চোখের পাতায় আঞ্জনি, গুটি, নোডল বা টিউমারের সফল চিকিৎসা ও প্রমাণ | HD Homeo Sadan মোঃ জহিরুল ইসলাম নামে এ রোগীর চোখের পাতায় আঞ্জনি বা নোডল দেখতে পাচ্ছেন, রোগী ঔষধ সেবন করলে আবার হয় একারণে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগীকে সার্জারি করার পরামর্শ দেওয়া হয়। এতে রোগী ভীত হয়ে পরেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এইচডি হোমিও সদনে আসেন অতঃপর চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সম্পূর্ণ আরোগ্য হন। রোগীর মুখেই শুনুন তার রোগের কথা
প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগন এধরণের রোগীদের চিকিৎসা করার কৌশল শিখতে প্রতি রবিবার রাতে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ লিংক পোস্টে দেওয়া আছে।
এবং আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন প্লিজ
এ রোগীর চিকিৎসা করেছেন ডাঃ এ আলম হোসাইনী Dr. A Alam Hossaini.
আমাদের ঠিকানাঃ
HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। বাড়িতে বসে অনলাইনে অথবা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে।
সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494
১. এপয়েন্টমেন্ট লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন) https://hdhealth.org/hospital/fronten…
২. অনলাইন ক্লাসে অংশগ্রহণ লিংকঃ https://meet.google.com/chk-exjq-smt
৩. আমাদের সফলতার প্রমাণ দেখার লিংকঃ https://hdhealth.org/