কেলোষ্ট্রিনাম CHOLESTERINUM [Chol]

চোখের মনির ভিতর সাদা হয়ে গেলে বিশেষ উপকারী।
লিভারের রক্তাধিক্য যদি সহজে দূর না হয় বা লিভারের ক্যানসার হয়েছে বলে সন্দেহ হলে এটি অতি ফলপ্রদ ঔষধ, ডাঃ বার্নেট এ ঔষধ দ্বারা বহু লিভারের ক্যানসার আরোগ্য করেছেন।

যকৃতের ক্যান্সার। যকৃতে দুর্দমনীয় জাতীয় রক্তাধিক্য। শরীরের পাশের দিকে জ্বালাকর যন্ত্রণা; হাঁটার সময় হাতদুটি শরীরের ধার থেকে সরিয়ে রাখে, নইলে তীব্র আঘাত লাগে। চোখের দৃষ্টির অস্বচ্ছতা, জন্ডিস; পিত্ত পাথুরি। কোলেষ্টেরাইন, লিসিথিনের বিপরীত ধর্মী। অনুমান করা হয় উভয় ঔষধই, শরীরের অজানা অংশের হওয়া অর্বুদের উপর কাজ করে। পিত্তপাথুরি ও অনিদ্রা।

সম্বন্ধ তুলীয়-টিউরোকোলেট অফ সোড়া-হোমিওপ্যাথিতে ডাঃ আই. পি. টেসিয়াং তাঁর এক অত্যন্ত আকর্ষক অনুসন্ধ্যানে দেখেছেন যে, পিত্ত এবং এর বিভিন্ন ধরণের লবণ, যকৃতের উপসর্গসমূহ প্রকৃতির উপর বেশ কয়েকবার পরীক্ষা করে দেখেছেন যে টিউটকোলেট অফ সোডা, হোমিওপ্যাথির একটি উল্লেখযোগ্য ঔষধ বিশেষ করে হাইপোগ্লোবিউলার অ্যানিমিয়ার ক্ষেত্রে। এই ঔষধের বিষাক্ততা, পরিষ্কার করে তা প্রমান করে দেয়, এবং এছাড়াও এটি প্লীহার বিবৃদ্ধির একটি ঔষধ বিশেষ। তিনি তাঁর জ্ঞান থেকে আমাদের আরো বলেছেন যে, এই ঔষধটি শ্বাসকষ্ট, ফুসফুসের তরুন শোথ, এবং প্রচন্ড জোরে-জোরে হৃদস্পন্দন উৎপন্ন করে।

শক্তি ৩য় শক্তি।

 

Chol : Cholesterinum
Gall stone colic.


SOURCE:

Nosode- found in blood, brain, yolk of egg, seeds and buds of plants; abundant in bile and biliary calculi.


MODALITIES:

< Touch or jar

< Lying on side

< Bending or sudden motion.


MIND:

-Delusions of talking with dead people.

-Confusion of mind – incoherent delirium.

-Shreiking, shouting, screaming on waking.


GUIDING INDICATIONS:

-It is a useful remedy for obstinate hepatic enlargements, for cancer of the liver, for obstinate gall stones; for vitreous opacities and obstinate jaundice.

-Cholesterine is the physiological opponent of Lecithin, thus both seem to play some unknown part in the growth tumours.

-Gallstone colic, almost specific, attacks come and go suddenly pushing pain in the region of the bile duct and region of the liver is sore, sensitive to touch or jar < lying on side.

-Burning pain in side of abdomen, on walking holds his hand on side, hurts him so.


KEYNOTES:

-Used for obstinate hepatic engorgements, cancer of liver.


NUCLEUS OF REMEDY:

-Obstinate hepatic engorgements, malignant affections affecting the lobe of the liver and what lies between it and the pylorus and the pancreas.


CLINICAL:

-Almost specific for gallstone colic.

-Cholesterinum 30 has a beneficial effect on many patients suffering from coronary insufficiency when other remedies fail or there are no clear cut indications for any other remedy.

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *