Course Content
ডায়াবেটিস ও হরমোন জনিত রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা
0/9
ডায়াবেটিস ও হরমোন জনিত রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

ক্যান্সারের সফল হোমিওপ্যাথিক চিকিৎসা | Thyroid Cancer | Homeopathy

রাবেয়া নামে ৭০ উর্ধ একজন রোগীর গলায় থাইরয়েড ক্যান্সার ধরা পরে। প্রচলিত চিকিৎসা নেওয়ার পর যখন ক্যান্সার হতে ফোটায় ফোটায় কষানি ঝড়ে, যখন তার বিদায়ের পালা ঠিক সে সময় শেষ উপায় হিসেবে ২৩ জুন ২০১২ তারিখ হতে “HD হোমিও সদন”( www.hdhomeo.com ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। প্রায় পাঁচ বৎসর হল রোগী এখনও সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সকল কাজ নিজ হাতেই করছেন।

উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী ‘ক্যান্সার’ রোগের জন্য চিকিৎসা নিলে প্রায় ১০ জন রোগী অল্প খরচে ও বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়। এবং আরও ৬০ জন রোগী বহুদিন সুস্থ থাকে।

Mobile- 01978789494, Skype- hdhomeo1

অবগতি পত্র:

এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল।

Whatsapp: https://wa.me/+8801978789494

Facebook: https://www.facebook.com/hdhomeo1

2nd Facebook: https://www.facebook.com/hdhomeostudies

Website: https://hdhealth.org/

2nd Website: https://www.hdhomeo.com/

Appointment: https://www.hdhomeo.com/appointment/ #HD_Homeo_Sadan, #Homeopathy, #Thyroid_Cancer, #Cancer,