কাশি (Cough) সম্পর্কিত ৩১৪ টি মৌলিক লক্ষণ

হোমিওপ্যাথিতে কাশি সম্পর্কিত প্রায় ২২৩৭ টি লক্ষণ রয়েছে, এ লক্ষণ সমূহকে ৩১৪ টি মৌলিক লক্ষণে বিভক্ত করে বর্ননা করা হয়েছে। যে সকল শিক্ষার্থি কাশি সম্পর্কিত রোগ সম্পর্কে জানতে ও চিকিৎসা দিতে চান, তাঁদের অবশ্যই নিচে দেয়া ৩১৪ টি পরিচ্ছেদ সম্পর্কে জানতে হবে। তবেই কাশির ২২৩৭ টি লক্ষণ আয়ত্ব করা সম্ভব।

যারা চিকিৎসা নিতে চানঃ

বর্তমান প্রতারনার যুগে সঠিক চিকিৎসা পেতে হলেও জ্ঞান অর্জন করতে হয়। নিচে দেয়া পরিচ্ছেদ সমূহ ভালো ভাবে পড়বেন এ আমাদের অনুরোধ। আপনার রোগের সাথে কোনটা মিলে গেলে নাম্বার সহ আমাদের জানাবেন। আসা করি সু চিকিৎসা পাবেন।

  • হোমিওপ্যাথিকে তার নিজস্ব্য দৃষ্টি ভঙ্গি দিয়ে বিবেচনা করুণ। অন্যের দৃষ্টিভঙ্গি হোমিওপ্যাথি ডাক্তারের উপরে চাপানোর চেষ্টা করবেননা।

 

ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা

কাশি সম্পর্কিত রোগ লক্ষণের ৩১৪ টি পরিচ্ছেদঃ

  1. উদর, হতে যেন কাশি আসছে এমনটা মনেহয় Coughing,             ABDOMEN, seems to come from (3)

  2. টক খেলে বৃদ্ধি Coughing,         ACIDS, agg. (11)

  3. ঝাঁজালো, অনুভূতি, নাকের অভ্যন্তর হতে তরল পদার্থ নির্গত হওয়ার ফলে Coughing,        ACRID, sensation of fluid through post nasal (1)

  4. বিকেলে Coughing,        AFTERNOON (52)

  5. বৃদ্ধি- সাধারণত কাশি দিলে কাশি বৃদ্ধি Coughing,       in general from coughing (12)

  6. মানুষিক অশান্তি, হতে Coughing,              AGITATION, from (1)

  7. বাতাস Coughing,         AIR, (0)

  8. এলকোহল, পানকরার ফলে Coughing,    ALCOHOL, from drinking (9)

  9. মদ্যপ ব্যাক্তির, কাশি Coughing,               ALCOHOLICS, coughs of (6)

  10. পর্যায়ক্রমে Coughing,   ALTERNATING, (0)

  11. রাগ হলে Coughing,     ANGER, from (16)

  12. উপর দিকে উঠলে, শিড়ি দিয়ে Coughing,           ASCENDING, stairs (24)

  13. হাঁপানির মতো, কাশি Coughing,              ASTHMATIC, coughing (103)

  14. শরত্কালিন, বৃদ্ধি Coughing,      AUTUMN, agg. (6)

  15. কুকুরের মতো চিৎকার করে, কাশি Coughing,  BARKING, coughs (36)

  16. গোসল করলে, বৃদ্ধি Coughing,  BATHING, agg. (19)

  17. বিছানায় অবস্থান পরিবর্তন করার সময় Coughing,       BED, in, changing position (3)

  18. বিয়ার পানে, বৃদ্ধি Coughing,    BEER, agg. (5)

  19. ঢেকুড়-উদ্গারে, উপশম Coughing,            BELCHING, amel. (2)

  20. দ্বিভাজ হতে, কষ্ট Coughing,      BENDING, forced to bend double (4)

  21. রক্ত, কাশির ফলে যেন বোকে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে Coughing,   BLOOD, determination of, to chest, from (1)

  22. ব্রান্ডি পানে, বৃদ্ধি Coughing,      BRANDY, agg. (1)

  23. রুটি খেলে, বৃদ্ধি Coughing,        BREAD, agg. (1)

  24. নাস্তা করার, সময় Coughing,    BREAKFAST, during (3)

  25. নাস্তা করার, পরে, উপশম Coughing,      BREAKFAST, during after, amel. (7)

  26. স্তন্য দান করার সময় Coughing,          BREAST-feeding, during (1)

  27. শ্বাসক্রিয়া, চেপে রাখলে, বৃদ্ধি Coughing, BREATH, holding, agg. (3)

  28. শ্বাসক্রিয়া Coughing,    BREATHING, (0)

  29. উজ্জ্বল, বস্তু Coughing,  BRIGHT, objects (2)

  30. মাজলে, দাঁত Coughing,                BRUSHING, teeth (6)

  31. জ্বালাকর, বক্ষে জ্বালা করার সহিত Coughing,    BURNING, chest, in (8)

  32. কয়লার, বাষ্প হতে Coughing,               CARBON, as from vapor of (2)

  33. ভুগর্ভস্থ ঘড়ের, বাতাসে Coughing,          CELLARS, air, of (6)

  34. হতাশা এবং অসুবিধা Coughing,             CHAGRIN and trouble (2)

  35. জলবসন্তের, পরে Coughing,         CHICKEN-pox, after (1)

  36. প্রসবাবস্থার, পরে Coughing,       CHILDBIRTH, after (7)

  37. শীত লাগার সময় Coughing,   CHILL, during (41)

  38. কন্ঠ সংকোচক , কাশি Coughing,           CHOKING, coughs, (25)

  39. গির্জার, বাতাসে বৃদ্ধি Coughing,               CHURCH, air of agg. (0)

  40. পরিষ্কার করলে, দাঁত Coughing,               CLEANING, the teeth (0)

  41. ঘড়ির টিক টিক আওয়াজের মতো, নিয়মিত কাশতে থাকে Coughing,     CLOCK, like tick of, in its regularity (2)

  42. বন্ধ, চোখ বন্ধ করলে রাত্রিকালে কাশির উদ্রেক হয় Coughing,  CLOSING, eyes at night excites cough (1)

  43. পোষাক টাইট করে পরলে বৃদ্ধি Coughing,         CLOTHING, tight, agg. (2)

  44. কফি পানে, বৃদ্ধি Coughing,       COFFEE, agg. (7)

  45. ঠাণ্ডা Coughing,             COLD, (0)

  46. লোকসঙ্গে, বৃদ্ধি Coughing,           COMPANY, agg. (3)

  47. চেতনা হ্রাস পায়, কাশির সহিত Coughing,         CONSCIOUSNESS, loss of, with (4)

  48. সান্ত্বনা দিলে, বৃদ্ধি Coughing,    CONSOLATION, agg. (2)

  49. অবিরত, কাশি Coughing,           CONSTANT, coughing (83)

  50. কোষ্টবদ্ধ, অবস্থায় Coughing,     CONSTIPATION, during (3)

  51. সংকোচন- বক্ষ সংকোচন, এর ফলে Coughing,                CONSTRICTION, chest, from (11)

  52. আক্ষেপের সহিত Coughing,       CONVULSIONS, with (15)

  53. কাশি, রোগ আরোগ্যকারী ঔষধ Coughing,         COUGH, remedies (95)

  54. খিল ধরে বক্ষে, কাশির ফলে Coughing,               CRAMPS, in chest, from (1)

  55. পোকা হাটা বা গড়িয়ে চলার মতো, অনুভূতি Coughing,              CRAWLING, sensation of (10)

  56. কর্কশ শব্দ কর, কাশি Coughing,             CROAKING, cough (6)

  57. ক্রুপকাশির মতো, কাশি Coughing,       CROUPY, cough, (40)

  58. কাকা শব্দকর, কাশি Coughing,                CROWING, cough (1)

  59. রূটির টুকরার মতো কিছু আটকে থাকার অনুভূতি, স্বরযন্ত্রে Coughing,   CRUMB, feeling as of a, in larynx, from (6)

  60. ক্রন্দন করলে, বৃদ্ধি Coughing,  CRYING, agg. (16)

  61. কাটা বা হুল ফুটার ন্যায় ব্যথা, স্বরযন্ত্রে, কাশির ফলে Coughing,              CUTTING, larynx in, stinging from coughing (2)

  62. স্যাঁতসেঁতে, ঘরে বৃদ্ধি Coughing,               DAMP, room agg. (3)

  63. নৃত্যকরার, পরে Coughing,         DANCING, after (1)

  64. দিবাভাগে Coughing,    DAYTIME (69)

  65. লাম্পট্যপনা করার, পরে Coughing,         DEBAUCH, after (2)

  66. গভীর, কাশি Coughing,               DEEP, cough (46)

  67. দন্তোদ্গমের সময় Coughing,        DENTITION, during (10)

  68. নিচের দিকে নামার সময় Coughing,    DESCENDING, on (1)

  69. উদরাময়ে, উপশম Coughing,     DIARRHEA, amel (1)

  70. কষ্টকর, কাশি Coughing,             DIFFICULT, cough (8)

  71. দুপুরের খাবারের, পরে Coughing,            DINNER, after (23)

  72. মনোযোগচ্যুত হওয়া Coughing,                DISTRACTING (2)

  73. মর্মপীড়াদায়ক, কাশি Coughing,                DISTRESSING, cough (20)

  74. নিম্ন দিকে- পাখির পালক গলগহ্বর দিয়ে নিচে নামার অনুভূতি Coughing,          DOWN, sensation of feather, in throat-pit, from (4)

  75. টেনে লত্তয়া Coughing,                DRAFT, (0)

  76. পানী পান করার পরে Coughing,          DRINKING, after (44)

  77. শুষ্ক, কাশি Coughing,   DRY, cough (254)

  78. শুস্ক বাতাস চলাচলের, ফলে Coughing, DRYNESS, of air passages, from (5)

  79. ধূলি, হতে Coughing,     DUST, as from (31)

  80. খাবার খাওয়া, হতে Coughing,  EATING, from (73)

  81. বয়োজৌষ্ঠ ব্যাক্তির Coughing,   ELDERLY people (22)

  82. লম্বা হওয়া- আলজিভ লম্বা হওয়াতে Coughing,                ELONGATED, uvula, as from (6)

  83. উদ্ভেদ, তার সহিত পর্যায়ক্রমে কাশি Coughing, ERUPTIONS, alternating with (5)

  84. সন্ধ্যায় Coughing,         EVENING (153)

  85. উত্তেজনায়, বৃদ্ধি Coughing,         EXCITEMENT, agg. (20)

  86. পরিশ্রম, বৃদ্ধি Coughing,              EXERTION, agg. (30)

  87. অবসাদকারী, কাশি Coughing,   EXHAUSTING, cough (75)

  88. শ্লেষ্মা-নির্গমনে, উপশম Coughing,            EXPECTORATION, amel. (25)

  89. শ্বাসত্যাগ Coughing,     EXPIRATION (13)

  90. বিস্ফোরক পদার্থে, কাশি Coughing,         EXPLOSIVE, cough (7)

  91. ক্ষুধা বা উপবাস Coughing,     FASTING (2)

  92. চর্বি জাতীয়, খাদ্যে Coughing,   FAT, food (1)

  93. ভয়, কাশি দিতে এবং শিশু দীর্ঘ সময় কাশতে হবে মনে করে কাশি আটকে রাখে, তার সহিত শ্বাসনালী সংক্রান্ত সর্দি Coughing,            FEARS, to cough and seems to avoid it as long as possible, in children with bronchial catarrh (2)

  94. পালকের অনুভূতি যেন, অথবা শ্বাসনালীতে শস্যশূক এর বার্লি থাকার অনুভূতি Coughing,             FEATHER, as from, sensation of, or awn of barley in trachea (1)

  95. জ্বরের সময় Coughing,               FEVER, during (79)

  96. ভরাট থাকার অনুভূতি গুলদেশে যেন Coughing,             FILLING, up, sensation as of, in throat, from (4)

  97. আগুন, দেখলে বৃদ্ধি Coughing,  FIRE, looking into agg. (2)

  98. উদরস্থ বায়ু, নির্গমনে, উপশম Coughing,               FLATUS, passing, amel. (2)

  99. জৈব তরল পদার্থের, ক্ষয় হেতু (প্রাণিজ) Coughing,       FLUIDS, loss of animal, from (5)

  100. কুয়াশা, বৃদ্ধি Coughing,               FOG, agg. (1)

  101. বলপূর্বক, কাশি দেয় Coughing,                FORCIBLE, cough (8)

  102. বহিরাগত বস্তুর, অনুভূতি, যেন স্বরযন্ত্রে Coughing,            FOREIGN, body, sensation, as of, in larynx (12)

  103. পূর্বাহ্নে Coughing,          FORENOON (31)

  104. অস্থিরকর, কাশি Coughing,        FRETTING, cough (2)

  105. ভয় পাওয়ার ফলে Coughing,  FRIGHT, from (7)

  106. হঠাৎ ভয় পায়ইয়ে দেয়, দুর্বল স্নায়বিক শিশু শুষ্ক কাশি দিতে দিতে হঠাৎ করে কান্না করে উঠে Coughing,                FRIGHTENS, them, weak, nervous children arouse with a dry, spasmodic which causes them to cry out in (1)

  107. অত্যন্ত ঠাণ্ডা, আবহাওয়ায় উপশম Coughing,       FROSTY, weather amel. (1)

  108. ফল খেলে, বৃদ্ধি Coughing,         FRUIT, agg. (2)

  109. পুর্নতাবোধ বক্ষে Coughing,       FULLNESS, of chest (4)

  110. পাকস্থলীসংক্রান্ত, কাশি Coughing,             GASTRIC, cough (8)

  111. গনোরিয়া, চাপাপড়া বা অবরুদ্ধ হওয়ার, পরে Coughing,                GONORRHEA, suppressed, after (4)

  112. গেঁটেবাতে, আক্রান্ত হওয়ার পূর্বে Coughing,          GOUT, before an attack of (1)

  113. খাবি খাওয়া, স্বরযন্ত্রে অনিচ্ছাকৃত ভাবে প্রতিবার খাবি খাওয়ার সময় মনেহয় স্বরযন্ত্র ছিড়েযাবে Coughing,                GRASPING, larynx involuntarily at every feels as though larynx would be torn (1)

  114. তৈলজ পদার্থ, এমন অনুভূতি যেন গ্রীসের দুর্গন্ধ যুক্ত ধোঁয়া গলদেশে বিরক্তি উৎপাদন করছে Coughing,                GREASE, sensation as if throat irritated by smoke of rancid (1)

  115. দুঃখ শোক, হতে Coughing,        GRIEF, from (6)

  116. ভারী কিছু দিয়ে আঘাত করে কাটার মতো, কাশি Coughing,    HACKING, cough (149)

  117. চুল থাকার, অনুভূতি, শ্বাসনালীতে Coughing,        HAIR, sensation of, in trachea (2)

  118. হাত দিয়ে, চেপে ধরে Coughing,              HANDS, holding on (0)

  119. শক্ত, কাশি Coughing,   HARD, cough (47)

  120. গলা খোকারির প্রবৃত্তি যুক্ত, কাশি Coughing,      HAWKING, cough (2)

  121. হৃৎপিণ্ড, পীড়ার, সহিত Coughing,             HEART, affections, with (10)

  122. বুক জ্বালা, অম্বল, হতে Coughing,             HEARTBURN, from (5)

  123. উত্তাপ- জ্বরের উত্তাপের পরে Coughing,             HEAT, fever, after (1)

  124. উত্তপ্ত, হলে Coughing,   HEATED, on becoming (18)

  125. ক্ষয়জ্বরগ্রস্তের, কাশি Coughing,  HECTIC, cough (6)

  126. অর্শ, উপস্থিত হওয়ার পরে Coughing,    HEMORRHOIDS, after the appearance of (3)

  127. হিসহিস ধ্বনিকর, কাশি Coughing,          HISSING, cough (2)

  128. ফেঁসফেঁসে, কাশি Coughing,        HOARSE, cough (63)

  129. কাশি চেপে রাখতে বাধ্য হয়, নিজের ভিতরে চেপেরাখে Coughing,           HOLD, cough obliges him to, hold himself inwardly (3)

  130. শূন্যগর্ভ, কাশি Coughing,            HOLLOW, cough (49)

  131. অনশন, করার ফলে Coughing, HUNGER, from (3)

  132. হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে Coughing,       HYSTERICAL, attack of (7)

  133. আইসক্রিম খেলে, প্রথমে উপশম, পরবর্তিতে বৃদ্ধি Coughing,           ICE cream, at first amel, then agg. (2)

  134. অক্ষমতা, কাশি দিতে Coughing,              INABILITY, to cough (5)

  135. শ্বাসগ্রহণে, বৃদ্ধি Coughing,           INSPIRATION, agg. (39)

  136. সাময়িকভাবে থামে, সকাল ৬টায়, ঠাণ্ডা পানি পানে উপশম Coughing,    INTERMITTING, 6 a.m. drinking cold water amel. (1)

  137. বাধাপ্রাপ্ত, কাশি Coughing,          INTERRUPTED, cough (5)

  138. প্রবল, কাশি, ছোট ছোট হেকিং Coughing,            IRRESISTIBLE, cough, short, hacking (4)

  139. খিটখিটে মেজাজ উৎপন্নকর, কাশি Coughing,     IRRITABLE, cough (20)

  140. জ্বালাময়, কাশি, লবন, মদ, মরিচ ও ভিনেগারে দ্রুত কাশি শুরু হয় Coughing,      IRRITATING, cough, things, such as salt, wine, pepper, vinegar, immediately start cough (2)

  141. উপদাহ, হতে কাশি Coughing,   IRRITATION, cough from (0)

  142. চুলকানি, চাপাপড়া বা অবরুদ্ধ হওয়ার, পরে Coughing,  ITCH, suppressed, after (2)

  143. চুলকানি, বক্ষের ভিতরে Coughing,         ITCHING, in chest (20)

  144. হাঁটু গেড়ে বসে, মুখমণ্ডল বালিশে ঠেকালে উপশম Coughing,      KNEELING, with face, toward pillow amel. (1)

  145. কষ্টকর প্রসব অথবা গর্ভপাতের পরে কাশি, তার সহিত পিঠের বেদনা এবং ঘর্ম Coughing,         LABOR, following difficult, or abortion, with backache and sweat (1)

  146. স্তন্যদানে Coughing,      LACTATION, (0)

  147. হাস্য করলে, কাশি Coughing,    LAUGHING, cough (27)

  148. শয়ন করতে, পারেনা, সামনের দিকে ঝুকে বসে Coughing,            LIE, down, could not, sat bent forward (1)

  149. উত্তোলন করলে, ভারি বস্তু Coughing,   LIFTING, heavy weight (1)

  150. তরল কিছু, ঢুকগেলার ফলে, রাতে Coughing,      LIQUIDS, swallowing, night (1)

  151. শিথিল-ঢিলা, কাশি Coughing,   LOOSE, cough (99)

  152. পিণ্ড- গলদেশে পিন্ড থাকার ফলে Coughing,    LUMP, in throat, from (4)

  153. শয়ন করা Coughing,               LYING, (0)

  154. হাত দিয়ে, কাজ করার, ফলে Coughing,                MANUAL, labor, from (2)

  155. হাম রোগের, সময় কাশি Coughing,       MEASLES, cough during (6)

  156. গোশত খাওয়ার, পরে Coughing,              MEAT, after (1)

  157. ঋতুস্রাব Coughing,     MENSES, (0)

  158. ধাতবস্বাদ যুক্ত, কাশি Coughing,              METALLIC, cough (8)

  159. রোগান্তর প্রাপ্তি, তার সহিত ক্রুপকাশির শব্দ যুক্ত কাশি Coughing,            METASTATIC, with the sound of croup (1)

  160. দুধ খেলে, বৃদ্ধি Coughing,          MILK, agg. (8)

  161. মিনিটে মিনিটে, ছোট ছোট হেকিং কাশি Coughing,        MINUTE, guns, short, hacking cough, like (2)

  162. সকালে Coughing,         MORNING (147)

  163. নড়াচড়ায় Coughing,   MOTION, (0)

  164. নড়াচড়া করতে, শুরু করলে Coughing,               MOVE, on beginning to (3)

  165. শ্লেষ্মা Coughing,            MUCUS, (0)

  166. স্নায়বিক, কাশি Coughing,           NERVOUS, cough (19)

  167. রাতে Coughing,            NIGHT (162)

  168. শব্দ-কোলাহলে, বৃদ্ধি Coughing, NOISE, agg. (2)

  169. মধ্যাহ্নে Coughing,        NOON (9)

  170. গন্ধ, ঝাঝালো গন্ধে কাশি Coughing,      ODORS, strong, coughing from (2)

  171. চাপবোধ, উদরোর্ধে Coughing,   OPPRESSION, epigastrium (1)

  172. কষ্টদায়ক, কাশি Coughing,         OPPRESSIVE, cough (2)

  173. প্রবলশক্তি ব্যয়করে, কাশি দেয়, যেন স্বরযন্ত্রে একটি পালক সুড়সুড় করে সন্ধাকালে নিদ্রার পুর্বে Coughing,                OVERPOWERING, cough, as if larynx were tickled by a feather in evening before sleep (1)

  174. বেদনা- স্বরযন্ত্রে বেদনা হতে Coughing,              PAIN, larynx, in, from (16)

  175. বেদনাদায়ক, কাশি Coughing,    PAINFUL, cough (27)

  176. ঊর্ধ্বশ্বাস, কাশি Coughing,          PANTING, cough (7)

  177. আবেশে আবেশে আগত, কাশি Coughing,              PAROXYSMAL, cough, attacks (109)

  178. মরিচ, খাওয়ার ফলে কাশি Coughing,   PEPPER, cough from (2)

  179. নির্দিষ্ট সময়ে আগত, কাশি Coughing,   PERIODIC, coughs (13)

  180. দীর্ঘস্থায়ী, কাশি Coughing,          PERSISTENT, cough (21)

  181. মানুষের, নিকটবর্তী অথবা নিকট দিয়ে গমনে বৃদ্ধি Coughing,   PERSONS, approaching or passing, agg. (2)

  182. পিয়ানো বাজানোর সময় Coughing,       PIANO, when playing (6)

  183. প্লুরিসি রোগে Coughing,           PLEURISY, in (6)

  184. একটি ছিপি থাকার, অনুভূতি, যেন শ্বাসনালীর উপরে নিচে ছিপি নড়াচড়া করার ফলে কাশি হয় Coughing,                PLUG, sensation of a, moving up and down in trachea, from (1)

  185. আলু খেলে বৃদ্ধি Coughing,       POTATOES, agg. (1)

  186. গর্ভধারণ অবস্থায় Coughing,    PREGNANCY, during (12)

  187. চেপেধরার মতো বেদনার ফলে, স্বরযন্ত্রে Coughing,          PRESSING, pain in larynx, from (1)

  188. চাপ- বক্ষে চাপ দিলে বৃদ্ধি Coughing,                PRESSURE, agg. chest, in (3)

  189. কাটা বা সুচ ফোটার মতো ব্যথা, শ্বাসনালীতে Coughing,             PRICKLING, in trachea, from (1)

  190. বিরালের পিঠে আঘাত করার শব্দের মতো, কাশি Coughing,       PURRING, cough (1)

  191. জিহ্বা বাহির করার, ফলে Coughing,       PUTTING, out the tongue, from (1)

  192. বেদনাপূর্ণ, কাশি Coughing,         RACKING, cough (92)

  193. উঠে বসতে বাধ্য হয় শিশু, মুখমণ্ডল নীল হয়েযায়, শ্বাসত্যাগ করেনা Coughing,  RAISED, child must be, gets blue in face, cannot exhale (3)

  194. দ্রুত, কাশি, যতক্ষণ পর্জন্ত পিঠের পেশী নরম ও অস্বাভাবিক হয়েপরে Coughing, RAPID, cough, until falls back as limber as a rag (1)

  195. ঘষা লাগা-খর্খর শব্দ করা, কাশি Coughing,       RASPING, cough (3)

  196. ঘর্ঘর শব্দকর, কাশি Coughing, RATTLING, cough (73)

  197. কাচা-হাজা ভাব, স্বরযন্ত্রে উদ্রেক হয় Coughing,                RAWNESS, in larynx excites (20)

  198. পড়াশোনা করলে, উচ্চ আত্তয়াজে পড়াশোনা করলে বৃদ্ধি Coughing,           READING, aloud agg. (12)

  199. কাশির ধ্বনি প্রতিধ্বনিত হয়, যেন Coughing,   RE-ECHO, cough seems to (2)

  200. স্বল্পবিরাম, জ্বরের সময় Coughing,           REMITTENT, fever, during (1)

  201. প্রতিধ্বনিময়, কাশি Coughing,   RESONANT, cough (2)

  202. যানবাহনে পরিভ্রমণে, বৃদ্ধি Coughing,     RIDING, agg. (3)

  203. ঘণ্টার শব্দের মতো, কাশি Coughing,     RINGING, cough, clear (11)

  204. কুলিকরলে, বৃদ্ধি Coughing,         RINSING, mouth agg. (1)

  205. উঠলে (বসা বা বিছানা হতে) Coughing,        RISING, on (46)

  206. ঘরের ভিতরে Coughing,           ROOM, in (13)

  207. রুক্ষ, কাশি Coughing,  ROUGH, cough (27)

  208. অসমতা, স্বরযন্ত্রের Coughing,    ROUGHNESS, causes in larynx (35)

  209. দৌড়ালে, বৃদ্ধি Coughing,             RUNNING, agg. (7)

  210. লালা, স্বরযন্ত্র দিয়ে গেলে Coughing,       SALIVA, running in larynx (2)

  211. লবন, এবং মরিচ যেন স্বরযন্ত্রে রয়েছে Coughing,            SALT, and pepper in larynx, as if from (1)

  212. আরক্ত জ্বরের, পরবর্তীতে Coughing,       SCARLATINA, following (3)

  213. নিতম্ববেদনার, সহিত পর্যায়ক্রমে কাশি, গ্রীষ্মকালে Coughing,          SCIATICA, alternating with, in summer (1)

  214. গলা পরিস্কার করার, ফলে কাশি Coughing,       SCRAPING, cough from (32)

  215. চুলকানিকর, কাশি Coughing,    SCRATCHING, cough (3)

  216. সমুদ্রিক, বায়ু, হতে Coughing,     SEA, wind, from (2)

  217. একের পর এক, কাশি Coughing,            SERIES, coughs in a (3)

  218. তীক্ষ্ণ, কাশি Coughing, SHARP, cough (3)

  219. তীক্ষ্ণ বেদনা Coughing,              SHARP, pain, (0)

  220. আঘাত- হৃৎপিণ্ডে আঘাত লাগার ফলে Coughing,           SHOCKS, at heart, from (1)

  221. ছোট, কাশি Coughing, SHORT, coughs (137)

  222. তীক্ষ্ণ, কাশি Coughing, SHRILL, cough (4)

  223. শিস ধ্বনিযুক্ত, কাশি Coughing,               SIBILANT, cough (3)

  224. সঙ্গীতে, বৃদ্ধি Coughing,               SINGING, agg. (15)

  225. উঠেবসতে, বাধ্য হয় Coughing,                SIT up, must (33)

  226. বসা, অবস্থায় Coughing,              SITTING, while (24)

  227. নিদ্রা Coughing,             SLEEP, (0)

  228. একুইট যন্ত্রনাকর Coughing,      SMARTING, (0)

  229. ধোঁয়া- সব ধরণের ধোঁয়ায় বৃদ্ধি Coughing,    SMOKE, of all kinds agg. (1)

  230. ধূমপানে Coughing,       SMOKING, (0)

  231. শ্বাসরোধকর Coughing,               SMOTHERED (4)

  232. শ্বাসরোধ করার, ফলে Coughing,             SMOTHERING, in throat, from (2)

  233. হাঁচির, সহিত Coughing,              SNEEZING, with (32)

  234. নাক ডাকার, সহিত Coughing, SNORING, with (10)

  235. তুষারপাত- শিশু তুষারপাতময় খোলা আবহাওয়ায় থাকার ফলে Coughing,        SNOWFALL, exposure to, in children, from (1)

  236. শক্ত, খাদ্য, হতে Coughing,          SOLID, food, from (1)

  237. ট্রেকিয়াতে দ্রুত কিছু বসছে এমন অনুভূতি, কাশির ফলে Coughing,       SOMETHING, sitting fast in trachea, from (1)

  238. গমগমে, কাশি Coughing,             SONOROUS, cough (2)

  239. চুকা খাদ্যে বৃদ্ধি Coughing,       SOUR, food agg. (8)

  240. আক্ষেপিক, কাশি Coughing,        SPASMODIC, cough, (126)

  241. মসলাদার, অত্যন্ত, পাকা, খাদ্য হতে Coughing,      SPICEY, food from, highly, seasoned (2)

  242. প্রফুল্লতায়, Coughing,       SPIRITS, (0)

  243. প্লীহা সম্পর্কিত, অসুবিধা, হতে Coughing,              SPLENIC, troubles, from (2)

  244. বিদারক, কাশি Coughing,           SPLITTING, cough (1)

  245. কেউ তার সাথে কথা বললে Coughing,              SPOKEN, to, on being (3)

  246. স্বরযন্ত্রের ক্ষুদ্র অংশে শুষ্কতা অনুভুতির ফলে Coughing,                SPOT, in larynx, as if from dry (3)

  247. বসন্তকালে Coughing,    SPRING, in the (6)

  248. লাফদিয়ে উঠে, শিশু, এবং জডিয়ে ধরে নিকটে যারা আছে তাদের, ফেঁসফেঁসে কণ্ঠে সাহায্য চায়, অথবা পিছনদিকে বেকে যায় Coughing,           SPRINGS, up, child, and clings to those around, calls for help in a hoarse voice, or bends backward (3)

  249. দাড়িয়ে থাকলে Coughing,         STANDING, (0)

  250. নাসিকাধনি, কাশি Coughing,     STERTOROUS, cough (1)

  251. লাঠিপেটা বেদনা, বক্ষে Coughing,            STICKING, in chest (1)

  252. হুল ফুটার ন্যায় ব্যথা অনুভূতি, স্বরযন্ত্রে, অথবা জ্বালা, সুড়সুড়ি, হতে Coughing,     STINGING, in larynx, or burning, tickling, from (3)

  253. পাকস্থলী, হতে কাশি আসছে যেন এমনটা মনেহয় Coughing,       STOMACH, seems to come from the (11)

  254. মলত্যাগ- ঘন ঘন মলত্যাগে উপশম Coughing,              STOOLS, frequent, amel. (1)

  255. অবনত হলে, বৃদ্ধি Coughing,     STOOPING, agg. (19)

  256. ঝড় হওয়ার পূর্বে Coughing,    STORM, before (2)

  257. কোঁথানি দিয়ে Coughing,           STRAINING (16)

  258. অপরিচিত ব্যক্তির, নিকটে এলে শিশুর কাশি হয় Coughing,        STRANGERS, child coughs at sight of (4)

  259. হাত পা ছড়িয়ে বসলে Coughing, STRETCHING, followed by (1)

  260. শিক্ষার্থীদের, কাশি Coughing, STUDENTS, coughs of (3)

  261. শ্বাসরোধক, কাশি Coughing, SUFFOCATIVE, cough (81)

  262. চিনিতে বৃদ্ধি Coughing, SUGAR, agg. (2)

  263. চিনি, যেন স্বরযন্ত্রে দ্রবীভুত অবস্থায় আছে Coughing, SUGAR, dissolving in larynx, as if was (1)

  264. রোদে বৃদ্ধি Coughing, SUN, agg. (2)

  265. রাতের খাবার খাওয়া, অবস্থায় Coughing, SUPPER, during (1)

  266. বিস্ময়, খুশি আনন্দে, বৃদ্ধি Coughing, SUPRISES, happy, agg. (2)

  267. ঢুকগেলা Coughing, SWALLOWING, (0)

  268. মিষ্টান্ন খেলে, বৃদ্ধি Coughing, SWEETMEATS, agg. (5)

  269. ফোলা- স্বরযন্ত্র ফোলার অনুভূতি হতে Coughing, SWOLLEN, feeling in larynx, from (2)

  270. সমবেদনাজনিত, কাশি Coughing, SYM3PATHETIC, cough (7)

  271. কথা বললে, বৃদ্ধি Coughing, TALKING, agg. (77)

  272. লম্বা, হালকা পাতলা যক্ষ্মা রোগ প্রবণ ব্যাক্তির Coughing, TALL, slender tuberculous subjects, in (1)

  273. চা খেলে বৃদ্ধি Coughing, TEA, agg. (2)

  274. ছিন্নকর, কাশি Coughing, TEARING, cough (7)

  275. ক্লান্তিকর, কাশি Coughing, TEDIOUS, cough (4)

  276. টানবোধ, বক্ষে Coughing, TENSION, chest, in (2)

  277. চিন্তা করলে এসম্পর্কে বৃদ্ধি Coughing, THINKING, of it agg. (3)

  278. তিনটি কাশিদেয় একত্রে Coughing, THREE, coughs in succession (5)

  279. সুড়সুড়করণ, কাশি Coughing, TICKLING, cough (107)

  280. টানটান ভাবযুক্ত, কাশি Coughing, TIGHT, cough (18)

  281. ঝিনঝিন করে, বক্ষে Coughing, TINGLING, chest (4)

  282. সুড়সুড়ি দেত্তয়া, কাশি Coughing, TITILLATING, cough (4)

  283. স্বরভঙ্গকর, কাশি Coughing, TONELESS, cough (4)

  284. যন্ত্রণাদায়ক, কাশি Coughing, TORMENTING, cough (65)

  285. স্পর্শে, Coughing, TOUCHING, (0)

  286. শিঙার স্বরের মতো, কাশি Coughing, TRUMPET-toned, cough (2)

  287. নল- কাশির সনয় যেন নলের ভিতর দিয়ে শব্দ আসছে Coughing, TUBE, sounds as if he coughed in a (1)

  288. ঘোর-পাক খাওয়া- বাম পার্শ হতে ডান পার্শ্বে ঘোরলে উপশম Coughing, TURNING, from left to right side amel. (6)

  289. আকস্মিক টান লাগে, নিতম্বদেশে Coughing, TWITCHING, in hips (1)

  290. ক্ষতসৃষ্টি হয়েছে, যেন শ্বাসনালীর, গভিরে Coughing, ULCERATION, deep in trachea, as if from an (1)

  291. অনাচ্ছাদিত হলে, বৃদ্ধি Coughing, UNCOVERING, agg. (8)

  292. টিকা গ্রহণের, পরে Coughing, VACCINATION, after (4)

  293. বসন্তরোগের, পরে Coughing, VARIOLA, after (1)

  294. বিরক্তির পরে Coughing, VEXATION, after (15)

  295. ভিনেগার খাওয়ার, পরে Coughing, VINEGAR, after (5)

  296. অত্যাধিক, কাশি Coughing, VIOLENT, cough (101)

  297. জাগ্রত হলে Coughing, WAKING, on (51)

  298. হাটাচলা Coughing, WALKING, (0)

  299. উষ্ণ Coughing, WARM, (0)

  300. পানি Coughing, WATER, (0)

  301. আবহাওয়া Coughing, WEATHER, (0)

  302. ক্রন্দনশীলতাতার, সহিত Coughing, WEEPING, with, (0)

  303. ভিজা অবস্থায় থাকার ফলে Coughing, WET, getting (10)

  304. সাইসাই শব্দকারী Coughing, WHEEZING, (0)

  305. ঘেনঘেনানি, অবস্থায় Coughing, WHINING, during (3)

  306. ফেসফেসে, শব্দ, সহ Coughing, WHISPERING, sound, has a (1)

  307. শিস দেয়া, কাশি Coughing, WHISTLING, cough (17)

  308. হুপিং, কাশি Coughing, WHOOPING, cough (112)

  309. বায়ুতে কাশি Coughing, WIND, coughing in the (14)

  310. মদ্য পানে, বৃদ্ধি Coughing, WINE, agg. (11)

  311. শীত কালে Coughing, WINTER (14)

  312. ক্রিমি, এমন অনুভূতি যেন, একটি ক্রিমি পাকস্থলী থেকে গলনালীতে উঠে আসছে Coughing, WORM, sensation as if a, crawled up from pit of stomach in throat, from (1)

  313. লিখার সময় Coughing, WRITING (1)

  314. হাইতোলা Coughing, YAWNING (7)

 

কারো নিকট অনুবাদে ত্রুটি ধড়া পড়লে, অনুগ্রহ করে আমাদের জানালে উপকৃত হব।

 

 

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

5 Comments

  1. IngaCStodola

    You actually ensure it is seem very easy with your presentation however I find this matter to be really
    something which In my opinion I might never understand.
    It sort of feels too complicated and very vast for me.
    I am getting a look forward in your subsequent submit, I
    am going to make an effort to receive the dangle of it!

    Reply
  2. কাজী খালিদ

    দীঘ দিন ধরে নাক থেকে পানী পড়ে,তার সাথে হাঁচি ,চোখ ও কান খুঁজ লানো,
    হোমিওপ্যাথিক চিকিৎসা চলছে কোনো ভালো ফল পাওয়া যাচ্ছেনা।

    Reply
    1. Dr Ahsan Ullah Tofajjal

      আপনার সব বিষয়ে না জেনে কিছু বলা যাবে না। বিস্তারিত জানতে ফোন করুন ০১৯৬৫৫৬৭৫১২ নাম্বারে।

      Reply
  3. কাজী খালিদ

    দীঘ দিন ধরে নাক থেকে পানী পড়ে,তার সাথে হাঁচি ,চোখ ও কান খুঁজ লানো,
    হোমিওপ্যাথিক চিকিৎসা চলছে কোনো ভালো ফল পাওয়া যাচ্ছেনা।
    Ph.9990979486
    (India)

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *