অ্যাট্রফি কি? | What is Atrophy?
অ্যাট্রফি হলো পেশী নষ্ট হয়ে যাওয়া বা কোন পেশী বা অঙ্গ ক্রমে ক্রমে শুকিয়ে ছোট হয়ে যাওয়া। যেমন একটি বাহু বা পা অন্যটির থেকে ছোট বা চিকণ হওয়া। প্রায়শই ব্যায়াম ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে রোগটি আরোগ্য হতে পারে। তবে রোগের প্রাথমিক অবস্থায় সুচিকিৎসা ও স্বাস্থ্যবিধি মেনে না চললে ধীরে ধীরে পেশী নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি শয্যাশায়ী হন বা কোনো চিকিৎসার কারণে শরীরের কিছু অংশ নড়াচড়া করতে না পারেন তাহলেও পেশীর অ্যাট্রফি ঘটতে পারে। নভোচারীরা নড়াচড়া করতে না পারার কারণে প্রথমে ওজনহীনতা দেখা দেয় তারপর পেশীর ক্ষয় অনুভব করেন।
পেশী অ্যাট্রোফি হওয়ার কারণ কি? | What causes muscle Atrophy?
- দীর্ঘ সময়ের জন্য শারীরিক কার্যকলাপ না করা।
- বার্ধক্য।
- দীর্ঘ সময় ধরে অতিরিক্ত মদ্যপানের কারণে পেশীতে ব্যথা এবং দুর্বলতা অনুভব হয়ে অ্যাট্রফি শুরু হয়।
- আগুনে পোড়া।
- আঘাতের কারণে আবর্তক পেশী ছিঁড়ে যাওয়া ও হাড় ভেঙ্গে যাওয়া।
- অপুষ্টিজনিত।
- স্পাইনাল কর্ড বা পেরিফেরাল নার্ভ ইনজুরি।
- স্ট্রোক।
- দীর্ঘমেয়াদী কর্টিকোস্টেরয়েড থেরাপি।
কিছু চিকিৎসার কারণেও পেশী নষ্ট হয়ে যেতে পারে বা চিকিৎসা চলাকালীন সময়ে রোগীর চলাচলে অসুবিধার কারণে পেশী অ্যাট্রোফি হতে পারে। এর মধ্যে রয়েছে:
- Amyotrophic lateral sclerosis (ALS),
- Dermatomyositis
- Guillain-Barré syndrome
- Multiple sclerosis
- Muscular dystrophy
- Neuropathy
- Osteoarthritis
- Polio
- Polymyositis
- Rheumatoid arthritis
- Spinal muscular atrophy
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | RICKETS, RACHITIS: Atrophy: (1) |
অর্থ | রিকেট রোগের সহিত ক্রমিক ক্ষয়প্রাপ্তি বা মাংসপেশি ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া |
ঔষধ | 2 Kali-p, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন