ক্লাসরুম

হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেয়ার প্রশিক্ষণ

আমার দেয়া কৌশল বা শিক্ষা পদ্ধতি অনুসরণ করে যিনি অন্তত ১ বৎসর নিয়মিত চর্চা করবেন, তিনি অবশ্যই সফল ও জ্ঞানী হোমিওপ্যাথ হওয়ার রাজপথে পরিচালিত হবেন, অপর্যাপ্ত জ্ঞানের জড়তা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

– শিক্ষা পদ্ধতিটি পরীক্ষিত ও প্রমাণিত।

[videogallery id=”Class”]

অনুশীলন কৌশল

ভালো ডাক্তার হওয়ার লক্ষ্যে অনুশীলন কৌশল

এতে রয়েছে হোমিওপ্যাথি শিক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত রুপ।

আমার দেয়া কৌশল বা শিক্ষা পদ্ধতি অনুসরণ করে যিনি অন্তত ১ বৎসর নিয়মিত চর্চা করবেন, তিনি অবশ্যই সফল ও জ্ঞানী হোমিওপ্যাথ হওয়ার রাজপথে পরিচালিত হবেন, অপর্যাপ্ত জ্ঞানের জড়তা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

– শিক্ষা পদ্ধতিটি পরীক্ষিত ও প্রমাণিত।

পাঠ্য বিষয়:

১. অর্গাননের ২৯১ টি এফরিজমের সংক্ষিপ্ত পরিচিতি।

২. মেটেরিয়া মেডিকার ২৪০ টি ঔষধের মূল কথা প্রথমে শিখতে হবে ও পরে বিস্তারিত শিখতে হবে।

৩. রেপার্টরির ১১,০৪৫ টি মূল রুব্রিক ও ৬,৮৩৮ টি সাব রুব্রিক সহ মোট ১৭,৮৮৩ টি রুব্রিক শিখতে হবে।

এ রুব্রিক শিক্ষার মধ্যেই নিহিত রয়েছে

(ক) প্রায় সকল এনাটমি পরিচিতি।

(খ) প্রায় সকল রোগের নাম ও পরিচিতি।

(গ) প্রায় সকল লক্ষণ অনুসন্ধান কৌশল।

(ঘ) সকল  রোগের কেসটেকিং কৌশল।

(ঙ) সিমটম এনালাইসিস কৌশল।

(চ) সঠিক ঔষধ নির্বাচন কৌশল।

৪. কেসটেকিং ফর্ম।

৫. উল্লেখিত বিষয় সমূহকে ৪০ পাঠে বিভক্ত করে সুবিন্যস্ত করা হয়েছে।

 

শিক্ষা কৌশল: (২ বৎসর মেয়াদী)

  • প্রতিদিন সকালে একটি পাঠ ও বিকালে একটি পাঠ শুধু রিডিং পড়তে হবে।
  • সর্বমোট ৪০ পাঠ শেষ করতে ২০ দিন সময় লাগবে, এভাবে ২ বৎসর পড়তে হবে।
  • এক পাঠ পড়তে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট, ইংরেজিতে দুর্বল হলে সময় লাগবে ১ থেকে ১.৫ ঘণ্টা, নিয়মিত অনুশীলন করলে ধীরে ধীরে ইংরেজিতে দক্ষ হবেন ও সময় কম লাগবে।
  • প্রথম বৎসর শুধু রিডিং পড়বেন, বিশ্লেষণ করে পড়তে গেলে সময় ও ধৈর্য্য দুটাই নষ্ট হবে, পড়া শেষ করতে পারবেননা।
  • দ্বিতীয় বৎসর থেকে প্রতিটি বিষয় বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়বেন এবং বইয়ের শেষে দেয়া অনুশীলন পর্বের অনুরূপ নতুন নতুন অনুশীলন করতে থাকবেন।
  • তৃতীয় বৎসর থেকে প্রতিদিন একটি করে পাঠ সারাজীবন অনুশীলন করবেন, মেটেরিয়া মেডিকার ঔষধ সমূহকে বিস্তারিত ও তুলমূলক বিশ্লেষণ করে পড়বেন।
  • পড়ার সময় নিদ্রা চলে আসলে চেয়ারে বসে কিছু সময় ঘুমিয়ে আবারো পড়তে শুরু করবেন, যত কষ্টই হোক নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবেনা, ২/৩ ঘন্টা সময় লাগলেও শেষ করতে হবে, কারণ আপনার সাধনার উপর নির্ভর করছে আপনার পেশাদারিত্ব, রোগীর কল্যাণ ও হোমিওপ্যাথির মর্যাদা।

বৈজ্ঞানিক বিশ্লেষণ:

প্রথম বৎসর: মানব শিশু জন্ম নিয়ে প্রথম ১ বছরে বাবা-মায়ের কথা শুনে শুনে অনুকরণ করে অস্পষ্ট ভাবে মুখ দিয়ে নানা ধরনের শব্দ করতে থাকে, প্রতিক্রিয়া দেখায়, অন্যের কথা ও ইশারা বুঝতে পারে কিন্তু ঘুচিয়ে বলতে পারেনা।

  • অনুরূপ ভাবে যিনি প্রথম বৎসর ২ টি করে পাঠ শুধু রিডিং পড়বেন, তিনি মানুষের উঠা বসা, চলা ফিরা, কথা বার্তা, আচার ব্যবহার, এমনকি চোখ দেখেও লক্ষণ বুঝতে পারবেন, বুঝেগেছি এমন প্রতিক্রিয়া দেখাতে পারবেন, কিন্তু লক্ষণ সমূহকে সুবিন্যস্ত করে একটি ঔষধের সাথে মিলাতে পারবেননা।

দ্বিতীয় বৎসর: শিশু ২ বছরের মধ্যে দুই থেকে তিনটি শব্দ একসঙ্গে বলতে শিখে ফেলে,  কোন বাক্য সঠিক হয় কোনটা সঠিক হয়না, কিন্তু শিশু থামেনা, ভুল হোক বা শুদ্ধ হোক বলতেই থাকে, এটাই তার ভাষা শিক্ষার মৌলিক ভিত্তি, একে অবলম্বন করেই পরবর্তীতে দক্ষ বক্তা হয়।

  • অনুরূপ ভাবে অধ্যবসায়ী ডাক্তারগণ ২ বৎসর শেষে কয়েকটি লক্ষণ সুবিন্যস্ত করে একটি ঔষধের সাথে মিলাতে পারবেন, কিছু সঠিক হবে কিছু সঠিক হবেনা, কিন্তু থামা যাবেনা, ভুল হোক বা শুদ্ধ হোক চেষ্টা অব্যাহত রাখতে হবে, এটাই আপনার জন্য হোমিওপ্যাথি শিক্ষার মৌলিক ভিত্তি, একে অবলম্বন করেই পরবর্তিতে দক্ষ ডাক্তার হতে পারবেন ও হোমিওপ্যাথির মর্যাদাকে সমুন্নত করতে পারবেন।

 

একবার ভেবে দেখুন:

আপনি মাত্র ২ বৎসর নিয়মিত চর্চার মাধ্যমে-

১. অর্গাননের ২৯১ টি এফরিজম আত্মস্থ করেছেন।

২. মেটেরিয়া মেডিকার ২৪০ টি ঔষধ আত্মস্থ করেছেন।

৩. রেপার্টরির ১১,০৪৫ টি মূল রুব্রিক ও ৬,৮৩৮ টি সাব রুব্রিক সহ মোট ১৭,৮৮৩ টি রুব্রিক আত্মস্থ করেছেন।

এ রুব্রিক শিক্ষার মাধ্যমেই আত্মস্থ হয়েছে।

(ক) প্রায় সকল এনাটমি পরিচিতি।

(খ) প্রায় সকল রোগের নাম ও পরিচিতি।

(গ) প্রায় সকল লক্ষণ অনুসন্ধান কৌশল।

অতঃপর আমি দায়িত্ব নিয়ে বলছি: আপনি অবশ্যই সফল ও জ্ঞানী হোমিওপ্যাথ হওয়ার রাজপথে পরিচালিত হবেন, এ পথই আপনাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে।

আমি অনুরোধ করে বলছি: মানবতার কল্যাণের লক্ষে কৃচ্ছ সাধনায় আত্মনিয়োগ করুণ, এতেই আপনার নিশ্চিত সাফল্য অর্জিত হবে ইনশাল্লাহ।

– ডাঃ এ আলম হোসাইনী

পাঠ - ১১

পাঠ -১১

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
১১. সদৃশ নীতি -১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
CANNABIS INDICA [Cann-i]
CANNABIS SATIVA [Cann-s]
CANTHARIS VESICATORIA [Canth]
CAPSICUM ANNUM [Caps]
CARBO ANIMALIS [Carb-an]
CARBO VEGEGTABILIS [Carb-v]
রেপার্টরি
Mind অধ্যায়ের ৫০১ থেকে ৫৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Chills অধ্যায়ের ১০৫ টি মূল রুব্রিক:
Constitution অধ্যায়ের ৭১ টি মূল রুব্রিক:
Enviroment অধ্যায়ের ৪০ টি মূল রুব্রিক:
Liver – JAUNDICE এর ৭৪ টি সাব রুব্রিক:
Lungs – ASTHMA এর ১২৬ টি সাব রুব্রিক:

পাঠ - ১২

পাঠ -১২

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
১২. সদৃশ নীতি -১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
CARBOLICUM ACIDUM [Carb-ac]
CARCINOSIN BURNETT [Carc]
CARDUUS MARIANUS [Card-m]
CARICA PAPAYA [Carica]
CAULOPHYLLUM THALICTROIDES [Caul]
CAUSTICUM HAHNEMANII [Caust]
রেপার্টরি
Mind অধ্যায়ের ৫৫১ থেকে ৬০০ পর্যন্ত মূল রুব্রিক:
Coughing অধ্যায়ের ৩১৪ টি মূল রুব্রিক:
Lungs – EXPECTORATION এর ১০৮ টি সাব রুব্রিক:

পাঠ - ১৩

পাঠ -১৩

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
১৩. বিসদৃশ চিকিৎসা দর্শন-১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
CHAMOMILLA VULGARIS [Cham]
CHELIDONIUM MAJUS [Chel]
CHIMAPHILA UMBELLATA [Chim]
CHINA or CINCHONA OFFICINALIS [Chin]
CHININUM SULPHURICUM [Chin-s]
CHIONANTHUS VIRGINICA [Chion]
রেপার্টরি
Mind অধ্যায়ের ৬০১ থেকে ৬৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Ear অধ্যায়ের ১৩০ টি মূল রুব্রিক:
Elbows অধ্যায়ের ৬৫ টি মূল রুব্রিক:
Glands অধ্যায়ের ৬৪ টি মূল রুব্রিক:
Male – EJACULATION এর ৩৭ টি সাব রুব্রিক:
Male – PROSTATIC fluid এর ২০ টি সাব রুব্রিক:
Male – ERECTIONS, penis এর ৬০ টি সাব রুব্রিক:
Male – IMPOTENCY, male এর ৩৬ টি সাব রুব্রিক:

পাঠ - ১৪

পাঠ -১৪

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
১৪. বিসদৃশ চিকিৎসা দর্শন-২
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
CHOLESTERINUM [Chol]
CICUTA VIROSA [Cic]
CINA MARITIMA [Cina]
CINNABARIS [Cinnb]
CINNAMONUM CEYLANICUM [Cinnam]
CLEMATIS ERECTA [Clem]
রেপার্টরি
Mind অধ্যায়ের ৬৫১ থেকে ৭০০ পর্যন্ত মূল রুব্রিক:
Emergency অধ্যায়ের ১৫১ টি মূল রুব্রিক:
Hip অধ্যায়ের ৯৩ টি মূল রুব্রিক:
Male – SEMINAL, emissions এর ৮৪ টি সাব রুব্রিক:
Male – SEXUAL এর ১৭ টি সাব রুব্রিক:
Male – SEXUAL, desire এর ২০ টি সাব রুব্রিক:
Mind – ABSENT minded এর ৩৬ টি সাব রুব্রিক:

পাঠ - ১৫

পাঠ -১৫

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
১৫. বিসদৃশ চিকিৎসা দর্শন-৩
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
COBALTUM METALLICUM [Cob]
COCCULUS INDICUS [Cocc]
COFFEA CRUDA [Coff]
COFFEA TOSTA [Coff-t]
COLCHICUM AUTUMNALE [Colch]
COLLINSONIA CANADENSIS [Coll]
রেপার্টরি
Mind অধ্যায়ের ৭০১ থেকে ৭৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Eye অধ্যায়ের ২৪৩ টি মূল রুব্রিক:
Mind – ANGER এর ১০৮ টি সাব রুব্রিক:
Mind – ANSWERS এর ৪৫ টি সাব রুব্রিক:

পাঠ - ১৬

পাঠ -১৬

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
১৬. সদৃশ রোগ -১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
COLOCYNTHIS [Coloc]
CONDURANGO [Cond]
CONIUM MACULATUM [Con]
CRATAEGUS OXYACANTHA [Crat]
CROTALUS HORRIDUS [Crot-h]
CROTON TIGLIUM [Croto-t]
রেপার্টরি
Mind অধ্যায়ের ৭৫১ থেকে ৮০০ পর্যন্ত মূল রুব্রিক:
Face অধ্যায়ের ১৪৮ টি মূল রুব্রিক:
Joint অধ্যায়ের ৯৯ টি মূল রুব্রিক:
Mind – ANXIETY এর ২৫৩ টি সাব রুব্রিক:

পাঠ - ১৭

পাঠ -১৭

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
১৭. সদৃশ রোগ -২
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
CUPRUM METALLICUM [Cupr]
DIGITALIS PURPUREA [Dig]
DIOSCOREA VILLOSA [Dios]
DIPHTHERINUM [Diph]
DOLICHOS PRURIENS [Dol]
DROSERA ROTUNDIFOLIA [Dros]
রেপার্টরি
Mind অধ্যায়ের ৮০১ থেকে ৮৪৬ পর্যন্ত মূল রুব্রিক:
Feet অধ্যায়ের ১২৬ টি মূল রুব্রিক:
Intestines অধ্যায়ের ১০৭ টি মূল রুব্রিক:
Mind – AVERSION এর ৩২ টি সাব রুব্রিক:
Mind – CHEERFUL এর ৫৫ টি সাব রুব্রিক:
Mind – CONFUSION এর ১০৪ টি সাব রুব্রিক:

পাঠ - ১৮

পাঠ -১৮

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
১৮. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি -১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
DULCAMARA [Dulc]
ECHINACEA ANGUSTIFOLIA [Echi]
AEGLE FOLIA [Aegle-f]
AESCULUS HIPPOCASTANUM [Aesc]
AETHUSA CYNAPIUM [Aeth]
EUCALYPTUS GLOBULUS [Eucal]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ১ থেকে ৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Female অধ্যায়ের ১৬৫ টি মূল রুব্রিক:
Muscles অধ্যায়ের ৭৮ টি মূল রুব্রিক:
Mind – CRYING এর ১৪৩ টি সাব রুব্রিক:

পাঠ - ১৯

পাঠ -১৯

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
১৯. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি -২
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
EUPATORIUM PERFOLIATUM [Eup-per]
EUPHORBIUM RESINIFERA [Euph]
EUPHRASIA OFFICINALIS [Euphr]
FERRUM METALLICUM [Ferr]
FERRUM PHOSPHORICUM [Ferr-p]
FLUORICUM ACIDUM [Fl-ac]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ৫১ থেকে ১০০ পর্যন্ত মূল রুব্রিক:
Fever অধ্যায়ের ১৮৫ টি মূল রুব্রিক:
Lungs অধ্যায়ের ৬০ টি মূল রুব্রিক:
Mind – DELIRIUM এর ১৫৯ টি সাব রুব্রিক:

পাঠ - ২০

পাঠ -২০

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২০. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি -৩
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
FORMICA RUFA [Form]
GELSEMIUM SEMPERVIRENS [Gels]
GLONOINE [Glon]
GRAPHITES [Graph]
GRATIOLA OFFICINALIS [Grat]
GUAIACUM OFFICINALE [Guai]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ১০১ থেকে ১৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Food অধ্যায়ের ২০৯ টি মূল রুব্রিক:
Mind – DEPRESSION এর ১৫৯ টি সাব রুব্রিক:

পাঠ - ২১

পাঠ -২১

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২১. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি -৪
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
HAMAMELIS VIRGINICA [Ham]
HECLA LAVA [Hecla]
HELLEBORUS NIGER [Hell]
HELONIAS DIOICA [Helon]
HEPAR SULPHURIS CALCAREUM [Hep]
HYDRASTIS CANADENSIS [Hydr]
রেপার্টরি
Mind অধ্যায়ের ১৫১ থেকে ২০০ পর্যন্ত মূল রুব্রিক:
Generals অধ্যায়ের ৩৬৪ টি মূল রুব্রিক:
Mind – DULLNESS এর ৯১ টি সাব রুব্রিক:

পাঠ - ২২

পাঠ -২২

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২২. হোমিওপ্যাথি ও অ্যান্টিপ্যাথি -৫
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
HYOSCYAMUS NIGER [Hyos]
HYPERICUM PERFORATUM [Hyper]
IGNATIA AMARA [Ign]
IODIUM [Iod]
IPECACUANHA [Ip]
IRIS VERSICOLOR [Iris]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ২০১ থেকে ২৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Hand অধ্যায়ের ১৩৪ টি মূল রুব্রিক:
Neck অধ্যায়ের ১০৯ টি মূল রুব্রিক:
Mind – DESPAIR এর ৩৬ টি সাব রুব্রিক:
Mind – EXCITEMENT এর ৮৪ টি সাব রুব্রিক:

পাঠ - ২৩

পাঠ -২৩

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২৩. রোগ ও আরোগ্য -১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
JABORANDI [Jab]
JALAPA [Jal]
JONOSIA ASOKA OR SARACA INDICA [Joan]
JUSTICIA ADHATODA [Just]
KALI MURIATICUM [Kali-m]
KALI ARSENICOSUM [Kali-ar]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ২৫১ থেকে ৩০০ পর্যন্ত মূল রুব্রিক:
Head অধ্যায়ের ২৩৩ টি মূল রুব্রিক:
Hearing অধ্যায়ের ১৯ টি মূল রুব্রিক:
Mind – FEAR এর ৩২৯ টি সাব রুব্রিক:

পাঠ - ২৪

পাঠ -২৪

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২৪. রোগ ও আরোগ্য -২
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
KALI BICHROMICUM [Kali-bi]
KALI BROMATUM [Kali-br]
KALI CARBONICUM [Kali-c]
KALI PHOSPHORICUM [Kali-p]
KALI SULPHURICUM [Kali-s]
KALMIA LATIFOLIA [Kalm]
রেপার্টরি
Mind অধ্যায়ের ৩০১ থেকে ৩৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Headach অধ্যায়ের ৩৫৮ টি মূল রুব্রিক:
Mind – FRIGHTENED এর ২৩ টি সাব রুব্রিক:
Mind – GLOOMY এর ৬৪ টি সাব রুব্রিক:

পাঠ - ২৫

পাঠ -২৫

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২৫. রোগীলিপি -১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
KREOSOTUM [Kreos]
LAC-CANINUM [Lac-c]
LAC VACCINUM DEFLORATUM [Lac-d]
LACHESIS [Lach]
LACHNATHES TINCTORIA [Lachn]
LACTICUM ACIDUM [Lac-ac]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ৩৫১ থেকে ৪০০ পর্যন্ত মূল রুব্রিক:
Heart অধ্যায়ের ১৫৪ টি মূল রুব্রিক:
Kidneys অধ্যায়ের ৮৮ টি মূল রুব্রিক:
Mind – INDIFFERENCE এর ৯৮ টি সাব রুব্রিক:
Mind – INSANITY এর ১০৭ টি সাব রুব্রিক:

পাঠ - ২৬

পাঠ -২৬

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২৬. রোগীলিপি -২
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
LAPIS ALBUS [Lap-a]
LEDUM PALUSTRE [Led]
LILIUM TIGRINUM [Lil-t]
LOBELIA INFLATA [Lob]
LYCOPODIUM CLAVATUM [Lyc]
LYCOPUS VIRGINICUS [Lycps]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ৪০১ থেকে ৪৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Knees অধ্যায়ের ৮৫ টি মূল রুব্রিক:
Legs অধ্যায়ের ১৫৫ টি মূল রুব্রিক:
Mind – MOANING এর ৫৪ টি সাব রুব্রিক:
Mind – RESTLESSNESS এর ১১০ টি সাব রুব্রিক:

পাঠ - ২৭

পাঠ -২৭

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২৭. রোগীলিপি -৩
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
MAGNESIA CARBONICA [Mag-c]
MAGNESIA PHOSPHORICA [Mag-p]
MAGNESIA SULPHURICA [Mag-s]
MEDORRHINUM [Med]
MELILOTUS OFFICINALIS [Meli]
MEPHITIS PUTORIUS [Meph]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ৪৫১ থেকে ৫০০ পর্যন্ত মূল রুব্রিক:
Larynx অধ্যায়ের ৮৬ টি মূল রুব্রিক:
Limbs অধ্যায়ের ১৩৯ টি মূল রুব্রিক:
Mind – SIGHING এর ২৫ টি সাব রুব্রিক:
Mind – STARTLED এর ৫২ টি সাব রুব্রিক:
Mind – STUPEFACTION এর ৪৮ টি সাব রুব্রিক:
Mind – SUSPICIOUS এর ১৭ টি সাব রুব্রিক:

পাঠ - ২৮

পাঠ -২৮

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২৮. রোগীলিপি -৪
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
MERCURIUS CORROSIVUS [Merc-c]
MEZEREUM [Mez]
MILLEFOLIUM [Mill]
MORPHINUM [Morph]
MOSCHUS MOSCHIFERUM [Mosch]
MUREX PURPUREA [Murx]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ৫০১ থেকে ৫৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Liver অধ্যায়ের ১০২ টি মূল রুব্রিক:
Male অধ্যায়ের ১৬৭ টি মূল রুব্রিক:
Nose – CORYZA এর ৯৬ টি সাব রুব্রিক:
Nose – DISCHARGE এর ৮৪ টি সাব রুব্রিক:

পাঠ - ২৯

পাঠ -২৯

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
২৯. ভেষজ ও লক্ষণ পরিচয় -১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
MURIATICUM ACIDUM [Mur-ac]
NAJA TRIPUDIANS [Naja]
NATRUM CARBONICUM [Nat-c]
NATRUM MURIATICUM [Nat-m]
NATRUM SULPHURICUM [Nat-s]
NATRUM PHOSPHORICUM [Nat-p]
রেপার্টরি
Delusions অধ্যায়ের ৫৫১ থেকে ৬১৭ পর্যন্ত মূল রুব্রিক:
Mouth অধ্যায়ের ১৭৪ টি মূল রুব্রিক:
Nerves অধ্যায়ের ৪৩ টি মূল রুব্রিক:
Nose – OBSTRUCTED এর ৫৫ টি সাব রুব্রিক:
Nose – SNEEZING এর ৬১ টি সাব রুব্রিক:
Pregnancy – CHILDBIRTH এর ৫৭ টি সাব রুব্রিক:
Pregnancy – FETUS এর ৮ টি সাব রুব্রিক:

পাঠ - ৩০

পাঠ -৩০

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩০. ভেষজ ও লক্ষণ পরিচয় -২
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
NITRICUM ACIDUM [Nit-ac]
NUPHAR LUTEUM [Nuph]
NUX VOMICA [Nux-v]
OCIMUM CANUM [Oci]
OCIMUM SANCTUM [Oci-s]
OLEANDER [Olnd]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ১ থেকে ৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Nose অধ্যায়ের ১৬৪ টি মূল রুব্রিক:
Pelvis অধ্যায়ের ৭৮ টি মূল রুব্রিক:
Pregnancy – LABOR pains এর ৯৬ টি সাব রুব্রিক:
Pregnancy – MISCARRIAGE এর ৫৫ টি সাব রুব্রিক:
Pregnancy – POSTPARTUM এর ৩৫ টি সাব রুব্রিক:

পাঠ - ৩১

পাঠ -৩১

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩১. ভেষজ পরীক্ষা ও মেটেরিয়া মেডিকা রচনা
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
OLEUM JECORIS ASELLI [Ol-j]
OPIUM [Op]
OXALIC ACID [Ox-ac]
PAEONIA OFFICINALIS [Paeon]
PENICILLINUM [Penic]
PERTUSSIN [Per]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ৫১ থেকে ১০০ পর্যন্ত মূল রুব্রিক:
Perspiration অধ্যায়ের ১১০ টি মূল রুব্রিক:
Pregnancy অধ্যায়ের ১৪০ টি মূল রুব্রিক:
Pulse – FAST pulse এর ১৫১ টি সাব রুব্রিক:

পাঠ - ৩২

পাঠ -৩২

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩২. ঔষধের প্রয়োগ বিজ্ঞান ও চিকিৎসা-১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
PETROLEUM [Petr]
PHOSPHORIC ACIDUM [Ph-ac]
PHOSPHORUS [Phos]
PHYSOSTIGMA VENENOSA [Phys]
PHYTOLACCA DECANDRA [Phyt]
PICRICUM ACIDUM [Pic-ac]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ১০১ থেকে ১৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Pulse অধ্যায়ের ৫৯ টি মূল রুব্রিক:
Rectum অধ্যায়ের ১০৬ টি মূল রুব্রিক:
Shoulders অধ্যায়ের ৮২ টি মূল রুব্রিক:
Pulse – SLOW pulse এর ৭৭ টি সাব রুব্রিক:
Rectum – CONSTIPATION এর ৮৯ টি সাব রুব্রিক:

পাঠ - ৩৩

পাঠ -৩৩

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩৩. ঔষধের প্রয়োগ বিজ্ঞান ও চিকিৎসা-২
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
PLANTAGO MAJOR [Plan]
PLATINUM METALLICUM [Plat]
PLUMBUM METALLICUM [Plb]
PODOPHYLLUM PELTATUM [Podo]
PSORINUM [Psor]
PULSATILLA NIGRICANS [Puls]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ১৫১ থেকে ২০০ পর্যন্ত মূল রুব্রিক:
Skin অধ্যায়ের ১৭৯ টি মূল রুব্রিক:
Sleep অধ্যায়ের ৫৩ টি মূল রুব্রিক:
Rectum – DIARRHEA এর ১৯৬ টি সাব রুব্রিক:

পাঠ - ৩৪

পাঠ -৩৪

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩৪. ঔষধের প্রয়োগ বিজ্ঞান ও চিকিৎসা-৩
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
PYROGENIUM [Pyrog]
RADIUM BROMATUM [Rad-br]
RATANHIA PERUVIANA [Rat]
RAUWOLFIA SERPENTINA [Rauw]
RHEUM PALMATUM [Rheum]
RHODODENDRON CHRYSANTHUM [Rhod]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ২০১ থেকে ২৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Stomach অধ্যায়ের ১৬২ টি মূল রুব্রিক:
Toxicity অধ্যায়ের ৭৩ টি মূল রুব্রিক:
Rectum – FLATUS, rectal এর ৩৮ টি সাব রুব্রিক:
Rectum – HEMORRHOIDS এর ৯১ টি সাব রুব্রিক:

পাঠ - ৩৫

পাঠ -৩৫

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩৫. ঔষধের প্রয়োগ বিজ্ঞান ও চিকিৎসা-৪
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
RHUS TOXICODENDRON [Rhus-t]
RUMEX CRISPUS [Rumx]
RUTA GRAVEOLENS [Ruta]
SABADILLA OFFICINALIS [Sabad]
SABAL SERRULATA [Sabal]
SABINA OFFICINALIS [Sabin]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ২৫১ থেকে ৩০০ পর্যন্ত মূল রুব্রিক:
Stool অধ্যায়ের ১০১ টি মূল রুব্রিক:
Teeth অধ্যায়ের ১৪২ টি মূল রুব্রিক:
Skin – ERUPTIONS এর ৯৬ টি সাব রুব্রিক:
Skin – ITCHING এর ৮৪ টি সাব রুব্রিক:

পাঠ - ৩৬

পাঠ -৩৬

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩৬. ঔষধের প্রয়োগ বিজ্ঞান ও চিকিৎসা-৫
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
SAMBUCUS NIGRA [Samb]
SANGUINARIA CANADENSIS [Sang]
SANICULA AQUA [Sanic]
SARSAPARILLA OFFICINALIS [Sars]
SECALE CORNUTUM [Sec]
SELENIUM [Sel]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ৩০১ থেকে ৩৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Throat অধ্যায়ের ১৭৪ টি মূল রুব্রিক:
Skin – ULCERS এর ১১৬ টি সাব রুব্রিক:
Sleep – DISTURBED, sleep এর ৪৫ টি সাব রুব্রিক:

পাঠ - ৩৭

পাঠ -৩৭

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩৭. ঔষধের প্রয়োগ বিজ্ঞান ও চিকিৎসা-৬
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
SENEGA OFFICINALIS [Seneg]
SEPIA SUCCUS [Sep]
SILICEA [Sil]
SPIGELIA ANTHELMIA [Spig]
SPONGIA TOSTA [Spong]
STANNUM METALLICUM [Stann]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ৩৫১ থেকে ৪০০ পর্যন্ত মূল রুব্রিক:
Urine অধ্যায়ের ৬১ টি মূল রুব্রিক:
Tongue অধ্যায়ের ১৩৫ টি মূল রুব্রিক:
Sleep – INSOMNIA এর ২২১ টি সাব রুব্রিক:

পাঠ - ৩৮

পাঠ -৩৮

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
৩৮. ঔষধের প্রয়োগ বিজ্ঞান ও চিকিৎসা-৭
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
STAPHYSAGRIA [Staph]
STICTA PULMONARIA [Stict]
STRAMONIUM [Stram]
SULPHUR [Sulph]
SYMPHYTUM OFFICINALE [Symph]
SYPHILINUM [Syph]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ৪০১ থেকে ৪৫০ পর্যন্ত মূল রুব্রিক:
Vertigo অধ্যায়ের ২০৭ টি মূল রুব্রিক:
Sleep – FALLING, asleep এর ৪৫ টি সাব রুব্রিক:
Sleep – WAKING এর ৮০ টি সাব রুব্রিক:
Stomach – HICCOUGHS এর ৮১ টি সাব রুব্রিক:

পাঠ - ৩৯

পাঠ -৩৯

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান পরবর্তী আবিষ্কার – ১
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
TARENTULA HISPANICA [Tarent]
TELLURIUM [Tell]
TEREBINTHINIAE OLEUM [Ter]
TEUCRIUM MARUM VERUM [Teucr]
THUJA OCCIDENTALIS [Thuj]
THYROIDINUM [Thyr]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ৪৫১ থেকে ৫০০ পর্যন্ত মূল রুব্রিক:
Vision অধ্যায়ের ১২৯ টি মূল রুব্রিক:
Wrist অধ্যায়ের ৭০ টি মূল রুব্রিক:
Stomach – BELCHING এর ১২৮ টি সাব রুব্রিক:
Stomach – INDIGESTION এর ৬৩ টি সাব রুব্রিক:
Stomach – RETCHING, general এর ৪৯ টি সাব রুব্রিক:

পাঠ - ৪০

পাঠ -৪০

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)
 ৩৯. ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান পরবর্তী আবিষ্কার – ২
মেটেরিয়া মেডিকা (মূল কথা)
TUBERCULINUM BOVINUM KENT [Tub]
URANIUM NITRICUM [Uran-n]
URTICA URENS [Urt-u]
VERATRUM ALBUM [Verat]
X-RAYS [X-ray]
ZINCUM METALLICUM [Zinc]
রেপার্টরি
Dreaming অধ্যায়ের ৫০১ থেকে ৫৫৩ পর্যন্ত মূল রুব্রিক:
Stomach – VOMITING এর ২১৯ টি সাব রুব্রিক:
কেসটেকিং ফরম
পোলার মডালিটি

Mind, Delusions ও Dreaming অধ্যায়ের মূল রুব্রিক সমূহ একত্রে

Mind, Delusions ও Dreaming অধ্যায়ের মূল রুব্রিক সমূহ একত্রে

Mind অধ্যায়ের ৮৪৬ টি মূল রুব্রিক:
Delusions অধ্যায়ের ৬১৭ টি মূল রুব্রিক:
Dreaming অধ্যায়ের ৫৫৩ টি মূল রুব্রিক:

অনুশীলন: Symptoms analysis report

অনুশীলন: Symptoms analysis report

প্রিয় হোমিওপ্যাথি শিক্ষানুরাগী ভাই ও বোনেরা:  বই পড়ে জ্ঞানী হওয়া যায় কিন্তু দক্ষ হওয়া যায়না। দক্ষ হতে হলে নিয়মিত অনুশীলন করতে হয়, আপনাদের নিয়মিত চর্চার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুরূপ অনুশীলন আমাদের ওয়েব সাইটে www.hdhomeo.com দেয়া আছে এবং নতুন নতুন অনুশীলন দেয়া হবে, আমরা নিয়মিত চর্চা করে সর্বাধিক দক্ষ ডাক্তার হব ইনশাল্লাহ।

Dr A Alam Hossaini

Dr A Alam Hossaini

Dr ARM Jamil

Dr ARM Jamil

Dr Laboni Amin

Dr Laboni Amin

Dr Shirin Akhter

Dr Shirin Akhter

Dr Mahfujur Rahman

Dr Mahfujur Rahman

টিউটোরিয়াল

[dzs_videogallery id=”Tutorial” db=”main”]

হোমিওপ্যাথি রিলেটেড প্রোডাক্ট পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য Dismiss