Chir | উৎসাহশূন্য মন, আলস্য, সর্বদা শুয়ে থাকার ইচ্ছা, প্রথমে দুই রগে, পরে সমস্ত মাথায় বেদনা, মাথায় শীত বোধ। |
Chir | অত্যন্ত দূর্বলতা, বিশেষত পায়ে, হাঁঠতে গেলে যেন পা ভেঙে পরে, আঙুলে ঝিঁ ঝিঁ লাগে। |
Chir | চোখে প্রচুর জ্বালা, নাক হতে গরম ঝলকা বের হতে থাকে, কানের মধ্যে শোঁ শোঁ, গুম গুম শব্দ হয়। |
Chir | সকালে মুখে তিতো স্বাদ ও দুর্গন্ধ, জিহ্বা ভারি, কথা বলতে বলতে জড়িয়ে আসে, জিহ্বার মাঝখানে পুরু হলুদ ময়লা। |
Chir | প্লীহা ও লিভারে বেদনা, পেটে বায়ু জমে। |
Chir | কিডনিতে বিশেষত ডান কিডনিতে চিনচিনে ব্যথা, প্রস্রাব করবার সময় জ্বালা ও লালচে বর্ণের প্রস্রাব। |
Swer-ch : Swertia Chirata, Gentiana Chirata