ক্যাচেক্সিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

ক্যাচেক্সিয়া কি? | What is Cachexia? 

দীর্ঘদিন ধরে রোগ ভোগের কারণে শরীরের মাংসপেশীসমূহ হয়ে যাওয়া ও প্রচণ্ডভাবে ওজন কমতে থাকাকে ক্যাচেক্সিয়া বলে। সাধারণত আমরা যদি না খাই তাহলে আমাদের শরীরের চর্বি কমবে কিন্তু যদি ক্যাচেক্সিয়া রোগে আক্রান্ত হই তাহলে চর্বি ও পেশী উভয় কমতে থাকবে।

যে সকল রোগের কারণে ক্যাচেক্সিয়া হয় তা হলোঃ 

 

  • দীর্ঘদিনের কিডনি ফেইলিউর
  • এইচআইভি, এইডস রোগ।
  • ক্যান্সার।
  • একাধিক স্ক্লেরোসিস।
  • কিডনীর রোগ।
  • কনজেস্টিভ হার্ট ফেইলিউর।

ক্যাচেক্সিয়ার প্রকারভেদ | Types of Cachexia:

 

  • Precachexia: ক্ষুধা হ্রাস, বিপাকের পরিবর্তন, প্রদাহসহ সাধারণ রোগে আক্রান্ত হয়ে ৫% এর বেশি ওজন কমে যাওয়া।
  • Cachexia: ওজন কমানোর চেষ্টা না করে বা কোন কারণ ছাড়া ১২ মাস বা তার কম সময়ে শরীরের ওজনের ৫% এর বেশি ওজন কমে যাওয়া।
  • Refractory cachexia: ক্যান্সারে আক্রান্ত হয়ে ও ক্যান্সারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে ওজন কমে যাওয়া। ক্যান্সারে আক্রান্ত প্রায় ৮০% লোকের শেষ পর্যায়ে ক্যাচেক্সিয়া থাকে এবং তাদের মধ্যে এক তৃতীয়াংশ লোক এ অবস্থায় মারা যায়।

ক্যাচেক্সিয়ার লক্ষণসমূহ | Symptoms of Cachexia: 

যখন কারো ক্যাচেক্সিয়া হয় তার প্রধান লক্ষণ হলো পেশী এবং চর্বি হ্রাস পাওয়া। কারো কারো ওজন ঠিক থাকলেও নিম্নে উল্লেখিত লক্ষণগুলি দেখা দিতে পারে:

 

  • ক্লান্তি অনুভব করা।
  • পেশীর শক্তি কমে যাওয়া।
  • ক্ষুধা হ্রাস।
  • অ্যালবুমিন প্রোটিনের নিম্ন স্তর।
  • রক্তশূন্যতা।
  • পরীক্ষার মাধ্যমে প্রদাহের উচ্চ মাত্রা লক্ষ্য করা।
  • শরীরের চর্বি কমে যাওয়া।
  • রক্তে প্রোটিনের মাত্রা কম থাকায় শরীর ফোলা বা শোথ দেখা দেয়া।

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

 

রুব্রিক DENTITION, DIFFICULT, TEETHING: Constipation, general irritation and cachexia, with:  (3)
অর্থ দন্তোদ্গমের সময় কোষ্ঠকাঠিন্য ও উপদাহের সহিত দীর্ঘদিন রোগভোগের কারণে শীর্ণতা (রোগ পরিচিতি পর্বের ৮ নং রোগ দেখুন)
ঔষধ 1 Nux-v, 1 Op, 2 Kreos,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *