About Lesson
বিষয়: ফিজিওলজী ১ম অংশ (Physiology 1st Part)
থিওরি ক্লাশ: ১৮টি প্র্যাকটিক্যাল ক্লাশ: ২টি
ক্লাশের সময়: জানু – আগষ্ট, ১ সপ্তাহ পর পর সোমবার রাত ৮.৩০টা – ৯.৩০টা
সেপ্টেম্বর-ডিসেম্বর: পরীক্ষা প্রস্তুতি, প্র্যাক্টিক্যাল খাতা প্রস্তুত, এসাইনমেন্ট লেখা ও বক্তব্য শিক্ষা।
শিক্ষকের নাম: ডা. আবদুর রহমান সজীব
ক্রমিক নং | পাঠের নাম | ক্লাশ সংখ্যা |
১ | ফিজিওলজীর সংজ্ঞা, ফিজিওলজীর নীতিসমূহ, কৌষিক গঠন ও কার্যাবলী, দেহের তরল স্থানসমূহ, দেহ তরলের গঠন এবং তাদের পি. এইচ. ও বাফার | ২টি |
২ | রক্ত সংবহনতন্ত্র : রক্তের গঠন, গুণাবলী এবং কার্যাবলী, রক্ত সঞ্চালন, পাম্পিং অঙ্গ হিসেবে হৃদপিন্ড, কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক আউটপুট, হৃদস্পন্দন, রক্ত প্রবাহের উৎপত্তি ও বিস্তার, হুদপিন্ডের শব্দ, নাড়ী ও এর চারিত্রিক বৈশিষ্ট্য, রক্তচাপ | ৫টি |
৩ | শ্বাসতন্ত্র : শ্বাসক্রিয়ার পদ্ধতি ও নিয়ন্ত্রণ, ফুসফুস ও কলাসমূহে হ্যাস সরবরাহ, ডেডস্পেস, ফুসফুসের আয়তন ও ধারণ ক্ষমতা, শ্বসন বিরতি ও বর্ধিত শ্বসন, হাইপোনিয়া, শ্বাস-প্রশ্বাস শব্দ, কৃত্রিম শ্বাস ক্রিয়া | ৪টি |
৪ | পরিপাকতন্ত্র : লালাগ্রন্থির রস, পাকস্থলির রস, প্যানক্রিয়াটিক জুস, পিত্তথলির রসের গঠন ও কার্যাবলী। শর্করা, প্রোটিন ও চর্বি জাতীয় খাদ্যের পরিপাক ও শোষন | ৪টি |
৫ | বিপাক বা মেটাবলিজম : শক্তির বিপাক বা এনার্জি মেটাবলিজম, বিপাকের হার ও শর্করা জাতীয় খাদ্যের বিপাক, চর্বি জাতীয় খাদ্যের বিপাক এবং প্রোটিন জাতীয় খাদ্যের বিপাক | ৩টি |
৬ | প্র্যাকটিক্যাল : অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার, রক্তের ফিল্ম রঞ্জিতকরণ ও প্রস্তুতি, টি. সি.; ডি.সি.; ই. এস. আর. এবং এইচ. বি এর শতকরা হার (সকাল ১০.০০টা-১.০০টা) | ২টি |