Apocynum Cannabinum [Apoc] এপোসাইনাম কেনাবিনাম

Apoc: মাথা ভারী ভারী লাগে, ঘুম ঘুম ভাব ও দুর্বলতা, অথবা ঘুম হলেও ভালো ঘুম হয় না।

Apoc: শরীর যেন অলস ভাবে চলে, নাড়ী ধীরে ধীরে চলে, অসাড়ে প্রস্রাব হয়।

Apoc: উপর পেটে খালি খালি অনুভূতি, সেজন্য দীর্ঘনিশ্বাস নিতে হয়।

Apoc: পিপাসা আছে কিন্তু পানি পান করলেই বমি হয়।

Apoc: বুকে চাপ অনুভূতি, বুক ধড়ফড় করে ও হৃদপিণ্ডের কাছে দুর্বলতা অনুভূত হয়।

Apoc: নাড়ী দুর্বল, সবিরাম, অনিয়মিত ও ধীরগতি বিশিষ্ট।

 

বৃদ্ধি হয় উপশম হয়
< ঠান্ডা আবহাওয়ায়

< ঠান্ডা পানীয় পানে

< পোশাক খুললে

< শয়নে

< ঘুমের পর, সকালে ঘুম থেকে উঠলে

< খাবার খাওয়ার পরপরই (ডায়রিয়া)

> উঠে বসলে

> উষ্ণতায়

সমস্ত স্রাবনিঃসরণ কমে যায় বিশেষতঃ মূত্র ও ঘাম। সিরাস ঝিল্লীগুলির শোথ- তরুণ ও প্রদাহযুক্ত শোথ। সিরাস মেমব্রেন – মেমব্রেন— পর্দা যা হতে রস বার হয়। শরীরের যে সব যন্ত্র বাইরে থেকে দেখা যায় না যেমন, ফুসফুস, লিভার ইত্যাদি, তাদের বেষ্টন করে রাখে যে পর্দা ও তা থেকে এক প্রকার রস বার হয় ঐ সব যন্ত্রকে পিচ্ছিল ও কর্মক্ষম করে রাখে।

মিউকাস মেমব্রেন — দেহের যে সব দ্বার যেমন, মূত্রপথ, মুখগহ্বর, নাকের ফুটো ইত্যাদি—যা বাইরে হতে দেখা যায় তাদের ভিতরের পর্দা যা থেকে রসক্ষরণ হয়ে স্থানগুলো পিচ্ছিল ও কর্মক্ষম রাখে ।

শোথ — পিপাসা থাকে (এসেটি-এসি); জল খেতে ভাল লাগে না বা বমি হয়ে বের হয়ে যায় (আর্স); বেশীর ভাগই যান্ত্রিক কোন রোগের সাথে যুক্ত থাকে না; টাইফাস; টাইফয়েড, স্কারলেট জ্বর, সিরোসিস্ রোগে, কুইনাইনের অপব্যবহারে প্রযোজ্য।

সিরোসিস – প্রদাহে বা অন্য রোগের উপসর্গে কোন অঙ্গ শক্ত হয়ে যাওয়া। যেমন সিফিলিস বা ম্যালেরিয়ায় ভুগে, পিত্তপাথরী হলে তার দ্বারা পিত্তনালী পথ বন্ধ হয়ে বা পুরাতন মদ্যপায়ীদের মদ্য বিষাক্ততায় ভুগে সিরোসিস অব লিভার হয়। লিভার কোষগুলি নষ্ট হয়ে যায়। সিরোসিস বহুপ্রকারের যথা

১। সি. এ্যালকোহলিক, বহুদিন যাবৎ মদ খেয়ে।

২। সি, এট্রে ফিক- লিভারের আয়তন ছোট হয়ে যায়।

৩। সি, বাইলিয়ারী- পিত্ত সরবরাহ বোধ হয়ে বা পিত্তনালীর প্রদাহে।

৪। সি. কার্ডিয়াক- কনজেষ্টিভ হার্ট ফেইলিওরে লিভারে রক্ত সঞ্চয় হলে।

৫। সি. ফ্যাট- লিভার কোষে মেদ জমলে।

৬। সি. হাইপারট্রোফিক- সংযোগকারী তন্তু (টিস্যু) বেড়ে গিয়ে লিভারের আয়তন বেড়ে যায়।

৭। সি, ইনফ্যানটাইল- শিশুদের প্রোটিন সরবরাহের বিঘ্ন ঘটে অপুষ্টি হয়।

৮। সি. অবষ্ট্রাকটিভ বাইসিয়ারী– কমন বাইল ডাক্ট বা পিত্তনালীতে পাথর জমে বা টিউমার হয়ে ইত্যাদি।

মাথার খুলিতে জল জমার তরুণ রোগে; ব্রহ্মতালু জোড় খায় না। আচ্ছন্ন নিদ্রা, এক চোখে দৃষ্টিলোপ, এক হাত ও এক পায়ে সারাক্ষণ সঞ্চালন (বাঁ হাত ও বাঁ পা- ব্রায়ো); কপালের সামনেটা উঁচু মনে হয়।

যুবতীদের ঋতুবন্ধ, সেইসাথে হাতে পায়ে পেটে ফোলাভাব ও শোথের মত স্ফীতি।

অতিরজঃ- স্রাব অনেক দিন ধরে বা থেমে থেমে।

স্রাব- তরল বা চাপবাধা, বমিবমিভাব, বমি হয়, বুক ধড়ফড়ানি, নড়াচড়ায় নাড়ী দ্রুত ও দুর্বল হয়। জীবনীশক্তি ক্লান্ত ও অবসন্ন, বালিশ হতে মাথা তুললে মূর্চ্ছা আসে।

গর্ভাবস্থায় ছোট ও শুকনো অথবা গভীর ও তরল কাশি (কোনি)।

সম্বন্ধ – এসে-এসিড ও এপিসের সমগুণ, (এপিসে তৃষ্ণা নেই) আর্স, সিঙ্কোনা, ডিজিটের সমগুণ, সমস্তই শোথরোগে। সর্বাঙ্গীন শোথে এপিস, এপোসাই, ডিজি ব্যর্থ হলেও ব্লাটা ওরিয়েন্টালিসে খারাপ অবস্থা আরোগ্য করেছে—Hoynes.

শক্তি-(১x, ৩x,) ৩০, ২০০।

এই ঔষধটি শ্লৈষ্মিক ঝিল্লী সেরাসঝিল্লী থেকে বেশি মাত্রায় রস ক্ষরণ করে এবং কৈশিক ঝিল্লীর উপর কাজ করে শোথ এবং সর্বাঙ্গ শোথ ও চামড়ার উপর কাজ করে প্রচুর ঘাম উৎপন্ন করে। তরুন মস্তক শোথ। এই ঔষধের প্রধান লক্ষণ হল নাড়ী স্পন্দনের দ্রুততা হ্রাসপ্রাপ্ত হয়। সকল প্রকার শোথাবস্থা, উদরী, সর্বাঙ্গীন শোথ, বক্ষশোথ এবং প্রস্রাবের গোলযোগ, বিশেষতঃ অবরূদ্ধ মূত্র ও কষ্টকর প্রস্রাবের ক্ষেত্রে আমাদের শাস্ত্রে ব্যবহৃত উল্লেখযোগ্য ঔষধগুলির মধ্যে, এই ঔষধটি অন্যতম একটি। ব্রাইটসডিজিজের ক্ষেত্রে যে সকল পরিপাক সংক্রান্ত উপসর্গ দেখা দেয়। তৎসহ বমি বমিভাব, বমি নিদ্রালুতা, কষ্টকর শ্বাস-প্রশ্বাস, প্রভৃতি ক্ষেত্রে এই ঔষধটি প্রায়ই কাজে ব্যবহার হয়। এই ঔষধের শোথের বৈশিষ্ট্য হল, প্রচুর পিপাসা এবং পাকাশয়িক গোলযোগ। হৃদপিণ্ডের অনিয়মিত ক্রিয়া। মাইট্র্যাল ও ট্রাইকাসপিড রিগারজিটেশন। মদ খাওয়া হলে তরুণ বিষক্রিয়া। শরীরের সকল স্ফিংটারের শিথিলতা।

মন – উদভ্রান্ত বিষন্ন।

নাক – একসঙ্গে অনেক সময় ধরে হাঁচি। শিশুদের নাক বন্ধ হওয়া। (স্যাম্বুকাস)। পুরাতন নাকের সর্দিজ রোগ তৎসহ নাক বন্ধ হওয়া এবং দুর্বল স্মৃতিশক্তি। অস্বস্থিকর মাথার যন্ত্রণা। খুব সহজেই ঠাণ্ডা লাগে, নাসারন্ধ্রে রক্তাধিক্য এবং খুব সহজেই নাক বন্ধ হয়ে যায়।

পাকস্থলী – বমিবমি ভাব তৎসহ নিদ্রালুতা। হাঁটাচলা করার সময় পিপাসা। অত্যধিক বমি। খাবার বা জল খাওয়া মাত্র বমি। পেটের ভিতর অস্বস্তি, ভারবোধ, অসুস্থ বোধ হয়। বুকে ও পেটের উপর অংশে ভারীবোধ, এর ফলে শ্বাস-প্রশ্বাস চালাতে কষ্ট হয়। (নোবেলিয়া)। পাকস্থলীর ভিতর খালি খালি মনে হয়। পেট বায়ুতে পূর্ণ। উদরী।

মল – জলের মত, মলত্যাগের সময় বায়ু নির্গমন, তৎসহ গুহ্যদ্বারে টাটানি, খাবার পর বৃদ্ধি। মনে হয় গুহ্যদ্বার হাঁ হয়ে রয়েছে এবং মল সরাসরি বার হয়ে গেছে।

প্রস্রাব – প্রস্রাব থলি অত্যন্ত প্রসারিত। ঘোলাটে, উত্তপ্ত প্রস্রাব, তৎসহ গাঢ় শ্লেষ্মাযুক্ত এবং প্রস্রাবনলীতে জ্বলন হয়ে থাকে প্রস্রাবের পরে। প্রস্রাব বার করার জন্য খুবই সামান্য শক্তি থাকে। ফোটা ফোটা করে প্রস্রাব হয়। কষ্টকর প্রস্রাব। বৃক্কের শোথ।

স্ত্রীরোগ রজঃ লোপ, তৎসহ শরীর ফুলে যায়, প্রচুর রজঃস্রাব তৎসহ বমি বমি ভাব, মূর্চ্ছা, জীবনীশক্তির পতনাবস্থা। রজঃনিবৃত্তি কালে রক্তস্রাব। রক্ত বড়ো বড়ো জমাট বেঁধে বেরিয়ে আসে।

শ্বাস-প্রশ্বাস – অল্প সময় ধরে, শুষ্ক কাশি। ছোট ছোট শ্বাস-প্রশ্বাস এবং সন্তোষভাব আসে না। দীর্ঘশ্বাস। পেটের উপরের অংশে ও বুকে চাপবোধ ।

হৃদপিণ্ড – ট্রাইকাসপিড রিগারজিটেশন, দ্রুত এবং ক্ষীণ, অনিয়মিত হৃদস্পন্দন, রক্ত চাপ কমে যায়। ঘাড়ের কাছের শিরার স্পন্দন, সর্বাঙ্গীন লালবর্ণ এবং সর্বাঙ্গীন শোথ।

ঘুম – ঘুমের ভিতর অত্যধিক অস্থিরতা এবং সামান্য ঘুম হয়।

কমা-বাড়া -বৃদ্ধি, ঠাণ্ডা আবহাওয়ায়, ঠাণ্ডা পানীয়ে, খালি গায়ে থাকে।

সম্বন্ধ — এপোসাইনাসের, সক্রিয় বস্তুটি হল সাইম্যারিন, যা নাড়ীর স্পন্দন কমিয়ে থাকে এবং রক্তচাপ বৃদ্ধি করে। ষ্ট্র ফ্যানথাস (হৃদপিণ্ডের মারাত্মক পতনাবস্থা এবং তৎসহ তীব্র প্রজাতির পাকাশয়িক গোলযোগ, শোথ)। এর‌্যালিয়া হিসপিডা একটি গুরুত্বপূর্ণ প্রস্রাবকারক ঔষধ। শরীরের কোন গহ্বর স্থানের শোথের ক্ষেত্রে ভালো কাজ করে। এই জাতীয় শোথ মূলতঃ যকৃতে অথবা বৃক্ক যেকোন কারণেই হোক তৎসহ কোষ্ঠকাঠিণ্য। প্রস্রাবে গোলযোগ, বিশেষতঃ শোথের ক্ষেত্রে। এপিস, আর্সেনিক, ডিজিট্যালিস, হেলেবোরাস।

শক্তি — অরিষ্ট (১০ ফোঁটা দিনে তিন বার) এবং মদ খাবার পর তরুন বিষক্রিয়ায় ১ ড্রাম সিদ্ধ করা সার বস্তু চার আউন্স জলের সঙ্গে।

এপিসে’র সহিত তুলনা করিবার পক্ষে ইহা একটি ভাল ঔষধ। এপিসে’ যেসকল রোগ আরোগ্য হয়, তোমরা দেখিবে যে, ইহার লক্ষণগুলি তাহাদের সদৃশ এবং অনেকটা অনুরূপ। শোথ অবস্থা, বাত অবস্থা, কোষময় তন্তুসমূহের স্ফীতি, কোষসমূহের শোথ, শোথের পরিণাম ফলে স্বল্পমূত্র, শোথসংযুক্ত প্রদাহিক স্ফীতি সম্বন্ধে বিচার করিলে তোমরা এই দুই ঔষধের অত্যন্ত সাদৃশ্য দেখিয়া বিস্মিত হইবে। সুতরাং তোমাদিগকে দুইটি রোগী লইয়া আরম্ভ করিতে হইবে এবং তাহাদের বিশেষ বিশেষ লক্ষণগুলি সংগ্রহ করিতে হইবে। যদি একটি লক্ষণও বাদ পড়িয়া যায়, যেমন বৃদ্ধি ও উপশম, শৈত্য বা উত্তাপে প্রীতি, তাহা হইলে তোমরা অনেক ক্ষেত্রেই এপিস’ ও এপোসাইনামের মধ্যে পার্থক্য নির্ণয় করিতে পারিবে না, কারণ তাহাদের স্ফীতি, তাহাদের রক্তপাত তাহাদের প্রসারণ এবং তাহাদের উপসর্গগুলি এতই সদৃশ। উভয়ই শোথের ঔষধ, বাধা নিয়মাবলম্বীরা প্রথমে ‘এপিস’ দিয়া পরীক্ষা করিবেন এবং তারপর এপোসাইনাম দিবেন; এবং তারপর হয়ত শোথ সম্বন্ধে উপযোগী আর একটি ঔষধ পরীক্ষা করিবেন।

কিন্তু ঔষধের সর্বত্রই ঠান্ডায় বৃদ্ধি-লক্ষণ আছে, রোগী নিজে ঠান্ডায় খারাপ বোধ করে। তাহার রোগগুলি ঠান্ডা প্রয়োগে বর্ধিত হয়। ফুলা এবং শোথগ্রস্ত অবস্থায়, সে শীতার্ত থাকে, বাতাসে অনুভূতিসম্পন্ন হয়। সে ঠান্ডা পানীয় সহ্য করিতে পারে না। তাহার পাকস্থলীতে বেদনা হয়, এমনকি ঠান্ডা পানীয়ে সে বমি করে। ঠান্ডা পানীয় গ্রহণ করিলে উদরে বেদনা হয়। পাকস্থলীতে ঠান্ডা জিনিষ থাকিলে শরীরের এখানে সেখানে অস্বস্তিবোধ হয়। তোমরা এই মুহূর্তেই দেখিতে পাইতেছ, ইহা ‘এপিস’ হইতে কত পৃথক। কোন ব্যক্তি হয়ত লক্ষণ খুঁজিয়া বেড়ান, কিন্তু রোগীর সহিত সম্বন্ধযুক্ত বিভিন্ন অবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় করেন না; এবং লক্ষণাবলীর সহিত সম্বন্ধযুক্ত উপশম উপচয়ের মধ্যেও পার্থক্য নির্ণয় করেন না; তিনি রোগীবিশেষের সমুদয় লক্ষণ যে উত্তাপে বৃদ্ধি হয় এবং অপর একটি রোগীর সমুদয় লক্ষণ যে উত্তাপে উপশমিত হয় এই বিরাট পার্থক্যটি অনুধাবন করতে পারিবেন না।

সৰ্ব্বপ্রকার স্রাবই কমিয়া যায়। মূত্র অল্প হয়। চৰ্ম্ম শুষ্ক হয়। তাহার যে রোগই হউক, সে ঘামিতে পারে না। সে মনে করে যে, ঘাম হইলেই সে ভাল হইয়া উঠিবে। জল কিছুতেই বহিঃনিঃসৃত হয় না। সে প্রচুর জল পান করে এবং উহা কৌশিক ঝিল্লীতে প্রবেশ করিয়া উহাদিগকে স্ফীত করিয়া তোলে এবং ফলে সে শোথগ্রস্ত হইয়া পড়ে।  তাহার জলীয় ধাতু অর্থাৎ সে এরূপ ব্যক্তি যে জল খায়, কিন্তু তাহা নির্গত করে না। তাহার মূত্র স্বল্প; সে সামান্যমাত্র ঘামে অথবা একেবারেই ঘামে না। তাহার চর্ম শুষ্ক, সময়ে সময়ে উত্তপ্ত, কিন্তু তবুও সে শীতার্ত থাকে। চৰ্ম্ম কর্কশ ও খসখসে বোধ করে, কিন্তু তবু শীতার্ত থাকে। এপিসও শুষ্ক চৰ্ম্ম এবং স্বল্প মূত্র হইতে ভয়ানক কষ্ট পায়, কিন্তু এপিসের সর্বত্রই উত্তাপে বৃদ্ধি ও ঠান্ডায় উপশম হয়। শোথ রোগে, বাতরোগে এবং অন্যান্য আভ্যন্তরিক রোগে ইহাই ঔষধদ্বয়ের মধ্যে প্রধান পার্থক্যসূচক লক্ষণ। “শ্লৈষ্মিক ঝিল্লীসমূহের শোথ।” মস্তিষ্ক, হৃৎবেষ্ট, ফুসফুস আবরক, অন্ত্রবেষ্টের শোথ এবং ইহাদের প্রত্যেকটিই রক্তাম্বু-প্রসেকহেতু স্ফীত। আর ঐ সঙ্গে অত্যন্ত কষ্ট, অত্যন্ত অস্বচ্ছন্দতা বর্তমান থাকে। প্রদাহিক বাতও আবার ‘এপিস’ সদৃশ; এবং ঐ রোগে ইহার শোথ দেখা দেয়। সন্ধিসমূহের,গুলফসন্ধির, হাতের ও পায়ের আঙ্গলের প্রদাহ দেহের সকল স্থানের সন্ধির প্রদাহ। সন্ধির চারিদিকের ফুলায় ‘এপিসে’র ন্যায় চাপ দিলে গর্ত হইয়া যায়। কিন্তু স্বল্পমূত্রের সহিত ঘর্মহীনতার সহিত, জ্বরাবস্থার সহিত সে সর্বদাই শীতার্ত থাকে এবং আক্রান্ত অঙ্গগুলিতে ভালভাবে কাপড় জড়াইয়া রাখিতে চায়, কিন্তু এপিস’ ঐগুলিকে অনাবৃত রাখিতে চায়। কেহ হয়ত বলিবেন “কেন, উহা ত একটিমাত্র লক্ষণ।” যাহারা রোগীর সমস্ত অনুভূতির বিষয়ে কথিত লক্ষণ এবং অঙ্গবিশেষের সম্বন্ধে কথিত লক্ষণের মধ্যে পার্থক্য দেখিতে পান না তাঁহারা বাকি লক্ষণগুলির ন্যায় উহাকেও একটি মাত্র লক্ষণ বলিবেন। তিনি যখন কোন রোগীকে গ্রহণ করেন এবং রেপার্টরির মধ্যে খুঁজিতে থাকেন তখন উহাকে একটিমাত্র লক্ষণরূপেই গ্রহণ করিবেন। তথাপি ঐ লক্ষণটি সময়ে সময়ে অপর সকল লক্ষণকে অগ্রাহ্য করিয়া দিবে, কারণ উহা রোগীর সর্বাঙ্গীণ অনুভূতি সম্বন্ধীয় লক্ষণ, বিশেষ কোন অঙ্গ সম্বন্ধীয় লক্ষণ নহে। আমাদের অনেকগুলি ঔষধ আছে, যাহাতে রোগী নিজে উত্তাপেই উপশমিত হয়। সে উত্তাপে থাকিতে চায়, সে গরম হইতে চায় কিন্তু তথাপি অঙ্গবিশেষে সে ঠান্ডাই ভালবাসে। কিন্তু যাহা তাহার সর্বাঙ্গীণ লক্ষণ তাহাই প্রধান এবং যদি আমরা সৰ্ব্বাঙ্গীণ লক্ষণ ও স্থানীয় লক্ষণের মধ্যে প্রভেদ না করিতে পারি, তাহা হইলে আমরা মেটিরিয়া মেডিকাকে গুলাইয়া ফেলিব। রোগীর অঙ্গবিশেষ সম্বন্ধীয় লক্ষণ হইতে সৰ্বাঙ্গীণ লক্ষণগুলিকে পৃথক করিয়া লইতেও হইবে। “অত্যন্ত তৃষ্ণার সহিত শোথ।”

টাইফয়েড এবং আরক্ত জ্বরের ন্যায় বিষাক্ত প্রকৃতির রোগের ইহা একটি বড় ঔষধ এবং অনেকদিন স্থায়ী রোগের পক্ষে উপযোগী। রোগী অত্যন্ত অবসন্ন হইয়া পড়ে, অত্যন্ত শীতার্ত, অত্যন্ত নীরক্ত হইয়া পড়ে, তাহার অত্যন্ত তৃষ্ণা থাকে কিন্তু মূত্র অল্প হয় এবং চর্ম শুষ্ক থাকে। ইহা খারাপ প্রকৃতির রোগান্তিক-দুৰ্বলতা;—সে আরোগ্য হয় নাই। শোথ আরম্ভ হয়, আরক্ত জ্বরের পরবর্তী শোথ, টাইফয়েড জ্বরের পরবর্তী শোথ। টাইফয়েড জ্বরের ন্যায় দুষ্ট প্রকৃতির জ্বর তাহাকে চার পাঁচ সপ্তাহ শয্যাগত করিয়া রাখিয়াছে এবং সে জীর্ণ ও অবসন্ন হইয়া পড়িয়াছে কিন্তু এখনও তাহার মাংস পুরিয়া উঠিতেছে না, তাহার কিছুই ক্ষুধা নাই, তবুও সে প্রচুর জল পান করে, মনে হয়, সে জল ছাড়া আর কিছুই চায় না। তাহার চর্ম ফুলিতে থাকে, পূর্ণ হয় এবং শোথগ্রস্ত হয়। ইহা ‘এপিস’ সদৃশ, এবং যদি সে সৰ্ব্বদাই উত্তপ্ত থাকে এবং অনাবৃত হইতে চায় এবং ঠান্ডা জিনিষ চায়, তাহা হইলে ‘এপিস’ই প্রযোজ্য হইবে।

এই ঔষধের মানসিক লক্ষণগুলি প্রকাশিত হয় নাই। আমরা মাত্র কয়েকটি রোগিদেহে পরীক্ষিত লক্ষণ পাই এবং তাহার কোন প্রয়োজনেরই নহে। মস্তকোদক রোগে যে বিশিষ্ট প্রকার অচৈতন্য অবস্থা দেখা যায়, ইহা তাহা আরোগ্য করিয়া থাকে, কিন্তু পরীক্ষার অভাববশতঃ, আমরা বলিতে পারি না যে কি প্রকৃতির মস্তিষ্করোগের প্রাথমিক অবস্থায় ঔষধটি উপযোগী হইবে। উহা অনেকদিন থাকার পর, অর্থাৎ কয়েক সপ্তাহ চলার পর যে অবস্থা উপস্থিত হয়, আমরা কেবলমাত্র তাহাই জানি;—সে মাথা চালিতে থাকে, এপাশ ওপাশ করিতে থাকে এবং অত্যন্ত শীর্ণ হইয়া পড়ে। এই সঙ্গে শিশুর শীত ও জ্বর থাকে, তাহার মাথার খুলিটি বড় হইতে থাকে, এবং ব্রহ্মরন্ধ্রটি বিস্তৃত হইতে থাকে। এইরূপ অবস্থায়, অবরুদ্ধ কোষের শোথ আরোগ্য করিবার মত যে ঔষধগুলির সম্বন্ধে আমরা চিন্তা করিতে থাকি এবং ইহা সেই সকল ঔষধের একটি। কিন্তু আমরা ইহার আরম্ভ জানি না। আমরা-এপিসে’র আরম্ভ জানি কিন্তু এই ঔষধের জানি না। হ্যানিম্যানের পরীক্ষা বিশেষ লক্ষণগুলিতে পূর্ণ। তিনি তাঁহার পরীক্ষাকারিগণকে ঘুরাইয়া ফিরাইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন,—তাহাদের কিসে হ্রাস বা বৃদ্ধি হয়, কখন তাহাদের লক্ষণগুলি আরম্ভ হয়, কখন উহাদের শেষ হয়। অনেকগুলি লক্ষণ তিনি নিজেই অনুভব করিয়াছিলেন কারণ তিনি নিজে অনেক ঔষধ পরীক্ষা করিয়াছিলেন। হ্যানিম্যান অনুভূতিপ্রবণ ধাতু ছিলেন, তাহার গভীর উপলব্ধি ছিল এবং পরীক্ষা তাহাকে ঔষধগুলির মধ্যে এরূপ অন্তদৃষ্টি দিয়াছিল যাহা অন্য উপায়ে সম্ভব ছিল না। যাঁহারা উপযুক্তভাবে, মনোযোগের সহিত এবং বিচক্ষণতার সহিত ঔষধ পরীক্ষা করেন, তাহাদের মেটিরিয়া মেডিকা সম্বন্ধে জ্ঞান অন্য সকলের চেয়ে অধিক হয়। তাঁহারা শ্রমসাধ্য ব্যাপারে অভ্যস্ত হন এবং সেইজন্য অনেকদিন বাচেন। তাহারা তাহাদের পরিবেশে, আবহাওয়ায়, সঙ্গী সাথীদের সম্বন্ধে, পারিপার্শ্বিক সম্বন্ধে অধিকতর সহনশীল হন। তাঁহাদের মন অধিকতর ভালভাবে গঠিত হয়, এবং হ্যানিম্যান যেরূপ দেখিয়াছিলেন, তাঁহারাও সেইরূপ দেখিতে পারেন। কিন্তু আজকাল যে পরীক্ষা হয় তাহাতে সাধারণ লক্ষণ যথা পাকস্থলীর বেদনা, বমনেচ্ছা, শিরঃপীড়া, পৃষ্ঠবেদনা,পর্দতল ঠান্ডা হওয়া প্রভৃতি ব্যতীত আর কিছুই লিপিবদ্ধ হয় না। আমাদের অনেকগুলি ঔষধের ইহার চেয়ে আর বেশী পরীক্ষা হয় নাই। কি, কখন, এবং কতখানি তাহা বাদ পড়িয়া আছে। হ্রাস বৃদ্ধি লক্ষণ বাদ পড়িয়া আছে। সূক্ষ্ম অনুভূতিগুলি বর্ণনা করা হয় নাই, কারণ ঐগুলিকে হৃদয়ের আবেগ বলিয়া মনে করা হইয়াছে। লিখিত হইল,“অবসন্ন মন, এবং হতবুদ্ধি। মনে করে যেন সে কাঁদা ভিন্ন। আর কিছুই করিতে পারে না।” কিন্তু আমরা জানিতে পারিলাম না যে উহা পুরুষের পক্ষে, কি স্ত্রীলোকের পক্ষে। আমরা ইচ্ছা বা বিতৃষ্ণা, লক্ষণটি মানসিক কি দৈহিক তাহা জানিতে পারিলাম। সুতরাং এরূপ পরীক্ষাকে আংশিক পরীক্ষা বলা যাইতে পারে এবং ইহা কেবলমাত্র যেসকল রোগ দেহের উপরিভাগে প্রকাশ পায়, তাহাদের পক্ষেই উপযোগী।

“অত্যন্ত অচৈতন্যতার সহিত মস্তকোদক রোগ।” ইহা রোগের শেষ অবস্থা, যে অবস্থায় অত্যন্ত অবসন্নতা, মাংসনাশ, সমস্ত অঙ্গের আড়ষ্টতা, শোথ রোগের ফুলা দেখা দিয়াছে। অনেক সময়ে মস্তকোদকে যন্ত্রণা স্নায়ুসমূহের উপর দিয়া ধাবিত হইয়া সন্ধিগুলিকে আক্রমণ করে। তখন এপিস এবং ক্যাল্ক কাৰ্ব্ব’ এবং এই ঔষধটি অদ্ভুতভাবে রোগের গভীরে প্রবেশ করে। মস্তকোদক রোগে ঔষধটি যে কাৰ্য্য করিতেছে তাহার প্রথম স্থায়ী এবং নির্ভরযোগ্য প্রমাণ এই যে উহা দ্বারা যে প্রস্রাব সৰ্ব্বক্ষণ অত্যন্ত অল্প ছিল তাহারই প্রবাহ বৰ্ধিত হইবে। মস্তকোদক রোগের জন্য টিউবারকুলিনাম অধ্যায় পাঠ করা।

মুখভাব যন্ত্রণাব্যঞ্জক। “মুখমন্ডল স্ফীত, শোথযুক্ত, থমথমে। চক্ষুর নিম্নদেশ স্ফীত । চাপ দিলে উহাতে গর্ত হইয়া যায়। জিহ্বা শুষ্ক, অত্যন্ত তৃষ্ণা।” আর একটি ঔষধ আছে, উহাও এরূপ ক্ষেত্রে উপযোগী হয়, ঐ ঔষধটির সহিত ইহার গোলমাল হইতে পারে, এবং উহা প্রায়ই এই ঔষধের পূর্বে প্রয়োজন হয়। ঔষধটি আর্সেনিক। উহাতে এপিস’ এবং এপোসাইনামের শোথলক্ষণগুলি সবই আছে। উহাতে উদর ও অন্যান্য আবদ্ধকোষের শীতলতা এবং স্ফীতি আছে। উহাতেও উত্তাপে সমস্ত লক্ষণের উপশম হওয়া এবং রোগীর নিজের উপশম বোধ করা আছে, এবং এজন্য যথেষ্ট উত্তাপ প্রয়োজন হয়; সে উত্তপ্ত ঘরে থাকিতে চায় কিন্তু আর্সেনিকে’ আরও কিছু আছে। উহাতে মুমূর্ষুবৎ উৎকণ্ঠা এবং ভয়ানক অস্থিরতা আছে। যাহা অন্য ঔষধ দুইটিতে নাই। উহাতে রোগীর ঘরে প্রবেশ করিলেই এমন বিশ্রী গন্ধ পাওয়া যায়, যেরূপটি অপর দুটি ঔষধের কোনটিতে সাধারণতঃ দেখা যায় না। এইভাবে আমাদিগকে ঔষধগুলিকে দেখিতে হইবে, আমরা তাহাদিগের একটিকে এককালে পাঠ করিব কিন্তু উহাদিগকে তুলনা করিয়াও পড়িতে হয়। যে-সকল ঔষধের সাধারণ লক্ষণ একপ্রকার তাহাদিগের মধ্যে উত্তাপ ও ঠান্ডা সম্বন্ধে তুলনা করিতে হইবে। এইভাবে, আমরা সেইসব ঔষধের একটি তালিকা পাইব, যাহারা ঠান্ডায় উপশম পায়; আবার, আর একটি সেইসব ঔষধের তালিকা পাইব যাহারা উত্তাপে উপশম পায়, এবং তৃতীয় একটি বর্ণনার অনুপযুক্ত, সেইসব ঔষধের তালিকা পাইব যাহারা গরম বা ঠান্ডা কোনটিতেই উপশম পায় না। ইহা প্রারম্ভ মাত্র, পরে উহাদিগকে বিভক্ত, পুনরায় আরও বিভক্ত করিয়া লইতে হইবে।

“গলায় ঘন হলদে শ্লেষ্মা। অত্যন্ত তৃষ্ণা। বক্ষদেশে আড়ষ্টতা। পূর্ণতা। টান টান ভাব।” তোমরা এক মুহূর্তে ভাবিলে দেখিবে যে বক্ষপঞ্জরমধ্যস্থ গহ্বরের শ্লেষ্মাপূর্ণতা বহির্ভাগে অধিক স্ফীতি ঘটাইতে পারে না কারণ পঞ্জরগুলি উহাতে বাধা দেয়। তাহারা দেওয়ালের মত এবং সেই কারণে বৃদ্ধি বা স্ফীতি ফুসফুসের দিকে এবং নিম্নমুখে বক্ষব্যবধায়ক পেশীর দিকেই বিস্তৃত হয়। এইভাবে আমরা কাশির সহিত বৰ্দ্ধিত শ্বাসকৃচ্ছ্রতা পাই। এপিসে’র ন্যায় এই ঔষধের রোগীকেও বসিয়া থাকিতে হয়, সে শুইতে পারে না। তোমরা দেখিবে যে রোগীর বসিয়া থাকিতে বাধ্য হওয়া বক্ষরুদক রোগের একটি সাধারণ লক্ষণ, কারণ শয়ন করিলে ফুসফুসের উপর চাপ বাড়িয়া উঠে এবং নিশ্বাস লইবার স্থানকে সঙ্কীর্ণ করে। এই কারণে সে বসিয়া থাকিতে বাধ্য হয়, যাহাতে তাহার ভারি জলের থলিটি, তাহার পুরার থলিটি বক্ষব্যবধায়ক পেশীর দিকে ঝুলিয়া পড়ে এবং তাহার ফলে উদরে চাপবোধ এবং অন্ত্রাদির স্ফীতি জন্মে। “জাগিয়া উঠিলে তৃষ্ণা, সারাদিনই তৃষ্ণার্ত থাকে; অত্যন্ত তৃষ্ণা কিন্তু জল ভাল লাগে না।” সে শীতল জল চায় কিন্তু উহা পাকস্থলীতে এরূপ বিসদৃশ হয় যে, পাকস্থলীতে বেদনা দেখা দেয়, এবং সে উহা গরম হইবার, পূৰ্বেই বমি করিয়া ফেলে; অথবা পাকস্থলীতে স্ফীতি বা অস্বচ্ছতার সৃষ্টি হওয়ায়, সে ঠান্ডা পানীয় পান করিতে ভয় পায়। সে গরম পানীয়ে অধিকতর শান্তি পায়। গরম পানীয়ে তাহাকে গরম করিয়া তুলে, সে অধিক আরাম পায়; ঠান্ডা পানীয় উপচয় ঘটায়। কিন্তু তথাপি তাহার ঠান্ডা পানীয়ের তৃষ্ণা থাকে।

তারপর পেটফাঁপা ও বমন দেখা যায়। সৰ্ব্বাঙ্গীন শোথের সহিত তুমি কোন কোন রোগীর কোষতন্তুসমূহ এরূপ স্ফীত দেখিবে যে, মনে হইবে আর একটু জলও পাকস্থলী হইতে রক্তে গৃহীত হইতে পারে না। সে পূর্ণ হইয়াই আছে। তাহার রক্তবহা নাড়ীগুলি স্ফীত, তাহার পাকস্থলীটি স্ফীত, সুতরাং তাহাকে বমি করিতেই হইবে; এবং তাহার সর্বশরীরে এইরূপ স্ফীতির সহিত সে জল পান করে এবং বমি করিতে থাকে। সে অতিকষ্টে কিছু খায়, কিন্তু উহা পেটে রাখিতে পারে না, উহা হজম হয় না। উহা হইতেই নিম্নের লক্ষণগুলির কতক উপস্থিত হয়। “উদরোদ্ধ প্রদেশে, বক্ষে চাপবোধ”, সেইজন্য নড়াচড়া করিবার উপযুক্ত দম পাওয়া প্রায় অসম্ভব হইয়া পড়ে। সামান্য মাত্র খাদ্যেই যেন তাহার পেট ফুলিয়া উঠে। সে জাগিয়া উঠিয়া কিছু খাইতে চায়। তাহার রাক্ষুসে ক্ষুধা থাকে কিন্তু অতি সামান্য খাদ্য, এমনকি এক গ্রাস খাদ্যেই তাহার পেট যেন ফুলিয়া উঠে। তাহার পাকস্থলী পূৰ্ব্ব হইতে জলে পূর্ণ হইয়া থাকে, সে প্রচুর পরিমাণে জল বমি করে, পিত্ত বমি করে, এবং যাহা খাইয়াছে তাহা অজীর্ণ অবস্থায় বমি করে। শোথ অবস্থাতেই, অবশেষে তাহার পাকস্থলীর উত্তেজনা দেখা দেয়। মনে হয় যেন উহার মধ্য দিয়া আর কিছুই নির্গত হইতেছে না। অবশেষে তাহার অন্ত্রাদির পক্ষাঘাত উপস্থিত হয়। মূত্র গ্রন্থিদ্বয় কাজ করে না এবং কদাচিৎ মূত্র নির্গত হয়। জিহ্বা প্রদাহিত হইয়া উঠে। শ্লৈষ্মিক ঝিল্লীগুলির সমস্তই এবং সম্ভবতঃ পাকস্থলীও প্রদাহিত হয়। উদরটি অত্যধিক স্ফীতিযুক্ত, উদরের শোথ(উদরী)।

তাহার আর এক অবস্থা উপস্থিত হয়। মনে হয় যেন একে একে প্রত্যেকটি যন্ত্র উহার কাৰ্য্য করিতে বিরত হইতেছে। ডিম্বকোষ এবং জরায়ু তাহাদের কার্য সম্পন্ন করিতে অক্ষম হয় এবং শোথ অবস্থার সহিত রজঃরোধ উপস্থিত হয়। অনেক সময়ে মনে হয় যে, ইহা ঐরূপ উপদ্রবের প্রারম্ভ, প্রথমে যন্ত্রগুলি তাহাদের কাৰ্য্য করিতে বিরত হয়, তারপর শোথ দেখা দেয়। স্ত্রীলোকটি মারাত্মক দুর্বলতা ও স্নায়বিক উত্তেজনার অবস্থায় চলিয়া যায়, তাহার ঋতুপ্রবাহ দেখা দেয় না, উদরের কোমলতা, উদরের স্ফীতি এবং তারপর সর্বাঙ্গে স্ফীতি উপস্থিত হয়।

শোথের সহিত পৰ্য্যায়ক্রমে উদরাময় রোগ এপোসাইনাম দ্বারা আরোগ্য হইয়াছে। সময়ে সময়ে উদরাময় উপস্থিত হইলে অন্য সকল উপদ্রব চলিয়া যায়। উদরাময়ে প্রচুর, হলদে জলবৎ মল অনিচ্ছায় নির্গত হয়। আমি জানি যে, একবার একটি শোথের রোগীকে একমাত্রায় অনেকটা করিয়া ঔষধ দেওয়া হইয়াছিল এবং তাহাতে এই ঔষধের বিশিষ্ট প্রকার উদরাময় দেখা দিয়াছিল। যতদিন উদরাময়টি ছিল, ততদিন রোগীটির বর্ধিত প্লীহা, দেহের শোথ অবস্থা প্রভৃতি সবকিছুরই সাধারণ নিয়মে ডাক্তারের নিকট দৃশ্যতঃ চলিয়া গিয়াছিল। উহা আমার দৃষ্টিতে আসিলে, আমি বলিয়াছিলাম, “আচ্ছা, অপেক্ষা কর।” অবশেষে যেই তাহার এপোসাইনাম বিষাক্ততা বন্ধ করিয়া দেওয়া হইল, অমনি তাহার হৃৎক্রিয়া বন্ধ হইয়া মৃত্যু হইল। এলোপ্যাথিক মতে ‘ডিজিটেলিস’ ব্যবহারেও অনুরূপ অবস্থা দেখা যায়। এমন সময় আসে যে, ডাক্তার ‘ডিজিটেলিস’ বন্ধ করিতে বাধ্য হন এবং রোগীও হার্টফেল করিয়া মারা যায়। এজন্য কখনই ‘ডিজিটেলিস’কে মৃত্যুর জন্য দায়ী করা হয় না; এবং ডাক্তার কখনও শিক্ষা করেন না যে, ‘ডিজিটেলিস’ রোগীকে মারিয়া ফেলে।

সৰ্ব্বত্রই, চৰ্ম্মে, মূত্রগ্রন্থিতে, অন্ত্রাদিতে, জরায়ুতে ক্রিয়াবিকৃতি ঘটে এবং সবগুলি যন্ত্রই শোথ জন্মানর প্রবণতা সৃষ্টি করে। মূত্রসম্বন্ধীয় উপদ্ৰবগুলি অত্যন্ত কষ্টদায়ক। প্রাথমিক লক্ষণগুলির মধ্যে অনেক রোগেই স্বল্পমূত্র থাকে। মূত্রাবরোধ, যন্ত্রণাদায়ক মূত্রপাত; অবিরত মূত্র প্রবৃত্তি! মূত্ৰধার সময়ে সময়ে কেবল মাত্র আংশিকভাবে পূর্ণ থাকে, কিন্তু সে মূত্রত্যাগ করিতে পারে না। “মূত্রাবরোধের সহিত অতিশয় মূত্রপ্রবৃত্তি।” “হস্ত-পদাদির পক্ষাঘাত। মূত্রত্যাগের প্রবৃত্তি।” হস্ত-পদাদিতে অসাড়তা, ঝিনঝিন করা এবং পরিশেষে সম্পূর্ণ শক্তিনাশ। কতকগুলি রোগী এই অবস্থায় কিছুকাল থাকে এবং পরিশেষে শোথ দেখা দেয়। আমি পূৰ্ব্বে যেরূপ বলিয়াছি, ইহাতে রোগের পৰ্য্যায়শীলতা আছে। প্রচুর স্রাবের সহিত শোথ পৰ্যায়ক্রমে আসে। অন্ত্র হইতে বহুল স্রাবের দ্বারা অথবা মূত্রপিন্ডের আক্ষেপিক কার্য্যের দ্বারা শোথের উপশম হইতে পারে। এই সময়ে মূত্র এত প্রচুর হয় যে, সে বুঝিতে পারে না, এত জল কোথা হইতে আসিতেছে। অকস্মাৎ এই অবস্থা থামিয়া যায়। মূত্র অল্প হইয়া পড়ে, টিসুগুলি রক্তাম্বুতে পূর্ণ হয় এবং শোথ অবস্থা বর্ধিত হইতে থাকে। এই অবস্থাও কিছুদিন পরে চলিয়া যায় এবং রোগী হার্টফেল করে। “মূত্র কমিয়া সাধারণ অবস্থার এক-তৃতীয়াংশে দাঁড়ায়, কিন্তু মূত্রগ্রন্থি বা মূত্রাধারে কোন যাতন্ত্রা বা অস্বাচ্ছন্দ্য দেখা দেয় না। মূত্রনাশ হয়। মস্তিষ্করোগে মূত্র একেবারেই থাকে না। এক সময়ে ইহা একটি বাধাধরা ঔষধ ছিল এবং শয্যামূত্রের জন্য সকল শিশুকেই দেওয়া হইত এবং যেহেতু উহা দ্বারা বহু শিশু আরোগ্য হইত, সেইহেতু ঔষধটিরও নিশ্চয়ই ঐরূপ লক্ষণ আছে, কিন্তু তাহা হইলেও ঐ লক্ষণটি রোগীদেহে পরীক্ষিত লক্ষণ মাত্র। মূত্রস্থলীর উপর এত সুস্পষ্ট ক্রিয়া দেখিয়া মনে হয় যে, ইহা দ্বারা অসাড়ে মূত্রপাত রোগ আরোগ্য হওয়ায় বিস্ময়কর কিছু নাই। “জননেন্দ্রিয়ের শোথ।”

আমি ঋতুপ্রবাহের অবরোধের কথা, ঋতুলোপের কথা পূৰ্বেই বলিয়াছি, কিন্তু ইহাতে সুস্পষ্ট রক্তস্রাব প্রবণতাও আছে। ইহা যে-কোন স্থানের রক্তস্রাব ঘটাইতে পারে, বিশেষতঃ জরায়ুর। প্রচুর রক্তস্রাব বা ঋতুস্রাব প্রচুর, খুব শীঘ্র শীঘ্র; দীর্ঘকালস্থায়ী হইতে পারে, কিন্তু ইহা অন্য সময়েও জরায়ুর রক্তস্রাব ঘটাইতে পারে। ইহাতে রোগীণির এত প্রচুর রক্তস্রাব হইতে থাকে যে, সে জরায়ুর রক্তস্রাবহেতু নীরক্ত হইয়া পড়ে এবং তারপর দেখা দেয় শোথ। পূর্বেকার চিকিৎসকেরা রক্তস্রাবের পর শোথ দেখা দিলে প্রায়শঃই ‘চায়না’ দিতেন। ইহা এতই উপযোগী ছিল এবং সচরাচর এত উপশম দিত যে, তাহারা কদাচিৎ অন্য ঔষধ ব্যবহার করিতেন। কিন্তু এপোসাইনামও রক্তস্রাবের পর শোথ রোগের একটি ঔষধ। অনেক ক্ষেত্রেই রক্তস্রাবের পর শোথ রোগে ইহার লক্ষণসাদৃশ্য সুন্দরভাবে পাওয়া যাইবে।“দীর্ঘকাল ধরিয়া অতিস্রাব অথবা ছয় সপ্তাহ ব্যাপী জরায়ু হইতে রক্তস্রাব। বড় বড় চাপ হইয়া অথবা সময়ে সময়ে তরল অবস্থায় রক্ত নির্গত হয়। এক বা দুই দিন নিয়মমত স্রাব, তারপর অকস্মাৎ স্রাব এত প্রবল বেগে আরম্ভ হয় যে, রোগিণী আর শয্যা হইতে উঠিতে পারেন না। তিনি স্থির হইয়া শুইয়া থাকিতে বাধ্য হন। “তরল রক্তের সহিত ঝিল্লীর খন্ড বা টুকরা। অতিস্রাব চলিতে থাকে এবং থামিয়া থামিয়া দেখা দেয়।” অর্থাৎ যে পর্যন্ত না রোগিণী অবসন্না হইয়া পড়েন, সে পর্যন্ত স্রাবটি চলিতেই থাকে। ইহা ফসফরাস, ইপিকাক” এবং “পিকেলি’ সদৃশ। প্রায়ই এত বেশী রক্ত নষ্ট হইবার পর জরায়ুর রক্তস্রাব থাকিয়া যায়। এই ঔষধে রক্ত যেরূপ তরল, সেইরূপ তরল রক্ত অন্যান্য যে যে ঔষধে আছে, তাহাতে রোগিণীর গভীর অবসন্নতার অবস্থা উপস্থিত না হওয়া পৰ্য্যন্ত স্রাব থামিবার প্রবণতা আসে না। তখন পূৰ্ব্ব বর্ণিতরূপ শ্বাসকৃচ্ছ্রতা রোগিণীকে শুইতে দেয় না। সাধারণতঃ এই অবস্থা বরুদক হইতে দেখা দেয়। আর ইহাতে যে-সকল রোগী বহুক্ষণ ধরিয়া বসিয়া থাকিতে বাধ্য হয়, তাহাদের ফুসফুসে অধঃপাতিত রক্তসঞ্চয় দেখা যায়, ফলে ফুসফুসটি নিম্নদিক হইতে পূর্ণ হয় এবং ঐ পূর্ণতা ক্রমশঃ উপর দিকে উঠিয়া, নিঃশ্বাস লইবার স্থানের অনেকখানি নষ্ট করিয়া ফেলে। “উদরোর্দ্ধ প্রদেশে অত্যন্ত চাপধরা। কষ্টকর শ্বাসক্রিয়া। নিঃশ্বাসের জন্য হাঁপাইয়া উঠে। সাঁই সাঁই করে, কাশে।” ‘টার্টার এমিটিকে যেরূপ ঘড়ঘড়ানি দেখা যায়, ইহাতেও তদ্রূপ হয় এবং টার্টার এমিটিকেও একই রূপ বক্ষের পূর্ণতা থাকে এবং রোগী শুইতে পারে না।

নাড়ী ক্ষুদ্র এবং অনিয়মিত, প্রায় নাড়ীবিহীন। বালিশ হইতে মাথা তুলিতে গেলেই মূর্চ্ছার মত হয়। নাড়ী ক্ষুদ্র ও দুর্বল। হৃৎবেষ্টের শোথ। হৃৎস্পন্দন অত্যন্ত কষ্টদায়ক।

অপর নাম – ক্যানাডিয়ান হেম্প (Canadian Hemp.)

অ্যাপোসাইনেসী জাতীয় উদ্ভিদ। এর সরস মূল থেকে মূল অরিষ্ট তৈরী হয়। এর উপক্ষারের নাম অ্যাপোসাহনিন (Apocynin)।

শোথ রোগে প্রবল পিপাসা, কিন্তু জল মোটেই সহ্য হয় না, বরং জলপানে বেদনা জন্মে অথবা তৎক্ষণাৎ বমি হয়ে যায়; পাকস্থলী গহ্বরে নিমগ্নতা (sinking) অনুভব (শোথ রোগ)।

 

 

 

 

Apoc : Apocynum Cannabinum
Common Name

Dogbane, Amy Root, Hemp Dogbane, Indian hemp, Rheumatism Root, Wild Cotton

Kingdom

Plants

Stage

Acute

Miasm

Sycotic

Thermal State

Chilly

Action

NoPolycrest

Thirst

Thirsty

Time Phases

Night

Hierarchy

Plants->APG Angiosperms->Eudicots Apg->Core eudicots->Asterids->Eustaerid 1->Gentiales Apg->Apocynaceae

Plants->Dahlgren’s Plants->Dicotyledons->Gentianae->Gentianales->Apocynaceae

Plants->Cronquist Plants->Asteridae->Gentianales C->Apocynaceae

Plants->Part Used->Roots

Plants->Part Used->Whole plant

Plants->Misc Plants->Milky

APOCYNUM CANNABINUM [Apoc]

+ Indian Hemp. Apocynaceae.

Introduction
In the summer of 1833, during a walk in the suburbs of New York, attention was called to this plant as being one of the most promising, by Dr.John F. Gray. In Allentown it was proved, especially by Dr. Freitag; in 1856 another attempt by John C. Peters, with large doses of the tincture. Afterwards, at the suggestion of Dr.Gray, it was given for dropsies. Dr.Marcy proved the 3d. The best reports of cures in haemorrhages from uterus are from Dr.Marsden of York Spring, Pa.

Mind
Bewildered.

Feels as if she could do nothing but cry; don’t want to speak, very low spirited.

Low-spirited and nervous. Ascites and chronic diarrhoea.

Stupor. Hydrocephalus.

Sensorium
Dizzy in head.

Inner Head
Pain in forehead in morning. Ophthalmia.

Frontal headache, sick at stomach, restless at night.

Heaviness of head, evenings; aching in small of back and limbs.

Hydrocephalus; stupor, sight of one eye totally lost, the other slightly sensible; constant involuntary motion of one arm and leg; forehead projecting; sutures open. Stage of exudation.

Hydrocephalus acutus.

Dizzy headache.

Outer Head
Forehead projecting, sutures open. Hydrocephalus.

Sight and Eyes
Sight of one eye totally lost, the other slightly sensible.

Hydrocephalus.

Heat, redness of eye, feeling as of sand in eye; early in morning.

Eyes inflamed; agg. morning and evening.

Pressure in right eye as if pressed outward.

Fine stitches in right eye.

Smell and Nose
Violent irritation of Schneiderian membrane, resembling a severe attack of coryza.

Cold in head.

Nostrils and throat filled with thick, yellow mucus, on waking in morning.

Nose stopped up.

Upper Face
Face expressive of much anguish. Dropsy.

Face bloated after lying down; passes off after sitting up.

Face bloated; of a bluish lead color, also lips. Heart disease.

Face much swollen. Hydrothorax.

Lower Face
Dry lips; if taken in evening this is the first symptom the next morning.

Taste and Tongue
Taste bitter, sub acrid, in fauces.

Tongue greatly coated, brownish-white.

Tongue dry, immoderate thirst. Hydrothorax.

Inner Mouth
Dryness of mouth on awaking; thirst.

Constantly spitting; increased secretion of mucus and saliva in mouth and fauces.

Throat
Thick yellow mucus in throat in morning; unpleasant degree of heat.

Pressure on right side of throat.

Appetite, Thirst, Desires, Aversions
Great thirst. Hydrothorax.

Great thirst, but water disagrees, causing pain, or is immediately thrown off. Dropsy.

Thirst on walking.

Eating and Drinking
Distension about stomach and hypochondria after a moderate meal.

Feels as if she was hungry, and when she tries to eat, it settles in epigastrium, turns sour and hurts her.

Hiccough, Belching, Nausea and Vomiting
Nausea after sleep.

Violent vomiting, with prostration and drowsiness, cold skin.

Distressing vomiting at intervals. Menorrhagia.

Patient becomes very drowsy and vomits very often; pulse slow.

Considerable gastric disturbance. After scarlet fever.

Scrobiculum and Stomach
Sense of oppression about epigastrium and chest, so that there was the greatest difficulty in getting breath enough to smoke a cigar, or to speak with any comfort, and this happened after lighter meals than ordinary.

Sinking at stomach on awaking.

Stomach so irritable, not even a drought of water can be retained. Dropsy.

Great irritability of stomach and vomiting. Menorrhagia.

Congestion of liver, of portal system: followed by ascites.

Abdomen
Abdomen very much distended and painful. Ascites.

Bloated abdomen and limbs. Amenorrhoea.

Ascites.

Ascites with chronic diarrhoea.

Decided distension of abdomen, especially after a moderate dinner; all the sense of fullness seemed about stomach, liver and spleen, while lower bowels did not appear more flatulent than common.

Stool and Rectum
Evacuations very scanty.

Bilious stools: loose, but not very copious.

Bowels sluggish, but feces not hard or costive.

Urinary Organs
Dull aching pain in kidneys, with increased secretion of straw-colored urine, sinking at stomach, dry mouth, sighing.

Very peculiar torpid action of kidneys.

Decided scantiness of urine.

Scanty urine. Hydrothorax.

Urinary difficulties. Dysuria. Strangury.

Urine diminished to one-third of usual quantity.

Retention of urine, with paralysis of lower extremities.

Urine light, or sherry-colored, no sediment on cooling.

Very profuse light-colored urine, several gallons a day.

Urine high-colored and very scanty. After scarlet fever.

Urine high-colored, diminished in quantity, and voided with difficulty.

Ascites.

Urine diminished to one-third the usual amount, with out pain or uneasiness about kidneys or bladder; on contrary, chest organs seemed remarkably comfortable; they seemed simply torpid.

The little water that was passed flowed as easily as if it were oil.

Urine suppressed. Meningitis infantum.

A most inveterate case of wetting the bed at night, in a girl.

Male Sexual Organs
Penis and scrotum swollen. Heart disease.

Female Sexual Organs
Ovarian tumors.

Very profuse flow of blood, preceded for a day or two by a moderate discharge.

Menorrhagia.

Discharge fluid and abundant. Menorrhagia.

Hemorrhage ceasing at intervals, always recurred when vital powers rallied.

Menorrhagia.

Most exhausting menorrhagia for about six weeks.

Blood expelled in large clots, sometimes in fluid state.

Menorrhagia.

The moderate flow of catamenia for a day or two suddenly sets in with such violence that she cannot be out of bed. Menorrhagia.

Shreds or pieces of membrane, with fluid blood. Menorrhagia.

Amenorrhoea in young girls; abdomen and legs bloated.

Metrorrhagia continual or paroxysmal; fluid or clotted; nausea, vomiting, palpitation; pulse quick, feeble, when moved; fainting, when raising head from pillow.

Pregnancy, Parturition and Lactation
Cough during pregnancy, sometimes short and dry, sometimes deep and loose; if very deep, it pains in stomach.

Voice and Larynx, Trachea and Bronchia
Could not utter a syllable, although perfectly conscious; answering by signs.

Hydrothorax.

Unpleasant heat of larynx and fauces.

Hoarseness.

Respiration
Sighing.

Short respiration.

Could scarcely speak for want of breath. Heart disease.

Could only breathe in a sitting posture, with head thrown forward.

Hydrothorax.

Panting for breath. Heart disease.

Oppression of chest on awaking.

Oppression about epigastrium and chest, difficulty in getting breath enough to speak; after a light meal. Hydrothorax.

Irresistible disposition to sigh.

Agonizing difficulty of breathing. Dropsy.

Short and unsatisfactory respiration.

Gasping for breath. Hydrothorax.

Difficult breathing, entirely unable to remain in a recumbent position.

Dropsy.

Great dyspnoea wheezing breathing and cough; could walk with great difficulty.

Dropsy of pericardium.

Cough
Dry cough, with scanty expectoration.

Short, dry cough.

Cough dry, hacking, suffocative, and incessant.

Hydrothorax.

Cough agg. at night.

Violent attack of a hoarse cough at night, with vomiting.

Short cough, alternating with a deep cough.

Loose rattling, with oppression of chest.

Scanty expectoration of white mucus.

Hemorrhage from lungs.

Inner Chest and Lungs
Oppression on left chest.

Stitches in right chest.

Hydrothorax. After scarlet fever.

Hydrothorax and anasarca depending on organic disease of heart.

Heart, Pulse and Circulation
Palpitation very troublesome whenever she attempted to move about house.

Menorrhagia.

Dropsy of pericardium; heart’s action scarcely perceptible; face bloated and anxious looking.

Very feeble, with a quick pulse.

Small weak pulse. Hydrothorax.

Pulse 45 between attacks of vomiting; feeble.

Menorrhagia.

Pulse small and irregular. Ascites.

Pulse weak and irregular. After scarlet fever.

Almost pulse less and disposed to faint whenever she attempted to raise her head from pillow. Menorrhagia.

Neck and Back
Slight soreness in region of kidneys when bringing muscles into action.

Upper Limbs
Finger nails of bluish lead color. Heart disease.

Lower Limbs
Stiff knees.

Hard aching in both knees; fears inflammatory rheumatism.

Edema of feet and ankles, general dropsy; also after typhus.

Lower extremities, penis, scrotum and abdomen’ swollen.

Heart disease.

The whole left leg is contracted.

Pain in ball of right big toe.

Limbs in General
Constant involuntary motion of one leg and one arm.

Hydrocephalus.

General stiffness of legs and body, can scarcely bend.

Weakness of limbs.

Itching on limbs.

Pains in arms and legs.

Rest, Position and Motion
Had to be supported in sitting posture in bed. Dropsy.

Could not lie down. Dropsy of pericardium.

Region of kidneys sore on using muscles.

Raising head: fainting.

Lying: face bloated; amel. sitting up; cannot lie, dropsy.

Moving about house: palpitation agg.

Walks with great difficulty. Dropsy of pericardium.

Nerves
General restlessness.

Involuntary motions of one arm and leg. Hydrocephalus.

Greatly debilitated, pulse feeble and quick. Menorrhagia.

Disposition to faint; vital powers much depressed.

Menorrhagia.

Sleep
Drowsy in afternoon, restless in night.

On going to bed desire for sleep; with inability to sleep.

Drowsiness; vomiting, weak.

Stupor.

Restlessness; little sleep.

After sleep: nausea; thirst; dry mouth and lips; sinking at stomach; oppression of chest.

Time
Morning: pains in forehead; heat, redness, feeling of sand in eye; yellow mucus in nostrils and throat; dry lips and mouth.

Evening: heaviness of head; aching in back and limbs; eyes more inflamed; going to bed, skin hot.

Night: restless; wetting the bed; violent attack of cough.

Temperature and Weather
From a cold, during a sleigh-ride, after flow of catamenia had set in, menorrhagia lasting four and a half weeks.

Fever
Heat of skin on going to bed.

Sweat; when skin moistens, dropsy improves.

Clammy sweat. Hydrothorax.

Body covered with large drops of cold sweat. Heart disease.

Attacks and Periodicity
Paroxysmal menorrhagia.

Locality and Direction
Right: outward pressure in eye; fine stitches in eye; pressure in throat; stitches in chest; pain in ball of big toe.

Left: oppression on chest; contraction of leg.

Sensations
Feels as if she could do nothing but cry; as if right eye was pressed outward; feeling as of sand in eye.

Stitches: fine, in right eye; in right chest.

Aching: in small of back and limbs; in kidneys; in both knees.

Soreness: in region of kidneys.

Pressure: as if right eye was pressed outward; on right side of throat.

Undefined pain: in forehead; caused by drinking water; in distended abdomen; in stomach, from deep cough; in ball of right big toe; in arms and legs.

Fullness: about stomach.

Heaviness: in head.

Oppression: about epigastrium and chest.

Dryness: of lips: of mouth; of skin.

Heat: of left eye; in fauces and larynx; of skin.

Itching: on limbs.

Weakness: of limbs.

Tissues
Excretions diminished, especially urine and sweat.

Dropsy of serous membranes.

Acute inflammatory dropsy.

Dropsy: with great thirst, but water causes pain or is vomited; after typhus, Scarlatina, cirrhosis; mostly uncomplicated with organic disease.

General dropsy after scarlet fever. Rheumatic stiffness.

Skin
Skin dry and harsh. Ascites.

Skin cold, with vomiting.

Skin hot, evening going to bed.

Stages of Life and Constitution
Woman, age 24, mother of three children, black hair and eyes, fair complexion, disposed to uterine hemorrhage.

Woman, age 40, mother of several children, a hard worker, dark complexion, dark eyes and black hair; menorrhagia.

Women with amenorrhoea.

A girl; enuresis.

Relations
Concordances: Acet. ac.; Apis (which has no thirst in dropsies); Ars.; Bell.; Bry.; Cinch.; Colch.; Digit. (dropsy; slow pulse); Elat.; Hell. (hydrocephalus, ascites, etc.); Kali-carb.; Lyc.; Merc.; Merc-s.; Squilla; Sulphur; Verat.

Dropsy after abuse of quinine.

Rubrics: 663 Apoc
[849/663]
Total
[Complete ] [Mind]RESTLESSNESS, NERVOUSNESS:Hydrocephalus, in: 1 1 / 1
[Complete ] [Mind]SHRIEKING, SCREAMING, SHOUTING:Points at her, when anyone: 1 1 / 1
[Complete ] [Mind]SLOWNESS:Coryza, in: 1 1 / 1
[Complete ] [Head]HEAVINESS:Stool, after: 1 1 / 1
[Complete ] [Head]HYDROCEPHALUS, DROPSY:Sleepiness, with: 1 1 / 1
[Complete ] [Head]LARGE:Forehead: 3 1 / 1
[Complete ] [Eyes]MOVEMENT:Rolling:One-sided, other fixed: 1 1 / 1
[Complete ] [Eyes]MOVEMENT:Rolling:Right: 1 1 / 1
[Complete ] [Vision]LOSS OF, BLINDNESS:Appetite, with: 3 1 / 1
[Complete ] [Vision]LOSS OF, BLINDNESS:Hydrocephalus, in: 3 1 / 1
[Complete ] [Hearing]IMPAIRED:Left:Singing, after: 1 1 / 1
[Complete ] [Hearing]RINGING:Stool:After: 1 1 / 1
[Complete ] [Face]PERSPIRATION:Cold:Diarrhea, in: 3 1 / 1
[Complete ] [Face]SENSITIVENESS:Jaws:Left: 2 1 / 1
[Complete ] [Face]SWELLING:Lying, while: 1 1 / 1
[Complete ] [Face]SWELLING:Sitting up amel.: 1 1 / 1
[Complete ] [Stomach]INDIGESTION:Bright?s disease, in: 1 1 / 1
[Complete ] [Stomach]IRRITATION:Hemorrhage, with uterine: 1 1 / 1
[Complete ] [Stomach]PAIN:Burning:Breakfast:During: 1 1 / 1
[Complete ] [Stomach]PLUG SENSATION:Pylorus: 1 1 / 1
[Complete ] [Stomach]SINKING SENSATION:Urination, during profuse: 1 1 / 1
[Complete ] [Stomach]SINKING SENSATION:Waking, on: 1 1 / 1
[Complete ] [Stomach]SINKING SENSATION:Walking:Agg.: 1 1 / 1
[Complete ] [Stomach]SINKING SENSATION:Pit of stomach:Dropsy, in: 3 1 / 1
[Complete ] [Stomach]THIRST:Aversion to liquids, with:Water: 1 1 / 1
[Complete ] [Abdomen]DISTENSION:Hypochondria:Eating, after: 1 1 / 1
[Complete ] [Abdomen]DROPSY, ASCITES:Vertigo, with: 3 1 / 1
[Complete ] [Abdomen]PAIN:Neuralgic:Inguinal region:Right: 1 1 / 1
[Complete ] [Abdomen]PAIN:Sore, bruised:Dropsy, ascites, in: 3 1 / 1
[Complete ] [Abdomen]PROTRUSION:Stool, after: 1 1 / 1
[Complete ] [Abdomen]RUMBLING NOISE:Stool:Amel.:Diarrhea: 1 1 / 1
[Complete ] [Abdomen]WATER:Full of, as if:Drank large quantities, as if he: 1 1 / 1
[Complete ] [Rectum]DIARRHEA:Alternating with:Dropsy: 1 1 / 1
[Complete ] [Rectum]DROPSY OF PERINEUM: 1 1 / 1
[Complete ] [Rectum]OPEN ANUS:Sensation of:Stool pass right through: 3 1 / 1
[Complete ] [Bladder]PAIN:Pressing:Neck:Urination:Urging, straining, while: 1 1 / 1
[Complete ] [Bladder]PARALYSIS:Injuries, blows, after:Spine, of: 1 1 / 1
[Complete ] [Bladder]RETENTION OF URINE:Hydrocephalus, in: 3 1 / 1
[Complete ] [Bladder]RETENTION OF URINE:Paraplegia, in: 3 1 / 1
[Complete ] [Kidneys]PAIN:Exertion agg.: 1 1 / 1
[Complete ] [Kidneys]PAIN:Region of:Exertion agg.: 1 1 / 1
[Complete ] [Kidneys]PAIN:Sore, bruised:Exertion agg.: 1 1 / 1
[Complete ] [Kidneys]PAIN:Sore, bruised:Region of:Exertion agg.: 1 1 / 1
[Complete ] [Female Genitalia]HEMORRHAGE, UTERINE, METRORRHAGIA:Dropsy, ascites, in: 3 1 / 1
[Complete ] [Female Genitalia]HEMORRHAGE, UTERINE, METRORRHAGIA:Dullness in head, with: 1 1 / 1
[Complete ] [Female Genitalia]HEMORRHAGE, UTERINE, METRORRHAGIA:Syncope, with: 1 1 / 1
[Complete ] [Female Genitalia]HEMORRHAGE, UTERINE, METRORRHAGIA:Continuous:Paroxysmal, or: 1 1 / 1
[Complete ] [Female Genitalia]HEMORRHAGE, UTERINE, METRORRHAGIA:Fluid:Clotted:Or, paroxysmal or continual flow, nausea, vomiting, palpitation, pulse quick, feeble when moved, vital depression, fainting on raising head from pillow: 1 1 / 1
[Complete ] [Female Genitalia]MENSES:Suppressed:Distended abdomen, with: 1 1 / 1
[Complete ] [Respiration]ARREST, ARRESTED:Sitting, while:Bent forward: 3 1 / 1
[Complete ] [Cough]SHORT:Alternating with deep cough: 3 1 / 1
[Complete ] [Chest]INFLAMMATION:Pleura, pleuritis:Dropsy, ascites, in: 1 1 / 1
[Complete ] [Chest]NARROW:Sensation as if too:Left: 1 1 / 1
[Complete ] [Heart & Circulation]PULSE, HEARTBEAT:Slow, bradycardia:Smoking agg.: 1 1 / 1
[Complete ] [Heart & Circulation]PULSE, HEARTBEAT:Slow, bradycardia:Unusually slow:Vomiting, between attacks of: 1 1 / 1
[Complete ] [Heart & Circulation]PULSE, HEARTBEAT:Soft, compressible:Smoking agg.: 1 1 / 1
[Complete ] [Back]ERUPTIONS:Pimples:Red:Lumbar region, night, on scratching, amel. morning: 1 1 / 1
[Complete ] [Back]PAIN:Aching:Heaviness of head, with: 1 1 / 1
[Complete ] [Extremities]PAIN:Neuralgic:Hips:Right: 1 1 / 1
[Complete ] [Extremities]SWELLING:Feet:Fever, after typhoid: 1 1 / 1
[Complete ] [Extremities]SWELLING:Edematous:Lower limbs:Menses, with suppressed: 1 1 / 1
[Complete ] [Extremities]SWELLING:Edematous:Feet:Fever, after typhoid: 1 1 / 1
[Complete ] [Extremities]SWELLING:Edematous:Feet:Rheumatism, in: 1 1 / 1
[Complete ] [Sleep]SLEEPINESS:Nausea:Before: 1 1 / 1
[Complete ] [Sleep]SLEEPINESS:Vomiting:After:Weakness and slow pulse, with: 1 1 / 1
[Complete ] [Sleep]SLEEPINESS:Vomiting:Before and after: 1 1 / 1
[Complete ] [Fever, Heat]RHEUMATIC FEVER:Dropsy, before: 1 1 / 1
[Complete ] [Skin]ERUPTIONS:Pimples:Red:Night: 1 1 / 1
[Complete ] [Skin]HEAT:Night:Bed, in: 1 1 / 1
[Complete ] [Generalities]FOOD AND DRINKS:Alcohol, alcoholic drinks:Agg.:Alcoholism, in acute: 1 1 / 1
[Complete ] [Generalities]FOOD AND DRINKS:Water:Desires:Warm:Only: 1 1 / 1
[Complete ] [Generalities]SWELLING:Edematous:Alternating with discharge: 1 1 / 1
[Complete ] [Generalities]SWELLING:Edematous:Heart complaints, in:Urine, with involuntary, and dry skin: 1 1 / 1
[Complete ] [Generalities]SWELLING:Edematous:Serous membranes: 3 1 / 1
[Kent ] [Vertigo]STRETCHING,ON: 1 1 / 1
[Kent ] [Head]HEAVINESS (SEE PRESSING):Back and limbs,with :Pain in: 1 1 / 1
[Kent ] [Head]HEAVINESS (SEE PRESSING):Stool,after: 1 1 / 1
[Kent ] [Eye]IRRITATION:Morning: 1 1 / 1
[Kent ] [Ear]NOISES IN:Ringing:Stool:After: 1 1 / 1
[Kent ] [Hearing]IMPAIRED:Singing,after: 1 1 / 1
[Kent ] [Face]BLOATED (SEE SWELLING,CONGESTION):Lying,while: 1 1 / 1
[Kent ] [Face]SWELLING:Lying,while: 1 1 / 1
[Kent ] [Stomach]PAIN:Burning:Breakfast:During: 1 1 / 1
[Kent ] [Stomach]SINKING (SEE EMPTINESS):Morning:Waking,on: 1 1 / 1
[Kent ] [Stomach]SINKING (SEE EMPTINESS):Waking,on: 1 1 / 1
[Kent ] [Abdomen]PAIN:Aching,dull pain (see Boring,Gnawing,etc.):Breakfast:During: 1 1 / 1
[Kent ] [Kidney]PAIN:Sore,bruised:Exerting the muscles,while: 1 1 / 1
[Kent ] [Cough]SHORT:Deep cough,alternating with: 1 1 / 1
[Kent ] [Cough]SUDDEN:Night: 1 1 / 1
[Kent ] [Back]ERUPTIONS:Pimples:Lumbar region:Red at night on scratching,better morning: 1 1 / 1
[Kent ] [Extremities pain]PAIN:Sore,bruised:Walking:While: 1 1 / 1
[Murphy ] [Abdomen]WATER, SENSATIONS:Full of, as if abdomen :Drank, large quantities, as if he : 1 1 / 1
[Murphy ] [Ankles]EDEMA, ANKLES :Typhus, after : 2 1 / 1
[Murphy ] [Back]ERUPTIONS, BACK :Lumbar, pimples:Red at night on scratching, morning, amel. : 1 1 / 1
[Murphy ] [Bladder]RETENTION, OF URINE :Paraplegia, with : 1 1 / 1
[Murphy ] [Brain]HYDROCEPHALUS, BRAIN :Vision, with loss of : 1 1 / 1
[Murphy ] [Children]HYDROCEPHALUS, CHILDREN :Vision, with loss of : 1 1 / 1
[Murphy ] [Clinical]CONGESTIVE, HEART DISEASE :Edema, with : 3 1 / 1
[Murphy ] [Clinical]HYDROCEPHALUS, BRAIN :Vision, with loss of : 1 1 / 1
[Murphy ] [Clinical]KIDNEY, FAILURE, INACTIVE, (SEE KIDNEY, CHAPTER) :Peculiar, torpid action : 1 1 / 1
Volume

10th April 2006, Volume 13, Issue 1

Author

Dr. Blany Lobo

Subject

Cases / General Topics

Remedy

Apoc / Nat-m

Dr. Blany Lobo (BHMS, MD (Hom.)

Lecturer, Fr. Muller Homoeopathic Medical College,

Mangalore 575002.

DEFINITION: It is an extremely rare condition where the liquor amnii is deficient in amount to the extent of 100 ml or may be entirely absent.

AETOLOGY: The cause is not known. But it is often associated with: (i) amnion nodosum-failure of secretion by the cells of the amnion covering the placenta (ii) Renal agenesis of the foetus preventing micturition (iii) Intrauterine growth retardation associated with placental insufficiency (iv) It may affect only one sac of uniovular twin, with an excess if fluid in the other.

DIAGNOSIS: (1) Uterine size is much smaller than the period of amenorrhoea (2) Less foetal movements (3) The uterus is full of foetus because of scanty liquor (4) Malpresentation (breech) in common (5) Evidences of intra-uterine growth retardation of the foetus (6) Diagnosis during devlivery-thick meconium stained scanty liquor- the foetal skin is markedly thick, dry and leathery and there is evidence of foetal deformity.

COMPLICATIONS:

Foetal:

(1) Abortion (2) Deformity due to intra-amniotic adhesions or due to compression. The deformities include alteration in shape of the skull, wry neck, club foot, or even amputation of the limb (3) Foetal pulmonary hypoplasia (4) Foetal mortality is high.

Maternal:

(1) Prolonged labour due to inertia (2) Increased operative interference due to malpresentation (3) Increased maternal morbidity.

TREATMENT: Premature rupture of the membranes is common. Labour may be protracted and the contractions are more painful. Foetal distress occurs frequently. Because of frequent association of foetal malformation, insufficiency may lead to intrauterine growth retardation and foetal abnormalities.

CASE: Name-Mrs. Lax, 30-years-old, a Hindu female housewife, consulted with following obstetrical history- (Primigravida). L. M. P.-14-4-02. E. D. D.-21-1-03. Date-20/10/02.

CHIEF COMPLAINTS: Patient came with history of 6 months of amenorrhoea with complaints of breathlessness and oedema of lower limbs with tiredness; with ultrasonography report showing oligohydramnios.

PAST HISTORY: The patient had complaints of recurrent allergic rhinitis and anaemia 1 year back for which she had taken homoeopathic treatment from me after which her complaints had reduced significantly.

FAMILY HISTORY: Mother had Osteoarthritis and father expired due to old age. Elder sister had complaint of primary infertility.

PERSONAL HISTORY: thermal relation-Hot patient. Diet-Mixed. Appetite-Redused. Thirst-8-10 glasses/day (increased). Desires Salt3, spicy food2. Aversions-Nil. Sleep-Disturbed. Dreams-Nil. Micturition-D/N-3-4/1-2, occasional burning. Bowels- Regular, once/day, semi solid. Habits-Nil. Perspiration increased all over the body, non-offensive.

MENSTRUAL HISTORY: F.M.P. -14 tears. L.M.P. -14/4/02. E.D. D.-21/2/03 Character of menses-Profuse menses, bright red, no clots, irregular at times. Complaints- (Before/During/After menses). Nil

PHYSICAL EXAMINATION: The patient is moderately built and poorly nourished. Pulse rate-70/min, respiratory rate-15.min. Temp-980 F. B. P-110/70 mm of Hg. No pallor, pedema, cyanosis, clubbing, jaundice, lymphadenopathy. R.S-NAD. C. V. S-NAD.

Per Abdomen: – Uterus size smaller than the period of amenorrhoea.

INVESTIGATION: Blood-Hb%-10.2 gm%, VDRL-Non-reactive. H. I. V. Test-negative. HBSAg-Negative. Urine-Pus cells 6-8/HPF, Epithelial Cells-4-6/HPF R. B. C., casts, crystals-Nil.

ULTRASONOGRAPHY: 20/10/02 (Ante-natal scan). 1. Oligohydramnios. 2. Foetal ascites. 3. Sluggish foetal movements. The patient was advised by her obstetrician to go in for medical termination of pregnancy, as there were increased chances of abortion, malformation, prolonged labour and high mortality. Patient was worried, tensed and anxious since she had conceived with great difficulty and did not want to lose her child, especially as her sister was childless since 15 years. Earlier the patient had obtained good relief of headaches, joint pains and allergic complaints with homoeopathic treatment and once more she turned to homoeopathy.

It was a very delicate matter since it was evident from the U. S. G. report that the foetus was in grave danger, and any homoeopathic treatment and advice to continue with the pregnancy would have to be taken against the medical advice of her obstetrician. I had to take a quick but accurate decision whether to treat or not. Two factors helped me to decide:

a) The confidence of the patient and her family in Homoeopathy.

b) My own confidence in Homoeopathy.

Totality-

Oligohydramnios. (Diminished secretion of liquor amnii) (Mucous and serous membrane)

-Foetal ascites

-Sluggish foetal movements

-Thirst increased

-Burning urination with pus cells and epithelial cells

-Restlessness of mother

-< Cold weather

-< Cold air

-< Cold food, water

Apocynum Q/10 drops T. D. S. was prescribed for 1 week.

Next U. S. G. Report on 25/10/02

Foetal movement-normal

Amniotic fluid-normal. Foetal ascites.

Minimal pericardial effusion.

Single live intra-uterine gestation of 30 weeks and 2 days.

Patients complaints of tiredness, pedal oedema and breathlessness were better. Foetus was growing, normal amniotic fluid and active movement although there was foetal ascites and minimal pericardial effusion.

Perhaps more dynamic potency had to be used as the remedy was definitely acting.

2nd prescription- Apocynum 30 T. D. S. was given

Patient came on 5/11/2002 with repeated. U. S. G. She was elated. She had shown the report to the obstertrician who was mildly surprised but happy with the report and advised her to go on with the pregnancy

The U. S. G. report was repeated

Findings-Liquor- adequate

-Cardiac activity-good

-Active foetal movements

-No obvious anomalies

-Cervix-3.6 cm

-Internal os closed

-Parameter correspond to 33 weeks.

Single live intra uterine pregnancy of 33 + 1 wk of gestation.

The critical period had gone and now I had to give a constitutional remedy, which would see her safely through pregnancy and labour.

Totality:

-Irritable

-Weepy

-Non-expressive

-Cravings salt3, spices3

-Sweat2

-Motion constipated

-Urine Frequent

-Menses Irregular history

-Leucorrhoea profuse.

Past history of anaemia, menstrual abnormalities, weakness, allergic rhinitis, headache all pointed to Natrum Mur.

1) Nat. Mur. 200 once in 15 days, 1 dose was given.

2) No (40) pills/4-4-4×2 months.

The patient reported 2 months later that a healthy male child was born weighing 2.5 kg.

CONCLUSION: A rare difficult and delicate case of oligohydramnios alongwith foetal ascites was miraculously managed by homoeopathic remedies-Apocynum and Natrum mur, which saved a childs life and brought great joy to the mother and her family.

 


 

THREE CASE REPORTS [Three Cases Using High Potencies]

Book
THE HOMOEOPATHIC RECORDER By Rabe R F.

Volume
1951 Feb Vol LI No 8

Author
Kent Smith G.

Subject
Cases

Remedy
Ran-b / Apoc / Spig / Ars / Aur.

[ Presented with application for membership in I.H.A. July, 1950].

G. KENT SMITH, M.D.

CASE I- Mr. P. reported to the office on March 6, 1948, complaining of pain in the left jaw for a week, but especially bad the last two nights. The pain was so intense that he got out of bed and paced the floor, making pressure on the left jaw. He had had an X-ray of the teeth the previous day, and that was negative. Physical examination was negative, except for extreme tenderness of the left jaw. He was given Ranunculus bulbosus 10M, three powders, dry on the tongue, 1 hour apart, and Sac. lac. every two hours. He was also given ascorbic acid 500 mg. daily.

March 9, 1948- Reports he was better two days, then flared up again today. He was given Apocyanin 10M, 3 powders. dry on the tongue, one hour apart, and Sac. lac., 2 every two hours.

April 10, 1948- Patient reports that his pain returned two days ago. He noticed that each time it has flared up, it has been before a rain. Left side of jaws and teeth are sore. Has taken aspirin without relief the last two days. Apocyanin 10M, 3 powders on tongue, 1 hour apart, and Sac. lac., 2 every two hours was given. He has not been a patient since then, and reports when I meet him that that he has had no return of pain since the last medicine, April 30, 1948. His family still comes to us when any of them are sick.

CASE II- Mr. E. reported to us on May 15, 1948, complaining of pain shooting from the right nostril to the right temple. Pain is very severe and the skin in that area is very sensitive. First noted pain in 1943 and attacks would come about every six months until he had one last March and again one week ago. At first the attack lasted only a few days, but lately they have been lasting one month. During the attacks, the pain lasts only an instant, but returns every fifteen minutes. Wife reports he grimaces his face during the pain. X-ray of teeth negative and physical examination was negative except for sensitiveness of the right cheek area. He was given Spigelia 10M, 2 doses and Sac. lac., 2 every two hours.

May 20, 1948- some better. Severe pains are less frequent. Given Placebo and Sac. lac., 2 every two hours.

June 3, 1948- Practically all bad feeling gone from face. Still a little sensitive to touch. Given Placebo and Sac. lac., 2 every two hours.

June 10, 1949- Much better, only slight sensitivity left. Spigelia 10M, repeated and Sac. lac., 2 every two hours.

June 17, 1948- Pain in face once only. Given Sac. lac., 2 every two hours.

July I, 1948- Had a cold. Some return of tic douloureux pain but not as severe as previously. Given Ranunculus bulbosus 200. and Sac. lac., 2 every two hours.

July 15, 1948- cold is gone. Pain in face only two or three days. Given Sac. lac., 2 every two hours.

July 29, 1948- Practically no pain-only little on eating. Given Ran. bulb. 200. and Sac. lac., 2 every two hours.

Aug. 12, 1948- Had a cold. No face pain. Given Ran. bulb. 1M, and Sac. lac., 2 every two hours.

Sept. 10, 1948- Another cold. No face pain. Given Sac. lac., 2 every two hours.

Sept. 24, 1948- No complaints, except for an occasional sensitivity in the face. Given Ars. alb. and Sac. lac., 2 every two hours.

Oct. 8, 1948- Intestinal upset-no face pain. Given Ars. alb. 200. and Sac. lac., 2 every two hours.

Oct. 22, 1948- Slight cold. good otherwise. Given Placebo and Sac. lac., 2 every two hours.

Nov. 5, 1948- slight cold, but not tic pain. Given Ars. alb. 1M, and Sac. lac., 2 every two hours.

Nov. 19, 1948- No pain and no complaints. Given Sac. lac., 2 every two hours.

Dec. 3, 1948- no pain. Repeated Ars. alb. 1M, and Sac. lac., 2 every two hours.

Dec. 17, 1948-Been to dentist and had novocaine. Tic flared up and is very bad. Given Ran. bulb. 200. and Sac. lac., 2 every two hours.

Dec. 24, 1948-Pain severe every night except the first. Has had a slight cold. Given Placebo and Sac. lac., 2 every two hours.

Dec. 31, 1948- Some better- pain is less intense and of shorter duration. Given Ran. bulb. 10M and Sac. lac., 2 every two hours.

Jan. 6, 1949- Still some pain. Given Sac. lac., 2 every two hours.

Jan. 15, 1949- Pain in face is much less-little return periodically. Given Ran. bulb. 10M and Sac. lac., 2 every two hours.

Jan. 29, 1949- Very little pain. Given Sac. lac., 2 every two hours.

Feb, 10, 1949- Couple of twinges of pain after being on witness stand two and one-half hours. Given Ran. bulb. 50M and Sac. lac., 2 every two hours.

March 12, 1949-Slight pain in face. Given Ran. bulb. 50M and Sac. lac., 2 every two hours.

March 29, 1949- Still slight pain in face about one-tenth intensity. Given Ran. Bulb. CM, and Sac. lac., 2 every two hours.

April 26, 1949 (Last report) – Very little pain in right face. Given Placebo and Sac. lac., 2 every two hours.

Mr. E. will be kept free from pain but his recovery will be slow because he had had it five years before he received any homoeopathy.

CASE III- Mrs. C., age 53, suffering from “menopausal melancholia,” gives a history of trying to commit suicide during the war by slashing her wrist. She spent three months in Patton Insane Asylum, during which time she received “electric shock” treatments. She appeared to be normal for three years following the shock treatment, but recently she developed her old symptoms again.

When she first came to me on March 22, 1949, she was talking of killing herself and of killing her son. She felt life was worthless and she was irritable. She would stay in bed most of the time. Menses are scanty and appear about every three months. She is < before menses. She has low blood pressure, otherwise the physical findings are negative.

She received Aur. met. 200. on March 22, 1949, repeated April 19, 1949. On May 24, 1949, she received Aur. met. 1M and again on June 21, 1949; and Aur. met. 10M on July 19, 1949.

Since May 30, 1949, she has had none of her melancholic symptoms, and is up working every day. She looks and feels the best now than since the war started, and her only treatment was the homoeopathic remedy-no shock treatments. GLENDALE, CALIF.

 


 

MID-SUMMER NOTES [Mid Summer Notes]

Book
The Homoeopathic Recorder By Rabe R F.

Volume
1923 Aug Vol XXXVIII No 8

Author
Eli Jones G.

Subject
Cases

Remedy
Sulph / Apoc / Crat / Chion.

Eli G. Jones, M.D., 1370 Main Street, Buffalo, N.Y.

During the month of May I gave a post-graduate course of lectures to a class of physicians in Indianapolis, Indiana. They were more than pleased and satisfied with the course of instruction. I have seldom seen a class so enthusiastic as they were. It is the kind of instruction that all our doctors need to fit themselves to heal the sick. It is the kind of instruction that they dont get in the medical colleges. I gave from five to six hours lectures each day and evening. This made it the most profitable time a doctor ever spent anywhere.

I read a very amusing story, told by Dr. S.E. Chapman in Pacific Coast Journal of Homoeopathy. It is so good I want to share it with my readers:

“During the first year of my practice there came into my office an old teamster. He skinned up his shift sleeves to above the elbows and roared:

“Doc, can you cure the itch?

“I examined him and found that he had chronic urticaria. The symptoms were those of Sulphur, and I put him up a package of that remedy, 3x. It cured him. But listen. I was very young in the game at that time, and did not possess a remedy above the 3x. I told him to take a powder before each meal and at bedtime. About two weeks later he came in, skinned up his sleeves as before and propounded, “What do you think of that, Doc?”.

“His arms were as clean of eruption as a babes I flushed and began to swell with pleasure and pride; for, to tell you the truth, very few people up that time had accused me of curing them. But I came to earth again with a shock.

“Did you take all the powders?” I asked.

“Take them be d-d shouted the blasphemous old wretch as he pulled the package of powders from his shirt pocket to show me that it had never been opened.

” Just having the medicine in my pocket has cured me. The other doctors in town couldnt do a thing for me. Heres another dollar for you poor little devil. I wouldnt take a hundred dollars for that bunch of powders.

“For many months after, whenever I met the old fellow coming into town on a load of hickory cord wood, he would pull that package of powders from his dirty woollen shirt pocket and shout so that he could be heard a mile. Got em yet, Doc Ill never die as long as I carry these powders”.

In your stubborn cases of sciatica, dont forget Tr. Apocynum 3ss added to four ounces of water. Give one teaspoonful every half-hour until relieved.

The above remedy is especially indicated when the pain is in the hip.

A very important indication for Crataegus in old people is this: When you read the pulse, if you feel a trembling or quivering sensation to the pulse, it tells you as plain as words could tell you that the heart is getting tired out, and unless the right remedy is given the heart will gradually grow weaker, until it ceases to beat. This is where Tr. Crataegus proves a God send to these old folks. Give ten drops every three hours. It calms and strengthens the nerves of the heart and steadies the hearts action. I have no doubt but I have been the means of prolonging the life of many an old person by the judicious use of Crataegus. The old people are the veterans in the battle of life, and it is our duty as physicians to keep them with us as long as we can.

Be kind to the old folks, for remember this fact, “That just the way you treat old people when you are young will you be treated when you are old.” It has been a great source of comfort to me, now in the “sere and yellow leaf” of old age, that I was kind to my father and mother.

A woman may complain of a violent pain in the small of her back, at the approach of the monthly period, which, seems to interfere with her breathing. For the above symptom give. Tr. Asarum can., twenty drops in half a wine-glass of hot water every half-hour until relieved. In a case of diabetes mellitus, when there is loss of appetite, losing flesh, listless, increasing anemia, the remedy for the above condition is Tr. Chionanthus, ten drops four times a day.

We must not forget Tr. Chionanthus 2d x in that form of sick headache where they vomit up a greenish liquid bitter as gall. Give five drops every hour until headache is better, then three times a day between the attacks. When there is a burning of the skin, certain parts very sensitive, especially of the nates and thighs, flashes of heat, the remedy needed is Tr. Helleborus Niger, ten drops in four ounces of water, teaspoonful every hour.

I have found the following a good local application for the relief of pain.

B.

Epsom Salts 3.

Carbolic Acid grs x.

Hot Water OJ.

Mix.

Sig.

Bathe the painful part and apply a compress wet with above wash, changing them every hour or two. For your fever patients you can prepare a nice drink that they will enjoy. To a half-pint of water add a teaspoonful Cream of Tarter, also the juice of half a lemon. The whole is sweetened with white sugar. This makes a cooling drink for fevers.

Since the above paragraph was written. I have met with a great loss in the sudden death of Mrs. Jones, May 30th, from angina pectoris. I am quite sure that many of may students and medical friends will remember her kindly. They will not forget her pleasant smile and cordial grasp of the hand. To them she seemed like a mother.

We had fought the battle of life side by side for nearly fifteen years. It was a terrible shock to me-but God knows best.

“After lifes fitful dream she sleeps well”.

 


 

CASE OF MARASMUS

Book
Journal Of Homoeopathic clinics

Volume
Vol. II, Philadelphia, December, 1868. No. 4

Author
Von Tagen

Subject
Cases

Remedy
Apoc

-July, 1868. A. R., a strumous child aged 18 months, had been suffering for 3 weeks with Diarrhoea, which merged into “Marasmus,” with stools green and yellow, and again green and bloody, numbering as many as 30 to 35 in the 24 hours. The child was much emaciated, had constant and intense thirst. The simplest drink would be rejected almost immediately, as soon as taken. No desire for any kind of nourishment, rejecting every thing that was offered, when stools would pass involuntarily. Gave Secale Cornut. 3, minims v., in Aqua f., dr., ij. Dose a teaspoonful every 2 hours. Called the following day, found the stools were less frequent by 2/3, and changed for the better in color. The child, notwithstanding, was worse and evidently sinking. In fact, the case presented symptoms of uraemic poisoning, viz: almost total suppression of urine, upper and lower limbs cold and clammy, eyes rolled upwards (to use the common expression, “set”); lids partially opened and a sort of stupor from which it was difficult to rouse the little one. Dissolution was apparently setting in rapidly, and I began to despair of saving the child’s life. My friend and partner Dr. R. Ross Roberts, of this place, was summoned to the case and confirmed the above diagnosis. Apocynum was given at his suggestion, and we left the case, promising to call in the evening; we did so, and found the child much improved, having passed large quantities of water during the day. The Secale was suspended during the administration of the Apocynum, and after the urine began to flow freely the latter was suspended, and the former given, after which the child went on rapidly to recovery, and is now a hale, hearty specimen.

There is much of value to be obtained from a hint like this. It is my belief that many young children pass into the Uraemic condition mentioned before, and die. A timely administration of Apocynum, or some other remedy which would promptly restore the flow of urine, will change the nature of the case and snatch, as it were, a victim from the very jaws of death; on the other hand, a neglect to pay attention to this function has and will continue to cost many lives. I trust this hint may prove as useful and valuable to others as it has to me.

VON TAGEN, Harrisburg, Pa.

 


 

THREE PECULIAR CASES

Book
Medical Advance

Volume
1883-1884 Vol XIV No 5

Author
J. T. Kent

Subject
Cases

Remedy
Calc / Apis / Ars / Lach / Tarent / Apoc

Case I. – Mrs. L. aet 36, had been in bed with pelvic cellulitis. She apparently had been a sufferer, notwithstanding ample medical attention. There was much tumification of the abdomen and great tenderness of all the pelvic organs, and the tenderness extended to the abdominal tissues and viscera. There was enlargement of the uterus and ovaries with erosion of vaginal portion of the uterus and anterior wall of the vagina. Hot douches per vagina and hot hops constituted her only possible comfort, when her abdomen had cooled from the absence of the hops, pain became unbearable; so she lived and so she was dying. Every change to cold increased her suffering.

Her bowels were constipated, her menses came too soon and her feet were always cold and felt damp. The evidence of her suffering was ample. Her mental state was gloomy. The hop poultices and hot injections were discontinued and she was placed in warm clothing. Calc-c, 85 m (Finke), one dose, was given.

No more medicine was needed. She was able to work in four months and is now perfectly well. Three days after taking the medicine her menses came on with profuse flow and increase of pain; at the proper time the flow ceased and all the tenderness and previous suffering passed away.

Case II. – Mrs. F., aet 84, at the memorial home. Some months before I assumed control of the Home this old lady had an attack of vomiting blood. The matron declared there was over a gallon. The physician then in charge said he never saw so large a quantity of blood vomited, and expressed his opinion that it was from the lung as he did not see the act of vomiting, disputing the matron who saw the vomiting. The treatment was directed to prevent another haemorrhage from the lungs – large doses of astringents. The old lady continued to decline, and when the attendant acknowledged his impotence in the case, and the friends of the old lady outside of the home made complaint, I was requested to assume the duties of medical attendant of the home, and this case with others came under my charge. The matron explained the situation and I immediately suspected that the haemorrhage came from an ulcer in the stomach. The dropsical condition prevented a satisfactory examination, but the subjective history confirmed the diagnosis.

But the important thing now is the dropsy. Her limbs were enormously swollen and her abdomen no less so, and her stomach could tolerate nothing but a little milk.

The dropsy having a haemorrhage for its cause guided me to the selection of China, which was repeated at proper intervals in 77m (Finke); while she was going down rapidly she began immediately to improve. No other medicine has been given and she is as well as anybody in the home. As she had been so near the angels she has the liberty of the house and is a general pet, running three long stairs, visiting all the rooms and chatting and joking everybody. Old people recover when given the right remedy in suitable potency in a surprising manner. Some years ago I supposed that when an old person become dropsical his or her time had come. At present, I do not declare an unfavorable prognosis because of old age, but when the disease causing the dropsy is one hard to manage regardless of age.

Case. – Mrs. S., aet 76 also an inmate of the memorial home came to my charge the same time as Mrs. F. She was dropsical and asthmatic. The urine was loaded with albumen, and, apparently, she was progressing, to a fatal termination without interruption.

She took Ars. Apis, Apocyn. Lach. with some relief. The latter seemed to give the only relief; finally, she was becoming very large; hands, face, limbs and abdomen all oedematous, while Lach. afforded relief I had decided not to tap. Though she had taken medicine at proper intervals, when there seemed a demand for a repetition, yet the time came when she seemed to get no benefit from the remedy. The suffocation after sleep was the special symptom guiding to Lach. 41m – was the preparation used. Early one morning I was advised as to her condition. She had suffered greatly during the night with pains in the feet and legs, and her feet were getting black. The matron thinking that she was about to die, gave her some whiskey without relief. The great pain in feet and legs, skin turning black, perhaps threatening gangrene, Ars. and Lach. had failed, guided me to Tarantula cubensis, which was given, 12x one dose. The pain subsided immediately, the dark color of the skin on legs became bright-red and in a general way, she felt improved and got up. Next night, she slept well until toward morning, when pain in lower limbs returned, Tarant. cub. 12x was repeated, with perfect relief. The medicine has been repeated by necessity about every day since November 20th.

December 1. There is now a fiery redness of the skin below the knee to the ankles on both legs tender to the touch and covered with small blisters. Everybody that looked at it thought it was erysipelas. A serious transudation is going on from the surface of both limbs from the feet to about six inches above the knees, which runs down and drips from the heels and also saturates the absorbent dressings in a few minutes. A sheet placed on the limbs as an outer covering must be taken off every hour and another put on as the serum is so great in quantity. A sheet dried shows very little discoloration but is pungent to the smell. There has been no perspiration from any part of body. The oedema appears to be going down.

December 25th. The edema has gone from the face, hands and thighs. The abdomen has become nearly natural in size, and albumen has not been noticed in the urine since December 1. Urine has been very scanty. The legs are covered from knees to ankles with a profusion of flat ulcers which secrete a serious flow, and large yellow crusts are forming.

December 20. edema gone out of feet and ulcers are still flat with red, and in places blue margins and red and bluish interspace on the skin. Yellow scales are forming. The patient is somewhat prostrated, but says she is more comfortable with the ulcers than with the “bloat” as she nearly suffocated before. Since December 1, she has had an occasional dose of the medicine, as the pain in the legs became severe.

January 1, ’83. She shows signs of sinking, though she says she is feeling comfortable except the occasional sharp pain in the ulcers.

It is evident she is going to die, but will she die of exhaustion or will the dropsy return and death occur as usual from such a condition? Such was my query.

January 9. She died of exhaustion.

 


 

CLINICAL NOTES

Volume
1890 Vol X No 2

Author
F. Ascot de Tortosa

Subject
Cases

Remedy
Phos / Sil / Sulph / Apoc / Tarent

Translated from El Consultor Homoeopatico, No. 24, of Barcelona, Spain, Aug., 1889, by E. A. P.

Miguel Esteller y Castell, aged thirty-one years, of San Jorge, province of Castellon de la Plana, of good constitution, sanguine nervous temperament, had during the past civil war received a gun-shot wound in the right arm which was seemingly cured, without any further consequences. After three years there appeared on the elbow a small tumor that he tried to cure by emollients first, and after with salves of an action more or less astringent, with some relief, but it reappeared later in the same condition.

He consulted the doctor residing in his town, who treated it with Carbolic acid diluted with water, by injections, and concentrated outward applications of equal strength, but the result was not equal to expectation; on the contrary the tumor ulcerated; kept growing larger and deeper, finding its way into the tendons, suppuration becoming more and more profuse, and eating its way into the anterior portion of the fore-arm, inferior part across bunch of tendons of the abductor and of the extensor-pollicis, leaving uncovered the radius bone a centimetre and a half above the wrist.

He continued thus for some time under the care of various doctors and consulting many more, until they advised him that amputation of the diseased member was his only hope.

It is most painful, under any circumstances, to lose an arm, but much more so to one who is dependent on manual labor for the support of himself and family. Hence our patient preferred death rather than prove a helpless burden on his family by thus living useless and mutilated. Holy resignation was rewarded in a way beyond all expectations.

A carter by trade, he made frequent trips to the suburbs of this city, thus sustaining his unhappy wife. In one of these many journeys he was advised to consult me, which he did, hoping only that I would sustain him in his decision.

Thin, pale, debilitated by suppuration, and fearing I would reiterate the decision that had been made by other doctors at distinct times, all of which placed him in a deplorable moral state, he came to me for the first time, ten years after he had received the wound that caused his later sufferings. The fore-arm without any movement, hollow in the muscular interspaces, presented two solutions of continuity; two fistulous tracks, one in the superior internal part, a centimetre and a half below the olecranon process, and the other in the inferior part at the same point before mentioned. Flowing from both orifices was bad conditioned, sanguineous pus. Introducing the probe from one extreme to the other of the track, I noted with ease the existence of the bone deprived of the periosteum; in passing the probe it was stopped by the bony roughness, which proved that the tables of the bone were destroyed to a great extent. There was very little pain when remaining quiet in any position, but very sensitive to movement. He always carried it tightly bound, uncovering only when a change of application was necessary.

I proceeded to give him moral courage, kind counsel, and healthy reflections, such as was needed by so unfortunate a father of a family. I assured him that he would not lose his arm, but, on the contrary, it could be saved so that he could dedicate himself to his family’s support by his work. This consolation so comforted him that without doubt it contributed to his cure.

I resolved to give him sixteen globules of Phos. 30, dissolved in eight spoonfuls of water to take every six hours. This prescription was repeated three times.

After eight days I saw him again. His emaciated face and dying look were reanimated by hope, and his eyes had a pleased and happy expression. The suppuration continued, but presented a better character, and his appetite, previously lost, had reappeared, the dominant fever ceasing. He continued using the medicine for several days till the pus became sanious. I then gave him some doses of Hepar-sulph. with the object of obtaining the dislodgment of the enormous sequestra. Under its action the inferior opening increased its dimensions to two centimetres or a little more, the bone acquired more mobility, and the loosened inferior extremity of the necrosed sequestrum appeared at the fistulous opening.

He continued the same for twenty days, then without any aid he drew away the sequestrum of fifteen centimetres and a half without pain, without hemorrhage, and without trouble.

Silicea for four days completed the cure.

To-day Miguel works as if nothing had ever disturbed his arm, loads and unloads his cart with ease, and, thanks to the virtue of the infinitesimal globules, he is not a burden to his family, but rather a help and support.

Does this say anything in favor of Homoeopathy? If not sufficient I will relate another case, very distinct, that can never be attributed to chance.

Mrs. J. F., age twenty-one years, living at Vilaseca, married, of good constitution, appeared at my office, January 4th, 1889, together with her young and affectionate husband, justly alarmed by the grave prognostications of several doctors who had examined her for a complaint from which she had suffered for seven months before. It had arrived at such an extreme that she had been advised to go to Barcelona to be operated on, and before undergoing the operation to confess herself and make her will.

Such advice to a young and happy woman was not cheering.

As a last resort she determined to try Homoeopathy, and but a few days passed before she repented of not having done so from the first day.

Let us examine the symptoms of this patient.

Of apparently good exterior appearance, all excepting a paleness of face, and slight lividness of the lips, indicated her sufferings. The abdomen was much swollen, having the appearance of a woman in the last stages of pregnancy. Of this she complained. I examined her at once, and discovered a large quantity of fluid in the abdomen which was of globular form, more prominent above the umbilical and epigastric regions. On slight percussion the fluxion was noticeable, the slight pain was increased by the weighty feeling. The respiration impaired as a result of mechanical distention, it was rather dyspnoea, compelling the patient to seek a semi-recumbent position. There were frequent, although not continuous, palpitations, some vomiting and impaired digestion, and the tendency to lipoma constituted the general condition of our patient. Let us add, menstruation normal, the menstrual hemorrhage appearing several days before the regular time. No cause could be attributed to this as she had not taken cold, suppressed any perspiration, or exposed herself to any dampness.

Diagnosis: Ordinary dropsy. I gave one dose of Sulphur, then six of Apocyn-cannab 3. to dissolve in eight spoonfuls of water, each containing a quarter of a drop, to be taken every three hours.

The 26th of same month I again saw the patient. The improvement was remarkable. The abdominal effusion was diminished to about two-thirds, the only complication was a slight constipation, that was relieved by a simple enema (cold water). This was ultimately cured by some globules of Nuxvom., returning to the Apocyn-cannab. in same proportions as before, and on the 15th of February she was pronounced cured. Two months later she had a relapse, but with prompt treatment it disappeared within a few days, and up to date she is well. How can a few drops of a dilution where there is no medicinal properties (according to the allopaths) overcome a case of dropsy that could not be cured, but only alleviated by operation?

Let us take another case. E. A., a lovely girl from a neighboring town, consulted me for fatigue that she experienced on the slightest exercise. Menstruation normal: slightly scarce, good constitution, a healthy color. Suffering from slight cephalalgia at times, and a light dry cough, this was all. On examination of the praecordial region, where she complained of a slight pain, some palpitation was apparent. Auscultation revealed an exaggerated movement of the heart, both in strength and frequency. Family history good, she had never experienced trouble, frights, fatigues, or emotions. There were no good indications to account for the diseased state.

At once I judged it to be a nervous affection, and prescribed Hydrocyanic acid. Several days passed with no relief. Cactus gr. gave no better result, the same was true of other medicines. When I had almost despaired of ever curing an affection which, at first, had appeared so trifling, while talking about her case to an illustrious friend and great admirer of Homoeopathy, he alluded to her moral character. Both her family’s good reputation as well as her own had placed her above doubt, her age and suspicious signs in her physiognomy which I now noticed led me to suspect self-abuse, and that the palpitation originated from this cause. I questioned her in a discreet way, and in effect my suspicions were verified. Tarent. 6 in a few days, caused the complaint to disappear. Also this exaggerated condition of nymphomania, with the cephalalgia, cough, palpitation, and existing fatigue.

Is this cure also chance? How, in this case, were some medicines fallible and others not? Precisely because the applications were wrong, and did not correspond to the especial symptoms that the patient did not confess. As soon as Tarent. was used-that was the corresponding remedy-the disease disappeared and health was restored.

After all, allopathic gentlemen, is not this sufficient proof for you who, with foolish disdain, have decided that “homoeopathic dilutions do not contain medicine, and cures obtained by them are only owing to chance.”.

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখতে লিংকে ক্লিক করুণ।


১. টিউমার, ক্যান্সার ও সিস্ট রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

২. চর্ম, নখ ও চুলের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

৩. গাইনী, প্রসূতি ও স্তনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

৪. নাক, কান, গলা ও শ্বাসতন্ত্রের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

৫. মানসিক রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

৬. রিউমাটোলজি, হাড় পেশী ও জয়েন্টের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

৭. নবজাতক ও শিশু রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

৮. ব্রেইন, স্পাইনাল কর্ড ও নার্ভের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

৯. যৌন শক্তি ও যৌন বাহিত রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১০. কিডনি, মুত্র, প্রোস্টেট গ্ল্যান্ড ও পুরুষ জননাঙ্গের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১১. গ্যাস্ট্রোএন্টারোলজি বা পেটের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১২. মলদ্বার, পায়ুপথ ও কোলনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১৩. লিভার ও পিত্তের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১৪. চোখ, দৃষ্টি শক্তি ও চোখের পাতার রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১৫. জ্বর, সংক্রামক ও ইমার্জেন্সি রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১৬. ডায়াবেটিস ও হরমোন জনিত রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১৭. দাঁত ও মুখের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১৮. হার্টের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।

১৯. রক্ত, বোনম্যারু, প্লিহা ও লিম্ফ নোডের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।


✅ আমাদের সফল চিকিৎসার ভিডিও প্রমাণ দেখতে ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন।

[videogallery id=”Success of Homeopathy”]

 

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.