Bell-p | থেঁতলে যাওয়ার মত, আঘাত লাগার মত বা দপদপানি ব্যথা। |
Bell-p | ক্লান্তি অনুভূতি। |
Bell-p | উদর বা বস্তি কোটরে আঘাত বা বিষাক্ত ক্ষত। |
Bell-p | প্লীহা স্থানে পূর্ণতা অনুভূতি। |
Bell-p | ঠান্ডা সহ্য হয় না। |
এই ঔষধটি রক্তবহানলীর পেশীস্তরের উপর কাজ করে। তীব্র পেশীর টাটানি। খোঁড়ার মত অবস্থা, যেন মোচকিয়ে গিয়েছে। যান্ত্রিক আঘাতজনিত কারণে শিরার ভিতর রক্তসঞ্চয়। বড়ো ধরনের অস্ত্রোপচারের পর শরীরের গভীরে থাকা তন্তুসমূহ যদি আঘাত প্রাপ্ত, সেক্ষেত্রে এটিই প্রথম ঔষধ। স্নায়ুর আঘাত তৎসহ মারাত্মক টাটানি ও ঠাণ্ডা জলে স্নান অসহ্য। গেঁটে বাতের পর, অঙ্গ-প্রত্যঙ্গে দুর্বলতা।
বস্তিকোটরে থাকা যন্ত্রসমূহের আঘাত, নিজের দ্বারা নিজে আঘাত প্রাপ্ত হওয়া প্রভৃতি এই ঔষধের প্রয়োজন, হস্তমৈথনের কুফল। মচকানো ও থেঁৎলিয়ে যাওয়ার ক্ষেত্রে, একটি প্রকৃষ্ট ঔষধ বিশেষ। শরীর যে সময় উত্তপ্ত, সেই সময় ঠাণ্ডা খাবার যে পানীয়। গ্রহণ করার কুফল এবং ঠাণ্ডা বাতাস লাগার পরে যে সকল উপসর্গ দেখা দেয়। শরীরের বাইরের অংশে হওয়া জডুঁল। ব্রণ।শরীরের সর্বত্র ছোট ছোট ফোঁড়া। বস্তি কোটর স্থানে টাটানি ব্যথা, থেঁৎলিয়ে যাওয়ার মত অনুভূতি। রসনিঃসরণ, বাধাপ্রাপ্ত, রক্তসঞ্চালন, স্ফীতি, এই ঔষধের আয়ত্তাধীন। বাতজ লক্ষণ। স্রাবগুলি এই ঔষধ দূষিত করে না। “বৃদ্ধ শ্রমিক, বিশেষ করে বাগানের মালীদের পক্ষে এটি একটি রাজকীয় ঔষধ বিশেষ”। (বানেট)।
মাথা — বৃদ্ধ ব্যক্তির মাথাঘোরা। মাথার পিছন থেকে মস্তক শীর্ষ পর্যন্ত বেদনা। কপালের ভিতর সঙ্কোচনবৎ অনুভূতি। থেঁৎলিয়ে যাওয়ার মত টাটানি ব্যথা। মাথার চারপাশে ও পিঠে চুলকানি, গরম স্থানে ও বিছানায় শুলে বৃদ্ধি।
স্ত্রীরোগ – স্তন গ্রন্থি ও জরায়ুর রক্তাধিক্য। গর্ভবস্থায় শিরাস্ফীতি। গর্ভকালে হাঁটা চলায় অক্ষম। পেটের পেশী পঙ্গুর ন্যায়। জরায়ুতে টাটানি ব্যথা, যেন জরায়ু জোরে নিঙড়ানো হয়েছে, এরূপ অনুভূতি।
ঘুম – খুব সকালে ঘুম থেকে জেগে ওঠে, এবং কিছুতেই আর ঘুমাতে পারে না।
উদর – পেটের পেশীতে ও জরায়ুতে টাটানি ব্যাথা প্লীহাতে সূঁচ ফোটানোর মত ব্যথা, টাটানি ব্যথা, প্লীহার বিবৃদ্ধি। উদরাময় যন্ত্রণাহীন, মল হলুদবর্ণের, দূর্গন্ধযুক্ত মল, রাত্রে বৃদ্ধি। স্ফীত, অন্ত্রের ভিতর গুড়গুড় শব্দ।
চামড়া – ফোঁড়া, কালশিরা, স্ফীতি, অত্যন্ত স্পর্শকাতর। আঘাত জনিত কারণে শিরায় রক্তসঞ্চয়। শিরাস্ফীতি তৎসহ থেঁৎলিয়ে যাওয়ার মত টাটানি ব্যথা। রসনিঃসরন ও স্ফীতি। ব্রন।
অঙ্গ-প্রত্যঙ্গ – সন্ধিস্থানে টাটানি ব্যথা, পেশীর টাটানি। পিঠের ও ঊরুস্থানের ভাজ হওয়া অংশের চুলকানি। ঊরুর সামনের দিকের নীচের অংশে বেদনা কজিতে সংকোচনবৎ অনুভূতি, যেন মনে হয় কজির চারপাশে কোন রাবার ব্যান্ড লাগানো আছে। মচকানো তৎসহ তীব্র টাটানি ব্যথা।
সম্বন্ধ – তুলনীয় – আর্নিকা, আর্সেনিক, স্ট্যাফি, হেমামেলিস, ব্রায়োনিয়া, ভ্যানাডিয়াম (ডিজেনারেটিক অবস্থা)।
কমা – বাড়া – বৃদ্ধি, বামদিকে, গরমজলে স্নান ও বিছানার গরমে, ঝড়-বাদলের আগে, ঠাণ্ডা জলে স্নান করলে, ঠাণ্ডা বাতাসে।
শক্তি — অরিষ্ট থেকে ৩য় শক্তি।