About Lesson
বিষয়: ফরেনসিক মেডিসিন (মেডিকেল আইন)
থিওরি ক্লাশ: ৩২টি প্র্যাকটিকেল ক্লাশ: ১টি
ক্লাশের সময়: ফেব্রুয়ারী– আগষ্ট, সোমবার- রাত ৯.৩০টা – ১০.৩০টা
সেপ্টেম্বর-ডিসেম্বর: পরীক্ষা প্রস্তুতি, প্র্যাক্টিক্যাল খাতা প্রস্তুত, এসাইনমেন্ট লেখা ও বক্তব্য শিক্ষা।
শিক্ষক: ডা. ফয়েক এনাম
ক্রমিক নং | পাঠের নাম | ক্লাশ সংখ্যা |
১ | মেডিকেল জুরিস প্রুডেন্স বা ফরেনসিক মেডিসিনের সংজ্ঞা, আদালত এবং তাদের এখতিয়ার | ১টি |
২ | আইনগত কার্যপ্রণালী : ক. মেডিকেল রেজিস্ট্রেশনের সাথে আইনগত সম্পর্ক এবং চিকিৎসক ও রাস্ট্রের সম্পর্ক খ. ডাক্তার ও রোগীর সম্পর্ক, অসঙ্গত চিকিৎসা ব্যবস্থা, শিশু বিবাহ আইন, বোরষ্টাল স্কুল আইন | ২টি |
৩ | মেডিকেল সার্টিফিকেট, ব্যক্তির সনাক্তকরণ | ১টি |
৪ | ময়না তদন্তের পরীক্ষা সমূহ (অটপসি) | ২টি |
৫ | মৃত্যু, মৃত্যুর ধরণ, অচেতন, সিনকপি (অতিরিক্ত নিম্ন রক্তচাপের ফলে স্বল্পকালীন সংজ্ঞা লোপ), শ^াস রুদ্ধ, মৃত্যুর চিহৃ এবং লক্ষণ সমূহ, আকস্মিক মৃত্যুর কারণ | ৪টি |
৬ | ক্ষত-ক্ষতের শ্রেণিবিভাগ এবং বিভিন্ন ধরণের ক্ষতের বর্ণনা : ক. এব্রেশন খ. ব্রুইজ গ. ল্যাসারেশন ঘ. ইনসাইজড ইন্ডস ঙ. পেনিট্রেশন বা পারফোরেশন ক্ষত সমূহ চ. গলাকাটা ক্ষত সমূহ ছ. বন্দুকের গুলির জখম | ৩টি |
৭ | ঝলসানো, অগ্নিদগ্ধ, লাইটনিং, তড়িতাহত | ২টি |
৮ | আত্মহত্যা, ফাঁসি, ষ্ট্যাংগুলেশন, সফোকেশন, পানিতে ডুবে মরা | ২টি |
৯ | যৌন অপরাধসমূহ – ধর্ষন, সডোমি | ১টি |
১০ | অ্যাবরশন – ক্রিমিনাল অ্যাবরশন, থেরাপিউটিক অ্যাবরশন | ১টি |
বিষ বিজ্ঞান: থিওরি ক্লাশ : ১২টি প্র্যাকটিকেল ক্লাশ : ১টি
ক্রমিক নং | পাঠের নাম | ক্লাশ সংখ্যা |
১ | বিষ : বিষক্রিয়ার সাধারণ চিকিৎসা প্রণালী এবং চিহৃ ও লক্ষণাবলী | ১টি |
২ | গ্লাসিয়াল এসিটিক এসিড, কার্বনিক এসিড, নাইট্রিক এসিড, সালফিউরিক এসিডের ক্ষয়কারক বিষক্রিয়া | ২টি |
৩ | অজৈব বিষ : ফসফরাস, আর্সেনিক, ডি ডি টি, এনড্রিন | ১টি |
৪ | সেরিব্রাল বিষ : অ্যালকোহল, ক্লোরোফর্ম, ধুতুরা, কেনাবিস ইন্ডিকা, সায়ানাইডস | ২টি |
৫ | কার্ডিয়াক বিষ : একোনাইট, ডিজিটালিজ, হলুদ অলিয়েন্ডার | ২টি |
৬ | আ্যসফিকসিয়ানস বা শ^াসরোধক : কেরোসিন তেল, সাপের বিষ | ২টি |
৭ | প্র্যাকটিকেল : ১. বিষাক্ত উদ্ভিদেও পরিচিতি ও সনাক্তকরণ ২. মেডিকো-লিগ্যাল ইন্টারেষ্ট এর এক্স-রে ফিল্মের ব্যবহার (সকাল ১০.০০টা-১.০০টা) | ২টি |