একটিনোমাইকোসিসঃ Propionibacterium propionicus ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত এক প্রকার চর্মরোগ। রোগটি দেখতে প্রায় ফোঁড়ার মত যা মুখমণ্ডল, ফুসফুস, GIT তথা গলনালি থেকে পায়ুপথ পর্যন্ত নালির যে কোন স্থানে হতে পারে।
একটিনোমাইকোসিসের রেপার্টরি রুব্রিক ও তার ঔষধঃ Skin ACTINOMYCOSIS (4) 1 hecla, 1 hippoz, 1 kali-i, 2 nit-ac
ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা
নিচে দেয়া ছবি সমূহ দেখে রোগটি সম্পর্কে ধারণা নিতে পাড়বেন। অনুরূপ দেখতে সকল চর্মরোগ একটিনোমাইকোসিস নাও হতে পারে। তাই পরীক্ষা না করে এ রোগের নাম সম্পর্কে নিশ্চিত হওয়া যায়না। হোমিওপ্যাথি মতে রোগের নাম যাই হোক রোগ লক্ষণ সমূহ বিশ্লেষণ করে সফল চিকিৎসা দেয়া সম্ভব।
এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “একটিনোমায়োসিস Skin, ACTINOMYCOSIS” পরিচ্ছেদের বর্ণনা।
সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য
নোটঃ যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।