Abrotanum [Abrot] এব্রোটেনাম
Abrot: কোনো বিষয়ে বুঝার ক্ষমতা কম, অত্যন্ত খিটখিটে ও নিষ্ঠুর।
Abrot: দেখতে বুড়োর মত, পেট ফোলা, নিম্নাংশ বিশেষত পা দুটো শুষ্ক।
Abrot: পর্যায়ক্রমে উদরাময় ও বাত, উদরাময়ে অজীর্ণ মল।
Abrot: পাকস্থলীটি যেন ঝুলে আছে অথবা পানির উপর ভেসে আছে এমন অনুভূতি।
Abrot: ব্যথাযুক্ত প্রদাহ, বাতে ফুলে উঠার পূর্বেই আক্রান্ত স্থানে ব্যথা।
Abrot: রোগান্তর প্রাপ্তি, যেমন উদরাময় দমনের ফলে বাত, গেঁটেবাত দমনের ফলে হৃদরোগ ইত্যাদি।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< ঠাণ্ডা বাতাসে
< শরীরের কোনো স্রাব চাপা পড়লে < কুয়াশায় < রাতে < সেঁতসেঁতে আবহাওয়ায় বা পরিবেশে |
> পাতলা পায়খানা হলে
> নড়াচড়ায় |
ডাঃ নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর “ঔষুধ পরিচয়” বই থেকে
অ্যাব্রোটেনাম
হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে অর্থাৎ রোগীর শারীরিক ও মানসিক অস্বচ্ছন্দতার লক্ষণগুলি সংগ্রহ করিয়া সেই মত ঔষধ ব্যবস্থা করে। কিন্তু ইহা শুনিতে যত সহজ কার্যতঃ তেমন নহে । কারণ প্রত্যেক লক্ষণের ভাব, ভঙ্গী, ভিত্তি এবং বৈচিত্র্য বিচার করিয়া তাহাদের যথাযথ মূল্য নিরূপণ ব্যতিরেকে সকল পরিশ্রমই পণ্ড হইয়া যায় ৷
অ্যাব্রোটেনামের প্রথম কথা – পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর ।
কোন একটি রোগ আরোগ্য (?) হইবার পর যদি অন্য একটি রোগ প্রকাশ পায় এবং পরবর্তী রোগটি নিরাময় হইবার মুখে যদি পুর্ববর্তী রোগটি পুনরায় আত্মপ্রকাশ করে, তাহা হইলে উপযুক্ত ক্ষেত্রে অ্যাব্রো- টেনাম কখনও ব্যর্থ হয় না ( টিউবারকুলিনাম ) । আবার যে ক্ষেত্রে কোন একটি রোগ কুচিকিৎসার ফলে চাপা পড়িয়া ভিন্ন মূর্তিতে দেখা দিয়াছে সেখানেও আমরা ইহার কথা মনে করিতে পারি ।
অ্যাব্রোটেনামের মূলে ক্ষয়দোষ বর্তমান থাকে এবং তজ্জন্য প্রকৃত চিকিৎসার অভাবে রোগশক্তি ক্রমাগত রূপ পরিবর্তন করিয়া নব নব রূপে প্রকাশ পাইতে থাকে। যেমন ধরুন বাত ভাল হইবার পর উদরাময় বা অর্শ ভাল হইবার পর আমাশয় কিম্বা কর্ণমূল প্রদাহ ভাল
ঔষধ পরিচয়
হইবার পর অণ্ডকোষ প্রদাহ। অবস্থ রোগীর নিকট হইতে এ সম্বন্ধে আমরা কিছুই আশা করিতে পারি না। যতক্ষণ সে বাতে ভুগিতেছিল ততক্ষণ সে জানিত তাহার বাত হইয়াছে এবং এক্ষণে যখন তাহার বাত ভাল হইবার অব্যবহিত পরেই অর্শ বা উদরাময় দেখা দিল, তখন সে বুঝিল না যে কুচিকিৎসার ফলেই তাহার রোগটি বাত-রূপ ত্যাগ করিয়া অর্শ বা উদরাময়-রূপে আত্মপ্রকাশ করিয়াছে। কিন্তু চিকিৎসক এ সম্বন্ধে অনভিজ্ঞ হইলে চলিবে না। রোগ, রোগী এবং ঔষধের চরিত্র সম্বন্ধে সম্যক উপলব্ধিই চিকিৎসকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অতএব যেখানে আমরা দেখিব একটি রোগ ভাল হইবার পর আর একটি রোগ দেখা দিয়াছে এবং তাহা আরোগ্য হইতে না হইতেই অন্য একটি রোগ দেখা দিয়াছে বা পূর্ব রোগটি পুনরায় আত্মপ্রকাশ করিয়াছে সেইখানে একবার অ্যাব্রোটেনামকে স্মরণ করিব। অ্যাব্রোটেনামে বাত আছে, অর্শ আছে, গ্রন্থিপ্রদাহ আছে, কিন্তু ইহা তাহার প্রকৃত পরিচয় নহে। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ কিম্বা রোগের রূপাস্তর বা স্থানাস্তর গ্রহণই তাহার প্রকৃত পরিচয় । যেমন বাত নিম্নাঙ্গ ছাড়িয়া হৃৎপিণ্ড আক্রমণ করিলে বা কর্ণমূলপ্রদাহ ভাল হইয়া অণ্ডকোষ আক্রান্ত হইলে।
অ্যাব্রোটেনামের দ্বিতীয় কথা – উদরাময়ে উপশম ।
কোষ্ঠবদ্ধ অবস্থায় অ্যাব্রোটেনামের সকল যন্ত্রণা বৃদ্ধি পায় এবং উদরাময় দেখা দিলেই যন্ত্রণার উপশম হয় । পুর্বে যে পর্যায়ক্রমে বিভিন্ন রোগের উল্লেখ করা হইয়াছে তাহার সহিত এই কথাটিও মনে রাখিবেন। বাতের ব্যথাই হউক বা অর্শ ই হউক অ্যাব্রোটেনামের যন্ত্রণা কোষ্ঠবদ্ধ অবস্থায় বৃদ্ধি পায় এবং উদরাময় দেখা দিলেই উপশম হয়। অতএব যেখানে দেখিবেন রোগী বিভিন্ন রোগে কষ্ট পাইতেছে কিন্তু উদরাময় দেখা দিলেই তাহাদের উপশম হয়, সেখানে একবার ইহাকে স্মরণ করিবেন ।
অ্যাব্রোটেনাম
পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠবদ্ধতা ।
অ্যাব্রোটেনামের তৃতীয় কথা – ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা সত্ত্বেও দেহ শুকাইয়া যাওয়া ।
অ্যাব্রোটেনামের চরিত্র সমালোচনা করিলে দেখা যায় ইহা ক্ষয়- দোষের একটি বড় ঔষধ। অবশ্য ইহার প্রথম কথা তাহার প্রকৃষ্ট নিদর্শন । আমাদের বুঝা উচিত যে, কোন রোগ নিয়মিতভাবে পুনঃপুনঃ প্রকাশ পাইতে থাকিলে সেই রোগের ভিত্তি দৃঢ়। পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর গ্রহণ আরও মারাত্মক এবং সেই মারাত্মক প্রকৃতির পরিচয় আমরা পাই ইহার তৃতীয় কথায় ; তাই আমরা দেখি প্রবল ক্ষুধা সত্ত্বেও রোগী দিন দিন জীর্ণ-শীর্ণ হইয়া পড়ে ( আইওডিন, নেট্রাম-মি, ম্যানিকুলা, টিউবারকুলিনাম ); ছোট ছোট ছেলেরা ঠিক অশীতিপর বৃদ্ধের মত দেখায়, অর্থাৎ কঙ্কালসার হইয়া পড়ে— শীর্ণ দেহ, মাথা সোজা করিয়া রাখিতে পারে না, দেহের চর্ম লোল ও শিথিল। ছেলেরা রাক্ষসের মত খায় বটে, কিন্তু হজম করিতে পারে না—প্রচুর পরিমাণে মলত্যাগ করে। কিম্বা পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। সাইকোসিস এবং সিফিলিস জনিত গুকাইয়া যাওয়ায় মেডোরিনাম এবং সিফিলিনামও শ্রেষ্ঠ ঔষধ ।
গুকাইয়া যাওয়া প্রথম পদদ্বয় হইতেই আরম্ভ হয় ( আইওডিন, টিউবারকুলিনাম ) । রিকেট বা ‘পুঁ’য়ে-পাওয়া’ ক্ষয়দোষেরই নামান্তর । পুষ্টিকর খাদ্যের অভাব ইহার অন্যতম কারণ হইলেও পিতামাতার মধ্যে পানদোষ এবং যৌনব্যাধি ইহার মূল কারণ। শুধু রিকেট কেন সস্তান- সন্ততির জীবনব্যাপী যাবতীয় চিররোগের মূল কারণই তাহা । অতএব এরূপ প্রক্বতির পিতামাতা সংসারে নিশ্চয়ই অবাঞ্ছনীয় । যাহা হউক, শিশুদের অজীর্ণদোষ সম্বন্ধে আমি আরও বলিতে চাই যে, পিতামাতা একত্রে শয়ন করিবার অব্যবহিত পরে শিশুকে স্তন্যদান খুবই অন্যায় এবং
ঔষধ পরিচয়
শিশু যতদিন স্তন্যপায়ী থাকিবে ততদিন জননীর পুনরায় গর্ভসঞ্চার কোনমতেই বাঞ্ছনীয় নহে; আরও একটি কথা এই যে, শিশুকে কোনক্রমেই ক্বত্রিম খাদ্য যেমন গ্ল্যাক্সো, হরলিকস প্রভৃতি খাইতে দেওয়া উচিত নছে। যদিও আজকাল অনেক স্বাস্থ্য পাঠের মধ্যে বিলাতী বইয়ের নকল করিয়া খাদ্য তালিকা দেওয়া হয়, কিন্তু আমাদের মনে রাখা উচিত, শীতপ্রধান দেশে যাহা উপযুক্ত, গ্রীষ্মপ্রধান দেশে তাহা উপযুক্ত না হওয়ার সম্ভাবনাই বেশী। অতঃপর আজকাল জননীরা যে ফিডিং বোতল ব্যবহার করেন ইহাও যে কত বিপজ্জনক, তাহা বলাই বাহুল্য ৷
অ্যাব্রোটেনামের চতুর্থ কথা—বাচালতা ।
পুর্বেই বলিয়াছি অ্যাব্রোটেনামের চরিত্রগত লক্ষণ দেখিয়া মনে হয়, ইহাতে ক্ষয়দোষের যথেষ্ট পরিচয় আছে; এক্ষণে তাহার বাচালতা দেখিয়া সে সম্বন্ধে আমরা আরও নিঃসন্দেহ হইতে পারি । দুর্বলতার সহিত শিশুদের একপ্রকারের ক্ষয়জাতীয় জ্বর। শিশু উঠিয়া দাড়াইতে পারে না।
দারুণ
বাত নিম্নাঙ্গ ছাড়িয়া হৃৎপিণ্ড আক্রমণ করে (লিডাম, মেডোরিন ) । সদ্যোজাত শিশুর নাভি হইতে রক্তপাত ; হাইড্রোসিল বা কুরও । আক্ষেপ বা শূলবেদনার পর অঙ্গ-প্রত্যঙ্গের শিরা টানিয়া ধরা । গেঁটে বাত, গ্রন্থি ফুলিয়া আড়ষ্ট হইয়া ওঠে, কোনরূপ নড়াচড়া করিতে পারে না। আক্রান্ত স্থান ফুলিয়া উঠিবার পূর্বে দারুণ যন্ত্রণা ও প্রবল জ্বর। উদরাময়, আমাশয়, অর্শ ইত্যাদি স্রাব চাপা পড়িয়া । কটিব্যথা, রাত্রে বৃদ্ধি, নড়াচড়ায় উপশম ।
পেটের মধ্যে ব্যথা ও বমি।
হঠাৎ স্বরভঙ্গ । ক্রুদ্ধভাব ও শীতার্ত ।
প্লুরিসী—যেখানে অ্যাকোনাইট ও ব্রাইওনিয়ার পর আক্রান্ত হলে
অ্যাব্রোটেনাম
চাপিয়া ধরার মত ব্যথাবোধ হইতে থাকে এবং শ্বাস-প্রশ্বাস কষ্টকর হইয়া
ওঠে। রূপাস্তরিত প্লুরিসী।
ফোড়া—হিপারের পর অনেক সময় অ্যাব্রোটেনামও ব্যবহৃত হয়, তবে অ্যাব্রোটেনামের লক্ষণ বর্তমান থাকা চাই ।
সদৃশ ঔষধাবলী – (পর্যায়ক্রমে বিভিন্ন রোগ – পর্যায়ক্রমে বাত এবং অর্শ, আমাশয় বা উদরাময়—অ্যান্টিম-ক্রুড, সিমিসিফুগা, কেলি বাই, ডালকামারা, মেডোরিনাম ।
পর্যায়ক্রমে ন্যাবা ও ঋতুরোধ—সিয়ানোথাস ।
পর্যায়ক্রমে কাশি ও অর্শ-ইউফ্রেসিয়া ।
পর্যায়ক্রমে ঋতুস্রাব ও মাথাব্যথা— ল্যাকেসিস, জিঙ্কাম, গ্লোনইন।
পর্যায়ক্রমে বহুমূত্র ও ঋতুস্রাব—ইউরেন-নাইট ।
পর্যায়ক্রমে শোথ ও উদরাময় — অ্যাপোসাইনাম, মেডোরিনাম, মার্ক-
সালফ ।
পর্যায়ক্রমে স্মৃতিভ্রংশ ও উদরাময় — অ্যাসিড ফস ।
পর্যায়ক্রমে ব্রঙ্কাইটিস ও উদরাময় — সেনেগা ৷
পর্যায়ক্রমে গেঁটেবাত ও হাপানি— সালফার ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও হাঁপানি – হিপার, ক্যালমিয়া, সালফার, ল্যাকেসিস,
মেজিরিনাম, ক্রোটন টিগ, রাস টক্স ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও আমাশয় – রাস টক্স ।
পর্যায়ক্রমে মাথাব্যথা ও আমাশয়- অ্যালো, পডোফাইলাম ।
পর্যায়ক্রমে বাত ও আমবাত—আর্টিক।-ইউ ।
পর্যায়ক্রমে পেটব্যথা ও প্রলাপ- প্লাম্বাম ।
পর্যায়ক্রমে পেটব্যথা ও চক্ষুপ্রদাহ — ইউফ্রেসিয়া ।
পর্যায়ক্রমে মাথাব্যথা ও বাত— আর্সেনিক, লাইকোপোডিয়াম ।
৮.
ঔষধ পরিচয়
পর্যায়ক্রমে পেটব্যথা ও বাত-কেলি বাই, প্লাম্বাম ।
পর্যায়ক্রমে স্বরভঙ্গ হৃদস্পন্দন – অক্সালিক অ্যাসিড ।
পর্যায়ক্রমে শীতকালে ক্রুপ ও গ্রীষ্মকালে সায়েটিকা—স্ট্যাফিসেগ্রিয়া । পর্যায়ক্রমে বমি ও আক্ষেপ – সিকুটা।
পর্যায়ক্রমে বাত ও বমি- অ্যান্টিম-ক্রুড, কেলি বাই, বেনজোয়িক অ্যা, স্যাঙ্গুইনেরিয়া ।
পর্যায়ক্রমে বাত ও রক্তকাশি বা রক্তবমি – লিডাম ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও উদরাময় – ক্রোটন টিগ ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও কাশি—ক্রোটন টিগ ।
পর্যায়ক্রমে চর্মরোগ ও বাত—ক্রোটন টিগ, স্ট্যাফিসেগ্রিয়া । পর্যায়ক্রমে পেটব্যথা ও বুকব্যথা — ইস্কুলাস, রানানকুলাস । পর্যায়ক্রমে পেটব্যথা ও মাথাব্যথা — সিনা, প্লাম্বাম । পর্যায়ক্রমে কাশি ও মাথাব্যথা — ল্যাকেসিস, সোরিনাম । পর্যায়ক্রমে মাথাব্যথা ও দাতব্যথা—সোরিনাম ।
পর্যায়ক্রমে হাপানি ও মাথাব্যথা — অ্যাঙ্গাস্ট রা, গ্লোনইন ।
পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও শোথ — আর্সেনিক। পর্যায়ক্রমে চক্ষুপ্রদাহ ও বাত—গ্রিগুেলিয়া ।
পর্যায়ক্রমে চক্ষু প্রদাহ ও গলক্ষত — প্যারিস কোয়াড ৷ পর্যায়ক্রমে উন্মাদ ও অতিরজঃ—ক্রোটেলাস, ক্যাসকা । পর্যায়ক্রমে হাঁপানি ও আমবাত – ক্যালেডিয়াম । পর্যায়ক্রমে দৃষ্টিশক্তির দুর্বলতা ও বধিরতা—সিকুটা। পর্যায়ক্রমে মাথাব্যথা ও দৃষ্টিশক্তিহীনতা—কেলি বাই । ভগন্দর ভাল (?) হইয়া যক্ষ্ম।— ক্যাঙ্কে ফস, বার্বারিস । অৰ্শ ভাল (?) হইয়া কাশি — বার্বারিস, ইউফ্রেসিয়া, সালফার ।
চর্মরোগ চাপা পড়িয়া উদরাময় – মেডোরিনাম, মেজিরিয়াম, সালফার,
গ্রাফাইটিস, সোরিনাম, ব্রাইও, ডালকামারা, হিপার, লাইকো,
আর্টিকা-ইউ 1
চর্মরোগ চাপা পড়িয়া অঙ্গ-প্রত্যঙ্গের আক্ষেপ – কুগ্রাম, কষ্টিকাম,
জিঙ্কাম ।
হাম বসিয়া গিয়া মস্তিষ্ক প্রদাহ ( মেনিঞ্জাইটিস )–এপিস, ব্রাইওনিয়া, জিঙ্কাম ।
চর্মরোগ চাপা পড়িয়া হাইড্রোসিল – অ্যাব্রোটেনাম ।
হাম বসিয়া গিয়া শোথ—এপিস, জিঙ্কাম, হেলেবোরাস ৷
পায়ের তলায় ঘাম বন্ধ হইয়া যক্ষ্মা, শ্বেতপ্রদর বা কানে পুঁজ— সাইলিসিয়া ।
শ্বেতপ্রদর বন্ধ হইয়া যক্ষ্মা—স্ট্যানাম ।
শ্বেতপ্রদর বা কানের পুঁজ বন্ধ হইয়া উন্মাদ — কস্টিকাম, কুপ্রাম । চর্মরোগ চাপা পড়িয়া উন্মাদ—কষ্টিকাম, সোরিনাম, সালফার, কুগ্রাম ৷ ঘর্ম বাধাপ্রাপ্ত হইয়া পক্ষাঘাত—জিঙ্কাম, কলচিকাম, কুপ্রাম।
চর্মরোগ চাপা পড়িয়া হাঁপানি – এপিস, আর্সেনিক, কার্বো ভেজ, ডালকামারা, ইপিকাক, সোরিনাম, পালসেটিলা, সালফার । অর্শ বা উদরাময় চাপা পড়িয়া বাত – অ্যাব্রোটেনাম, নেট্রাম সালফ । ঋতুস্রাব চাপা পড়িয়া মুখ বা মলদ্বার হইতে রক্তস্রাব — আষ্টিলেগো । ঋতুস্রাব চাপা পড়িয়া উন্মাদ—কুপ্রাম, ইগ্নে, পালস, স্ট্রামো। ঋতুস্রাব চাপা পড়িয়া নর্তনরোগ — কুপ্রাম ( আক্ষেপ দেখুন ) । বাত চাপা পড়িয়া হৃৎপিণ্ডে বেদনা— অ্যাব্রোটেনাম, ক্যালমিয়া, অরাম মেট, লিডাম, কলচিকাম, বেনজোয়িক অ্যাসিড ।
চর্মরোগ চাপা পড়িয়া ব্রঙ্কাইটিস – মেডোরিনাম, সালফার ।
ঋতুস্রাব চাপা পড়িয়া গেঁটেবাত – জিঙ্কাম, ভাবাইনা, সিমিসিফুগা, অ্যাব্রোটেনাম।
ঋতুস্রাব চাপা পড়িয়া ন্যাবা – সিয়ানোথাস ।
ঋতুস্রাব চাপা পড়িয়া নিউমোনিয়া — পালসেটিলা ।
চর্মরোগ চাপা পড়িয়া পক্ষাঘাত—জিঙ্কাম, কুপ্রাম, কস্টিকাম, সোরিনাম । কানের পূঁজ বাধাপ্রাপ্ত হইয়া মস্তিষ্ক প্রদাহ — স্ট্র্যামোনিয়াম ।
ডিপথিরিয়া বা গনোরিয়ার পর বাত বা স্নায়ুশূল—ফাইটোলাক্কা । গুনের দুধ বাধাপ্রাপ্ত হইয়া মস্তিষ্ক প্রদাহ বা মেরুদণ্ড প্রদাহ — অ্যাগারিকাস। ঋতু চাপা পড়িয়া স্তনে দুধ—চায়না, সাইক্লা, পালস, টিউবারকুলিন, মার্ক-স ঘর্ম বাধাপ্রাপ্ত হইয়া শোথ—ডালকামারা ।
উদরাময় বাধাপ্রাপ্ত হইয়া উন্মাদ-কুপ্রাম।
অর্শ বাধাপ্রাপ্ত হইয়া রক্তবমি বা রক্তকাশি — লিপষ্প্রিঞ্জ, লাইকো, ফস,
নাক্স, সালফার।
রক্তভেদ বাধাপ্রাপ্ত হইয়া রক্তবমি—লিপ প্রিঞ্জ ।
চর্মরোগ চাপা পড়িয়া অণ্ডকোষ প্রদাহ — আব্রোটেনাম, ক্যাল্কেরিয়া
কার্ব ।
অর্শ বাধাপ্রাপ্ত হইয়া রক্তের চাপ বৃদ্ধি-লাইকোপাস ।
ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া শোথ— কেলি কার্ব, সেনেসিও।
ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া চক্ষুপ্রদাহ — ইউফ্রেসিয়া, পালসেটিলা । ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া হাঁপানি – পালসেটিলা, স্পঞ্জিয়া ।
চর্মরোগ চাপা পড়িয়া মৃগী — অ্যাগারিকাস, কুপ্রাম, জিঙ্কাম চর্মরোগ চাপা পড়িয়া শোথ—ডালকামারা, অ্যাসিড ফস, সালফার । ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া নাক বা মুখ দিয়া রক্তস্রাব—ক্যাঙ্কে-কার্ব, নাক্স ভম, কার্বো ভেজ, আষ্টিলেগো, সালফার, ডিজিটেলিস, ব্রাইও- নিয়া, ফসফরাস, সেনেসিও ।
ঋতুস্রাব চাপা পড়িয়া কাশি বা রক্তকাশি—ফেরাম, সেনেসিও, মিলিফোলিয়াম, পালসেটিলা, ব্যাসিলিনাম, আষ্টি লগো ।
- প্রসবাস্তিক স্রাব চাপা পড়িয়া পা ফুলিয়া ওঠা—ব্রাইও, পালস, সালফ। কর্ণমূল প্রদাহ ভাল (?) হইয়া অণ্ডকোষ প্রদাহ —অ্যাব্রোটেনাম, কার্বো ভেজ, পালসেটিলা ।
ঋতুস্রাব চাপা পড়িয়া স্তনপ্রদাহ — জিঙ্কাম ।
ঋতুস্রাব চাপা পড়িয়া দৃষ্টিহীনতা — সিপিয়া
ঋতুস্রাব চাপা পড়িয়া মাথাধরা—সিয়ানোথাস, গ্লোনইন ।
ঋতুস্রাব চাপা পড়িয়া অর্শ—গ্রাফাইটিস, হ্যামামেলিস ।
মৃগী চাপা পড়িয়া যক্ষ্মা বা ক্যান্সার—বিউফো।
স্নায়ুশূল চাপা পড়িয়া যক্ষ্মা—নেট্রাম-মি, স্ট্যানাম ।
পর্যায়ক্রমে মানসিক ও শারীরিক লক্ষণ – সিমিসিগা, লিলিয়াম,
প্ল্যাটিনা ।
পর্যায়ক্রমে কাশি ও উদরাময়—ডিজিটেলিস।
পর্যায়ক্রমে বাত ও টনসিল প্রদাহ — বেনজোয়িক অ্যাসিড ।
পর্যায়ক্রমে উন্মাদ ও জরায়ুর শিথিলতা – লিলিয়াম টিগ । পর্যায়ক্রমে দুর্ঘন্ধ ঘাম ও দুর্গন্ধ প্রস্রাব—গুয়াইয়া কাম । পর্যায়ক্রমে হৃরোগ ও ঋতুরোগ — কলিনসোনিয়া ।
পর্যায়ক্রমে হৃদরোগ ও অর্শ—কলিনসোনিয়া, লাইকোপাস ।
স্নায়ুশূল চাপা পড়িয়া উন্মাদ – নেট্রাম-মি, সিমিসিফুগা ।
–
পর্যায়ক্রমে মাথাব্যথা ও অর্শ—অ্যালো, অ্যাব্রোটেনাম, কলিনসোনিয়া ।
পরিশেষে আমি বলিতে চাই যে, অ্যাব্রোটেনামের ব্যবহার সম্বন্ধে আমরা বড়ই উদাসীন। কুচিকিৎসার ফলে বাধাপ্রাপ্ত জৈব প্রকৃতিকে সাহায্য করিবার জন্য সালফার, সোরিনাম প্রভৃতির মত অ্যাব্রোটেনামও মনে করা উচিত।
অ্যাব্রোটেনাম—সদ্যোজাত শিশুর নাভি দিয়া রক্তপাত ; হাই- ড্রোসিল; প্লুরিসি বা অন্য কোন রোগের পর শুকাইয়া যাইয়া, পর্যায়- ক্রমে উদরাময় ও কোষ্ঠকাঠিন্য ; অজীর্ণ ভেদ ; শিশু ক্ষুধার্ত ও শীতকাতর ।
টিউবারকুলিনাম—যে-সব পুত্র-কন্যার পিতামাতা অত্যন্ত কষ্ণ- ধাতুগ্রস্ত বা যাঁহারা যক্ষ্মারোগে ভুগিতেছেন বা ভুগিয়াছেন । এই সব শিশুদের গায়ে দাদ দেখা দেয় বা তাহারা কমিতে কষ্ট পাইতে থাকে । মুখখানি বেশ স্বাভাবিক কিন্তু গায়ের দিক হইতে শুকাইয়া যায় ।
এব্রোটেনাম. এব্রোটেনাম (Abrotanum)
সাউদার্নউড নামক বৃক্ষ কোষ্ঠকাঠিন্য ও উদরাময় পর্যায়ক্রমে হয়। ভুক্তদ্রব্য হজম হয় না— সেইরূপ উদরাময় । সেইরূপ উদরাময় ।
বিশেষতঃ পায়ের দিকে শুষ্কতা সহ শিশুদের পুঁয়ে পাওয়া রোগ (আইওডি, স্যানিকি, টিউবার); দেহের চামড়া থলথলে, ভাঁজে-ভাঁজে ঝুলে থাকে (ঐ অবস্থা ঘাড়ে = নেমিউ; স্যানিকি) পূয়ে পাওয়া (শিশুর), দুর্বল ঘাড়, মাথা সোজা করে রাখতে পারে না (ইথুজা) কেবলমাত্র নিম্নাঙ্গের শীর্ণতা ।
ক্ষুধা-রাক্ষুসে, ভাল আহার সত্ত্বেও শরীর অপুষ্ট হতে থাকে (আইওডি, নেট-মিউ, স্যানিকি, টিউবার) ।
খালধরা অথবা শূলবেদনার পর, হাত পায়ের যন্ত্রণাপূর্ণ কুঞ্চন । বাতরোগ–আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়ার আগেই অত্যন্ত যন্ত্রণা, হঠাৎঅবরুদ্ধ উদরাময় বা অন্য কোন স্রাব বন্ধ হয়ে বাত; অর্শরোগ বা আমাশয়ের সাথে পর্যায়ক্রমে বাতরোগ ।গেঁটেবাত, অঙ্গ-প্রত্যঙ্গের সন্ধি-আড়ষ্ট, স্ফীত এবং সঁচবেঁধানো যন্ত্রণা, হাতের কজি ও পায়ের গোড়ালিতেব্যথা ও প্রদাহ, সমস্ত শরীরে ক্ষতবং অত্যন্ত বেদনা। শীতকালীন চুলকানিযুক্ত, চর্মে লাল আভাযুক্ত প্রদাহ ।
(এগারি) অত্যন্ত দুর্বল ও অবসন্ন, শিশুদের শরীরের ক্ষয়কারী জ্বর-শিশু দাঁড়াতে পারে না ।
শিশু বদমেজাজী, ক্রুদ্ধ, খিটখিটে, হতাশাযুক্ত, উগ্র, নিষ্ঠুর-নির্দয়, নির্মম কিছু করতে চায় ।
মুখের আকৃতি বুড়োদের মত, ফ্যাকাসে, কোঁচকানো (ওপি) ।
সম্বন্ধ—ছোট ছোট (সংযুক্ত) ফোড়ায় হিপারের পরে, পুরিসি রোগে একোন, ব্রায়ো, প্রয়োগের পর যখন আক্রান্ত পার্শ্বে একরকম চাপবোধের জন্য শাসকার্যে বাধা আসে, তখন উপযোগী ।
শক্তি-৬, ৩০, ২০০।
এব্রোটেনা
ABROTANUM
সাউদার্ন উড়
| শিশুদের শীর্ণতাররাগের একটি বহু ব্যবহৃত ঔষধ, বিশেষতঃ শরীরের নিম্নাঙ্গের শীর্ণতা, যদিও প্রচুর ক্ষুধা থাকে। রােগের স্থানান্তরিত অবস্থা। উদরাময় চাপা পড়ার পর বাত রােগ। যে কোন রােগ চাপা পড়ার ফলে যে অবস্থার দেখা দেয়, বিশেষতঃ গেঁটে বাত রােগগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে। টিউবারকিউলাস পেরিটোনাইটিসারসযুক্ত প্লুরিসি এবং অন্যান্য সঞ্চয়যুক্ত অবস্থা। বুকে জল জমা কিম্বা পুঁজ জমা রােগে বুকের অস্ত্রোপচারের পর, বুকের ভিতর চাপ দেওয়ার ন্যায় যে অনুভূতি অবশিষ্ট থাকে। বাত রােগ কমতে শুরু করলে, অর্শের বৃদ্ধি। বালকদের নাক দিয়ে রক্ত স্রাব ও হাইড্রোসিল।
ইনফ্লুয়েঞ্জা রােগের পর প্রচণ্ড দুর্বলতা (কেলি ফ)। মন – রুক্ষ, খিটখিটে, আতঙ্কগ্রস্ত, হতাশ।
মুখমণ্ডল –কেঁচকানাে, ঠাণ্ডা, শুষ্ক, ফ্যাকাশে। চোখের চারিপাশে গােলাকার নীলচে দাগ, তৎসহ ম্লান চক্ষু। নাক থেকে রক্ত স্রাব। মুখমণ্ডলে থাকা রক্তবহা নাড়ীর অর্বুদ।
পাকস্থলী –মুখের স্বাদ আঠালাে, পিচ্ছিল কর, প্রচুর ক্ষুধা সত্ত্বেও শীর্ণত। পায়খানার সাথে হজম না হওয়া গােটা গােটা খাবার। পাকস্থলীর যন্ত্রণা; রাত্রে বৃদ্ধি; পাকস্থলীতে কেটে ফেলার যন্ত্রণা। রােগীর মনে হয় পাকস্থলিটি জলের উপর ভাসছে; ঠাণ্ডা বলে মনে হয়। যন্ত্রণাদায়ক ক্ষুধা এবং ঘ্যানঘ্যানে ভাব। বদহজম, তৎসহ বমির সঙ্গে প্রচুর। পরিমানে দূর্গন্ধযুক্ত তরল পদার্থ ওঠে।
উদর পেটে শক্ত ঢেলা। পেট ফাঁপা। ক্রমান্বয়ে উদরাময় এবং কোষ্ঠকাঠিণ্য। অর্শ বারে বারে বেগ, রক্তযুক্ত মল;বাতের বেদনা কথার সঙ্গে সঙ্গে বৃদ্ধি;বড়াে কৃমিনাভি থেকে রসানি। অন্ত্র নিচের দিকে নেমে আসার ন্যায় অনুভূতি। ও শ্বাস–প্রশ্বাস – হাজাকর অনুভূতি। বাধাপ্রাপ্ত শ্বাস–প্রশ্বাস। উদরায়নের পর, শুষ্ক কাশি, বুকের উপর দিয়ে যন্ত্রণা, খুব বেশি হৃদপিণ্ড স্থানে।
পিঠ – ঘাড় এত দুর্বল যে মাথা তুলতে কষ্ট। পিঠের খোঁড়া ভাব, দুর্বল ও যন্ত্রণা। কোমর স্থানে বেদনা, বেদনা রেত, চক্ষু পর্যন্ত প্রসারিত হয়। ত্রিকাস্থি স্থানে বেদনা, তৎসহ অর্শ।
অঙ্গ–প্রত্যঙ্গ ঘাড়ে, বাহুতে,কজিতে ও গােড়ালিতে বেদনা। পায়ের পাতায় এবং হাতের আঙ্গুলে খোঁচা মারার ন্যায় ও শীতল অনুভুতি। পা দুটির অতিরিক্ত শীর্ণতা। সন্ধিস্থান নিষ্ক্রিয় এবং আড়ষ্ট। অঙ্গ–প্রত্যঙ্গের বেদনাদায়ক সংকোচন। (অ্যামােন মিউর)
চামড়া — মুখমণ্ডলে উদ্ভেদ, উদ্ভেদ চাপা পড়লে, চামড়া বেগুনি চর্ম হয়। চামড়া থলথলে ও ঝুলে পড়ে। ছােট–ঘােট ফেঁড়া। মাথার চুল পড়ে যায়। চুলকানি যুক্ত শীতস্ফোটক।
কমাবাড়া বৃদ্ধি, ঠাণ্ডা বাতাসে, স্রাব চাপা পড়লে। কমা, নড়াচড়া করলে।
সম্বন্ধ তুলনীয় স্ক্রফিউলেরিয়া, ব্রায়ােনিয়া, স্টেলারিয়া, বেজেত্তায়িক অ্যাসিড, বাতে, আয়ােডিন, নেট্টাম মিউর, শীর্ণতা রােগে।
শক্তি — তয় থেকে ৩০ শক্তি।
এব্রোটেনাম একােনায়
তিন তার (Abrotanum) চাকলা রে | এই মহামূল্য ঔষধটির ব্যবহার আরও অধিক হওয়া বাঞ্ছনীয়। যেরূপ অবস্থা ব্রায়ােনিয়া ও ‘রাস টক্স’ দ্বারা আরােগ্য হয় ইহাও সেইরূপ অবস্থায় উপযােগী; কিন্তু লক্ষণ সাদৃশ্যে ইহার স্বতন্ত্র প্রয়ােগক্ষেত্রও আছে। উদরাময়ের ইতিহাস পাওয়া গেলে হৃৎপিন্ডের উপদাহ সংযুক্ত বাতরােগ; নাসাপথে রক্তস্রাব, রক্তমূত্র; উৎকণ্ঠা ও কম্পন। অকস্মাৎ উদরাময় চাপা পড়িয়া উপরােক্ত লক্ষণগুলি দেখা দিলে এব্রোটেনাম প্রয়ােজন হয়। কোন সন্ধিস্থানের বাতরােগ অকস্মাৎ চাপা পড়িয়া প্রবল হৃলক্ষণসমূহ উপস্থিত হইলে ইহা উপযােগী। ইহা অনেকাংশে ‘লিডাম’, | ‘অরম’ ও ‘ক্যালমিয়া সদৃশ। স | শিশুদিগের পুঁয়ে পাওয়া রােগে ইহা একটি অতি মূল্যবান ঔষধ এবং অনেক ক্ষেত্রেই কাজে আসে। শিশুর শীর্ণতা নিম্ন অঙ্গে আরম্ভ হয় এবং ক্রমশঃ উপর দিকে বিস্তৃত হইতে থাকে, সুতরাং মুখমন্ডলটিই সৰ্বশেষে আক্রান্ত হয়; অর্থাৎ লাইকোপােডিয়াম’, ‘ট্রোম মিউর’ | ও ‘সােরিণামে’র ঠিক বিপরীত।
চ)
মত | প্ররিসি রােগে ব্রায়ােনিয়া নির্দিষ্ট হইয়া, উহা বিফল হইবার পর ইহা দ্বারা রােগারােগ্য হইয়াছে। একজন মহিলা শ্বাসকৃচ্ছু, উল্কণ্ঠা, শীতল ঘৰ্ম্ম এবং হৃৎপিন্ডের যাতনায় শয্যাশায়ী হইয়াছিলেন, মৃত্যুকাল উপস্থিত ভাবিয়া তাহার বন্ধুগণ শয্যাপার্শ্বে সমবেত হইয়াছিলেন। জানা | গেল যে, তিনি কয়েক মাস ধরিয়া হাঁটুর বাতে ভুগিতেছিলেন এবং বগলে লাগাইবার যষ্টি (crutches) ব্যবহার করিয়া তাহাকে গৃহমধ্যে চলিতে হইত। বর্তমান রােগটির আক্রমণের মাত্র কয়েক দিন পূর্বে একটি তীব্র মালিশ ব্যবহারে তাহার বাতরােগ দ্রুত আরােগ্য (তাই কি?) হইয়াছিল। এব্রোটেনাম ব্যবহারে তিনি সত্ত্বর হৃত স্বাস্থ্য ফিরিয়া পাইয়াছিলেন। | সন্দেহজনক বমনের সহিত পাকস্থলীর জ্বালাকর ও ক্ষতকর বেদনা ইহা দ্বারা উৎপন্ন ও আরােগ্য হইয়াছে।
রােগান্তর প্রাপ্তি এব্রোটেনামের একটি বিশেষ লক্ষণ। একটি যে কোন নামের রােগ চাপা পড়িয়া অন্য একটি রােগ দেখা দিলে এব্রোটেনামকে স্মরণ করা কর্তব্য। কর্ণমূল গ্রন্থির প্রদাহ চাপা পড়িয়া অন্ডকোষ বা স্তন আক্রান্ত হইলে সাধারণতঃ কাৰ্ব ভেজ’ অথবা পালসেটিলা দ্বারা আরােগ্য হয়, কিন্তু ঐ ঔষধগুলি বিফল হইবার পর এব্রোটেনাম রােগারােগ্য করিয়াছে। | অনুরূপভাবে, উদরাময় সহসা অবরুদ্ধ হইবার পর রক্তস্রাবী অর্শ ও তরুণ বাতরােগ দেখা দিতে পারে; ইহাও উপরােক্ত অভিমতের অনুকূলে আর একটি যুক্তি।
১
৮ + | এব্রোটেনামের রােগী ঠান্ডা বাতাস ও ঠান্ডা ভিজা আবহাওয়া সহ্য করিতে পারে না। সে
পৃষ্ঠবেদনায় কষ্ট পায় এবং তাহার লক্ষণগুলি রাত্রিকালে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সে | ইহা বালকদিগের কোষবৃদ্ধি আরােগ্য করে। ইহা দ্বারা শিশুদিগের নাভি হইতে রক্তপাত আরােগ্য হয়।
এব্রোটেনামের রােগীর হয় উদরাময়, না হয় কোষ্ঠবদ্ধতা থাকে। কোষ্ঠবদ্ধতা থাকিলে তাহার বাতরােগ দেখা দেয়; উদরাময় থাকিলে সে খুবই ভাল থাকে, আবার উদরাময় কম পড়িলেই তাহার নানা যন্ত্রণা উপস্থিত হয়। ‘ট্রোম সালফ’ ও ‘জিঙ্কামের ন্যায় ইহার রােগীরও উদরাময়ে প্রভূত শান্তি।
আর একটি লক্ষণ, যেখানে সেখানে তীব্র বেদনা, বিশেষতঃ ডিম্বাশয়দ্বয়ে এবং সন্ধিস্তলগুলিতে। সবই
স
নাসহ
এব্রাটেনাম
(Abrotabum)
uno Fatty quicali (Artempesia abrofanum) সাদার্ন উড (Southern wood).
কম্পােজিটি জাতীয় এক প্রকার গুল্ম। এর সরস পাকা থেকেখুন অরি তৈরী হয়। | + পরিপােষণের অভাব হেতু নিম্নাঙ্গে ক্ষয়রােগের (marasnus) আতিশয় উদরাময়; পর্যায়ক্রমে উদরাময় ও বতৰােগ।
✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখতে লিংকে ক্লিক করুণ।
Marasmus, especially of lower extremities only, yet with good appetite. Neck weak, cannot hold the head. Metastasis. Tubercular peritonitis. Angioma of face. Stomach feels as if swimming in water.
Artemisia abrotanum
Southern Wood, Lad’s Love
Compositae-Canymbiferae
-Suddenly checked diarrhoea or secretions -Malnutrition -Defective digestion or assimilation -Following operations for hydrothorax or empyema
< Cold air < Checked secretion < Fog < Night < Wet (damp) > Loose stool > Motion
-Mental symptoms alternate with physical. -Anxiety from pain in stomach. -Irritability in children with marasmus. -Sadness, despondency, dejection, depression in marasmus. -Delusion that he hears voices in bed, which cease when listening intently. -Cruelty, brutality. -Dreams of biting a mad dog.
-Emaciation from below upwards. [Emaciation from above downwards- Sanic, Lyc, Nat-m]. Emaciation in children, pale, hollow eyed, old face, blue rings around eyes. -Ravenous appetite. Child eats well yet loses flesh. -Metastases-Rheumatism joints to heart, to spine, to mumps, to mammary glands or testes or pancreas. -Alternations- -Rheumatism <-> Piles [Coll, Sabin] -Rheumatism <-> Dysentery [Kali-bi] -Rheumatism <-> Skin eruptions -Rheumatism <-> Catarrh of nose -Diarrhoea <-> Constipation [Ant-c, Ant-t, Chel, Podo, Nux-v, Sulph, Verat]. -Mind <-> Physicals -Headache <-> Haemorrhoids -Cardiac symptoms <-> Pain in joints -Exudations into pleura, joints, from navel. Oozing of blood or moisture from navel. [Oozing of urine from navel-Hyos] -Weakness- after influenza, after hectic fever, cannot hold up head. -Perspiration of whole body at night (F.V. Synoptic). -Wandering pains. -G.I.T.-Tendency to loose stool after acute diarrhoea. -Walking or stooping impossible from distension of abdomen. -Bloated abdomen. -Aversion to milk. -Respiratory system-Dry cough following diarrhoea. -Male genitalia-Hydrocoele in children. -Extremities-Rheumatism from suddenly checked diarrhoea. -Rheumatism without swelling, but gout with swelling and inflammation. -Gout of ankle and wrist joints. -Painful contractions of limbs (Am-m) from cramps or following colic. -Gout of ankle and wrist joints [Ruta]. -Skin-Purplish after suppression of eruptions, respiratory infections, after suppression of eruptions (Morrison).
1. Emaciation; in children ascending. Ravenous hunger but still does not thrive. 2. Alternating symptoms. 3. Rheumatism. 4. Metastases. 5. Sensation of stomach floating or swimming in water [Bufo], with coldness. 6. Craving for bread boiled in milk. 7. Intolerance of coffee (F.V. Synoptic).
-Marasmus most pronounced in the lower extremities. -Malnutrition. -Diarrhoea. -Metastasis and alternating complaints.
1. A/F checked eruptions, discharges. 2. Marasmus of lower limbs. 3. > diarrhoea.
-Inflammation of the parotids, changing to testes or mammae is a generally cured by Carb-v or Puls, but ABROTANUM has cured when these remedies have failed- Dr. Kent.
Follows Well : Acon, Bry, Hep. Compare : Absin, Agar, Bar-c, Bry, Cham, Cina, Gnaph, Nux-v.
ABROTANUM [Abrot]
+ Southern wood. Compositae.
Introduction
Artemisia abrotanum, or southernwood, growing on sunny hills in Southern Europe and cultivated in gardens. Celebrated as an old popular medicine. Introduced into our practice by Deventer. Proved by Gatchell on two women.
Mind
Feebleness and dullness of mind.
No capacity for thinking, as if all bodily and mental power were gone.
Thinks her brain is softening.
Excited, loquacious, feels like shouting.
Taciturnity.
Indolence, aversion to physical exercise.
Good humored, happy.
Gloomy, desponding.
Great anxiety and depression. Gastralgia.
The child is cross and depressed. Marasmus.
Ill-natured, irritable, violent.
Exceedingly peevish, feels as if she would like to do something cruel; no humanity.
Easily fatigued by conversation or mental effort.
Inner Head
The left brain seemed especially weak; easily fatigued by conversation or mental effort.
Sensation as of creeping chills along convolutions of brain, accompanied by prickling.
Outer Head
Head weak, could not hold it up. Scalp sore, especially side.
Itching of scalp.
Eyes
Blue rings around dull looking eyes.Chlorosis.
Inflamed eyes.
Nose
Dryness of inner nose.
Nosebleed with boys.
Face
Face wrinkled, old, pale. Marasmus.
Comedones with emaciation.
Face feels cold.
Drawing pains in upper maxilla.
Teeth
Drawing and tearing pains in carious teeth.
Taste
Slimy taste. Gastralgia.
Acid taste.
Throat
Scraping in throat.
Appetite
Gnawing hunger; craves bread boiled in milk.
Appetite great; ravenous while emaciating; marasmus.
Loss of appetite. Gastralgia.
Scrobiculum and Stomach
Burning in stomach as from acidity.
Fullness and bloating in region of stomach.
Sensation as if stomach was hanging or swimming in water, with a peculiar feeling of coldness and a dullness to all irritants.
Gastralgia.
Pains cutting, gnawing, burning, sometimes contracting and stinging, mostly worse at night; never entirely free from pain, even in intervals.
Gastralgia.
Disturbed digestion. Chlorosis.
Abdomen
Weak, sinking feeling in bowels.
Frequent colicky pain. Marasmus.
Distended abdomen. Chlorosis; marasmus; colic.
Hard lumps in different parts of abdomen.
Rectum and Stool
After sudden checking of diarrhoea, rheumatism.
Piles appear and become worse as rheumatic pains abate; frequent inclination to stool; hardly anything but blood passes.
Constipation. Gastralgia.
Worms, especially ascarides. Marasmus.
Alternate diarrhoea and constipation; food passes undigested.
Marasmus.
Protruding haemorrhoidal tumors, burning when touched and when pressing.
Urinary Organs
Bladder full, urging to urinate.
Urine scanty.
Male Sexual Organs
Hydrocoele of children.
Female Sexual Organs
Darting pain in region of left ovary.
Twitching in ovarian regions, seems to extend to back.
Ulcers on os
Dysmenorrhoea; suppressed catamenia.
Pregnancy and Parturition
Difficult parturition.
Blood and moisture oozing from navel of newborn children.
Voice and Larynx
Sudden hoarseness; weak voice.
Respiration
Impeded breathing.
Cough
Troublesome cough. Rheumatism.
Inner Chest
Raw feeling in respiratory tract from cold air.
In pleurisy (after Acon. and Bryon.), when a pressing sensation remains in affected side, impeding free breathing.
Heart Pulse and Circulation
Pain across chest, sharp and severe in region of heart.
Rheumatism.
Pulse weak and small. Chlorosis.
Ebullitions, with general heat and distended veins on forehead and hands. Haemorrhoidal colic.
Outer Chest
Drawing pains in chest-muscles, especially from motion.
Back
Weak back, with ovarian pains.
Pains in sacrum. Haemorrhoidal colic.
Upper Limbs
Fugitive pains in shoulders all night, preventing sleep.
Aching from shoulder joints to elbow.
Arms very weak.
Numb sensation in fingers.
Dull aching in first finger of right hand, followed by similar pain in other fingers of right and left hand.
Pricking and coldness of finger tips.
Lower Limbs
Emaciation, mostly of legs. Marasmus.
Drawing sensation in ankle joint.
Deadness and coldness of feet.
Sticking, tearing and itching sensations in old foot-sores.
Limbs in General
Inability to move arms; legs only with difficulty.
Rheumatism.
Frost-bitten limbs.
Rest, Position and Motion
Lies prone; cannot hold head up.
Motion: pains in muscles of chest; averse to exercise; rheumatic pains worse.
Inability to move arms; legs with difficulty.
Nerves
Remains very much relaxed and incapacitated.
Disposed to lie prone.
A weak, sickly feeling continued many days, with internal trembling when excited.
Very lame and sore all over. Rheumatism.
Great weakness and prostration, and a kind of hectic fever with children, after influenza.
Head so weak, cannot hold it up.
Hysteria.
Sleep
Sleepless and restless. Haemorrhoidal colic.
Time
Night: cutting, gnawing, stinging in stomach worse; fugitive pains in shoulders.
Temperature and Weather
Cold air produces raw feeling in chest.
Itching chilblains.
Fever
High fever. Rheumatism.
Hectic fever, very weakening. Marasmus.
Attacks
Suddenly: hoarseness.
Piles worse as rheumatism gets better.
Alternating: diarrhoea and constipation.
Locality and Direction
Left: brain seems weak; scalp sore; darting in ovary; sharp pains in region of heart.
Right to left: dull aching in fingers.
Right and left: twitching in ovarian region; aching in fingers.
Sensations
As of creeping chills along convolutions of brain, with prickling; as if stomach was hanging or swimming in water; weak with internal trembling.
Aching: in shoulder joints and first finger of right hand.
Pain: across chest, sharp in region of heart; in sacrum.
Darting: in left ovary.
Cutting: in stomach.
Sticking: in foot sores.
Stinging: in stomach.
Pricking: in brain; in stiff joints; finger tips.
Tearing: in teeth; in foot-sores.
Burning: in stomach and hemorrhoids.
Soreness: of scalp all over.
Aching: from shoulder joints to elbow; in fingers.
Contracting: in stomach.
Gouty pains: in wrists and ankle joints.
Fugitive pains: in shoulders.
Gnawing: in stomach.
Drawing: in upper maxilla, carious teeth, chest muscles; ankle joint.
Pressing: in pleurisy.
Scraping: in throat.
Rawness: in respiratory tract.
Twitching: in ovaries.
Numbness: in fingers.
Deadness: of feet.
Coldness: in face, stomach, finger tips, feet.
Weak sinking feeling: in bowels.
Dryness: of inner nose.
Itching: of scalp, foot-sores, chilblains.
Tissues
Gout: painful and inflamed wrists and ankle joints.
Joints stiff, with pricking sensation.
Painful, inflammatory rheumatism before swelling.
Chlorosis.
In phagedenic diseases.
Rheumatism from suddenly checked diarrhoea, cannot move her head, arms or limbs, and suffers much pain, no swelling.
After suppressed gout. Gastralgia.
Marasmus of children.
Contractions of limbs from cramps or following colic.
Skin
Furuncles, if Hepar sulph. Is insufficient.
The skin is flabby and hangs loose. Marasmus.
Itching chilblains.
Stages of Life, Constitution
Children: emaciation, especially of legs.
Marasmus.
Boys: epistaxis, hydrocoele.
Relationships
After Acon. and Bry., in pleurisy; after Hepar., in furuncle.
Itching chilblains: compare Nux-v. and Amanita.
Artemisia Abrotanum [Abrot]
+ Common names Southern wood, old man, etc
Introduction
- abrotanum, L.
Natural order: Compositae.
Preparation, Tincture from the stems and leaves.
Mind
Excited, loquacious, like shouting, good-humored, happy (secondary, after ceasing the drug).
Gloomy, desponding.
Thinks her brain is softening.
Ill-natured, irritable, violent.
Exceedingly peevish, feels as if she would like to do something cruel; no humanity.
Feebleness and dullness of mind.
No capacity for thinking, as if all bodily and mental power were gone.
Head
Head weak, could not hold it up.
The left brain seems especially weak, easily fatigued by conversation or mental effort.
Taciturnity.
Sensation as of creeping chills along the convolutions of the brain, accompanied by prickling sensation.
Scalp sore, especially left side.
Itching of scalp.
Throat
Scraping in throat.
Stomach
Gnawing hunger; craves bread boiled in milk.
Burning in stomach like acidity (after ceasing the drug).
Abdomen
Weak, sinking feeling in the bowels.
Colic pains.
Stool and Anus
Piles appeared, and became worse as the rheumatic pains abated, with frequent inclination to stool, hardly anything but blood being passed (second day).
Urinary Organs
Bladder full, urging to urinate.
Urine scanty.
Sexual Organs
Darting pain in region of left ovary.
Twitching in both ovarian regions, seems to extend to the back.
Respiratory Apparatus
Raw feeling in respiratory tract caused by cold air.
Sudden hoarseness.
Voice weak.
Neck and Back
Back weak, with ovarian pains.
Extremities in General
Joints stiff, with prickling sensation (one hours).
Prickling and burning in joints.
Upper Extremities
Arms very weak.
Fugitive pains in the shoulders all night, could not sleep for pain.
Aching from shoulder-joints to elbows.
Numb sensation in fingers (quarter of an hour).
Dull aching in first finger of right hand, followed by similar pain in other fingers of the right and left hand (half an hour).
Generalities
Remains very much relaxed and incapable.
Very weak.
Disposed to lie prone.
A weak sickly feeling continued many days, with internal trembling when excited.
Rubrics: 93 | Abrot [237/93] | Total |
[Complete ] [Mind]SADNESS:Marasmus, in: | 3 | 1 / 1 |
[Complete ] [Mind]UNFEELING, HARD-HEARTED:Children, in: | 3 | 1 / 1 |
[Complete ] [Head]COLDNESS, CHILLINESS:Brain:Convolutions, creeping along: | 2 | 1 / 1 |
[Complete ] [Face]ERUPTIONS:Comedones:Emaciation, with: | 3 | 1 / 1 |
[Complete ] [Stomach]DIARRHEA:Suppressed, after: | 3 | 1 / 1 |
[Complete ] [Stomach]VOMITING:Offensive odor:Fluid: | 3 | 1 / 1 |
[Complete ] [Stomach]WATER:Hanging in, as if stomach: | 2 | 1 / 1 |
[Complete ] [Abdomen]DROPSY, ASCITES:Tuberculosis, in: | 2 | 1 / 1 |
[Complete ] [Rectum]HEMORRHOIDS:Hemorrhage, bleeding:As soon as the rheumatism is better: | 3 | 1 / 1 |
[Complete ] [Male Genitalia]HYDROCELE:Boys, in:Epistaxis, in: | 3 | 1 / 1 |
[Complete ] [Female Genitalia]TWITCHING:Ovaries:Extending to back: | 3 | 1 / 1 |
[Complete ] [Speech & Voice]HOARSENESS:Alternating with:Gout: | 2 | 1 / 1 |
[Complete ] [Back]INFLAMMATION:Sudden, spinal cord, after suppression of any disease: | 3 | 1 / 1 |
[Complete ] [Back]PAIN:Sudden, paroxysmal:Motion:Amel.: | 3 | 1 / 1 |
[Complete ] [Extremities]CONTRACTION:Colic, after: | 3 | 1 / 1 |
[Complete ] [Extremities]NODOSITIES, ARTHRITIC, GOUTY:Ankles: | 3 | 1 / 1 |
[Complete ] [Extremities]PAIN:Rheumatic:Alternating with:Hemorrhoids: | 3 | 1 / 1 |
[Complete ] [Extremities]PAIN:Rheumatic:Motion:Impossible: | 3 | 1 / 1 |
[Complete ] [Extremities]PAIN:Rheumatic:Swelling, before: | 3 | 1 / 1 |
[Complete ] [Fever, Heat]HECTIC FEVER:Children, in: | 3 | 1 / 1 |
[Complete ] [Skin]ERUPTIONS:Pimples:Emaciation, with: | 3 | 1 / 1 |
[Complete ] [Skin]PURPLE:Eruptions:Suppressed, after: | 3 | 1 / 1 |
[Complete ] [Generalities]CHILDREN, COMPLAINTS IN:Babies:Newborns:Boys: | 2 | 1 / 1 |
[Complete ] [Generalities]FOOD AND DRINKS:Bread:Desires:Boiled in milk: | 2 | 1 / 1 |
[Complete ] [Generalities]METASTASIS:One disease into another: | 3 | 1 / 1 |
[Complete ] [Clinical]TUBERCULOSIS:Exudative: | 4 | 1 / 1 |
[Kent ] [Rectum]HAEMORRHOIDS:Bleeding (see haemorrhage from anus):As soon as the rheumatism is better: | 2 | 1 / 1 |
[Kent ] [Extremities pain]PAIN:Rheumatic:Diarrhoea :Checked: | 2 | 1 / 1 |
[Kent ] [Extremities pain]PAIN:Rheumatic:Suppressed haemorrhoids: | 2 | 1 / 1 |
[Murphy ] [Mind]IRRITABILITY, GENERAL :Children, in :Marasmus, with : | 2 | 1 / 1 |
[Murphy ] [Abdomen]DISCHARGE, UMBILICUS, FROM :Bloody, fluid :Newborns, in : | 2 | 1 / 1 |
[Murphy ] [Clinical]GOUT, GENERAL :Stomach, symptoms, with :Pain in stomach, from suppressed : | 2 | 1 / 1 |
[Murphy ] [Clinical]RHEUMATISM, GENERAL :Diarrhea, suppressed : | 2 | 1 / 1 |
[Murphy ] [Clinical]RHEUMATISM, GENERAL :Hemorrhoids, suppressed : | 2 | 1 / 1 |
[Murphy ] [Clinical]VEINS, GENERAL, (SEE BLOOD, VESSELS) :Distended :Forehead and hands, of : | 2 | 1 / 1 |
[Murphy ] [Fevers]HECTIC, FEVER :Influenza, after : | 2 | 1 / 1 |
[Murphy ] [Fevers]HECTIC, FEVER :Weakening : | 2 | 1 / 1 |
[Murphy ] [Generals]RHEUMATIC, PAIN, (SEE JOINTS, RHEUMATISM) :Diarrhea checked : | 2 | 1 / 1 |
[Murphy ] [Generals]RHEUMATIC, PAIN, (SEE JOINTS, RHEUMATISM) :Hemorrhoids, suppressed : | 2 | 1 / 1 |
[Murphy ] [Joints]RHEUMATISM, GENERAL :Diarrhea, suppressed : | 2 | 1 / 1 |
[Murphy ] [Joints]RHEUMATISM, GENERAL :Hemorrhoids, suppressed : | 2 | 1 / 1 |
[Murphy ] [Limbs]RHEUMATIC, PAIN, (SEE JOINTS, RHEUMATISM) :Diarrhea, checked : | 2 | 1 / 1 |
[Murphy ] [Limbs]RHEUMATIC, PAIN, (SEE JOINTS, RHEUMATISM) :Hemorrhoids, suppressed : | 2 | 1 / 1 |
[Murphy ] [Pulse]WEAK, PULSE :Small :Chlorosis, in : | 2 | 1 / 1 |
[Boericke ] [Face]ERUPTIONS ON FACE:Angioma: | 2 | 1 / 1 |
[Boericke ] [Stomach]SENSATION:Stomach:Swimming in water, were: | 2 | 1 / 1 |
[Boericke ] [Abdomen]COLIC, PAIN, REMEDIES IN GENERAL:Concomitants:Painful contraction in limbs following: | 2 | 1 / 1 |
[Boericke ] [Abdomen]HAEMORRHOIDS (PILES), REMEDIES IN GENERAL:Aggravations:Rheumatic symptoms abate, as: | 2 | 1 / 1 |
[Boericke ] [Locomotor System]RHEUMATISM:Articular, acute, rheumatic fever:Concomitants:Secretions checked: | 2 | 1 / 1 |
[Boericke ] [Respiratory System]CHEST, AFFECTIONS:Operations:Hydrothorax for, from: | 2 | 1 / 1 |
[Boericke ] [Respiratory System]COUGH, REMEDIES IN GENERAL:Cause, occurrence, aggravation:Diarrhoea, after: | 2 | 1 / 1 |
[Boericke ] [Generalities]MARASMUS (EMACIATION, ATROPHY, WASTING):Atrophy:Below upwards: | 2 | 1 / 1 |
[Clarke ] [Clinical]MYELITIS:Chronic: | 2 | 1 / 1 |
[Clarke ] [Clinical]UMBILICUS:Oozing from: | 2 | 1 / 1 |
[Clarke ] [Temperaments]BOYS:Little, affections of: | 2 | 1 / 1 |
[Clarke ] [Temperaments]EPISTAXIS:Subjects of: | 2 | 1 / 1 |
[Clarke ] [Temperaments]LITTLE:Boys, affections of: | 2 | 1 / 1 |
[Khullar ] [Anaemia]PULSE:Weak, pulse, chlorosis, in:Small: | 2 | 1 / 1 |
[Khullar ] [Influenza]FEVER:Hectic, fever, influenza, after: | 2 | 1 / 1 |
[Knerr ] [Mind and Disposition]CROSS:Marasmus, child in: | 3 | 1 / 1 |
[Knerr ] [Mind and Disposition]DEPRESSED (DEJECTED, DESPONDENT):Gastralgia, in: | 3 | 1 / 1 |
[Knerr ] [Mind and Disposition]DEPRESSED (DEJECTED, DESPONDENT):Marasmus, in: | 3 | 1 / 1 |
[Knerr ] [Eyes]EYES:Expression:Dull, blue rings around eyes: | 3 | 1 / 1 |
[Knerr ] [Nose]CORYZA:Influenza, in:Weakness, followed by, and hectic fever, in children: | 4 | 1 / 1 |
[Knerr ] [Upper Face]ERUPTION:Comedones (acne punctata, black pores):Emaciation, with: | 3 | 1 / 1 |
[Knerr ] [Serobiculum and Stomach]STOMACH:Cutting:Gastralgia, in: | 3 | 1 / 1 |
[Knerr ] [Serobiculum and Stomach]STOMACH:Relaxed, feels:Hanging, as if, or swimming in water (gastralgia): | 3 | 1 / 1 |
[Knerr ] [Abdomen]DISTENDED:Chlorosis, in, marasmus and colic: | 3 | 1 / 1 |
[Knerr ] [Abdomen]FLUTTERING:Hardness:Lumps: | 3 | 1 / 1 |
[Knerr ] [Abdomen]COLIC (ENTERALGIA) UNDEFINED:Marasmus in: | 3 | 1 / 1 |
[Knerr ] [Stool and Rectum]DIARRHOEA:Constipation, alternating with:Marasmus, in: | 3 | 1 / 1 |
[Knerr ] [Stool and Rectum]HEMORRHOIDS:Burning:Touched, when, or pressed: | 3 | 1 / 1 |
[Knerr ] [Pregnancy, Parturition, Lactation]INFANTS (NEWBORN, NURSING CHILDREN):Navel:Blood and moisture oozing from: | 3 | 1 / 1 |
[Knerr ] [Cough and Expectoration]COUGH:Troublesome:Rheumatism, in: | 3 | 1 / 1 |
[Knerr ] [Inner Chest and Lungs]INNER CHEST:Rheumatism:Across: | 3 | 1 / 1 |
[Knerr ] [Inner Chest and Lungs]PLEURA:Inflammation (pleurisy):Pressing remains, impeding breathing: | 3 | 1 / 1 |
[Knerr ] [Heart, Pulse and Circulation]BLOOD:Ebullition (arterial excitement orgasm):Chest, in (hemorrhoidal colic): | 3 | 1 / 1 |
[Knerr ] [Heart, Pulse and Circulation]BLOOD VESSELS:Distended:Veins, forehead and hands, of (hemorrhoidal): | 3 | 1 / 1 |
[Knerr ] [Heart, Pulse and Circulation]PULSE:Weak (feeble):Small, in chlorosis: | 3 | 1 / 1 |
[Knerr ] [Neck and Back]SACRUM:Pain:Hemorrhoidal colic, in: | 3 | 1 / 1 |
[Knerr ] [Upper Limbs]ARMS:Motion:Inability to move, in rheumatism: | 3 | 1 / 1 |
[Knerr ] [Upper Limbs]WRISTS:Gout:Painful and inflamed: | 3 | 1 / 1 |
[Knerr ] [Lower Limbs]ANKLES:Pain:Inflamed, and: | 2 | 1 / 1 |
[Knerr ] [Lower Limbs]LEGS:Emaciated:Marasmus, in: | 3 | 1 / 1 |
[Knerr ] [Limbs in General]JOINTS:Gout:Gastralgia, suppressed, causes: | 3 | 1 / 1 |
[Knerr ] [Limbs in General]LIMBS:Rheumatism:Diarrhoea, from checked: | 3 | 1 / 1 |
[Knerr ] [Nerves]WEAKNESS (DEBILITY, EXHAUSTION, FEEBLENESS, PROSTRATION, LOSS OF STRENGTH, VITAL POWER DIMINISHED, ETC.):Children, in:Influenza, after: | 2 | 1 / 1 |
[Knerr ] [Fever]FEVER:Hectic:Influenza, after: | 3 | 1 / 1 |
[Knerr ] [Fever]FEVER:Hectic:Weakening (marasmus): | 3 | 1 / 1 |
[Knerr ] [Skin]FLABBY (RELAXED):Hangs loose, in marasmus: | 3 | 1 / 1 |
[Special ] [Prabhakar]GASTROINTESTINAL SYSTEM:Oozing, moisture of, navel of newborn, from: | 2 | 1 / 1 |
[Special ] [Prabhakar]GENITALIA, MALE:Hydrocele:Boys, in: | 2 | 1 / 1 |
[Special ] [Prabhakar]RESPIRATORY SYSTEM:Chest:Emphysema, operation on chest, after: | 2 | 1 / 1 |
- Abrot : Artemisia Abrotanum
Fixity does not pay Book NATIONAL JOURNAL HOMOEOPATHY by Vishpala Parthasarathy. Volume 1993 Mar / Apr VOL II No 2 Author Khan L M. Subject Cases Remedy Abrot / Sulph. (EDITOR: These cases were dictated to me from memory by Se M Khan when I pestered him for some cases during the Feb OMHI AMHL international congress. Therefore the reporting is brief and does not mention specific dates]. CASE I: A child of 15 years came to me with white spots on the abdomen and face. The boy took many types of treatment but all in vain. Then I asked about the childs nature from his childhood. His mother told me that he was very cruel as a child. He used to kill butterflies and bees. I gave him a dose of Abrotanum. Three months later the white patch was better 40 percent. After 6 months the patch became lighter and now only 10 percent is left. He is still under observation. CASE II: A lady of 35 years came to me in 1990 with some white patches on elbow, waist and back. There was no improvement for 2 years. Yet she continued my treatment and I continued to battle with her case. In 1992, one day during the interview she suddenly told me to excuse her for five minutes. I asked her why? She old me that she wanted to eat something now. I noticed that it was 11:30 a m. Then I asked her more about this and she said that she gets burning in the stomach if she does not eat. I touched her hand and was not. So I gave her Sulphur in LM potency. This was in Oct 1992. (2 years after she first consulted me) The patch on her waist and elbow be came 50 percent better. She is still under observation. ABROTANUM – WITH CLINICAL CASES Book Homeopathic Physician Volume 1888 Vol VIII No 2 Author
- T. Kent
Subject Cases Remedy Abrot Irritable, week-minded, worse from mental exertion. The head topples over because the neck is emaciated: the face is wrinkled and has a sickly look: the temples are marked by distended veins. The face looks old, the infant looks like a little old person. [Also, Bar., Calc., Iodine, Natr-m., Op., Sulph.] [If from syphilis, Aur-mur.] The whole body is emaciated and wrinkled; the emaciation spreads from the lower limbs upward (which is the reverse of Lyc. and Natr-m.) Enlarged glands, especially in the emaciated abdomen. Diseases change from place to place [metastasis]. Mumps go to the mammae or to the testes. Rheumatism leaves the joints and endocarditis appears with profuse sweat; cannot lie down for the dyspnoea; sinking as if dying, pulse feeble. Rheumatism comes on when a diarrhoea has ceased too suddenly. Piles which get worse as the rheumatism abates. Bleeding from the piles in amenorrhoea. [Graph.] Hydrocele in boys. Distended abdomen. [Ars., Bar., Calc., Iodine, Lyc., Puls., Sulph.] Piercing pains in the heart. Piercing in the ovaries, mostly the left. Wakes in a fright and trembles, is covered with cold sweat. The extremities are numb and tingle as if thawing, after having been frozen. High fever after the rheumatism has gone to the heart. The wasting child has hectic fever with a ravenous appetite. Lives well yet emaciates. [Also Iodine, Natr-m.] Abrotanum attacks the white fibrous tissues, the joints, pleura, peritoneum, etc. Gouty nodosities in the wrist and the fingers. Rheumatism goes to the heart, compare with Cactus, Dig., Kalmia, Lach., Naja, Spig., Spongia. The grand features of this remedy are: metastasis; marasmus spreading upward. Mrs. P. suffered from gouty deposits about the finger joints, which were very painful during cold, stormy weather. The joints and nodes were sore and hot at such times. The nodes ceased to be painful and sudden hoarseness came; ulcers in the larynx followed; great dryness in the nose and painful dry throat; sticking in the cardiac region. She lost flesh but the appetite kept good. Calc-phos. had been prescribed by her former attendant. After duly considering the case, Abrot. 45m [F.] was given. She suffered for many days after this dose with a most copious discharge from her nose and bronchial tubes; expectoration was copious, thick, yellow. Hoarseness ceased at once. In a month she ceased coughing; the finger joints became painful and swollen considerably. In three months she had no pain and the nodes were scarcely perceptible. She is now perfectly well and has been so one year. She had only one dose of the remedy, as the case was doing well enough, i. e., as the symptoms were taking the right course to recovery in the proper way. She suffered much pain on the road to recovery but I know of only one way to cure these cases, and that is to let the remedy alone when the symptoms are taking the proper course. Mrs. T. had suffered from chronic rheumatism of the left ankle and knee for several years. She rubbed the limb with a strong liniment and the rheumatism was speedily cured. But it was not long before she needed a physician. I saw her with friends surrounding her bed, she was covered with a profuse, cold sweat, sitting propped up on pillows. Her friends said she was dying, and I thought so too. She had a small, quick pulse; there was pain at the heart and auscultation over heart, revealed the usual story, which is too well known to all, as there are many such cases. She was six months pregnant. Gave her Abrot., and she slowly recovered. The little one now bears my Christian name in honor of the great cure. She has recovered, perfectly free from rheumatism, and the lad is now several years old. These two cases show what Abrotanum can do when properly indicated. It is a powerful remedy and must not be repeated. It acts many weeks, in waves or cycles; it is too seldom used.