About Lesson
বিষয়: প্র্যাকটিস অব্ মেডিসিন
থিওরি ক্লাশ: ২৪টি প্র্যাকটিকেল ক্লাশ: ৩টি
ক্লাশের সময়: ফেব্রুয়ারী– আগষ্ট, শনিবার- রাত ৯.৩০টা – ১০.৩০টা
সেপ্টেম্বর-ডিসেম্বর: পরীক্ষা প্রস্তুতি, প্র্যাক্টিক্যাল খাতা প্রস্তুত, এসাইনমেন্ট লেখা ও বক্তব্য শিক্ষা।
শিক্ষক: ডা. ইয়াকুব আলী সরকার
ক্রমিক নং | পাঠের নাম | ক্লাশ সংখ্যা |
১ | হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানে প্র্যাকটিস অব মেডিসিনের প্রয়োজনীয়তা | ১টি |
২ | কার্ডিও ভাস্কুলার সিস্টেমের রোগসমূহ : জন্মগত হৃদপিন্ডের পীড়া, হৃদপীন্ডের ভাল্বের রোগ, সাব একিউট ব্যাকটিরিয়াল এন্ডোকারডাইটিস, কার্ডিয়াক এরিথমিয়াস প্যারোক্সিসমাল ট্যাকিকার্ডিয়া, আর্টারিয়াল ফ্লাটার, আর্ট্রয়িাল ফাইব্রিলেশন, ভেনট্রিকুলার ফাইব্রিলেশন, হার্টব্লক, রিউমেটিক ফিভার, হাইপার টেনশন | ৫টি |
৩ | স্নায়ুতন্ত্রের পীড়া : লিজানস (আঘাত প্রাপ্ত স্থানে সংক্রমনের ফলে সৃষ্ট ঘা) অব আপার মটর নিউরন এবং লোয়ার মটর নিউরন, এক্সট্রাপিরামিডাল এবং সেরিবিলার লিজানস, নিউরালজিয়া এবং নিউরাইটিস, মেনিনজাইটিস, কার্ডিওভাস্কুলার এক্সিডেন্ট এবং সেরিব্রাল হেমোরেজ, লাম্বাগো সায়েটিকা, ইপিলেপসি মাইগ্রেন, ফেসল পালসি, প্যারা প্লাজিয়া, হ্যামিপ্লিজিয়া (প্যারালাইসিস) | ৬টি |
৪ | মানসিক রোগের চিকিৎসা : সাইকোনিরোসিস, হিসটেরিয়া, সিজোফ্রেনিয়া, ম্যানিকডেপ্রেসিভ সাইকোসিস | ৩টি |
৫ | অস্থি ও অস্থি সন্ধির পীড়া : ডিপথেরিয়, হুপিং কাশি, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, পানি বসন্ত, টাইফয়েড জ¦র, কলেরা, ডিসেনট্রি, টিটেনাস, পলিও মায়েলাইটিস, যৌন ব্যাধিসমূহ | ৪টি |
৬ | পুষ্টি সংক্রান্ত পীড়া সমূহ : রিকেটস, স্কার্ভি, বেরিবেরি, ম্যারাসমাস, কোয়াশিওরকর | ৩টি |
৭ | রক্ত সংক্রান্ত পীড়া সমূহ : এনিমিয়া, লিউকেমিয়া, থেলাসেমিয়া | ২টি |
৮ | প্র্যাকটিকেল : ১. রোগের ইতিহাস সংগ্রহ (প্রত্যেককে কমপক্ষে ৫ জন রোগীর ইতিহাস সংগ্রহ করতে হবে) ২. ক. হৃদপিন্ডের রক্তসংবহন তন্ত্রের পরীক্ষণ খ. ¯œায়ুতন্ত্রের পরীক্ষণ (সকাল ১০.০০টা-১.০০টা এবং ২.৩০টা থেকে ৪.০০টা) | ৩টি |