কফি পানে আফিমের বিষ দোষ নষ্ট হয়, ভাজা কফির ক্বাথ পানে নাক্স ভম, লাইকো, ইগ্নেসিয়া, কলোসিন্থ, ক্যামো ও বেলেডোনার ক্রিয়া নষ্ট হয়, সুতারাং উক্ত ঔষধ সমূহ ব্যবহারের সময় কফি পান করা উচিত নয়। |
দাঁতে ব্যথার সহিত মুখমণ্ডলে ব্যথা, ঠান্ডায় উপশম। |
গর্ভবতির যখন প্রসব বেদনা অসহ্য বোদ হয় তখন মন্ত্রশক্তির ন্যয় কাজ করে। |
স্নায়বিক উত্তেজনাসহ বুক ধরফড়ানি ও হ্রদশৃলে উপকারি। |
Coff-t : Coffea Tosta