শিশুর সার্বদৈহিক ও ধাতুগত লক্ষণ

শিশুর সার্বদৈহিক ও ধাতুগত লক্ষণ

শিশুদের সার্বদৈহিক ও ধাতুগত লক্ষণে যে সকল ঔষধসমূহ ব্যবহার করা হয় তার তালিকা নিম্নে দেয়া হলো- 

 

রুব্রিক ACETONEMIA, IN CHILD:  (1) 
অর্থ এসিটোনেমিয়া রোগ শিশুর  (রোগ পরিচিতি পর্বের ১ নং রোগ দেখুন)
ঔষধ 1 Phenob,

 

রুব্রিক CHILDHOOD, DISEASES ABSENT OR TOO LATE:  (2)
অর্থ যে শিশুদের শৈশবের রোগসমূহ হয় না  অথবা অনেক দেরিতে হয়। ব্যাখ্যা– এটা চিকিৎসা যোগ্য রোগ লক্ষণ নয় বরং এ লক্ষণ অন্য রোগের চিকিৎসা করার সময় লক্ষণ এনালাইসিসের জন্য কাজে লাগবে। 
ঔষধ 1 Bar-c, 1 Carc,

 

রুব্রিক CHILL, INFANTS:  (4)
অর্থ

ইনফ্যান্ট শিশুর অতিরিক্ত শীত লাগা 

ঔষধ 1 Verat, 1 Merc, 3 Nat-m, 1 Chin,

 

রুব্রিক CHOREA, CHILDREN WHO HAVE GROWN TOO FAST:  (2)
অর্থ খুব দ্রুত বেড়ে উঠছে এমন শিশুদের নর্তন রোগ  (রোগ পরিচিতি পর্বের ১০ নং রোগ দেখুন)
ঔষধ 1 Phos, 1 Calc-p,

 

রুব্রিক CONVULSIONS, CHILDREN:  (75)
অর্থ শিশুদের খিঁচুনি  (রোগ পরিচিতি পর্বের ১১ নং রোগ দেখুন)
ঔষধ 2 Cham, 2 Nux-v, 3 Calc, 2 Lyc, 2 Sil, 1 Ars, 1 Phos, 3 Bell, 2 Calc-p, 1 Acon, 1 Caust, 3 Cina, 2 Sulph, 3 Op, 2 Ign, 3 Verat, 1 Merc, 2 Mag-p, 2 Coff, 1 Kreos, 2 Hyos, 2 Aeth, 3 Zinc, 2 Gels, 2 Lach, 3 Stram, 2 Cic, 2 Kali-br, 1 Bufo, 2 Hep, 3 Hell, 1 Bry, 1 Ant-t, 2 Camph, 2 Cupr, 2 Stann, 2 Ip, 1 Kali-p, 1 Ph-ac, 1 Arn, 3 Art-v, 2 Cypr, 1 Kali-c, 1 Plat, 1 Agar, 1 Nux-m, 2 Apis, 1 Colch, 2 Hydr-ac, 1 Meli, 1 Dol, 1 Ter, 1 Cimic, 1 Passi, 1 Scut, 1 Sec, 1 Asaf, 2 Cupr-acet, 1 Laur, 2 Verat-v, 2 Ambr, 1 Canth, 1 Absin, 1 Glon, 1 Upa, 2 Aml-n, 2 Chlol, 2 Crot-c, 2 Guare, 2 Zinc-cy, 2 Zinc-val, 1 Cocc, 1 Mosch, 1 Oena, 1 Zinc-s,
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Approach, of strangers, from:  (3)
অর্থ অপরিচিত ব্যক্তি কাছে আসলে শিশুর খিঁচুনি হয়
ঔষধ 1 Op, 1 Tarent, 1 Lyss,
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Dentition, during:  (38)
অর্থ দন্তোদ্গমের সময় শিশুর খিঁচুনি
ঔষধ 3 Cham, 3 Calc, 2 Bell, 2 Calc-p, 2 Acon, 2 Caust, 2 Cina, 1 Sulph, 2 Ign, 1 Merc, 1 Mag-p, 1 Coff, 2 Kreos, 1 Hyos, 2 Aeth, 2 Zinc, 1 Gels, 2 Lach, 1 Rheum, 2 Stram, 2 Cic, 3 Kali-br, 2 Podo, 2 Cupr, 2 Stann, 2 Ip, 1 Art-v, 2 Cypr, 1 Nux-m, 2 Colch, 2 Meli, 1 Passi, 2 Cupr-acet, 1 Sin-n, 2 Verat-v, 1 Thyr, 1 Mill, 1 Arum-t,
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Diarrhea, with:  (1)
অর্থ শিশুর খিঁচুনির সহিত ডায়রিয়া
ঔষধ 1 Nux-m,
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Holding, child, when, amel.:  (1)
অর্থ শিশুকে চেপে ধরলে খিঁচুনির উপশম হয় 
ঔষধ 1 Nicc,
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Playing, or laughing excessively from:  (1)
অর্থ অতিরিক্ত খেলাধুলা ও হাসাহাসি করার ফলে শিশুর খিঁচুনি হয়
ঔষধ 1 Coff,
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN:  (10)
অর্থ ইনফ্যান্ট শিশুর খিঁচুনি
ঔষধ 2 Cham, 3 Bell, 2 Caust, 2 Mag-p, 1 Bufo, 3 Hell, 2 Cupr, 2 Art-v, 2 Hydr-ac, 2 Meli,
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Newborns, in:  (4)
অর্থ নবজাতক শিশুর খিঁচুনি
ঔষধ 1 Nux-v, 2 Bell, 2 Cupr, 2 Art-v,
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Nursing, angry or frightened mother:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশুর মা রাগান্বিত বা ভীত হওয়ার ফলে শিশুর খিঁচুনি হয় 
ঔষধ 1 Bufo,
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Epileptic, attacks:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশু মৃগীরোগে আক্রান্ত হয়ে খিঁচুনি
ঔষধ 2 Cham,
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Epileptic, attacks: Epileptic because mother had fright or anger during nursing period:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশু মৃগীরোগে আক্রান্ত হয়ে খিঁচুনি হয়েছে, কারণ তার মা ভয় পেয়েছিল বা রাগান্বিত হয়েছিল
ঔষধ 2 Bufo,
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Incipient:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশুর খিঁচুনির প্রাথমিক স্তরে
ঔষধ 2 Cham,
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Tetanic:  (1)
অর্থ ধনুষ্টংকারে আক্রান্ত হয়ে ইনফ্যান্ট শিশুর খিঁচুনি
ঔষধ 3 Camph,

 

রুব্রিক DELICATE, PUNY, SICKLY:  (9)
অর্থ

কোমল, পুঁচকে ও রুগ্ন শিশু

ঔষধ 2 Lyc, 3 Sil, 1 Phos, 2 Calc-p, 2 Caust, 1 Psor, 1 Mag-c, 1 Brom, 1 Irid,

 

রুব্রিক DEVELOPMENT, DELAYED OR ARRESTED:  (30)
অর্থ

শারীরিক বা মানসিক বিকাশে বিলম্ব অথবা বাধাপ্রাপ্ত

ঔষধ 3 Calc, 3 Calc-p, 2 Sil, 1 Sulph, 2 Nat-m, 1 Med, 4 Bar-c, 3 Carc, 1 Bor, 2 Phos, 1 Kreos, 1 Caust, 1 Iod, 1 Chin, 1 Thyr, 1 Aeth, 2 Bac, 1 Ph-ac, 1 Bufo, 2 Agar, 1 Cic, 1 Lac-d, 1 Nep, 1 Pin-s, 1 Sulfa, 1 Cupr, 1 Kali-c, 1 Des-ac, 1 Nat-ar, 1 Vip,
রুব্রিক DEVELOPMENT, DELAYED OR ARRESTED: Bones, of:  (4)
অর্থ অস্থি বা হাড়ের বিকাশে বিলম্ব অথবা বাধাপ্রাপ্ত
ঔষধ 2 Calc, 2 Calc-p, 1 Sil, 1 Calc-f,
রুব্রিক DEVELOPMENT, DELAYED OR ARRESTED: Glands:  (2)
অর্থ গ্রন্থির বিকাশে বিলম্ব অথবা বাধাপ্রাপ্ত
ঔষধ 1 Bar-c, 1 Iod,
রুব্রিক DEVELOPMENT, DELAYED OR ARRESTED: Head, injury, after:  (2)
অর্থ মাথায় আগাত লাগার পরে শারীরিক বা মানসিক বিকাশে বিলম্ব অথবা বাধাপ্রাপ্ত
ঔষধ 1 Cic, 1 Nat-s,
রুব্রিক DEVELOPMENT, DELAYED OR ARRESTED: Muscles, of:  (2)
অর্থ মাংসপেশি বিকাশে বিলম্ব অথবা বাধাপ্রাপ্ত
ঔষধ 1 Calc, 1 Nat-m,
রুব্রিক DEVELOPMENT, DELAYED OR ARRESTED: Nutritional, disturbances, due to:  (12)
অর্থ খাবার সংক্রান্ত সমস্যার কারণে মানসিক বা শারীরিক বিকাশে বিলম্ব অথবা বাধাপ্রাপ্ত
ঔষধ 2 Calc, 2 Calc-p, 2 Sil, 1 Nat-m, 1 Med, 2 Bar-c, 1 Kreos, 1 Caust, 1 Thyr, 1 Bac, 1 Lac-d, 1 Pin-s,
রুব্রিক DEVELOPMENT, DELAYED OR ARRESTED: Vaccination, after:  (3)
অর্থ টিকা দেয়ার পরে শারীরিক বা মানসিক বিকাশে বিলম্ব অথবা বাধাপ্রাপ্ত
ঔষধ 1 Sil, 2 Carc, 1 Thuj,

 

রুব্রিক EDEMA, NEWBORN, IN:  (6)
অর্থ নবজাতকের শোথ রোগ  (রোগ পরিচিতি পর্বের ১৯ নং রোগ দেখুন)
ঔষধ 2 Apis, 1 Lach, 1 Carb-v, 1 Sec, 1 Coffin, 1 Dig,

 

রুব্রিক FEMININE, BOYS:  (8)
অর্থ

মেয়েলী বালক 

ঔষধ 2 Calc, 2 Sil, 1 Med, 3 Lyc, 1 Staph, 3 Puls, 3 Thuj, 2 Plat,

 

রুব্রিক GROWTH, DISORDERS:  (12)
অর্থ

শিশুদের বেড়ে উঠা সংক্রান্ত সমস্যা 

ঔষধ 3 Calc-p, 3 Calc, 2 Phos, 2 Sil, 2 Ph-ac, 3 Bar-c, 1 Ferr, 2 Syph, 1 Kreos, 1 Ferr-acet, 1 Iod, 1 Irid,
রুব্রিক GROWTH, DISORDERS: Infants, in:  (6)
অর্থ ইনফ্যান্ট শিশুদের বেড়ে উঠা সংক্রান্ত সমস্যা 
ঔষধ 1 Calc-p, 1 Calc, 1 Phos, 1 Sil, 2 Med, 3 Bar-c,
রুব্রিক GROWTH, DISORDERS: Young, people, in:  (5)
অর্থ যুবক যুবতীদের বেড়ে উঠা সংক্রান্ত সমস্যা 
ঔষধ 3 Calc-p, 3 Phos, 2 Ph-ac, 1 Kreos, 1 Hippoz,
রুব্রিক GROWTH, TOO FAST:  (9)
অর্থ দ্রুত বেড়ে উঠে এমন শিশু 
ঔষধ 3 Calc-p, 2 Calc, 3 Phos, 3 Ph-ac, 1 Ferr, 1 Kreos, 1 Ferr-acet, 1 Iod, 1 Irid,
রুব্রিক GROWTH, TOO FAST: Fast, in length, too:  (9)
অর্থ দ্রুত লম্বা হয় এমন শিশু 
ঔষধ 2 Calc-p, 2 Calc, 2 Phos, 2 Ph-ac, 1 Ferr, 1 Kreos, 1 Ferr-acet, 1 Iod, 1 Irid,
রুব্রিক GROWTH, TOO FAST: Young, people, in:  (5)
অর্থ দ্রুত বেড়ে উঠে এমন যুবক যুবতী 
ঔষধ 2 Calc-p, 3 Phos, 2 Ph-ac, 1 Kreos, 1 Hippoz,

 

রুব্রিক SCROFULOUS, CHILDREN:  (20)
অর্থ

গণ্ডমালারোগগ্রস্ত 

ঔষধ 3 Calc, 2 Sulph, 2 Calc-p, 1 Cina, 2 Sil, 3 Bar-c, 2 Bell, 2 Tub, 2 Ph-ac, 2 Ant-c, 1 Bufo, 1 Con, 1 Camph, 1 Dulc, 2 Am-c, 3 Bac, 1 Cur, 2 Calc-i, 1 Dig, 1 Viol-t,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Ascarides, and lumbrici:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত পেরাসাইট ও কৃমিতে আক্রান্ত
ঔষধ 1 Spig,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Catarrhal, ophthalmia:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত অক্ষিপ্রদাহ জনিত স্রাব
ঔষধ 2 Merc-d,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Cervical, glands indurated and swollen:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত সার্বাইকেল গ্রন্থি শক্ত ও ফোলা
ঔষধ 3 Con,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Decay, of femur:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত ফিমার অস্থির ক্ষয়
ঔষধ 2 Stront-c,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Diarrhea:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত উদরাময়
ঔষধ 2 Sec,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Hydrocele:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত কুরণ্ড রোগ (রোগ পরিচিতি পর্বের ২৫ নং রোগ দেখুন)
ঔষধ 3 Rhod,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Indurations:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত কাঠিন্যতা
ঔষধ 2 Carb-an,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Large, bellies, sweat about head, worm fever slow and chronic:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত বড় পেট, মাথায় ঘর্ম, ক্রিমি, ধীরগতির ও পুরাতন জ্বর
ঔষধ 2 Sil,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Mesenteric, disease, teeth ill and irregular formation in lower jaw:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত মধ্যান্ত্রিক রোগ, দাঁতের রোগ ও নিচের চোয়ালের অস্বাভাবিকতা
ঔষধ 2 Phos,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Outrageously, cross:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত শিশু অত্যধিক তর্ক করে
ঔষধ 2 Hep,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Pale, inflamed, swollen tonsils:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত শিশু ফ্যাকাশে, প্রদাহিত ও টনসিল ফোলা
ঔষধ 1 Chen-a,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Scrofulous, and syphilitic, enuresis:  (1)
অর্থ সিফিলিসজাত গণ্ডমালা রোগের সহিত শিশুর মূত্রের বেগধারণে অক্ষমতা
ঔষধ 2 Kali-i,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Spasms:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত শিশুর আক্ষেপ
ঔষধ 2 Sulph,
রুব্রিক SCROFULOUS, CHILDREN: Subacute, and chronic hydrocephalus where effusion has not progressed too far:  (1)
অর্থ গণ্ডমালা রোগের সহিত শিশুর সাবএকুইট এবং পুরাতন হাইড্রোকেফালাস, যারফলে শিশুর ভাবাবেগ বিকশিত হয়নি
ঔষধ 2 Sulph,

 

রুব্রিক SENSITIVE, CHILDREN:  (37)
অর্থ

স্নায়বিক স্পর্শকাতর শিশু

ঔষধ 3 Cham, 1 Calc, 3 Phos, 1 Lyc, 2 Calc-p, 2 Cina, 2 Puls, 3 Carc, 3 Nat-m, 3 Ign, 2 Bell, 1 Bor, 2 Tub, 2 Acon, 2 Nux-v, 2 Staph, 1 Kali-c, 2 Med, 2 Kali-p, 1 Ant-t, 1 Stram, 1 Ph-ac, 2 Ant-c, 1 Caust, 1 Op, 1 Agar, 1 Tarent, 2 Teucr, 1 Chin, 1 Coloc, 1 Gels, 1 Coff, 1 Ant-s, 1 Croc, 1 Plat, 1 Calc-sil, 1 Stann,

 

রুব্রিক SORENESS, INFANTS:  (2)
অর্থ ইনফ্যান্ট শিশুর স্পর্শকাতর বেদনা
ঔষধ 2 Rhus-t, 2 Arn,
রুব্রিক SORENESS, INFANTS: Aching, from being lifted or pressed:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশুকে উঠালে বা চাপ দিলে শিশুর শরীরে ব্যথা লাগে
ঔষধ 2 Bry,
রুব্রিক SOUR, SMELLING, INFANTS:  (5)
অর্থ

ইনফ্যান্ট শিশু শরীর হতে টক গন্ধ আসে

ঔষধ 2 Cham, 2 Calc, 3 Rheum, 1 Sul-ac, 1 Rob,
রুব্রিক SOUR, SMELLING, INFANTS: Cry, a great deal:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশুর শরীর হতে টক গন্ধ আসে এবং অত্যধিক কান্না করে
ঔষধ 2 Rheum,
রুব্রিক SOUR, SMELLING, INFANTS: Despite, careful washing:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশুকে যত্নসহকারে ধৌত করলেও টক গন্ধ আসে
ঔষধ 1 Sul-ac,

 

রুব্রিক WEAK, CHILDREN:  (19)
অর্থ

দুর্বল শিশু

ঔষধ 4 Sil, 1 Calc, 2 Cina, 2 Sulph, 2 Lyc, 1 Nux-v, 1 Phos, 2 Carc, 1 Ars, 1 Bar-c, 1 Bell, 1 Thuj, 1 Ferr-p, 1 Carb-v, 1 Cham, 1 Kali-c, 1 Lach, 1 Med, 1 Tub,
রুব্রিক WEAK, CHILDREN: Delicate:  (4)
অর্থ দুর্বল ও কমনীয় শিশু
ঔষধ 2 Sil, 1 Calc-p, 2 Caust, 2 Phos,
রুব্রিক WEAK, CHILDREN: Excitable:  (2)
অর্থ দুর্বল ও সহজেই উত্তেজিত হয় এমন শিশু
ঔষধ 1 Phos, 3 Coff,
রুব্রিক WEAK, CHILDREN: Growing, fast, after:  (3)
অর্থ শিশু দ্রুত বর্ধণশীলতার পরে দুর্বল হয়ে পড়ে 
ঔষধ 1 Calc-p, 1 Ph-ac, 1 Hipp,
রুব্রিক WEAK, CHILDREN: Sickly:  (4)
অর্থ দুর্বল রোগাটে শিশু
ঔষধ 1 Sil, 1 Cina, 2 Thuj, 2 Staph,
রুব্রিক WEAK, CHILDREN: Well, developed heads but puny, sickly bodies, with:  (3)
অর্থ দুর্বল শিশুর মাথা ভালোভাবে গঠিত হয়েছে কিন্তু শরীর ছোট ও অসুস্থ
ঔষধ 2 Sil, 2 Calc-p, 2 Lyc,
রুব্রিক WEAK, CHILDREN: Without, cause:  (1)
অর্থ শিশু দুর্বল কিন্তু কোন সমস্যা নেই
ঔষধ 1 Sul-ac,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.

.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *