কোবাল্টাম মেটালিকাম COBALTUM METALLICUM [Cob]

কোমরে ভয়ানক ব্যথা, বসে থাকলে বৃদ্ধি, কিন্তু উঠে দাঁড়ালে, চলাফেরা করলে ও শুয়ে থাকলে উপশম।
প্রায়ই সপ্নদোষ হয়, লিঙ্গোচ্ছ্বাস না হয়েও স্বপ্নদোষ হয়।
স্বপ্নদোষের পর পা দুর্বল অনুভূত হয় ও কোমরে ব্যথা হয়।
মূত্রে তীব্র ঝাঁঝাল গন্ধ।
খোলা বাতাস লাগলে চোখ দিয়ে পানি পড়ে।

মেরুদন্ড সম্বন্ধীয় স্নায়ু দৌর্বল্যে এই ঔষধ ভালো কাজ দেয়। যৌন সম্পর্কিত গোলযোগ। ক্লান্তি, উত্তেজনা ও অস্থির বেদনা, সকালে বৃদ্ধি।

মন সকল প্রকার মানসিক উত্তেজনায় রোগীর কষ্টবৃদ্ধি পায়। অবিরাম মানসিক জ্বরের বিপরীত ধর্মী পরিবর্তন।

মাথা কনকনানি, মাথা সামনের দিকে ঝোঁকালে বৃদ্ধি। ঘনচুলযুক্ত মাথার চামড়ায় ও দাড়িতে চুলকানি।

দাঁত দাঁতগুলি আকারে বড়ো হয়ে যাচ্ছে, এই জাতীয় অনুভূতি। দাঁতের যন্ত্রণা। জিহ্বায় আড়াআড়িভাবে ফাটা সমূহ। জিহ্বা সাদা লেপ যুক্ত এন্টিম কড।

উদর যকৃৎ স্থানে তীর বিদ্ভবৎ বেদনা। প্লীহার বেদনা।

সরলান্ত্র মলদ্বার দিয়ে অবিরাম ফোঁটা-ফোঁটা রক্ত পড়ে, কিন্তু মলের সঙ্গে রক্ত থাকে না।

পুরুষের রোগ ডানদিকের অন্ত্রে বেদনা; প্রস্রাবের পর ভালো বোধ। লিঙ্গোদ্রেক ব্যাতিরেকে বীর্যপাত। ধবজ ভঙ্গ। কোমর প্রদেশ স্থানে পিঠের যন্ত্রণা, ও পা গুলির দুর্বলতা। কামোত্তেজনা স্বপ্ন। প্রস্রাবলীর শেষপ্রান্তে বেদনা; সবুজবর্ণের স্রাব; যৌনাঙ্গে ও উদরে বাদামী রঙের ছোপ।

পিঠ পিঠে ও ত্রিকাস্থি স্থানে বেদনা; বসে থাকলে বৃদ্ধি; হাঁটাচলায় অথবা শুয়ে থাকলে উপশম। বীর্যপাতের পরে পাদুটির দুর্বলতা ও পিঠের বেদনা।

অঙ্গপ্রত্যঙ্গ কজির সন্ধিতে কনকনানি। যকৃৎ থেকে উরুস্থান পর্যন্ত তীরবিদ্ধবৎ বেদনা। হাঁটুদ্বয়ের দুর্বলতা। অঙ্গগুলির কম্পন। পাগুলির ঝিনঝিনি। পা গুলির ঘাম, বিশেষ করে পায়ের দুটি আঙ্গুলের মধ্যবর্তী স্থানে।

ঘুম ক্লান্তি দূর হয় না এইরূপ ঘুম; কমোত্তেজনা হয় স্বপ্নের জন্য ঘুমের ব্যাঘাত।

চামড়া শুষ্ক ও ফুসকুড়িযুক্ত। পাছা, চিবুক ও মাথার চামড়ায় ঘন চুলযুক্ত অংশের ফুসকুড়িসমূহ।

সম্বন্ধ তুলনীয় ক্যানাবিস ইন্ডিকা, সিপিয়া, সিঙ্কোনা, এঘনাস, সেলেনিয়াম।

শক্তি ৬ষ্ট থেকে ৩০ শক্তি।

 

Cob : Cobaltum Metallium
Fatigue and neurasthenia.Pain in back and sacrum, worse while sitting and after emissions.Emissions without erection. Lewd dreams with impotence.

Constant dropping of blood from anus, no blood from the stools.

Weak knees.


A/F:

-Emotional excitement


MODALITIES:

< Sitting

< Stooping

< Morning

< Warmth of bed

< Jarring

> Walking

> Rising from sitting

> Lying down


MIND:

-Defence and performance – feeling as if people are getting in their territory and need to keep them out, need to defend themselves against the attacks of others, also to perform.

-Feeling of guilt.

-Reproaches himself.

-Thinks too little of himself. Has to be faultless.

-Emotional strength, unbreakable will.

-Constant interchange of moods.

-Dreams amorous, with pollutions.


GUIDING INDICATIONS:

-Sourness – sour taste in mouth, pyrosis, sour feet sweat.

-Vertigo < stool, with sensation as if head grows large.

-Head-Weakness during and after headache with nausea.

-Headache < bending head backward.

-Eyes-Lachrymation in cold air or on coming into sunshine.

-Photophobia in spring.

-Nose-Itching of tip of nose, having scalper beard.

-Mouth-Pain in hollow tooth which feels too long, sensitive to touch.

-Cracks across middle of tongue.

-Tongue coated white [Ant-c].

-Wakes up at night from dryness, soreness of lips.

-G.I.T.-Insatiable thirst, would like to drink whole day.

-Constant desire for stool while walking < when standing still, followed by diarrhoea.

-Constant dropping of blood from anus, but no blood during stool.

-Male genitalia-Impotence.

-Backache and nocturnal emissions [Nat-p, Staph, Nit-ac, Sel].

-Female genitalia-Soreness and excoriation of vagina when menses should appear < touch.

-Pain during coition.

-Back-Backache with aversion to motion in morning, but continued motion ameliorates.

-Backache or sciatica < sitting > lying (on back) > walking about.

-Backache weakness of knees.

-Extremities-Footsweat especially in between toes.

-Pricking as from needles in feet.

-Sleep-Jerks on going to sleep, during sleep.

-Unrefreshing sleep disturbed by lewd dreams.

-Skin-Pimples about nates, chin, scalp.


KEYNOTES:

1. Constant desire for stool when walking < when standing still, followed by diarrhoea.

2. Soreness and excoriation of vagina when menses should appear < touch.

3. Jerks on going to sleep, during sleep.


CONFIRMATORY SYMPTOMS:

1. Emotional strength, unbreakable will.

2. Sourness – sour taste in mouth, pyrosis, sour foot sweat.

3. Weakness during after headache, with nausea.

4. Insatiable thirst, would like to drink whole day.

5. Impotence.

6. Backache, nocturnal emissions.

7. Backache and sciatica < sitting > walking about > lying (on back).

8. Jerks on going to sleep, and during sleep.


NUCLEUS OF REMEDY:

-Neurasthenic spinal states with sexual disturbances.

-Fatigue, agitating bone pains.


CLINICAL:

-Alternating moods, Bone pains, Fatigue, Foot sweat, Impotence, Lumbago, Sexual disturbances.


REMEDY RELATIONSHIPS:

Compare : Agn, Nux-v, Selen, Zinc.

Duration Of Action : 30 Days.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *