চিনিনাম সালফিউরিকাম CHININUM SULPHURICUM [Chin-s]

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Chin-s মাথার ভিতর যেন কলের যাঁতা ঘুরতেছে এরূপ অনুভূত হয়।
Chin-s কানের ভিতর বিশেষত বাম কানে অল্পক্ষনস্থায়ী স্নায়ুশৃল, প্রতিবার একই সময়ে আরম্ভ হয়।
Chin-s শরীর অত্যন্ত দুর্বল ও অবসন্ন, সামান্য পরিশ্রম করলেই হৃদপিন্ডের ধুকধুকানি বাড়ে।
Chin-s পিঠের শিরদাঁড়া টিপলে বেদনা অনুভূত হয়।
Chin-s মাথার পিছন হতে কপাল পর্যন্ত ব্যথা।
Chin-s বাম চোখ নাচে বিশেষত সন্ধার সময়ে।
Chin-s জ্বরের শীত অবস্থায় শিরাগুলি ফোলা ও ব্যথাযুক্ত হয়।
Chin-s ঘাম হয়ে রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, বসে থাকলে মাথায় প্রচুর ঘাম হয়।

উচ্চতর শক্তির একমাত্ৰা চিনিনাম সালফ কোন কোন সময় চাপা পড়া ম্যালেরিয়া রোগ ফিরিয়ে আনতে পারে এবং রোগের আক্রমণ কাল ফিরে আসে। ম্যালিরিয়া রোগের উপর এই ঔষধের প্রভাব সন্দেহাতীত, হোমিওপ্যাথিতে এই ঔষধ খনই নির্দেশিত হবে, যখন সুস্থভাবে নির্দিষ্ট সময় পর পর রোগ গলক্ষণের প্রকাশ এবং শির দাঁড়ায় অনুভূতি প্রবণতা লক্ষণ দুটি পাওয়া যাবে।তরুণসন্ধিবাত।বহুসন্ধির গেঁটে বাত। চুলকানি ও সরলান্ত্রের রক্তপার্থক্য। পুরাতন নেফ্রাইটিস রোগের লক্ষণাবলী। চক্ষু গোলকের পশ্চাৎ অংশের স্নায়ুশূল এবং হঠাৎ করে দৃষ্টিশক্তির লোপ। রক্তবহানলী সূতার মত। হিক্কা।

রক্ত– অত্যন্ত দ্রুতগতিতে লোহিত রক্তকণিকার পরিমাণ কমাতে থাকে এবং এই সংঙ্গে হিমোগ্লবিনের পরিমাণ কমতে থাকে তৎসহ শরীর থেকে ক্লোরাইডের নিঃসরণের পরিমাণের বৃদ্ধি। রক্তে বহু নিউক্লিয়াসযুক্ত শ্বেতকণিকার আধিক্য দেখা যায়।

মাথা কপালে ও রগের দিকে বেদনা। দুপুরের দিকে ধীরে ধীরে বৃদ্ধি পায়। ম্যালেরিয়া রোগজনিত কারণে মাথার যন্ত্রণা, তৎসহ মাথাঘোরা ও মাথার ভিতর দপদপানি। বামদিকে বেশী হয়। রাস্তায় চলাফেরার সময় পড়ে যায়। পুনরায় উঠে দাঁড়াতে অক্ষম। দৃষ্টিশক্তির ক্ষীণ।

কান কানের ভিতর প্রচণ্ড ঝিন্ ঝিন, বুজ বুজ, ও গর্জনের মত শব্দ, তৎসহ বধিরতা।

মুখমণ্ডল চোখের নীচের অংশ থেকে স্নায়ুশূল শুরু হয়; চোখের ভিতর এবং চোখের চারিপাশে প্রসারিত হয়। ঠিক নিদির্ষ্ট সময়ে বেদনা ফিরে আসে; চাপে উপশম।

মেরুদণ্ড পিঠের উপর থাকা শিরদাঁড়ায় কশেরুকাগুলি অতিরিক্ত অনুভূতি প্রবণ; চাপ দিলে বেদনা। শেষ গ্রীবা কশেরুকা অনুভূতি প্রবণ। বেদনা মাথা ও ঘাড় পর্যন্ত প্রসারিত হয়।

প্রস্রাব রক্তমিশ্রিত। ঘোলাটে, পিচ্ছিল, কাদার মত রঙ। চর্বির মত তলানিযুক্ত। সামান্য পরিমাণে ইউরিয়া ও ফসফরিক অ্যাসিড তৎসহ অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড ও ক্লোরাইডের আধিক্য দেখা যায়। তৎসহ শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থা থেকে কম হয়। প্রচুর প্রস্রাব। প্রস্রাবে অ্যালবিউমিনের উপস্থিতি।

চামড়া চুলকায়; লালবর্ণের উদ্ভেদ, আমবাত, জন্ডিস, ফোস্কা, পূজযুক্ত উদ্ভেদ, পাপিউরা। অতিরিক্ত অনুভূতি প্রবল, চামড়া কুঁচকানো।

জ্বর শীতভাব দৈহিক বিকাল তিনটার সময় দেখা দেয়। শীত করার সময় শরীরের বিভিন্ন অংশে বেদনাযুক্ত শিরাস্ফীতি। এমনকি গরম ঘরের ভিতর থাকলেও কাঁপুনি হয়। দুঃসহ যন্ত্রণা। শরীরের তাপমাত্রা স্নায়বিক অবস্থার থেকে কম।

সম্বন্ধতুলনায়চিনিনাম স্যালিসিল (বধিরতা, কর্ণনলীর প্রদাহ)। আর্সেনিক; ইউপেটোরিয়াম; মিথাইলব্লু; ক্যাম্ফর-মোনো-ব্রোমাইড (বলা হয় এই ঔষধটি কুইনিনের কাজ বাড়িয়ে দিয়ে থাকে এবং এই কাজকে অধিক মাত্রায় স্থায়ী হতে সাহায্য করে।

বাজা এটি একটি পূর্ব ভারতীয় ঔষধ বিশেষ (বলা হয় যে সকল প্রকার সবিরাম জ্বর এই ঔষধের আয়ত্তের মধ্যে পড়ে। দপদপ করে মাথার যন্ত্রণা, চক্ষুরক্তবর্ণ, মুখমণ্ডলে থেকে আগুনের হল্কা বেরুতে থাকে। যকৃৎ ও প্লীহায় বিবৃদ্ধি। শোথ। এছাড়াও প্যামবোট্যানো, সবিরাম জ্বর, মেক্সিকোদেশের ঔষধ বিশেষ।

ঔষধ পার্থেনিয়াম; নেট্রামমিউর; ল্যাকেসিক; আর্নিকা, পালসেটিলা।

শক্তি ১x থেকে ৩x বিচূর্ণ; এছাড়াও ৩০ শক্তি এবং উচ্চতর।

Chin-s : Chininum Sulphuricum
Neuralgias. Vertigo with tinnitus. Cervico-dorsal spine aches. Acute articular rheumatism. Periodicity.


COMMON NAME:

Quinine Sulphate.


A/F:

-Anticipation

-Foreboding

-Presentiment

-Indignation


MODALITIES:

< EXACT PERIODICITY

< Cold

< 10 – 11 a.m.

< Turning head to left

> Yawning

> Pressure

> Bending forwards


MIND:

– Feeling of impending evil.

– ANXIETY ABOUT FUTURE.

– FEAR OF MISFORTUNE, of animals.

– Weakness of mind, abundant ideas at night.

– Making many plans in the evening.

– Memory muddled, thoughts not clear.

– Lost power of naming objects. Makes mistakes, uses wrong words, putting R for L or vice versa.

– Indolence on waking in the morning.

– Indifference to pleasure. Indifference during fever, in typhus.

– Delirium during fever, at night while lying quietly on back.

– Delirium jumps out of bed and escapes, CRIES, SHRIEKS.

– Discouraged.

– Sadness, despondency, dejection, mental depression, gloom, melancholy in afternoon, in small pox.

– Weeping in spinal irritation.

– Dullness, sluggishness, difficulty in thinking and comprehending.

– Prostration of mind, mental exhaustion, brain fag from convulsions.

– Unconsciousness, coma, stupor, semi-consciousness in spinal irritation after delivery parturition after puerperal convulsions.

– SENSITIVE, OVERSENSITIVE to external influences.

– Excitement as after coffee.

– Restlessness with heat.

– Anxiety for others, anxiety about finances.


GUIDING INDICATIONS:

-In blood, causes rapid decease of RBCs and decrease of Haemoglobin and tendency to leucocytosis.

-DEBILITY; caused by considerable loss of fluids, particularly after weakening loss of blood.

-INTERMITTENT NEURALGIC PAINS in various parts.

-PERIODICITY; symptoms return periodically on alternate days or ante pone.

-Whirling in head like a mill wheel.

-Vertigo and buzzing in ears (Sal-ac), difficult breathing and sickness in stomach.

-Intermittent headache, violent throbbing and vertigo, heat in face, involuntary closing of eyes from prostration.

-Headache from occiput to forehead, comes on during sleep especially at 3 a.m.

-Sees objects only when looking at them sideways (Lil-t, Olnd).

-Noises in ears < during chill < DURING VERTIGO.

-Meniere’s disease, roaring in ears, deafness.

-Tongue, white, thick yellow fur, yellow at root or clean.

-Increased appetite; at night, after eating.

-DESIRE FOR SWEETS.

-FLATULENCE.

-Painful enlargement of spleen after intermittent fever.

-GREAT SENSITIVENESS OF CERVICO-DORSAL VERTEBRAE (5th cervical- 3rd dorsal), very sensitive to pressure and lying down and oppression of chest.

-Acute articular rheumatism.

-Fever-Distinct chill, heat, sweat stages and perfect pyrexia.

– Anticipating chills. Chills daily at 3 p.m.

– Subnormal temperature.

– Increasing fever and prostration and profuse night sweats.

– Profuse sweats > but exhausts.

– THIRST IN ALL STAGES.

-Red rash all over the body and severe stinging followed by desquamation.


KEYNOTES:

1. Sees objects only when looking at them sideways.

2. DESIRE FOR SWEETS.

3. Tongue white, thick yellow fur, yellow at root or CLEAN.

4. GREAT SENSITIVENESS OF CERVICO-DORSAL VERTEBRAE.


CONFIRMATORY SYMPTOMS:

1. ANXIETY ABOUT FUTURE.

2. FEAR OF MISFORTUNE.

3. DEBILITY; caused by considerable loss of fluids; particularly after weakening loss of blood.

4. Intermittent neuralgic pains in various parts.

5. PERIODICITY; symptoms return periodically on alternate days or ante pone.

6. Noises in ears < during chill < DURING VERTIGO.

7. FLATULENCE.

8. GREAT SENSITIVENESS OF CERVICO-DORSAL VERTEBRATE (5th cervical to 3rd dorsal), very sensitive to pressure and lying down and oppression of chest.

9. Distinct chill, heat, sweat stages and perfect pyrexia.

10 THIRST IN ALL STAGES of fever.


NUCLEUS OF REMEDY:

-Always indicated when there is marked periodicity and spinal sensitiveness.

-Inflammatory state of the tissue and nerves.

-Chronic interstitial nephritis.

-ACUTE ARTICULAR RHEUMATISM. Acute arthritis, especially if associated with erythematic nodosum.

-Retrobulbar neuritis with sudden loss of sight.


CLINICAL:

-Meniere’s syndrome (Cocc, Phos, Sil).

-Erythema nodosum.

-Lumbago.

-Recurring fever. Malaria.


REMEDY RELATIONSHIPS:

Compare : Apis, Ars, Bry, Carb-a, Eup-per, Nux-v, Puls, Stann, Staph.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *