শিশুর খাবার সংক্রান্ত রোগ ও লক্ষণ

শিশুর খাবার সংক্রান্ত রোগ ও লক্ষণ

শিশুদের খাবার সংক্রান্ত সমস্যায় সাধারণত যে সকল লক্ষণের ভিত্তিতে ঔষধসমূহ ব্যবহার করা হয় তার তালিকা নিম্নে দেয়া হলো- 

 

রুব্রিক ANOREXIA, NERVOSA:  (16)
অর্থ

শিশুর ক্ষুধাহীনতা

ঔষধ 1 Calc, 2 Carc, 3 Sulph, 1 Staph, 1 Puls, 2 Nat-m, 2 Ign, 3 Ars, 1 Merc, 1 Lach, 3 Chin, 1 Rhus-t, 1 Verat, 1 Tarent, 1 Levo, 1 Perh,

 

রুব্রিক BOTTLEFED, MARASMUS, ABDOMEN SWOLLEN, LIVER LARGE, COLIC AFTER EATING, STOMACH CONTAINING UNDIGESTED FOOD:  (1)
অর্থ বোতলজাত খাবারের ফলে শিশুর পুইয়ে পাওয়া, উদর ফোলা, কলিজা বড়, আহারের পর শূলবেদনা ও পাকস্থলির পরিপাক ক্রিয়ার গোলযোগ। (রোগ পরিচিতি পর্বের ৩১ নং রোগ দেখুন)
ঔষধ 1 Nat-p,

 

স্তন দুগ্ধ পান করা সংক্রান্ত সমস্যা 

রুব্রিক BREASTFEEDING, GENERAL: Ailments, during:  (50)
অর্থ স্তন দুগ্ধ পান করার সময় অসুস্থতা
ঔষধ 3 Calc, 1 Sil, 2 Sulph, 2 Cina, 1 Phos, 3 Cham, 2 Staph, 3 Calc-p, 1 Lyc, 3 Puls, 1 Nat-m, 2 Ign, 1 Acon, 2 Ars, 3 Bor, 3 Sep, 2 Bell, 1 Merc, 1 Lach, 2 Chin, 2 Nux-v, 2 Bry, 1 Stram, 2 Ph-ac, 2 Rhus-t, 1 Carb-v, 1 Zinc, 1 Stann, 1 Nat-c, 1 Iod, 1 Kali-c, 1 Con, 1 Graph, 2 Ip, 3 Nat-p, 1 Rheum, 1 Samb, 1 Ferr, 1 Carb-an, 2 Mag-c, 1 Sec, 1 Chel, 2 Squil, 1 Spig, 2 Dulc, 1 Phyt, 1 Sel, 1 Agn, 1 Croto-t, 1 Phel,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Cannot, nurse, cries:  (2)
অর্থ কান্না করার কারণে শিশুকে স্তন দুগ্ধ পান করানো যায় না
ঔষধ 2 Bor, 2 Ant-t,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Desire, without taking much milk:  (1)
অর্থ শিশু স্তন দুগ্ধ পান করার ইচ্ছা প্রকাশ করে কিন্তু পর্যাপ্ত দুধ পান করে না
ঔষধ 1 Vac,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Desire, without taking much milk: Constant:  (1)
অর্থ শিশুর স্তন দুগ্ধ পান করার ইচ্ছা লেগেই থাকে কিন্তু পর্যাপ্ত দুধ পান করে না
ঔষধ 1 Calc-p,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Desire, without taking much milk: Frequent:  (1)
অর্থ শিশু স্তন দুগ্ধ পান করার ইচ্ছা বারবার জাগে কিন্তু পর্যাপ্ত দুধ পান করে না
ঔষধ 1 Samb,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Loathing, of breast:  (1)
অর্থ শিশু মায়ের স্তনের প্রতি বিতৃষ্ণা প্রকাশ করে
ঔষধ 2 Bor,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Mother’s, milk agg.:  (15)
অর্থ মায়ের দুধে শিশুর রোগ বৃদ্ধি হলে 
ঔষধ 3 Calc, 3 Sil, 2 Cina, 2 Cham, 3 Calc-p, 2 Bor, 2 Merc, 1 Lach, 2 Sanic, 2 Ph-ac, 1 Stann, 2 Nat-c, 1 Acet-ac, 1 Ant-c, 2 Valer,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Refuses, breast:  (8)
অর্থ শিশু তার মায়ের স্তনকে প্রত্যাখ্যান করে
ঔষধ 2 Cina, 2 Calc-p, 2 Nat-m, 2 Bor, 2 Lach, 1 Zinc, 1 Stann, 2 Rheum,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Refuses, breast: Catarrh, in:  (1)
অর্থ সর্দি লাগার ফলে শিশু তার মায়ের স্তনকে প্রত্যাখ্যান করে
ঔষধ 2 Ant-t,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Refuses, breast: Meningitis, in:  (1)
অর্থ মেনিনজাইটিস রোগের ফলে শিশু তার মায়ের স্তনকে প্রত্যাখ্যান করে
ঔষধ 1 Verat,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Refuses, breast: Night, refuses to nurse at:  (1)
অর্থ রাত্রিকালে শিশু তার মায়ের স্তনকে প্রত্যাখ্যান করে
ঔষধ 2 Apis,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Refuses, mother’s milk:  (14)
অর্থ শিশু তার মায়ের দুধ পান করে না
ঔষধ 2 Calc, 3 Sil, 1 Sulph, 1 Cina, 3 Calc-p, 2 Bor, 2 Merc, 1 Lach, 2 Ph-ac, 1 Stann, 2 Acet-ac, 1 Rheum, 1 Mag-c, 1 Sabal,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Refuses, mother’s milk: Milk has salty taste remaining long in mouth:  (2)
অর্থ শিশু তার মায়ের দুধ পান না করার কারণ মায়ের দুধ নোনতা ও তার নোনতা স্বাদ দীর্ঘ সময় ধরে মুখে লেগে থাকে
ঔষধ 3 Calc, 3 Calc-p,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Stool, after nursing:  (1)
অর্থ স্তন পান করার পরে শিশু মলত্যাগ করে
ঔষধ 2 Coloc,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Vomits, milk after nursing:  (10)
অর্থ স্তন পান করার পরে শিশু বমি করে
ঔষধ 1 Calc, 3 Sil, 1 Calc-p, 2 Sanic, 2 Ph-ac, 2 Nat-c, 1 Acet-ac, 2 Aeth, 2 Ant-c, 2 Valer,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Vomits, milk after nursing: As soon as nursed, after mother has been angry:  (2)
অর্থ স্তন পান করার সাথে সাথে শিশু বমি করে কারণ তার মা রাগান্বিত অবস্থায় দুধ পান করিয়েছে
ঔষধ 2 Cham, 2 Valer,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Vomits, milk after nursing: Forcibly soon after taking, child weak, drowsy:  (1)
অর্থ স্তন পান করার পরে শিশু সজোরে বমি করে ও দুর্বল হয়ে পড়ে
ঔষধ 3 Aeth,
রুব্রিক BREASTFEEDING, GENERAL: Weaning, child, ailments from:  (9)
অর্থ দুধ ছাড়ানোর পরে শিশুর অসুস্থতা
ঔষধ 2 Cham, 3 Puls, 3 Bell, 1 Lac-c, 1 Carb-an, 1 Urt-u, 1 Lac-d, 1 Frag, 1 Vinc,

 

রুব্রিক BULIMIA:  (6)
অর্থ

অতৃপ্ত ক্ষুধা ও অতিরিক্ত খাদ্য চাহিদা

ঔষধ 2 Carc, 1 Staph, 1 Puls, 1 Nat-m, 1 Ign, 1 Iod,

 

রুব্রিক FOOD, ARTIFICIAL, AILMENTS FROM:  (4)
অর্থ

আর্টিফিসিয়াল খাবার খেয়ে শিশুর অসুস্থতা 

ঔষধ 1 Nux-v, 1 Podo, 2 Alum, 2 Nat-p,
রুব্রিক FOOD, ARTIFICIAL, AILMENTS FROM: Constipation, succeeds diarrhea:  (2)
অর্থ আর্টিফিসিয়াল খাবার খেয়ে শিশুর কিছুদিন পায়খানা কষা ও কিছুদিন ডায়রিয়া 
ঔষধ 2 Podo, 1 Alum,
রুব্রিক FOOD, ARTIFICIAL, AILMENTS FROM: Diarrhea, and vomiting:  (2)
অর্থ আর্টিফিসিয়াল খাবার খেয়ে শিশুর ডায়রিয়া ও বমি 
ঔষধ 2 Nux-v, 2 Nat-p,

 

রুব্রিক MARASMUS, CHILDREN:  (38)
অর্থ অপুষ্টি জনিত শিশুর শীর্ণতা  (রোগ পরিচিতি পর্বের ৩১ নং রোগ দেখুন)
ঔষধ 3 Calc, 2 Cham, 2 Lyc, 2 Nux-v, 2 Bell, 2 Sulph, 3 Nat-m, 2 Calc-p, 3 Sil, 2 Ars, 2 Bar-c, 1 Med, 2 Op, 2 Con, 1 Tub, 1 Arg-n, 2 Ant-c, 2 Hydr, 2 Iod, 1 Kreos, 2 Apis, 1 Caps, 2 Mag-c, 2 Abrot, 3 Aeth, 2 Nux-m, 2 Podo, 2 Acet-ac, 1 Bac, 1 Lac-d, 1 Petr, 1 Pin-s, 1 Thyr, 2 Ol-j, 2 Sars, 1 Alf, 1 Coca, 1 Ferr-m,
রুব্রিক MARASMUS, CHILDREN: Abdomen, large:  (1)
অর্থ শিশুর অপুষ্টি জনিত শীর্ণতা কিন্তু পেট বড় 
ঔষধ 2 Calc,
রুব্রিক MARASMUS, CHILDREN: Angina, pectoris, with:  (1)
অর্থ শিশুর অপুষ্টি জনিত শীর্ণতার সহিত হৃদশুল 
ঔষধ 1 Chin-s,
রুব্রিক MARASMUS, CHILDREN: Belching, with sour, worse during night:  (1)
অর্থ শিশুর অপুষ্টি জনিত শীর্ণতার সহিত টক গন্ধ যুক্ত ঢেঁকুর উঠে ও রাতে আরো বেশি হয় 
ঔষধ 1 Con,
রুব্রিক MARASMUS, CHILDREN: Bottle, fed, children who are:  (1)
অর্থ বোতল ফিড খাওয়ানো শিশুর অপুষ্টি জনিত শীর্ণতা  
ঔষধ 1 Nat-p,
রুব্রিক MARASMUS, CHILDREN: Buttocks, emaciated:  (1)
অর্থ অপুষ্টি জনিত কারণে শিশুর নিতম্বের শীর্ণতা 
ঔষধ 2 Nat-m,
রুব্রিক MARASMUS, CHILDREN: Exercise, averse to, hollow, wrinkled face, hair dry:  (1)
অর্থ অপুষ্টি জনিত কারণে শিশু ব্যায়াম করতে চায় না, চোখ গর্তে ঢুকে গেছে, মুখমণ্ডলে ভাজ পড়ে গেছে ও চুল শুষ্ক   
ঔষধ 2 Calc,
রুব্রিক MARASMUS, CHILDREN: Incipient:  (1)
অর্থ শিশুর অপুষ্টি জনিত শীর্ণতার প্রাথমিক পর্যায় 
ঔষধ 2 Cham,
রুব্রিক MARASMUS, CHILDREN: Irritability, child will be approached by no one:  (1)
অর্থ অপুষ্টি জনিত শীর্ণ শিশুর নিকটে কেউ গেলে বিরক্ত হয় 
ঔষধ 2 Iod,
রুব্রিক MARASMUS, CHILDREN: Jerking, hiccough after nursing, and belching without bringing up food:  (1)
অর্থ অপুষ্টি জনিত শীর্ণ শিশুর শরীর ঝাঁকি দিয়ে উঠে, দুধ পান করার পর হিক্কা হয় এবং খাবার বের না হয়ে ঢেঁকুর উঠে
ঔষধ 2 Teucr,
রুব্রিক MARASMUS, CHILDREN: Last, stage, in:  (1)
অর্থ শিশুর অপুষ্টি জনিত শীর্ণতার লাস্ট স্টেজে ব্যবহৃত ঔষধ 
ঔষধ 2 Nuph,
রুব্রিক MARASMUS, CHILDREN: Nervous, restless, weakly children:  (1)
অর্থ অপুষ্টি জনিত শীর্ণতার ফলে শিশু নার্ভাস, অস্থির ও দুর্বল
ঔষধ 1 Sul-ac,
রুব্রিক MARASMUS, CHILDREN: Nourishment, from defective:  (1)
অর্থ পুষ্টি সংক্রান্ত ত্রুটির কারণে শিশুর অপুষ্টি জনিত শীর্ণতা  
ঔষধ 2 Nat-m,
রুব্রিক MARASMUS, CHILDREN: Nutritional, disturbances, from:  (12)
অর্থ পুষ্টিকর খাবার সংক্রান্ত সমস্যার কারণে শিশুর অপুষ্টি জনিত শীর্ণতা  
ঔষধ 2 Calc, 1 Nat-m, 2 Calc-p, 2 Sil, 2 Bar-c, 1 Med, 1 Caust, 1 Kreos, 1 Bac, 1 Lac-d, 1 Pin-s, 1 Thyr,
রুব্রিক MARASMUS, CHILDREN: Old man, like an, had not grown, limbs lax, skin wrinkled, bones of skull had lapped over during birth:  (1)
অর্থ অপুষ্টি জনিত শীর্ণতার ফলে শিশুকে বৃদ্ধের মতো দেখায়, শিশু বেড়ে উঠেনা, হাত-পা শিথিল, চামড়া কুঁচকানো, শিশু জন্মের সময় মাথা যেমন থাকে তেমনভাবে মাথারখুলির সাথে চামড়া লাগানো যেন 
ঔষধ 1 Op,
রুব্রিক MARASMUS, CHILDREN: Reduced, weight:  (1)
অর্থ অপুষ্টি জনিত শীর্ণতার ফলে শিশুর ওজন কমে যাচ্ছে 
ঔষধ 2 Hydr,
রুব্রিক MARASMUS, CHILDREN: Skin, dry and wrinkled:  (1)
অর্থ অপুষ্টি জনিত শীর্ণতার ফলে শিশুর চামড়া শুষ্ক ও কুঁচকানো 
ঔষধ 2 Calc,
রুব্রিক MARASMUS, CHILDREN: Tendency, to:  (1)
অর্থ শিশু মাঝে মাঝে অপুষ্টি জনিত শীর্ণতা প্রাপ্ত হয়
ঔষধ 2 Iod,

 

রুব্রিক SWALLOWS, EVERYTHING:  (3)
অর্থ

শিশু সব কিছু গিলে খায়

ঔষধ 2 Sulph, 2 Cina, 1 Merc,
রুব্রিক THROAT, DYSPHAGIA OF FLUIDS, CAN SWALLOW ONLY SOLIDS:  (1)
অর্থ

শিশুর গলায় তরল খাদ্য আটকে যায় অথচ শক্ত খাবার গিলতে পারে

ঔষধ 2 Kali-br,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.

.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *