প্রদাহ। (স্থানিকভাবে অরিষ্ট প্রযোজ্য)।

পাকস্থলী — হজমক্রিয়া মন্থর। প্রচুর দূর্গন্ধযুক্ত বায়ুসঞ্চয়। পেটের ভিতরে দপদপানি ও শূন্যতাবোধ, তৎসহ পেটের উপরের অংশের ধমনীর স্পন্দন। প্লীহাশহ ও সঙ্কুচিত। পেটের উপরের অংশের বেদনা, খাবার পরে উপশম। পাকস্থলীর উৎকট বা ম্যালিগন্যান্ট জাতীয় রোগ তৎসহ রক্ত বমন ও টক জল উঠে।

উদর – তরুন উদরাময়। অন্ত্রের ভিতর কঙ্কনানি তৎসহ উদরাময় শুরু হবে এই জাতীয় অনুভূতি, আমাশয় তৎসহ সরলান্ত্রের ভিতর উত্তাপ; কোঁথ; রক্তস্রাব। উদরাময়; মল পাতলা, জলের মত, উদরাময়ের আগে পেটে তীক্ষ বেদনা। টাইফয়েড হেতু উদরাময়। প্রস্রাব সম্পর্কিত যন্ত্রসমূহ বৃক্কের তরুন প্রদাহ, তৎসহ ইনফ্লুয়েঞ্জা সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে জটিল আকার ধারন করে। প্রস্রাবে পুঁজের উপস্থিতি এবং ইউরিয়ার পরিমানের স্বল্পতা। জ্বালা ও কোঁথ; প্রস্রাব থলির প্রদাহ, প্রস্রাবটি; মূত্রনলীর মাংসাঙ্কুর। মূত্রনলীর আক্ষেপিক সংকীর্ণতা বা ট্রিকচার; গণোরিয়া।

শ্বাস-প্রশ্বাস — হাঁপানী তৎসহ তীব্র শ্বাসকষ্ট ও হৃদকম্প। ঘড়ঘড়ানীযুক্ত হাঁপানী। শ্লেষ্মা সাদা, ঘন। বয়স্কদের ব্রঙ্কাইটিস রোগ। প্রচুর শ্লেষ্মাস্রাব বা ব্রঙ্কোরিয়া (ব্যালসপেরু) প্রচুর, দূর্গন্ধযুক্ত ও পুঁজমিশ্রিত শ্লেষ্মাস্রাব। বিরক্তকরকাশি। রিকেট রোগাক্রান্ত শিশুদের হুপিং কাশি। দূর্গন্ধযুক্ত ব্রঙ্কাইটিস, বায়ুনলীর প্রস্রাবন ও ফুসফুসের স্থায়ী প্রসারন বা এমফাইসিমা।

স্ত্রীরোগ – ‍প্রদরস্রাব, হাজাকর, দূর্গন্ধযুক্ত। প্রস্রাবনলীর ছিদ্রের চারিপাশে ক্ষত।

অঙ্গ-প্রত্যঙ্গ – বাতজনিত বেদনা; রাত্রে, ভ্রমনে অথবা কোন কিছু বহন করলে বৃদ্ধি। আড়ষ্টভাব, পরিশ্রান্ত। খোঁচামারার মত অনুভূতি, এর পরে বেদনাদায়ক কনকনানি। মেটাকাপাস ও মেটাটারস্যাল সন্ধির উপর গুটি যুক্ত স্ফীতি।

চামড়া – গ্রন্থির বিবৃদ্ধি ও সন্ধিস্থানে গুটিযুক্ত স্ফীতি। দূর্গন্ধযুক্ত ও সহজে ভালো হয় না। এই জাতীয় ঘা। হার্পেটিক উদ্ভেদ সমূহ।

জ্বর — গাত্রোত্তাপের বৃদ্ধি। অবিরাম ও টাইফয়েড জাতীয় জ্বর। স্কারলেট ফিভার। স্রাব দূর্গন্ধযুক্ত। উচ্চ গাত্রোত্তাপ, নাড়ীর গতির বৃদ্ধি কিন্তু নাড়ীকঠিন নয়। অরিষ্ট প্রযোজ্য।

সম্বন্ধ – তুলনীয়-অয়েল অফ ইউক্যালিপটাস (সুস্পষ্টভাবে শারীরিক ক্লান্তি, নড়াচড়ার কোন ইচ্ছা থাকে না। সত্যিকারের কোন মানসিক পরিশ্রমে, পড়াশুনা প্রভৃতিতে অক্ষম, ইত্যাদি উপসর্গ সমূহ এই ঔষধটি উৎপন্ন করে। সর্দিজাতীয় উপসর্গে বিশেষ করে যখন পূজাৎপত্তি বা পচনশীলতার লক্ষণ প্রকাশ পায়, তখন এই ঔষধের স্থানিক প্রয়োগের নিয়ম আছে)।

ইউক্যালিপটাস টেরোটিকোরিস (ঋতুস্রাবকালীন কাশি এবং দুর্বলতা)।

ইউক্যালিপটল—(সুস্থ শরীরের তাপমাত্রায় কুইনিনের থেকে অধিক মাত্রায় কমিয়ে থাকে; বৃকের উপর টেরবিন্থের মত কাজ করে।)

এনাকার্ডিয়াম; হাইড্রাসটিস, ক্যালিসালফ। ইউক্যালিপটাস, ষ্টিকনিনের খারাপ প্রভাব ব্যর্থ করে দেয়।

এঙ্গোঁফোরা-রেডগাম (আমাশয়, বেদনা, কোঁথ, উপুড় হয়ে শুলে উপশম; দুর্দমনীয় কোষ্টকাঠিণ্য।

ইউক্যালিপটাস রসট্রেট্যা, কিনো।

শক্তি – অরিষ্ট ১ থেকে ২০ ফোঁটা মাত্রায় এবং নিম্নতর শক্তিতে। এছাড়াও ইউক্যালিপটাস তেল ৫ ফোঁটা মাত্রায়।

Eucal : Eucalyptus Globulus
Profuse catarrhal discharges; acrid, foul.Mental exhilaration. Exhausted, toxaemic and haemorrhagic.Bronchial asthma, influenza. Bronchorrhoea.

Old malarias.


COMMON NAME:

Blue Gum Tree, Fever Tree


FAMILY:

Myrtaceae.


SOURCE:

Tincture of dried leaves.


MODALITIES:

< Periodically

< Night


MIND:

– Mental exhilaration.

– Desire to exercise, to move about.

– Industrious; mania for work.

– Delusions, imagines she is too lazy to move.

– Symptoms of exhaustion and toxaemia.


GUIDING INDICATIONS:

-Preventive for influenza.

-Affects MUCOUS MEMBRANE producing PROFUSE, CATARRHAL DISCHARGES which are ACRID, FOUL.

-ACHING STIFFNESS. WEARINESS AS FROM TAKING COLD.

-Respiratory system-Stuffed up sensation in nose; thin, watery coryza, nose doesn’t stop running, tightness across bridge.

-Chronic catarrh, purulent and foetid discharge from nose.

-BRONCHIAL ASTHMA.

-Cough of influenza.

-G.I.T-SLOW DIGESTION and much foetid gas.

-Gastrointestinal irritation and pain in stomach and upper intestines several hours after eating.

-ACUTE DIARRHOEA; stools thin, watery preceeded by sharp pains.

-Dysentery and rectal heat, tenesmus and haemorrhage.

-Urinary system-ACUTE NEPHRITIS COMPLICATING INFLUENZA.

-Catarrh of bladder, diuresis, urethral caruncle.

-PRICKING SENSATION in extremities followed by painful aching.

-Fever-Fevers of a RELAPSING character.

-Fever with aching.

-Chill, then nausea and vomiting.

-Vertigo in all stages.

-Old malarias.


CONFIRMATORY SYMPTOMS:

1. Symptoms of exhaustion and toxaemia.

2. Affects mucous membranes producing PROFUSE, CATARRHAL DISCHARGES WHICH ARE FOUL, ACRID.

3. ACHING, STIFFNESS, WEARINESS as from taking cold.

4. SLOW DIGESTION.

5. ACUTE DIARRHOEA; stool, thin, watery preceeded by sharp pains.

6. Dysentery, rectal heat, tenesmus and haemorrhage.

7. Acute nephritis complicating influenza.

8. Fevers of RELAPSING character.


NUCLEUS OF REMEDY:

-Powerful antiseptic and destructive to low forms of life, a stimulating expectorant and efficient diaphoretic.

-Produces diuresis and increase of urea.

-Preventive of influenza.

-Catarrh of bladder and urethral caruncle.


CLINICAL:

-Aneurism, Aortitis, Asthma, Bronchitis, Malaria, Spleen affections. Tinnitus, Typhoid.

-Use internally and locally for haemorrhages.

-Acute nephritis complicating influenza.


REMEDY RELATIONSHIPS:

Follows Well : Ars, Phyt.

Compare : Ango, Ant-c, Ant-t, Ars, Cinch, Sil, Ter.

Similar : Ant-c, Ant-t, Ars, Cinch, Sil, Ter.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *