লোম ফোড়ার (Boils) চিকিৎসা ও রেপার্টরি রুব্রিক

লোম ও লোমগ্রন্থিতে স্টেফাইলোকক্কাস নামক ব্যাকটেরিয়া দিয়ে লোম গ্রন্থিতে ফোঁড়া হলে তাকে লোম ফোড়া (Boils) বলে। অর্থাৎ সব লোম ফোড়াই ফোড়া কিন্তু সব ফোড়া লোম ফোড়া নয়।

উপসর্গ ও লক্ষণ (Symptom & Sign): ফুলে যাবে, লাল হবে, গরম হবে, খুব ব্যধা হবে, সাধারণত একটি মুখ দেখা যায়।

লোম ফোড়ার চিকিৎসার জন্য নিচে দেয়া লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিতে হবে।

 

ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা

লোম ফোড়ার রুব্রিক ও তার ঔষধঃ 

  1. লোম ফোড়া BOILS (103) 1 abrot, 1 aeth, 1 agar, 1 alum, 1 alumn, 1 am-c, 1 am-m, 2 anac, 1 anan, 1 anth, 2 ant-c, 1 ant-t, 3 ANTHR, 2 apis, 3 ARN, 2 ars, 2 ars-i, 1 aur, 2 bar-c, 3 BELL, 2 bell-p, 1 brom, 1 bry, 1 bufo, 2 calc, 1 calc-hp, 1 calc-p, 2 calc-pic, 3 CALC-S, 1 carb-an, 1 carbn-s, 1 carb-v, 1 chin, 1 chin-ar, 1 cist, 1 cocc, 1 coc-c, 2 con, 2 crot-h, 1 dulc, 2 echi, 1 elaps, 2 euph, 2 ferr-i, 1 gels, 2 graph, 3 HEP, 1 hippoz, 2 hyos, 2 ichth, 1 ign, 2 iod, 1 jug-r, 2 kali-i, 1 kali-n, 1 kreos, 3 LACH, 1 laur, 2 led, 1 luf-op, 3 LYC, 1 mag-c, 1 mag-m, 2 med, 3 MERC, 2 mez, 1 mur-ac, 1 nat-ar, 1 nat-c, 2 nat-m, 1 nat-p, 2 nit-ac, 1 nux-m, 2 nux-v, 1 ol-myr, 1 oper, 3 PETR, 2 ph-ac, 2 phos, 2 phyt, 1 pic-ac, 3 PSOR, 1 puls, 1 pyrog, 1 rhus-r, 3 RHUS-T, 1 sars, 2 sec, 2 sep, 3 SIL, 1 spong, 1 stann, 1 staph, 1 stram, 1 sul-i, 3 SULPH, 2 sul-ac, 1 syph, 3 TARENT, 2 tarent-c, 2 thuj, 1 tub, 1 zinc

  2. লোম ফোড়া, রক্ত পূর্ণ BOILS blood (31) 1 alum, 2 anthr, 1 arn, 1 ars, 2 bell, 1 bry, 2 calc, 3 CROT-H, 1 euph, 1 hyos, 2 iod, 1 iris, 1 kali-bi, 2 lach, 2 led, 1 lyc, 1 mag-c, 1 mag-m, 2 mur-ac, 2 nat-m, 1 nit-ac, 3 PHOS, 1 ph-ac, 1 pyrog, 1 sec, 1 sep, 2 sil, 1 sulph, 1 sul-ac, 1 thuj, 1 zinc

  3. লোম ফোড়া, ছোট ও রক্ত পূর্ণ BOILS blood small (3) 1 alum, 1 iris, 2 sil

  4. লোম ফোড়া, নীল BOILS blue (5) 2 anthr, 1 bufo, 1 crot-h, 1 lach, 1 tarent

  5. লোম ফোড়া, সমস্ত শরীরে BOILS body, all over (1) 1 viol-t

  6. লোম ফোড়া, শস্যদানার মত BOILS crops of (5) 2 calc-s, 1 echi, 1 sil, 1 sulph, 1 syph

  7. লোম ফোড়া, শিশুদের BOILS children, disposition to (3) 2 calc-s, 1 mag-c, 1 sil

  8. লোম ফোড়া, সবুজাভ পূঁয পূর্ন BOILS greenish, pus (1) 2 sec

  9. লোম ফোড়া, তার সহিত পুরুষত্বহীনতা BOILS impotency, with (1) 1 pic-ac

  10. লোম ফোড়া, আঘাত পাওয়া স্থানে BOILS injured, places (2) 2 dulc, 2 sil

  11. লোম ফোড়া, বড় BOILS large (14) 1 ant-t, 2 apis, 1 bufo, 2 hep, 1 hyos, 2 lach, 2 lyc, 1 merc, 1 nat-c, 2 nit-ac, 1 nux-v, 1 phos, 1 sil, 1 viol-t

  12. লোম ফোড়া, পাকছেনা BOILS maturing, not (1) 1 sanic

  13. লোম ফোড়া, ধীরে ধীরে পাকছে BOILS maturing, not slowly (3) 1 hep, 1 sil, 1 sulph

  14. লোম ফোড়া, ঋতুস্রাবের সময় BOILS menses, at (1) 1 merc

  15. লোম ফোড়া, নির্দিষ্টকালে আগত BOILS periodical (11) 3 ARS, 1 hyos, 2 iod, 2 lyc, 2 merc, 1 nit-ac, 1 phos, 1 phyt, 1 sil, 1 staph, 2 sulph

  16. লোম ফোড়া, অপসৃত হত্তয়া BOILS receding (1) 1 lyc

  17. লোম ফোড়া, বার বার হওয়ার প্রবণতা BOILS recurrent tendency (11) 2 arn, 1 ars, 1 berb, 1 calc, 1 calc-p, 2 calc-s, 1 echi, 1 hep, 1 sil, 2 sulph, 1 tub

  18. লোম ফোড়ার, ক্ষতচিহ্ন BOILS scarring (1) 1 kali-i

  19. লোম ফোড়া, ছোট আকারের BOILS small (17) 3 ARN, 1 bar-c, 1 dulc, 2 fl-ac, 3 KALI-I, 2 lyc, 1 mag-c, 1 mag-m, 1 nat-m, 1 nux-v, 1 pic-ac, 1 sec, 1 sulph, 1 tarent, 1 tub, 1 viol-t, 1 zinc

  20. লোম ফোড়া, ছোট আকারের, ঋতুস্রাবের সময় BOILS small menses, during (1) 1 med

  21. লোম ফোড়া, বসন্তকালে BOILS spring, in the (3) 1 bell, 2 crot-h, 2 lach

  22. লোম ফোড়ায়, হুল ফুটার ন্যায় ব্যথা বেদনা, স্পর্শ করার সময় BOILS stinging, when touched (3) 1 mur-ac, 1 sars, 1 sil

  23. লোম ফোড়ায়, পুনঃপুন আক্রান্ত BOILS successions, of (3) 1 anthr, 1 arn, 1 sulph

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “লোম ফোড়া Skin, BOILS” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য

নোটঃ  যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।   সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *