কন্ডুর‌্যাঙ্গো CONDURANGO [Cond]

স্তনে ক্যানসারের সহিত বগলের গ্লান্ড ফোলা ও ব্যথা, স্তনবৃন্ত ফাটা।
মুখের ডান কোণ ফাটা ও তাতে অত্যন্ত ব্যথা।
একটি কালো সাপ তার নিকটে আছে এরুপ মনে করে।
মাথা ঘুরালে বা ঝুঁকালে মাথা ঘুরে।
মাথার বাম অর্ধেকে ব্যথা ও বড় মনে হয়,
নাক বা জিহ্বার অগ্রভাগে উদ্ভেদ।

পাকাশয়িক ক্রিয়ার উন্নতি ঘটায় এই ঔষধ এবং এর ফলে শরীরের সাবির্বক উন্নতি ঘটে। ক্যান্সার সহ পাকস্থলীর শূল বেদনায় এই ঔষধ উপশম প্রদান করে। পাকাসয়িক গ্রন্থি সমূহের রস ক্ষরনের পরিমানের উন্নতি সাধন করে শিরাস্ফীতি জনিত ক্ষত। লুপাস।

মুখগহ্বরের কোনগুলিতে যন্ত্রনাদায়ক ফাটা, এই লক্ষনটি এই ঔষধের একটি পথপ্রদর্শক লক্ষণ বিশেষ। পাকাশয়িক প্রদাহ, সিফিলিস ও ক্যান্সার। অবুদসমূহ, অন্ননলীর সংকীর্ণতা। এই ঔষধের সারাংশ বা অ্যাকটিভ প্রিনস্যাপ (কন্ডুর‌্যাঙ্গিণ) লোকোমোটর অ্যাটাক্সিয়া রোগ তৈরী করে থাকে।

পাকস্থলী পাকস্থলী যন্ত্রনাদায়ক উপসর্গ, ক্ষততাভুক্ত খাদ্য বস্তুর বমন ও ভনিতা, অবিরাম জ্বালাকর যন্ত্রনা। খাদ্যনলীর সংকীর্ণতা, তৎসহ বৃক্কাস্থির পিছনের অংশে জ্বালাকর যন্ত্রনা। যেখানে খাবার আটকিয়ে আছে বলে মনে হয়। খাদ্যবস্তুর বমন এবং পেটের উপরের অংশের বামদিকের কঠিণতা তৎসহ অবিরাম জ্বালাকর বেদনা।

চামড়া চামড়া ও শ্লৈষ্মিক ঝিল্লীর মিলনস্থলে থাকা নির্গমনদ্বারে ফাটা সমূহ। ঠোঁটে অথবা মলদ্বারে এপিথিলিয়েম্যা। ক্যান্সার রোগে ক্ষতাবস্থায় যখন ফাটা সমূহ দেখা দেয়।

সম্বন্ধ তুলনীয়-এক্টারিয়াস, কোনিয়াম; হাইড্রাসটিস, আর্সেনিক।

শক্তি অরিট অথবা ছাল, পাঁচ গ্রেন মাত্রায় প্রতি বার খাবার আগে জলের সঙ্গে মিশিয়ে। অর্বুদের ক্ষেত্রে ৩০ শক্তি।

Cund : Cundurango, Gonolobus Condurango
Painful cracks in corner of mouth. Carcinoma orginating in epithelial structures. Cancer of stomach, of mammae. Carcinoma cutis.Stricture of oesophagus. Painful affections of the stomach.


COMMON NAME:

Condor plant.


FAMILY:

Asclepiadaceae


SOURCE:

Tincture and trituration of dried bark of stem.


MIND:

-Anxiety in chest after stool.

-Delusion as if black snakes in and around her.


GUIDING INDICATIONS:

-CANCEROUS remedy.

-Jagged ulcers of the tongue [Ca tongue – Gallium, Kali Chlor.] Tongue very tender. Tongue and lips red.

-PAINFUL CRACKS IN THE CORNERS OF THE MOUTH is a guiding symptom in Cancerous or Syphilitic affection.

-Tumours; strictures of the oesophagus, with burning pain behind sternum, where food seems to stick.

-Cancer of the stomach, with constant burning and vomiting of food.

-Allays the pain in gastralgia accompanying cancer of stomach.

-Stimulates the digestive functions and thus improves the general health.

-Modifies secretion of digestive glands [Ca stomach- Orni, Bism, Ars, Phos, Kreos]

-Indurations in left hypochondrium with constant burning pain.

-Chronic gastric catarrh, syphilis and cancer. Scirrhus and indurated parts.

-Cancer of the mammae with retraction of the nipples, with lancinating pains emanating from the tumour over the whole breast.

-Breast painful to touch [Ca breast- Con, Phyt, Aster, Carb-an.]

-Ulcerative stage of carcinoma cutis when fissures form.

-FISSURES from about the muco-cutaneous outlets.

-Epithelioma of lips or anus. Lupus, varicose ulcers, eczema, syphilitic affections, blotches, pimples and scirrhus.

-Indolent ulceration of legs and other parts. Ulcers; it increases the growth of granulations and hastens cicatrisation.

-Chief use as a cancer remedy, especially in Carcinoma orginating in epithelial structures. Rhagades at muco-cutaneous orifices and warty excrescences.


KEYNOTES:

1. Painful cracks in the corners of the mouth.

2. Cancer of mammae with retraction of nipples, with lancinating pain emanating from tumour over the whole breast.

3. Cancer of stomach with constant burning and vomiting of food.

4. Tumours, stricture of oesophagus with burning pain behind the sternum where food seems to stick.


NUCLEUS OF REMEDY:

– Cancerous remedy.

– Painful cracks in the corners of the mouth.

– Carcinomas orginating in epithelial structures.

– Carcinoma Cutis with affection of muco-cutaneous junctions where fissures form.

– Cancer of stomach with vomiting of food.

– Food seems to stick behind sternum.

– Jagged ulcers of the tongue.

– Cancer of mammae with retraction of nipples.


CONFIRMATORY SYMPTOMS:

Painful cracks in the corners of the mouth is a guiding symptom in Cancerous or syphilitic affection.


CLINICAL:

-Cancer of stomach, mammae. Stricture of oesophagus. Locomotor ataxia. Epithelioma of lips or anus. Varicose ulcers. Lupus. Carcinoma cutis.

-Condurango relives pain traceable to Cancer; e.g. patients sometimes complain that any movement of the thumb and fingers on the affected side gives rise to pain and Condurango relieves this. – Dr. Russell.

-This remedy is worth trying in locomotor ataxia when other seemingly indicated remedies fail to impress the disease.


REMEDY RELATIONSHIPS:

Similar : Ant-t, Ars, Arum-t, Bapt, Con, Hydr, Kreos, Phyt, Sil, Thuj, Trif-p.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *