About Lesson
বিষয় : অর্গানন অব্ মেডিসিন (Organon of Medicine)
থিওরি ক্লাশ: ২২টি
ক্লাশের সময়: ফেব্রুয়ারী – আগষ্ট
সেপ্টেম্বর-ডিসেম্বর: পরীক্ষা প্রস্তুতি, প্র্যাক্টিক্যাল খাতা প্রস্তুত, এসাইনমেন্ট লেখা ও বক্তব্য শিক্ষা।
শিক্ষকের নাম : ডা. দেলোয়ার হোসেন
ক্রমিক নং | পাঠের নাম | ক্লাশ সংখ্যা |
১ | অর্গাননের ভূমিকাসহ অর্গানন শব্দের অর্থ বিশ্লেষন কর। সময়ের বিবর্তনের ধারায় অর্গাননের বিভিন্ন সংস্করণে আলোচিত উপাধির পরিবর্তন আলোচনা কর। | ১টি |
২ | অর্গাননের ভূমিকা, উপক্রমিকা এবং বিভিন্ন সংস্করেণের বিশেষ করে ৫ম ও ৬ষ্ঠ সংস্করণের ব্যাখ্যা কর। সূত্র : ১ ও ২ সম্পর্কে আলোচনা। | ১টি |
৩ | সূত্র : ৩ থেকে ৮২ (মোট ৮০ টি সূত্র), প্রতি ক্লাশে ৫টি সূত্রের আলোচনা | ২০ টি |