[Complete] [Extremities] GANGLION: (62) 3 Sil, 4 Ruta, 3 Calc, 3 Am-c, 3 Ph-ac, 3 Plb, 3 Benz-ac, 3 Bry, 2 Zinc, 3 Phos, 1 Puls, 1 Sulph, 1 Calc-f, 1 Bell, 3 Bufo-s, 3 Guano, 2 Mag-m, 2 Thlaspi, 3 Thuj, 4 Symph, 1 Aur-m, 1 Carb-v, 1 Caust, 2 Bac, 1 Iod, 1 Kali-c, 1 Nat-m, 3 Bov, 1 Acon, 1 Ba-sv, 1 Ferr-m, 1 Ferr-ma, 1 Kali-m, 1 Lach, 1 Merc, 1 Ozone, 1 Ped, 1 Rhod, 1 Rhus-t, 1 Rhus-v, 2 Scroph-n, 1 Aego-p, 1 Ant-c, 1 Apis, 1 Arn, 1 Ars, 1 Ars-i, 1 Arum-t, 1 Bar-c, 1 Calc-p, 1 Carc, 1 Con, 1 Gua, 1 Hep, 1 Kali-chl, 1 Lar-ar, 1 Leon, 1 Mag-p, 1 Plb-acet, 1 Seneg, 1 Stict, 1 Sul-i,
১. Ruta রোগীর বৈশিষ্ট্য:
Ruta: সমস্ত শরীরে ব্যথা, বিশেষত সন্ধি স্থানে ব্যথা ও অসাড়তা, যেন উঁচু যায়গা থেকে পড়ে গেছে বা কেহ লাঠি দিয়ে মেরেছে। Ruta: শরীরের যে স্থানে চেপে শুয়ে থাকে সেই স্থানে অত্যন্ত ব্যথা, যেন সেখানে চোট লেগেছে। Ruta: বিশেষত হাতের কব্জি ও পায়ের গোড়ালি মচকে যাওয়ার মত ব্যথা। Ruta: বই পড়ার সময় চোখের মধ্যে গরম, জ্বালা ও ব্যথা অনুভূত হয়।
২. Sil রোগীর বৈশিষ্ট্য:
Sil: মন দুর্বল, ব্যাকুল ও বিষণ্ণ, নম্র ও ভীরু স্বভাব, মানসিক পরিশ্রমে কষ্ট অনুভূতি, লিখতে, পড়তে বা কোন বিষয়ে ভাবতে গেলে রোগী অত্যন্ত ক্লান্তি অনুভূতি করে, নৈতিক ও দৈহিক দৃঢ়তার অভাব। Sil: মলদ্বারে ফিস্টুলা, পায়খানা কষা, প্রচণ্ড কোঁথানি দিতে হয়, কিছুটা পায়খানা বাইরে এসে পুনরায় ঢুঁকে যায়। Sil: পায়ের তলায় অত্যন্ত দুর্গন্ধ যুক্ত ঘর্ম, পায়ের ঘর্ম চাপা পড়ে অসুস্থতা। Sil: গলায় মাছের কাটা, শরীরের কোথাও কাটা, স্প্লিনটার, সুঁই ইত্যাদি বিঁধলে তা বের করতে কার্যকরী। Sil: গলায় চুল আটকে থাকার অনুভূতি। Sil: মাথার চুল আঁচড়ালে হাঁচি হয়।
৩. Symph রোগীর বৈশিষ্ট্য:
Symph: অস্থি বা উপাস্থিতে আঘাত লাগার ফলে অত্যন্ত ব্যথা। Symph: পুরাতন আঘাতের স্থানে খোঁচা মারা বা সুচ ফোটানোর মত ব্যথা, স্পর্শে বৃদ্ধি। Symph: চোখ ও মুখমণ্ডলে ভোঁতা কিছুর আঘাত লাগার ফলে অসুস্থতা। Symph: ফাটা বা ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য এটি অধিক কার্যকরী।
৪. Calc রোগীর বৈশিষ্ট্য:
Calc: শিশু রোগী দেখতে মোটা সোটা, থলথলে, কিন্তু বলিষ্ঠ নয়, শীর্ণতাও থাকতে পারে, শীর্ণ হলে পেটটি বড় দেখায়, অলস, ধীর গতিবিশিষ্ট, বেশী নড়তে চড়তে চায় না, চলতে গেলে হাঁপিয়ে উঠে। Calc: অনেকক্ষণ পর্যন্ত মানসিক পরিশ্রম করতে পারে না, কাজকর্ম করতে অনিচ্ছা, রোগী মনে করে সে পাগল হয়ে যাবে এবং তার পাগলামি লোকে লক্ষ্য করছে এমন সন্দেহ। Calc: সর্বদা শীত অনুভূতি, পা ঠাণ্ডা, মনে হয় পায়ে যেন ভেজা মোজা পরে আছে। Calc: সমস্ত পরিপাকযন্ত্র টক মনে হয়, টক ঢেঁকুর উঠে, টক বমন, মলে টক গন্ধ। Calc: পর্যায়ক্রমে সর্দি ও পেট ব্যথা।
৫. Am-c রোগীর বৈশিষ্ট্য:
Am-c: বুকে ঘড়ঘড়ানি শব্দসহ নিদ্রালুতা, অচৈতন্য ভাব, হাত বাড়িয়ে কিছু ধরতে চায়। Am-c: ঠোঁট নীল বা বেগুনী বর্ণের, জিহ্বা বাদামী বর্ণের। Am-c: সকালে মুখ ধোয়ার সময় নাক হতে রক্তস্রাব হয়। Am-c: শরীর হতে যে স্রাব বের হয় তা ক্ষতকর, কালচে, তরল ও জমাট বাঁধে না, গ্লান্ডের গ্যাংগ্রীন হওয়ার প্রবণতা। Am-c: হাড় যেন ভেঙ্গে যাবে এমন ব্যথা। Am-c: দিনে ভালো ঘুম হয় কিন্তু রাত্রে ভালো ঘুম হয় না, রাত ৩ টার সময় সব রোগের বৃদ্ধি। Am-c: স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শারীরিক ও মানসিক রোগলক্ষণ বৃদ্ধি।
৬. Ph-ac রোগীর বৈশিষ্ট্য:
Ph-ac: প্রথমে মস্তিষ্ক আক্রান্ত হয়ে পরে শরীরের অন্যান্য স্থান আক্রান্ত হয়। Ph-ac: জৈব তরল পদার্থের ক্ষয় হেতু অসুস্থতা, দুধের মত সাদা মূত্র ও সাদা মল, পাতলা দাস্ত হলে রোগের উপশম। Ph-ac: অনুভূতিশক্তির অভাব বা ঔদাসিন্যভাব, মনে হয় পা দুটি মাথার উপরে উঠে গেছে। Ph-ac: দিনে নিদ্রালুতা ও রাতে নিদ্রাহীনতা, অল্পক্ষণ ঘুমালেই সব দুর্বলতা দূর হয়ে যায়। Ph-ac: গোঁফ, ভ্রু, মাথা ও জননেদ্রিয় স্থানের চুল উঠে যায়।
৭. Plb রোগীর বৈশিষ্ট্য:
Plb: উদরে অত্যন্ত শুল বেদনা, একটা দড়ি দিয়ে উদরকে যেন মেরুদণ্ডের দিকে টানছে এমন অনুভূতি। Plb: অত্যন্ত কোষ্ঠবদ্ধতা, ভেড়া বা ছাগলের মলের মত গুটি গুটি মল, পেটের ব্যথাসহ কোষ্ঠবদ্ধতা। Plb: নিদ্রার সময় অদ্ভুত পজিশনে ঘুমায় ও অদ্ভুত দেহভঙ্গী করে। Plb: মাড়ির ধারগুলি নীলবর্ণ, মাড়ি ফোলে ও পাংশু হয়ে যায়। Plb: মন বিমর্ষ, একটা সাংঘাতিক কিছু ঘটবে এমন ভয়, তাড়াতাড়ি কোনো বিষয় ভাবতে পারে না। Plb: শরীরের যে কোনো স্থানের মাংসপেশি শুকিয়ে যায়।
৯. Benz-ac রোগীর বৈশিষ্ট্য:
Benz-ac: গেঁটেবাত, আক্রান্ত স্থান হঠাৎ পরিবর্তন করে হৃদপিণ্ড আক্রমণ করে, অথবা মূত্রের লক্ষণ প্রকাশ পেলে বাতের ব্যথা থাকে না। Benz-ac: রোগীর গায়ে মূত্রের গন্ধ, খড় পঁচা পানির মত গাঢ়বর্ণের মূত্র, পরিমাণে কম। Benz-ac: মূত্রে তীব্র গন্ধ, ঘোড়ার চোনার মত তীব্র গন্ধ, রোগী নিজে এ গন্ধ টের পায় না। Benz-ac: সাবানের ফেনার মত প্রচুর সাদা মল, মলে মূত্রের মত ঝাঁঝালো গন্ধ। Benz-ac: অধিকাংশ রোগ বাম দিকে আরম্ভ হয় কিন্তু কখনো কখনো ডানদিকেও হয়। Benz-ac: ক্যালকেরিয়া কার্বের মত পা ঠাণ্ডা ও ভেজা ভেজা।
১০. Bry রোগীর বৈশিষ্ট্য:
Bry: তরুণ রোগ ধীরে ধীরে বাড়ে, খিটখিটে মেজাজ, নড়াচড়ায় বৃদ্ধি। Bry: সুঁই বিধার মত ও ছিঁড়ে ফেলার মত ব্যথা, নড়াচড়ায় সমস্ত ব্যথা বৃদ্ধি, যে দিকে ব্যথা সে দিকে চেপে শুয়ে থাকলে ও পেটের ব্যথা ছাড়া অন্য স্থানের ব্যথায় চাপ দিলে উপশম। Bry: মস্তিষ্কের বিকার অবস্থায় রোগী সর্বদা মুখ নাড়ে, মনে হয় যেন কিছু চিবাচ্ছে। Bry: মাথার ব্যথা ছাড়া অন্য সব ব্যথা উত্তাপে উপশম। Bry: উঠতে গেলে মাথায় ব্যথা হয়। Bry: কিছু চিবানোর মত মুখ নাড়ে, জিহ্বার উপর সাদা, হলদে বা বাদামী বর্ণের ময়লা পড়ে। Bry: মুখ শুষ্ক ও তিক্ত স্বাদ, প্রবল তৃষ্ণা রোগী অনেকক্ষণ পরে পরে প্রচুর পরিমাণে পানি পান করে।
১১. Phos রোগীর বৈশিষ্ট্য:
Phos: শরীরের অল্প স্থানে জ্বলে এবং শরীরের নানা স্থান যেমন মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, মলদ্বার ইত্যাদি স্থানে জ্বলে, হাতে জ্বালা শুরু হয়ে মুখমণ্ডলে ছড়িয়ে পড়ে, মেরুদণ্ড জ্বালা এর বিশেষ লক্ষণ। Phos: একা থাকলে অত্যন্ত উৎকণ্ঠা ও অস্থিরতা, ঝড় বৃষ্টির কিছু পূর্বে ও অন্ধকারে বৃদ্ধি। Phos: বরফ ঠাণ্ডা খাবারের প্রতি অত্যন্ত আগ্রহ ও উপশম, ঠাণ্ডা খাওয়ার পর বমি, লবণ খাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। Phos: মস্তক, বুক, পাকাশয় ও সমস্ত উদরে খালি খালি অনুভূতি। Phos: শরীরের বিভিন্ন অঙ্গ হতে অনায়াসে রক্তস্রাব, সামান্য ক্ষত হতে প্রচুর রক্তস্রাব হয়। Phos: যে আসনে বসে আছে, মনে হয় সে আসনটি যেন উপরে উঠছে। Phos: অত্যন্ত ভালোবাসা পূর্ণ হৃদয়, অন্যের প্রতি সহজেই আকৃষ্ট ও প্রভাবিত হয়।
১২. Bov রোগীর বৈশিষ্ট্য:
Bov: শুধু রাতে ঋতুস্রাব হয়, ঋতুস্রাবের সময়ে ও পূর্বে ডায়রিয়া। Bov: ছুরি, কাঁচি ইত্যাদি ব্যাবহার করলে আঙ্গুলে গভীর দাগ পড়ে। Bov: বগলের ঘামে পেঁয়াজের মত দুর্গন্ধ। Bov: হাত, পা ও গাঁটে অত্যন্ত দুর্বলতা, হাত হতে জিনিস পত্র সহজেই পড়ে যায়। Bov: লাল প্রস্রাবের সাথে পেটের শুল বেদনা, খাবার খেলে উপশম। Bov: ত্রিকাস্থির ডগায় ভয়ানক চুলকানি, চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায়।
১৩. Thuj রোগীর বৈশিষ্ট্য:
Thuj: শ্লৈষ্মিক ঝিল্লী ও চর্মের উপরে আঁচিল হয়, আচ্ছাদিত স্থানে চর্ম উদ্ভেদ হয়, আচ্ছাদনহীন স্থানে ঘর্ম। Thuj: মনে হয় যেন অপরিচিত লোক তার পাশে শুয়ে আছে, যেন আত্মা ও শরীর পৃথক হয়ে আছে, পেটের ভিতর যেন কোন জীবিত প্রাণী আছে ও নড়াচড়া করছে, শরীর যেন কাচে নির্মিত এবং তা ভেঙ্গে যাবে। Thuj: মাথার রগে যেন একটি লোহার পেরেক ঢুকিয়ে দেয়া হচ্ছে এরূপ ব্যথা। Thuj: চোখ বন্ধ করলে মাথা ঘোরে। Thuj: দাঁতের গোঁড়ার দিক ক্ষয় হয়, কিন্তু আগার দিক ভাল থাকে, চা খেলে দাঁতে ব্যথা। Thuj: গনোরিয়া রোগে পাতলা হলদে স্রাব বের হয় ও প্রস্রাবের সময় জ্বলে। Thuj: সকালে অধিকাংশ রোগের বৃদ্ধি ও সকালে কিছু খেতে পারে না।
১৪. Calc-f রোগীর বৈশিষ্ট্য:
Calc-f: পাথরের মত শক্ত স্ফীতি। সকল গ্রন্থি, টনসিল, অর্শ, টিউমার, ক্ষতের ধার ফুলো ও শক্ত। Calc-f: ক্ষত চিহ্ন লালচে দেখায় ও চুলকায়, ঠাণ্ডায় ক্ষতের উপশম। Calc-f: আঘাত লাগার পরে অস্থি বৃদ্ধি টিউমার। Calc-f: ভেরিকোস ভেইন ও ক্যাপিলারীতে নরম টিউমার হওয়ার প্রবণতা। Calc-f: দাঁতের গোঁড়া অস্বাভাবিক নড়বড়ে হয়ে পরে। Calc-f: বিছানায় শুইলে বৃদ্ধি, স্যাঁতস্যাঁতে ও ঠাণ্ডা আবহাওয়ায় বৃদ্ধি।
১৫. Zinc রোগীর বৈশিষ্ট্য:
Zinc: সকালে অতিরিক্ত প্রফুল্লতা কিন্তু রাতে বিমর্ষভাব, বেলা ১১ টা বা ১২ টার দিকে রাক্ষুসে ক্ষুধা। Zinc: স্মৃতিশক্তি দুর্বল, কোন প্রশ্নের জবাব দিবার পূর্বে প্রশ্নটি পুনরায় বলে। Zinc: হাত-পা বিশেষত পা আপনা হতে নড়ে, রোগী স্থির থাকতে পারে না। টেমোর, ঝাঁকি লাগা ও অস্থিরতা। Zinc: রজঃস্রাব বা মল-মূত্র ইত্যাদি যেকোনো স্রাব শরীর হতে বের হলে কিংবা উদ্ভেদ বের হলে সব যন্ত্রণা ও কষ্টের উপশম। Zinc: শিশু রোগী লিঙ্গ ধরে টানে, ঘুমের মধ্যে শিশু রোগী চিৎকার করে উঠে, এপাশ ওপাশ মাথা চালে। Zinc: বসে পিছনের দিকে বাঁকা হলে সহজে প্রস্রাব নির্গত হয়।
রেপার্টরিঃ
[Complete] [Extremities] GANGLION: Wrists: (18) 3 Sil, 3 Ruta, 3 Calc, 1 Am-c, 3 Benz-ac, 1 Phos, 1 Puls, 1 Sulph, 1 Calc-f, 2 Mag-m, 1 Thuj, 1 Aur-m, 1 Carb-v, 1 Bac, 1 Kali-m, 1 Lach, 1 Rhus-t, 1 Rhus-v, [Complete] [Extremities] GANGLION: Hands: Back of: (9) 3 Sil, 1 Am-c, 3 Ph-ac, 1 Plb, 1 Zinc, 1 Phos, 1 Ba-sv, 1 Ozone, 1 Rhod, [Complete ] [Extremities]GANGLION:Feet:Back: (3) 1 Plb, 3 Bry, 1 Ferr-ma, [Complete ] [Extremities]GANGLION:Feet:Soles: (2) 1 Bufo-s, 1 Ped, [Complete ] [Extremities]GANGLION:Tendons: (1) 2 Thlaspi, [Complete ] [Extremities]GANGLION:Elbows: (1) 1 Guano, [Complete ] [Extremities]GANGLION:Hands:Palms: (1) 1 Ruta, [Murphy ] [Limbs]GANGLION, LIMBS :Hands, back, of : (7) 2 Sil, 3 Ruta, 1 Am-c, 2 Ph-ac, 1 Plb, 1 Zinc, 1 Caust, [Murphy ] [Clinical]GANGLION :Wrists : (9) 2 Sil, 3 Ruta, 2 Calc, 1 Am-c, 1 Sulph, 2 Calc-f, 1 Aur-m, 1 Carb-v, 1 Caust, [Murphy ] [Feet]GANGLION, INSTEP, ON THE : (2) 1 Ruta, 1 Ferr-m