Carica | অজীর্ণ রোগে বমিভাব, ডেঁকুর ওঠে, পাকাশয় প্রদেশে ও পেটে চাপ দিলে ব্যথা, ঠান্ডা খেতে ইচ্ছা। |
Carica | বড় প্লীহা ও লিভার তার সহিত জ্বর, দুর্বলতা ও অজীর্ণ প্রভৃতি উপসর্গে ক্যারিকা বিশেষ উপযোগী। |
Carica | অল্প অল্প করে বহুবার অজীর্ণ তরল মল হয় তার সহিত লিভারের দোষ প্রবন, লিভার স্থানে বেদনা, চোখ হলদে বর্ণের, জিহ্বায় হলদে ময়লা, দুধ সহ্য হয় না, দুধ পান করলে লিভারে ব্যথা ও বদহজম হয়। |
Tags:মেটেরিয়া মেডিকা