অ্যাক্রোমেগালির হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

অ্যাক্রোমেগালি কি? | What is Acromegaly?

অ্যাক্রোমেগালি একটি বিরল রোগ যার কারণে শরীরে অত্যধিক পরিমাণে গ্রোথ হরমোন তৈরি হয়, যারফলে শরীরের টিস্যু এবং হাড়গুলি দ্রুত বৃদ্ধি পায়। সময়ের সাথে সাথে রোগটি বিকশিত হতে থাকে।

অ্যাক্রোমেগালি সাধারণত ৩০ থেকে ৫০ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা দেয়, তবে যে কোনও বয়সে এ রোগে আক্রান্ত হতে পারে। এ রোগটি যদি বয়ঃসন্ধি কালের শেষ প্রান্তে দেখা দেয় তাহলে এ রোগকে জাইগান্তিজম (Gigantism) নামে ডাকা হয়।

অ্যাক্রোমেগালি রোগ হওয়ার কারণসমূহ কি? | What are the causes of Acromegaly?

পিটুইটারি গ্রন্থি (মস্তিষ্কের ঠিক নীচে একটি মটর আকারের গ্রন্থি) মাত্রাতিরিক্ত গ্রোথ হরমোন তৈরি করার ফলে অ্যাক্রোমেগালি রোগ হয়। রোগটি সাধারণত পিটুইটারি গ্রন্থির অ্যাডেনোমা নামক বিনাইন টিউমারের কারণে হয়ে থাকে। প্রথমে পিটুইটারি গ্রন্থির একটি কোষের জেনেটিক পরিবর্তনের কারণে অ্যাডেনোমা টিউমার উৎপন্ন হয়।

অ্যাক্রোমেগালির লক্ষণসমূহ কি? | What are the symptoms of acromegaly?

অ্যাক্রোমেগালি বহুবিধ উপসর্গ সৃষ্টি করতে পারে, যা সময়ের সাথে সাথে বিকশিত হতে থাকে।

প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে:

 

  • হাত ও পা ফুলতে থাকে – রোগীর আংটি আর আঙ্গুলে প্রবেশ করছে না বা জুতার ভিতরে পা প্রবেশ করছে না।
  • ক্লান্তি ও নিদ্রালুতা।
  • মুখমণ্ডলের বৈশিষ্ট্যসমূহে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। যেমন ভ্রু, নীচের চোয়াল, নাক ইত্যাদি বড় হতে থাকে। দাঁত ফাঁকা হতে থাকে।
  • নার্ভের সঙ্কোচনের কারণে হাতে অসাড়তা ও দুর্বলতা দেখা দেয়।
  • শিশু-কিশোররা অস্বাভাবিক লম্বা হতে থাকে।

সময়ের সাথে সাথে প্রাথমিক লক্ষণসমূহ আরো ব্যাপক আকার ধারণ করে, যেমন:  

 

  • অস্বাভাবিকভাবে হাত এবং পা বড় হওয়া।
  • মুখমণ্ডলের অঙ্গসমূহ অস্বাভাবিক আকৃতি ধারণ করে যেমন নাক, ঠোঁট, জিহ্বা।
  • ত্বকের পরিবর্তন- যেমন ত্বক ঘন, মোটা, তৈলাক্ত, গুটিকা ও অস্বাভাবিক পরিমাণে ঘাম।
  • সাইনাস ও ভোকাল কর্ড বড় হওয়ার কারণে গলার স্বর মোটা হয়ে উঠে।
  • জয়েন্টে ব্যথা
  • মাথাব্যথা
  • ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া।
  • লিঙ্গ উত্থানে সমস্যা ও যৌন ক্ষমতার ক্রম দুর্বলতা।
  • মহিলাদের অস্বাভাবিক ঋতুস্রাব।

অ্যাক্রোমেগালি দ্বারা কি কি ঝুঁকি তৈরি হয়? | What is the risks factor by Acromegaly?

সময় মতো সঠিক চিকিৎসা না হলে নিম্নে উল্লেখিত রোগসমূহ হতে পারে

 

  • টাইপ ২ ডায়াবেটিস
  • উচ্চ রক্তচাপ
  • হৃদরোগ
  • হার্টের পেশীর রোগ (Cardiomyopathy)
  • আর্থরাইটিস
  • অন্ত্রের পলিপ, যা চিকিৎসা না করা হলে অন্ত্রের ক্যান্সারে পরিণত হতে পারে

অ্যাক্রোমেগালি রোগ নির্ণয় করব কি করে? | How are Acromegaly diagnosed?

রোগীর লক্ষণ দেখে সন্দেহ হলে চিকিৎসক Growth hormone levels (GH) এবং Insulin-like growth factor 1 (IGF-1) পরীক্ষা করাবেন। প্রয়োজনে ব্রেইনের সিটিস্ক্যান করাবেন।

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

 

রুব্রিক ACROMEGALY:  (4)
অর্থ অ্যাক্রোমেগালি বা অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি
ঔষধ 1 Carc, 2 Bar-c, 1 Thyr, 1 Pitu-gl,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *