অ্যাসফিক্সিয়া বা শ্বাসরোধ কি? What Is Asphyxia?
শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়াকে অ্যাসফিক্সিয়া বলা হয়। এরফলে জীবন-হুমকির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমরা যখন স্বাভাবিকভাবে শ্বাস নেই তখন বাতাস থেকে প্রথমে অক্সিজেন গ্রহণ করি, সে অক্সিজেন রক্তের মাধ্যমে কোষে পৌঁছে যায়, এর মাধ্যমে কোষসমূহ শক্তি তৈরি করে যার কারণে আমরা বেঁচে থাকি। আমাদের শরীরে অক্সিজেন নামক জ্বালানি সরবরাহ ব্যাহত হলে আমরা বেশিক্ষণ বেঁচে থাকতে পারি না।
অ্যাসফিক্সিয়া বা শ্বাসরোধের কারণ কি? What causes Asphyxia?
- শ্বাসনালীতে খাবার আঁটকে শ্বাসরোধ হতে পারে।
- বায়ুরোধী স্থানের বাতাস থেকে অক্সিজেন ফুরিয়ে গেলে।
- গলায় ফাঁসি লেগে শ্বাসরোধ হয়।
- গর্ভাবস্থায় শিশুর মায়ের অক্সিজেনের অভাব, প্লাসেন্টার সমস্যা, দীর্ঘ প্রসব ইত্যাদি কারণে গর্ভের শিশুর অক্সিজেনের অভাব জনিত মৃত্যু হতে পারে।
- খিঁচুনির কারণে হটাৎ শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।
- আঘাত লেগে
- হার্ট ফেইলিউর হয়ে
- ঘাড় ভেঙ্গে গিয়ে
- এলার্জির প্রতিক্রিয়ার কারণে শ্বাসনালী ফুলে গিয়ে।
- বিভিন্ন প্রকার গ্যাস গ্রহণ করার ফলে।
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | ASPHYXIA, INFANTS: (7) |
অর্থ | ইনফ্যান্ট শিশুর শ্বাসরোধ |
ঔষধ | 2 Acon, 2 Bell, 2 Op, 3 Ant-t, 2 Arn, 3 Camph, 3 Laur, |
রুব্রিক | ASPHYXIA, INFANTS: After, great loss of blood by the mother, or if infant is pale: (1) |
অর্থ | ইনফ্যান্ট শিশুর মায়ের প্রচুর রক্তক্ষরণের ফলে শ্বাসরোধ বা ফ্যাঁকাসে হয়ে পড়ে |
ঔষধ | 2 Chin, |
রুব্রিক | ASPHYXIA, INFANTS: Apparent, death: (5) |
অর্থ | ইনফ্যান্ট শিশুর শ্বাসরোধ হওয়ার ফলে যেন মৃত দেখায় |
ঔষধ | 2 Op, 2 Carb-v, 1 Sec, 2 Camph, 2 Laur, |
রুব্রিক | ASPHYXIA, INFANTS: Pale, breathless, cord pulsates, after aconite if pulse remains imperceptible, face purple: (1) |
অর্থ | একোনাইট সেবনের পরে ইনফ্যান্ট শিশু ফ্যাঁকাসে দেখায়, শ্বাস বন্ধ প্রায়, নাড়িতে পালস আছে, যদি পালস না পাওয়া যায় তবে মুখমণ্ডল বেগুনি হয়ে উঠে। |
ঔষধ | 2 Op, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন