হোমিওপ্যাথিতে বক্ষ রোগ সম্পর্কিত প্রায় ৬৭৫১ টি লক্ষণ রয়েছে, এ লক্ষণ সমূহকে ১৪১ টি পরিচ্ছেদে বিভক্ত করে বর্ননা করা হয়েছে। যে সকল শিক্ষার্থি বক্ষ রোগ সম্পর্কে জানতে ও চিকিৎসা দিতে চান, তাঁদের অবশ্যই নিচে দেয়া ১৪১ টি পরিচ্ছেদ সম্পর্কে জানতে হবে। তবেই বক্ষের ৬৭৫১ টি লক্ষণ আয়ত্ব করা সম্ভব।
যারা চিকিৎসা নিতে চানঃ
বর্তমান প্রতারনার যুগে সঠিক চিকিৎসা পেতে হলেও জ্ঞান অর্জন করতে হয়। নিচে দেয়া পরিচ্ছেদ সমূহ ভালো ভাবে পড়বেন এ আমাদের অনুরোধ। আপনার রোগের সাথে কোনটা মিলে গেলে নাম্বার সহ আমাদের জানাবেন। আসা করি সু চিকিৎসা পাবেন।
- হোমিওপ্যাথিকে তার নিজস্ব্য দৃষ্টি ভঙ্গি দিয়ে বিবেচনা করুণ। অন্যের দৃষ্টিভঙ্গি হোমিওপ্যাথি ডাক্তারের উপরে চাপানোর চেষ্টা করবেননা।
ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা
বক্ষ সম্পর্কিত রোগ লক্ষণের ১৪১ টি পরিচ্ছেদঃ
-
ফোড়া, বগলে ও বক্ষে Chest ABSCESS, axilla and chest , (29)
-
অবিরাম বেদনা Chest ACHING, pain (59)
-
লেগেথাকা, ফুসফুস ধরা কলার তরুন প্রদাহের পরে Chest ADHESIONS, pleura, after acute pleuritis, (3)
-
বাতাস, অত্যধিক বাতাস প্রবেশ করে, অথবা বলপূর্বক প্রবেশ করে Chest AIR, entering too much, or forced in (3)
-
জীবন্ত কিছু, নড়াচড়া করার অনুভূতি Chest ALIVE, sensation of something moving (2)
-
পর্যায়ক্রমে Chest ALTERNATING, with (0)
-
হৃদশুল Chest ANGINA, pectoris (89)
-
দুশ্চিন্তা, বক্ষে Chest ANXIETY, in (110)
-
অমঙ্গল আশঙ্কা Chest APPREHENSION (3)
-
বলের মতো কিছু, পাঁজর কাঠি বরাবর, যেন বৃত্তাকারে ঘুরে Chest BALL, ribs, along, round, as if rolling to and fro (1)
-
ভারী দণ্ড- বক্ষ কেন্দ্র জুড়ে যেন লোহার ভারী দণ্ড রয়েছে Chest BAR, of iron, across the centre of chest (1)
-
তক্তার আকার Chest BARREL-shaped (1)
-
রক্তপাত, ফুসফুস এবং বক্ষ থেকে Chest BLEEDING, from lungs and chest (120)
-
লোম ফোড়া Chest BOILS, on (10)
-
বিরক্তিকর বেদনা Chest BORING, pain (19)
-
ভেঙ্গেযাওয়ার মতো বেদনা, পাঁজর কাঠিতে Chest BROKEN, pain, as if ribs were (9)
-
জ্বালাকর বেদনা Chest BURNING, pain (122)
-
ফেটে যাওয়ার মতো বেদনা Chest BURSTING, pain (15)
-
ক্যান্সার, কণ্ঠাস্থিতে, ছত্রাক জাতীয় হেমাটুডস Chest CANCER, clavicles, fungus haematodes (1)
-
কৈশিক নাড়ীর জালিকা, বক্ষের Chest CAPILLARY, network, chest (1)
-
উপাস্থির পীড়া Chest CARTILAGES, affections, of the (1)
-
ক্ষতচিহ্ন Chest CICATRICES, (0)
-
নখাঘাত বেদনা, বক্ষে Chest CLAWING, pain, chest (1)
-
ক্লস টু বেক Chest CLOSE to back (1)
-
বস্ত্রাবরনে বৃদ্ধি Chest CLOTHING, agg. (16)
-
লেপাবৃত্ত যেন, এমন অনুভূতি Chest COATED, sensation, as if (4)
-
ঠাণ্ডা, কাশিতে বোকে ব্যথা Chest COLD, pain in, on coughing (1)
-
শীতলতা Chest COLDNESS (50)
-
রক্তজমা, ফুসফুসে রক্তজমা Chest CONGESTION, hyperemia of lungs (80)
-
আক্ষেপ Chest CONVULSIONS (19)
-
কটকট করে, বক্ষাস্থিতে, পিছন দিকে ভাজ হলে Chest CRACKING, sternum, in, on bending chest backwards (1)
-
খিল ধরা Chest CRAMP (41)
-
খিল ধরা বেদনা Chest CRAMPY, pain (9)
-
চূর্ণ বা নিষ্পেষণ করে যেন বক্ষাস্থির পিছন থেকে উপর দিকে উঠছে Chest CRUSHING, sternum, behind on ascending (2)
-
কাটছে যেন এমন বেদনা Chest CUTTING, pain (84)
-
নীলরোগ, Chest CYANOSIS, (7)
-
ক্ষয়প্রাপ্ত, কণ্ঠাস্থির Chest DECAY, clavicles (1)
-
বক্ষ ও উদরের মধ্যবর্তি ঝিল্লির পর্দা Chest DIAPHRAGM, (0)
-
খানন করার মত বেদনা Chest DIGGING, pain (15)
-
বর্ণবিকৃতি Chest DISCOLORATION, (0)
-
ফাঁপা বা ফোলা Chest DISTENSION (11)
-
টেনে ধরার মত বেদনা Chest DRAWING, pain (40)
-
আকৃষ্ট হচ্ছে, বক্ষ যেন পিঠের দিকে (2) Chest DRAWN, toward back, chest feels (2)
-
শোথ Chest DROPSY, (0)
-
শুস্কতা Chest DRYNESS (11)
-
নিস্তেজ, বেদনা বক্ষাস্থিতে Chest DULL, pain in sternum (1)
-
একজিমা Chest ECZEMA (11)
-
রস সঞ্চয় স্ফীতি, শোথ Chest EDEMA, dropsy (56)
-
শীর্নতা Chest EMACIATION (3)
-
শুন্যতাবোধ, অনুভূতি Chest EMPTINESS, sensation (29)
-
উদ্ভেদ Chest ERUPTIONS (75)
-
অস্থি বৃদ্ধি বা অর্বুদ Chest EXOSTOSES, on (1)
-
প্রসারণ-শিরা প্রসারিত হওয়ার অনুভূতি Chest EXPANSION, of vessels, sensation (1)
-
পড়ে যাওয়া, বক্ষের সামনের দিকে কিছু একটা যেন পড়েযাচ্ছে এমন অনুভূতি, বিছানায় পার্শ ফিরার সময় Chest FALLING, sensation of something, forward in chest when turning in bed (2)
-
ত্তঠা-নামা, বোধ Chest FLUCTUATION, feeling of (1)
-
কড়কড় করে, বক্ষে Chest FLUTTERING, in (2)
-
বহিরাগত বস্তু, যেন উপর দিকে উঠছে Chest FOREIGN body, sensation, ascending (1)
-
সুড়সুড়িলাগা অনুভূতি Chest FORMICATION, sensation (18)
-
পুর্নতাবোধ, অনুভূতি Chest FULLNESS, sensation (74)
-
চিবানোর মত বেদনা Chest GNAWING, pain (8)
-
আকড়েধরার মতো বেদনা Chest GRIPING, pain (13)
-
গড়গড় শব্দ, শ্বাসক্রিয়ার সময় Chest GURGLING, breathing, when (3)
-
উত্তাপ Chest HEAT (116)
-
হার্পিস Chest HERPES (8)
-
গতিহীন Chest IMMOVABLE (2)
-
চুলকানি Chest ITCHING (67)
-
ঝাঁকি দিয়ে উঠা বেদনা Chest JERKING, pain (4)
-
ঝাঁকি দিয়ে উঠা Chest JERKS (10)
-
শিথিল-ঢিলা, অনুভূতি Chest LOOSE, sensation (2)
-
পিণ্ড, থাকার অনুভূতি Chest LUMPS, sensation, of (18)
-
শ্লেষ্মা, ডানদিকে Chest MUCUS, in right (1)
-
নখ, যেন ডান বক্ষের গভীরে Chest NAIL, deep in right (1)
-
সরু-সংকীর্ণ যেন Chest NARROW, as if too (3)
-
বমিভাব, অনুভূত Chest NAUSEA, felt in (1)
-
অস্থি পচন, বক্ষাস্থির Chest NECROSIS, sternum (1)
-
ক্ষুদ্র আব Chest NODULES (7)
-
অসাড়তা Chest NUMBNESS (13)
-
খোলা, এমন অনুভূতি যেন Chest OPEN, sensation as if (1)
-
চাপবোধ Chest OPPRESSION (230)
-
অত্যধিক উত্তেজনা, রক্তের Chest ORGASM, of blood (34)
-
বেদনা Chest PAIN, (192)
-
ঘর্ম Chest PERSPIRATION (52)
-
পিটচেই Chest PETECHIAE (3)
-
চিমটি কাটার ন্যায় বেদনা Chest PINCHING, pain (30)
-
ছিপি দ্বারা বন্ধ করা, অনুভূতি Chest PLUG, sensation of (8)
-
চেপেধরার মতো বেদনা Chest PRESSING, pain (143)
-
স্পন্দিত হওয়া Chest PULSATION (50)
-
ধুম্ররোগ Chest PURPURA (2)
-
ফুসকুড়ি Chest RASH (20)
-
ঘষা লাগা-খর্খর শব্দ করা Chest RASPING (1)
-
কাঁচা, বেদনা Chest RAW, pain (86)
-
অস্থিরতা Chest RESTLESSNESS, in (4)
-
বাতজ বেদনা Chest RHEUMATIC pain (33)
-
গুড়গুড়-গজরানি, বাম বক্ষে, নিজ কানে শোনাযায় Chest RUMBLING, audible, left (1)
-
ক্ষতচিহ্ন, পেকে ত্তঠা Chest SCARS, suppurating (1)
-
চাঁচার মতো বেদনা Chest SCRAPING, pain (1)
-
চুলকান বেদনা Chest SCRATCHING, pain (4)
-
স্পর্শকাতর Chest SENSITIVE (11)
-
কম্পন, কাশি অবস্থায় Chest SHAKING, of, during cough (6)
-
তীক্ষ্ণ বেদনা Chest SHARP, pain (199)
-
অভিঘাত Chest SHOCKS, in (28)
-
কম্পন-থরথর Chest SHUDDERING (2)
-
ছোট, বক্ষ যেন ছোট এমনটি মনেহয় Chest SMALL, chest feels too (3)
-
ধোঁয়া, যেন Chest SMOKE, as if (5)
-
প্রদাহিত স্পর্শকাতর বেদনা Chest SORE, pain (126)
-
আক্ষেপিক নড়াচড়া করে উঠে বক্ষে Chest SPASMODIC, motion in (1)
-
আক্ষেপ, বক্ষে Chest SPASMS, chest (55)
-
গোঁজ বিদ্ধ বেদনা, ডানদিকের নিম্ন পায়েঁজর কাঠিতে Chest SPLINTER, pain, in right lower ribs (1)
-
ক্ষুদ্র স্থানে, চুলকানি Chest SPOTS, itching (3)
-
মচকান যেন Chest SPRAIN, as from (10)
-
পিষণ করার অনুভূতি Chest SQUEEZING, sensation (13)
-
ছুরিকাঘাত বেদনা Chest STABBING, pain (3)
-
স্থিরতা-অবরুদ্ধতা, রক্তের Chest STAGNATION, of blood (1)
-
লাঠিপেটা বেদনা, ফুসফুসে, যেন পাঁজর কাঠিতে Chest STICKING, pain, lung, as if ribs into (1)
-
শক্ত ভাব Chest STIFFNESS (4)
-
হুল ফুটার ন্যায় বেদনা Chest STINGING, pain (5)
-
অতিভোজন করেছে, যেন এমন অনুভূতি Chest STUFFED up, as if (3)
-
পুঁজ হওয়া, বক্ষের গভীরে Chest SUPPURATION, deep in (1)
-
স্ফীতি Chest SWELLING (11)
-
ছিন্নকর বেদনা Chest TEARING, pain (44)
-
টানবোধ, কণ্ঠাস্থিতে Chest TENSION, clavicles (3)
-
সুড়সুড়করণ, অনুভূতি, ডান পার্শের ছোট পাঁজর কাঠিতে Chest TICKLING, sensation, in ticking, in short ribs, right (1)
-
ঝিনঝিন কর Chest TINGLING (11)
-
কম্পিত Chest TREMBLING (32)
-
ক্ষুদ্র স্ফীতি Chest TUBERCLES (4)
-
ঘোর-পাক খাচ্ছে, কোনো কিছু যেন বক্ষে Chest TURNING, over, chest, as if something were (12)
-
মোচড়ানো Chest TWISTING (1)
-
আকস্মিক টান, পেশীতে Chest TWITCHING, muscles, in (21)
-
ক্ষতকর বেদনা Chest ULCERATIVE, pain (12)
-
ক্ষত Chest ULCERS (3)
-
আমবাত Chest URTICARIA (5)
-
বাষ্প যেন Chest VAPOUR, in, as if (1)
-
মখমলের কোমল পোশাকের মতো অনুভূতি বক্ষে Chest VELVETY, sensation, in chest (1)
-
ফোস্কা Chest VESICLES (15)
-
উষ্ণতা, অনুভূতি Chest WARMTH, sensation, of (11)
-
আঁচিল, বক্ষাস্থিতে Chest WARTS, sternum (1)
-
পানি, রয়েছে এমন অনুভূতি Chest WATER, sensation of, in (5)
-
দুর্বল, বক্ষ Chest WEAK, chest (69)
-
ভারী কিছু, বক্ষগহ্বর থেকে উদরে পরে যাওয়ার অনুভূতি Chest WEIGHT, weight seems to fall from pit of chest to abdomen (1)
-
মদ্য পানে, বৃদ্ধি Chest WINE, agg. (1)
-
স্টার্নামের অগ্রাংশ, অনুপস্থিত Chest XYPHOID bone, absent (1)