Course Content
ই-বুক চর্চা করে ২৪২ টি হোমিওপ্যাথি ঔষধের পণ্ডিত হতে পারবেন
0/242
ভিডিও দেখে ২৪২ টি ঔষধ অতি দ্রুত শিখুন
প্রতিদিন সকালে ১০ টি ও সন্ধ্যায় ১০টি করে ঔষধের ভিডিও শ্রবণ করুণ।
0/24
DHMS প্রথম বর্ষের অনুশীলন
0/29
DHMS দ্বিতীয় বর্ষের অনুশীলন
0/21
DHMS তৃতীয় বর্ষের অনুশীলন
0/36
DHMS চতুর্থ বর্ষের অনুশীলন
0/36
হোসাইনী কিনোট- প্রিন্টেড বুক, ই-বুক ও ভিডিও সম্বলিত স্মার্ট মেটেরিয়া মেডিকা।
About Lesson

বৈশিষ্ট্যঃ

  • শীত কাতর ++ ঠান্ডার প্রতি সংবেদনশীল, পাখার বাতাস বা ড্রাফট এয়ারে বৃদ্ধি। ব্যতিক্রম শুধু ফ্লুরিক অ্যাসিড তা গরম কাতর।
  • রক্তস্রাব ও রক্তাধিক্য প্রবণতা।
  • অত্যধিক দুর্বলতা।
  • নার্ভ বা স্নায়ুতে অসুস্থতার কারণে জ্বালাপোড়া।
  • চাপ প্রয়োগ সহ্য করতে পারে না।
  • ধ্বংস প্রাপ্ত হওয়া, আলসারেশন হওয়া ও সেপ্টিসেমিয়া হওয়া।
  • সকল রোগ রাতে বৃদ্ধি।
  • নড়াচড়া ও বিশ্রামে উপশম।

  মায়াজমঃ

  • প্রধানত সিফিলিটিক।

  কন্সটিটিউশনঃ

  • হেংলা, পাতলা, টিউবারকুলার, কোজো হয়ে চলে, অকাল বৃদ্ধ চেহারা।

  মনঃ

  • স্মৃতিশক্তি দুর্বল, একাগ্রতার অভাব ও সকল প্রকার চিন্তাশক্তি লোপ পায়।
  • সহজেই বিরক্ত হয়।
  • অতিরিক্ত অনুভূতি প্রবণতা।
  • বিষণ্নতা, অকারনে হতাশা।
  • সিফিলিটিক গুণাবলী বিদ্যমান যেমন:
  1. ঘৃণ্য বা ঘৃনা করার প্রবণতা।
  2. প্রতিশোধ প্রবণ।
  3. খিটখিটে মেজাজ।
  4. ধ্বংসাত্মক কার্যকলাপ।
  5. ‘আত্ম’ অহংবোধ এবং যেভাবেই হোক তাকে আনন্দে থাকতে হবে।

২. Aceticum Acidum [Acet-ac] এসেটিক এসিড

Acet-ac: মনের বিশৃঙ্খলা, রোগী নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারে না, সম্প্রতি যা ঘটেছে তাও ভুলে যায়। Acet-ac: মর্মবেদনার কারণে শ্বাসরোধ অনুভূতি, মেঝেতে হামাগুড়ি দেয়, প্রলাপ বকার সহিত পর্যায়ক্রমে অচৈতন্য অবস্থা। Acet-ac: অত্যন্ত পিপাসা, যথেষ্ট পানি পান করেও তৃপ্ত হয় না, উদরী, বহুমূত্র ও পুরাতন উদরাময়ে প্রচুর পিপাসা দেখা যায় কিন্তু জ্বরে পিপাসা থাকে না। Acet-ac: অত্যন্ত অবসাদ, বিশেষ করে আঘাত লাগা বা অস্ত্রোপচারের পরে। Acet-ac: চিৎ হয়ে শুয়ে ঘুমাতে পারে না, উপুড় হয়ে শুলে ঘুম হয়।  

বৃদ্ধি হয় উপশম হয়
< ঠাণ্ডা বাতাসে < ভেজা অবস্থায় < শরীরের কোনো স্রাব চাপা পড়লে < কুয়াশায় < রাতে > নড়াচড়ায় > পাতলা পায়খানা হলে

৩৯. Benzoicum Acidum [Benz-Ac] বেঞ্জয়িকাম এসিডাম

Benz-ac: গেঁটেবাত, আক্রান্ত স্থান হঠাৎ পরিবর্তন করে হৃদপিণ্ড আক্রমণ করে, অথবা মূত্রের লক্ষণ প্রকাশ পেলে বাতের ব্যথা থাকে না। Benz-ac: রোগীর গায়ে মূত্রের গন্ধ, খড় পঁচা পানির মত গাঢ়বর্ণের মূত্র, পরিমাণে কম। Benz-ac: মূত্রে তীব্র গন্ধ, ঘোড়ার চোনার মত তীব্র গন্ধ, রোগী নিজে এ গন্ধ টের পায় না। Benz-ac: সাবানের ফেনার মত প্রচুর সাদা মল, মলে মূত্রের মত ঝাঁঝালো গন্ধ। Benz-ac: অধিকাংশ রোগ বাম দিকে আরম্ভ হয় কিন্তু কখনো কখনো ডানদিকেও হয়। Benz-ac: ক্যালকেরিয়া কার্বের মত পা ঠাণ্ডা ও ভেজা ভেজা।  

বৃদ্ধি হয় উপশম হয়
< খোলা বাতাসে < ঠান্ডায় < আবহাওয়ার পরিবর্তনে < নড়াচড়ায় < পোশাক খুললে > উত্তাপে > প্রচুর পরিমাণে প্রস্রাব হলে > প্রস্রাবের সাথে সেডিমেন্ট নিঃসরণ হলে

৬৬. Carbolicum Acidum [Carb-Ac] কার্বোলিকাম এসিডাম

Carb-ac: শরীরের যে কোনো স্থান হতে যে স্রাব বাহির হয়, তাতে পঁচা দুর্গন্ধ থাকে। Carb-ac: হঠাৎ অবসাদ বা কোল্যাপ্স উপস্থিত হয়, তখন শরীর বিবর্ণ হয়ে যায় ও ঠাণ্ডা ঘাম হতে থাকে। Carb-ac: পরিশ্রম করলে, এমনকি হেঁটে বেড়ালেও ক্লান্তি বোধ হয়। Carb-ac: ফোঁড়া উঠে, সাধারণত ডান কানে বেশী ফোঁড়া উঠে। Carb-ac: ঘ্রাণ শক্তি অতি তীক্ষ্ণ। Carb-ac: কালচে রঙের প্রস্রাব।  

বৃদ্ধি হয় উপশম হয়
< শীত লাগলে < পড়লে < গর্ভাবস্থায় < হাঁটলে < চুল আঁচড়ালে < সোজা হয়ে থাকলে < মানসিক পরিশ্রমে < ঠান্ডায় ও উত্তাপে > ধূমপানে > কড়া চা পান করলে > ঘর্ষণে > বেঁধে রাখলে  

১১৪. Fluoricum Acidum [Fl-Ac] ফ্লোরিকাম এসিডাম

Fl-ac: স্বাধীন, আত্মতুষ্টি ও কর্তৃত্বপূর্ণ স্বভাবের ব্যক্তি। Fl-ac: সর্বদা অত্যন্ত গরম অনুভূতি, ঠান্ডা পানিতে গোসল করতে ইচ্ছা। Fl-ac: অত্যন্ত এনার্জিক ব্যক্তি, অল্প নিদ্রায় উপশম। Fl-ac: অত্যধিক যৌন ইচ্ছা ও লম্পট। Fl-ac: মশলাদার ও কটুগন্ধযুক্ত খাদ্যে আগ্রহ। Fl-ac: পুরাতন ক্ষতচিহ্ন লাল হয়ে ওঠে ও পুনরায় ক্ষতে পরিনত হয়। Fl-ac: ঝাঁঝালো ক্ষতকর ঘাম, ঘাম হলে শরীর চুলকায়।  

বৃদ্ধি হয় উপশম হয়
< উষ্ণতায়; উষ্ণ ঘরে, উষ্ণ খাবার বা পানীয় পানে, উষ্ণ প্রয়োগে < রাতে < এ্যালকোহল পানে (রেড ওয়াইন) < টক খাবার খেলে < কোষ্ঠকাঠিন্য হলে < মাসিক বিলম্বিত হলে বা মিকচারেশন হলে < সকালে < বিশ্রামে < দাঁড়িয়ে থাকলে < উঠলে > ঠাণ্ডায়, ঠান্ডা পানিতে গোসল করলে, ঠান্ডা বাতাসে > খোলা বাতাসে > দ্রুত নড়াচড়া করলে > হাঁটার সময় > সামান্য একটু ঘুমিয়ে নিলে > মাথা পিছনের দিকে বাঁকা করলে > খাবার খেলে

১৫১. Lacticum Acidum [Lac-Ac] ল্যাকটিকাম এসিডাম

Lac-ac: কোনো ধরণের পরিশ্রম করতে অনীহা, অত্যন্ত পরিশ্রম করলে যেরকম দুর্বলতা হয় সেরকম দুর্বলতা। Lac-ac: হাঁটার সময় বমি ভাব ও সমস্ত শরীর কাঁপতে থাকে। Lac-ac: সর্বদা বমিভাবের সাথে বাতজ্বর, ডায়াবেটিস, গাঁটে গাঁটে ফোলা ও ব্যথা, নড়াচড়ায় বৃদ্ধি।  

বৃদ্ধি হয় উপশম হয়
< ধূমপানে < নড়াচড়ায় > খাবার খেলে

১৭১. Muriaticum Acidum [Mur-Ac] মিউরিয়াটিকাম এসিডাম

Mur-ac: অত্যন্ত দুর্বল, অতিরিক্ত দুর্বলতার জন্য চোখ বুজে আসে, অচৈতন্য অবস্থায় পড়ে থাকে, গোঙায়, নিচের চোয়াল ঝুলে পরে। Mur-ac: জিহ্বা ও মলদ্বারের পেশী ক্রিয়াহীন হয়ে পড়ে। Mur-ac: প্রস্রাব করার সময় অসাড়ে পায়খানা হয়ে যায়। Mur-ac: নীল রঙের অর্শ, অত্যন্ত স্পর্শ কাতর, গর্ভাবস্থায় অর্শ। Mur-ac: মাংস খেতে এতটাই অরুচি যে, মনে করলেও অসহ্য অনুভূতি।  

বৃদ্ধি হয় উপশম হয়
< স্পর্শে < ভেজা আবহাওয়ায় < হাঁটলে < ঠান্ডা পানীয় পানে < গোসল করলে < কারো আওয়াজ শুনলে < সূর্যের উত্তাপে < মধ্যরাতের আগে > নড়াচড়ায় > উষ্ণতায় > বাম কাতে শয়ন করলে

১৭৭. Nitricum Acidum [Nit-Ac] নাইট্রিকাম এসিডাম

Nit-ac: যে কোন উচ্চশক্তির ঔষধ প্রয়োগ মাত্রই রোগের বৃদ্ধি। Nit-ac: মুখমণ্ডল হলদে, অত্যন্ত দুর্বলতা ও কম্পন (বিশেষত সকালে)। Nit-ac: অতিশয় স্পর্শকাতরতা, ক্ষত বা চর্ম উদ্ভেদে স্পর্শ করলে রক্তস্রাব হয়। Nit-ac: আক্রান্ত স্থানে খোঁচা মারা ব্যথা, সামান্য স্পর্শ করলে ব্যথা বৃদ্ধি, ব্যথা হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়। Nit-ac: মাটি, খড়িমাটি, স্লেট, পেন্সিল খাওয়ার আকাঙ্ক্ষা। Nit-ac: শরীরের সকল প্রকার স্রাব ক্ষতকর ও দুর্গন্ধযুক্ত। Nit-ac: মলত্যাগের সময় সরলান্ত্রে ও গুহ্যদ্বারে ছিঁড়ে ফেলার মত ব্যথা। Nit-ac: অল্পতেই ঘাম হয়।  

বৃদ্ধি হয় উপশম হয়
< তাপমাত্রা বা আবহাওয়ার পরিবর্তনে < সন্ধ্যায় < রাত ৩টায় < কারো সংস্পর্শে গেলে < মধ্যরাতের পর < ঠান্ডা পরিবেশে < গরম আবহাওয়ায় < হাঁটাহাঁটি করলে < পারোদের অপব্যবহারে < গোলমালে < স্পর্শে < ঝাঁকুনিতে < দুধ পানে < চর্বিযুক্ত খাবার খেলে < নড়াচড়ায়  

১৮৫. Oxalic Acid [Ox-Ac] অক্সালিক এসিড

Ox-ac: স্থানে স্থানে কেটে ফেলার মত, ছিঁড়ে ফেলার মত, সুচ ফোটানোর মত ব্যথা। Ox-ac: রোগের বিষয়ে চিন্তা করলে রোগ বৃদ্ধি হয়। Ox-ac: কাঁধ হতে হাতের আঙ্গুলের ডগা পর্যন্ত অসাড় অনুভূতি। Ox-ac: মেরুদণ্ডে ব্যথা আরম্ভ হয়ে পা পর্যন্ত বিস্তৃত হয়। Ox-ac: কোমরে ব্যথাসহ পায়ের অসাড়তা ও দুর্বলতা অনুভূতি।  

বৃদ্ধি হয় উপশম হয়
< রোগের বিষয়ে চিন্তা করলে রোগের বৃদ্ধি হয় < স্পর্শে < শেভ করলে < মানসিক পরিশ্রমে < নড়াচড়ায় < স্ট্রবেরী খেলে < টক ফল খেলে < আঙ্গুর ফল খেলে  

১৯০. Phosphoric Acidum [Ph-Ac] ফসফরিক এসিডাম

Ph-ac: প্রথমে মস্তিষ্ক আক্রান্ত হয়ে পরে শরীরের অন্যান্য স্থান আক্রান্ত হয়। Ph-ac: জৈব তরল পদার্থের ক্ষয় হেতু অসুস্থতা, দুধের মত সাদা মূত্র ও সাদা মল, পাতলা দাস্ত হলে রোগের উপশম। Ph-ac: অনুভূতিশক্তির অভাব বা ঔদাসিন্যভাব, মনে হয় পা দুটি মাথার উপরে উঠে গেছে। Ph-ac: দিনে নিদ্রালুতা ও রাতে নিদ্রাহীনতা, অল্পক্ষণ ঘুমালেই সব দুর্বলতা দূর হয়ে যায়। Ph-ac: গোঁফ, ভ্রু, মাথা ও জননেদ্রিয় স্থানের চুল উঠে যায়।  

বৃদ্ধি হয় উপশম হয়
< শরীরের গুরুত্বপূর্ণ ভাইটাল ফ্লুইড ক্ষয়প্রাপ্ত হলে, বিশেষ করে বীর্য < যৌন আকাঙ্ক্ষার অপব্যবহারে < অতিরিক্ত যৌনাচারে < ক্লান্তিতে < অপারেশন করার পরে < ভার উত্তলন করলে < আবেগে, দুঃখ পেলে < কথা বললে < ঠান্ডা দমকা হাওয়ায় < সঙ্গীতে > উষ্ণতায় > সামান্য ঘুমিয়ে নিলে > মলত্যাগে

১৯৪. Picricum Acidum [Pic-Ac] পিক্রিকাম এসিডাম

Pic-ac: যত বেশী যৌন ইচ্ছা, তত বেশী অবসাদ বা যৌন অক্ষমতা। Pic-ac: অল্প কিছুক্ষণ পড়াশুনা করলে মেরুদণ্ড বরাবর জ্বলে, মেরুদণ্ডে ও পীঠে অত্যন্ত দুর্বলতা, স্পার্মেটিক কর্ডের কোমলতা। Pic-ac: সমস্ত শরীর বিশেষত হাত-পা অত্যন্ত ক্লান্ত অনুভূত হয়, পরবর্তীতে পক্ষাঘাত উপস্থিত হয়। Pic-ac: মাথা বেঁধে রাখলে মাথা ব্যথার উপশম, মানসিক পরিশ্রমীদের অক্সিপুট ও সার্ভাইক্যাল রিজনে ব্যথা।  

বৃদ্ধি হয় উপশম হয়
< সামান্য মানসিক পরিশ্রমে < নড়াচড়ায় < অধ্যয়ন করলে < ভেজা আবহাওয়ায় < ক্লান্তিতে < মানসিক আঘাত পেলে > ব্যান্ডেজ করলে > ঠান্ডা বাতাসে > ঠান্ডা পানিতে > বিশ্রামে > রোদে গেলে

But-ac : Butyricum Acidum KEYNOTES: 1. Generals Fats, rich food < in infants 2. Head Headache < Going upstairs < Quick motion. Dull hazy ache. 3. Stomach Cramps in the pit of stomach < night. Stools with pain and straining. Appetite wanting. Distension of stomach after eating. Cramping, griping, constricting pain in stomach with paroxysmal palpitations. Sensation of fullness of stomach. Eructations empty, bitter, rancid, and sour. 4. Abdomen Fullness sensation of, with palpitations, with painful respiration. Sudden pain in hypogastrium. Pain in ileo-caecal region on pressure. Flatulence at night. Cramping, griping from passing flatus, with urging to stools. Sore, bruised tenderness in right hypochondria and ileo-caecal region. 5. Rectum Urging for stools but only flatus is passed. Flatus during stools. Stools light/dark yellow. Stools have offensive odour. 6. Urinary symptoms Morbid desire to urinate, sudden in women. Boring, burning pain in kidney. Asparagus like odour to urine after urine. Amorphous sediments of urates in urine. 7. Female genitals Leucorrhoea bubbly, frothy, offensive; smells like horses urine; yeasty. 8. Chest Palpitation of heart with fullness in hypochondrium. 9. Back Tired feeling and dull pain in small of back < walking. 10. Sleep Pronounced sleeplessness. Dreams of serious nature while asleep. Restless sleep from digestive problems. 11. Perspiration Perspiration on slight exertion. Offensive perspiration. 12. Extremities PROFUSE, OFFENSIVE SWEAT OF FEET. Crumbling away of finger nails. Dirty fingernails. Complaints of finger nails. Crippled finger nails. Splitting finger nails. Profuse perspiration of hands. Dirty hands. Swelling of foot during menses. Weakness of leg, calf. Aching pain in calf. CLINICAL: Chronic appendicitis, Chronic peritonitis, enteritis, Cholecystitis, Crohn’s disease.

Chr-ac : Chromium Acidum NUCLEUS OF REMEDY: -Diphtheria, post-nasal tumours, and epithelioma of the tongue have been benefited by this drug. -Symptoms come and go SUDDENLY, and return periodically. -BLOODY, FOUL-SMELLING LOCHIA; offensive discharges. -Rheumatism. -Watery diarrhoea, with vertigo. -LARYNGEAL PHTHISIS. CLINICAL: Diphtheritic sore throat, Post-nasal tumours, Epithelioma of tongue, Foul smelling, bloody lochia, Gangrene, Rheumatism, LARYNGEAL PHTHISIS.   MODALITIES: Pain, < Draught of air < Left side < Cold water > From quick walking < Morning, five a.m. to nine a.m.

Hydr-ac : Hydrocyanicum Acidum KEYNOTES: 1. Sinking sensation at the epigastrium. 2. Drink rumbles through throat and stomach. 3. Fear of imaginary trouble of horses, street vehicles, houses falling, etc. NUCLEUS OF REMEDY: -Convulsions and especially collapse of respiratory origin (from spasm of larynx or chest), marked by coldness and cyanosis.   MODALITIES: < Empty stomach > Coffee > Eating

Hip-ac : Hippuricum Acidum KEYNOTES: 1. Menstrual flow for three weeks with complete relief of muscular and joint pains. 2. Tired, grating sensation in the joints. 3. Dull, constant pain over right eye; worse in a warm room. 4. Painful swallowing, with sore, raw and dry throat; foetid odour from mouth. 5. Pain in shoulders and extremities with inflamed joints; sore to touch. 6. Pain grinding at the lumbar region. 7. Discharge from the nose thick, yellow, offensive, viscid & tough. 8. Pain in abdomen with nausea. 9. Throat membranous exudation < swallowing. 10. Chest has eruptions papules like gooseflesh. 11. Right sided sciatic pain shooting down the leg. NUCLEUS OF REMEDY: Good remedy for upper respiratory complaints Usually the complaints are right sided   MODALITIES: < Afternoon 1 p.m., 6 p.m. < Night 9 p.m., 5 a.m. < Touch, motion < Warmth > Lying down > Open air > Pressure

Sulo-ac : Sulphurosum Acid KEYNOTES: 1. Hands chapped. 2. Clergyman’s sore throat. 3. A difficulty of breathing and frequent involuntary deep inspirations. 4. A strong antiseptic, disinfectant, a powerful deoxidizer and destroyer of vegetable life. 5. ULCERATIVE STOMATITIS. NUCLEUS OF REMEDY: -A strong antiseptic, disinfectant, a powerful deoxidizer and destroyer of vegetable life.

Hydrobr-ac : Hydrobromic Acidum KEYNOTES: 1. Delusion body parts, her legs do not belong to her. 2. Noises in the ear synchronous with pulse. CLINICAL: Meniere’s disease

Hip-ac : Hippuricum Acidum KEYNOTES: 1. Menstrual flow for three weeks with complete relief of muscular and joint pains. 2. Tired, grating sensation in the joints. 3. Dull, constant pain over right eye; worse in a warm room. 4. Painful swallowing, with sore, raw and dry throat; foetid odour from mouth. 5. Pain in shoulders and extremities with inflamed joints; sore to touch. 6. Pain grinding at the lumbar region. 7. Discharge from the nose thick, yellow, offensive, viscid & tough. 8. Pain in abdomen with nausea. 9. Throat membranous exudation < swallowing. 10. Chest has eruptions papules like gooseflesh. 11. Right sided sciatic pain shooting down the leg. NUCLEUS OF REMEDY: Good remedy for upper respiratory complaints Usually the complaints are right sided   MODALITIES: < Afternoon 1 p.m., 6 p.m. < Night 9 p.m., 5 a.m. < Touch, motion < Warmth > Lying down > Open air > Pressure

Sarcol-ac : Sarcolacticum Acidum GUIDING INDICATIONS: -Great weakness; especially muscular, myocardial. -Tired feeling with muscular prostration as if paralysed. -Sore feeling all over especially on parts lain on. -Difficulty in getting sleep. -Lack of vital heat. -Back-Tired feeling in neck and shoulders. -Paralytic weakness. -Sore feeling in all points. -Limbs feel as if no strength in them. -Fever-EPIDEMIC INFLUENZA with violent nausea and retching with great prostration and soreness and weakness of muscles. KEYNOTES: -Muscular prostration almost paralytic weakness. NUCLEUS OF REMEDY: -A remedy for profound weakness and soreness of muscles after infections disease especially influenza.   MODALITIES: < Night < Morning < Motion < Cold water > Open air > Stool

Sal-ac : Salicylicum Acidum KEYNOTES: 1. ERUPTIONS ON HEAD. 2. Vertigo < raising head, sitting up. 3. Sneezing. 4. Impaired hearing. 5. ROARING & RINGING IN EARS. 6. Inflammation of retina after influenza. 7. Bitter taste in mouth. 8. BURNING VESICLES IN MOUTH. 9. CANKER SORES, with burning, soreness & foetid breath. 10. FLATULENCE; HOT, SOUR BELCHING. 11. FERMENTATIVE DYSPEPSIA. 12. Constipation:scybalous. 13. Pain in abdomen. 14. Cough in afternoon three p.m. , five p.m. 15. Hoarseness of voice during diptheria. 16. Lochia offensive, foetid. 17. Albuminous urine. 18. Perspiration day & night without relief. 19. Tendency to faint after fever. 20. Short, unrefreshing sleep with yawning. 21. Shooting pains in lower limbs extending through sciatic nerve on left side:drawing, at exit of, from behind forward to knees & toes, where it is as if foot were on ant hill, & as if foot ought to perspire. 22. Sore bruised feeling on right side of calf. 23. Chapped hands.

Ur-ac : Uricum Acidum KEYNOTES: 1. ECZEMA GOUTY. 2. GOUTY RHEUMATISM IN GOUTY PERSONS. 3. Internal dropsy. 4. Dropsy from kidney disease. 5. Benign tumour. Lipoma. NUCLEUS OF REMEDY: -Excellent remedy for gouty eczema and lipoma.

0% Complete