Carc | বহু দিনের মানষিক ও শারীরিক নির্যাতনের ইতিহাস থাকলে রোগীকে সুনির্বাচিত ঔষধ দিয়ে ব্যার্থ হলে কার্সিনোসিন দিতে হয়। |
Carc | শরীরের কোন স্থানে ক্যান্সার হলে বা বংশে কারো ক্যান্সার হওয়ার ইতিহাস আছে এমন রোগীকে সুনির্বাচিত ঔষধ দিয়ে ব্যার্থ হলে কার্সিনোসিন দিতে হয়। |
Carc | শরীরের যেকোনো গ্ল্যান্ড বড় হলে। |
Carc | নাভির নিকট অত্যন্ত খালি খালি অনুভূতি। |
বিভিন্ন স্থানের ক্যানসারগ্রস্ত টিস্যু হতে নমুনা সংগ্রহ করে শক্তীকৃত করে এই ওষুধ প্রস্তুত হয়।
বর্তমান সমস্যাসঙ্কুল পৃথিবীতে যেখানে প্রতি পদক্ষেপে মানসিক টেনশনে সকলেই ভুগছে- সমস্যা জটিল হতে জটিলতর হচ্ছে, যেখানে শৈশব থেকেই চাপা পড়া চিকিৎসায় চিকিৎসিত হয়ে বিভিন্ন মায়াজমের জটিল সংমিশ্রণ হচ্ছে সেখানে এই ওষুধের উপযোগিতা প্রতিরোগীতেই দেখা যায় বলেই মনে হয়।
Dr. W. L. Templeton, Dr. D. M. Foubister, De. J. Hui, Bon Hoa, Dr. Solvey Mecislo- প্রমুখ বিশ্ববিশ্রুত চিকিৎসকগণের দ্বারা রোগীক্ষেত্রে প্রমাণিত (Clinically Verified) লক্ষণগুলো একত্র করে চিকিৎসক সমাজের কাছে তুলে ধরা হল।
লক্ষণাবলী- (A) পরিবারের ক্যানসার, ডায়াবেটিস ও ক্ষয়রোগের পূর্ব ইতিহাস, (B) ক্যানসার বলে সন্দেহ হলে প্রয়োগ না করাই ভাল (C) সাদা দুধে নীল রঙ মেশালে যে রঙটা হয় সেইরকম মুখের, গায়ের চামড়ার রঙ (Cofe-av-lait), (D) দেহে বহু তিল, জড়ল প্রভৃতি চিহ্ন থাকে, (E) শিশুরা প্রায়ই হাটু-কনুই একত্র করে উপুড় হয়ে পেটে চাপ দিয়ে শোয়, (F) অত্যন্ত অস্থিরতা, (G) লবণ, দুধ, ডিম, চর্বিজাতীয় খাদ্য, ফল এক সময় খুবই খেতে চায় অন্য সময় আবার একান্ত অনীহা, (H) অনিদ্রা রোগে ভোগে, ঘুম আসতে চায় না, একটু পরে পরেই ঘুম ভেঙ্গে যায়, ভোর 4 টায় ঘুম ভেঙ্গে কিছুতেই আর ঘুমাতে পারে না, (I) মানসিক অশান্তি ঐ সাথে যদি ভয় পাওয়া বা অশান্তির পূর্ব ইতিহাস থাকে, (J) সমুদ্রতীরে রোগ বৃদ্ধি বা উপশম দুইই থাকে। Dr. Sankaran নিম্নোক্ত তিনটি কারণ একসাথে থাকলেই কার্সিনোসিন ব্যবহার করেছেন—সেই তিনটি লক্ষণ হল— (A) রক্তের সম্পর্ক যুক্ত বংশে কারও ক্যানসার হওয়ার ইতিহাস, (B) ছোটবেলায় পর পর 4/5 বার সংক্রামক রোগ হওয়ার ইতিহাস, (C) দেহে অনেক জড়ুল চিহ্ন থাকলে। Dr. le Hunte Coope বলেন- যখনই সন্দেহ হবে, ওষুধ কি দেব ঠিক করা যায় না তখনই কার্সিনোসিন প্রয়োগ কর।
Dr. Sankaran এবং Dr. Matani বলেন—বংশে ক্যানসার ইতিহাস থাকলে কার্সিনোসিন প্রয়োগ করলে রোগ সেরে যায় বা অন্য নির্বাচিত ওষুধকে ক্রিয়াশীল করে তোলে।
[Ref—Cooper L. Hunte→Hom. Recorder 1930. PP-299. Foubister D. M. →Carcinsin Drug Picture. Hui Bon Hoa J. →Brit. Hom. J. 1953. PP–199. Templeton. W. L.→ Brit. Hom. J. 1954, PP-108.
শক্তি — দেহের ক্রিয়াগত বিশৃঙ্খলা লক্ষণে 1 M, 10 M বা আরোও উচ্চতম শক্তি এবং যান্ত্রিক ক্ষয়ক্ষতি যুক্ত লক্ষণে 200 শক্তি ব্যবহার করা যেতে পারে।
এটি দাবী করা হয়ে থাকে যে, যে সকল ক্ষেত্রে ক্যান্সারের ইতিহাস থাকে এবং ক্যান্সার রোগের লক্ষণাবলী বর্তমান থাকে, সেই সব ক্ষেত্রে কার্সিনোসিন খুব ভালো ভাবে কাজ করে থাকে। (জে. এইচ ক্লার্ক এম. ডি.)।
স্তন্য গ্রন্থির ক্যান্সার তৎসহ মারাত্মক বেদনা ও গ্রন্থির কঠিণতা; জরায়ুর ক্যান্সার, দূর্গন্ধ যুক্ত স্রাব, রক্তস্রাব এবং যন্ত্রণা অনেকটা কমিয়ে থাকে।
অজীর্ণ, পাকস্থলী ও অন্ত্রে বায়ু সঞ্চয়; বাতরোগ – ক্যান্সার রোগাক্রান্তের ন্যায় শারীরিক বিকৃতি।
সম্বন্ধ – তুলনীয়— বিউফো; কোনিয়াম; ফাইটোলক্কা ; এস্টারিয়াস।
শক্তি – ৩০ থেকে ২০০ শক্তি, রাত্রে একমাত্রা অথবা এর থেকেও দীর্ঘসময় পরে।