এপয়েন্টমেন্ট ও চিকিৎসা নিতে ডাক্তারদের নামের উপর ক্লিক করুন। | |||
বাংলাদেশি ডাক্তার | ইন্ডিয়ান ডাক্তার | ||
১. ডা. এ আলম হোসাইনী | ১. ডা. নীলকমল বর্মন | ||
২. ডা. গোপেশ চন্দ্র রায় | ২. ডা. বিশ্বনাথ দত্ত | ||
৩. ডা. মোঃ শিহাবুদ্দিন | ৩. ডা. কুণাল ভট্টাচার্য | ||
|
|||
বাড়িতে বসে অনলাইনে অথবা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন।
৬. জয়েন্ট, হাড় ও পেশীর রোগসমূহ আমাদের চিকিৎসায় সফলতার প্রমাণ ভিডিওতে দেখুন।
একজন ডাক্তারকে রোগী দেখানোর নিয়ম:
অনলাইনে চিকিৎসা নিলে: প্রথমে ডাক্তার বা ডাক্তারের সহকারী অনলাইনে রোগীর সকল লক্ষণ সংগ্রহ করবেন, অতঃপর লক্ষণ বিশ্লেষণ ও রেপার্টরি এনালাইসিস করে পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করবেন।
এরপর ডাক্তার, পূর্ববর্তী ডাটাবেজ রিভিউ করে, অনলাইনে রোগীর সাক্ষাৎকার নিবেন এবং প্রেসক্রিপশন করবেন। অতঃপর HD হোমিও সদন কর্তৃপক্ষ রোগীর ঔষধ কুরিয়ারে বুকিং করবেন।
চেম্বারে এসে সরাসরি ডাক্তার দেখানোর সুব্যবস্থা আছে।
মেডিকেল বোর্ডে রোগী দেখানোর নিয়ম:
অনলাইনে চিকিৎসা নিলে: প্রথমে ২ জন ডাক্তার অনলাইনে রোগীর সকল লক্ষণ সংগ্রহ করবেন, অতঃপর লক্ষণ বিশ্লেষণ ও রেপার্টরি এনালাইসিস করে পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করবেন এবং রোগীর জন্য প্রাথমিক প্রেসক্রিপশন করবেন।
এরপর ৩য় একজন ডাক্তার, পূর্ববর্তী ডাক্তারদের সকল কাজ রিভিউ করে সন্তুষ্ট হলে প্রেসক্রিপশন চূড়ান্ত করবেন। অতঃপর HD হোমিও সদন কর্তৃপক্ষ রোগীর ঔষধ কুরিয়ারে বুকিং করবেন।
উল্লিখিত প্রথম ৩ জন ডাক্তারের সুপারিশক্রমে প্রয়োজন অনুযায়ী ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং HD হোমিও সদনের চিকিৎসক দল রোগী দেখে দিবেন
চেম্বারে এসে চিকিৎসা নিলে: উল্লিখিত ডাক্তারদের যেকোনো একজন ডাক্তারের চেম্বারে সাক্ষাৎ করে বাকি ডাক্তারদের অনলাইনে দেখাতে পারবেন অথবা আমাদের অনলাইন এ্যাসিসটেন্টদের সহায়তা প্রত্যক্ষভাবে নিতে পারবেন। সময়সীমা: সাধারণত ১ কর্মদিবসের মধ্যে উল্লিখিত কার্যক্রম সম্পন্ন করা হবে।
সতর্কতা: আপনার ডাক্তারের পরিচয় ও প্রদেয় টাকার পরিমাণ SMS এর মাধ্যমে নিশ্চিত হয়ে চিকিৎসা নিবেন
——— রোগীদের সর্বোচ্চ সেবা দিব এ আমাদের প্রচেষ্টা
আমাদের ঠিকানাঃ
HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203
রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা।
ফোন: +8801978789494