নবজাতকের সেফালোহেমাটোমা কি? | What Is Newborn Cephalohematoma?
নবজাতকের সেফালোহেমাটোমা (Cephalohematoma) হল প্রসব বা জন্মের সময় আঘাত বা মাথায় চাপের কারণে মাথার চামড়ার নীচে ও খুলির উপরে রক্ত সঞ্চিত হওয়া। মাথার ত্বকের ছোট রক্তনালী ফেটে গিয়ে বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এ সমস্যাটি তৈরি হয়। যেহেতু মাথার খুলির উপরে রক্ত জমাট বাঁধে সেহেতু শিশুর ব্রেইনে চাপ বা রক্তপাতের ঝুঁকি নেই কারণ ব্রেইন মাথার খুলির হাড়ের নিচে থাকে। অতএব সেফালোহেমাটোমা শিশুর ব্রেইনের জন্য কোনো বিপদ ডেকে আনে না।
জন্মের পর থেকে সেফালোহেমাটোমা তৈরি হতে কয়েক ঘণ্টা বা কয়েক দিন লাগতে পারে। শতকরা ১ থেকে ২ জন শিশু জন্ম সংক্রান্ত আঘাত জনিত কারণে এ রোগে আক্রান্ত হয়। অধিকাংশক্ষেত্রে সেফালোহেমাটোমা ঔষধ ছাড়া নিজে নিজেই ভালো হয়ে যায়।
সেফালোহেমাটোমা এর লক্ষণ | Symptoms of Cephalohematoma:
সবচেয়ে সাধারণ লক্ষণ হল শিশুর মাথার পিছনে বেশ বড় নরম তুলতুলে স্ফীতি দেখা যায়। সাধারণত এ স্ফীতির উপর ত্বকে কোন ক্ষত, কাটা বা লাল ভাব থাকে না।
সেফালোহেমাটোমার রিস্ক ফেক্টরসমূহ কি কি? | What are the risk factors for Cephalohematoma?
- সংক্রমণ: একটি ক্ষতিকারক জটিলতা যা অল্প সংখ্যক সেফালোহেমাটোমায় আক্রান্ত শিশুর হতে পারে।
- জন্ডিস: রক্তে অত্যধিক বিলিরুবিনের মাত্রার কারণে সেফালোহেমাটোমায় আক্রান্ত নবজাতকের জন্ডিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
- অ্যানিমিয়া বা রক্তশূন্যতা: এ রোগের ফলে অনেক ক্ষেত্রেই শিশুর লোহিত রক্তকণিকা কমে যায়।
- স্ক্যাল্প: এ রোগের ফলে মাথার খুলিতে ফাটল দেখা দিতে পারে।
- ক্যালসিফিকেশন: এরফলে ফোলা অংশের চারিধারে শক্ত হাড়ের মতো জমা হতে পারে।
সেফালোহেমাটোমা আরোগ্য হওয়ার লক্ষণ কি? | What are the symptoms of cephalohematoma cure?
প্রথমে এটির বেশ বড় ফোলা অংশটি নরম তুলতুলে আকার ধারণ করে, পরবর্তীতে কিছুটা শক্ত হতে শুরু করে, কয়েক সপ্তাহ পর ফোলা অংশ কমতে শুরু করে।
সেফালোহেমাটোমা রোগ নির্ণয় | Diagnosis of Cephalohematoma:
অভিজ্ঞ চিকিৎসক সাধারণত এ রোগ নির্ণয় চোখে দেখেই করে থাকেন। রোগটি অনেক বেশি জটিল মনে হলে চিকিৎসক নিম্নে উল্লিখিত পরীক্ষাসমূহ দিতে পারেন:
- X-ray
- CT scan
- M.R.I
- Ultrasound
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | CEPHALOHEMATOMA: (7) |
অর্থ | সেফালোহেমাটোমা |
ঔষধ | 2 Calc, 3 Sil, 2 Merc, 2 Calc-f, 1 Rhus-t, 1 Arn, 1 Chin, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন