Course Content
ডায়াবেটিস ও হরমোন জনিত রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতা
0/9
ডায়াবেটিস ও হরমোন জনিত রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
About Lesson

মেহরিমা আক্তার জেরিন নামে এ শিশুটির এডেনইড (Adenoid) গ্রন্থির প্রবলেম সহ শ্বাসকষ্ট এবং প্রচণ্ড মাথা ব্যথা এবং মারাত্বক স্কুল ভীতি, স্কুলে থাকা অবস্থায় সারাক্ষণ কান্না করে এমনকি স্কুলে যাওয়ার পথে কয়েকবার বমি করে। এ কারণে দিনের পর দিন ক্লাসের অন্য বাচ্চাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। ক্লাস টিচার বাধ্য হয়েই অভিভাবকদের ডেকে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যেতে বলে, যৌক্তিক কারণ হলো ১ জনের জন্য ৮০ জনের শিক্ষা জীবন নষ্ট করা যায় না।

জেরিনের অভিভাবক কিংকর্তব্য বিমুঢ় হয়ে পরে, নানাবিধ চিকিৎসা নিয়ে ব্যর্থ হন। অনলাইনে এইচডি হোমিও সদনের কথা জেনে ক্ষীণ আসা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। অতঃপর জেরিন এইচডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হয়।

জেরিন বর্তমানে স্কুলে কান্না করে না, বমি, শ্বাসকষ্ট ও মাথা ব্যথাও নেই। অভিভাবকের মুখেই শুনুন তাঁদের অভিজ্ঞতার কথা।

প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগন এধরণের রোগীদের চিকিৎসা করার কৌশল শিখতে প্রতি রবিবার রাতে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ লিংক পোস্টে দেওয়া আছে।

এবং আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন প্লিজ

এ রোগীর চিকিৎসা করেছেন ডাঃ এ আলম হোসাইনী Dr. A Alam Hossaini.

আমাদের ঠিকানাঃ

✅ HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203 🕙 রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা। ➡️ বাড়িতে বসে অনলাইনে অথবা ➡️ চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন। ঔষধ কুরিয়ারে পাঠানো হবে।

✅ সাপোর্টের জন্য ফোন করুন প্লিজ: +8801978789494

✅ ১. এপয়েন্টমেন্ট লিংকঃ (অনলাইনে বা চেম্বারে এসে রোগী দেখাতে পারবেন) https://hdhealth.org/hospital/fronten…

✅ ২. অনলাইন ক্লাসে অংশগ্রহণ লিংকঃ https://meet.google.com/chk-exjq-smt

✅ ৩. আমাদের সফলতার প্রমাণ দেখার লিংকঃ https://hdhealth.org/