কোরিয়া বা নর্তন রোগ কি? | What is Chorea?
কোরিয়া (Chorea) হল একটি মুভমেন্ট ডিসঅর্ডার যা ব্রেইনের গভীরে বেসাল গ্যাংলিয়া স্নায়ুর গঠনে কিছু ত্রুটির কারণে তৈরি হয়। এরফলে হাত-পা ও মুখের অনৈচ্ছিক নড়াচড়া হয়। কোরিয়া গ্রীক শব্দ অর্থ হলো নাচা বা নর্তন করা।
কোরিয়ার লক্ষণসমূহ? | Symptoms of Chorea:
কোরিয়ায় আক্রান্ত রোগী তার অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া নিজে কন্ট্রোল করতে পারে না অথবা স্থির রাখতে পারে না। অঙ্গপ্রত্যঙ্গের অনৈচ্ছিক এ নড়াচড়া নানান রকম ভঙ্গিতে হতে পারে নিম্নে ভঙ্গিসমূহ উল্লেখ করা হলো
- মাইল্ড: অঙ্গপ্রত্যঙ্গের অনৈচ্ছিক হালকা নড়াচড়া, এরফলে রোগীর স্বাভাবিক জীবন যাত্রায় খুব একটা কষ্ট হয় না।
- মিল্ক-মেইড গ্রীপ (Milkmaid’s grip): দুধ দোহন করার মতো অবস্থা, উদাহরণস্বরূপ কেহ যদি গরুর দুধ দোহন করে তাহলে নিপলে চেপে ধরে টানবে অতঃপর ছেড়ে দিবে, অনুরূপভাবে রোগীর পেশিতে দোহন করার মতো পরিস্থিতি তৈরি হয় তাকে মিল্ক-মেইড গ্রীপ বলা হয়।
- জ্যাক-ইন-বক্স জিহ্বা (Jack-in-the-box tongue): কোরিয়ায় আক্রান্ত রোগী যদি তার জিহ্বা বের করে তখন এটা বিভিন্ন রকম নড়াচড়া করতে থাকে এ উপসর্গটিকে হারলেকুইন টাং (Harlequin’s tongue) নামেও ডাকা হয়।
- স্বাতন্ত্রীক চলাফেরা (Distinctive gait): কোরিয়ায় আক্রান্ত রোগীদের হাঁটাচলার একটি স্বতন্ত্রভাব রয়েছে যা নিউরোলজিস্ট দ্বারা স্বীকৃত।
- অ্যাথেটোসিস (Athetosis): কোরিয়ায় আক্রান্ত রোগীর অঙ্গ মোচর খাওয়া ও গুঁটিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, যার গতি ও তীব্রতা স্লো।
- কোরিওথেটোসিস (Choreoathetosis): কোরিওথেটোসিস হল কোরিয়া এবং অ্যাথেটোসিসের মিশ্রণ, যার গতি ও তীব্রতা মাঝারি।
- ব্যালিজম বা ব্যালিসমাস (Ballism or ballismus): এ প্রকারের কোরিয়ার গতি অত্যধিক পরিমাণ। আক্রান্ত রোগী তার অঙ্গপ্রত্যঙ্গ সজোরে নিক্ষেপ করে।
কোরিয়ার রোগ নির্নয় | Diagnosis of Chorea:
- ১. ডাক্তার প্রয়োজন অনুভব করলে ইনফেকশন, লুপাস, থাইরয়েড লেভেল, এন্ড্রোক্রাইন তন্ত্র ও মেটাবলিক অস্বাভাবিকতা নির্ণয় করার জন্য রক্ত পরীক্ষাসমূহ দিতে পারেন
- ২. ব্রেইনের অস্বাভাবিকতা নির্ণয়ের জন্য MRI scan অথবা CT scan পরীক্ষা করাতে পারেন।
- ৩. Huntington’s disease এর জিন আছে কিনা তা নির্ণয় করার জন্য পরীক্ষা করাতে পারেন।
রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:
রুব্রিক | CHOREA, CHILDREN WHO HAVE GROWN TOO FAST: (2) |
অর্থ | খুব দ্রুত বেড়ে উঠছে এমন শিশুদের নর্তন রোগ |
ঔষধ | 1 Phos, 1 Calc-p, |
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন