Course Content
ই-বুক চর্চা করে ২৪২ টি হোমিওপ্যাথি ঔষধের পণ্ডিত হতে পারবেন
0/242
ভিডিও দেখে ২৪২ টি ঔষধ অতি দ্রুত শিখুন
প্রতিদিন সকালে ১০ টি ও সন্ধ্যায় ১০টি করে ঔষধের ভিডিও শ্রবণ করুণ।
0/24
DHMS প্রথম বর্ষের অনুশীলন
0/29
DHMS দ্বিতীয় বর্ষের অনুশীলন
0/21
DHMS তৃতীয় বর্ষের অনুশীলন
0/36
DHMS চতুর্থ বর্ষের অনুশীলন
0/36
হোসাইনী কিনোট- প্রিন্টেড বুক, ই-বুক ও ভিডিও সম্বলিত স্মার্ট মেটেরিয়া মেডিকা।
About Lesson

[Complete] [Clinical] DIABETES: Mellitus: (207) 4 Arg-m, 4 Cephd, 4 Gymne, 4 Lac-d, 4 Lyc, 4 Murx, 4 Nat-s, 4 Ph-ac, 4 Phos, 4 Plb, 4 Sep, 4 Sulph, 4 Syzyg, 4 Tarent, 4 Ther, 4 Thuj, 4 Uran-n, 3 Acet-ac, 3 Alumn, 3 Anthro, 3 Apis, 3 Arg-n, 3 Arn, 3 Ars, 3 Aspar, 3 Berb, 3 Calc, 3 Calc-p, 3 Carc, 3 Coca, 3 Cod, 3 Coloc, 3 Crat, 3 Cupr, 3 Cur, 3 Flor-p, 3 Galeg, 3 Gymn, 3 Helon, 3 Hydrang, 3 Iris, 3 Kali-br, 3 Kali-p, 3 Kreos, 3 Lac-ac, 3 Lycps, 3 Mang, 3 Merc, 3 Merc-c, 3 Mor-n, 3 Mosch, 3 Nat-m, 3 Nat-p, 3 Nux-v, 3 Op, 3 Phlor, 3 Phys, 3 Rad-br, 3 Sac-alb, 3 Sec, 3 Sil, 3 Stict, 3 Tarax, 3 Vichy-g, 2 Agar, 2 Alch, 2 Alf, 2 Ant-c, 2 Ars-br, 2 Art-v, 2 Arum-t, 2 Aven, 2 Bold, 2 Calad, 2 Callun, 2 Caras, 2 Carda, 2 Cean, 2 Cent-u, 2 Cinnb, 2 Con, 2 Cortico, 2 Echi, 2 Ephe, 2 Eucal, 2 Geum, 2 Glyc, 2 Imp, 2 Jab, 2 Juni-c, 2 Linu-u, 2 Mill, 2 Nast-a, 2 Orthos, 2 Paeon, 2 Polygo-o, 2 Pot-t, 2 Puls, 2 Pyrol, 2 Rosm, 2 Rubu-f, 2 Salv, 2 Salx-a, 2 Sat-h, 2 Senn, 2 Solid, 2 Sul-ac, 2 Symph, 2 Thlaspi, 2 Torul, 2 Trif-a, 2 Tril, 2 Urt-u, 2 Verat-v, 1 Abrom-aug, 1 All-s, 1 Allox, 1 Aln, 1 Am-acet, 1 Am-c, 1 Anthr, 1 Arist-m, 1 Bar-c, 1 Bell, 1 Bov, 1 Bry, 1 Bufo, 1 Cac, 1 Cact, 1 Calc-s, 1 Calop-s, 1 Caps, 1 Carb-ac, 1 Carb-v, 1 Card-m, 1 Carl, 1 Chim, 1 Chion, 1 Chlorpr, 1 Cocc, 1 Colch, 1 Cortiso, 1 Cupr-ar, 1 Dysp, 1 Ems, 1 Eup-pur, 1 Ferr-i, 1 Ferr-m, 1 Ferr-p, 1 Fic-i, 1 Gaert, 1 Gels, 1 Germ, 1 Glon, 1 Glyc-g, 1 Graph, 1 Hell, 1 Hep, 1 Hyos, 1 Iber, 1 Insulin, 1 Inul, 1 Iod, 1 Ip, 1 Kali-acet, 1 Kali-chl, 1 Kiss, 1 Kres, 1 Lac-v, 1 Lach, 1 Led, 1 Lycpr, 1 Mag-p, 1 Mag-s, 1 Med, 1 Meny, 1 Morph, 1 Mur-ac, 1 Myric, 1 Nat-ch, 1 Nat-l, 1 Nid, 1 Nux-m, 1 Oxyg, 1 Pancreat, 1 Peg, 1 Phase, 1 Phyl-a, 1 Pic-ac, 1 Plan, 1 Psor, 1 Ran-b, 1 Rat, 1 Rhus-a, 1 Sac-l, 1 Sal-ac, 1 Sarcol-ac, 1 Senec, 1 Squil, 1 Stigm, 1 Syph, 1 Thyr, 1 Tub, 1 Uran, 1 Urea, 1 Vince, 1 Wild   ১৫৬. Lycopodium Clavatum [Lyc] লাইকোপোডিয়াম ক্লাভাটাম   Lyc: বিকাল ৪টা থেকে রাত ৮টায়, বিশেষভাবে ৫টায় রোগের বৃদ্ধি। Lyc: রোগ ডান দিকে আরম্ভ হয়ে বাম দিকে যায়। Lyc: অন্ত্রে অতিরিক্ত বায়ু জমে, টক ঢেঁকুর, পেট ভরে যাওয়ার অনুভূতি। Lyc: অত্যন্ত ক্ষুধা কিন্তু অল্প খেলেই পেট পূর্ণ হয়ে যায়, রাতে নিদ্রা ভঙ্গ হলে ক্ষুধা লাগার অনুভূতি। Lyc: ধন্যবাদ দিলে কান্না করে, সকালে ঘুম ভাঙ্গলেই শিশু রোগীর মেজাজ অত্যন্ত খারাপ। Lyc: প্রস্রাবে ইঁটের গুড়ার মত অথবা লাল বালির মতো তলানি পড়ে। Lyc: কোষ্ঠবদ্ধতার জন্য মনে হয মলদ্বারে অনেক মল জমে আছে। Lyc: গরম খাদ্য ও পানীয়ে উপশম ও ঠান্ডা খাদ্য ও পানীয়ে বৃদ্ধি।   [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Neurogenic (stress diabetes):Restlessness, with: (24) 1 Sil, 2 Sulph, 1 Lyc, 1 Plb, 3 Ars, 1 Calc, 1 Cupr, 1 Sep, 1 Staph, 1 Aur-m, 1 Zinc, 1 Sec, 2 Merc, 1 Calc-p, 1 Ferr, 1 Cupr-ar, 1 Hell, 1 Helon, 1 Arg-n, 1 Calc-ar, 1 Ferr-ar, 1 Ars-br, 1 Ars-i, 1 Stram, [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Metastasis, from:Fistula-in-ano, with: (13) 2 Sil, 1 Phos, 1 Sulph, 1 Carb-v, 2 Graph, 1 Caust, 1 Aur-m, 1 Thuj, 1 Abrot, 1 Calc-s, 2 Fl-ac, 1 Carb-ac, 1 Bar-m,

Menses, suppressed, after

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Metastasis, from:Menses, suppressed, after: (24) 1 Sil, 1 Sulph, 1 Ars, 2 Calc, 1 Carb-v, 1 Kali-c, 1 Lach, 1 Graph, 2 Aur-m, 1 Con, 2 Aur, 1 Bry, 1 Puls, 1 Abrot, 1 Chin, 1 Uran-n, 1 Am-c, 1 Arg-n, 3 Aur-m-n, 2 Aur-i, 1 Ant-c, 1 Brom, 1 Cycl, 1 Ferr-i,   ৫৫. Calcarea Carbonica [Calc] ক্যালকেরিয়া কার্বনিকা   Calc: অনেকক্ষণ পর্যন্ত মানসিক পরিশ্রম করতে পারে না, কাজকর্ম করতে অনিচ্ছা, রোগী মনে করে সে পাগল হয়ে যাবে এবং তার পাগলামি লোকে লক্ষ্য করছে এমন সন্দেহ। Calc: সর্বদা শীত অনুভূতি, পা ঠাণ্ডা, মনে হয় পায়ে যেন ভেজা মোজা পরে আছে। Calc: শিশু রোগী ঘুম ভাঙ্গার পর মাথা চুলকাতে থাকে। Calc: সমস্ত পরিপাকযন্ত্র টক মনে হয়, টক ঢেঁকুর উঠে, টক বমন, মলে টক গন্ধ। Calc: পর্যায়ক্রমে সর্দি ও পেট ব্যথা।  

Children, in

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Types and stages: Children, in: (10) 1 Sil, 2 Tub, 1 Calc, 1 Cur, 1 Strept, 1 Calc-p, 1 Carc, 1 Crat, 1 Calc-m, 1 Rhus-a,   ২৩৭. Tuberculinum Bovinum [Tub] টিউবারকুলিনাম ভবিনাম   Tub: মেজাজ অত্যন্ত খিটখিটে, মানসিক শ্রমবিমুখতা, সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত উৎকণ্ঠা ও বেশী কথা বলে, জীবন ভারী মনে হয়, সামান্য কারণে রেগে যায়, দেশ ভ্রমণের প্রবল ইচ্ছা। Tub: রোগীর বুদ্ধিবৃত্তি ও স্মরণশক্তি বেশ তীক্ষ্ণ, কিন্তু শরীর দুর্বল। Tub: দ্রুত শীর্ণ হতে থাকে, যদিও ভালো খাবার খায়, ঠাণ্ডা পানি পানের প্রবল আকাঙ্ক্ষা। Tub: শিশুর রোগীর ঠোঁট লাল ও চোখের সাদা অংশ নীলাভ, দেরীতে দাঁত ওঠে, সম্মুখের দাঁতে পোকা ধরে তাতে গোল, কালো ছিদ্র হয়। Tub: ঘুম আসার উপক্রম হলে ও ঘুমের সময় পেশীগুলি ঝাঁকুনি দিয়ে উঠে। Tub: স্থির হয়ে থাকলে ব্যথার উপশম হয়, আবহাওয়ার পরিবর্তনে রোগ বৃদ্ধি। Tub: সর্বদা রোগ লক্ষণের পরিবর্তন হয়, সুনির্বাচিত ঔষধে ফল হয় না, একটু ঘরের বাইরে থাকলে সর্দি লাগে।   [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Types and stages:Developing, rapidly: (7) 1 Phos, 1 Ars, 1 Tub, 1 Cur, 1 Iod, 1 Thyr, 1 Morph,

Pregnancy, during

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Types and stages:Pregnancy, during: (11) 1 Zinc, 1 Helon, 1 Allox, 1 Lac-ac, 1 Murx, 1 Podo, 1 Zinc-ar, 1 Zinc-i, 1 Zinc-m, 1 Zinc-n, 1 Zinc-p,   ১৯৮. Podophyllum Peltatum [Podo] পডোফাইলাম পেলটেটাম   Podo: সকাল ৭টায় জ্বর আসে তার সাথে বাচালতা ও হাত পা ছড়িয়ে রাখে। Podo: ভোর বেলায় ব্যথা ছাড়া দুর্গন্ধযুক্ত ডায়রিয়ার সহিত মলদ্বারের পতন বা আলিশ বের হয়। Podo: ডায়রিয়া, অত্যন্ত দুর্গন্ধযুক্ত প্রচুর পরিমাণ মল, পিচকারীর মত বেগে বের হয়। Podo: লিভার রিজনে ব্যথা মর্দন করলে উপশম। Podo: শিশুরা দাঁতে চিবায় ও দাঁতে দাঁত চেপে ধরে রাখে। Podo: রোগী মনে করে তার কোনো কঠিন রোগ হয়েছে অথবা তার মৃত্যু হবে, জীবনের প্রতি বিতৃষ্ণা। Podo: ডান ওভারীতে ব্যথা আরম্ভ হয়ে উরু পর্যন্ত ছড়িয়ে পড়ে।   [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Types and stages:Septic: (7) 1 Sil, 1 Strept, 1 Calc-s, 2 Pyrog, 1 Am-c, 1 Carb-ac, 1 Hippoz,

Abdominal, complaints, with

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Abdominal, complaints, with: (6) 3 Lyc, 1 Carbn-s, 2 Carb-v, 1 Nux-v, 1 Spig, 1 Verat,   ৬৫. Carbo Vegegtabilis [Carb-V] কার্বো ভেজিট্যাবলিস   Carb-v: শরীর ও মনের কাজ ধীর গতিতে চলে, তাড়াতাড়ি চিন্তা করতে পারে না, চটপট কোন কাজ করতে পারে না, চুপ করে শুয়ে থাকতে চায় ও ঝিমায়। Carb-v: শরীরের ভিতরে ও বাহিরে ঠাণ্ডা অনুভূত হয়। Carb-v: কোল্যাপ্স অবস্থায় রোগী সর্বদা বাতাস চায় রোগী বলে “বাতাস কর, জোরে বাতাস কর” Carb-v: পেটে বায়ু জন্মে ও অত্যন্ত দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয়। Carb-v: রক্তস্রাব হয়, রক্ত বেগে বাহির হয় না, চুইয়ে চুইয়ে পড়ে। Carb-v: রোগের শেষ অবস্থায় প্রচুর শীতল ঘাম হলে, শ্বাস-প্রশ্বাস এবং জিহ্বা ঠাণ্ডা অনুভূতি হলে ও স্বরলোপ হলে কার্বো ভেজে অনেক সময় রোগীর জীবন রক্ষা হয়। Carb-v: ঘুমানোর সময়ে রোগীর পা দুইটি গুটিয়ে থাকে।   [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Albuminuria: (14) 1 Phos, 1 Lyc, 1 Plb, 1 Ars, 1 Ph-ac, 1 Aur-m, 1 Lac-d, 1 Pic-ac, 1 Hell, 1 Helon, 1 Apis, 1 Calc-ar, 1 Merc-c, 1 Ter, [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Anemia, with: (20) 1 Sil, 1 Phos, 1 Sulph, 1 Plb, 2 Ars, 1 Calc, 1 Kali-c, 1 Calc-p, 1 Nat-m, 1 Puls, 1 Ferr, 2 Pic-ac, 1 Chin, 1 Sul-ac, 1 Ferr-ar, 1 Kali-ar, 1 Stront-c, 1 Ars-s-f, 1 Plb-acet, 1 X-ray, [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Ankle, swelling of: (8) 1 Phos, 1 Lyc, 1 Apis, 1 Arg-mur, 1 Cact, 1 Med, 1 Psor, 1 Dig,

Backache, with

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Backache, with: (32) 2 Sil, 1 Phos, 1 Sulph, 1 Lyc, 1 Carbn-s, 2 Calc, 2 Kali-c, 2 Sep, 1 Graph, 1 Nux-v, 1 Staph, 1 Zinc, 1 Bar-c, 1 Aur, 1 Lac-d, 1 Calc-p, 1 Nat-m, 1 Puls, 1 Arn, 1 Rhus-t, 1 Arg-mur, 1 Kali-i, 1 Kreos, 1 Mur-ac, 1 Nat-s, 1 Nux-m, 1 Psor, 1 Stront-c, 1 Agar, 1 Am-m, 1 Lac-c, 1 Rat,   ২২১. Silicea, Silica Terra [Sil] সাইলেশিয়া, সিলিকা টেরা   Sil: মন দুর্বল, ব্যাকুল ও বিষণ্ণ, নম্র ও ভীরু স্বভাব, মানসিক পরিশ্রমে কষ্ট অনুভূতি, লিখতে, পড়তে বা কোন বিষয়ে ভাবতে গেলে রোগী অত্যন্ত ক্লান্তি অনুভূতি করে, নৈতিক ও দৈহিক দৃঢ়তার অভাব। Sil: মলদ্বারে ফিস্টুলা, পায়খানা কষা, প্রচণ্ড কোঁথানি দিতে হয়, কিছুটা পায়খানা বাইরে এসে পুনরায় ঢুঁকে যায়। Sil: পায়ের তলায় অত্যন্ত দুর্গন্ধ যুক্ত ঘর্ম, পায়ের ঘর্ম চাপা পড়ে অসুস্থতা। Sil: শিশু বুকের দুধ খেলে মায়ের ভেজাইনা দিয়ে রক্তস্রাব হয়। Sil: গলায় মাছের কাটা, শরীরের কোথাও কাটা, স্প্লিনটার, সুঁই ইত্যাদি বিঁধলে তা বের করতে কার্যকরী। Sil: গলায় চুল আটকে থাকার অনুভূতি। Sil: মাথার চুল আঁচড়ালে হাঁচি হয়।   [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Coma/insulin shock/hypoglycemia etc.: (29) 1 Sil, 1 Sulph, 2 Carbn-s, 1 Ars, 1 Calc, 1 Carb-v, 1 Cupr, 2 Lach, 1 Nux-v, 1 Cur, 1 Sec, 2 Op, 1 Alum, 1 Cupr-ar, 1 Hell, 1 Pyrog, 1 Chel, 1 Crat, 1 Mur-ac, 1 Verat, 2 Carbn-o, 1 Ant-ar, 1 Ant-t, 1 Bell, 1 Camph, 1 Canth, 1 Hyos, 1 Torul, 1 Xan, [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Ecchymoses: (5) 1 Phos, 1 Carb-v, 1 Lach, 1 Arn, 1 Sul-ac,

Dim, vision

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Eyes:Dim, vision: (12) 1 Sulph, 1 Plb, 1 Carbn-s, 2 Ph-ac, 1 Bar-c, 1 Sec, 1 Lac-d, 1 Pic-ac, 1 Sul-ac, 1 Mosch, 1 Nat-c, 1 Tarent,   ১৯০. Phosphoric Acidum [Ph-Ac] ফসফরিক এসিডাম   Ph-ac: প্রথমে মস্তিষ্ক আক্রান্ত হয়ে পরে শরীরের অন্যান্য স্থান আক্রান্ত হয়। Ph-ac: জৈব তরল পদার্থের ক্ষয় হেতু অসুস্থতা, দুধের মত সাদা মূত্র ও সাদা মল, পাতলা দাস্ত হলে রোগের উপশম। Ph-ac: অনুভূতিশক্তির অভাব বা ঔদাসিন্যভাব, মনে হয় পা দুটি মাথার উপরে উঠে গেছে। Ph-ac: দিনে নিদ্রালুতা ও রাতে নিদ্রাহীনতা, অল্পক্ষণ ঘুমালেই সব দুর্বলতা দূর হয়ে যায়। Ph-ac: গোঁফ, ভ্রু, মাথা ও জননেদ্রিয় স্থানের চুল উঠে যায়।  

Gall stones

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions: Gall stones: (12) 1 Phos, 1 Sulph, 1 Lyc, 1 Cupr, 1 Merc, 1 Bry, 1 Chin, 1 Gels, 1 Nat-s, 1 But-ac, 1 Card-m, 1 Ferr-s,   ১৯১. Phosphorus [Phos] ফসফরাস   Phos: শরীরের অল্প স্থানে জ্বলে এবং শরীরের নানা স্থান যেমন মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, মলদ্বার ইত্যাদি স্থানে জ্বলে, হাতে জ্বালা শুরু হয়ে মুখমণ্ডলে ছড়িয়ে পড়ে, মেরুদণ্ড জ্বালা এর বিশেষ লক্ষণ। Phos: একা থাকলে অত্যন্ত উৎকণ্ঠা ও অস্থিরতা, ঝড় বৃষ্টির কিছু পূর্বে ও অন্ধকারে বৃদ্ধি। Phos: বরফ ঠাণ্ডা খাবারের প্রতি অত্যন্ত আগ্রহ ও উপশম, ঠাণ্ডা খাওয়ার পর বমি, লবণ খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। Phos: মস্তক, বুক, পাকাশয় ও সমস্ত উদরে খালি খালি অনুভূতি। Phos: শরীরের বিভিন্ন অঙ্গ হতে অনায়াসে রক্তস্রাব, সামান্য ক্ষত হতে প্রচুর রক্তস্রাব হয়। Phos: যে আসনে বসে আছে, মনে হয় সে আসনটি যেন উপরে উঠছে। Phos: অত্যন্ত ভালোবাসা পূর্ণ হৃদয়, অন্যের প্রতি সহজেই আকৃষ্ট ও প্রভাবিত হয়।  

Insulin dependent

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions: Insulin dependent: (4) 1 Sulph, 1 Insulin, 1 Uran-n, 1 Nat-p,   ২২৮. Sulphur [Sulph] সালফার   Sulph: অপরিষ্কার, নোংরা, প্রায় সব সময়ই কোন না কোনরূপ চর্মরোগে ভোগে। Sulph: গোসল করতে বা গা ধুতে চায় না, গোসল করলে রোগের বৃদ্ধি, শরীরে ও মুখে দুর্গন্ধ, শরীর শীর্ণ কিন্তু পেট বড়, সর্বদা গরম অনুভূতি, নোংরা জিনিসও সুন্দর মনে হয়। Sulph: ধর্ম বা দার্শনিক বিষয়ে চিন্তায় রত থাকে অথবা আত্মার মুক্তি হবে কিরূপে সে ভাবনায় ব্যস্ত থাকে। Sulph: হাত পা ও মাথার তালু গরম, মাঝে মাঝে মুখমণ্ডল ও চোখে গরমের ঝলকা উঠে, পায়ে হাত দিলে ঠাণ্ডা অনুভূত হয়, কিন্তু ভিতরে জ্বালা। Sulph: ঠোট লাল, জিহ্বা সাদা কিন্তু ধার ও ডগা লাল। Sulph: পানি পান করে বেশী কিন্তু খাবার খায় কম, মিষ্টি খেতে ভালবাসে। Sulph: বেলা ১১ টার সময় রোগ লক্ষণ বৃদ্ধি। Sulph: কুঁজো হয়ে চলে ও বসে।  

Memory, weakness of, with

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Memory, weakness of, with: (18) 1 Phos, 1 Lyc, 1 Plb, 2 Carbn-s, 1 Cupr, 1 Ph-ac, 1 Sep, 1 Graph, 1 Nux-v, 2 Caust, 2 Con, 1 Bar-c, 1 Syph, 1 Thuj, 1 Alum, 2 Kali-p, 1 Nux-m, 1 Kali-br,   ৭১. Causticum Hahnemanii [Caust] কস্টিকাম হ্যানিমেনি   Caust: জটিল রোগ, শোক বা অন্য কোনো ধরণের মানসিক আঘাতের ফলে পক্ষাঘাত। Caust: বহুকালস্থায়ী শোক ও দুঃখের ফলে মন বিষণ্ণ ক্ষুব্ধ ও নিরাশাপূর্ণ। Caust: শরীর ছিঁড়ে ফেলার মতো বাতের ব্যথা, উত্তাপে বিশেষত বিছানার উত্তাপে উপশম। Caust: বার বার প্রস্রাবের বেগ, হাঁচি, কাশি বা নাক ঝাড়লে অসাড়ে প্রস্রাব হয়ে যায়। Caust: ডান পাশে কোমরের ভিতরের দিকে সুচ ফোটানোর মত ব্যথা ও লিভারের নিচে, কিন্তু ইলিয়ামের উপরে, হাতের মুঠোর ভিতর চেপে ধরার মতো সর্বদা ব্যথা। Caust:  পোড়া দাগ আবার পেকে উঠে ও তাতে ব্যথা হয়। Caust:  বসে পায়খানা করতে কষ্ট হয় কিন্তু দাঁড়িয়ে করলে সহজেই পায়খানা করা যায়। Caust:  শরীরের টানটান অনুভূতির সঙ্গে পক্ষাঘাত, বিশেষত প্রসারক পেশীর (Extensor muscle) পক্ষাঘাত।   [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Numbness/neuritis/tingling: (30) 2 Phos, 1 Sulph, 1 Lyc, 2 Plb, 2 Carbn-s, 1 Ars, 1 Tub, 2 Ph-ac, 2 Lach, 1 Nux-v, 2 Zinc, 1 Cur, 2 Lac-d, 1 Nat-m, 1 Alum, 1 Insulin, 1 Rhus-t, 2 Kali-p, 1 Colch, 1 Hed, 1 Ran-b, 1 Rhod, 1 Bov, 1 Calen, 1 Glyc, 1 Gymne, 1 Led, 1 Plan, 1 Tab, 1 Uran, [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Paralysis, with: (18) 1 Sil, 2 Phos, 1 Lyc, 2 Plb, 2 Carbn-s, 1 Carb-v, 1 Cupr, 3 Caust, 1 Con, 1 Zinc, 1 Sec, 1 Op, 1 Cupr-ar, 1 Gels, 1 Alumn, 1 Naja, 1 Plb-i, 1 Plb-xyz,

Sexual desire, decreased

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions: Sexual desire, decreased: (13) 2 Sil, 3 Lyc, 2 Plb, 1 Kali-c, 1 Cupr, 3 Ph-ac, 2 Sep, 1 Graph, 1 Caust, 2 Staph, 1 Bar-c, 1 Nat-m, 1 Mosch,   ১৫৬. Lycopodium Clavatum [Lyc] লাইকোপোডিয়াম ক্লাভাটাম   Lyc: বিকাল ৪টা থেকে রাত ৮টায়, বিশেষভাবে ৫টায় রোগের বৃদ্ধি। Lyc: রোগ ডান দিকে আরম্ভ হয়ে বাম দিকে যায়। Lyc: অন্ত্রে অতিরিক্ত বায়ু জমে, টক ঢেঁকুর, পেট ভরে যাওয়ার অনুভূতি। Lyc: অত্যন্ত ক্ষুধা কিন্তু অল্প খেলেই পেট পূর্ণ হয়ে যায়, রাতে নিদ্রা ভঙ্গ হলে ক্ষুধা লাগার অনুভূতি। Lyc: ধন্যবাদ দিলে কান্না করে, সকালে ঘুম ভাঙ্গলেই শিশু রোগীর মেজাজ অত্যন্ত খারাপ। Lyc: প্রস্রাবে ইঁটের গুড়ার মত অথবা লাল বালির মতো তলানি পড়ে। Lyc: কোষ্ঠবদ্ধতার জন্য মনে হয মলদ্বারে অনেক মল জমে আছে। Lyc: গরম খাদ্য ও পানীয়ে উপশম ও ঠান্ডা খাদ্য ও পানীয়ে বৃদ্ধি।   Shoulder, frozen [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS: Conditions: Shoulder, frozen (stiff): (47) 1 Sil, 1 Phos, 2 Sulph, 1 Lyc, 1 Tub, 1 Kali-c, 1 Cupr, 1 Sep, 2 Caust, 2 Staph, 1 Con, 1 Cur, 1 Bry, 1 Syph, 1 Thuj, 2 Ferr, 1 Calc-s, 1 Carc, 1 Gels, 1 Rhus-t, 1 Fl-ac, 1 Cact, 1 Chel, 1 Colch, 1 Kali-bi, 1 Kali-i, 1 Med, 1 Nat-c, 1 Ran-b, 1 Rhod, 1 Spig, 1 Cocc, 1 Dulc, 1 Gran, 1 Kalm, 1 Mag-c, 1 Merc-i-f, 1 Phyt, 1 Posit, 1 Prim-v, 1 Sang, 1 Senec-j, 1 Staphycoc, 1 Stict, 1 Stry, 1 Syc-co, 1 Ust,   Sleeplessness, with [Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions: Sleeplessness, with: (25) 1 Sil, 1 Phos, 1 Sulph, 1 Plb, 1 Ars, 1 Calc, 1 Kali-c, 1 Ph-ac, 1 Lach, 1 Sep, 1 Nux-v, 1 Staph, 1 Aur-m, 1 Aur, 1 Merc, 1 Bry, 1 Puls, 1 Syph, 1 Thuj, 1 Op, 1 Carc, 1 Uran-n, 1 Kali-ar, 1 Kreos, 1 Chlol,

Thyroid complaints, with

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS: Conditions: Thyroid complaints, with: (8) 1 Strept, 3 Iod, 1 Hed, 1 Thyr, 3 Iod-h, 1 Calc-i, 1 Lycps, 1 Spong,   ১৩১. Iodium [Iod] আয়োডিয়াম   Iod: অত্যন্ত অস্থির, খিটখিটে মেজাজ, বাচাল ও তাড়াহুড়া করে। Iod: দিবারাত্রি পিপাসা, রাক্ষুসে ক্ষুধা সত্ত্বেও শরীরের শীর্ণতা, আহার করার সময় ভাল লাগে। Iod: ভয়ানক দুর্বলতা, অতি সামান্য পরিশ্রমেই প্রচুর ঘাম হয়। Iod: গ্রন্থিসমূহ ফোলে ও তাতে ব্যথা হয়, কোনো কোনো সময় গ্রন্থি (যেমন স্তন) শুকিয়ে যায়। Iod: পুরাতন প্রদাহের বৃদ্ধি। Iod: চুপচাপ বসে থাকলে মানসিক উৎকন্ঠা। Iod: রোগ ধীরে ধীরে বাড়ে ও সহজে আরোগ্য হয় না।  

Wounds, not healing

[Ajit ] [Diabetes]DIABETES MELLITUS:Conditions:Wounds, not healing: (14) 2 Sil, 1 Sulph, 1 Carbn-s, 1 Tub, 1 Carb-v, 1 Kali-c, 1 Lach, 1 Graph, 1 Bar-c, 1 Arn, 1 Kali-bi, 1 Hep, 1 Nit-ac, 1 Tarent-c

0% Complete