About Lesson
বিষয় : অর্গানন অব মেডিসিন
থিওরি ক্লাশ: ২৪টি
ক্লাশের সময়: জানুয়ারী – মে, বুধবার- রাত ৮.৩০টা – ৯.৩০টা
সেপ্টেম্বর-ডিসেম্বর: পরীক্ষা প্রস্তুতি, প্র্যাক্টিক্যাল খাতা প্রস্তুত, এসাইনমেন্ট লেখা ও বক্তব্য শিক্ষা।
শিক্ষক: ডা. আবদুল আলীম
ক্রমিক নং | পাঠের নাম | ক্লাশ সংখ্যা |
১ | সূত্র : ১৭২ থেকে ২৬৩ (মোট ৯১ টি সূত্র), প্রতি ক্লাশে ৩/৪টি সূত্রের আলোচনা ও এপ্লিকেশন | ৩০টি |
২ | সূত্র : ২৭৩ থেকে ২৯১ (মোট ১৮ টি সূত্র), প্রতি ক্লাশে ৩/৪টি সূত্রের আলোচনা ও এপ্লিকেশন | ৬টি |