শিশুর অঙ্গভঙ্গি

শিশুর অঙ্গভঙ্গি

বিষয়টি শিশুর আচরণের একটি অংশ পাঠক যেন সহজে খুঁজে পায় সে জন্য আলাদা করে লক্ষণসমূহ বর্ণনা করা হলো। 

রুব্রিক BASHFUL, CHILDREN:  (46)
অর্থ লাজুক স্বভাবের শিশুদের জন্য  ব্যবহৃত ঔষধসমূহ 
ঔষধ 3 Calc, 1 Sil, 2 Sulph, 1 Phos, 2 Staph, 3 Puls, 2 Ign, 4 Bar-c, 1 Bell, 1 Merc, 2 Chin, 1 Anac, 1 Nux-v, 1 Caust, 2 Stram, 1 Aur, 1 Hyos, 1 Arg-n, 1 Carb-v, 2 Zinc, 2 Nat-c, 2 Cupr, 1 Iod, 1 Con, 1 Graph, 1 Coff, 1 Nat-p, 2 Carb-an, 1 Calc-s, 1 Mez, 2 Kali-p, 2 Ambr, 1 Nit-ac, 2 Petr, 1 Tarent, 3 Coca, 1 Tab, 1 Aloe, 1 Ars-s-f, 1 Bar-s, 1 Calc-sil, 1 Kali-bi, 1 Lil-t, 1 Manc, 1 Mang, 1 Meli,
রুব্রিক BASHFUL, CHILDREN: Covering, their face with their hands, but look through their fingers:  (1)
অর্থ লাজুক শিশু হাত দিয়ে মুখ ঢাকে কিন্তু আঙ্গুলের ফাঁক দিয়ে দেখে
ঔষধ 1 Bar-c,
রুব্রিক BASHFUL, CHILDREN: Hiding:  (5)
অর্থ লাজুক স্বভাবের শিশু লুকিয়ে থাকে
ঔষধ 1 Puls, 2 Bar-c, 3 Ars, 2 Hyos, 3 Cupr,

 

রুব্রিক BITING, FINGERNAILS, HABIT:  (23)
অর্থ আঙ্গুলের নখ কামড়ানোর অভ্যাস  রয়েছে এমন শিশু
ঔষধ 1 Calc, 2 Carc, 2 Sil, 2 Sulph, 3 Cina, 1 Phos, 2 Lyc, 2 Nat-m, 2 Acon, 2 Bar-c, 1 Ars, 1 Sanic, 1 Med, 1 Stram, 1 Arn, 2 Hyos, 1 Nit-ac, 1 Plb, 1 Lyss, 3 Arum-t, 2 Am-br, 1 Hura, 1 Senec,

 

রুব্রিক CLINGING, CHILD, AWAKENS TERRIFIED, KNOWS NO ONE, SCREAMS, CLINGS TO THOSE NEAR:  (6)
অর্থ আঁকড়ে ধরার স্বভাব সম্পন্ন শিশু, আতংকিত অবস্থায় শিশু জাগ্রত হয়ে নিকটে যেই থাকুক তাকে জড়িয়ে ধরে চিৎকার করে
ঔষধ 1 Cham, 2 Ars, 2 Acon, 1 Cina, 3 Bor, 1 Stram,
রুব্রিক CLINGING, CHILD: Convulsions, before:  (1)
অর্থ শিশু খিঁচুনির পূর্বে তার নিকটে যা পায় তা জড়িয়ে ধরে  (রোগ পরিচিতি পর্বের ১১ নং রোগ দেখুন)
ঔষধ 3 Cic,
রুব্রিক CLINGING, CHILD: Grasps, at others:  (5)
অর্থ শিশু শক্তভাবে অন্যদের মুঠোকরে ধরে
ঔষধ 1 Ars, 1 Phos, 1 Op, 2 Ant-t, 2 Camph,
রুব্রিক CLINGING, CHILD: Grasps, at others: Bystanders:  (1)
অর্থ শিশুর নিকটে দাড়িয়ে থাকা লোককে মুঠোকরে শক্তভাবে ধরে
ঔষধ 3 Ant-t,
রুব্রিক CLINGING, CHILD: Grasps, at the nurse when carried:  (4)
অর্থ কোলে উঠে দুধ পান করার সময় শিশু তার মাকে মুঠোকরে শক্ত করে ধরে
ঔষধ 1 Puls, 2 Ars, 1 Bor, 2 Gels,
রুব্রিক CLINGING, CHILD: Hand, of mother, will always take the:  (5)
অর্থ শিশু সর্বদা মায়ের হাত ধরে রাখতে চায়
ঔষধ 1 Puls, 1 Ars, 2 Phos, 1 Bar-c, 2 Bism,
রুব্রিক CLINGING, CHILD: Held, wants to be:  (12)
অর্থ তাকে কেউ ধরে রাখুক শিশু এমনটি চায়
ঔষধ 2 Cham, 1 Nux-v, 3 Puls, 2 Ars, 1 Acon, 1 Gels, 1 Lach, 1 Stram, 1 Sep, 1 Kali-p, 1 Nux-m, 1 Sang,
রুব্রিক CLINGING, CHILD: Held, wants to be: Amel. being:  (2)
অর্থ শিশুকে কেউ ধরে রাখলে তার সমস্যার উপশম হয়
ঔষধ 3 Puls, 1 Diph,
রুব্রিক CLINGING, CHILD: Persons, or furniture, to:  (7)
অর্থ শিশু আঁকড়ে ধরে ব্যাক্তি বা ফার্নিচারকে। রুপক অর্থে শিশু কোন একজনের সঙ্গ কখনো ছাড়তে চায় না অথবা তার পছন্দের বস্তু হাতছাড়া করতে চায় না বরং সর্বদা সাথে সাথে রাখে 
ঔষধ 1 Phos, 2 Bar-c, 1 Bor, 1 Coff, 1 Gels, 1 Stram, 1 Bism,
রুব্রিক CLINGING, CHILD: Restlessness, with:  (2)
অর্থ শিশু অস্থিরতার সহিত আঁকড়ে ধরে
ঔষধ 2 Ars, 2 Carb-v,

 

রুব্রিক CRAWLS, CHILD CRAWLS INTO CORNERS, HOWLS, CRIES:  (1)
অর্থ শিশু ঘরের কোনায় কোনায় হামাগুড়ি দেয় এবং কান্না করে 
ঔষধ 1 Camph,

 

রুব্রিক DESTRUCTIVE, BEHAVIOR:  (14)
অর্থ ধ্বংস করা বা সহজে ভেঙ্গে ফেলার স্বভাব  সম্পন্ন শিশু
ঔষধ 1 Cham, 1 Med, 3 Tub, 2 Cina, 2 Nux-v, 2 Bell, 2 Staph, 2 Verat, 1 Lach, 3 Stram, 1 Anac, 1 Hep, 2 Hyos, 1 Tarent,

 

রুব্রিক FALLING, FEAR OF:  (2)
অর্থ

পড়ে যাওয়ার ভয় 

ঔষধ 3 Bor, 1 Cupr,
রুব্রিক FEARFUL, CHILDREN:  (16)
অর্থ ভিতু শিশু। ব্যাখ্যা- সহজেই ভয় পায় এমন শিশু 
ঔষধ 2 Calc, 1 Cham, 3 Lyc, 3 Bar-c, 3 Ars, 3 Carc, 1 Tub, 1 Bor, 3 Phos, 2 Caust, 1 Zinc, 1 Arg-n, 1 Kali-br, 2 Op, 2 Stram, 3 Acon,
রুব্রিক FEARFUL, CHILDREN: Dentition, during:  (2)
অর্থ দাঁত উঠার সময় শিশু ভিতু স্বভাবের হয়ে উঠে  
ঔষধ 1 Cham, 1 Kali-br,
রুব্রিক FEARFUL, CHILDREN: Night, at:  (19)
অর্থ শিশু রাতে ভয় পায় 
ঔষধ 3 Calc, 1 Cham, 3 Ars, 1 Tub, 3 Bor, 2 Cina, 3 Phos, 1 Zinc, 2 Kali-br, 2 Stram, 3 Acon, 1 Cic, 1 Cypr, 1 Kali-p, 1 Arg-m, 1 Scut, 2 Aur-br, 2 Chlol, 1 Sol-n,
রুব্রিক FEARFUL, CHILDREN: Worry, from:  (4)
অর্থ ভয়ের বিষয় চিন্তা করলে ভয় পায় 
ঔষধ 1 Calc, 1 Ars, 1 Arg-n, 1 Kali-br,
রুব্রিক FRIGHT, AILMENTS FROM, IN HIGHLY EXCITABLE CHILDREN, NERVOUS:  (10)
অর্থ শিশু ভীতির ফলে অত্যাধিক নার্ভাস ও উত্তেজিত হয়ে পড়ে 
ঔষধ 1 Calc, 1 Carc, 1 Phos, 2 Arg-n, 3 Op, 1 Coff, 1 Acon, 3 Ign, 2 Gels, 1 Hyosin,

 

রুব্রিক FINGERS, IN THE MOUTH, CHILDREN PUT:  (11)
অর্থ মুখে আঙ্গুল দেয়ার স্বভাব  সম্পন্ন শিশু 
ঔষধ 2 Calc, 1 Calc-p, 2 Sil, 1 Nat-m, 2 Cham, 1 Med, 1 Lyc, 1 Verat, 3 Ip, 1 Tarent, 1 Calc-ox,
রুব্রিক FINGERS: Boring, fingers in ears:  (4)
অর্থ

শিশু কানে আঙ্গুল দিয়ে বোরিং করে 

ঔষধ 2 Sil, 3 Cina, 2 Psor, 1 Arund,

 

রুব্রিক HELD, ON TO, DESIRES TO BE:  (11)
অর্থ

তাকে কেউ ধরে রাখুক এমনটা চায় 

ঔষধ 3 Phos, 3 Puls, 3 Ars, 2 Sep, 2 Nux-v, 1 Lach, 2 Gels, 2 Stram, 1 Kali-p, 2 Nux-m, 2 Sang,

 

রুব্রিক HIDE, DESIRE TO:  (16)
অর্থ

শিশু লুকিয়ে থাকতে বা লুকিয়ে রাখতে চায় 

ঔষধ 3 Bell, 1 Camph, 2 Puls, 1 Ars, 1 Hyos, 2 Stram, 2 Bar-c, 2 Ign, 2 Hell, 1 Cupr, 1 Lach, 1 Tarent, 3 Staph, 1 Chlol, 2 Chlor, 1 Eug,
রুব্রিক HIDE, DESIRE TO: Child, thinks all visitors laugh at it and hides behind furniture:  (1)
অর্থ শিশু মনে করে তাকে দেখে অন্যরা হাসছে, এজন্য সে ফার্নিচারের পিছনে লুকায় 
ঔষধ 2 Bar-c,
রুব্রিক HIDE, DESIRE TO: Children, desire to: Run away, and:  (1)
অর্থ শিশু দৌড়ে অন্যত্র চলে যায়। ব্যাখ্যা- শিশু হঠাৎ করে দৌড়ে কোন এক রাস্তা দিয়ে ছুটতে থাকে অভিবাবক পেরেশান হয়ে তাকে ধরে আনে, মাঝে মাঝে অভিবাকের অগোচরে হারিয়ে যায়।    
ঔষধ 1 Meli,
রুব্রিক HIDE, DESIRE TO: Children, desire to: Strangers, from:  (1)
অর্থ

অপরিচিত কেউ আসলে শিশু নিজেকে লুকিয়ে রাখে 

ঔষধ 1 Bar-c,
রুব্রিক HIDE, DESIRE TO: Fear, of being assaulted:  (1)
অর্থ শিশুর ধারণা তাকে মারবে এজন্য সে লুকিয়ে থাকে  
ঔষধ 1 Tarent,
রুব্রিক HIDE, DESIRE TO: Fear, on account of:  (5)
অর্থ অংক করার ভয়ে শিশু লুকিয়ে থাকে 
ঔষধ 2 Bell, 1 Op, 2 Ars, 2 Bar-c, 1 Cupr,
রুব্রিক HIDE, DESIRE TO: Things:  (1)
অর্থ

শিশু জিনিসপত্র লুকিয়ে রাখে 

ঔষধ 1 Bell,

 

রুব্রিক IDIOCY: Bite, desire to:  (2)
অর্থ

শিশু অন্যকে কামড় দিতে চায় 

ঔষধ 3 Bell, 3 Stram,
রুব্রিক IDIOCY: Giggling:  (1)
অর্থ

শিশু মুখ চেপে হাসে 

ঔষধ 1 Stry,
রুব্রিক IDIOCY: Masturbation, with:  (3)
অর্থ বোকা শিশু কিন্তু হস্তমৈথুন করে
ঔষধ 1 Med, 1 Bufo, 1 Orig,
রুব্রিক IDIOCY: Pulling, feathers out of bed:  (1)
অর্থ

শিশু বিছানা থেকে পালক বা তুলা টেনে টেনে উঠায় 

ঔষধ 1 Ant-c,
রুব্রিক IDIOCY: Shrill, shrieking, with:  (3)
অর্থ

শিশু চিল্লাচিল্লি ও চিৎকার করে 

ঔষধ 2 Bor, 3 Tub, 2 Lac-c,

 

রুব্রিক INCOORDINATION, CHILDREN:  (24)
অর্থ কাৰ্য সম্পাদনে সংগতিহীনতাব্যাখ্যা– মাংসপেশি মুভমেন্টের সংগতিহীনতার কারণে কিছুতে ধরতে গেলে হাত অন্য দিকে চলে যায়, হাঁটার সময় পা যথা স্থানে পড়ে না।  
ঔষধ 2 Calc, 1 Bell, 2 Sulph, 3 Merc, 2 Phos, 2 Stram, 2 Zinc, 3 Alum, 1 Arg-n, 2 Ph-ac, 2 Cupr, 1 Caust, 3 Con, 2 Agar, 2 Gels, 2 Plb, 1 Chlol, 1 Sec, 1 Carbn-s, 1 Tab, 2 Onos, 1 Arag, 1 Coca, 1 Cocc,

 

রুব্রিক JUMPING, CHAIRS, ON, TABLES AND STOVE:  (1)
অর্থ লাফালাফি করার স্বভাব সম্পন্ন শিশু চেয়ার টেবিল ও স্টোভের উপর থেকে লাফালাফি করে 
ঔষধ 2 Bell,
রুব্রিক JUMPING, CHAIRS, ON, TABLES AND STOVE: Evening:  (1)
অর্থ শিশু সন্ধ্যায় লাফালাফি করে 
ঔষধ 3 Cina,
রুব্রিক JUMPING, CHAIRS, ON, TABLES AND STOVE: Start, scream fearfully:  (2)
অর্থ শিশু ভয় পেয়ে চিৎকার দিয়ে লাফালাফি করে 
ঔষধ 1 Sulph, 1 Nat-c,

 

রুব্রিক KICKING, CHILD:  (11)
অর্থ

লাথি দেয়ার স্বভাব সম্পন্ন শিশু 

ঔষধ 2 Cham, 2 Lyc, 1 Nux-v, 2 Bell, 1 Cina, 2 Stram, 1 Tarent, 1 Carb-v, 1 Prot, 1 Stry, 1 Verat-v,
রুব্রিক KICKING, CHILD: Child, is cross, kicks and scolds on waking:  (1)
অর্থ শিশু ঘুম থেকে জাগ্রত হয়ে তর্ক করে, লাথি দেয় ও গালাগাল দেয় 
ঔষধ 1 Lyc,
রুব্রিক KICKING, CHILD: Sleep, in:  (5)
অর্থ

শিশু ঘুমের মধ্যে লাথি দেয় 

ঔষধ 3 Bell, 1 Cina, 2 Sulph, 1 Phos, 1 Nat-c,
রুব্রিক KICKING, CHILD: Stiff, and kicks when carried, becomes:  (2)
অর্থ শিশুকে কোলে নিলে শক্ত হয়ে উঠে ও লাথি দেয়
ঔষধ 2 Cham, 1 Cina,
রুব্রিক KICKING, CHILD: Worm, affections, in:  (2)
অর্থ কৃমিতে আক্রান্ত হওয়ার পর শিশু লাথি দেয় (রোগ পরিচিতি পর্বের ৪২ নং রোগ দেখুন)
ঔষধ 1 Cina, 2 Carb-v,
রুব্রিক KNEES, KNOCKED, TOGETHER:  (12)
অর্থ

শিশুর হাঁটুতে হাঁটুতে বাড়ি লাগে  

ঔষধ 1 Nux-v, 2 Con, 1 Bry, 2 Caust, 2 Arg-n, 1 Coff, 1 Chel, 1 Agar, 2 Colch, 2 Glon, 1 Arg-m, 1 Clem,

 

রুব্রিক QUIETED, CHILD CANNOT BE:  (9)
অর্থ

শান্তভাবে শিশু থাকতে পারে না

ঔষধ 3 Cham, 1 Calc-p, 3 Cina, 1 Ign, 1 Ars, 1 Acon, 1 Med, 1 Jal, 1 Syph,
রুব্রিক QUIETED, CHILD CANNOT BE: Carried, only when:  (1)
অর্থ শান্তভাবে শিশু থাকতে পারে না, শুধুমাত্র কোলে নিলে শান্ত থাকে
ঔষধ 3 Cham,
রুব্রিক QUIETED, CHILD CANNOT BE: Carried, only when: Rapidly:  (2)
অর্থ শান্তভাবে শিশু থাকতে পারে না, বারবার দ্রুত কোলে উঠতে চায়
ঔষধ 2 Cham, 1 Ars,

 

রুব্রিক SLOWNESS, MENTAL, CHILDREN:  (25)
অর্থ

ধীরস্থির স্বভাব সম্পন্ন শিশু 

ঔষধ 3 Calc, 3 Phos, 1 Lyc, 2 Sil, 1 Puls, 1 Carc, 1 Nat-m, 3 Bar-c, 1 Merc, 2 Graph, 3 Hell, 3 Ph-ac, 1 Caust, 1 Thuj, 2 Anac, 2 Op, 1 Con, 1 Kali-br, 1 Zinc, 1 Hyos, 2 Verat, 1 Gels, 1 Alum, 1 Cortiso, 1 Kali-bi,

 

রুব্রিক STARTLED, EASILY, INFANTS:  (3)
অর্থ

ইনফ্যান্ট শিশু সহজে চমকে উঠে

ঔষধ 2 Cham, 2 Phos, 2 Coff,

 

রুব্রিক STRIKING, HITTING, BEHAVIOR:  (7)
অর্থ

অন্যকে আঘাত করার স্বভাব সম্পন্ন শিশু

ঔষধ 3 Cham, 1 Lyc, 3 Cina, 2 Tub, 1 Staph, 1 Cur, 1 Chel,

 

রুব্রিক TOUCH, AGG.: Touch, things, impelled to:  (2)
অর্থ

বস্তুসমূহে স্পর্শ করার আগ্রহ

ঔষধ 2 Cina, 1 Carc,

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.

.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *