খিঁচুনির হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

খিঁচুনি কি? | What is Convulsion?

খিঁচুনি হল একটি রোগ যা ব্রেইনের স্নায়ু কোষের কার্যকলাপ ব্যাহত হয়ে সৃষ্ট হয়। যারফলে পেশীগুলি অনিচ্ছাকৃতভাবে সংকুচিত হয় ও খিঁচুনি হয় অর্থাৎ শরীরের হঠাৎ তীব্র ঝাঁকুনি ও কম্পন হতে থাকে।

মাথায় আঘাত, গুরুতর জ্বর, মস্তিষ্কের সংক্রমণ, বিষাক্ত পদার্থের সংস্পর্শ, কিছু ঔষধের কুফল সহ নানাবিধ কারণে খিঁচুনি হতে পারে।

খিঁচুনির লক্ষণসমূহ কি? | Symptoms of Convulsion:

খিঁচুনি সমস্ত শরীরে হতে পারে আবার নির্দিষ্ট কিছু অঙ্গেও হতে পারে। অল্প কয়েক সেকেন্ড থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত হতে পারে। নিম্নে খিঁচুনির কতিপয় লক্ষণ তুলে ধরা হলো।

 

  • অনিচ্ছাকৃত শারীরিক ঝাঁকুনি বা খিঁচুনি
  • হঠাৎ সারা শরীর কাঁপতে থাকা
  • সমস্ত শরীর শক্ত হয়ে উঠা।
  • চোয়াল আঁকড়ে ধরা বা দাঁতি লাগা
  • স্মৃতি গুলিয়ে ফেলা
  • মুখ থেকে লালা পোড়া
  • অন্ত্র বা মূত্রাশয়ের নিয়ন্ত্রণ হারানো
  • বাকরোধ হওয়া
  • শ্বাসরোধ হওয়া
  • আংশিক বা সম্পূর্ণ অচেতন হওয়া
  • সবকিছু অন্ধকার হয়ে আসা।

খিঁচুনির প্রকারভেদ | Types of Convulsions:

খিঁচুনির নানাবিধ কারণ রয়েছে নিম্নে তা উল্লেখ করা হলো।

১. এপিলেপটিক (Epileptic)

এপিলেপটিক খিঁচুনি (Epileptic seizures) হলো ব্রেইনের বৈদ্যুতিক তরঙ্গের ব্যাঘাত। এটা কয়েক প্রকারের হতে পারে। যেমন:

 

  • সাধারণ টনিক-ক্লোনিক খিঁচুনি (Generalized tonic-clonic seizures): এটি গ্র্যান্ড ম্যাল খিঁচুনি নামেও পরিচিত, যারফলে একজনের শরীরে ২ রকম অবস্থা হয়। ১. টনিকঃ শরীর শক্ত হয়ে যায় ২. ক্লোনিকঃ শরীর প্রচণ্ডভাবে ঝাঁকাতে থাকে।
  • মায়োক্লোনিক খিঁচুনি (Myoclonic seizures): মাঝে মাঝে হঠাৎ ঝাঁকি দিয়ে উঠে। সাধারণত শরীরের উভয় পার্শ্বে এ ঝাঁকুনি হয়।
  • টনিক খিঁচুনি (Tonic seizures): শুধুমাত্র শরীর শক্ত হয়ে যাওয়াকে বুঝায়।
  • ক্লোনিক খিঁচুনি (Clonic seizures): শুধুমাত্র শরীর ঝাঁকুনি দেয়াকে বুঝায়।
  • অ্যাটোনিক খিঁচুনি (Atonic seizures): মায়োক্লোনিক খিঁচুনি হওয়ার পূর্বে হঠাৎ করে শরীরের মাংসপেশি নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে যায়।
  • সাধারণ আংশিক খিঁচুনি (Simple partial seizures): কখনও কখনও শরীর ঝাঁকুনি দিয়ে উঠা, মাংসপেশি লাফাতে থাকা, শরীর শক্ত হয়ে যাওয়া, পেশীর শক্ত হয়ে যাওয়া ও  ঘাড় বেঁকে যাওয়া দেখা দেয়।
  • দ্বিতীয় স্তরের আংশিক খিঁচুনি (Partial seizures with secondary generalization): প্রায়শই টনিক-ক্লোনিক খিঁচুনির সাথে আনুষঙ্গিক রূপে দেখা দেয়।

২. জ্বর ঘটিত খিঁচুনি (Febrile)

উচ্চ জ্বরের কারণে এ খিঁচুনি হয়। ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের মধ্যে এ খিঁচুনি সবচেয়ে বেশি দেখা যায়। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়।

৩. নন-এপিলেপটিক (Non-Epileptic)

মস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গের ব্যাঘাতজনিত কারণ ছাড়া খিঁচুনি হওয়াকে নন-এপিলেপটিক (Non-Epileptic) বলে। যেমন:

 

  • ব্রেইনে আঘাত
  • এনকেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ)
  • মেনিনজাইটিস (ব্রেইন ও স্পাইনাল কর্ডের আবরক ঝিল্লির প্রদাহ)
  • সেপসিস (সংক্রমণের কারণে শরীরের চরম প্রতিক্রিয়া)
  • ব্রেইন টিউমার
  • স্ট্রোক
  • ডায়াবেটিক কিটোএসিডোসিস
  • হিটস্ট্রোক
  • ইলেক্ট্রোলাইটের তীব্র ভারসাম্যহীনতা (প্রায়শই কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়)
  • একুইট কিডনি ফেলিউর
  • পেডিয়াট্রিক সিলিয়াক রোগ

৪. ঔষধ দ্বারা সৃষ্ট (Medication-Induced)

ঔষধের অভার ডোজ, এলকোহল বিষাক্ততা ও ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে খিঁচুনি হতে পারে।

রেপার্টরি রুব্রিক ও তার ঔষধ:

 

রুব্রিক CONVULSIONS, CHILDREN:  (75)
অর্থ শিশুদের খিঁচুনি
ঔষধ 2 Cham, 2 Nux-v, 3 Calc, 2 Lyc, 2 Sil, 1 Ars, 1 Phos, 3 Bell, 2 Calc-p, 1 Acon, 1 Caust, 3 Cina, 2 Sulph, 3 Op, 2 Ign, 3 Verat, 1 Merc, 2 Mag-p, 2 Coff, 1 Kreos, 2 Hyos, 2 Aeth, 3 Zinc, 2 Gels, 2 Lach, 3 Stram, 2 Cic, 2 Kali-br, 1 Bufo, 2 Hep, 3 Hell, 1 Bry, 1 Ant-t, 2 Camph, 2 Cupr, 2 Stann, 2 Ip, 1 Kali-p, 1 Ph-ac, 1 Arn, 3 Art-v, 2 Cypr, 1 Kali-c, 1 Plat, 1 Agar, 1 Nux-m, 2 Apis, 1 Colch, 2 Hydr-ac, 1 Meli, 1 Dol, 1 Ter, 1 Cimic, 1 Passi, 1 Scut, 1 Sec, 1 Asaf, 2 Cupr-acet, 1 Laur, 2 Verat-v, 2 Ambr, 1 Canth, 1 Absin, 1 Glon, 1 Upa, 2 Aml-n, 2 Chlol, 2 Crot-c, 2 Guare, 2 Zinc-cy, 2 Zinc-val, 1 Cocc, 1 Mosch, 1 Oena, 1 Zinc-s,
   
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Approach, of strangers, from:  (3)
অর্থ অপরিচিত ব্যক্তি কাছে আসলে শিশুর খিঁচুনি হয়
ঔষধ 1 Op, 1 Tarent, 1 Lyss,
   
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Dentition, during:  (38)
অর্থ দন্তোদ্গমের সময় শিশুর খিঁচুনি
ঔষধ 3 Cham, 3 Calc, 2 Bell, 2 Calc-p, 2 Acon, 2 Caust, 2 Cina, 1 Sulph, 2 Ign, 1 Merc, 1 Mag-p, 1 Coff, 2 Kreos, 1 Hyos, 2 Aeth, 2 Zinc, 1 Gels, 2 Lach, 1 Rheum, 2 Stram, 2 Cic, 3 Kali-br, 2 Podo, 2 Cupr, 2 Stann, 2 Ip, 1 Art-v, 2 Cypr, 1 Nux-m, 2 Colch, 2 Meli, 1 Passi, 2 Cupr-acet, 1 Sin-n, 2 Verat-v, 1 Thyr, 1 Mill, 1 Arum-t,
   
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Diarrhea, with:  (1)
অর্থ শিশুর খিঁচুনির সহিত ডায়রিয়া
ঔষধ 1 Nux-m,
   
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Holding, child, when, amel.:  (1)
অর্থ শিশুকে চেপে ধরলে খিঁচুনির উপশম হয়
ঔষধ 1 Nicc,
   
রুব্রিক CONVULSIONS, CHILDREN: Playing, or laughing excessively from:  (1)
অর্থ অতিরিক্ত খেলাধুলা ও হাসাহাসি করার ফলে শিশুর খিঁচুনি হয়
ঔষধ 1 Coff,
   
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN:  (10)
অর্থ ইনফ্যান্ট শিশুর খিঁচুনি
ঔষধ 2 Cham, 3 Bell, 2 Caust, 2 Mag-p, 1 Bufo, 3 Hell, 2 Cupr, 2 Art-v, 2 Hydr-ac, 2 Meli,
   
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Newborns, in:  (4)
অর্থ নবজাতক শিশুর খিঁচুনি
ঔষধ 1 Nux-v, 2 Bell, 2 Cupr, 2 Art-v,
   
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Nursing, angry or frightened mother:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশুর মা রাগান্বিত বা ভীত হওয়ার ফলে শিশুর খিঁচুনি হয়
ঔষধ 1 Bufo,
   
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Epileptic, attacks:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশু মৃগীরোগে আক্রান্ত হয়ে খিঁচুনি হয়
ঔষধ 2 Cham,
   
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Epileptic, attacks: Epileptic because mother had fright or anger during nursing period:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশু মৃগীরোগে আক্রান্ত হয়ে খিঁচুনি হয়েছে, কারণ তার মা ভয় পেয়েছিল বা রাগান্বিত হয়েছিল
ঔষধ 2 Bufo,
   
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Incipient:  (1)
অর্থ ইনফ্যান্ট শিশুর খিঁচুনির প্রাথমিক স্তরে
ঔষধ 2 Cham,
   
রুব্রিক CONVULSIONS, INFANTS, IN: Tetanic:  (1)
অর্থ ধনুষ্টংকারে আক্রান্ত হয়ে ইনফ্যান্ট শিশুর খিঁচুনি
ঔষধ 3 Camph,

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

সকল পদ্ধতির চিকিৎসা পেতে ও যে কোনো রোগের বিষয়ে জ্ঞান অর্জন করতে এখানে ক্লিক করুন

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *